প্রেম_ফাল্গুন #পর্ব_৩১,৩২

#প্রেম_ফাল্গুন
#পর্ব_৩১,৩২
#নিশাত_জাহান_নিশি

“ভালোবাসি লিলি। প্রচন্ড রকম ভালোবাসি। বেশিদিন মনের কথাটা চেঁপে রাখতে পারছিলাম না আসলে। এদিকে তোমার দিক থেকে ও কোনো সাড়া পাচ্ছিলাম না। বাধ্য হয়ে আমাকেই প্রথমে বলতে হলো!”

লিলি তেড়ে এসে ববির গাঁয়ের সাথে একদম চিপকে দাঁড়িয়ে ববির দুচোখে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল,,

“কবে থেকে ভালোবাসতেন আমায়?”

ববি মাথা চুলকে নিচু স্বরে বলল,,

“ঐ তো সেদিন, যেদিন তোমায় প্রথম দেখেছিলাম!”

লিলি অস্ফুটে স্বরে বলল,,

“প্রথম দেখাতেই ভালোবাসা হয়ে যায় নাকি?”

ববি সোজা ভাষায় বলল,,

“বাকিদের জানি না, বাট আমার হয়েছিলো। দম বন্ধ হয়ে আসার জোগাড় হয়েছিলো। হার্টবিট খুব জোরে কম্পিত হচ্ছিলো। মনে হচ্ছিলো ছোট খাটো একটা হার্ট ফেল তো নির্ঘাত হবেই। বৃষ্টির সিক্ততায় তোমাকে যতোটা স্নিগ্ধ লাগছিলো ততোটাই দৃষ্টিনন্দন লাগছিলো। যার থেকে চোখ সরানো দায় হয়ে পড়েছিলো। ঐ দিকে আমার মনের অবস্থা করুন পর্যায়ে ছিলো। তোমাতেই বারংবার আসক্ত হচ্ছিলো, বুকে তুখাড় চিনচিনে ব্যাথার অনুভব হচ্ছিলো। ঠিক ঐ মুহূর্তেই ভেবে নিয়েছিলাম যার জন্য আমার এই করুন অবস্থা তাকে আমার গোটা লাইফের জন্য চাই ই চাই। সে আমার প্রেমিকা হলে ও ক্ষতি নেই আবার অর্ধাঙ্গিনী হলে ও আপত্তি নেই। দুটোতেই এক পায়ে রাজি আমি। বুকে হাত রেখে বলতে পারি লিলি, আমার ভালোবাসা শত ভাগ সত্যি ছিলো বলেই আজ আমি তোমাকে আমার অর্ধাঙ্গিনী রূপে পেয়েছি। পরিবারের সমস্ত প্রতিকূলতা, বাধা-বিপত্তি, মনোমালিন্য, ভেতরে ভেতরে প্রতিনিয়ত ভাঙ্গচূড় সমস্ত বিবেধের দেয়াল পাড় করে আমরা এক হয়েছি। যদি ও এখনো অনেক বিপত্তি বাকি আছে, অনেকটা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার বাকি আছে তবু ও কিন্তু দিন শেষে আমরা এক সাথেই আছি আগাম ভবিষ্যতে ও থাকব। আর এটাই হলো আমার ভালোবাসার ক্রাইটেরিয়া!”

ববির শার্টের কলার চেঁপে ধরে লিলি ভাবশূণ্য হয়ে বলল,,

“খুব ইগো না? খুব ইগো? দীর্ঘ দুমাস ধরে আপনার সাথে সংসার করছি, কই একবারের জন্যে ও তো আপনার ভালোবাসার ক্রাইটেরিয়া বুঝাতে আসেন নি। প্রতিবার খুব নিঁখুতভাবে আমাকে ইগনোর করে গেছেন। মুখ ফুটে কখনো বলেছেন? ভালোবাসেন আপনি আমাকে?”

দুহাত দিয়ে ববি লিলির কোমড় আঁকড়ে ধরে হালকা হেসে বলল,,

“ইগো তো তোমার ও কম ছিলো না লিলি! এই যে আমাকে মনে মনে এতোটা ভালোবাসো কই কখনো তো সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঠোঁটের আলিজে ফুটে উঠে নি। কখনো বুকের পাজরে হাত রেখে আশ্বস্ত স্বরে বলো নি, আপনি লড়াই করে যান ববি, নিজের সর্বস্ব দিয়ে লড়াই করে যান। লিলি আপনার পাশে আছে, ভালোবেসে আপনার পাশে আছে, আপনার অর্ধাঙ্গিনী রূপে আপনার পাশে আছে। নিরুপায় হয়ে সেই আমাকেই মুখ খুলতে হলো। ভালোবাসার প্রথম স্বীকারোক্তি আমার মুখ থেকেই নিঃসৃত হলো।”

তন্মধ্যেই দরজায় ঠকঠক শব্দ হলো। আয়রার কন্ঠস্বর ভেসে আসল। লিলির নাম ধরে ডাকছে সে। উচাটন হয়ে লিলি ববিকে ছাড়ানোর চেষ্টা করে ছোট স্বরে বলল,,

“ছাড়ুন। আপু ডাকছে।”

ববি এক রোখা ভাব নিয়ে বলল,,

“আগে রিপ্লাই করে যাও। দেন ছাড়ছি।”

লিলি বিরক্তি নিয়ে বলল,,

“হারিয়ে যাচ্ছি না তো আমি, আপনার আশেপাশেই থাকছি। এতো উদগ্রীব হওয়ার কি আছে?”

