You are my Property,Part_18,19

You are my Property,Part_18,19
M Sonali
Part-18

বিকেলে জানালার ধারে দাঁড়িয়ে আকাশ পানে তাকিয়ে আছি আমি। কিছু ভালো লাগছেনা আমার। সেদিনের পর কেটে গেছে সাতটা দিন। এই সাত দিনে সত্যিই মনে হয়েছে রাজ এবং রাই কে নিয়ে যেসব কথা ভাবছি আমি সেগুলো সবই আমার স্বপ্ন ছিল। বাস্তবে হয়তো তারা কেউই নেই। না হলে এই সাত দিনের মাঝে আমি কারো মুখেই তাদের নাম শুনেনি। রাজের কথা না হয় বাদই দিলাম কিন্তু রাই তো অবশ্যই ভাইয়ার কাছে আসতো! কারণ রাই তো ভাইয়ার জন্য পাগল ছিলো। তাহলে কেন এলো না ও। তারমানে সবকিছুই ছিল আমার স্বপ্ন, আর কিছু নয়। তবে কেন জানিনা এটাকে স্বপ্ন হিসেবে মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে আমার। আমি সাত দিন কেটে যাওয়ার পরেও এখনো নিজের স্বপ্ন টাকে মেনে নিতে পারেনি। আমার কেন যেন মনে হয় রাজ যদি আবার আমার জীবনে ফিরে আসতো! আমার স্বামী রুপে! আমি যে ওকে ভালোবেসেছি মনে অজান্তে। যদিও সেই ভালবাসাটা রাগের নিচে চাপা পড়ে গিয়েছিল। বলতে পারেনি ওকে রাগের কারণে। মিথ্যে কথা বলেছিলাম যে আমি অন্য কাউকে ভালোবাসি। কিন্তু আমার সেই ভালোবাসা টা যে শুধুই রাজকে ঘিরেই ছিলো। সেটা ওকে বোঝাতে পারেনি। কেন মনে হয় বারবার রাজ আবার আমার জীবনে ফিরে আসুক। আমার হাতে নিজের নাম লিখে দিক। আমি ওর নাম নিজের হাতে নিয়ে বেরাতে চাই। সকলের কাছে বলতে চাই আমি রাজের বউ। রাজ আমার স্বামী ওকে আমি ভালবাসি।

আচ্ছা স্বপ্নগুলো কেন এমন হয়? কেন স্বপ্ন কখনো সত্যি হয়না? আর কিছু স্বপ্ন কেন পুরো বাস্তবের মতো মনে হয়। যেগুলো শেষ হয়ে গেলে ভীষণ কষ্ট হয়। আচ্ছা আমি কি আদৌ এগুলো স্বপ্ন দেখেছিলাম, স্বপ্ন কি এই এত বড় হতে পারে? কিন্তু স্বপ্ন যদি না-ই হবে তাহলে আমার হাতে লেখা রাজের নাম টা কোথায় গেল? শুধু কাটা চিহ্ন কিভাবে আসলো হাতে? আর তাছাড়া আমার পরিবারের এতগুলো মানুষ তো আমায় মিথ্যে বলবে না! আর মিথ্যে বললেও কি সত্য লুকিয়ে আছে এর পিছনে? যে কারণে সবাই আমার কাছে এত বড় মিথ্যে বলবে? না না এ হতে পারে না কেউ মিথ্যা বলছে না। ওগুলো হয়তো আমার স্বপ্ন-ই ছিল। তবে কখনো যদি স্বপ্নের রাজ আমার জীবনে ফিরে আসে। তাকে শুধু আমার জীবন সাথী হয়েই থাকতে হবে। আমি ওকে অন্য কারো হতে দেবো না। যে ভুল একবার করেছি দ্বিতীয়বার আর সে ভুল করবো না আমি।

