আকাশ_ছোঁয়া_ভালোবাসা♥,পর্ব_২২,২৩

আকাশ_ছোঁয়া_ভালোবাসা♥,পর্ব_২২,২৩
সাহেদা_আক্তার
পর্ব_২২

সেই কান্নার প্রতিটা ফোঁটা শুধু চেরির নাম বলতেছিল। কিন্তু সে তো অন্য কারো। তবে আবার কেন মায়া বাড়াতে আসছে? আমি যে আর নিজেকে সামলাতে পারছি না।

মুন দরজা ধাক্কাইতেসে। আমি তাড়াতাড়ি সব ঢুকাই রাইখা ভালো করে চোখ মুছলাম। দরজা খুলতেই ও বলল, দরজা বন্ধ করে কি করছিলি?

– কিছু না। ওই আর কি।

– কান্না করছিলি?

– কই? না তো।

– ছোঁয়া, তুই হয়ত জানিস না। তুই একটা খোলা বইয়ের মতো। যাকে বাইরে থেকে পড়া যায়। এই ছয় বছরে আমি তোকে শুধুমাত্র ছয়বার কাঁদতে দেখেছি। তাও খালা খালুর মৃত্যুবার্ষিকীর সময়। এছাড়া আর দেখিনি। যে স্যারদের মার খাওয়ার পরও এক ফোঁটা চোখের জল ফেলেনি সে কাঁদলে কি টের পাওয়া যাবে না?

– আরে ধুর, চোখে কিছু পড়েছে হয়ত। তাই পানি চলে এসেছে।

ও হঠাৎ আমাকে ওর বুকের মাঝে জড়াইয়া ধরল। আমি অবাক হতেই ও বলল, তুই জানিস, তুই মিথ্যে বললে তোকে কত বোকা লাগে। নে, আমার বুকে তোকে আশ্রয় দিলাম। এবার যত খুশি কেঁদে নে। কেন যেন আমার খুব কান্না পাইল। না চাইতেই আমার শরীর কান্নার ধাক্কায় কাঁইপা উঠল। আমি নিঃশব্দে কাঁদতে লাগলাম। মুন বলল, বোকার মতো কাঁদছিস কেন জানতে পারি? আমি চুপ করে ওর বুকে মুখ গুঁইজা দিলাম। মনে মনে বললাম, থাংকু, মগন। আমাকে আশ্রয় দেয়ার জন্য। আমার যে একটা আশ্রয়ের খুব প্রয়োজন ছিল। আমি চুপ করে আছি দেইখা ও আর কিছু বলল না।

রাতে খাবার সময় চুপচাপ খাইতে বসলাম। আকাশ কোথায় বসেছে সেটা খেয়াল করি নাই। আমি সামান্য কটা ভাত নিয়া নাড়াচাড়া করতে লাগলাম। মিষ্টি খালা খেয়াল কইরা বলল, কি রে, ছোঁয়া। তখন থেকে কি ভেবে চলেছিস? খাচ্ছিস না যে।

– হুম?

আমি কোনোমতে দুইটা খাইয়া উঠে গেলাম। ভালো লাগতেসে না কিছুই। ফ্রেশ হইয়া শুয়ে পড়লাম। এগারটার দিকে কারেন্ট হঠাৎ চইলা গেল। বাইরে বাতাস ছুটতেসে। আমি চোখ বন্ধ কইরা শুয়ে শুয়ে বাতাসের শো শো আওয়াজ শুনতেসি। আমার মনেই তো ঝড় চলতেসে। মুন এখনো রুমে আসে নাই।