একরাশ তিক্ততা নিয়ে ববি লিলির কোমড় থেকে হাতটা ছাড়াতেই লিলি হুড়মুড়িয়ে রুমের দরজা খুলে বের হয়ে এলো। আয়রার মুখোমুখি দাঁড়াতেই আয়রা কপাল কুঁচকে রাগী স্বরে বলল,,

“হয়েছে তোমাদের? দয়া করে আমার শাড়িটা একটু ঠিক করে দিবে প্লিজ? এক্ষনি আমাকে পাএ পক্ষের সামনে বসতে হবে।”

লিলি ব্যতিব্যস্ত স্বরে বলল,,

“রুমে চলুন না আপু। আমি ঠিক করে দিচ্ছি।”

আয়রা হনহনিয়ে রুমে ঢুকে পড়ল। ৮ টা বেজে ১৫ মিনিট হতেই পাএপক্ষের সামনে আয়রার ডাক পড়ল। লিলি এবং হেমা আয়রাকে পরিপাটি ভাবে সাজিয়ে গুজিয়ে মাথায় বড় একটা ঘোমটা টেনে পাএ পক্ষের সামনে বসালো। মৃদ্যু হেসে লিলি ববির পাশাপাশি দাঁড়ালো। কৌতুহলী হয়ে ববি লিলির কানে ফিসফিসিয়ে বলল,,

“এই, তোমার কি মনে হয়? পাএ পক্ষ আয়রাকে পছন্দ করবে তো?”

লিলি ভ্রু উঁচিয়ে প্রশ্নবিদ্ধ চোখে বলল,,

“কেনো করবে না হুম? আয়রা আপু হাজারে একজন বুঝেছেন? দেখবেন আজই আপুকে ছেলে পক্ষ রিং পড়িয়ে যাবেন। আমার মন বলছে!”

ববি দৃঢ় কন্ঠে বলল,,

“তাই যেনো হয়। তাহলে অন্তত আমরা একটু রিলিফ পাবো। ভয়ে ভয়ে আর কতোদিন?”

লিলি ক্ষীণ স্বরে বলল,,

“হুম।”

আড়চোখে তাইমুম (পাএ) আয়রার ঘোমটার নিচে উঁকি মারছে। লোক লজ্জার ভয়ে জড়তা কাটিয়ে সে স্বাভাবিক চোখে আয়রার দিকে তাকাতে পারছে না। দারুন অস্বিস্তিতে ভুগছে সে। তাইমুমের মা (তাজনীন হাসনাত) ম্লান হেসে আয়রার ঘোমটা সরিয়ে আয়রার মুখের আদল দেখা মাএই মুগ্ধিত হয়ে বললেন,,

“মাশাল্লাহ্৷ মেয়ে দেখতে তো ভারী মিষ্টি।”

তাইমুম জড়তা কাটিয়ে এবার চোখে, মুখে প্রবল উৎকন্ঠা নিয়ে বিনা দ্বিধায় চোখ তুলে আয়রার দিকে তাকালো। আয়রাকে এক নজর দেখা মাএই তাইমুম চোখ ফিরিয়ে নিলো। ম্লান হেসে পেছনের চুল গুলো টেনে বিড়বিড় করে বলল,,

“সি ইজ সো প্রিটি! আমার হয়তো তাকেই চাই।”

তাইমুমের বড় বোন (তাসনিম হাসনাত) মৃদ্যু হেসে আয়রার পাশে বসে আয়রার হাতে হাত রেখে প্রশ্নবিদ্ধ চোখে বলল,,

“এই যে মিষ্টি মেয়ে, তোমার পুরো নাম কি?”

আয়রা মাথা নিচু করে ছোট স্বরে বলল,,

“মেহজাবিন ইমরোজ আয়রা!”

“কিসে পড়ছ তুমি?”

“অর্নাস কমপ্লিট হলো সবে মাএ। মাস্টার্সের জন্য এপ্লাই করা হয় নি!”

“কেনো? পড়ার ইচ্ছে নেই?”

“মন মানসিকতা নেই!”

তাজনীন হাসনাত প্রসঙ্গ পাল্টে মৃদ্যু হেসে বললেন,,

“রান্না বান্নার কাজ কতটুকু পারো? মানে কতোটা পারদর্শী?”

“শুনতে হয়তো খারাপ লাগবে আপনাদের! এই জন্মে আমি রান্না ঘরে রান্নার কাজে যাই নি আসলে।”

তাজনীন হাসনাত কপাল কুঁচকে বললেন,,

“রান্না ঘরেই যাও নি কখনো?”

“গ্রিন টি করতে যাই। নিজের জন্য এবং বাড়ির বাকিদের জন্য। ৫/১০ মিনিটের মধ্যে আবার ব্যাক করি। রান্না বান্নার কাজ আসলে আমাকে দিয়ে হবে না। খুব আনারী আমি রান্না সম্পর্কিত বিষয় গুলোতে। বিয়ে হয়ে আপনাদের পরিবারে গেলে ও হয়তো তৃপ্তি মিটিয়ে রান্না করে আপনাদের খাওয়াতে পারব না। লক্ষী বউমা হয়তো হতে পারব না। আমি আসলে ঐ ধাঁচের মেয়ে না।”

আয়রার খড়তড় কথা বার্তায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে আছে। আয়রার পরিবার শুকনো মুখে আয়রার দিকে তাকিয়ে আছে। ববি নখ কাঁমড়ে অস্থির ভঙ্গিতে লিলিকে উদ্দেশ্য করে বলল,,

