মায়াজালে_আবদ্ধ পর্ব_৭

মায়াজালে_আবদ্ধ
পর্ব_৭
কলমে_লাবণ্য_ইয়াসমিন

জুনায়েদ বাইরে এসে আমিরকে চিৎকার করে বলে গেলো ফিরতে হবে। আমির মনের সুখে এতোক্ষণ পুলের ভতরে বসে ছিল হঠাৎ ফিরে যাবার কথা শুনে ও অবাক হয়ে ভেজা কাপড়ে হন্তদন্ত হয়ে ভেতরে গিয়ে জুনায়েদ জিঙ্গাসা করলো,

> আমরা না এখানে কিছুদিনের জন্য থাকতে এসেছিলাম?

> হুম কিন্তু এখন ফিরতে হবে। আব্বু ফোন করে বাড়িতে যেতে বলেছে। তোকে তো একটা বিষয়ে জানানো হয়নি।

> তুই তো আগে থেকে কখনও কিছুই বলিস না।সব হয়ে গেলে তখন বলিস। সেবার রীমলির সাথে প্রেম করার পর ঘুরতে গিয়ে আমাদের কাছে ধরা খেয়ে বাধ্য হয়ে তবেই বলেছিলি সব মনে আছে। এবার যদি কেউ বলে জুনায়েদ বিয়ে করে দুবাচ্চার জনক হয়েছে এটাও আমাদের অবিশ্বাস হবে না। রেগে

> আরে বাবা খেপছিস কেনো? আমি কি ইচ্ছা করে ফিরতে বলছি নাকি? বাড়িতে হয়তো ঝামেলা হয়েছে।

> হুম জানি আমি।

আমির ওকে ঝাড়ি দিয়ে বাথরুমে চলে গেলো কাপড় হাতে করে। ও কিছুদিন এখানে থাকার জন্য ব্যবস্থা পাকা করছিলো কিন্তু এখন ফিরতে হবে ভেবেই ওর রাগ হচ্ছে। ও রাগে ফুলতে ফুলতে রেডি হয়ে বের হলো। জুনায়েদ ওকে নিয়ে বাড়ির পথে রওনা হলো আর গাড়ির মধ্যে সব কিছু খুঁলে বলল তবুও ওর রাগ কমলো না। । রাস্তার মাঝে গাড়ি থামিয়ে জুনায়েদ ওকে খেতে বলল।কিন্তু ওর তো রাগ হয়েছে তাই ও খাবেনা বলল।কিন্তু জুনায়েদ শুনলো না জোর করেই ওকে নিয়ে হোটেলে ঢুকলো। শেষপর্যন্ত দেখা গেলো জুনায়েদ কিছুই খেলো না কিন্তু আমির খেয়েই চলেছে। ও যতই বলুক ক্ষুধা নেই বা খাবে না এটা ওর মনের কথা না। ওর খাবারের প্রতি অন্যরকম একটা লোভ কাজ করে। সে প্রথমে বলে খাবে না কিন্তু পরে ঠিকই খেয়ে নেয়। শেষে বিল পরিশোধ করতে গিয়ে টানাটানি পড়ে যায় এটা বন্ধু মহলে কারও অজানা না। জুনায়েদ ওকে দ্রুত খাওয়ার জন্য তাড়া দিচ্ছে কিন্তু ও খাচ্ছে আর মুখ ফুলিয়ে বলছে,

> এই জন্যই আসতে চাইছিলাম না তুই জোর করে এনে এখন খেতে মানা করছিস কেনো?

> আরে বাবা খেতে মানা করছি কোথায়? তোর যতো ইচ্ছা খা তবে দ্রুত। খুব টেনশন হচ্ছে বাড়িতে কি হচ্ছে কে জানে। মেয়েটা নিশ্চয়ই কিছু প্যাচ লাগিয়েছে। আর আমাদের বাড়ির ওই পটল আছে না ওরে আমি তো এবার খেয়েছি। আস্ত একটা পাজি।

> কথা বলে আমার খাওয়ার মনোযোগ নষ্ট করছিস কিন্তু। এতো টেনশন করলে কি আর তাড়াতাড়ি খাওয়া শেষ করা যায়।

> তুই তো নিরিবিলি খেয়ে চলেছিস টেনশন কোথায় করলি? রাক্ষসের মতো গিলছিস। ভাই তোর পা ধরি আজকের মতো শেষ কর। আচ্ছা সব প্যাকেট করে নেই গাড়িতে বসে বসে খাবি ঠিক আছে?

