অনুভূতি_জুড়ে_তুমি পার্ট_০৭

অনুভূতি_জুড়ে_তুমি
পার্ট_০৭
লেখনীতে: স্পর্ষীয়া ভূমি

মঞ্চের এককোনায় দাঁড়িয়ে আছে উপস্থাপক লোকটি।নিরব মঞ্চে আসতেই সবাই আওয়াজ করে উঠলো।আদ্রিতা মুখ চোখ কুচকে চারপাশে তাকালো।পাশে বসা রিমির আওয়াজটা যেন তার কান বরাবর ডুকে গেলো।কানটা একহাত দিয়ে চেপে রিমির দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকালো।রিমির মাথায় সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে উঠলো,

‘ ঐ গর্দভ?এমনে চিল্লাস কেন? ‘

রিমি বিরক্তিভরা দৃষ্টিতে তাকালো।ঠোঁট উল্টে বলে উঠলো,

‘ তোকে নিয়ে আসাটাই ভুল ছিলো।বেয়াদব।’

‘ তুই বেয়াদব।’

আদ্রিতা রিমির থেকে নজর সরিয়ে নিরবের দিকে তাকালো।হলুদ রংয়ের পাঞ্জাবি পরা।হলুদ রংয়ের পাঞ্জাবিতে রয়েছে সবুজ সুতোর কাজ।হাতাগুলো কনুই পর্যন্ত গুটানো।কাঁধে ঝুলছে কালচে নীল রংয়ের একটা গিটার।এক হাতে গিটারের তার গুলো চেপে রেখে অন্য হাত দিয়ে সুর তুলতে ব্যস্ত সে।মুখে এক রাশ মুগ্ধতা।নীরব কিছুটা সময় গিটারে সুন্দর সুর তুলে নিয়ে এবার গান ধরলো।তার গলায় গানটা ভারী সুন্দরই শোনালো,

“ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান

আমার আপনহারা প্রাণ, আমার বাঁধন-ছেড়া প্রাণ॥
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।

আমার আপনহারা প্রাণ,
আমার বাঁধন-ছেড়া প্রাণ॥
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান”

গানটা গাওয়া শেষ হতেই আরেক দফা আওয়াজে মত্ত হলো চার দিকটা।কারো কারো তালির শব্দে মুখোরিত হলো চারপাশ।তার সাথে মানুষের গুঞ্জন।অদ্ভুত ভাবে ব্যস্ত হয়ে উঠলো পরিবেশটা।মঞ্চের নিচে সাঁজানো চেয়ারগুলোয় বসে থাকা অনেকেই উঠে দাঁড়ালো।উচ্চস্বরে কেউ কেউ বিভিন্ন গানের জন্য অনুরোধ করতে লাগলো।নিরব হাসলো।মুচকি হেসে দাঁড়িতে হাত বুলিয়ে দর্শকদের দিকে নজর নিক্ষেপ করলো।হঠাৎ এই সামনের সারিতে বসে থাকা একটা মেয়ের দিকে নজর আটকে গেলো।মেয়েটা মুখ চোখ কুচকে মুখ ফুলিয়ে বসে আছে।পরণে কাঁচা হলুদ রংয়ের লাল পাড়ের শাড়ি।চুলগুলো খোলোমেলে।ডান পাশে ছড়িয়ে রেখেছে খোলা চুলের একাংশ।চোখে হালকা কাজল।ঘন পাপড়িতে ডাকা চোখ জোড়া দেখেই মৃদু হাসলো নিরব।মেয়েটিকে দেখে আরো একবার মুগ্ধ হলো নিরব।কেন জানি মেয়েটাকে দেখে প্রচুর বাচ্চা মনে হয় নিরবের।মেয়েটার মুখটা মন ভালো আর ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটানোর জন্য হয়তো যথেষ্ট।নিরব মেয়েটির থেকে নজর সরালো মুচকি হেসে চারপাশে তাকাতেই একটা মেয়ের গান গাওয়ার অনুরোধটা এক্সেপ্ট করে আবারো সুর ধরলো।তার পেছনে গানের বাদ্যযন্ত্র গুলোতে যারা ব্যস্ত তাদের দিকে একনজর তাকিয়ে গান শুরু করলো,

তুমি না ডাকলে আসবো না
কাছে না এসে ভালোবাসবো না
দুরত্ব কি ভালোবাসা বাড়ায়?
নাকি চলে যাওয়ার বাহানা বানায়?

দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরনো,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি।

এটাকি ছেলেখেলা আমার এই স্বপ্ন নিয়ে
চাইলে ভেঙে দেবে গড়ে দেবে ইচ্ছে হলে,
আমি গোপনে ভালোবেসেছি,
বাড়ি ফেরা পিছিয়েছে
তোমায় নিয়ে যাবো বলে।
একবার এসে দেখো,
এসে বুকে মাথা রেখো
বলে দেবো চুলে রেখে হাত।

দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরোনো,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি।

ভোর না হতে হতে তোমাকেই দেখার আশায়
শেষ ছবিটা দেখি বারে বারে আহা! দেখি,
আমি গোপনে ভালোবেসেছি,
বাড়ি ফেরা পিছিয়েছে
তোমায় নিয়ে যাবো বলে।
একবার এসে দেখো,
এসে বুকে মাথা রেখো
বলে দেবো চুলে রেখে হাত…

দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরনো,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি।

নিরব গানটা শেষ করতে শুরু হলো আরেক ধাপ উত্তোজনা।চিৎকার, হৈ চৈ এ আবারো ভরে উঠলো চারপাশটা।নিরব ঠোঁট চেপে হেসে আবারো শুরু করলো অন্য একটি গান,

তুমি, ভাবনায় ডুবে থাকা
দূর আকাশের নীলিমায়।
তুমি,হৃদয়ে লুকোনো প্রেম,
মিশে থাকা গভীর মুগ্ধতায়।

তুমি এলে – মন ছুঁলে
অন্যরকম হয়ে যাই।
ইচ্ছে গুলো – জড়োসড়ো,
ভালোবাসি বলে তাই।

আমার আমি বলতে তোমায় জানি!
ঐ আকাশ জানে তুমি আমার কতোখানি !
আমার আমি বলতে তোমায় জানি!
ঐ আকাশ জানে তুমি আমার কতোখানি !

চিলেকোঠায় ইচ্ছে গুলো
নেইতো কোনো দাড়িকমা।
বুক পকেটে,তোমার জন্য,
রেখেছি , ভালোবাসা জমা।

শিশির রোদের লুকোচুরি,
তোমার হাসি ফোটা বকুল।
ছোঁয়া পেলে স্বপ্ন হাজার,
আনমনে হয়ে যাই ব্যাকুল।

তুমি এলে – মন ছুঁলে
অন্যরকম হয়ে যাই।
ইচ্ছে গুলো – জড়োসড়ো,
ভালোবাসি বলে তাই।

আমার আমি বলতে তোমায় জানি!
ঐ আকাশ জানে তুমি আমার কতোখানি !
আমার আমি বলতে তোমায় জানি!
ঐ আকাশ জানে তুমি আমার কতোখানি !

গানটা গেয়ে গিটার একপাশে রেখে মুগ্ধ হাসলো নিরব।সবার দিকে একনজর তাকিয়ে আবারো দৃষ্টি আটকে গেলো সেই মেয়েটিতে।মেয়েটি তার দিকেই তাকিয়ে ছিলো।হঠাৎ চোখাচোখি হওয়াতে দৃষ্টি সরিয়ে নিলো মেয়েটি।কিন্তু নিরব সরালো না।মেয়েটির দিকে কয়েক সেকেন্ড তাকিয়েই মেয়েটির নাম মনে করলো।’ আদ্রিতা।’মেয়েটির নাম আদ্রিতা মাহমুদ।নিরব চোখজোড়া বন্ধ করে মৃদু হাসলো।চোখজোড়া খুলে দর্শকদের দিকে তাকিয়ে মাইক্রোফোনটা হাতে নিয়ে সুমধূর কন্ঠে বলে উঠলো,

‘ সবাই কেমন আছেন?’