“আয়রা তো দেখছি বিয়ে ভাঙ্গতে উঠে পড়ে লেগেছে। যেভাবে কারাক ভাষায় কথা বলছে। আমার ভীষণ টেনশান হচ্ছে লিলি।”

লিলি আড়ষ্ট চোখে ববির দিকে তাকালো। তাইমুম তার পরিবারের নাক ছিটকানো ভাব ভঙ্গিতে কোনো রকম দৃষ্টিপাত না করেই এক ধ্যানে আয়রার দিকে তাকিয়ে আছে। অল্প সময় পর সে আয়রার থেকে চোখ নামিয়ে পেছনের চুল গুলো টেনে বিড়বিড় করে বলল,,

“ওহ্ মাই গড, সি ইজ সো ব্লোফি এন্ড স্ট্রেট ফরওয়ার্ড!”

রাশেদা খানম সন্দিহান চোখে আতিকের দিকে তাকাতেই আতিক কম্পিত স্বরে তাজনীন হাসনাতের দিকে তাকিয়ে বলল,,

“আয়রার ব্যবহারে কিছু মনে করবেন না আপনারা প্লিজ। আয়রার কথা বার্তার ধাঁচ ই একটু অরকম। যদি আয়রাকে আপনাদের পছন্দ হয়ে থাকে বা যদি তাইমুমের সাথে আয়রার বিয়েতে আপনাদের সম্মতি থাকে, তাহলে বলব বিয়ের পর আপনারা নিজের হাতে করে আয়রাকে সব কিছু শিখিয়ে পড়িয়ে নিবেন। সাংসারিক সব কাজ কর্ম, রান্না, বান্না সব দেখিয়ে শুনিয়ে নিবেন। রিকুয়েস্ট রইল প্লিজ!”

তাজনীন হাসনাত শুকনো মুখে কিছু বলার পূর্বেই তাইমুম তাজনীন হাসনাতকে থামিয়ে বেশ সাবলীল স্বরে আতিককে উদ্দেশ্য করে বলল,,

“ভাইয়া, আমি আয়রার সাথে একটু পার্সোনালি কথা বলতে চাই। আপনাদের কোনো প্রবলেম আছে?”

আতিক সহ উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে তাইমুমের দিকে তাকালো। সবার মনে একই ভয়, আয়রা সেই সুযোগে না আবার তাইমুমকে যা তা বলে বিয়ে ভেঙ্গে দেয়! এই পর্যায়ে এসে আয়রা ও চোখ তুলে তাইমুমের দিকে তাকালো। সম্মোহিত চোখে তাইমুম আয়রার দুচোখে তাকিয়ে বলল,,

“আপনার সম্মতি আছে? আমার সাথে পার্সেনালি কথা বলতে?”

আয়রা ভ্যাবাচ্যাকা খেয়ে কম্পিত চোখে তাইমুমের দিকে তাকিয়ে আছে। ববি গলা খাঁকিয়ে তাইমুমকে উদ্দেশ্য করে ক্ষীণ হেসে বলল,,

“হোয়াই নট? আপনার আলবাত রাইট আছে আয়রার সাথে পার্সোনালি কথা বলার। আই থিংক আয়রার ও কোনো আপত্তি নেই। কি আয়রা তোমার কোনো আপত্তি আছে?”

ববি প্রম্নবিদ্ধ চোখে আয়রার দিকে তাকালো৷ আয়রা ক্ষিপ্ত চোখে ববির দিকে তাকিয়ে বলল,,

“কোনো আপত্তি নেই। আপত্তি থাকবেই বা কেনো? উল্টে ভালো লাগবে বুঝেছ? ভীষষষণ আনন্দ হবে।”

বসা থেকে ফট করে দাঁড়িয়ে আয়রা জোরে জোরে কয়েকটা শ্বাস ছেড়ে তাইমুমের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল,,

“প্লিজ, কাম টু মি।”

আয়রা হনহনিয়ে হেঁটে চলল নিজের রুমের দিকে। তাইমুম ভাবশূণ্য হয়ে আয়রাকে অনুসরণ করছে। ববি দ্রুত পায়ে হেঁটে এসে তাইমুমের মুখোমুখি দাঁড়িয়ে জোর পূর্বক হেসে বলল,,

“হায় তাইমুম। আ’ম ববি।”

তাইমুম মৃদ্যু হেসে ববির দিকে হাত বাড়িয়ে বলল,,

“ওহ্ হ্যালো।”

ববি আড়ষ্ট ভাব নিয়ে কম্পিত স্বরে বলল,,

“প্লিজ তাইমুম। আয়রার বিহেভে কিছু মনে করবেন না। আসলে আয়রা একটু রাগী স্বভাবের। এনাফ ম্যাচুয়ের্ড আপনি। আই হোপ, আয়রাকে আপনি ঠিক হ্যান্ডেল করে নিবেন।”

তাইমুম হালকা হেসে বলল,,

“সত্যি কথা বলতে, এমন রাগী, স্পষ্টভাষী এবং মিষ্টি একটা মেয়েকেই আমার ওয়াইফ হিসেবে চেয়েছিলাম। হয়তো পেয়ে ও গেছি। বাকিটা আয়রার উপর ডিপেন্ড করছে৷”

ববি সন্দিহান স্বরে বলল,,

“সিরিয়াসলি? আয়রাকে আপনার সত্যিই পছন্দ হয়েছে?”

