#ভয়ানক_ভালোবাসা,পার্ট:৩
#Writer:#Meheruma_Imtaz_Raya(S.Q)
-কারণ আমার জীবনেও কেউ আছে যাকে আমি ভালোবাসি,,
রিধির কথাটা শোনার জন্য যে রুদ্র প্রস্তুত ছিলো না সেটা রিধি বেশ ভালো মতোই বুঝতে পারছে,,রিধি আবারও বললো,
– যাই হোক ,,এসব কথা বাদ দাও ,আমার চিন্তা তোমার মাথা থেকে ঝেড়ে ফেলো,শোনো তোমার জীবন টা মাত্র শুরু হয়েছে ,আর আমি চাইনা আমার জন্য কারো কোনো সমস্যা হোক,
– হুম,
– কলেজে উঠার পর তুমি আমার চেয়েও ভালো সুন্দর মেয়ে পাবা ,তখন তোমার কাছে মনে হবে যে “এরাই বেস্ট”,,
-না এমন কিছু মনে হবেনা ,
-এখন তোমার কাছে মনে হচ্ছে যে এইরকম কোনো কিছু মনে হবেনা কিন্তু কলেজে উঠার পর তোমার এই চিন্তা টা আর এমন থাকবেনা ,কারণ এখন তুমি আবেগ এ আছো ,, কিন্তু বাস্তবতা অনেক কঠিন ,,
-সত্যি এমন কিছু আমার মনে হবেনা ,
-বাদ দাও ,শুধু এতটুকুই বলবো যে এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো ,সেটাই তোমার জন্য বেটার হবে,
রিধি খেয়াল করলো সন্ধ্যা হয়ে আসছে ,,
– আচ্ছা রূদ্র এখন বাসায় যেতে হবে , সন্ধ্যা হয়ে গিয়েছে ,,
– আচ্ছা ,তুমি আবার কবে বের হবা?
-সিওর না ,কেনো?
-তাহলে ব্যাডমিন্টন খেলবো
-আমি তো প্রত্যেক দিনই বের হই ,
-আমি কি তোমাদের সাথে মাঠে খেলতে আসতে পারবো?
-হ্যা পারবা সমস্যা নেই, এইখানে সবাই আমার বন্ধুর মতো ,তাই আমার কোনো সমস্যা নেই
-আচ্ছা ,,যাই হোক ভালো থেকো পিচ্চি,,
-আমি পিচ্চি না,
-আমি আমার জুনিয়র সবাইকে পিচ্চি বলেই ডাকি, আচ্ছা তাহলে আমি এখন যাই ,
রিধি বাসায় চলে গেলো,আর রুদ্র রিধির যাওয়ার পানে তাকিয়ে রইল,
সন্ধ্যা ৭টা ,,
রিধি মিরাজ এর রুমে গিয়ে দেখলো মিরাজ পড়ছে ,,
-মিরাজ তুই কি ব্যস্ত?
– না রিধিপু, কিছু বলবি?(বই বন্ধ করতে করতে)
-হ্যা আসলে একটু কথা ছিল
-হ্যা বল,
-আগে প্রমিজ কর রাগ করবি না ,আর শান্ত হয়ে আমার কথা শুনবি,,,
– আচ্ছা ঠিক আছে,এখন বল
-আসলে ,একটা ছেলে আমাকে পছন্দ করে
-বাহ ,কে সেই ছেলে (কৌতুহলী কন্ঠে)
-আমার থেকে এক বছরের জুনিয়র,
কথাটা শুনে মিরাজ হাসতে লাগলো ,,
– শেষ পর্যন্ত একটা জুনিয়র তোর পিছনে পরলো ?(হেঁসে হেঁসে)
-মিরাজ(হালকা রেগে)
-আমি মজা করছিলাম,এখন বল ছেলেটা তোকে কোনো খারাপ কথা বলেছে ?আমি কি এলাকার বড় ভাইদের দিয়ে ওকে মার খাওয়াবো ?(সিরিয়াস ভঙ্গিতে)
-আরে না ,এতো সিরিয়াস হচ্ছিস কেনো ? ছেলেটা আমাকে খারাপ কিছু বলেনি ,
-বাসা কোথায় ওর ?
-আমাদের সামনের রোডে থাকে,আমাদের স্কুলে পড়ে,
-আমাদের স্কুলে পড়ে?কোন ক্লাস?
-নাইন
-ওহ আচ্ছা,তারপর ?