সারি সারি চেয়ারে বসে থাকা লোকগুলো সমস্বরে জোরালো কন্ঠে বলে উঠলো,

‘ ভালো।’

নিরব মুচকি হেসে আবারো বললো,

‘ কালকে নববর্ষ আমরা নিশ্চয় সবাই জানি?তো সবাইকে অগ্রিম শুভ নববর্ষ না জানালে কী হয় বলুন তো? সবাইকে নববর্ষের শুভেচ্ছা।আশা করি নতুন বছর সবারই ভালো কাঁটবে।আমার ও যাতে ভালো কাঁটে তার জন্য সকলেই দোয়া করবেন।’

নিরব কথাটা থামাতেই আরেক দফা উত্তেজনা কানে এলো।নিরব হাসলো।স্টেজ ছেড়ে নিচের চার পাঁচ ধাপ সিঁড়ি নেমে এগুতেই লোক সমগম জমে গেলো।তার সামনে লোকের ভীড় জমে গেলো।কেউ কেউ কাগজ কলম এগিয়ে দিলো তার দিকে। নিরব লোকের ভীড় দেখে কপালে ভাজ নিয়ে স্থির হয়ে দাঁড়ালো।কয়েকজনের কাগজে নিজের অটোগ্রাফ দিয়ে থামতেই কয়েকজন যুবক এসে বাকিদের সেখান থেকে সরিয়ে নিলো।সাইড করে নিরবকে জায়গা করে নিয়ে বিশেষ রুমে। নিরবের অাথিথেয়তার আয়োজনে ব্যস্ত হয়ে পড়লো অনুষ্ঠানের কর্মরত সব লোকেরা।

আদ্রিতা কিছুটা সময় শূণ্য জায়গায় দাঁড়িয়ে রিমিকে খুঁজতে ব্যস্ত হলো। কোথায় গেলো এই রিমি?কিছুটা দূর রিমিকে খুঁজতে খুঁজতেই হঠাৎ ঐ রাতের আঁধারে অস্পষ্ট কিছু ছায়া দেখতে ফেলো কিছুটা দূরে।এখানটায় প্রচুর নিরবতা।নির্জন একটা জায়গা।কেউ নেই।রাতের আঁধারে গা ছমছম করছে।আদ্রিতা ছায়াগুলোর দিকে তাকিয়ে এগুবে কী এগুবে না বুঝতে পারলো না। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে বুঝতে পারলো একটা লোক অপর লোকটাকে মারছে। প্রচুর মারছে।আদ্রিতা ঢোক গিললো।ধীর পায়ে এগিয়ে গেলো সেদিকে। সেদিকে এগিয়ে যেতেই চমকপ্রদ কিছু আবিষ্কার করলো।নীরব কে একটা লোককে মারতে দেখে কপাল কুচকে নিলো।হ্যাঁ। এটা নিরবই তো।স্টেজে সে খেয়াল করেছে নীরবকে।নীরব এভাবে লোকটিকে মারছে কেন বুঝতে পারলো না আদ্রিতা।আরো দু পা এগিয়ে ভয়ে কপাল কুচকে তাকালো।নিরব রিভালবার টা লোকটার কপালে চেপে রেখেছে।তীক্ষ্ণ দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠলো,

‘ তুই যেটা করছিলি সেটার শাস্তি কী হতে পারে জানিস?চাইলে ধুপ করেই একটা বুলেট তোর মাথায় ডুকিয়ে দিতে পারি। দিবো?’

