ভালোবাসি_তাই❤️,পর্ব:০২

ভালোবাসি_তাই❤️,পর্ব:০২
মাহিয়া_মেরিন

সকাল সকাল অর্ণব এসে অধরাকে ঘুম থেকে উঠানোর হাজার চেষ্টা করে যাচ্ছে। কিন্ত অধরার উঠার কোন খবরই নেই।।
— অধরা,,,উঠে পড় বোন। নাহয় তোর কলেজের দেরি হয়ে যাবে।। আজকে না তোর ক্লাস টেস্ট আছে??

— অধরা অন্য পাশে ফিরে শক্ত করে তার টেডি জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠে বললো,,,,,””উফফ ভাইয়া।। এখনো তো সকালই হয়নি।। মাত্র তো পাখিরা উঠতে শুরু করেছে।। তুমি তো জানোই আমি নবাব সিরাজউদ্দৌলার বংশধর,,,,এতো সকাল সকাল ঘুম থেকে ওঠা আমাকে সোভা পায় না।।””

— অধরার কথা শুনে মুচকি হেসে অর্ণব ফোন কানে দিয়ে অভিনয় করে,,,””হ্যালো আশ্বিন।। হুম,,আসতে একটু দেরি হবে দোস্ত।। না না বেশি দেরি হবে না,,অধরা ঘুম থেকে উঠার পর তাকে কলেজে পৌঁছে দিয়েই আমি আসছি।। হ্যা জানি তো আজকে অধরার ক্লাস টেস্ট আছে। তো কি হয়েছে?? অধরা জানে সে এবারও ক্লাস টেস্টে ফেলই করবে।। আরে তুই রেগে যাচ্ছিস কেনো?? কিহহহ?? তুই এসে অধরার খবর নিবি?? আচ্ছা ঠিক আছে তাহলে।।””

অধরা এতোক্ষণ ঘুমের ভান করে শুয়ে শুয়ে অর্ণবের কথাগুলো শুনছিলো।। কিন্তু অর্ণবের শেষ কথাগুলো শুনে সে এক লাফ দিয়ে উঠে বসে,,
— “”এই এই এই ভাইয়া।।।। কি বলছো এসব?? আমি তো সেই কখন উঠে পড়েছি ঘুম থেকে।। আসলে সারারাত ঘুমিয়ে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি তাই একটু বিশ্রাম নিচ্ছেলাম।।”” কথাগুলো বলে জোর করে একটু হাসির চেষ্টা করলো অধরা।।
“”কিন্তু তুমি ওই পচা ডিমকে এসব কেনো বললে?? এখন তো আশ্বিন ভাইয়া আমাকে কুচি কুচি করে কেটে ফেলবে।। দেখি তোমার ফোন দাও””,,,,,,অর্ণবের হাত থেকে ফোন নিয়ে দেখে কিছুই নেই।। তাই বোকার মতো করে তাকিয়ে,, “”ভাইয়া??!!””

— অধরার গাল টেনে দিয়ে,,,””সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। এখন যা ফ্রেশ হয়ে রেডি হয়ে আয়।।””

অধরা একবার অর্ণবের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে ফ্রেশ হয়ে চলে গেলো।। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে অর্ণব অধরার ব্যাগ গুছিয়ে দিচ্ছে।।
— অধরাকে বের হতে দেখে অর্ণব একটা চিরুনি নিয়ে কোনরকম ভাবে অধরার চুল আঁচড়ে দিয়ে,,,,, “”এতো দেরী করলি কেনো?? নিচে শ্রাবণ আর আশ্বিন আমার জন্য অপেক্ষা করছে।। আমাদের একটা জরুরী কাজে আছে তাই যেতে হবে।। আজকে তোকে সাথে নিয়ে যেতে পারবো না।। কলেজে দেখে শুনে সাবধান যাবি,,আমরা কিছুক্ষণ পরেই চলে আসবো।।এখন চল।””

বলেই হাত টেনে অধরাকে নিয়ে নিচে নেমে আসলো।। অধরা দূর থেকে লক্ষ করে আশ্বিন আর শ্রাবণ হলরুমে বসে গল্প করছে।। মুহূর্তেই মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে তার।। একটা বাঁকা হাসি দিয়ে এক দৌড়ে এসে শ্রাবণের পাশে বসে পড়ে।।
— “”শ্রাবণ ভাইইইইইইয়া!!!! তোমাকে তো পুরাই সেইইই লাগছে এই নীল শার্টে,,,বাহব্বা!!””,,,হাতের কনুই দিয়ে শ্রাবণের হাতে একটা খোঁচা দিয়ে।।

— শ্রাবণ বোকার মতো কিছুক্ষণ অধরার দিকে তাকিয়ে জোরপূর্বক একটা হাসি দিয়ে অধরার কানে কানে বললো,,,,””ইশমির সাথে ঘুরতে গিয়েছিলাম। তুই দেখে ফেলেছিস তাই না??””