( হ্যাঁ সেদিন রাজের কাছে রাগের বশে রাহি বলেছিল যে অন্য কাউকে ভালোবাসে রাজ কে নয়। তবে সত্যিটা হলো ওর রাজের প্রতি’ই দুর্বলতা সৃষ্টি হয়েছিল। রাহির মন ধীরে ধীরে রাজকেই ভালোবেসে ফেলেছিল। কিন্তু কোনো এক কারণে অসম্ভব রাগের বশে সেদিন মিথ্যা কথা বলেছিল ও রাজকে। কেন জানিনা রাজ এত কিছু করার পরেও ও রাজকে মেনে নিতে পারছিল না। ওর অসম্ভব রাগ লাগছিল সেদিন। অবশ্য ওর এমন হওয়ার পিছনেও একটা কারণ আছে। যে কারণ টা রাহি একদমই জানেনা।)

কারো ডাকে ধ্যান ভাঙলো আমার। পিছন ফিরে তাকিয়ে দেখলাম ভাইয়া দাঁড়িয়ে আছে। ভাইয়া আমার পাশে এগিয়ে এসে বলে উঠলো,

— কিরে এই বিকেল বেলা জানালার ধারে দাঁড়িয়ে থেকে কি এত ভাবছিস হুমম? তাড়াতাড়ি রেডি হয়ে নে তোকে নিয়ে শপিং-এ যাবো।

ভাইয়ার কথায় ভ্রু কুঁচকালাম আমি। তারপর বলে উঠলাম,

— এখন শপিং মল কেনো যাবো ভাইয়া?

— কেন আবার কাল থেকে তোর কলেজ সুরু হবে সেজন্য তোকে বোরকা কিনে দেবো এখন থেকে বোরকা পরে কলেজে যাবি বুঝলি।

— কিন্তু এতদিন তো আমি বোরকা ছাড়াই কলেজে গিয়েছি। তাহলে হঠাৎ এখন কেন বোরকা পড়ে যেতে হবে আমায় ভাইয়া?

— কারণ এখন তুই অনেক বড় হয়ে গেছিস। তাই বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে আমিও রেডি হয়ে আসছি।

কথাগুলো বলে আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল ভাইয়া। আমিও আর কিছু না ভেবে ছোট্ট করে একটি নিঃশ্বাস ছেড়ে রেডি হয়ে নিলাম শপিংমলে যাওয়ার জন্য।

—————————

গত আধঘন্টা হল বসে আছি শপিংমলে একটি বোরকার দোকানে। ভাইয়া আমাকে এখানে বোরকা পছন্দ করতে বলে নিজের জন্যে প্যান্ট কিনতে গেছে। কিন্তু একটি বোরকাও পছন্দ হচ্ছে না। শুধু একটা করে দেখছি আর নাড়াচাড়া করে রেখে দিচ্ছি। অসম্ভব বিরক্তি লাগছে আমার। কেনো যেনো মনের ভিতর অসম্ভব অস্থিরতা কাজ করছে। বুকের ভিতর ধুকপুকানি যেন প্রতিনিয়ত বেড়েই চলছে। কেন যেন মনে হচ্ছে এখন অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে চলেছে আমার সাথে। যেটা হয়তো আমি কল্পনার বাহিরে রেখেছি।

— কী হল ম্যাম আপনার কি একটা বোরকাও পছন্দ হচ্ছে না? আমি কি নতুন আরো কিছু কানেকশন দেখাবো?

দোকানদারের কথায় ধ্যান ভাঙলো আমার। এবার বেশ কিছুটা বিরক্তি নিয়েই বললাম আমি,

— আমার আর কিছু ভালো লাগছে না। আমি বরং অন্য কোনো দোকানে দেখে আসছি। এক্সকিউজ মি।

কথাটি বলেই উঠতে নেবো আমি তখনি একটি মেয়ের সাথে আচমকাই ধাক্কা লাগল আমার। মেয়েটি দু পা পিছিয়ে গিয়ে বলে উঠলো,

— সরি সরি আসলে আমি খেয়াল করিনি আপু। প্লিজ কিছু মনে করবেন না।

আমি মেয়েটার দিকে ভালোভাবে তাকাতেই যেনো আমার চোখদুটো কপালে উঠে যাওয়ার অবস্থা হলো। কারণ আমার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি আর কেউ নয় এটা “রাই”। তার মানে আমার ওগুলো স্বপ্ন ছিলো না! বরং সব কিছুই বাস্তব। রাই যখন আছে তার মানে আমার রাজও আছে।

