ভয়ানক_ভালোবাসা,পার্ট:৭

#ভয়ানক_ভালোবাসা,পার্ট:৭
#Writer:#Meheruma_Imtaz_Raya(S.Q)

৩সপ্তাহ পর,

খাটের এক কোনায় চুপচাপ বসে আছে রিধি,এই ৩সপ্তাহের মধ্যে রিধি রুদ্রের অনেক টাই বিশ্বাস অর্জন করতে পেরেছে। রিধি এই ৩ সপ্তাহের মধ্যে একবারের জন্য ভুল করেও বাড়ি যাওয়ার কথা বলেনি । রুদ্র যেনো সন্দেহ না করে তাই প্রথম প্রথম রুদ্রের সাথে একটু রুড বিহেব করতো কিন্তু এরপর সময়ের সাথে সাথে আস্তে আস্তে রুদ্রের সাথে ভালো ব্যবহার করা শুরু করলো ।রিধি একটা জিনিস খেয়াল করেছে রুদ্র এই ৩সপ্তাহের মধ্যে ৩দিন পর পর কোথাও একটা যেতো ১দিনের জন্য ।গত ৩সপ্তাহ ধরে রিধি ভেবেছে কিভাবে এখান থেকে বের হওয়া যায় ,,

তখনি ঘরে রুদ্র প্রবেশ করলো ,রিধিকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে রুদ্র জিজ্ঞাসা করলো,

-কি হয়েছে রিধি ?এভাবে চুপচাপ বসে আছো কেনো?(চিন্তিত স্বরে)
-কিছুনা (হালকা রাগ দেখিয়ে)
-তোমার কি শরীর খারাপ?(চিন্তিত স্বরে)
-না
-তাহলে ?
-কিছুনা বললাম তো (রেগে)
-প্লিজ বলো ,
-কি আর বলবো হ্যা ?আজ কতো গুলো দিন হয়ে গেলো এই এক ঘরের মধ্যে আমি আটকে আছি ,একটা জানালাও নেই এই রুমে , সারাদিন শুয়ে বসে কাটাতে হচ্ছে আমাকে, আমিও তো একটা মানুষ তাইনা ?(রাগান্বিত কন্ঠে)
-,,(চুপ)
– আমার ভালো লাগছে না আমি ঘুমাবো ,
রিধি আর কিছু না বলে উল্টো দিকে ফিরে শুয়ে পড়লো ,

-রিধি,
-কি ?(কর্কশ গলায়)
-উঠো ,
-কেনো ?
-আগে উঠো ,
রিধি উঠে বসলো ,
-তুমি বাড়ি যেতে চাও ?
-হ্যা
-কেনো?
-এখানে থেকে কি করবো বলো ?সারাদিন এক বন্দি জায়গায় থাকতে কার ভালো লাগে ?
– আচ্ছা যদি এই ঘর থেকে তোমাকে বের করি তাহলে ? তাহলে এখানে থাকবে ?
-ভেবে দেখবো
-আচ্ছা তাহলে চলো
-কোথায়?
-আমার সাথে আসো
রিধি বিছানা থেকে নামলো ,
রুদ্র রুমের দরজা টা খুলে দিলো ,
-আজকে থেকে তুমি এই রুমের বাহিরে যেতে পারবে , কিন্তু ভুল করেও ছাদে অথবা বারান্দায় যাবে না ,
-সত্যি?
-হ্যা কিন্তু এক শর্তে
-কি ?
-পালানোর চেষ্টা করবেনা ,
-ওকে বাট আমাকে প্রত্যেক দিন পাশের হোটেল এর পরোটা আর গরু মাংসের ভূনা খাওয়াতে হবে ,রাজি ?
– আচ্ছা ,

রিধি রুম থেকে বের হলো ,আজ ৩ সপ্তাহ পর রিধি এই রুম থেকে বের হয়েছে ,রুম থেকে বের হয়েই একটা দীর্ঘশ্বাস ফেললো।রুম থেকে বের হয়ে পুরো বাড়ি টা ঘুরলো ,দুতলা বাড়ি টা বেশ বড়।উপরের ফ্লোরে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে উঠেছে ,নিচের ফ্লোরে একটা বড় কিচেন আছে ,আর ডাইনিং স্পেস টাও বেশ বড় ।আর উপরের ফ্লোরে ৩টা বড় বড় বেড রুম রয়েছে ।পুরো বাড়ি টা দামি দামি আসবাবপত্র দিয়ে সাজানো ,তবে রিধি খেয়াল করেছে বেড রুম বাদে বাকি সব জায়গায় সিসি ক্যামেরা সেট করা আছে । বাড়ি টা বেশ গোছানো পরিস্কার পরিচ্ছন্ন ।