“আয়রাকে আমার ভীষষষণ পছন্দ হয়েছে। শুধু আমার পছন্দ হলে তো হবে না, আয়রার ও পছন্দ হতে হবে। তাই পার্সোনালী কথা বলাটা খুব ইম্পর্ট্যান্ট মনে হচ্ছিলো। একচুয়েলি নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে। দুজন দুজনকে জানা শোনার ব্যাপার আছে। হতে পারে আয়রার দিক থেকে কোনো নেগেটিভ সাইন ও থাকতে পারে। আমাকে তার পছন্দ না ও হতে পারে। এই বিষয় গুলো কনফার্ম হওয়া ভীষণ জরুরি আসলে।”

ববি পেছনের চুল টেনে চোখে, মুখে আতঙ্কের ছাপ নিয়ে বিড়বিড় করে বলল,,

“ইসসস। বিয়েটা এবার ভেস্তেই যাবে। আয়রা নিশ্চয়ই আমার উপর জমে থাকা সমস্ত ক্ষোভ তাইমুমের উপর ঝাড়বে। এ ও বলে দিতে পারে সে আমাকে ভালোবাসত বা এখনো বাসে!”

ববি অস্থির দৃষ্টিতে তাইমুমের দিকে তাকালো। তাইমুম মৃদ্যু হেসে বলল,,

“বায়। নাইস টু মিট ইউ।”

ববি জোর পূর্বা হাসল। তাইমুম দ্রুত পায়ে হেঁটে আয়রার রুমে প্রবেশ করল। তন্মধ্যে হেমা এবং লিলি চ্যালচ্যালিয়ে হেঁটে ববির মুখোমুখি দাঁড়ালো। হেমা উদ্বিগ্ন চোখে ববির দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল,,

“কি বলল ছেলেটা?”

“বলল, কথা বলে আসছি।”

হেমা মন্থর গতিতে হেঁটে আয়রার রুমের দরজায় আঁড়ি পাতল। হেমাকে অনুসরণ করে লিলি আয়রার রুমের দরজায় পা বাড়াতেই ববি পেছন থেকে লিলির ডান হাতটা টেনে ধরে হেচকা টানে লিলিকে তার বুকের মাঝে মিশিয়ে নিলো। লিলি বিরক্তি নিয়ে ববির দিকে তাকিয়ে হাঁসফাঁস করে চোয়াল শক্ত করে বিড়বিড় করে বলল,,

“ইসস। চূড়ান্ত নির্লজ্জ আপনি। দেখছেন সামনে আপু আছে এর মাঝে ও আপনার টানা হেছড়া শুরু হয়েছে। মানে কোনো ক্ষান্তি নেই আপনার না?”

ববি বাঁকা হেসে লিলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে অস্পষ্ট স্বরে বলল,,

“আনসার চাই আমার।”

“দিবো না আনসার বুঝেছেন? হাজার বাড়াবাড়ি করলে ও না!”

লিলিকে ছেড়ে ববি রগচটা ভাব নিয়ে অন্য পাশ ফিরে বলল,,

“আপুকে ফলো করো যাও। আয়রা কি বলছে শুনে এসো। বিয়েটা যদি ভেস্তে যায় না, সেই জেদ আমি তোমার উপর ঝাঁড়ব। মাইন্ড ইট।”

রাগে গজগজ করে ববি প্রস্থান নিলো। লিলি বেকুব হয়ে ববির যাওয়ার পথে চেয়ে আছে। মুহূর্তের মধ্যে চোখ, মুখ কুঁচকে লিলি বড় বড় পা ফেলে হেমার পেছনটায় দাঁড়ালো। হেমা পিছু ফিরে চোখ রাঙ্গিয়ে লিলির দিকে তাকিয়ে বলল,,

“তুমি হলে সব নষ্টের মূল বুঝেছ? তোমার জন্যই আয়রাকে এখন বাধ্য হয়ে ঐ ছেলের সামনে বসতে হলো। মাঝখান থেকে আমাদের ও এক্সট্রা প্যারা বাড়ল। কাজের খাঁটুনি, টাকা খরচ, অযথা টেনশান।”

লিলি গম্ভীর স্বরে বলল,,

“ভুলে যান না আপু যা হয়েছে। এখন মন দিয়ে শুনুন ভেতরে কি চলছে।”

লিলির থেকে চোখ সরিয়ে হেমা দরজায় ভালো করে কান পাতল। আয়রার গলার স্বর কানে বাজছে দুজনেরই। আয়রা খড়তড় স্বরে তাইমুমকে বলল,,

“লাইফে ক’টা প্রেম করেছেন আপনি?”

তাইমুম গলা খাঁকিয়ে বলল,,

“একটা ও না!”

“মিথ্যে বলছেন?”

“কই না তো!”

“দেখে তো মনে হচ্ছে না!”

“দেখে কি মনে হচ্ছে?”

“মনে হচ্ছে অনায়াসে ৫/৬ থেকে প্রেম তো নির্ঘাত করেছেন। হাইটে কম হলে কি হবে? আপনি কিন্তু দেখতে হ্যান্ডসাম এবং গুড লুকিং অলসো!”

“তার মানে, আমাকে আপনার পছন্দ হয়েছে?”

“এমা! কখন বললাম?”

“ইনডেরেক্টলি পিঞ্চ মেরেছেন, আমি বুঝতে পেরেছি আসলে!”

আয়রা প্রসঙ্গ পাল্টে বলল,,

“আমাকে আপনার পছন্দ হয়েছে?”

