মায়াজালে আবদ্ধ পর্ব_৮

মায়াজালে আবদ্ধ
পর্ব_৮
কলমে_লাবণ্য_ইয়াসমিন

জুনায়েদ রুমের দরজা না খুলেই চিৎকার করে ডেকেছিল তাই ওর চিৎকার শুনে দরজার ওপাশে বাড়ির অনেকেই এসে ভীড় জমিয়ে ফেলেছে। জুনায়েদের হাত পা কাঁপছে মেয়েটার মুখের দিকে তাকিয়ে। বাচ্চা মেয়েটা হয়তো ভুল করে বিয়ের কথা গুলো ভেবেছিল কিন্তু পরে হয়তো আর রাজি ছিল না তাই এমন একটা সিদ্ধান্ত নিয়ে বসেছে। জুনায়েদ কথা গুলো ভাবছে ওপাশে যে কিছু উৎসুক দৃষ্টি ওর দরজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে এটা ওর মাথাতেই আসছে না। হঠাৎ আমেনা বেগম চিৎকার করে ডাকলো,

> জুনায়েদ দরজা খোল। ভেতরে কি হচ্ছে? তুই
কি মেয়েটাকে মেরেছিস?

জুনায়েদ দ্রুত গিয়ে দরজা খুলতেই সব হুড়মুড় করে ভেতরে ডুকে পড়লো। বিছানায় মায়ার নিথর শরীর পড়ে আছে। ভেতরে এসেই সবার নজর মায়ার দিকে পড়লো। আমেনা বেগম তাড়াতাড়ি গিয়ে মায়ার মাথাটা নিজের কোলের উপর নিয়ে শব্দ করে কান্না করে উঠে বলল,

> জুনায়েদ ওর কি হয়েছে? তুই কি করেছিস ওর সাথে?

> আম্মু আমি তো এইমাত্র রুমে আসলাম আর এসেই দেখি এই অবস্থা। আমি আবার কি করবো?

জয়নাল সাহেব ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি বের করতে বললেন। জুনায়েদ অথর্বের মতো দাঁড়িয়ে আছে। কি হচ্ছে ওর মাথায় কিছুই ঢুকছে না। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে জয়নাল সাহেব আমিরকে বলল মায়াকে তাড়াতাড়ি গাড়িতে তুলতে হবে ওকে নিয়ে যাবার জন্য। আমির দ্রুত এগিয়ে গিয়ে মায়াকে তুলতে গেলো কিন্তু জুনায়েদ ওর আগেই এসে মায়াকে নিজের কোলে তুলে নিয়ে হাটা ধরলো বাইরে। ওর পেছনে পেছনে বাড়ির লোকজন এগিয়ে যাচ্ছে। যেহেতু মায়ার বাবার বাড়ি দূরে না তাই ওদের খবর পেতে সময় লাগলো না। এই বাড়ির হৈচৈ শুনেই ওরা বাড়ি থেকে বেরিয়ে এসেছে। জয়নাল সাহেব পড়েছে এক মহা বিপদে। একজনের ভালো মেয়েকে নিজের বাড়িতে এনে অসুস্থ করে হসপিটালে পাঠাতে হচ্ছে। ওরা যদি জানতে চায় কি বলবে এটা ভেবেই উনার কেমন অস্থির লাগছে। বিয়েটা কোনো অনুষ্ঠান ছাড়াই হয়েছে কিন্তু নিকটবর্তী কিছু আত্মীয় এসেছিল তাদের মধ্যে অনেকেই বাড়িতে রয়ে গেছে। আগামীকাল সকাল হতে না হতেই পাড়ায় ছড়িয়ে পড়বে জয়নাল সাহেবের বউমা বাসর রাতে কিটনাশক পান করে হসপিটালে ভর্তি কি ভয়ানক একটা ব্যাপার। মান সম্মানের একটা বিষয় আছে। জুনায়েদ মায়াকে নিয়ে গাড়িতে গিয়ে বসতেই গাড়ি ছেড়ে দিলো। জুনায়েদ মায়ার শাড়ির আচল দিয়ে ওর মুখ থেকে রক্ত টা মুছে দিয়ে মুখে হাত রেখে বলল,

> মায়া পিচ্চি চোখ খুলে তাকাও প্লীজ। এমন পাগলামী কেনো করলে বলবে? কত টেনশন হচ্ছে বলোতো।