একটু পরে রুমে কারো উপস্থিতি টের পাইলাম। মুন হবে। চারদিক অন্ধকার। কিছুই দেখা যাইতেসে না। ওরে বললাম, আমার ফোনে চার্জ নাই। তোর ফোনে ফ্ল্যাশটা অন করিস তো। আমি আবার চোখ বন্ধ করলাম। হঠাৎ মনে হল মুন আমার পাশে এসে বসল। কেন যেন মনে হইতেসে এটা মুন না। কে তাহলে? মিষ্টি খালা? না তাহলে? হঠাৎ আমার মনে ভয় ঢুইকা গেল। অন্ধকারে থাকা ব্যক্তিটা আমার খুব কাছে ঝুঁকে পড়ল। যেন অন্ধকারেও আমাকে দেখতে পাইতেসে। আমি তার নিঃশ্বাসের শব্দ খুব কাছ থেইকা শুনতে পাইতেসি। আচমকা সে আমার কপালে একটা চুমু দিয়া দিল। আমি শিউরে উঠলাম। আমি জানি এটা কে। তার গায়ের গন্ধটা আমাকে জানান দিয়া দিসে। আমি অন্ধকারেই তাকে ঠেলে সরাইয়া দিয়া মুনকে ডাকতে লাগলাম। মুন এসে বলল, কি হয়েছে? ভয় পেয়েছিস? ওর ফোনের আলোয় দেখলাম রুমে কেউ নাই। আমি ইতস্তত কইরা বললাম, ইয়ে মানে… তোর বরের বন্ধু কোথায় রে?

– আকাশ ভাই?

– হুম।

– সে তো অনেকক্ষণ হল নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছে। কেন?

– না এমনি। (মনে মনে) তবে কি এটা আমার মনের ভুল?

– কি হয়েছে বল তো।

– আরে বাবা, রাত হয়ে গেছে। ঘুমাবি তো। আয়।

– হুম আসছি।

হঠাৎ ওর ফোন বাইজা উঠল। আমি মুখ কালো কইরা কইলাম, বাপরে কত প্রেম! ঝড়ের রাতেও বউকে ভুলতে পারে না। মুন মুখ সরু কইরা কইল, তুই কি করে বুঝলি। আমি বিজ্ঞের মতো চেহারা কইরা আবার বিছানায় শুইতে শুইতে কইলাম, এত রাতে এমন ঝড়ের সময় তোরে কে আর ফোন দিবো? সে আমার দিকে তাকাই ভেটকাইলো। আমি শুইয়া পড়লাম। ও চইলা গেল কথা বলতে বলতে। আমি আবার অন্ধকারে পইড়া রইলাম। বাইরে বিদ্যুৎ চমকাইতেসে। আমি চোখ মেইলা শুইয়া আছি। গায়ের কাঁথাটা গলা অবধি মুড়ে ছাদের দিকে তাকাই আছি। এত বড়ো মনের ভুল কি করে হইতে পারে?
.
.
.
.
সাগরের গর্জন শোনা যাচ্ছে। আমার পায়ে ঢেউ আছড়ে পড়তেসে। আমি মুখে লজ্জা টাইনা দাঁড়াই আছি। চেরি আমার মুখ তুইলা বলল, ছোঁয়া, তোমাকে আগে অনেকবার বলার চেষ্টা করেছি। কিন্তু বলতে পারিনি।

– কি চেরি ফল?

– আসলে তোমার ঐ শুঁটকি মাছের পোনার জন্য বলতে পারিনি।

– শুঁটকি মাছের পোনা!? মানে ঐ চাঁদনি?

– হুম।

– তুমি কবে থেকে তাকে এই নামে ডাকো?

– যবে থেকে তুমি আমার জীবনে এসেছ। ছোঁয়া, আই…

– আই…!?

– আই লাভ…

আমি বালুর দিকে তাকিয়ে লজ্জায় তাকাই আছি। লজ্জামাখা কন্ঠে কইলাম, আই লাভ…!?

হঠাৎ চাঁদনি ওর দিকে দৌঁড়াই আইসা কইল, আই লাভ ইউ আকাশ। আমি রাইগা তারে লাথি মাইরা উগান্ডায় পাঠাই দিয়া আবার মুখ লাল করে কইলাম, তুমি কি যেন বলতেছিলা চেরি ফল?

– ছোঁয়াকি বাচ্চি, উঠবি না পানি ঢালমু?

– এ্যাঁ, চেরি ফল! এটা কি ধরনের কথা!? হঠাৎ তোমার কন্ঠ এমন মেয়েলি হয়ে গেল কেন?

হঠাৎ একগাদা পানি আইসা গায়ে পড়ল। আমি চিল্লাই কইলাম, চেরি ফল……। এ্যাঁ!!!! আমি তো ভাবসি আমি সাগরের পানিতে পইড়া গেসি। কিন্তু আমি বিছানায় আসলাম কেমনে! পাশে তাকাই বুঝতে পারলাম এখুনি বিনা মেঘে বজ্রপাত হবে।

– ছোঁয়া, তুমি কি শান্তিতে ঘুমাতেও দিবি না?

