মায়াজালে_আবদ্ধ পর্ব_২

মায়াজালে_আবদ্ধ
পর্ব_২
কলমে_লাবণ্য_ইয়াসমিন

জুনায়েদ ফোনের দিকে তাঁকিয়ে আছে।একটা ছোট্ট ভিডিও ক্লিপ,এতে চলছে একটা নির্জন কক্ষে জুনায়েদের বুকের উপর সেই মেয়েটা শুয়ে আছে আর জুনায়েদ ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েটা ওর বুকের উপর উপুড় হয়ে আছে তাই ওর মুখটা দেখা যাচ্ছে না কিন্তু জুনায়েদকে চিনতে একটুও ভুল হচ্ছে না। এটা বাংলো বাড়ির জুনায়েদের রুম। জুনায়েদ অনেক যত্ন নিয়ে বাড়ি টা সাজিয়েছিল রীমলিকে নিয়ে বিয়ের পর ওখানে মাঝে মাঝে ঘুরতে যাবার জন্য। দুমাস আগে এর কাজ শেষ হয়েছে। কাজ শেষ হবার পর জুনায়েদ ওখানে আর যায়নি। রীমলির ব্যাপার টা বাড়িতে বলতেই জয়নাল হক মানে ওর বাবা শর্ত দিয়েছিলেন ওকে অফিসে নিয়মিত বসতে হবে। বিয়ের আগেই ওকে বউয়ের দায়িত্ব নিয়ে উপযুক্ত কিনা তার প্রমাণ করতে হবে। তবেই ও বিয়ে করতে পারবে।এমন শর্ত না মেনে ওর উপাই ছিল না। রীমলি অনার্স তৃতীয় সেমিস্টারে পড়াশুনা করছে এর মধ্যেই এর বিয়ের জন্য বাড়ি থেকে পাত্র দেখা চলছিল তাই উপাই না পেয়ে ও রাজি হয়েছিল। এতোকিছু করার পর ওকে পেয়েও সামান্য একটা মেয়ের জন্য ওকে হারাতে হবে ভাবতেই জুনায়েদের কেমন অস্থির লাগছে। ও কিছুতেই রীমলিকে ভুলতে পারবে না। জুনায়েদ ভিডিও বন্ধ করে ওর দিকে ফোন এগিয়ে দিয়ে বলল,

> আমি জানিনা কে এমন করছে কিন্তু বিশ্বাস করো আমি এমন ছেলে নয়। তোমাকে আমি প্রচণ্ড ভালোবাসি। এসব কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যাতে তোমাকে আমি না পাই।

> তোমার কথা কি শেষ হয়েছে? কঠিন মুখে

> প্লীজ বিশ্বাস করো। আমার একটা কথা শুনো। অনুরোধ করে

> তোমার কথা শেষ হলে আসতে পারো। হাতে সময় নেই পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে অনেক কাজ আছে বাড়িতে। দরজা বন্ধ করতে করতে।

> রীমলি প্লীজ এমন করোনা।

জুনায়েদের কথা শেষ হলো না তার আগেই ও দরজা বন্ধ করে দিয়ে ফোনটা জোড়ে আছাড় দিয়ে কান্না করে ফেলল। বাইরে থেকে জুনায়েদ অনবরত দরজা ধাক্কা দিয়ে চলেছে। একটু পরে বাড়ির দারোয়ান এসে ওকে জোর করে বাড়ির ভেতর থেকে বের করে বাইরে দাঁড় করিয়ে দিয়ে গেট বন্ধ করে দিলো। জুনায়েদ কি করবে কিছুই মাথায় ঢুকছে না। ও ঠাই রীমলির রুমের দিকে তাঁকিয়ে দাঁড়িয়ে আছে। ওর মন বলছে ওকে দাঁড়িয়ে থাকতে দেখলে নিশ্চয়ই রীমলি আসবে ওর কাছে কিন্তু অনেক সময় পার হলো তবুও ও আসলো না। জুনায়েদ হার না মেনে দাঁড়িয়ে আছে এর মধ্যেই হঠাৎ ঝুম বৃষ্টি নামলো। পিচ ঢালা দীর্ঘ রাস্তাই দু একটা গাড়ি চলছে। বৃষ্টির জন্য রাস্তা একদম ফাকা। একটু দূরে একটা চায়ের দোকানে কিছু মানুষ বসে চা খাচ্ছে আর ওর দিকে তাঁকিয়ে দেখছে। হয়তো ভাবছে এই ছেলিটা বৃষ্টির মধ্যে এখনো দাঁড়িয়ে আছে কেনো। বৃষ্টি হচ্ছে সেদিন জুনায়েদের খেয়াল নেই ওর বিশ্বাস রীমলি আসবে। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে ওর পা লেগে গেছে একটু বসলে ভালো লাগতো কিন্তু বসলে তো ও নিচু হয়ে যাবে আর রীমলির বেলকনি থেকে ওকে দেখা যাবে না। ভাবতে ভাবতেই হঠাৎ একটা গাড়ি ওর সামনে এসে থামলো।গাড়ি থেকে জয়নাল সাহেব ছাতা মাথায় দিয়ে নেমে আসলেন আর তার সাথে এদের বাড়ির কাজের ছেলে পটল ও আছে। জয়নাল হক পটলের দিকে ইশারা করতেই পটল জুনায়েদের হাত ধরে বলল,