জুনায়েদ এলোমেলো বকছে। কথা গুলো বলতে ওর গলা ধরে আসছে আর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। হঠাৎ করেই ওর পিউলির মুখটা মনে পড়ছে। মায়াও কি ওর মতোই হারিয়ে যাবে কথাটা ভেবেই ওর বুকের মধ্যে মোচড় দিয়ে উঠলো। জুনায়েদ ওকে ভালোবাসে না এর মানে এই নয় যে ওর মৃত্যু কামনা করবে। জুনায়েদ ওর মাথাটা বুকের সাথে ধরে রেখেছে। ওর পাশে আমির অবাক হয়ে জুনায়েদের মুখের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগেও যে বলছিলো মেয়েটার জন্য মনে কোনো ভালোবাসা নেই সেই ছেলেটা হঠাৎ করেই মেয়েটার জন্য চোখের পানি ফেলছে। আমির কি বলে সান্ত্বনা দিবে ভেবে পাচ্ছে না। ও শুধু জুনায়েদের পিঠে হাত রেখে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই ওরা শহরের একটা নাম করা ক্লিনিকে চলে আসলো।গাড়ি থেকে জুনায়েদ নামার আগেই আমির নেমে পড়লো। ভেতর থেকে দুজন নার্স এগিয়ে এসেছে দেখার জন্য। আমির তাদেরকে গিয়ে বলল ঘটনা টা কি। ওরা দ্রুত এসে মায়াকে ভেতরে নিতে সাহায্য করলো। প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছে। নাক মুখের অবস্থা ভয়ানক হয়ে আছে। ভেতরে যেতেই ওকে নিয়ে ডাক্তার অটিতে নিয়ে দরজা বন্ধ করলো। জুনায়েদ আর আমীর বাইরে পায়চারি করছে। বাড়ির কেউ এখনো এসে পৌঁচ্ছাতে পারেনাই। ভেতর থেকে একটা নার্স এসে ওষুধের লিষ্ট জুনায়েদের হাতে ধরিয়ে দিয়ে চলে গেলো। জুনায়েদ যেতে চাইলো কিন্তু আমির ওকে বাধা দিয়ে নিজেই গেলো। জুনায়েদ স্থির হয়ে দাঁড়াতেও পারছে না আবার বসতেও পারছে না। ভেতরে কি হচ্ছে ও বুঝতে পারছে না। ইচ্ছা করছে ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকতে। সামনে থাকলে টেনশন টা যদি কম হয়। জুনায়েদ পাশে থাকা চেয়ারে বসে মাথায় হাত রাখলো। কয়েকদিনের ঘটনা গুলো পরপর ওর মাথায় ঘুরছে। ওর হঠাৎ আজ খেয়াল হলো রীমলি ওর জীবন থেকে যাবার পরে যেই ওর কাছে আসার চেষ্টা করছে তারই কোনো না কোনো বিপদ হচ্ছে কিন্তু কেনো? এগুলো কি কাকতলীয় নাকি কেউ ইচ্ছা করে সব কিছু করছে। ওর ভাবতে ভাবতেই হৈচৈ করে বাড়ির লোকজন ভেতরে চলে আসলো। আমেনা বেগম এসে জুনায়েদের মাথা হাত রেখে বলল,

> কি অবস্থা এখন, মেয়েটা বাঁচবে তো?

> কি বলছো আম্মু বাঁচবে না কেনো?

> কিছু বলেছে ডাক্তার?

> জানিনা, বিশ্বাস করো আমি কখনও চাইনি এমন হোক। ওতো বাচ্চা একটা মেয়ে তুমি বলো
আমি এমন কিছু করতে পারি?

> ঠিক হয়ে যাবে চিন্তা করিস না।

জুনায়েদ দুহাতে নিজের মুখটা ঢেকে নিয়ে চোখের পানিটা লুকিয়ে ফেলল। ওর নিজেকে অপরাধী মনে হচ্ছে। আর ভাবলো এতোদিন কেনো কথাটা মনে হয়নি আমার জন্যই এসব হচ্ছে। আমার সাথে জড়িয়ে মেয়েটা নিজেই নিজের ক্ষতি করলো। কিছুক্ষণ পরে ডাক্তার বেরিয়ে আসলেন। জয়নাল সাহেব এগিয়ে গিয়ে জিঞ্জাসা করলেন,

> ডাক্তার আমার বউমা এখন কেমন আছে?

> চিন্তা করবেন না। উনি হয়তো দুধের সাথে বিষাক্ত কিছু খেয়ে ফেলেছে তাই এই অবস্থা তবে এখন চিন্তার কিছু নেই।

> এতো রক্ত ক্ষরণ হয়েছে কোনো সমস্যা হবে নাতো?