-আজকে বিকালে আমি ছেলেটার সাথে কথা বলেছি
-নাম কি রে ?
-রুদ্র,,
-কি কথা বলেছিস শুনি ?
-আমি ওকে বুঝিয়ে বলেছি ,,এসব চিন্তা যেনো মাথা থেকে ঝেড়ে ফেলে,,
-তোর কাছে কি মনে হয় ও বুঝেছে?
-হ্যা ,কথা বলেতো সেটাই মনে হলো
-তুই বললি আর ও বুঝে গেলো ,,তুই আসলেই অনেক বোকা রে রিধিপু,
-এই একদম বাজে কথা বলবিনা
-যাই হোক ,যদি কোনো ঝামেলা করে তাহলে আমাকে বলবি ওকে ?
-ওকে , আচ্ছা তুই এখন পড়তে বস,,
রিধি চলে যাচ্ছিলো তখনি মিরাজ পেছন থেকে ডাক দিলো ,
-রিধিপু শোন ,,
-হ্যা বল ,
-একটা গুড নিউজ আছে
-কি ?
-আগে এইটা বল মুহিব ভাইয়া দেখতে কেমন ছিলো?
– কেনো রে ?
-আগে বল ,
– লম্বায় মেইবি ৫ফুট ৬ অথবা ৭ ইঞ্চি, একটু ফর্সা ,চিকন,ক্লিন শেভ,চোশমা পড়ে,,,,এখন বল কেনো ?
-তুই আমাকে খোঁজ নিতে বলেছিলি না ?
-হুম ,
– খোঁজ পেয়েছি ,
– সত্যি?(খুশি হয়ে)
-মুহিব ভাইয়ার পুরো নাম ,,আফসানুল আহমেদ মুহিব, বনানী তে থাকে,বাবা মায়ের একমাত্র ছেলে,বাবা চাকরিজীবী আর মা গৃহিণী,,,
মিরাজ এর কথা শুনে রিধি অবাক হয়ে তাকিয়ে রইল,,
-তুই এতো কিছু কিভাবে জানলি মিরাজ?(অবাক হয়ে)
– মুহিব ভাইয়া আমার ফ্রেন্ড এর ভাই এর ফ্রেন্ড,তোর সাথে তো মুহিব ভাইয়ার খেলার প্রতিযোগিতায় দেখা হয়েছিল তাইনা ?
-হুম , গত মাসে যে থানা পর্যায়ে প্রতিযোগিতা চলছিলো ওখানে আমি খেলার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিলাম আর মুহিব গান এর ,,ওখানেই ওর সাথে আমার পরিচয় হয়েছিল ,,
-আর প্রথম পরিচয়েই মুহিব ভাইয়া তোমার মন কেড়ে নিয়েছে তাইতো ?(ঠাট্টা করে)
-এই , বেশ কথা বলবি না ,আমি তোর বড় বোন
-শোন রিধিপু ,আমাকে এসব কথা বলে কোনো লাভ নেই ,যাই হোক এখন কি করবি?
-কোন ব্যপারে ?
-মুহিব ভাইয়ার ব্যপারে
– কি আর করবো বল(হতাশ কন্ঠে)
-ওর সাথে ফ্রেন্ডশিপ কর
-মুহিব ওইদিন আমার কাছ থেকে আমার নাম্বার নিয়েছিলো ,প্রায় ১মাস হয়ে গেলো অথচ ওর কল দেয়ার কোনো নাম নেই (হতাশ হয়ে)
– আমি কি ওর নাম্বার নিবো ?
-এই না না ,কোনো দরকার নেই ,,পরে মুহিব যদি জানে তাহলে ওর কাছে আমার কোনো দামই থাকবেনা ,,আমি আর আগের বারের মতো আবেগ দিয়ে সব কিছু করতে চাই না (হালকা রাগান্বিত স্বরে)
– রিধিপু,আগের বারের ছেলেটার সামনে তুই একটু বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলি ,যার জন্য ও তোকে রিজেক্ট করেছিলো , কিন্তু মুহিব ভাইয়ার ব্যপার টা আলাদা
-হয়তো (উদাসীন কন্ঠে)
– তোর কথা অনুযায়ী, মুহিব ভাইয়ার কাছ থেকে তুই ওইদিন হালকা পাতলা পজিটিভ কিছু ভাইব পেয়েছিলি তাইনা ?
