হৃদয়ের_কথা #প্রজ্ঞা_জামান_তৃণ |৮|

#হৃদয়ের_কথা
#প্রজ্ঞা_জামান_তৃণ
|৮|

১২
দিন পনেরো সম্রাট বাসায় নেই। বাসার সবাই মনমরা কিন্তু শাখাওয়াত সাহেবের ভয়ে কিছু বলতে পারেনা। মাহিমা বেগমের সঙ্গে মনমালিন‍্য চলছে শাখাওয়াত সাহেবের। ছেলেকে বাড়ি ছাড়া করেছে বলে ঠিক মতো কথা বলেনা। বাসার সবাই অনেকবার জিগ্যেস করেছেন কেনো সম্রাটকে বেরে করে দিয়েছে। কিন্তু শাখাওয়াত সাহেব মুখ খোলেনি। শহীদ সাহেব আর সারওয়ার সাহেব সম্রাটের সঙ্গে যোগাযোগ করেছে। পাশেই কোন ফ্লাটে উঠেছে সম্রাট।অফিসের কাজে আসতে চাইছিল না কিন্তু চাচাদের রিকুয়েস্ট রেখেছে। শাখাওয়াত সাহেব বলে দিয়েছেন অফিসের দায়িত্ব অবহেলা করলে ফল ভালো হবে না। সম্রাট রেখেছে বাবার কথা। শাখাওয়াত সাহেবের কথা হচ্ছে সমস্যা বাসার তাই বাসা থেকে বের করেছেন যদি অফিসের সব দায়িত্ব যেন ঠিক ঠাক পালন হয়।

রিধিমা প্রায় মন খারাপ করে থাকে,কখনো কান্না করে কিন্তু তার কান্না ঘরের মধ‍্যে সীমাবদ্ধ। যেদিন সম্রাট চলে যায় রিধিমার কান্নাকাটি কেউ থামাতে পারেনি। বাধ‍্য হয়ে ফোন করেছিল শাখাওয়াত সাহেব। ছেলেকে শাষিয়েছে শুধু কথা বলতে। সম্রাট বাধ‍্য ছেলের মতো বাবার কথা মেনে নিয়েছে। রিধিমার সঙ্গে কথা বলেছে কান্নাকাটি থামাতে বলেছে। তারপর আর দেখা নাই। জানুয়ারী মাস পড়ে গেছে কাল থেকে কলেজে ক্লাস শুরু হবে সেকেন্ড ইয়ারের। কলেজ ড্রেসটা আনমনে সোফার উপর রেখে ব‍্যাগটা গুছিয়ে নিয়েছে। হঠাৎ মোবাইলে নোটিফিকেশন আসে,
‘ছাদে আয়’ এইটুকু লেখা। সম্রাট দিয়েছে রিধিমা ফোন দেয়। ওপাশ থেকে রিসিভ হতেই রিধিমা ফিশফিশ করে জিগ্যেস করে,

_ ‘ আপনি বাসায় এসেছেন? কেউ দেখেনি কিভাবে এলেন?’

_ ‘ছাদে আয়। মা কি কি রান্না করেছে আজ?’

_ ‘ আপনার পছন্দের চিংড়ি ভূনা, খাসির মাংস! কিন্তু কেউ খায়না। ওইভাবেই রেখে দেয়। সবাই আপনাকে মিস করে আপনি কবে বাসায় আসবেন?

_ ‘ এসেছিতো। শোন ফ্রিজে এখনো আছে তাইনা?কতদিন মার রান্না খায়না। একটু খাবার আনবি প্লীজ?’

_ ‘ যাস্ট ফাইভ মিনিট’স।’

সবাই ঘুমিয়ে গেছে। রিধিমা আলগোছে রান্নাঘরে গিয়ে একটা প্লেটে ভাত আর চিংড়ি ভূনা, খাসির মাংস নিলো। তারপর প্লেট সহ ওভেনে গরম করে একটা বোতল নিয়ে ছাদের উদ্দেশ্যে গেলো।ছাদের দরজা খুলতেই সম্রাটকে দোলনায় বসে থাকতে দেখে এগিয়ে খাবারটা রাখলো। ফিরে এসে ছাদের দরজা লাগিয়ে দিলো। কতোদিন পর দেখছে মানুষটাকে। সম্রাটের এলোমেলো চুল। চোখটা লালচে হয়ে আছে না জানি কতোদিন ঘুমায় না। সম্রাটকে এভাবে দেখে কেদে ফেলল রিধিমা। বোতল থেকে পানি নিয়ে হাত ধুয়ে ভাত মাখিয়ে সম্রাটের মুখের সামনে ধরলো। সম‍্রাট সামান‍্য হেসে খেতে শুরু করলো। রিধিমা ফুপিয়ে যাচ্ছে। উচু নাকটা লাল হয়ে গেছে। কান্নার জন‍্য মুখটা লাল লাগছে। লাইটের আলোতে রিধিমাকে সৌন্দর্যের রানী মনে হচ্ছে সম্রাটের কাছে। সে একমনে রিধিমাকে দেখে যাচ্ছে। সম্রাট তৃপ্তি সহকারে খাচ্ছে। এক হাত দিয়ে রিধিমার চোখ মুছে দিয়ে বলল,
_’ শশশশ,,তোর চোখের এক ফোটা পানি যেন আর নিচে না পরে। কান্না করিস না আমি খুব দ্রুত ফিরে আসবো। সত্যি!’