রিধি রুদ্রকে বললো,

-বাড়ি টা অনেক সুন্দর
-তোমার পছন্দ হয়েছে?
-হ্যা , কিন্তু এই বাড়িটা কার ?
-এটা আমার বাবার ফার্ম হাউস
-ওহ , কিন্তু এতো পরিস্কার পরিচ্ছন্ন কিভাবে?তুমি পরিস্কার করো ?
-আরে না , পরিস্কার করার জন্য একজন মহিলা রয়েছে
-ওহ আচ্ছা,
হঠাৎ করেই বেল বেজে উঠলো , রুদ্র গিয়ে দরজা খুলে দিলো , একজন মহিলা প্রবেশ করলো , মহিলাটির বয়স খুব বেশি হলে ৪০ হবে রিধি বুঝলো ইনি ঘর পরিষ্কার করতে এসেছেন ।রিধি খেয়াল করলো মহিলাটি রিধির দিকে তাকিয়ে তারপর কাজে লেগে পরলো ।
রিধি ভাবলো এখান থেকে বের হতে হলে এই মহিলা হয়তো রিধি কে সাহায্য করতে পারবে ,,রিধি ভাবছে এভাবে আর এখানে থাকা যাচ্ছে না ,যা করার খুব তাড়াতাড়ি করতে হবে , যেভাবে হোক মহিলাটির সাথে রিধিকে কথা বলতেই হবে।রিধির মাথায় একটা বুদ্ধি এলো,রিধি তারাতাড়ি রান্না ঘরে গেলো , তারপর রুদ্র কে ডাক‌ দিলো ,

-রুদ্র
-হ্যা বলো
-আমার কিছু জিনিস লাগবে ,তুমি আনতে পারবে ?
-কি জিনিস?
-গরু মাংস, বাসমতি চাল আর কিছু সবজি
– এগুলো দিয়ে তুমি কি করবা?
-রান্না করবো
-কোনো দরকার নেই ,আমি বাহির থেকে খাবার আনাবো ।
– না না আমি রান্না করবো (জেদী কন্ঠে)
-আচ্ছা ,আনছি
-আমি তাহলে সব কিছু রেডি করতে থাকি,আমি না একা হাতে সব কিছু পারবোনা ,ওই যে যিনি কাজ করতে এসেছেন ওনাকে একটু বলবা আমাকে যেনো সাহায্য করে রান্নায়
-আচ্ছা আমি বলছি
তারপর রুদ্র বাহিরে চলে গেলো ,আর রিধি রান্না ঘরে গিয়ে দেখলো মহিলাটি দাড়িয়ে আছে ,রিধি জিজ্ঞাসা করলো,
-আমি আপনাকে আন্টি বলে ডাকবো ?
-আচ্ছা
-আপনার নাম কি ?
-নাসরিন
-আপনি এখানে কতদিন ধরে কাজ করেন ?
-৬মাস
– ওহ
রিধি দেখলো রান্না ঘরেও সিসি ক্যামেরা সেট করা আছে ,তাই যা করার সাবধানে করতে হবে ,
রিধি কাজ করতে করতে কথা বলতে লাগলো যেনো সিসি ক্যামেরায় তেমন কিছু বোঝা না যায় ,রিধি বললো
-আপনি জানেন আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে এখানে ধরে আনা হয়েছে?
-না আমি জানতাম না ,
-এই বাসায় যে আমি আছি সেটা জানতেন?
-না ,
-আপনি কি রেগুলার কাজ করতে আসেন?
-হো
-আমার আপনার সাহায্য চাই
-কি সাহায্য?
-আপনার কাছে ফোন আছে ?
-হো আছে
-আমাকে প্লিজ দিবেন
– স্যার যদি জানে তাহলে আমারে আস্ত রাখবো না
-জানতে পারবে না , কিন্তু প্লিজ আমাকে ফোন টা দিন ,আমার বাসায় ফোন করতে হবে ,আজ প্রায় ১মাস হতে চললো আমি নিখোঁজ ,আমার পরিবারের অবস্থা নিশ্চয় অনেক খারাপ ।আপনি চিন্তা করবেন না রুদ্র কিছু বুঝতে পারবে না ,
-স্যার মানুষটা ভালা না ,মনের মধ্যে দয়া মায়া কইতে কিছুই নাই, আহারে আপনার লিগ্গা আমার অনেক মায়া হইতাসে ,আমি আপনারে মোবাইল দিমু কিন্তু সাবধান হেয় যেনো টের না পায়
-আচ্ছা কিছু হবেনা ,আমি সাবধানে কল দিবো