-হুম ,
-সো এতো চিন্তা করিস না
-আসলে মুহিব এর সাথে আমার মাত্র একবার দেখা হয়েছে , কিন্তু এক দেখাতেই ওকে আমার ভালো লেগেছে, কিন্তু ওর মনে কি আছে সেটা তো আমি জানি না (উদাসীন কন্ঠে)
-রিধিপু তুই এতো চিন্তা করিস না ,সব ঠিক হবে দেখিস
-হুম ,আমি এখন যাই আমার নিজেরও পড়া বাকি আছে
-হুম যা ,,,
রাত ৯:৩০,,
নিজের রুমে বসে পড়ছিলো রিধি ,তখনি ফোন টা বেজে উঠলো,রিধি একটু অবাক হলো কারণ এতো রাতে সচরাচর কেও কল দেয়না,তাও আবার অপরিচিত নাম্বার থেকে,রিধি কলটা রিসিভ করলো ,
-হ্যালো আসসালামুয়ালাইকুম কে বলছেন ?
-হ্যালো রিধি?
পুরুষালী কন্ঠ শুনে রিধি আরেক দফা অবাক হলো ,,
-হ্যা আমি রিধি কিন্তু আপনি কে ?
-আমি মুহিব,
মুহিব নাম টা শুনে রিধির হার্টবিট যেনো বেড়ে গেলো ,,
-কোন মুহিব ?
-আরে প্রতিযোগিতায় যে দেখা হয়েছিল সেই
মুহিব ,,
রিধি খট করে কলটা কেটে দিলো ,তারপর রুমের দরজা বন্ধ করে দিলো ,, মুহিব যে কল করেছে সেটা রিধি এখনো বিশ্বাস করতে পারছেনা,এসব ভাবতে ভাবতে আবারও কল আসলো ,রিধি রিসিভ করলো,,
-হ্যালো
-কলটা কেটে গেলো তাই আমি কল দিলাম ,,
-না আসলে ফোনে একটু ডিস্টার্ব হচ্ছিলো তাই কলটা কেটে গিয়েছিল,
-ওহ আচ্ছা , তারপর বলো কেমন আছো?
-এইতো আলহামদুলিল্লাহ ভালো আপনি ?
– আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি কেনো বলছো ?ওইদিন তো তুমি করে সম্বোধন করছিলে
-আসলে এমনি (নার্ভাস ফিল করে)
-কি করছিলে ?
-একটু পড়ছিলাম ,আপনি ?
-আবার আপনি (একটু রাগ করে)
-সরি ,তুমি ?
-আমি বসে ছিলাম , তুমি তো পড়ছিলে আমি মনে হয় ডিস্টার্ব করলাম তাই না ,,
-আরে না ,আমার পড়া শেষ ,,,তুমি বলো হঠাৎ এতদিন পর কল দিলে যে ?
-অনেক দিন ধরেই ভাবছিলাম কল দিবো কিন্তু দেওয়া হইনি,আর কল দিলে তুমি যদি রাগ করো
-না না আমি রাগ করতে যাবো কেনো?
-এমনি মনে হলো ,, আচ্ছা রিধি আম্মু ডাকছে ,,আমি কালকে কল দিবো ওকে ?
-ওকে ,বাই
-হুম টেক কেয়ার ,
-সেইম টু ইউ ,
রিধির মুডটা একটু খারাপ হয়ে গেলো কারণ বেশিক্ষণ কথা বলতে পারেনি , কিন্তু আরেক দিক দিয়ে খুব খুশি খুশি লাগছে কারণ অবশেষে মুহিব কল দিয়েছে ,,
১মাস পর ,,,,,,,
বিকাল ৫টা ,
এই ১মাসের মধ্যে রিধি আর মুহিবের সম্পর্কের অনেক উন্নতি হয়েছে ,,প্রায় প্রত্যেক দিনই রিধির সাথে মুহিবের কলে কথা হয়,,,এইদিকে রুদ্রের সাথেও রিধির একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, রিধি জানে যে রুদ্র এখন রিধি কে একজন সিনিয়র হিসেবেই দেখে , কিন্তু কার মনে কি চলছে সেটা আমাদের সবারই ধারণার বাহিরে থাকে,, রুদ্রের মনে কি চলছে সেটা সম্পর্কে রিধির যদি কোনো ধারণা থাকতো তাহলে হয়তো অনেক কিছুই বদলে যেতো,
রিধির জীবনে যে ঝড় আসতে চলেছে তার সম্পর্কে রিধির কোনো ধারণাই নেই ,,,,
#চলবে,,,,,