_ ‘ জানেন বড়মা,বড়বাবা বাকি সবাই আপনার জন‍্য কষ্ট পায় ভাইয়া। আমি ও পায়। কি হলো আপনার যে বাড়ি থেকে চলে যেতে হবে?’

_ ‘ আমি তো বলেছি খুব দ্রুত ফিরে আসবো।’

রিধিমা সম্রাটকে খাইয়ে পানি দিলো। সম্রাট পানি খেয়ে রিধিমাকে বোতল দিলো হাত ধুতে। রিধিমা হাত ধুয়ে সম্রাটের মুখটা ওরনা দিয়ে মুছে দিলো। নিজেও হাত মুছল ওরনায়। বেশকিছু ক্ষণ নিরাবতার পরে সম্রাটই বলে উঠল,

_ ‘ কলেজে গেলে দেখা হবে আমাদের। মা বাবাকে বলবি আমার জন‍্য চিন্তা না করতে। আমি ভালো আছি। এই নাম্বারে ফোন দিবি কোন প্রয়োজন হলে।’

_ ‘ আর আপনাকে মিস করলে?,,তখন কি করবো আমি?’

সম্রাট হাসলো নিঃশব্দে। মিস তো সম্রাট রোজ করে। আগে একি বাড়িতে ছিল একবার হলেও দেখা হতো কিন্তু এখন চেয়েও সবসময় এই চাদঁ মুখটা দেখতে পাবেনা। সম্রাট দীর্ঘশ্বাস ফেলে বলল,

_’ যখন মনে পড়বে তখনই কল দিস কিন্তু তাইবলে সবসময় না। রাত দশটার পর সবসময় মনে থাকবে?’

_’ রিধিমা খুশি মনে হ‍্যা বলল।’

সম্রাট উঠে যায় রিধিমাকে বিচলিত দেখাল। তড়িঘড়ি করে জিগ্যেস করল,

_ ‘এখুনি চলে যাবেন?’

_ ‘ হ‍্যা নিচে যা!ঘুমা কলেজে দেখা হবে।’

_ ‘ এভাবে আর আসবেন না?’

এভাবে আসব। আবার খুব দ্রুত ফিরে আসবো। ঠিক মতো পড়াশোনা করবি। আমি তোর জন‍্য উপহার পাঠাবো সাহিলকে দিয়ে। কাজ জমা পরে আছে। যেতে হবে অফিসের ফাইল গুলো চেক করা দরকার। রিধিমাকে কিছু বলতে দেয়নি যেভাবে এসেছিল সেভাবে ছাদ বেয়ে নিচে নেমে যায় সম্রাট।

.

১৩
সপ্তাহ পরের কথা। নীলি, জারিফাকে কলেজ গেটে অপেক্ষা করতে দেখে দৌড়ে যায় রিধিমা। রাহুল তাকে পৌঁছে দিয়েছে। সম্রাট বাসায় থাকলে ও নিয়ে যেতো কিন্তু সম্রাট নেই। রিধিমাকে আসতে দেখে জারিফা ব‍্যাগ থেকে বোতল বের করে দেয়,

_ ‘ ধীরে! এই নে পানি খা।’

পানির তৃষ্ণা ছিল। পানিটা ঢকঢক করে খেয়ে ভিতরে যেতে লাগল তিনজন। ক্লাস আওয়ার শেষে তিনজনে ক‍্যান্টিনে এসে গল্প জুরে। অবশ‍্য পুরো ক্লাস জুরে রিধিমা সম্রাটের চলে যাওয়ার ব‍্যপারটা জানায়।সবটা শোনার পর নীলি আর জারিফাকে চিন্তিত দেখাল,

_’সম্রাট ভাই যদি সত্যি চলে গিয়ে থাকে তোদের বিজনেস কে দেখছে?’

_’বিজনেস সম্রাট ভাইয়াই দেখছে।’

_’কি বলছিস তবে বাড়ি থেকে বের করে দেওয়া এসব কি?’