> মন্দ বলিস নাই। ওকে।

জুনায়েদ দ্রুত উঠে গিয়ে খাবার গুলো প্যাক করে গাড়িতে গিয়ে বসলো। আমির ওর পেছনে পেছনে হেলতে দুলতে এসে বলল,

> মেয়েটা যদি সুন্দরী হয় তাহলে সমস্যা কোথায়?

> মেয়েটা আমার হাটুর বয়সি ওকে নিয়ে এমন চিন্তা করারও পাপ হবে। আর ভালোবাসা কি ফেলনা নাকি যে ইচ্ছা করলেই যে কাউকে যখন তখন ভালোবাসা যায়। আমার দ্বারা ওসব হবে না।

> রীমলিকে দেখিয়ে দে তুই ও ইচ্ছা করলে ওর থেকেও ভালো মেয়েকে বিয়ে করতে পারিস।

> প্রতিশোধ নিবো কেনো? ওর সাথে কি আমার শত্রুতার সম্পর্ক ছিল? ও আমাকে অবিশ্বাস করেছে এর মানে এই নয় যে ও খারাপ বা ও আমাকে ভালোবাসে না। আমার ব্যার্থতা যে ওকে আমি বিশ্বাস করাতে পারিনি। ওর জায়গায় আমি থাকলেও এমন করতাম।

> বাহ তুই তো দেখছি ওর কোনো দোষই ধরবি না। শোন ভাই যুক্তি তর্ক আর আবেগ দিয়ে জীবন চলে না। ও তোকে ভুলে গিয়ে সংসার করছে তুই ও করবি। কোনো কথা হবে না ঠিক আছে?

> তোর মুখটা আপাতত বন্ধ রাখ এতেই আমি খুশী হবো।

> সত্যি কথার ভাত নেই।

সমস্ত রাস্তা জুনায়েদ চুপ করে গাড়ি ড্রাইভ করলো আর আমির মন দিয়ে খাবার খেতে খেতে আসলো। জুনায়েদ মাঝে মাঝে ওর দিকে কটমট দৃষ্টিতে তাকিয়েছে কিন্তু ওতো নির্বাক নিজের মতো খাওয়াতে ব্যস্ত। জুলফিকার বাড়ির সামনে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নামতেই পটল চিৎকার করে বলল,

> খালুজান ভাইজান তো আইসা পড়ছে।

জুনায়েদ ভ্রু কুচকে ওর দিকে রেগে তাঁকিয়ে ভেতরে চললো ওর পেছনে আমির ও এসেছে। বাড়ির মেইন দরজা খোঁলা আছে তাই কলিংবেল বাজাতে হলো না। জুনায়েদ ভেতরে গিয়ে অবাক হলো সোফায় বেশ কিছু অপরিচিত মানুষ বসে আছে। ওকে দেখেই সবাই তাঁকিয়ে আছে ওর দিকে। জুনায়েদ ওদেরকে ইগনোর করে উপরে যাবার জন্য সিঁড়িতে পা রাখার সাথে সাথেই জয়নাল সাহেব ডাকলেন ওকে,

> এখানে আসো কথা আছে।

জুনায়েদ আর সামনে এগোলো না ফিরে এসে ওর বাবার পাশে বসতেই পাশ থেকে এক ভদ্রলোক বলল,

> বাবা কেমন আছো?

> আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের ঠিক চিনলাম না।

> আমি মায়ার ছোট চাচা। তোমাদের বিয়েটা যাতে আজকের মধ্যেই হয়ে যায় তাই তোমার বাবা আমাদের ডেকেছিলেন। আসলে কি বাবা বিয়ে শাদির কাজকাম বেশিদিন ফেলে রাখা উচিৎ না। আর যেহেতু তোমাদের কোনো অমত নেই সেহেতু ফেলে রাখার তো প্রশ্নই আসেনা। হেসে

> মানে কি বলছেন আপনি? বাবা তুমি এই জন্য আমাকে…

জুনায়েদ কথা এগোতে পারলো না তার আগেই জয়নাল সাহেব বলে উঠলেন,

> আপনারা তাহলে আসুন আমরা রাতে আসছি।

> জ্বী বেয়াই দেখা হচ্ছে ।

লোকগুলো সালাম বিনিময় করে চলে গেলো। জুনায়েদ বসে আছে ওর মাথা চক্কর দিয়ে ঘুরছে। পিচ্চি টা এতোদূর এগিয়ে গেছে ভেবেই ওর কেমন অশান্তি হচ্ছে। ও গম্ভীর হয়ে কড়া গলাই বলল,

> আব্বু এই বিয়েটা হবে না। আমি ওই মেয়েকে পছন্দ করিনা। পিচ্ছি একটা মেয়ে ওর আর আমার বয়সের ম্যাচিং হবে না। ওর তো বিয়ের বয়সই হয়নি।