লোকটি ভয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে।নিরবকে শরীরের সব জোর দিয়ে সরানোর চেষ্টা করেও সরাতে পারলো না।কাঁপা হাতটা এগিয়ে দিলো পকেটে।পকেট থেকে ধারালো চুরিটা বের করে নিয়েই নিরবকে আক্রমণ করবে এমন সময় নিরব হাত চেপে চুরিটা কেড়ে নিলো। আদ্রিতা ভয়ার্ত দৃষ্টিতে তাকালো।ঢোক গিলে নিয়ে মোবাইলটা হাতে নিতেই ভুলবশত ক্যামেরা অ্যাপ এ টাচ করে গেলো।তারপর ঐ অবস্থাতেই নিরবের কয়েকটা পিক তার মোবাইলে তোলা হয়ে গেলো ভুলবশতই।আদ্রিতার ভয়টা এবার ভয়ানক রূপ ধারণ করলো।ভয়ে কাঁপতে কাঁপতে ভাইয়ের নাম্বারে কল করে ফিসফিস করে বলে উঠলো,

‘ ভাইয়া তুই কোথায়?আমি। আমি ভয় পাচ্ছি।’

রৌদ্র ওপাশ থেকে কিছু বললো কিনা কানে এলো না আদ্রিতার।ভয়ে মোবাইলটা খসে পড়লো নিচে।দ্রুত মোবাইলটা হাতড়ে নিয়ে খুঁজেই ব্যাগে ভরতে আরো ভয়ানক দৃশ্য তার সামনে উপস্থিত হলো।নীরব ধারালো চুরিটা দিয়ে সামনের লোকটার হাতে দুই দুইবার রেখা টেনে দিলো।সঙ্গে সঙ্গে গড়গড়িয়ে পড়লো লোকটির রক্ত।নিরব মুচকি হাসলো। তারপর কাউকে কল করেই বলে উঠলো,

‘ স্টেজের পেছনটায় আসো তো।একটা লোক আহত হয়ে পড়ে আছে।ট্রিটমেন্ট করাতে হবে।’

আদ্রিতা লোকটির টকটকে লাল রক্ত দেখে ভয়ে ঘামাতে লাগলো।থুবড়ে বসে পড়লো সেখানে।সে বসে পড়তেই পাতার মড়মড়ে আওয়াজ গিয়ে বিঁধলো নিরবের কানে। সচেতন চাহনিতে এদিক ওদিক তাকিয়েই ভ্রু জোড়া কুচকে নিলো।সামনের মেয়েটিকে দেখে ধীর পায়ে এগিয়ে গেলো। মেয়েটির কাছাকাছি গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে বললো,

‘ ঠিক আছো?’

আদ্রিতা ক্ষিপ্ত চাহনিতে তাকালো।কন্ঠে তেজ নিয়ে বলে উঠলো,

‘ খারাপ লোক!লোকটা তো মরে যাবে।এমনটা কেন করলেন লোকটার সাথে?কেন?লোকটার কিছু হলে ওর পরিবারের কী হবে ভেবে দেখেছেন?’

নিরব হাসলো।মেয়েটি যে এভাবে প্রতিবাদ করবে বুঝে উঠে নি সে।মুচকি হেসে জবাব দিলো,

‘ মিস আদ্রিতা!আই লাইক ইউ।’

আদ্রিতা এবার দ্বিগুণ রাগ নিয়ে তাকালো। দাঁতে দাঁত চেপে বললো,

‘ হোয়াট?ক্রেজি!মানসিক সমস্যা আছে আপনার?’

‘ আসলেই!ফানি শোনাচ্ছে কথাটা।রাইট?ঠিক ঐ যে?আপনার কথাটাও ফানি শোনাচ্ছে।লোকটার কিছু হলে কারো কিছু আসে যাবে না।’

‘ কেন?কোন কিছু কেবল সেলিব্রিটিদেরই এসে যায় নাকি?উনি মানুষ না?গরু ছাগল?’