_ ‘সম্রাট ভাইয়াকে বাসা থেকে বের করেছে। বিজনেস ভাইয়ার মতো কেউ ভালো সামলাতে পারে না তাই বড় আব্বুর আদেশ।’

রিধিমাকে মন খারাপ করতে দেখে নীলি বলে উঠল,

_’ মন খারাপ করিস না ভাইয়া ফিরে আসবে।’

_’কিভাবে বড়আব্বুর রাগ না কমলে কোনদিন আসার পারমিশন দিবে না। আমাকেই কিছু করতে হবে দেখছি।’

জারিফা বলে উঠল,
_’কি করবি তুই?’

_’এখনো ভাবিনি। পরে ভাববো।’

তিনজনে আড্ডা দিতে কৃষ্ণচূড়ার ওই গাছটার কাছে গিয়ে বসল। ওখানে অনেকে আড্ডা দেয় দেখে লোহার বেঞ্চ রাখা হয়েছে কিছুদিন ধরে। নীলি,জারিফা,রিধিমা বেঞ্চে গিয়ে বসে।

গেটের কাছে সম্রাটকে দেখে রিধিমা। তৎক্ষণাৎ তিনজনে উঠে দাড়াঁয়। সম্রাট রিক্সা নিয়ে এসেছিল ঘামে ভিজে রয়েছে সাদা ইন করা সার্টটা।সম্রাট এদিকেই আসছিল। রিধিমার কাছে সম্রাটকে সবচেয়ে আকষর্ণীয় পুরুষ মনে হচ্ছে। ঘামে কপালের চুলটা লেপটে আছে। ঠোটঁটা লাল হয়ে আছে। রিধিমার কাছে আসতেই পারফিউমের স্মেলটা পাগল করে দিচ্ছিলো। নিজেকে সামলে রিধিমা সামনে তাকায়। অনুভূতিরা অলরেডি ভেতরে তোলপাড় শুরু করেছে। অনেকদিন পর সম্রাটকে দেখছে চোখ ভিজে উঠেছে রিধিমার।নীলি জারিফা না থাকলে জরিয়ে ধরত সম্রাটকে। আজও বেশকিছু মেয়ে সম্রাটকে দুর থেকে গিলে খাচ্ছে। কেউ কেউ বিল্ডিং থেকে উকি মেরে দেখছে। রিধিমা আজ কিছু খেয়াল করছে না। অন‍্যদিন হলে গুনে গুনে দেখতো কতগুলো নাগিনী তার হৃদয়হরকের দিকে নজর দিয়েছে। আজ তো রিধিমা সম্রাটকে দেখতে ব‍্যস্ত। সম্রাট বলেছিল প্রায় দেখা হবে কিন্তু দেখা দিয়েছে কতোদিন পর। এমনিতেও সম্রাট নেই বলে ওই বাড়িতে থাকতে রিধিমার একটুও ভালো লাগে না।সম্রাট এসে নীলি জারিফাকে বলল,
_’ সব ঠিক ঠাক?’

নীলি জারিফা মাথা নাড়াল। তাদের দুজনের অবশ‍্য সম্রাটকে দেখে ভিষণ মায়া লাগলো। তারা বুঝতে পারছে না সম্রাট ভাইয়ের মতো এতো ভদ্র মানুষকে শাখাওয়াত সাহেব কেন বাসা থেকে বের করে দিলো! সম্রাট রিধিমার দিকে তাকিয়ে বলে উঠল,

_’তোমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়েছে?’

_’হ‍্যা ভাইয়া।’

_’আমি এখনো খাইনি। কেন্টিনে নুডেল অথবা পাস্তা পাওয়া যাবে?’

সম্রাটের কথায় জারিফা নীলির মন ভারি খারাপ হলো। এদিকে রিধিমা ফুপিয়ে উঠল! নীলি তো সবটা জানে সম্রাটের ফিলিংস।সম্রাটই খোলাসা করেছিল। আর জারিফা তো রিধিমার ফিলিংস জানে সেই অনুযায়ী তারা দুজনে খাবার আনার নামে দুজনকে স্পেস দিতে চাইল। নীলি জারিফা ক‍্যান্টিনে পা বাড়ায়। সম্রাট পাচশো টাকার একটা নোট দেয়। খাবারের দাম। নীলি জারিফা নোট টা নিয়ে ক‍্যান্টিনের উদ্দেশ্যে যায়।

এদিকে রিধিমার কান্নায় সম্রাট অস্থির হয়ে ধমক দেয়। রিধিমা সম্রাটের উপর ঝাপিয়ে পড়ে। সম্রাট কিছু বলে না। আশেপাশে চোখ বুলাতে থাকে তারপর কাউকে না দেখে পিঠে হাত বুলিয়ে কান্না থামাতে বলে। রিধিমা চুপ হয়ে যায়। সম্রাট ওকে সামনে দাড় করিয়ে চোখের পানি মুছিয়ে দেয়। রিধিমার ফর্সা মুখ লাল হয়ে গেছে। ঠোটঁটা টকটকে লাল লাগছে। নাকের উপর ও লাল। এমন কান্নারত রিধিমাকে অনেক সুন্দর লাগছে সম্রাটের কাছে। সম্রাট ধমক দিয়ে বলে উঠল,

_’ আমার সামনে কান্না করবি না। নাহলে আমি আর আসব না।’

_ ‘ আপনি বলেছিলেন প্রতিদিন আসব। কিন্তু আসেন নি!’