কথাগুলো ভাবতেই খুশিতে মন ভরে গেল আমার। আমি দ্রুত রাই এর পাশে এগিয়ে গিয়ে ওর হাত দুটো ধরে বললাম,

— রাই কেমন আছো তুমি? এতদিন কোথায় ছিলে? আর রাজ কোথায়? তোমরা আমার খোঁজ নিলে না কেন? আমি যে অসুস্থ ছিলাম রাজ কেন আমায় দেখতে এলো না? আর তোমার সাথে ভাইয়ার কি কিছু হয়েছে? ভাইয়া তোমার কথা স্বীকার কেন করল না? এতদিন কোথায় ছিলে তুমি? কেন আসলে না আমাদের বাসায় ভাইয়ার কাছে?

আমার কথা শুনে কপাল কুঁচকে তাকালো রাই আমার দিকে। তারপর আমার হাত থেকে নিজের হাত দুটো ছাড়িয়ে নিয়ে বিরক্তির স্বরে বলে উঠলো,

— এক্সকিউজ মি আপু। আপনি হয়তো কিছু ভুল করছেন। আমার নাম রাই নয়। আমার নাম আখি। আর তাছাড়া আমি আপনাকে চিনতে পারলাম না। আপনি কে বলুন তো? আর আপনি রাজের কথা বলছিলেন! এই রাজটাই বা কে?

— তুমি আমাকে চিনতে পারছো না রাই? আমি তোমার ভাবি তোমার ভাইয়া রাজের বউ রাহি। তুমি আমাকে চিনতে পারছ না? এত তাড়াতাড়ি কি করে ভুলে যেতে পারো তুমি আমায়? আর তাছাড়া তোমার নাম তো রাই, আখি কেন হবে? তোমার কি হয়েছে রাই তুমি কেন আমায় না চেনার ভান করছো? নিজেকে আখি কেন বলছো? তুমি তো আসলে রাই আমার ভাইয়া রাকিব এর বউ আমার ভাবি রাই তুমি।একবার ভেবে দেখো ভালো করে তাকিয়ে দেখো আমি রাজের বউ তোমার ভাবি রাহি।

আমার কথাগুলো শুনে এবার রাই এর মুখে যেন বিরক্তি ভাবটা স্পষ্ট ফুটে উঠলো।

— আরে আপনি কি পাগল নাকি আমি বলছি তো আমার নাম রাই নয়, আমার নাম আখি, আমি হলাম আখি চৌধুরী। প্লিজ আপনি আর এভাবে আমার সময় ওয়েস্ট করবেন না। আমার অনেক জরুরী মিটিং আছে এক্ষুনি যেতে হবে। আমার রাস্তা ছাড়ুন।

কথাটি বলে আমাকে পাশ কাটিয়ে চলে গেল রাই। আমি অবাক চোখে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম।

চলবে,,,,,,,,,,,,

You are my property
Part_19
M Sonali

— আরে আপনি কি পাগল নাকি আমি বলছি তো আমার নাম রাই নয়, আমার নাম আখি, আমি হলাম আখি চৌধুরী। প্লিজ আপনি আর এভাবে আমার সময় ওয়েস্ট করবেন না। আমার অনেক জরুরী মিটিং আছে এক্ষুনি যেতে হবে। আমার রাস্তা ছাড়ুন।

কথাটি বলে আমাকে পাশ কাটিয়ে চলে গেল রাই। আমি অবাক চোখে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম।

রাই আমি যে দোকানে বসে ছিলাম তার পাশের একটি দোকানে গিয়ে বসে কাপড় চোপড় পছন্দ করতে লাগলো। আমি ওর কাছে এগিয়ে গিয়ে ওর পাশে বসে অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বললাম,

— রাই তুমি কি সত্যি আমায় চিনতে পারছো না?তাই যদি সত্যি হয় তাহলে এতদিন আমার সাথে যেগুলো ঘটেছে সেগুলো কি সবই আমার স্বপ্ন ছিল? কিন্তু স্বপ্ন যদি হবে তাহলে তুমি বাস্তবে এলে কিভাবে? স্বপ্ন তো কখনো সত্যি হয়না! তাহলে হুবহু আমি তোমাকে স্বপ্ন দেখলাম কিভাবে?