আমি অবাক হওয়ার ভান কইরা কইলাম, কি হইসে? রিদি কোমরে হাত রাইখা বলল, ঘুমের মধ্যে কেউ এভাবে লাথি মারে? বাপ রে! কি লাথি! আমাকে বিছানা থেকেই ফালাই দিছিস। আরেকটুর জন্য কোমরটা ভাঙ্গে নাই। তুই স্বপ্নে কাউকে লাথি মারছিলি নাকি?

– ই…… না না। লাথি মারতে যাবো কেন? আমি তো রোমান্স করছিলাম।

– ও, লাথি মেরে রোমান্স করছিলি!?

– রিদি…

কি কমু বুঝতেসি না। আমি তাইলে স্বপ্ন দেখতেছিলাম। ফোনের লক স্ক্রিন টিপতেই দেখলাম বেচারা কবেই মইরা ভেটকাই গেসে। আমি ফোন চার্জে দিয়া ওপেন করলাম। সর্বনাশ! বিশটার উপর কল! কারো কিছু হইল নাকি। তাড়াতাড়ি মিসকল লিস্ট চেক করতেই আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। ব্যাটা বাটপারটা ফোন করসিলো। ভালো হইসে ফোন বন্ধ ছিল। তবে একটা জিনিস অদ্ভুত লাগতেসে। লাভার ভ্যাম্পায়ার এই ছয় বছরের একটা দিনও ফোন করতে ভুলতো না। আর এখন তার কললিস্ট চেক করলে ইরিগুলার দেখা যায়। ম্যাসেজও তেমন দেয় না। এত ব্যস্ত!? থাক গে। আমার কি। মুন আবার শুইতে যাইতেছিল। আমি টাইনা তুইলা কইলাম, উঠ, সাতটার উপর বাজে। উনি এখন আবার শুইতেসে। যা ফ্রেশ হয়ে আয়। ইস্, বিছানাটাও ভিজাই ফেলছিস। এগুলা রোদে দিতে হবে। উঠ। ওকে জোর কইরা ওয়াশরুমে পাঠাই দিলাম। আমি বিছানার চাদরটা তুইলা ফেললাম। তারপর দুইজনে ফ্রেশ হয়ে ধরাধরি করে বিছানার তোশক ছাদে দিয়ে আসলাম। নাস্তা করে সবেমাত্র চেয়ারে বসলাম এমন সময় মিষ্টি খালা ডাক দিয়া বলল, ছোঁয়া, তোর মেহমান এসেছে। আমার মেহমান! কে হতে পারে!? আমি ভদ্র হইয়া বসার রুমে গিয়া অবাক। তারপর খুশিতে বত্রিশটা দাঁত বাইর কইরা মনে মনে কইলাম, আমার প্রিয় শ্বাশুড়ি আম্মা!

আমি মুখ হাসি টাইনা বললাম, কেমন আছেন আন্টি? আন্টি হাইসা বললেন, আরে ছোঁয়া। এসো আমার পাশে বসো। আমি গিয়া বসলাম। উনি বললেন, এই ছয় বছরে কত বড়ো হয়ে গেছো। তবে মুখটা আগের থেকে দেখতে মিষ্টি হয়েছে। আমি লজ্জায় মাথা নিচু কইরা বইসা রইলাম। আঙ্কেল জিজ্ঞেস করলেন, কেমন আছো, ছোঁয়া মা?

– আলহামদুলিল্লাহ, ভালো আঙ্কেল। আন্টি, এই ছয় বছরে তো একবারও খোঁজ নেন নাই। আমি রাগ করসি।

