ভয়ানক_ভালোবাসা,পার্ট:২

#ভয়ানক_ভালোবাসা,পার্ট:২
#Writer:#Meheruma_Imtaz_Raya(S.Q)

৬বছর আগে,,,,,,
সাল ২০১৬,,,, ফেব্রুয়ারি মাস,,,

-প্রতিবারের মতো এবারো বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছে রিধি রহমান,,,,,,,,রিধি রহমান কে স্টেজে আসার জন্য বলা হচ্ছে,,,,

হাত তালির আওয়াজে চারদিক মুখরিত হয়ে উঠেছে,,মাইকে নিজের নাম শুনে রিধি স্টেজে উঠলো,,,নিজের প্রাইজ আর সার্টিফিকেট নিয়ে স্টেজ থেকে নামলো,,,

রিধি ১০দম শ্রেণীর ছাত্রী ,,,,পুরো নাম রিধি রহমান ,,, স্বচ্ছল পরিবারের মেয়ে রিধি ,,, পরিবারের বড় মেয়ে সে ,,,রিধির ২টো ছোট ভাই আছে মিরাজ আর নিয়াজ,,,,নিয়াজ ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে আর মিরাজ ৮ম শ্রেণীতে,,,,
রিধি অত্যন্ত চঞ্চল স্বভাবের মেয়ে,,,,রিধি যেনো এখনো তার শৈশব থেকে বের হতে পারেনি ,,,,বের হতে পারেনি বললে ভুল হবে ইচ্ছে করেই সে বের হয়নি ,,,রিধি বাচ্চাদের মতো থাকতে পছন্দ করে ,,রিধি দেখতে হুর পরীর মতো না কিন্তু অনেক মায়াবী ,,,,গায়ের রঙ ফর্সা,, চোখ গুলো বেশ বড় বড়,, চেহারা গোলগাল,, লম্বায় ৫ফুট ৩,,,,,,আর মিরাজ একটু বদমেজাজি স্বভাবের,, সারাদিন লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে ,,,, রিধির ছোট হয়েও রিধির বড় ভাইয়ের দায়িত্ব পালন করে ,,,মিরাজ সবসময় রিধিকে আগলিয়ে রাখে ,,,,,,,,আর নিয়াজও রিধির মতো চঞ্চল প্রকৃতির মানুষ,,,, বেশির ভাগ সময় নিয়াজ আর রিধি একসাথে থাকে ,৩ভাই বোন একি স্কুলেই পড়ে,,,,, নিয়াজও মোটারিধির লেখাপড়ায় ওতোটাও মন নেই ,, কারণ রিধির জীবনে খেলাধুলা বাদে আর কোনো কিছু তে খেয়াল নেই ,,,,,রিধি সবসময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতেই পছন্দ করে ,,, প্রত্যেক বছরি রিধি খেলাধুলার জন্য স্কুলে চ্যাম্পিয়ন হয় ,,,, কিন্তু কে জানতো এই খেলাধুলাই রিধির জীবনে কাল হয়ে দাঁড়াবে,,,,,
,,,,,,,,

রিধি মাঠে দাঁড়িয়ে ছিলো ,,তখনি রিধির সামনে নিয়াজ এসে দাঁড়ালো,,,,,রিধি ওকে দেখে বললো ,,,
– কিরে দেখলি ,, এইবারও আমি চ্যাম্পিয়ন হয়েছি ,,(হালকা ভাব নিয়ে)
– তো ?(ডোন্ট কেয়ার ভাব নিয়ে)
-তো মানে ?তোর তো গর্ব বোধ করা উচিত কারণ আমি তোর বোন ,,,
-শোন রিধিপু ,,,,প্রত্যেক বছর এক জিনিস দেখতে দেখতে আমি বোর হয়ে গেছি ,,আরে অন্তত এই বছর চ্যাম্পিয়ন হতি না ,,
– তুই বোরিং ফিল করলে আমার কি ?
-কিছুনা জানি আমি,
-হয়েছে বাদ দে
-আচ্ছা রিধিপু ,,,
-হুম বল ,,,
-তুই কি মুহিব নামের কাউকে চিনিস ?
-না তো ,,,কেনো ?
– তোর ব্যপারে জিজ্ঞাসা করছিলো তো,,,,
-কোন ক্লাসে পড়ে?
-ক্লাস নাইন ,,,,
-দেখতে কেমন ?
– একটু লম্বা,, আবার ওতো বেশি লম্বা না ,,,চোশমা পড়ে,,, হালকা ফর্সা,,,তবে বোকা বোকা দেখতে,,,,
-না আমি চিনি না ,,, তুই চিনিস ?
-হ্যা ,,আমাদের এলাকাতেই তো থাকে ,,,,
– কই আমি তো চিনি না ,,
– শিহাব আর ওহির সাথে থাকে, তুই দেখলে চিনতে পারবি ,,
-মনে হয় চিনি,,,বাদ দে মিরাজ কোথায় রে ?
– ও আছে হয়তো কোথাও ,,,
-ওহ ,,,
-রিধিপু আজকে কিন্তু বিকালে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আছে ,,মনে আছে তো ?
– হ্যা হ্যা মনে আছে ,,,,