_’ফোন দিয়েছিলাম তো।’

_’পাচমিনিট শুধু!’

সম্রাট হেসে বলল,
_’ পরেরবার থেকে সময় বেশি দিবো।’

_’সত‍্যি!’

_’হুম’

_’ চলুন খাবেন ‘

সম্রাটকে বেঞ্চে বসিয়ে রিধিমা ক‍্যান্টিনে এগিয়ে গেলো। তারপর তিনজন মিলে খাবার নিয়ে বেঞ্চের দিকে এগিয়ে আসল। হঠাৎ সম্রাটের সঙ্গে একটা মেয়েকে দেখে রিধিমা ভ্রু কুচকে থেমে গেলো। বেশ হেসে হেসে কথা বলছে সম্রাট। মেয়েটাকে পেছন থেকে দেখছে। লম্বা চুল,লাল সালোয়ার কামিজ,উচু হিল পরে এজন্য লম্বাতে সম্রাটের কান পযর্ন্ত। রিধিমার মনে হচ্ছে ওটা মেয়ে নয় কালনাগিনী। হালকা রাগ নিয়ে এগিয়ে আসল। মেয়েটা কলেজের নতুন টিচার। সম্রাট রিধিমাকে দেখিয়ে বলল,

_’ ও হচ্ছে রিধিমা। আমার কাজিন!’

মেয়েটা আমার দিকে তাকিয়ে সুন্দর হাসি দিয়ে বলল,

_’আমার স্টুডেন্ট তাহলে কিন্তু আমার ক্লাস নেই সেকেন্ড ইয়ারের।’

_’ তোমাকে অনেকদিন পর দেখলাম মাহবিয়া। শুনেছিলাম বিয়ে ঠিক হয়েছিল তোমার তো এখন কি খবর?’

_’ সেই অনেক লম্বা কাহিনী। তোমার থেকে রিজেক্ট হয়ে ভেবেছিলাম বিয়ে করবো। বিয়ে ঠিক হয়েছিল কোন কারনে ভেঙে গেছে।পরে বিসিএস দিয়ে দেখলাম। ভাগ‍্য ভালো ক‍্যাডার হয়ে টিচার প্রফেশন বেছে নিলাম হাহা!’

_’সম্রাট মাহবিয়ার দিকে তাকিয়ে হালকা হাসল।’

রিধিমার রাগ হচ্ছে। ক‍্যান্টিন থেকে গরম গরম খাবার এনেছিল এখন ঠান্ডা হওয়ার পথে। নীলি আর জারিফা ইশারা বুঝে মাহবিয়া ম‍্যামকে নিয়ে চলে গেল। রিধিমা যেন হাফ ছেড়ে বাচল।সম্রাটকে বেঞ্চে বসিয়ে খেতে বলল।
সম্রাট খাচ্ছে রিধিমা তৃপ্তি নিয়ে দেখছে। কতোদিন সম্রাটকে ভালো করে দেখে না। আগেতো সবসময় সম্রাটের আগেপিছে ঘুরেছে। আগের ছোট ছোট ঘটনা মনে পড়লে রিধিমার এখন হাসি পায়। ছোট থাকতে রিধিমা সম্রাটকে প্রচুর ঝালিয়েছে। এখন সম্রাট ধমক দেয় আগে রিধিমাকে ধমক দিতে পারতো না। সম্রাট একদিন ধমক দিলে দুইতিনদিন সময় লাগতো রিধিমাকে মানাতে। রিধিমাকে মিটিমিটি হাসতে দেখে সম্রাট বলে উঠল,

_’হাসছিস কেনো?’

_’এমনি কাউকে মনে পড়ল!’

সম্রাট হঠাৎ গম্ভীর মুখ করে বলল,

_’কাকে মনে পড়ল?’

_’ আছে কোন এক গম্ভীর রাজপুত্র!’

বলেই হো হো করে হেসে উঠল রিধিমা। সম্রাট চুপচাপ খেতে থাকল। মুখটা এখনো গম্ভীর। রিধিমার কথা তার পছন্দ হয়নি।

~ চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here