– কে বলেছে নেইনি? তোমার খালার সাথে আমার প্রত্যেক দিন কথা হতো।

– আমার সাথে তো আর কথা বলেননি।

আন্টি হেসে আমাকে বুকে টাইনা নিলেন। আমি চোখ বন্ধ করে রইলাম। মনে হইতেসে অনেকদিন পর আমি আম্মুর বুকে মাথা রাখসি। কি যে ভালো লাগতেছিল। হঠাৎ কেউ বলল, খালি ওকে বুকে জড়িয়ে ধরলে হবে? আমি কি দোষ করেছি? তাকাই দেখি আকাশ দাঁড়াই হাসতেসে। আমার কেন জানি লজ্জা লাগতেছিল। আমি উঠে বসে বললাম, আন্টি, আজকে থাকতে হবে কিন্তু। আমি কত কিছু রান্না শিখেছি। আজকে বানিয়ে খাওয়াবো। আকাশ মুখ গোমড়া করে বলল, আমি দুইটা দিন আছি, আমাকে একটু রান্না করে খাওয়ায় নাই। সারাদিন ফোন টিপতো। এখন আম্মু আব্বু আসছে আর উনি রান্না করবেন। আমি মুখে রাগ টাইনা বললাম, আমি আজাইরা অতিথিদের জন্য রান্না করি না। আমি আসছি আন্টি। আমি ভেংচি কাইটা ভেতরে চইলা আসলাম। আকাশের মুখে তখনও হাসি।

আমি নাস্তা আনতে আনতে শুনতে পাইলাম মিষ্টি খালা বলতেসে, আমিও জানি। আপা আমাকে ফোনে বলেছিল। ওরা রাজি ছিল। কিন্তু এখন ছোঁয়া বড়ে হয়েছে। ওর মতামতেরও প্রয়োজন।

– অবশ্যই। আমাদের দিক থেকে হ্যাঁ। এবার শুধু আপনাদের মতামত।

– তাহলে মুনের বিয়েটা যাক তারপর।

আমি রুমে ঢুকতেই সবাই মুন আর রেদোয়ানের বিয়া নিয়া কথা বলতে শুরু করল। আমি নাস্তা দিয়া হাসি মুখে একপাশে দাঁড়াইলাম। ভাবতেসি কি নিয়া কথা বলতেছিল? কোথায় আমার মতামত প্রয়োজন। বুঝলাম না।

চলবে…

#আকাশ_ছোঁয়া_ভালোবাসা♥
#পর্ব_২৩
#সাহেদা_আক্তার

আমি নাস্তা দিয়া হাসি মুখে একপাশে দাঁড়াইলাম। ভাবতেসি কি নিয়া কথা বলতেছিল? কোথায় আমার মতামত প্রয়োজন। বুঝলাম না।

দুপুরে ওনারা খেয়ে চইলা গেলেন। আমি থাকতে বলছিলাম কিন্তু কাজের বাহানায় চইলা গেলেন। আমি নিজের রুমে শুয়ে ভাবতেসি, আজকে ভালো একটা দিন গেল। হঠাৎ আমার মন কইল, গাজর ছাড়া কেমনে কি? আমি চট কইরা গিয়া ফ্রিজের সামনে দাঁড়াইলাম। কালকে খালু আধা কেজি গাজর আনসে। আমি ফ্রিজ খুইলা বেকুব হই গেলাম। গাজর কই? এতো ধূ ধূ মাঠ। আমার গাজর……!!!!!! আমি কাঁদো কাঁদো মুখ কইরা ফ্রিজ খুইলা দাঁড়াই আছি। আকাশ এসে বলল, ফ্রিজের কি ঠান্ডা লাগছে যে দরজা খুলে তার ভেতর থেকে হাওয়া বের করছো? আমি দ্রুত দরজা বন্ধ করে তাকাই দেখি সে একটা আধ খাওয়া গাজর হাতে দাঁড়াই আছে। আন্টি কতবার বলসে তাদের সাথে যাইতে। সে যায় নাই। আর এখন আমার গাজরে হামলা করে সাবাড় করতেসে। সে গাজরে কামড় বসিয়ে বলল, কি হল? আমি বেচারা গাজরের দিকে তাকাই আছি। সেও আমার দিকে কান্নাভরা দৃষ্টিতে তাকায় আছে আর বলতেসে, ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি মন পাবি না।

– ও হ্যালো!

আমার ধ্যান ভাঙ্গতেই দেখলাম গাজর গায়েব। আমি মন খারাপ কইরা বললাম, কয়দিন পরে বিয়ে আর আপনি বর পক্ষ হয়ে এখনও কনে পক্ষের বাড়িতে বসে আছেন এটা কি ভালো দেখায়? সে আমার দিকে আগাইতে আগাইতে বলল, উহু, একদম ভালো দেখায় না কিন্তু কি করবো বলো, আমার সবচেয়ে দামি জিনিসটা তো এখানে।

– মানে?