বিকাল সাড়ে চারটা,,,,,

রিধি খেলতে যাওয়ার জন্য রুম থেকে বের হচ্ছিলো ,,তখনি রিধির মা ওর সামনে এসে দাঁড়ায়,,
– কোথায় যাচ্ছিস রিধি?
-খেলতে ,,,
-এইভাবে প্রত্যেকদিন খেলতে না গেলে হয়না ?
-কেনো কোনো সমস্যা হয়েছে?
-কোনো সমস্যা না কিন্তু,,তোর বয়সি আরও অনেক মেয়েই আমাদের এই এলাকায় আছে,,ওরা কিন্তু তোর মতো এইভাবে প্রত্যেক দিন খেলতে বের হয়না ,,আর তুই তো কোনো সমবয়সী কারো সাথে খেলিস না ,,সব হলো পিচ্চি ছেলেদের সাথে খেলিস,,,এখন তো বড় হচ্ছিস তাইনা ,,,
-আম্মু ,,আমি মানছি এইখানে আমার বয়সী আরও অনেক মেয়ে আছে যারা কিনা আমার মতো রাস্তায় বের হয়ে খেলে না ,,,,সবাই কিন্তু প্রত্যেক বছর খেলাধুলায় চ্যাম্পিয়ন হয়না ,,,,
-তো কি হয়েছে?মেয়ে মানুষের এতো লাফালাফি করা ঠিক না ,,
-আম্মু শোনো আমি খেলতে যাই বয়ফ্রেন্ড এর সাথে ঘুরতে না,,,আর কে কি করলো সেটা দেখে আমার কোনো কাজ নেই,,,,আমার খেলতে ভালো লাগে তাই আমি খেলি ,,,,আর আমার বয়স এমন কোনো আহামরি বয়স নয় যে আমি খেলতে পারবোনা ,,,,,,,আমি যাচ্ছি,,,,,,,,

কথাগুলো বলেই রিধি চলে গেলো,,,,,
-এই মেয়েটা কে বুঝিয়ে কোনো লাভ নেই ,,,,,

খেলার মাঠে,,,,,,,,,,,

রিধি মাঠে গিয়ে দেখলো নিয়াজ কেমন যেন গম্ভীর মুখ নিয়ে দাঁড়িয়ে আছে ,,,,রিধি নিয়াজ কে জিজ্ঞাসা করলো ,,,,
-কিরে নিয়াজ কি হয়েছে ?তোর মুখ এমন দেখাচ্ছে কেনো ?
-কিছু না ,,,(গম্ভীর স্বরে)
-আরে বল ,,
– রিধিপু তোকে বলেছিলাম না যে শিহাব ,আর ওহি আমাকে শালা বলে রাগাতো,,
-হ্যা বলেছিলি ,,
-কেনো বলে জানিস ?
-কেনো ?
-তোর জন্য ,,,
-আমার জন্য?(অবাক হয়ে)
-হ্যা ,,, কারণ ওরা মুহিব ভাইয়ার সাথে থাকে ,,
-তো ?
-মুহিব ভাইয়া নাকি তোকে পছন্দ করে (রাগান্বিত কন্ঠে)
-কি ?????(অবাক হয়ে)
-হ্যা ,,আর এর জন্যই ওরা আমাকে শালা বলে রাগায় ,,,,
-তুই কিভাবে জানলি ?
-আমাকে ওহি বলেছে ,,,
-মুহিব কে আমার সামনে আনতে পারবি ?
– আচ্ছা ,,আমি ডেকে আনছি ,,,,,