> তুমি কি বুড়ো মেয়েকে বিয়ে করতে চাইছো? মেয়েটা সুন্দরী শিক্ষিতা ভালো ফ্যামিলির তাহলে সমস্যা কি? তোমার আম্মু আর আমার বয়সের পার্থক্য কতো জানো? প্রায় দশ বছরের হবে। আমাদের তো কোনো ঝামেলা হয়না। বাহানা করবানা রাতে বিয়ে তাই বিয়ের জন্য প্রস্তুতি নাও। লুকিয়ে লুকিয়ে প্রেম করবে আবার বিয়ে করতে সমস্যা। আমি ওদেরকে কথা দিয়েছি তোমার জন্য যদি এখন আমার কথার খেলাপ হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি বাড়ি ছাড়বো বলে দিলাম। হুমকি দিয়ে

জুনায়েদ অথর্বের মতো বসে আছে। দূরে আমির দাঁত বের করে হাসছে। বন্ধুর বিয়ে বলে কথা তার আর আনন্দ ধরছে না। জুনায়েদের সব কিছু কেমন বিষাদের মতো মনে হচ্ছে। সামনে বসে থাকা লোকটাকে ওর প্রচণ্ড স্বার্থপর বলে মনে হচ্ছে। ওর আর এখানে বসতে পারলো না তাই ধীরপায়ে উঠে গিয়ে শব্দ করে দরজাটা বন্ধ করে দিলো। রুমে এসে ও সোফায় মাথা নিচু করে বসে আছে। বাইরে পটলের চিৎকার চেচামেচি আর বাড়ি অন্যদের কথাবার্তা ভেসে আসছে। মনে হচ্ছে বাড়িতে বেশ কিছু লোকের আগমন ঘটেছে। জুনায়েদের কিছুই ভালো লাগছে না। বাবা এক কথার মানুষ যা বলেছে তাই করবে আটকানো যাবেনা। কি করবে, কি হবে ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে আসলো। জুনায়েদ সেই দুপুর থেকে একইভাবে বসে আছে নড়াচড়া করেনাই। মাঝে একবার আমেন বেগম এসেছিল কিন্তু ও দরজা খোঁলেনি। সন্ধ্যার পর জয়নাল সাহেব নিজেই আসলেন ছেলেকে নিতে। জুনায়েদ এবার আর কথা অমান্য করে বসে থাকতে পারলোনা। দরজা খুলতেই উনি ওর হাতে বিয়ের জন্য পোশাক আর কিছু জিনিস ধরিয়ে দিয়ে বললেন,

> বেশি সময় নেই দ্রুত রেডি হয়ে নাও আমরা অপেক্ষা করছি।

জুনায়েদ কথা না বলে হাত থেকে সেগুলো নিয়ে আগের মতোই দরজা বন্ধ করে দিলো। সেদিন ও বিয়েটা কোনো কিছু বলেই আটকাতে পারলো না বিয়েটা হয়ে গেলো। বিয়ের পর বাড়িতে ফিরে জুনায়েদ ছাদে চলে এসেছে। নতুন বউকে নিয়ে বাড়িতে সব মাতামতি করছে। বিয়ের সময় কবুল ছাড়া ও একটা শব্দ ও উচ্চারণ করেনাই। মনে হচ্ছে ও একটা কাঠের পুতুলে পরিণত হয়েছে। আকাশে আজ পূর্ণ চাঁদ উছেঠে চারদিকে জোছনা ঠিকরে পড়েছে, হয়তো পূর্ণিমা। জুনায়েদ আকাশের দিকে তাঁকিয়ে আছে। যাকে নিয়ে হাজার হাজার শব্দ বুনন করেছিল আজ তাঁকে ছেড়ে অন্য একজনের সাথে বাধা পড়তে হলো। ক্ষণস্থায়ী জীবনে হয়তো কখনও আর তার সামনে দাঁড়ানো আর সম্ভব হবে না। একদিন যাকে ছাড়া নিশ্বাস নিতেও কষ্ট হতো আজ সে কতোদূরে। সব কিছুই হয়তো অভ্যাস। দুঃখটাও একদিন অভ্যাসে পরিণত হবে। সকালে যার মুখ দেখে ঘুম ভাঙবে আর তাঁর মুখ দেখে ঘুমাতে হবে তাকে যদি ভালোই না বাসা যায় এর থেকে কষ্টের আর কি আছে। জুনায়েদ এলোমেলো ভেবে চলেছে। কখনও ওর হাতে সিগারেট উঠেনি বন্ধুরা বলতো সিগারেট খেলে নাকি কষ্ট ভুলে থাকা যায়। ওর আজ ইচ্ছা করছে একটা নয় হাজার টা সিগারেটের ধোয়ায় নিজের সমস্ত দুঃখটাকে উড়িয়ে দিতে। কিন্তু এমনটা কিছু কি আদো সম্ভব? এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ওর মাঝ রাত হয়ে এসেছে। পশ্চিম আকাশে চাঁদটা ঢুলে পড়ছে। হয়তো এখুনি টুপ করে ডুব দিবে। এমন সময় আমির এসে দাঁড়ালো ওর পেছনে,