– কিছু না।

আকাশ চলে যাইতেছিল, যাওয়ার আগে বলল, বসার ঘরে টি টেবিলের উপর একটা কালো পলিথিন আছে। ওটা তোমার জন্য। সে চলে যাইতেই আমি বসার ঘরে গিয়া দেখলাম ওখানে বেশ মোটাসোটা একটা কালো পলিথিন। খুলতেই আমার মনটা লাফাই উঠল। এত্তোগুলা গাজর!

সেদিন বিকালে আকাশ চইলা গেল। আমি তখন হা কইরা পইড়া পইড়া ঘুমাইতেছিলাম। উঠে শুনলাম সে নাকি চইলা গেসে। আমাকে জাগাতে চাইছিল মুন, আকাশ নাকি মানা করসে। আমাকে বাইরে থেকে এক পলক দেইখা চইলা গেসে।
.
.
.
.
মাঝের দিনগুলা কেমনে যেন চইলা গেল। দেখতে দেখতে বিয়ার দিন চইলা আসল। আজকে গায়ে হলুদ। পুরো বাড়িতে মেহমানে পিঁপড়ার মতো গিজ গিজ করতেসে। একটা রুমও খালি পাওয়া যায় না। বাপরে!!!! সবাই শাড়ি গয়না পরতে ব্যস্ত। আমি রুমের এক কোনায় বইসা আছি। মনটা খারাপ। আজকে প্রথম আমি আমার নানা নানুকে দেখলাম। মুনের সাথে যখন কথা বলতে আসছিল তখন আমি মাত্র রুমে ঢুকলাম। তাদের দেখে আমার চিনতে কষ্ট হয় নাই। মিষ্টি খালা নানার চেহারা পাইসে। আর নানু দেখতে প্রায় আম্মুর মতো। নানু মুনকে একটা বালা পরাইয়া দিলেন। আমি যেতেই নানা মুখ কালো কইরা বেরিয়ে গেলেন। আমি একপাশে গিয়ে বইসা রইলাম। নানু আমার কাছে আইসা বসে বললেন, শিমুর মেয়ে তাই না? আমি নানুর দিকে তাকাইলাম। কেন যেন তাকে দেইখা কান্না পাইতেসে। আম্মুর কথা মনে পড়তেসে। আমি মুখ নিচু করে বইসা রইলাম। নানু আমার ডান হাত টাইনা একটা মোটা সোনার বালা পরাইয়া দিয়া বললেন, এটা তোর। আমি বালাটার দিকে তাকাই বললাম, কিন্তু আমার তো বিয়ে না। আর…। নানু হাইসা বললেন, খালি বিয়ে হলে দিতে হবে? তুই হওয়ার সময় তো তোকে দেখতে যেতে পারিনি। তাই আজ দিলাম। নানু চইলা গেলেন। আমি বালাটার দিকে তাকাই বইসা রইলাম।

মুনকে সাজাইতে লোক আসছে। আমি বসে বসে ওরে দেখতেসি। মেকআপ করার সময় আমারে ডাইকা বলল, তুই সাজবি না?

– হুম।

– কখন?

– এই তো, সাজবো।

– দেখ ছোঁয়া, আমি বেশ বুঝতে পারছি তোর কিছু নিয়ে মন খারাপ। আমি কিন্তু তোর সাথে সেজেগুজে স্টেজে উঠবো। না হলে ……

– আচ্ছা বাবা, রেডি হচ্ছি। ভালোই ব্ল্যাকমেইল করতে শিখেছিস।

আমি আলমারি থেকে শাড়ি গয়না বাইর করলাম। সেই লাল সাদা জামদানী শাড়িটা। আটপৌড়ে কইরা সুন্দরভাবে শাড়িটা পড়লাম। মাথায় বড় একটা খোঁপা কইরা তাতে কাঠবেলীর গাজরা লাগিয়ে দুইপাশে তিনটা তিনটা করে গোলাপ গুঁজে দিলাম। মাঝে সিঁথি কইরা দুইপাশে একটু ছোট চুল রাখলাম। সিঁথিতে একটা ছোট সাদা পাথরের টিকলি পরলাম। দুই হাতে লাল কাচের চুড়ি। হালকা সাজ দিয়ে চোখে কাজল আর ঠোঁটে হালকা লাল লিপস্টিক দিলাম। তারপর গয়না পরতেই সাজ কমপ্লিট।