“আগে আপনার মুখ থেকে শুনতে চাইছি। দেন আমি বলছি!”

“এতো ভনীতা আমার পছন্দ না। আমাকে পছন্দ হয়েছে কিনা ওটা আগে বলুন!”

তাইমুম পেছনের চুল গুলো টেনে ম্লান হেসে বলল,,

“ভীষষষণ পছন্দ হয়েছে। এবার আপনারটা বলুন?”

আয়রা নিঃসংকোচে বলে উঠল,,

“হুম। আমারো পছন্দ হয়েছে!”

তাইমুম ফটাফট চোখ তুলে বিস্মিত টোখে আয়রার দুচোখে তাকিয়ে বলল,,

“সিউর?”

“ডাউট আছে?”

“কাউকে ভালোবাসতেন অতীতে?”.

আয়রা গলা জড়ানো স্বরে বলল,,

“বাসতাম! তবে সে আমাকে ঠকিয়েছে। নতুন করে কারো ভালোবাসা চাইছি। সাংঘাতিক রকমের ভালোবাসা চাইছি। যে ভালোবাসায় কোনো প্রতকরণা থাকবে না! দিতে পারবেন আমাকে ঐ রকম ভালোবাসা?”

তাইমুম মৃদ্যু হেসে আয়রার সম্মুখে দাঁড়িয়ে বলল,,

“বিয়ের পরেই না হয় দেখে নিবেন, সাংঘাতিক রকমের ভালোবাসা কতোটা সাংঘাতিক হয়!”

“সে দেখা যাবে৷ এখন বলুন অতীতে কয়জনকে ভালোবেসেছিলেন?”

“সিরিয়াসলি, আমার লাইফে কখনো কোনো ভালো লাগা বা ভালোবাসা আসে নি বা ছলো না। তবে এই প্রথম আপনাকে দেখে কিছু কাঙ্ক্ষিত অনুভূতির সংমিশ্রণ খুঁজে পেয়েছি। হয়তো তাকেই ভালো লাগা বা ভালোবাসা বলে!”

“আপনি করে বলছেন কেনো? তুমি বলতে এতো সংকোচ কিসের?”

তাইমুম উচ্চস্বরে হেসে বলল,,

“তোমার পার্মিশানের ওয়েট ই করছিলাম। পার্মিশান পেয়ে গেছি এখন তুমি বলতে কোনো দ্বিধা নেই।”

“পরিবারকে কি বলবেন এখন?”

“বলব পাএ, পাএী দুজনই রাজি৷ এবার শুধু এনগেজমেন্টের পালা।”

“আমার একটা কনডিশান আছে!”

“কি?”

“এনগেজমেন্টের মাস খানিক পর আমাদের বিয়ে হবে। মাঝখানের একটা মাস আমরা দুজন দুজনকে একান্তে সময় দিতে চাই৷ এতে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। দুজন দুজনকে বুঝতে পারব।”

“ওকে। এজ ইউর উইশ।”

“তাহলে এবার আসুন।”

“আর একটা কথা?”

“কি?”

“আমার পরিবারের সামনে একটু নম্র হয়ে থাকবে প্লিজ। বাকিটা আমি বুঝে নিবো।”

“চেষ্টা করব।”

“থ্যাংকস।”

আয়রা রুম থেকে প্রস্থান নেওয়ার পূর্বেই তাইমুম হঠাৎ দ্রুত পায়ে হেঁটে আয়রার মুখোমুখি দাঁড়িয়ে বলল,,

“মন থেকে আমাকে মেনে নিচ্ছেন তো?”

আয়রা খানিক থতমত খেয়ে বলল,,

“প্রথম দেখাতেই এতো ইন্টারেস্ট দেখাবেন না প্লিজ। সময় দিন। আমি মানিয়ে নিবো।”

তাইমুম মৃদ্যু হেসে সরে দাঁড়ালো। হেমা এবং লিলি দ্রুত পায়ে হেঁটে আয়রার রুমের দরজা থেকে প্রস্থান নিয়ে পাশের রুমে ঢুকে পড়ল। দুজনই দুজনের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিলো। আয়রা এবং তাইমুম ড্রইং রুমের দিকে পা বাড়াতেই দুজন রুম থেকে বের হয়ে সোজা ড্রইং রুমে চলে এলো। ববি বারংবার লিলিকে খুঁচিয়ে উদ্বিগ্ন স্বরে বলছে,,

“বলো না কি হয়েছে? বিয়েটা এখন অব্দি টিকে আছে তো? নাকি গেছে?”

লিলি মুখ চেঁপে হেসে বলল,,

“ওদিকে তাকান। পাএ, পাএী এখন নিজের মুখেই সব বলবে।”

তাইমুম তার পরিবারের সাথে কিছু সময় একান্তে কথা বলে গলা খাঁকারি দিয়ে মাথা নিচু করে সবাইকে উদ্দেশ্য করে বলল,,,

“আপনাদের সম্মতি থাকলে আমি আজই চাই, আয়রাকে রিং পড়িয়ে যেতে। বিয়েতে আসলে আমাদের দুজনেরই মত আছে।”

আয়রার পরিবারের সবাই খুশিতে ফেঁটে পড়ল। তাইমুমের পরিবার ও তাদের খুশিতে সামিল হলো। শুরু হয়ে গেলো মিষ্টি মুখ করা। আয়রা অশ্রুসিক্ত চোখে ববির দিকে তাকালো। ববি ম্লান হেসে আয়রাকে কংগ্রাচুলেট করল। চোখে জল নিয়ে আয়রা বসা থেকে উঠতেই তাইমুম মুচকি হেসে আয়রাকে উদ্দেশ্য করে বলল,,

“কোথায় যাচ্ছ আয়রা? এনগেজমেন্ট এখনো বাকি আছে!”