> ইনশাআল্লাহ হবে না। আপনারা চিন্তা করবেন না। ওর এখনো জ্ঞান আসেনি কিছুটা সময় লাগবে জ্ঞান আসতে।

> অসংখ্য ধন্যবাদ ডাক্তার আপনি বাঁচালেন আমাকে। মেয়েটার কিছু হলে নিজেকে আমি ক্ষমা করতে পারতাম না।

> বাঁচানোর মালিক উপরে আছে একজন। আমরা উপলক্ষ্য মাত্র। তাহলে আমি আসছি এখন। আপনারা এতো মানুষ এখানে থেকে কি করবেন বাড়িতে ফিরে যাওয়ায় ভালো হবে।

> ঠিকই বলেছেন। আসুন আপনি।

ডাক্তার চলে গেলো। অটি থেকে মায়াকে বেডে নিয়ে আসা হয়েছে। জুনায়েদ তাড়াতাড়ি মায়ার রুমে গিয়ে দাঁড়ালো। মেয়েটার মুখটা কেমন ফুলে আছে। নাকে মুখে এখানো রক্তের দাগ লেগে আছে। চুলগুলো ফ্যানের বাতাসে উড়ে এলোমেলো হয়ে যাচ্ছে। জুনায়েদের ইচ্ছা করলো ওর চুল গুলোকে বেধে দিতে কিন্তু দিলো না। এই মূহুর্তে মায়ার মুখটা অতিরিক্ত মায়াময় লাগছে। মায়ার মা বাবা মেয়ের পাশে বসে আছে। উপস্থিত সবার চোখ পানিতে ভিজে আছে।সবার মনে একটাই কথা ঘুরছে মায়া নিজের ইচ্ছাতে বিয়ে করেছে তাহলে বিষ কেনো খেলো। একমাত্র ও নিজেই বলতে পারবে ওই বিষটা ও কি জন্য আর কোথা থেকে খেয়েছে। মায়ার মা মুখ বন্ধ করে আছে। অনেকেই ফিসফিস করে বলছে হয়তো শশুর বাড়ির লোকজন মায়াকে বিষ দিয়েছে।কিন্তু ডাক্তার বলেছে দুধের সাথে মেশানো ছিল কিটনাশক ওটাই ও খেয়েছে। কিন্তু ওই দুধটা মায়া ওর মায়ের হাত থেকে খেয়েছিল যেটা উনি নিজে হাতে মেয়েকে দিয়েছিলেন। একজন মা কখনও চাইবে না নিজের মেয়েকে বিয়ের দিন বিষ খাওয়াতে। ঘটনা যাই ঘটুক সেটা পরে ভাবা যাবে বলে সবাইকে বাড়িতে যেতে বললেন। মায়ার কাছে জুনায়েদ আর আমির দুজনে থেকে গেলো। প্রায় ৩ ঘন্টা পরে মায়ার জ্ঞান ফিরলো। ও চোখ খুলেই জুনায়েদের দিকে তাঁকিয়ে নিম্নস্বরে বললো,

> আমি জানি আপনি আমাকে মন থেকে ভালোবাসেন না কিন্ত দেখবেন আপনি একদিন আমাকে খুব ভালোবাসবেন। আপনার মনে শুধু আমি থাকবো আর কেউ থাকবে না।

> তুমি ঠিক আছো? অপেক্ষা করো আমি ডাক্তারকে ডেকে এখুনি আসছি।

> না আপনি আমার পাশে থাকেন। আপনি চলে গেলে আমি কিন্তু এখুনি উঠে চলে যাবো।

> এতো কথা কেনো বলছো? এবার কিন্তু আমি সত্যি রাগ করবো।

মায়া ওর হুমকি শুনে চুপ করলো কিন্তু চোখ বন্ধ করলো না। জুনায়েদের দিকে ও অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। জুনায়েদের বেশ অস্বস্তি লাগছে কিন্তু মানা করতেও পারছেনা। বাচ্চা মেয়েটা এতো অসুস্থ তাই নিজের মনকে শান্ত রাখলো জুনায়েদ। দেখছে দেখুক না দোষের কি আছে। বাকীটুকু রাত ওদিকে এভাবেই কাটলো। হসপিটালে ওদের দুদিন থাকতে হলো। মায়া এখন মোটামুটি সুস্থ আছে।

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here