সাতটার দিকে বরপক্ষ আসল। আমরা রেডি হইলাম মুনকে স্টেজে নিয়ে যাওয়ার জন্য। মুন আমাকে কাছে টেনে ফিসফিস কইরা বলল, আজকে একটু সাবধানে থাকিস। আমি চোখ মুখ কুঁচকাই কইলাম, কেন? সে বিজ্ঞের মতো মাথা নাইড়া নাইড়া বলল, আজকে তোর উপর অনেকে ক্রাশ খাবে। আমি হালকা লজ্জা পাইয়া বললাম, ধুর। সে রাগীকন্ঠে কইল, খবরদার, আমার দুলাভাই ছাড়া যেন তোর আর কারো দিকে নজর না পড়ে। আমি জিগাইলাম, দুলাভাই? সেটা কে শুনি। ও মুখে বাঁকা হাসি দিয়া বলল, দেখতে পাবি। এর মধ্যে ক্যামেরা ম্যান চইলা আসল। আর কথা বলতে পারলাম না। আমার মনে হইতেসে ও কিছু লুকাইতেসে।
.
.
.
.
ওরে স্টেজে উঠাই এদিক ওদিক তাকাইলাম। আকাশ আসে নাই নাকি? চোখ দুইটা ওরে খুঁজতেসে। কিন্তু দেখতেসি না। আমি স্টেজ থেকে নামতে গিয়া হঠাৎ কিছুর সাথে পা বিঁধে গেল। পরতে লাগছিলাম কিন্তু তার আগেই কেউ আমার কোমর জড়াই ধইরা ফেলল। তাকাই দেখি রাতুল তার চৌদ্দ গুষ্টির হইতে প্রাপ্ত দাঁত বাইর কইরা হাসতেসে। আমি তাড়াতাড়ি তার থেইকা নিজেকে ছাড়াই নিলাম। সে বলল, দেখে হাঁটবে তো। আমি বললাম, জন্ম থেকেই আমার পা দুইটা অবাধ্য। কি করতাম। ও আমার কাছে এসে বলল, সমস্যা নাই। তুমি যতবার পড়বা ততবার আমি তোমাকে ধরে ফেলব। যদি এত মানুষ না থাকতো তাহলে ওর কপালে শনি ছিল আজ। আমার হাতে প্রচুর মাইর খাইতো। আমি চলে যাইতে লাগলে সে আমার হাত ধইরা বলল, কোথায় যাচ্ছো? আমি হাত ছাইড়া নিয়া বললাম, গলায় কলসি বাঁইধা পুকুরে মরতে যাইতেসি। তুমি যাইবা? সে উদিগ্ন হইয়া বলল, কেন কেন? কে তোমাকে কি বলসে। একবার নামটা বলো। আমি তাকে স্বর্গে পাঠাই দিবো। আমি মনে মনে কইলাম, বেকুব একটা। বেশি কথা বললে আমিই তোরে স্বর্গে পাঠাই দিমু।

মুন আমারে ডাইকা কানে কানে বলল, আমি না ছাদে একটা জিনিস ফেলে আসছি বিকালে। পরে আর আনা হয় নাই। একটু গিয়ে নিয়ে আসবি? আমি জিজ্ঞেস করলাম, কি জিনিস? ও কইল, গেলেই দেখতে পাবি। যা না। আমি কইলাম, আচ্ছা, দেখতেসি।

– এখনই যা। খুব ইম্পর্টেন্ট।

– আচ্ছা আচ্ছা যাচ্ছি।

আমি বাড়ির ভেতরে গেলাম। ছাদের লাইট জ্বালাই সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বিড় বিড় করতেসি, আজকে কখনই বা ছাদে গেল। কি এমন জিনিস ফালাই আসলো। এত ইম্পর্টেন্ট যে এখনই আনতে হবে। কি জানি বাবা। এই মেয়ের কিছুই বুঝি না। ছাদে উঠে অবাক হই বললাম, কি ব্যাপার! দরজা খোলা ক্যান?