> রুমে চল ভাবি তোর জন্য অপেক্ষা করছে।

> আমি যাবো না। রেগে

> কি পাগলামি করছিস বলবি? বাচ্চা একটা মেয়ে, কতো সহজ সরল ওকে তুমি কষ্ট দিতে পারিস না।

> ওর কাছে তুইও বাচ্চা ঠিক আছে? যদি সহজ সরল হতো তাহলে কখনও এই বিয়েটা হতোই না। আমিও দেখবো ও কেমন করে আমার থেকে ভালোবাসা আর অধিকার আদায় করে।

> তুই কিন্তু জিদ করছিস। ও বুঝতে পারেনি এমন হবে। শোন ভাই যা হয়েছে এখন মেনে নিয়ে সংসার কর। নিচে আঙ্কেল বসে আছে এখন তুই ঝামেলা করলে উনি রাগ করবেন।

> শোন আমির জোরকরে ভালোবাসা হয়না। আমি ওই মেয়েটার মুখের দিকে তাঁকিয়ে কোনো ভালোলাগাই অনুভব করিনা যে ওকে নিয়ে সুখের সংসার করবো। আমার দ্বারা হবে না।

> আরে বাবা হঠাৎ দেখাই যদি ভালোবাসা হয়ে যায় তাহলে এক ছাদের নিচে থেকে প্রতিদিন তাঁর মুখ দেখে দুজনের মধ্যে ভালোবাসা হবে না কেনো? নিশ্চয়ই হবে।

> আমার মনে যে অন্য একজনের বসবাস। আমি চাইলেও তাকে ভুলতে পারবো না। তুই এখন যা আমার যখন ইচ্ছা হবে নিচে যাবো।

> আমি তোকে নিয়ে তবেই যাবো। আমাদের যেতে লেট হলে আঙ্কেল আন্টি সবাই আসবেন তখন বিষয়টা ভালো লাগবে না।

জুনায়েদের এবার প্রচুর রাগ হলো ও গটগট করে হাটতে হাটতে নিচে গিয়ে রুমের দরজা বন্ধ করলো। খাটে বসার উপায় নেই সেখানে ফুলের সমাহার। সেদিকে তাঁকিয়ে ওর মনে হলো কাটা ঘায়ে নুনের ছিটা পড়লো। ও হন্তদন্ত হয়ে ফুল গুলো সরিয়ে দিলো। ভেতরে মায়া ঘোমটা টেনে বসে আছে। জুনায়েদ এটা দেখে আরও রেগে গেলো তাই ও মায়ার হাত ধরে টেনে বিছানা থেকে নামাতে গেলো কিন্তু পারলো না। ওর ধাক্কাতে মেয়টা বিছানার উপর সাট হয়ে শুয়ে পড়লো। জুনায়েদ ভাবলো মেয়েটা ইচ্ছা করে এমন করছে তাই ও উপরে উঠে গিয়ে মেয়েটার দুহাত ধরে নামাতে গিয়ে খেয়াল করলো ও একদম নড়াচড়া করছে না আর ওর মুখ দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে। এটা দেখে জুনায়েদ ভয় পেয়ে গেলো। বেঁচে আছে কি দেখার জন্য ও তাড়াতাড়ি মেয়েটার নাকের সামনে হাত রাখলো। কিছুক্ষণের মধ্যেই ও বুঝলো এখনো বেঁচে আছে, ও আর অপেক্ষা করলো না চিৎকার করে আমেনা বেগম আর জয়নাল সাহেব কে ডাকতে শুরু করলো। মেয়েটা হয়তো কোনো বিষাক্ত কিটনাশক পান করেছে। জুনায়েদ ভ্রু কুচকে ভাবছে মেয়েটা নিজের ইচ্ছাতে ওকে বিয়ে করলো তাহলে ও বিষ কেনো খেলো? ও নিজের ইচ্ছাতে খেয়েছে নাকি কেউ ওকে বাধ্য করেছে এটা খেতে, কোনটা?

(চলবে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here