> ভাইজান গাড়িতে উঠেন বাড়িতে খালা আম্মা কান্নাকাটি করছেন। আপনি বাড়িতে না ফিরলে সে কিছুই খাবে না।

জুনায়েদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাবা কে ও প্রচণ্ড ভয় আর সম্মান করে। ওর এক মন বলছে বাড়িতে ফিরে যেতে কিন্তু আরেক মন বলছে এখানে থাকতে কিন্তু শেষমেশ উপায় না পেয়ে গাড়িতে গিয়ে বসলো। বাইক এনেছিল ওটা ড্রাইভার কে বলল নিয়ে আসতে আর জয়নাল হক নিজেই গাড়ি ড্রাইভ করছেন। জুনায়েদ অথর্বের মতো বসে আছে। চোখ দুটা জ্বল জ্বল করে জ্বলছে। মেয়ে হলে এতোক্ষন চিৎকার করে কাঁদতো। কষ্টটা কিছুটা হলেও কমতো। জয়নাল সাহেব মাঝে মাঝেই ছেলের দিকে তাঁকিয়ে তাঁকিয়ে দেখছেন আর ভাবছেন এই ছেলেটা যে মিথ্যা বলছে না এটা উনার মনে হচ্ছে কিন্তু বয়স কম তাই ভুল যে করবে না এমন গ্যারান্টি তো দেওয়া যাচ্ছে না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তবে উনি সিদ্ধান্ত নিয়েছেন ছেলের বিয়ে উনি রীমলি নামের মেয়েটার সাথে কখনও দিবেন না। এই মেয়েটা ভয়ানক বেয়াদব। নিজে তো ঝামেলা করেছেই আরও নিজের বাবাকে দিয়ে যা নয় তাই বলে উনাকে অপমান করছে। কিছুক্ষণ আগে ফোন করেছিল জুনায়েদ এখানে দাঁড়িয়ে আছে ওকে নিয়ে যেতে।। ছেলের জন্য এই বয়সে এসে এখন উনাকে অপমানিত হতে হচ্ছে। কিন্তু ছেলের যেই অবস্থা এখন একে তো বকাবকি ও করা যাবে না। উনি বুদ্ধিমান মানুষ তাই যা করবেন বুদ্ধি দিয়ে করবেন। ভাবতে ভাবতেই উনারা বাড়িতে পৌঁছে গেলেন। উনি গাড়ির দরজা খুলে বাইরে এসে পটলকে বললেন ওকে নিজের রুমে রেখে আসতে। পটল উনার হুকুম মেনে জুনায়েদের হাত ধরতে গেলো কিন্তু জুনায়েদ ওকে বাধা দিয়ে নিজেই রুমে চলে আসলো। রুমে এসে কাপড় পাল্টে ও বিছানায় সাট হয়ে শুয়ে পড়লো। বৃষ্টির পানি ওর একদম সহ্য হয়না ঠান্ডা জ্বর এসে যায়। মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে কিছুক্ষণের মধ্যেই ওর ভয়ানক জ্বর চলে আসলো। জুনায়েদ জ্বরের ঘোরে ভুল বকছে। ও বারবার রীমলির নাম জপতেই আছে। দুদিন ধরে ওকে নিয়ে বেশ টানাটানি চলল।ওর চোখ দুটো জবাফুলের মতো লাল হয়ে আছে কিছুতেই চোখ খুলতে পারছে না।তীব্র মাথায় যন্ত্রণা কাতর হয়ে পড়লো । জুনায়েদ চোখ বন্ধ করেই অনুভব করলো বাড়িতে ঘনঘন ডাক্তার আসছে, ইনজেকশন দেওয়া হলো। আম্মা মাঝে মাঝেই ওর পাশে এসে মাথায় হাত রেখে বসে থাকেন।