নাসরিন কৌশলে সিসি ক্যামেরা ফাঁকি দিয়ে রিধি কে মোবাইল টা দিলো ,রিধিও স্বাভাবিক ভঙ্গিতে মোবাইল টা নিয়ে ওয়াশরুমে চলে গেলো ।রিধি তারাতাড়ি মিরাজ এর নাম্বারে কল দিলো কিন্তু রিসিভ হলোনা ,মায়ের নাম্বার বন্ধ দেখাচ্ছে ।রিধি এবার মুহিবের নাম্বারে কল দিলো ,৪বার রিং হওয়ার পর মুহিব রিসিভ করলো ,
-হ্যালো আসসালামুয়ালাইকুম কে বলছেন?
মুহিবের কন্ঠ শুনে রিধির মনের ভেতর দিয়ে যেনো এক শীতল হাওয়া বয়ে গেলো ,মুহিবের কন্ঠ শুনে রিধির হুঁশ ফিরলো,
-হ্যালো কে বলছেন ?কথা বলছেন না কেনো ?

রিধি যখনি কথা বলতে যাবে তখনি দরজায় কে যেনো নোক করলো ,রিধি সাথে সাথে কলটা কেটে দিয়ে নাম্বার ডিলেট করে ফোন বন্ধ করে দিলো,বাহির থেকে রুদ্রের ডাক শুনতে পেলো ,
-রিধি ,
রিধি তারাতাড়ি ফোনটা কাপড়ের ভেতর লুকিয়ে দরজা খুলে বের হলো ,রিধি কে দেখে রুদ্র জিজ্ঞাসা করলো,
-কি করেছিলে ?(সন্দেহের চোখে)
-আসলে আমার পেট খারাপ হয়েছে (আমতা আমতা করে)
-ওহ , ঔষুধ আনা লাগবে
– না না তোমার এতো কষ্ট করা লাগবেনা ,
– দোকান বেশি দূরে নয় কাছেই তাই সমস্যা নেই ,
-আচ্ছা ,আমি যাই রান্না টা সেরে ফেলি
-আচ্ছা ,
রিধি রান্না ঘরে চলে গেলো কিন্তু রুদ্র ওখানেই দাঁড়িয়ে কি যেনো ভাবতে লাগলো ,
,,,,,,,

এদিকে ,,,

মুহিবের কাছে খবর আছে রুদ্র প্রায় কয়েকদিন পর পর সিলেটে যাচ্ছে ,আর ওখানে বেশ কিছু দিন থাকে তারপর আবার ঢাকায় বেক করে কিন্তু ঢাকায় এক দিনের বেশি থাকছেনা ।
মুহিব যখন রিধির ব্যপারে পুলিশ অফিসার এর সাথে কথা বলছিলো তখন একটি অপরিচিত নাম্বার থেকে কল এসেছিলো মুহিব কল রিসিভ করার পর অপর প্রান্ত থেকে কোনো কথা বলেনি বরং কলটা কেটে দেয়া হয়েছিলো সবচেয়ে অবাক করা বিষয় হলো একই নাম্বার থেকে মিরাজ কেও কল দেয়া হয়েছিলো ‌।

সেই নাম্বার টা ট্রেক করার জন্য পুলিশ স্টেশনে এসেছে মুহিব আর মিরাজ , অনেকক্ষণ যাবত বসে থাকার পর হঠাৎ অফিসার মুহিবের কাছে আসলেন ,
-মিস্টার মুহিব ওই নাম্বার এর লোকেশন আমরা ট্রেক করতে পেরেছি , নাম্বার টার বর্তমান লোকেশন সিলেট দেখাচ্ছে ,
-অফিসার আপনি সিলেট পুলিশ স্টেশনে কন্টেক্ট করে রাখুন ,আমি ভুল না হলে রিধি এখন সিলেটে,

অফিসারকে কথাগুলো বলার পর মুহিব আর এক মুহূর্তও দাঁড়লোনা সঙ্গে সঙ্গে মিরাজ কে সাথে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিলো ,

#চলবে,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here