রাই আমার মুখের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিয়ে আবার কাপড় চোপড় নাড়াচাড়া করতে করতে বলতে লাগলো,

— আমার মনে হচ্ছে আপনার মেন্টালি কোন সমস্যা আছে। দয়া করে আপনি আমাকে আর বিরক্ত করবেন না। আমি সত্যিই আপনাকে চিনি না, আর না এর আগে কখনো আপনাকে আমি দেখেছি। শুধু শুধু আপনি কেন এভাবে আমার পিছনে পড়ে আছেন বলুন তো? আমাকে তাড়াতাড়ি একটি সুন্দর দেখে ড্রেস কিনে নিয়ে বাসায় পৌঁছতে হবে। আমার হবু ভাবীর জন্য। তাই দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না প্লিজ।

— কিন্তু তুমি তো একটু আগে বললে তোমার জরুরি কোনো এক মিটিং আছে সেখানে যেতে হবে রাই? আর তাছাড়া তোমার হবু ভাবি মানে? কার কথা বলছো তুমি?

— আরে আজব তো আপনি তো দেখছি বড্ড গায়ে পরা মেয়ে। আমি বারে বারে বলছি আমি আপনাকে চিনি না। তার পরেও আমাকে একের পর এক কথা বলে বিরক্ত করে যাচ্ছেন। আরে বাবা আমি মিটিংএ যাই বা যেখানে খুশি সেখানে যাই। সে কৈফিয়ত কি আপনাকে দেবো নাকি? আচ্ছা এ দোকানে কোন সিকিউরিটি গার্ড নাই? আপনারা কি দেখতে পাচ্ছেন না এই ভদ্রমহিলা আমাকে কখন থেকে বিরক্ত করে যাচ্ছে। আপনারা কিছু বলবেন নাকি আমি দোকান থেকে অন্য কোন দোকানে গিয়ে বসবো?

দোকানের দুজন গার্ড আমার পাশে এগিয়ে এসে বলে উঠলেন,

— ম্যাম আপনি বাইরে যান, আপনি দয়া করে আমাদের কাস্টমারদের আর বিরক্ত করবেন না। এরকম করলে আপনাকে আমরা এখান থেকে জোর করে বের করে দিতে বাধ্য হব। তাই আপনি এখান থেকে ভালো ভাবে চলে যান। নইলে কিন্তু মোটেও ভালো হবে না আপনার জন্যে।

আমি গার্ডদের কথায় পাত্তা না দিয়ে বলে উঠলাম,

— রাই তুমি কেন এমন করছ আমার সাথে? তুমি কিভাবে পারো আমার সাথে এমন টা করতে? ওরা আমার সাথে এরকম আচরণ করছে তুমি এটা সহ্য করতে পারছো রাই? তুমি কি সব ভুলে গেছো পুরনো দিনের কথা? তোমাদের সকলের কি হয়েছে বলোতো কেন সবাই আমাকে চিনেও না চেনার ভান করছ?

কথাগুলো বলতে বলতে কান্না করে ফেললাম আমি। আমার কথার কোন উত্তর না দিয়ে রাই সেখান থেকে উঠে অন্য দোকানে চলে গেল। রাইকে এভাবে চলে যেতে দেখে, এবার গার্ড দুটো ভীষণ রেগে গিয়ে আমার হাত ধরে বের করে দিতে গেলেই ভাইয়া এসে তাদের থামিয়ে দিয়ে বলে উঠলো,

— কি সমস্যা কি আপনাদের? আমার বোনের সাথে কেন এমন করছেন?

— আপনার বোন কাস্টমারদের বিরক্ত করছেন। আমাদের এখানের একটি বড় কাস্টমার ওনার কারনে চলে গেছে। আপনি একে নিয়ে যান নইলে আমরা এ্যাকশন নিতে বাধ্য হবো।

গার্ডদের কথার কোন উত্তর না দিয়ে ভাইয়া আমার হাত ধরে নিয়ে এসে দোকান থেকে বেরিয়ে আসলো। আমি কান্না করে ফেললাম এবার। তারপর ভাইয়াকে বললাম,