আমি ছাদে পা রাখতে না রাখতে কেউ আমার হাত টাইনা দেয়ালের সাথে দাঁড় করাইলো। আমি তো চোখ বন্ধ কইরা ভয়ে কাঁপতেসি৷ চিক্কুরটা দেওয়ার আগেই কেউ মুখ চাইপা ধইরা বলল, ছোঁয়া। তাকাই দেখি আকাশ দাঁড়াই আছে। ওকে দেইখা আজকে আবার ক্রাশ খাইলাম। সেই লাগতেসে। সোনালী কাজ করা হলুদ পাঞ্জাবী পরসে। সাথে চিকন সোনালী ফ্রেমের চশমা আর মুখে খোঁচা খোঁচা দাঁড়ি। চুলগুলা আজকেও শ্যাম্পু করা। হালকা বাতাসে ওর চোখের উপর নড়তেসে। কিন্তু মুখটার বাচ্চাভাবটা এখনো আছে। আমি তো চোখ ফিরাইতে পারতেসি না। ও আমার মুখ ছাইড়া দিল। তারপর আমার সামনে বইসা বলল, তোমার পায়ের পাতা আমার পায়ের উপর রাখো।

– কেন?

– এত প্রশ্ন করো কেন? রাখতে বলেছি যখন রাখো।

আমি রাখতেই ও পকেট থেকে একজোড়া নুপুর বের করে একটা আমার পায়ে পরাই দিল। আমি অবাক হই বললাম, নুপুর?

– হুম। দেখি আরেকটা পা দাও।

আরেক পায়েও নুপুর পরাই দিয়া উঠে দাঁড়াই বলল, খুব মানিয়েছে তোমার পায়ে। আমি ভাব ধইরা বললাম, দেখতে হবে না পাটা কার। হঠাৎ সে আমার মাথার পাশে দেয়ালে ডান হাত রেখে মাথা নিচু কইরা রইল। আমি বললাম, তোমার কি শরীর খারাপ লাগতেসে? ও মাথা নিচু কইরাই বলল, ছোঁয়া আমি তোমার কাছে কিছু চাই। দিবে? আমি কইলাম, সাধ্যে থাকলে অবশ্যই দিবো। ও মুখ তুলে আমার ঠোঁটের দিকে কেমন করে তাকাল। খেয়াল হতেই আমার পুরা মুখ লাল হই গেল। আমি দুই হাত দিয়ে মুখ চাইপা ধইরা ওর দিকে তাকাইলাম। ও আমার কানের কাছে আইসা ফিসফিস কইরা কইল, আর কতবার আমাকে ঘায়েল করবে তোমার রূপে? আমাকে যে দিন দিন তোমার নেশায় ধরছে। আর তো আটকে রাখতে পারছে না নিজেকে। কি করি বলো তো?

– আমি আমি…

আমার গলা কাঁপতেসে। কি কমু বুঝতেসি না। ওরে আগে এমন দেখি নাই। আচমকা সে আমার কানে আলতো করে ওর ঠোঁট জোড়া ছুইয়ে দিল। সাথে সাথে মনে হইল আমার শরীরে কেউ চারশো চল্লিশ বোল্টেজের তার লাগাই দিসে। ও বলল, তোমার মিষ্টি সুবাসে আজ আবার মাতাল হয়ে গেলাম ছোঁয়া। কেন এত ভালো লাগে? আমি কাঁপতে লাগলাম। আর বেশিক্ষণ থাকলে আমি পাগল হই যামু। আমি ওরে ঠেলে দ্রুত সিঁড়ি দিয়া নাইমা আমাদের রুমে চইলা আসলাম। ওখানে এখন কেউ নাই। সবাই বাইরে। আমি দরজা মাইরা দিয়া হেলান দিয়া দাঁড়াইলাম। এক ডোজেই আমার অবস্থা খারাপ কইরা দিল। সারা শরীর গরম হই গেসে। হার্টটা লাফাইতে লাফাইতে বুক থেকে বের হই যাইতেসে। আমি আয়নার দিকে তাকালাম। এক পলক তাকাতেই আবার চোখ সরাই নিলাম। কি হল আজকে আমার! কেউ আমারে বাঁচাও, আমি যে লজ্জার সাগরে ডুইবা গেলাম।

চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here