কিন্তু ওর প্রচণ্ড ইচ্ছা করে রীমলিকে একবার দেখতে। একবার যদি ও পাশে এসে বসতো হয়তো অনেক ভলো লাগতো কিন্তু ও আসেনা।। একদিন জুনায়েদ ঘুমের মধ্যেই রীমলির মুখ খানা দেখলো। কি মায়া ওই মুখে যে লুকিয়ে আছে জুনায়েদ শুধু তাকিয়েই থাকে। মেয়েটা প্রচণ্ড রাগী, বন্ধুরা বলেছিল ওকে ভুলে যেতে কিন্তু জুনায়েদ পারেনি। কখনো আর পারবেও না। ভালোবাসা কখনো মানুষ বিচার করে হয়না। কখন কার উপরে মন অটকে যায় বলা কঠিন। দুদিন পর জুনায়েদের জ্বর সামান্য কমে গেলো। এই দুদিন আমেনা বেগম ছেলের শিয়রের পাশে ঠায় বসে থেকেছেন। কখনও মাথায় পানি আবার কখনও ওষুধ দিয়েছেন। জয়নাল সাহেব ছেলের জন্য ভিষণ চিন্তিত হয়ে আছেন। উনি জানেন ছেলেটা উনার একদম অন্যরকম । ছোট থেকেই ও অন্যদের তুলনায় বেশিই শান্ত কিন্তু প্রচণ্ড ছেদি। কোনো কিছুর জন্য একবার জেদ চেপে বসলে তা করেই দম নেই সে। পরদিন জুনায়েদ জ্বরটা অনেকটাই কমেছে তাই ও আম্মুকে বলল আজ ওর রুমে আর থাকতে হবে না। ও একাই থাকতে পারবে। ওর প্রচণ্ড ক্লান্ত লাগছে। কিন্তু কেনো জানি আজ ওর ঘুম আসছে না। ঘুম মনে হচ্ছে ওর দুচোখ থেকে পালিয়ে গেছে। রুমের ফোন ল্যাপটপ কিছুই নেই। জয়নাল হক ছেলের ফোন ল্যাপটপ বিশেষ একটা কারণে জব্দ করেছেন এটা বাড়ির অন্যরা কেউ জানেনা। জুনায়েদের ও জানা নেই। একবার মায়ের কাছে শুনেছিল ফোনটা কোথায়? তখনই উনিই বলেছেন ওটা সুস্থ হয়েই ফেরত পাবে। ওর একবার ইচ্ছা করছিল রীমলির কথা জিঙ্গাসা করতে ও এসেছিল বা ফোন করেছিল কিনা কিন্তু শেষপর্যন্ত জানা হয়নি। কেমন জানি একটা চাপা অভিমান কাজ করছে মনের মধ্যে। যে অন্যায় টা ও করেনাই তার অপবাদ ঘাড়ে নিতে হচ্ছে। কতবার বলেছে ও এটা করেনি তবুও মানতেই চাইলো না। ও ইচ্ছা করলেই পারতো জুনায়েদের সাথে মিলে অপরাধীকে ধরতে কিন্তু করলো না। জুনায়েদের জানা আছে এই অভিমান টা ওর বেশিক্ষণ থাকবে না আবারও ইচ্ছা হবে ওর সাথে কথা বলতে ওকে দেখতে। এসব ভাবতে ভাবতেই ও গভীর ঘুমে তলিয়ে গেলো। সমস্ত রুম জুড়ে শীতল বাতাস বয়ে চলেছে। শেষ রাতের দিকে কেমন শীত শীত করছে। জুনায়েদ দুহাত পায়ের ভাজে রেখে জড়সড় হয়ে শুয়ে আছে। শীতের জন্য ঘুমটা গভীর হচ্ছে না বারবার কেমন সজাগ হয়ে যাচ্ছে তবুও ও পায়ের কাছ থেকে চাদরটা গায়ে টেনে নিচ্ছে না। এমন সময় মনে হলো ওর রুমের দরজাটা কাচকাচ শব্দ করে খুলে খেলো। বাতাসে কেমন সুন্দর মিষ্টি একটা গন্ধ ওর রুমে ছড়িয়ে পড়লো। একজন মানুষ ধীরপায়ে ওর বিছানার পাশে এসে দাঁড়িয়ে ওর গায়ে চাদরটা টেনে দিয়ে ওর মাথায় হাত রাখলো। ভীষণ ঠান্ডা সেই হাতখানা ওর মাথায় বিলি কেটে চলেছে। জুনায়েদ চোখ বন্ধ করেই বলল,

> তুমি এসেছো? আমি জানতাম তুমি না এসে থাকতেই পারবে না। অনেক ভালোবাসি তোমাকে। আমি শুধু তোমাকেই ভালোবাসি।