–ভাইয়া আমি রাইকে দেখেছি। কিন্তু আমার কথা বিশ্বাস করছে না ও। আমাকে চিনতে পারছে না। ভাইয়া রাই তো তোমার বউ তাই না! তুমি চলো তুমি গিয়ে ওর সাথে কথা বলো, ও অবশ্যই তোমাকে চিনতে পারবে। আমাকে চিনতে না পারলেও তোমাকে চিনতে পারবে ভাইয়া।

ভাইয়া অনেকটা বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে বললো,

— রাহি তুই যদি এমনটাই করতে থাকিস তাহলে সবাই তোকে পাগল মনে করবে। তুই কি সত্যিই দিনে দিনে পাগল হয়ে যাচ্ছিস নাকি? তোকে কতবার বলবো আমি এখনো বিয়ে করিনি আর রাই নামে আমি কাউকে চিনি না। তার পরেও তুই সেই কখন থেকে একই কথা বারবার বলে যাচ্ছিস! আসলে তোর কী হয়েছে বলতো কেন এমন করছিস তুই?

ভাইয়ের কথার কোন উত্তর না দিয়ে সোজা নিচে বসে পড়লাম আমি। অসম্ভব অসহায় লাগছে নিজেকে আমার। মনে হচ্ছে সারা পৃথিবী একদিকে আর আমি আরেক দিকে চলে এসেছি। আমার ভীষণ কান্না পাচ্ছে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে আমার। কেন এমনটা হচ্ছে আমার সাথে কি এমন ভুল ছিল আমার যে আমার জীবনটা এমন হয়ে যাচ্ছে। আমাকে বসে পড়ে এভাবে কান্না করতে দেখে এবার ভাইয়াও কান্না করে দিল। কিন্তু নিজেকে শক্ত রাখার চেষ্টা করে আবার আমার হাত ধরে আমাকে উঠে দাঁড় করিয়ে বলল,

— চল বাসায় যাব।

তারপর রিক্সায় উঠে বসলাম দুজন। কান্নার কারনে চোখে এতটাই পানি জমেছে যে চোখে স্পষ্ট দেখছি না কোনো কিছু। ভাইয়া আমার মাথাটা নিজের কাঁধের ওপর নিয়ে বাসার দিকে রওনা হলো।

——————————

সকালে ঘুম থেকে উঠে কলেজের জন্য রেডি হচ্ছি আমি। কালকে শপিং মল থেকে বাসায় আসার পর অনেকক্ষণ সময় নিয়ে আমি কারো সাথে কথা বলিনি। নিজেকে সবকিছুর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। আলহামদুলিল্লাহ এখন অনেকটাই নিজেকে মানিয়ে নিতে পেরেছি। নিজের মনকে বুঝিয়েছি সবকিছু আমার স্বপ্ন ছিল আর কিছু নয়। তাই এখন কলেজের জন্য স্বাভাবিকভাবেই রেডি হচ্ছি আমি। রাতে ভাইয়া গিয়ে শপিং মল থেকে আমার জন্য একটি সুন্দর দেখে বোরকা নিয়ে এসেছে। আমি এখন সেটা পড়েই কলেজের জন্য রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে বাইরে বেরিয়ে এসে ভাইয়ার সাথে কলেজের জন্য রওনা হলাম আমি। যে কলেজে রাজের কথা মত আমাকে ভর্তি করে দেওয়া হয়েছিল সেই কলেজেই চলে আসলাম। আমার মন বলছে যে আমি যেসব ভাবছি সেগুলো সবই সত্যি। কিন্তু মস্তিষ্ক বলছে হয়তো সেগুলো আমার স্বপ্ন’ই ছিল। তাই কেউ আমাকে চিনতে পারছেনা। তাই এই কলেজে আসা নিয়ে ভাইয়াকে আর কোন প্রশ্ন করলাম না আমি। হয়তো এটাই বাস্তব, হয়তো এখানে আমায় ভর্তি করে দিয়েছিল আব্বু। যেটা আমার মনে নেই। হয়তো আমার মাথার কোন সমস্যা আছে যে কারণে এমন উদ্ভট চিন্তা করছি আমি।