অধরা দাঁত বের করে একটা হাসি দিয়ে হ্যা সূচক মাথা নাড়ালো।।
— শ্রাবণ একটা ঢোক গিলে হাসি মুখে বললো,,,””দেখলি তো আশ্বিন?? আমার অধরা,,লক্ষি বোনটা।। কতো ভালো মেয়ে!!””

— আশ্বিন অধরার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললো,,,,””হ্যা খুউউব ভালো মেয়ে অধরা।।””
অধরা চোখ ছোট করে আঁড়চোখে আশ্বিনের দিকে একবার তাকিয়ে একটা ভেংচি দিলো।।

এর মধ্যে ছোট মা টেবিলে নাস্তা সাজিয়ে সবাইকে ডাক দিলো।। সবাই একসাথে বসে নাস্তা করছে।। আশ্বিন মাঝে মাঝে আঁড়চোখে অধরাকে দেখছে।। ছোট মা অধরাকে খাইয়ে দিচ্ছে আর অধরা ছোট বাচ্চাদের মতো করে খাচ্ছে।। অধরার কান্ড দেখে আশ্বিন অজান্তেই মুচকি হাসলো।।
খাওয়া শেষে অধরা কলেজে চলে আসে।।

কলেজে আসতেই তার বেস্ট ফ্রেন্ড নিধি আর তিশা অধরাকে ঘিরে ফেলে।।
— নিধি অধরাকে মজা করে বললো,,,””এই অধরা তোর টেস্টের পিপারেশন কেমন?? এবার পাস করবি তো নাকি??””

— এমন অপমান জনক কথায়ও পাত্তা না দিয়ে অধরা বললো,,,””এই অধরার পিপারেশন সবসময়ই ভালো থাকে,,বুঝলি।। আসলে দোষটা স্যারই,,,আমার টেলেন্ট বুঝতে পারে না।। এখানে আমার কি দোষ??””

— অধরার কথা শুনে নিধি আর তিশা একবার একে অপরের দিকে তাকিয়ে বললো,,,,””চল,,,ক্লাসে যাই। স্যারকে তোর টেলেন্ট বুঝিয়ে দিয়ে আসি।””

অধরা নিধি আর তিশা ক্লাসে প্রবেশ করে।। কিছুক্ষণের মধ্যেই স্যার এসে তাদের পরীক্ষা নেওয়া শুরু করে।। অধরা কিছুক্ষণ প্রশ্নের দিকে তাকিয়ে ভাবছে,,,””আরে এগুলো তো কাল ভাইয়া পড়িয়েছিলো।। কিন্তু আমি সব ভুলে গিয়েছি!!এখন কি হবে?? যাই হোক লেখা শুরু করি,,,পরেরটা পরে দেখা যাবে।””
পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ পর স্যার এসে সবাইকে খাতা দিয়ে গেলো।। অধরার খাতা দেওয়ার সময় তিশা টান দিয়ে খাতাটা নিয়ে চোখ বড় করে তাকিয়ে আছে।।

— তিশার এমন অবস্থা দেখে নিধি বললো,,,””এমন রসগোল্লার মতো তাকিয়ে কি দেখছিস?? আবার ফেল করেছে অধরা??””

— তিশা নিধির দিকে খাতা বাড়িয়ে দিয়ে অধরাকে বললো,,,””ওহি বাবু,,,জীবনে প্রথম ক্লাস টেস্টে পাস করেছিস।। ট্রিট কি দিবি বল।। আরে না না বলা বলি নাই।। চল এখনি ফুচকা খাওয়াবি।।””
নিধি আর তিশা অধরাকে নিয়ে কলেজ গেইটের দিকেই আসছে।। অধরার ঠোঁটে বিশ্ব জয়ের হাসি।। এখনকার দিনে পাস করা কি মুখের কথা নাকি!!