কথাটা বলে জুনায়েদ ভ্রু কুচকে ফেলল কারণ ওর মাথা থেকে হাতটা সরিয়ে ফেলা হয়েছে। ও আর চোখ বন্ধ করে থাকতে পারলো না ঝট করে চোখ খুলে তাকিয়ে দেখলো রুমের দরজা বন্ধ আর রুমে কেউ নেই কিন্তু ওর গায়ে ঠিকই চাদরটা টেনে দেওয়া আছে। জুনায়েদ হতাশ হয়ে ভাবলো স্বপ্ন দেখেছি হয়তো কিন্তু সব কিছুই জীবন্ত। ও আর এটা নিয়ে ভাবলো না দেওয়াল ঘড়িতে রাত চারটা বাজে সেদিকে তাকিয়ে ও আবারও ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে ওর বেশ ভালোলাগলো। জ্বর একদম নেই, কিন্তু শরীর অনেক দুর্বল আর সামান্য মাথায় যন্ত্রণা আছে। সারাদিন ওর বাড়িতেই পার হলো। দুপুরে আমির এসেছিল ওর সাথে বেশ কিছুক্ষণ কথা হয়েছে ওর কিন্তু রীমলির কথা বলতেই ও চুপ করে ছিল কিছুই বললো না। সারাদিন রুমের মধ্যে বন্ধ হয়ে থাকতে ওর দম বন্ধ লাগছিলো তাই পড়ন্ত বিকালে এককাপ কফি নিয়ে ও ছাদে উঠে আসলো। আকাশে মেঘের ভেলা আর পাখির কিচিরমিচির শব্দ বেশ ভালোলাগছে। আশেপাশের বিল্ডিংয়ের বাচ্চা ছেলেমেয়েরা ছাদে দৌড়াদৌড়ি করছে,কেউ ঘুড়ি উড়াচ্ছে। ও কফির কাপে মুখ ডুবিয়ে চোখ বন্ধ করে সব কিছু অনুভব করছে। মন অশান্ত হয়ে আছে তবুও একটু খানি শান্তির আশা আর কি। হঠাৎ একটা চিকন মিষ্টি হাসির শব্দে জুনায়েদের ধ্যান ভাঙলো ও ভ্রু কুচকে আশেপাশে তাঁকিয়ে দেখলো ওর বাম সাইডের বিল্ডিং থেকে হাসির শব্দ টা আসছে। ও আর অপেক্ষা করলো না কৌতূহলী হয়ে ওপাশে এগিয়ে যেতেই দেখলো আল্প বয়সি একটা মেয়ে বয়স অনুমান সতেরো আঠারো হবে, মেয়েটা ঠিক ওরই মতো কফির কাপ হাতে দাঁড়িয়ে আছে। মেয়েটার উজ্জল শ্যামবর্ণ গায়ের রং পরণে সাধারণ একটা থ্রি পিচ। মেয়েটাকে দেখতে আহামরি সুন্দরী নয় কিন্তু তবুও ওর মনে হলো অসাধারন। মেয়েটার নিচের দিকে তাকিয়ে ছোট একটা পিচ্চিকে কিছু একটার জন্য ইশারা করছে আর হাসছে। জুনায়েদ বেশ অবাক হয়ে তাকিয়ে থাকার পর হঠাৎ ওর মনে হলো ছি ছি এই বাচ্চা মেয়েটার দিকে আমি তাকিয়ে আছি কেনো? এটা ঠিক না। ও দ্রুত ওখান থেকে সরে আসলো আর ভাবলো ছাদে থাকাই এখন উচিৎ নয়।ও রুমে ফিরতেই অলি ওর রুমে এসে ফোন আর ল্যাপটপ টা দিয়ে বলল,

> ভাইয়া তুমি আর রীমলি আপুকে ফোন করবে না আপুর দুদিন আগে বিয়ে হয়েছে। আপু ফোন করে বলেছে ওকে আর বিরক্ত না করতে। আব্বু অনেক রিকুয়েস্ট করেছিল কিন্তু আপুর আব্বু আম্মু আর আপু কথা রাখেনি।

কথাটা শুনেই জুনায়েদ থপ করে বসে পড়লো। গত প্রাঁচ বছরের সম্পর্ক ওদের। কখনও রীমলিকে ছাড়ার কথা ও কল্পনাতেও ভাবেনি আর আজ সব বদলে গেলো। জুনায়েদের চোখ থেকে আপনা আপনি দুফোটা পানি গড়িয়ে পড়লো। লোকে বলে ছেলেদের চোখ থেকে সহজে পানি ঝরে না। ওদের রক্ত ঝরানো সহজ কিন্তু চোখের পানি ঝরানো সহজ নয় কিন্তু ওর ঝরছে। জুনায়েদ কি করবে এখন? এতো বছরের ভালোবাসাকে যার জন্য হারাতে হলো তাকে ও ছাড়বে না প্রতিজ্ঞা করলো। কিন্তু কে সে,কোথায় পাবে তাকে? আদো কি সে ওর সামনে ধরা দিবে নাকি অন্যকোনো উদ্দেশ্য নিয়ে মায়াজালে আবদ্ধ করতে চাইছে জুনায়েদকে।

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here