চোখের জল আড়াল করে আয়রা থম মেরে সোফায় বসে পড়ল। সবার পাশ কাটিয়ে ববি লিলিকে নিয়ে সোজা ছাঁদে চলে এলো। ছাঁদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে আফনান এবং মেহের। মেহেরের কাঁধে মাথা ঠেকিয়ে আফনান নিকষ কালো আকাশের পানে নির্লিপ্ত ভঙ্গিতে চেয়ে আছে। কিছু সময় দুজনে হাসছে তো, কিছু সময় দুজনই তুখাড় ঝগড়া করছে। ববি এবং লিলি পেছন থেকে সবটা পর্যবেক্ষন করছিলো। বাঁকা হেসে ববি লিলির হাত ধরে আফনান এবং মেহেরের ঠিক পেছনটায় দাঁড়ালো। গলা খাকারি দিয়ে ববি পেছন থেকে আফনানকে ডেকে বলল,,

“কি আফনান? রোমাঞ্চ শেষ হয়েছে তো?”

থতমত খেয়ে আফনান এবং মেহের দুজন আলাদা হয়ে পিছু ফিরে ববি এবং লিলির দিকে তাকালো। মেহের ভীষণ লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়ালো। লিলি হতভম্ব চোখে মেহেরের দিকে তাকিয়ে বলল,,

“এমা, মেহের আপু! আপনি ও লজ্জা পাচ্ছেন?”

মেহের এক রত্তি ও দাঁড়ালো না। ভৌঁ দৌঁড়ে ছাদ থেকে প্রস্থান নিলো। ববি, লিলি এবং আফনান হু হা করে হেসে দিলো। আফনানের কাঁধে হাত রেখে ববি ভীষণ উত্তেজিত হয়ে বলল,,

“আয়রার বিয়ে ফিক্সড আফনান। আজই এনগেজমেন্ট।”

আফনান অতি আশ্চর্যিত চোখে ববির দিকে তাকিয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে সবেমাএ সে টুপ করে আকাশ থেকে টপ করে মাটিতে গড়িয়ে পড়েছে। ঘোর কাটিয়ে আফনান স্তম্ভিত স্বরে বলল,,

“সিরিয়াসলি ববি? আয়রা রাজি? মানে আজই আয়রার এনগেজমেন্ট?”

“ইয়েস আফনান। আয়রা রাজি এবং আজই আয়রার এনগেজমেন্ট!”

“এতো সহজে আয়রা রাজি হয়ে গেলো? একটু বেশিই সন্দেহজনক মনে হচ্ছে না?”

লিলি ম্লান হেসে বলল,,

“আয়রা আপু আসলে ইগো, জেদ, প্রতিহিংসা এবং দাম্ভিকতা থেকে বিয়েতে রাজি হয়েছে। আপু আসলে দেখাতে চাইছে আপু ববির চেয়ে ও বেস্ট, এডুকেটেড, ওয়েল স্যাটেল্ডড, ভালো ফ্যামিলির একটা ছেলেকে বিয়ে করছে। দেখাতে চাইছে ববি কতোটা যোগ্যতাহীন। ববির চেয়ে ও আপু বেস্ট কাউকে ডিজার্ভ করে। পাশাপাশি এ ও বুঝাতে চাইছে আমাকে বিয়ে করে ববি কতোটা ভুল করেছে বা আমি কতোটা ভুল করেছি!”

ববি মনে বিষাদ নিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। আফনান জোর পূর্বক হেসে ববির কাঁধে হাত রেখে বলল,,

“প্লিজ ডোন্ট ফেড আপ ববি। আমি জানি তুমি ও একদিন ঘুড়ে দাঁড়াবে। খুব বড় হবে। মাএ তো এম.এ করছ। নিজেকে প্রতিষ্ঠিত করার অনেক সময় পড়ে আছে। আয়রার ধারণাকে ভুল প্রমাণ করার ও অনেকটা সময় পড়ে আছে।”

ববি মাথা তুলে নির্বাক ভঙ্গিতে আফনানের দিকে তাকালো। আফনান মৃদ্যু হেসে বলল,,

“আয়রার জন্য একটু দো’আ করো প্লিজ। ওর যেনো খুব দ্রুত সুবুদ্ধি হয়। জেদের বসে বিয়েতে রাজি হলে ও কিছু দিন পরে যেনো সেই জেদের বসেই সংসারটা নিজের হাতে টিকিয়ে রাখতে পারে, নিজেকে ভালো রাখতে, সুখি রাখতে মনের দিক থেকে ও হামাগুড়ি দিয়ে পড়ে।”

আফনান হাসতে হাসতে প্রস্থান নিলো। আফনানকে ফলো করে লিলি ও ছাদের দরজায় পা বাড়াতেই ববি পেছন থেকে ম্লান স্বরে লিলিকে ডেকে বলল,,

“কোথায় যাচ্ছ তুমি?”

লিলি থমকে দাঁড়িয়ে বলল,,

“আয়রা আপুর এনগেজমেন্ট হয়তো শুরু হয়ে গেছে।”

“তাতে তোমার কি?”

“এই শুভ সময়টার স্বাক্ষী হয়ে থাকব না?”