‘ ধরে নিতে পারো।’

‘ ওয়াহ!স্টেজে গান গেয়ে এমন মানসিকতার পরিচয় দিলেন যেন আপনার মতো মহান আর কেউ নেই অথচ আপনি?নিচ মেন্টালিটির মানুষ।ছিহ!এমন মানুষের গান শোনার জন্য টিকেট কেঁটেছি এটা ভাবতেই লজ্জ্বা লাগছে।’

‘ ইটস কলড ভাগ্য। ‘

কথাটা বলেই নিরব সশব্দে হেসে উঠলো।আদ্রিতা জ্বলে উঠলো।জ্বলন্ত স্ফুলিঙ্গের মতো কথা ছুড়ে মারলো,

‘ আমার কাছে আপনার এমন কর্মের প্রমাণ আছে।সেলিব্রিটি বলে কথা!ছবিগুলো শেয়ার করলে মুহুর্তেই ভাইরাল হয়ে যাবে।’

নিরবের হাসিতে কথাটা যেন চুম্বকের মতো গিয়ে আটকে গেলো।হাসিটা থামিয়ে চোয়াল শক্ত হয়ে এলো এবার তার।চোখজোড়া লাল হয়ে গেলো।আদ্রিতার দুই বাহু শক্ত হাত দিয়ে চেপে ধরে বলে উঠলো,

‘ হোয়াট?আর ইউ ক্রেজি?ইউ নো, কী বলছো?’

আদ্রিতা হাসলো।উঠে দাঁড়িয়ে বলে উঠলো,

‘ ইটস কলড ভাগ্য মিঃ নিরব চৌধুরী।’

কথাটা বলে দু পা পিছুতে নিলেই জোরালো হাত চেপে ধরলো তার হাত।উল্টো দিকে ঘুরিয়ে কাছাকাছি ঘেষে নিলো আদ্রিতাকে।মাঝখানে দুই কী তিন ইঞ্চি দূরত্ব। আদ্রিতা ভয়ে ঢোক গিললো।লোকটার রাগে ভরা মুখটা দেখে গলা শুকিয়ে আসলো তার।অসহায় ভাবে চোখ বড় বড় করে নিরবের দিকে তাকাতেই সে গম্ভীর কন্ঠে বলে উঠলো,

‘ যদি ছবি গুলো কোনভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয় তো ঐ যে রিভালবার টা?ঐ রিভালবার থেকে এক একটা বুলেট তুমি সহ তোমার পরিবারের সবার মাথায় গিয়ে বিধবে।রাজি?’

আদ্রিতা ভয়ে মুখ কালো করে নিলো।সামনের লোকটির উপচে পড়া নিঃশ্বাসে চোখজোড়া বন্ধ করে নিলো।নিরব আদ্রিতার অবস্থা দেখে হাসলো।তারপর সরে গিয়ে আবারো বললে,

‘ শর্তে রাজি?’

আদ্রিতা চটফট বলে উঠলো,

‘ না, কোন ছবি শেয়ার হবে না।’

‘ গুড গার্ল।ছবি গুলো ডিলিট করে দিবে ওকে?’

আদ্রিতা মাথা দুলালো। যার অর্থ হ্যাঁ।নিরব আর দাঁড়ালো না।পিছিয়ে চলে গেলো। আদ্রিতা ভয়ে শকড হয়ে লোকটির যাওয়ার পানে তাকিয়ে থাকলো।মুহুর্তেই মাথায় একটা চিন্তা জাগলো। লোকটি তার নাম কী করে জানলো?সেলিব্রিটি মানুষ নিশ্চয় তার পেছনে সময় ব্যয় করে নাম জানে নি।তাহলে?কীভাবে জানলো নাম?আদ্রিতা খুঁজে পেলো না উত্তর।ধীর পায়ে কিছুটা এগুতেই রৌদ্রকে দেখে দৌড়ে এগিয়ে গেলো।

#চলবে…

(দিনে প্রিয়তার কাল্পনিক অনুভূতি দিয়ে এটা আর লেখা হয়নি…সন্ধ্যায় দিবো বলেও দিতে পারিনি।দুঃখিত!সন্ধ্যার পরপরই ঝড় শুরু হলো।তারপর কারেন্ট গেলো!তারপর মোবাইলের চার্জ।তারপর যা হলো।গল্প লেখা আর হলো না।)

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here