আমাকে কলেজের গেটে নামিয়ে দিয়ে ভাইয়া চলে গেলো। আমি কিছুক্ষণ ভাইয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে একটি দীর্ঘশ্বাস ছেড়ে কলেজের মধ্যে রওনা হলাম। কলেজের ভিতরে ঢুকতেই পিছন থেকে খুব পরিচিত একজনের হাসির শব্দ শুনে পিছনে ঘুরে তাকালাম আমি। আর তখনই যেন দম বন্ধ হয়ে আসলো আমার। মাথায় যেন সবকিছু তালগোল পাকিয়ে গেল আবার আগের মতো। কারণ আমার পিছনে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রাজ। অসম্ভব সুন্দর লাগছে তাকে দেখতে। ইচ্ছে করছে এক নজরে শুধু তার দিকে তাকিয়ে থাকি আমি। সাদা শার্ট কালো প্যান্ট কালো কোট চোখে কালো সানগ্লাস। হাতে দামী ঘড়ি।পায়ে কালো রঙের শু।চুলগুলো স্পাইক করা। সাথে মুখে বাঁকা হাসি। সব মিলিয়ে যেনো অসম্ভব সুন্দর একজন পুরুষ দাঁড়িয়ে আছে আমার সামনে।

আমি বেশ কিছুক্ষণ রাজ কে পর্যবেক্ষণ করে দ্রুত পায়ে ওর কাছে ছুটে যেতে লাগলাম। আর তখন’ই কয়েক পা এগিয়ে যেতেই থেমে গেলাম আমি। কেননা রাজের পাশে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। রাজ ঐ মেয়েটির হাত ধরে মেয়েটির দিকে তাকিয়েই এভাবে হাসছে। আমার পা দুটো যেন সেখানেই জমে গেল। আমি একনজরে তাকিয়ে থাকলাম ওদের দিকে। ওরা এমন আচরণ করছে যেন দুজন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। ওদের দুজনের মাঝে হয়ত এমনি কোনো সম্পর্ক আছে। আমি না চাওয়া সত্যেও সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। একপা একপা করে রাজের কাছে এগিয়ে যেতে লাগলাম আমি। আমি এগিয়ে যাওয়ার আগেই রাজের কাছ থেকে বিদায় নিয়ে মেয়েটি কলেজের মধ্যে ঢুকে গেল। মেয়েটি চলে গেলে রাজ গাড়িতে উঠে চলে যেতে নিবে। তখন’ই আমি গাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে গাড়ির সামনে গিয়ে দাঁড়াতে দেখে রাজ গাড়ি থেকে নেমে এসে আমার সামনে দাঁড়িয়ে বলে উঠল,

— এক্সকিউজমি আপনি এভাবে আমার গাড়ির সামনে এসে দাঁড়ালেন কেন?

আমি রাজের কথার উত্তর না দিয়ে একনজরে তাকিয়ে রইলাম ওর দিকে। তারপর শুধু আলতো স্বরে বলে উঠলাম,

— রাজ,,,!

ও আমার কথা শুনে নিজের চোখের চশমাটা খুলে ফেলে আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল,

— রাজ মানে? কে রাজ?

— আপনি রাজ। আমার রাজ, আমার স্বামী রাজ।

— সরি মিস,আপনি হয়তো কিছু ভুল করছেন, আমার নাম রাজ নয় আমার নাম আরিয়ান। আমি চৌধুরী গ্রপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক আরিয়ান চৌধুরী। আপনি প্লিজ আমার গাড়ির সামনে থেকে সরে দাঁড়ান। আমাকে একটি মিটিংয়ে যেতে হবে।

কথাটা বলেই আমার উত্তরের কোন অপেক্ষা না করে চোখে চশমা পড়ে নিল রাজ। তারপর গাড়িতে উঠে বসে আমাকে পাশ কাটিয়ে গাড়ি নিয়ে চলে গেল। আমি এক নজরে সেখানে দাঁড়িয়ে থেকে ওর গাড়ির দিকে তাকিয়ে রইলাম। কেন জানিনা বুকের মাঝে অসম্ভব শূন্যতা অনুভব করছি আমি। কি হচ্ছে এসব আমার সাথে। কাল রাই আর আজ রাজ ও আমাকে চিনতে পারল না? কিন্তু ওরা কেনো এমন করছে আমার সাথে?

চলবে,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here