“স্বাক্ষী হওয়ার জন্য অনেকেই আছে। তোমাকে আগ বাড়িয়ে যেতে হব না!”

“কেনো এমন করছেন বলুন তো?”

“আমাদের দেখলে আয়রা একটু বেশিই ক্ষিপ্ত হয়ে উঠে। তাই এই মুহূর্তে ওখানে যাওয়াটা শোভনীয় হবে বলে আমার মনে হচ্ছে না।”

লিলি পিছু ফিরে নির্লিপ্ত ভঙ্গিতে ববির দিকে তাকালো। ছাঁদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে ববি প্যান্টের পকেট থেকে একটা সিগারেট বের করে লাইটার দিয়ে সিগারেটটা জ্বালালো। সিগারেটটায় প্রথম ফুঁক দিয়ে ববি মর্মান্তিক স্বরে লিলিকে উদ্দেশ্য করে বলল,,

“তুমি ও কি আমাকে প্রতারক এবং নিচ ভাবো লিলি?”

লিলি চোখে বিষাদ নিয়ে ববির পাশে দাঁড়িয়ে কপাল কুঁচকে বলল,,

“কি বলছেন এসব?”

স্খির দৃষ্টি নিক্ষেপ করে ববি লিলির তাকিয়ে বলল,,

“কেনো? ভুল বলেছি কিছু? আমি তো সত্যিই প্রতারক! আয়রাকে ঠকিয়েছি।”

লিলি তের্জশিনী হয়ে বলল,,,

“তাহলে আপনি কি চাইছেন? আয়রা আপুকে বিয়ে করে নিজেকে মহান প্রমাণ করতে?”

ববি এক রত্তি ও রাগ প্রকাশ করল না। লিলির থেকে মুখ ফিরিয়ে রাতের কোলাহল পূর্ণ ব্যস্ত রাস্তায় তাকালো। লিলি বেশ অবাক হয়ে ববির দিকে তাকালো। ববির চোখের কার্ণিশ বেয়ে বিন্দু বিন্দু জলরাশির আনাগোনা দেখা যাচ্ছে। ব্যতিব্যস্ত হয়ে লিলি ববিকে হেচকা টানে তার দিকে ফিরিয়ে ববির হাত থেকে সিগারেটটা নিচে ছুড়ে মেরে ববির অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে বলল,,

“কাঁদছেন কেনো আপনি? কি হয়েছে?”

ববি মাথা নিচু করে গলা জড়ানো স্বরে বলল,,

“কেনো জানি না আজ খুব অপরাধবোধ কাজ করছে লিলি। সত্যি সত্যি মনে হচ্ছে আমি আয়রাকে ঠকিয়েছি। নিজেকে খুব নিচ মনে হচ্ছে৷ বিবেকের কাছে নিজেকে খুব ছোট মনে হচ্ছে।”

ববিকে টাইট করে ঝাপটে ধরে লিলি কান্নাজড়িত স্বরে বলল,,

“আমার ববি কখনো নিচ হতে পারে না, ছোট হতে পারে না, প্রতারক তো মোটে ও না। আয়রা আপুর ইন্সিডেন্টটায় আপনার কোনো দোষ নেই ববি৷ আপনি তো আমাকে ভালোবাসতেন বলুন? তাই তো আয়রা আপুর ভালোবাসাকে উপেক্ষা করে আমার কাছে ছুটে গিয়েছিলেন। দয়া করে এই জায়গাটা থেকে নড়বেন না প্লিজ। আমি আপনাকে ভীষণ ভালোবাসি ববি। ভীষষষণ। আপনাকে ছাড়া আমি সম্পূর্ণ অচল ববি। এ কুল ও কুল দু কুল হারা।”

লিলিকে দু হাতে শক্ত করে ঝাপটে ধরে ববি শান্ত স্বরে বলল,,

“ডোন্ট ক্রাই লিলি। প্লিজ ডোন্ট ক্রাই। তুমি যেমন আমাকে ছাড়া অচল। তেমনি আমি ও কিন্তুু তোমাকে ছাড়া অচল। সামান্য একটু অপরাধবোধ কাজ করছিলো আমার মধ্যে। তবে এই অপরাধ বোধটা কোথাও গিয়ে স্বস্তির চেয়ে ও প্রিয় হয়ে উঠেছে! তুমিই হলে আমার সেই প্রিয় স্বস্তি লিলি। বিশ্বাস করো, তোমার প্রতি আমার ভালোবাসা কখনো কমবে না। তোমার জন্য পরিবারের সাথে লড়াই আমার চলছে হয়তো ভবিষ্যতে ও চলবে। অন্তত এই পর্যায়ে এসে তোমাকে ছাড়ার কথা মোটে ও আসছে না। তাছাড়া এখন তো তোমার মনের কথা ও জানতে পারলাম না? তোমার দিক থেকে ও আমার প্রতি অজস্র ভালোবাসা আছে লিলি।”

লিলি নাক টেনে কেঁদে বলল,,

“শুনুন, আপনার মুখ থেকে আর কক্ষনো, কোনো ভাবে অপরাধ বোধের কথা আমি শুনতে চাই না। একদম না। আপনি আমার কাছে খুব পবিএ, নিষ্কলঙ্ক, খুব উদার, বৃহৎ এবং নরম মনের একজন হৃদয়াক্ষি “মহাপুরুষ।” যার সাথে কেবলমাএ বিস্তর আকাশের তুলনা হয়। আর কারো সাথে কোনো তুলনা হয় না, কারো সাথে না।”