হঠাত গেইট দিয়ে একের পর এক বাইক প্রবেশ করে।। মুহুর্তেই আশেপাশে মেয়েরা জড়ো হয়ে যায়।। অধরার আর বুঝতে বাকি নেই কে এসেছে।। বাইকগুলো থেকে একে একে আশ্বিন অর্ণব আর শ্রাবণ নেমে আসে।। ((আসলে অধরা যেই কলেজে পড়ে সেই কলেজের অনার্স শেষ বর্ষে আশ্বিন অর্ণব শ্রাবণ পরে)) আশ্বিন বাইক থেকে নেমে শার্টের হাতা ফোল্ড করতে করতে এগিয়ে আসছে।। ব্লেক শার্টে আশ্বিনকে আরো বেশি সুন্দর লাগছে।। অধরা এক ধ্যানে আশ্বিনের দিকে তাকিয়ে মনে মনে,,,,””হায়!! আশ্বিন ভাইয়াকে দেখলেই কেনো আমার মনে কুচ কুচ হোতা হে!!””

— তিশা গালে হাত দিয়ে নেশাভরা কণ্ঠে,,,,””আমি তো আবারও ক্রাশ খেয়ে গেলাম অধরা। “”

— অধরার হুশ ফিরে তিশার বলা কথা শুনে।। তিশাকে আলতো করে একটা ধাক্কা মেরে বললো,,,””আশ্বিন ভাইয়া শুধু আমার।। তুই ভুলেও তার দিকে তাকাবি না।।””

— আরে আমি কি আশ্বিন ভাইয়ার কথা বলেছি নাকি?? আমি তো বলেছি অর্ণব ভাইয়ার কথা।। কি হ্যান্ডসাম আর কেয়ারিং।। তোকে কতোবার বললাম আমাদের লাইনটা করিয়ে দেও।। যাই হোক,,,,দেখ..আশেপাশের মেয়েরা কিভাবে তাকিয়ে দেখছে তাদের।।

— দেখবে হবে না?? পুরো ভার্সিটির কিং…দ্যা গ্রেট আশ্বিন চৌধুরী,,,,আশ্বিন গ্রুপের লিডার।। তার উপর ভাইয়া এতো হ্যান্ডসাম যে সব মেয়েদের ক্রাশ।। অধরা আমার মনে হয়না তুই আর ভাইয়ার কাছে পাত্তা পাবি।।

নিধির কথা শুনে অধরা ভ্রু কুঁচকে তাকিয়ে সেখান থেকে চলে আসে।। নিধি আর তিশাও আধরার পিছু পিছু চলে আসে।। অধরা ফুচকা অডার দিয়ে সবার সাথে বসে কিছুক্ষণ অপেক্ষা করে হঠাত দাঁড়িয়ে পড়ে।।

— অধরাকে হঠাত এভাবে দাঁড়িয়ে যেতে দেখে তিশা বললো,,,,,তোর আবার কি হলো??

— আমার কাছে তো টাকাই নেই।। দাঁড়া ভাইয়ার থেকে নিয়ে আসছি।।
কথাটা বলে এক দৌড়ে কলেজের দিকে আসতে থাকে।।

🍁এদিকে….

আশ্বিন অর্ণব আর শ্রাবণ সহ তাদের গ্রুপের কয়েকজন মিলে একটা বিষয়ে আলোচনা করছে।। আলোচনা শেষে সবাইকে তাদের কাজ বুঝিয়ে দেওয়ায় সবাই যার যার মতো চলে যায় শুধু আশ্বিন আর অর্ণব বসে আছে।। হঠাত তাদের সামনে রকি এসে দাঁড়ালো….
— এই আশ্বিন….তোর সাহস কিভাবে হয় আমাদের কাজে বাধা দেওয়ার?? কি ভেবেছিস আমরা তোকে ছেড়ে দিবো??

— অর্ণব রকির সামনে এসে দাঁড়িয়ে,,,,দেখো রকি। তোমরা রুল ভঙ্গ করে সব কাজ করছো। এটা মেনে নেওয়া যাবে না।।

— অর্ণবের শার্টের কলার ধরে,,,,আরে তুই কে হোস আমাদের কাজে বাধা দেওয়ার??
আশ্বিন চুপচাপ বসে সবকিছু দেখছে।। এদিকে অর্ণব আর রকির কথা কাটাকাটির এক পর্যায়ে রকি অর্ণবের মুখে সজোরে ঘুষি মারে।। অর্ণব ছিটকে পড়ে যায়।। আশ্বিন রেগে উঠে দাঁড়িয়ে রকির দিকে তেড়ে আসতেই হঠাত কেউ একজন বলে ওঠে……

— রকির বাচ্চাআআআ!!!