নিয়াজ মুহিব কে ডাকতে চলে গেলো ,,,,,,,

রিধি মাঠে দাঁড়িয়ে ছিলো ,,,তখনি নিয়াজের ডাক শুনতে পায় ,,,,রিধি পেছনে ফিরে তাকাতেই একটু অবাক হয় ,,,,,, কারণ নিয়াজের সাথে থাকা ছেলেটা কে রিধি আগেও অনেকবার দেখেছে ,,,,,, বিকালে যখন খেলতে বের হতো তখন প্রায় সময়ই এই ছেলেটা রিধির দিকে তাকিয়ে থাকতো,, কিন্তু স্কুলে এই ছেলেকে কখনোই সে দেখেনি,,,,,,,নিয়াজ বললো,,
-রিধিপু এইটা মুহিব ভাইয়া ,,,,,,
-আচ্ছা তুই এখন এখান থেকে যা ,,
-আচ্ছা ,,,,
নিয়াজ চলে যাওয়ার পর রিধি খেয়াল করলো মুহিব অনেক নার্ভাস ফিল করছে ,,,,রিধি বললো ,,,,,
-তোমার নাম মুহিব?
-জ্বী(আমতা আমতা করে)
-তুমি কি কোনো কারণে আমাকে ভয় পাচ্ছো?
-একটু একটু ,,,,
-ভয় পেয়োনা ,, আচ্ছা চলো আমরা হাঁটতে হাঁটতে কথা বলি তাহলে তোমার ভয় টা একটু কেটে যাবে,,,
-আচ্ছা,,,,
রিধি আর মুহিব হাঁটতে লাগলো,,,,,,
-আচ্ছা এখন বলো ,,,তুমি কি আমাকে কিছু বলতে চাও?
-না তেমন কিছু না ,,(আমতা আমতা)
-শোনো ,,আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই ,,,,তুমি যা বলতে চাও সেটা নির্দ্বিধায় বলতে পারো,,,,
-না তেমন কিছু না ,,,,
– আচ্ছা বুঝেছি ,,আমি বলছি তুমি কি বলতে চাও,,
– কি,?
– তুমি আমাকে পছন্দ করো তাইতো ?
– না মানে হ্যা ,,(আমতা আমতা করে)
-আমার মতে ,,কাউকে পছন্দ করা পাপ না কারণ,,একটা মানুষ কে ভালো লাগতেই পারে ,,,এইটা স্বাভাবিক ,,,
-হুম ,,
– তুমি আমাকে কবে থেকে পছন্দ করো ?
– ক্লাস এইট ,,,
-কি ?(একটু অবাক হয়ে)
-জ্বী ,,
-আমাকে তোমার কেনো ভালো লাগে ?কি এমন দেখে আমাকে তোমার পছন্দ হয়েছে,,, নির্দ্বিধায় বলো ,,আমার অনেক জানতে ইচ্ছা করছে ,,(কৌতুহলী কন্ঠে)
-আসলে তুমি অনেক অন্যরকম ,,বাকি ৫টা মেয়ের মতো না ,,
-যেমন ?
-তুমি অনেক চঞ্চল ,,,সবার সাথে অনেক সুন্দর করে কথা বলো ,,,
-আমি সুন্দর করে কথা বলি ?কে বলেছে?
-এইযে আমি তোমাকে পছন্দ করি এইটা জানার পরও তুমি আমার সাথে কত সুন্দর করে কথা বলছো ,,,তোমার জায়গায় অন্য কেউ হলে ,,এইভাবে কথা বলতো না ,,,
-ওহ আচ্ছা ,,,,বেক টু দ্যা মেইন পয়েন্ট ,,,,আমি আগেই বলেছি ,,কাউকে ভালোলাগা দোষের কিছু নয় ,,,,একটা মানুষ কে ভালো লাগতেই পারে ,,, কিন্তু মুহিব তুমি এখনো অনেক টাই ছোট ,,যদিও বা আমার চেয়ে মাত্র একবছর এর জুনিয়র কিন্তু তাও ,,, ভালোবাসা আর ভালোলাগার মধ্যে অনেক পার্থক্য রয়েছে,,,,আমি তোমার চেয়ে শুধু এক বছরের সিনিয়র হলেও ,,আমার এই ছোট্ট জীবনে এমন অনেক কিছুই ঘটেছে যার মাধ্যমে আমি ভালোবাসা আর ভালোলাগার মধ্যে যে পার্থক্য টা রয়েছে সেটা বুঝতে পেরেছি ,,,,
-কিভাবে ?
-কারণ আমার জীবনেও কেউ আছে যাকে আমি ভালোবাসি ,,,,,,,,,,,,,,,,

#চলবে,,,,,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here