ববি ভ্রু উঁচিয়ে বলল,,

“একটু বেশিই বাড়াবাড়ি হয়ে গেলো না? আমি কিন্তু এতোটা ও গুনী বা মহাপুরুষ নই।”

“বাড়াবাড়ি পর্যায়ের কিছুই বলি নি বুঝেছেন? যা বলেছি একদম সত্যি বলেছি। আপনার প্রতি আমার যা ফিলিংস বা আপনাকে নিয়ে আমি যা ভাবি ঠিক তাই বলেছি। একটা কথা ও বানিয়ে বলি নি কিন্তু। সম্পূর্ণ মন থেকে বলেছি।”

লিলিকে বুকের পাজর থেকে উঠিয়ে ববি চোখে একরাশ মুগ্ধতা নিয়ে লিলির মুখের আদলে ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে স্লাইস করে ঘোর লাগা স্বরে বলল,,

“বাড়াবাড়ি পর্যায়ের ভালোবাসো আমাকে তাই না?”

লিলি কাঁপা কাঁপা শরীরে পরম আবেশে চোখ জোড়া বুজে বলল,,

“হুম।”

লিলির কোঁমড়ে হাত রেখে ববি হেচকা টানে তার বুকের পাজরের সাথে মিশিয়ে লিলির থুতনী চেঁপে ধরে মিহি স্বরে বলল,,

“তাহলে বাসরের ব্যবস্থা করি?”

লিলি ফট করে চোখ জোড়া খুলে হযবরল ভাষায় বলল,,

“নানানা। এএএখনি না। এএএইটটিন প্লাস হয়ে নেই।”

ববি চুম্বকের গতিতে লিলির ঠোঁট জোড়া আঁকড়ে ধরে বলল,,

“ডোন্ট ওরি লিলি। টুয়েন্টি টু প্লাস হওয়ার পর আমাদের বাসর হবে। অবাঞ্চিত কোনো কারণে আমি তোমার স্বপ্নের পথে বাঁধা হয়ে দাঁড়াতে চাই না।”

ববির শার্টের কলার আঁকড়ে ধরে লিলি আধো স্বরে বলল,,

“থ্যাংকস ববি। মেনি মেনি থ্যাংকস।”

_______________________________________

রাত ১১ টা।
ডিনারের পর্ব চুকিয়ে ববি তার পরিবার নিয়ে বাড়ি ফিরে এলো। আয়রার এনগেজমেন্ট সুস্থ ভাবেই সম্পন্ন হয়েছে। তাইমুমের পরিবার রাতের ডিনার সেরে এরপর বাড়ি ফিরেছে। আয়রা খুব নম্র, ভদ্র এবং সহিষ্ণু আচরণ করেছে তাইমুমের পরিবারের সাথে। মন থেকে না হলে ও উড বি হাজবেন্ড হিসেবে ট্রিট করেছে তাইমুমকে। তাইমুম খুব মুগ্ধ আয়রার আচরণে, স্বভাব, চরিএে। উড বি ওয়াইফকে রেখে প্রফুল্ল মন নিয়েই তাইমুম তার পরিবার নিয়ে বাড়ি ফিরে গেছে।

শুধু তাই নয়, আয়রা আজ খুব খুশি মনে ববি এবং তার পরিবারকে ও বিদায় জানিয়েছে। ববির সাথে ও হেসে হেসে টুকটাক কথা বলেছে। লিলিকে নিজ হাতে খাবার সার্ভ করে খাইয়েছে। মনে কোনো দ্বিধা, দ্বন্ধ রাখে নি। ঐ দিকে আফনান হাঁসফাঁস করছে কখন সুযোগ বুঝে আতিককে তার সম্পর্কের বিষয়টা জানাবে! তার বিয়ের ব্যাপারটা খোলসা করে বলবে! কথা বলার কোনো স্কোপ খুঁজে না পেয়ে আফনান নিজের মনকে শান্তনা দেওয়ার জন্য আগামী দিনটাকেই বেছে নেয়। আগামী কালই সে তার পরিবারের সাথে তার বিয়ের ব্যাপারে কথা বলবে।

ঐদিকে, বাড়িতে ফিরেই লিলি ফ্রেশ না হয়ে শটান হয়ে বিছানায় গাঁ এলিয়ে দিলো। ববি ফ্রেশ হয়ে টাওয়াল হাতে নিয়ে কপাল কুঁচকে লিলিকে ডেকে বলল,,

“এই লিলি? ফ্রেশ না হয়ে শুলে কেনো?”

লিলি পেটে হাত রেখে নাক, মুখ কুঁচকে ববির দিকে তাকিয়ে বলল,,

“পেইন হচ্ছে ববি। পেটে ভীষণ পেইন হচ্ছে!”

ববি ব্যতিব্যস্ত হয়ে উদ্বিগ্ন স্বরে লিলিকে বলল,,

“আয়রা খাবারের সাথে কিছু মিক্স করে দিলো না তো?”

লিলি ব্যাথায় কুঁকিয়ে বলল,,

“উফফফ না। এটা অন্য ব্যাথা। সবসময় এতো নেগেটিভ ভাবেন কেনো বলুন তো?”

“কি ব্যাথা তাহলে?”

লিলি শোয়া থেকে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে ছোট স্বরে বলল,,

“এতোকিছু বুঝতে হবে না আপনার। ঘুমিয়ে পড়ুন আপনি।”

#চলবে….?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here