কথাটা শুনে সবাই পিছনে ফিরে দেখে অধরা দৌড়ে এদিকেই আসছে।। কিছু বুঝে ওঠার আগেই অধরা তার ব্যাগ রকির মুখে ছুঁড়ে মারে।। তাল সামলাতে না পেরে রকি মেঝেতে পড়ে যায়।। অধরা এক লাফ দিয়ে রকির উপর উঠে বসে দুই হাত দিয়ে রকির চুলের মুঠি ধরে টানতে শুরু করে সাথে কিল ঘুষি তো আছেই।।
— তোর সাহস কিভাবে হয় আমার ভাইকে মারার।। তোকে আজ আমি মেরেই ফেলবো।।

অধরার এমন রূপ দেখে আশ্বিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে।। এদিকে অর্ণব দৌড়ে এসে রকির উপর থেকে অধরাকে কোনমতে টেনে তুলে।।
— ভাইয়া ছাড়ো আমাকে।। আমি এই ছিঁলা মুরগীকে দেখিয়ে দিবো যে সে কার ভাইয়ের গায়ে হাত তুলেছে।।
অর্ণব কোনমতে অধরাকে নিয়ে একটা রুমে চলে আসে।। অধরা এখনও রেগে আছে।। অর্ণব তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিতেই অধরা ঢকঢক করে পানিটা খেয়ে নেয়।।

— তোকে কে বলেছিলো এসব ঝামেলায় নিজেকে জড়াতে?? জানিস রকি কার দলের লোক?? তোর আশিক সাহিলের।।
অধরা এতোক্ষণ রেগে রেগে থাকলেও সাহিলের নাম শুনে একদম চুপসে যায় সে।। আশ্বিনের সবচেয়ে বড় প্রতিপক্ষ হলো সাহিল।। সাহিল গ্রুপের লিডার সাহিল,,,অনেক ডেন্জেরাস ছেলে। ছেলেটা বেশ কিছুদিন যাবত আধরার পিছু লেগে আছে।। অর্ণব আর কিছু বলতে নিবে তার আগেই আশ্বিন রুমে প্রবেশ করে।।

— অর্ণব প্রিন্সিপাল স্যার তোকে ডেকেছে।। গিয়ে দেখে আয়।। আমি আছি এখানে।।
অর্ণব চলে যেতেই আশ্বিন অধরার সামনে এসে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে,,,,””তুই যে এমন বিষে ভরা নাগিন আমি তো আগে জানতাম না।। যাক ভালোই হয়েছে।। কিন্তু এখন যে সাহিল তোর কি করবে ভেবে দেখ।। আমি আর তোর আশেপাশে নাই।””

সাহিলের নাম শুনে অধরা ভয়ে কান্না করে দিলো।। আশ্বিন অধরার দিকে একবার তাকিয়ে সামনের টেবিলের উপর থেকে কিছু একটা নিয়ে অধরার খুব কাছে এসে দাঁড়ালো।। অধরা থেকে আশ্বিন লম্বায় অনেক বড়,,,,অধরা আশ্বিনের বুক পর্যন্ত হবে।। আশ্বিন ধীরে ধীরে তার এক হাত নিয়ে অধরার কোমড়ের উপর রাখলো। হঠাত স্পর্শ পেয়ে অধরা কেঁপে ওঠে আশ্বিনের দিকে অবাক চোখে তাকালো।। আশ্বিনও অধরার চোখের দিকেই তাকিয়ে আছে। আশ্বিন তার অন্য হাতটাও নিয়ে অধরার কোমড়ে রাখে।। তারপর একটা দুষ্টু হাসি দিয়ে অধরাকে একটানে উঠিয়ে বেঞ্চের উপর বসিয়ে দেয়।।
তারমানে আশ্বিন তাকে বেঞ্চে বসাতে এমন করেছিলে।। আর এদিকে অধরা ভেবেছে কিনা কি!!

— এতোক্ষণ ধরে একটা ছেলেকে মেরে তক্তা বানিয়ে ফেলে এখন ভয়ে সে নিজেই কান্না করছে। এখন কেঁদে কি হবে?? এখন তো ওই রকির কাঁদার কথা যে মাইর খেলো বেচারা।।
কথাটা বলে অধরার হাতটা টেনে নিয়ে কেটে যাওয়া স্থানে খুব যত্ন সহকারে ওয়েলমেন্ট লাগিয়ে দিচ্ছে।। অধরা এক ধ্যানে আশ্বিনের দিকে তাকিয়ে তার সব কার্যকলাপ দেখছে।। মুহূর্তেই আধরার মুখে মিষ্টি একটা হাসি ফুটে ওঠে।।

—চলবে💕

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here