সৃজা পর্বঃ৮,৯

সৃজা
পর্বঃ৮,৯
লেখিকাঃআরুনীয়া চৌধুরী
পর্বঃ৮

আজও স্যার একই শার্ট পরে এলেন।আচ্ছা স্যারের কি আর কোনো জামা নেই?অথবা স্যারের কি এই রংটা অনেক বেশি পছন্দ।সৃজার মনের প্রশ্নগুলো মনেই রইলো।

স্যার পড়ানো শুরু করার আগেই বললাম আজকে গল্প করবো।ওনার বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানবো।স্যার কিছুক্ষণ তার বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলে আবার পড়ানো শুরু করলেন।আমার সন্দেহ হচ্ছে।হয়তো সাফওয়ান কিছু বলেছে স্যারকে।

সারাদিন পড়াশোনা করে কেটে যায় আমার।আমি এ বাসার বউ হলেও পড়া ছাড়া আর কোনো কাজই নিজেকে করতে হয় না।অথচ পাড়া-প্রতিবেশিদের কাছে কত শুনেছি পড়াশোনা করে কি হবে শেষে তো চুলোই ঠেলতে হবে।প্রাচীন মানুষগুলোর ধারণার পরিবর্তন হয়না অথচ সময় এবং ব্যবহারের ঠিকই পরিবর্তন হয়।

বিকেলের দিকে কল এলো সাফওয়ানের।খুবই উদ্বিগ্ন হয়ে বললো

” বাসায় আজ প্রেস-মিডিয়ার লোক আসবে। তুমি ভয় পাবেনা।আর আমার উপর বিশ্বাস রেখো।তোমার হাজবেন্ড কখনো ভুল কাজ করেনি আর করবেও না।কিন্তু আপাতত আমাকে পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত দেশের বাইরে যেতে হবে।প্লিজ সোনা রাগ করো না।আমি খুব শীগ্রই চলে আসবো।কোন শা….ত আমার পেছনে লেগেছে তাও দেখে ছাড়বো।”

উনি এতো বিশ্রী বকাগুলো কেনো দেয়।উনি কি জানেনা আমি এসব সহ্য করতে পারি না।এখন এটা বাদ দিয়ে আমার মনে চিন্তারা ভর করলো।তাকে বললাম

“আপনি কোথায় যাবেন আর কেনো যাবেন?আমার কিন্তু ভয় করছে।প্লিজ আমাকে সত্যিটা বলুন সাফওয়ান।”

এই প্রথম সৃজা তার স্বামীর নাম ধরে ডাকলো।সাফওয়ান অবাক হলেও বিস্ময় কাটিয়ে তাকে বললো পাঁচ মিনিট পর পেছনের দরজায় দাড়াতে তাকে আর আম্মাকে।

সে তখনই গেলো শাশুড়ীর কাছে জানতে কি হয়েছে কিন্তু উনি বললেন আগে তোমার স্বামীর নিরাপত্তা জরুরি তারপর বলছি।সাফওয়ান দশ মিনিটের মাথায় আসলো।তার পুরে শরীর কালো পোশাকে ঢাকা আর মাথায় ক্যাপ কিন্তু কেনো।তাকে দেখে সেখাইনেই আমার কান্না পেয়ে গেলো।আম্মার কাছে বিদেয় নেয়ার পর আম্মা আমাদের একা ছেড়ে গেলেন।সাফওয়ান তার দুহাতের আজলায় আমার মুখটা তুলে চোখের পানি মুছে দিলো।বললো

“এই সৃ কেঁদো না।তোমাকে আম্মার মতো শক্ত হতে হবে।তুমি না বাঘিনী। আমার কিচ্ছু হবেনা।ফ্যাক্টরিতে একটা ঝামেলা হয়েছে তাই আসল অপরাধী ধরা না পরা পর্যন্ত আমাকে বাইরে থাকতে হবে।নিজের খেয়াল রাখবে।আর পড়াশোনা বেশি করে করবে একদিন কারণ আমি আসার পর তুমি পড়ার সময় কম পাবে।”

………………….

“আমি সবসময়ই তোমার সাথে যোগাযোগ করবো প্রমিজ।”বলেই সৃজার চোঁখে,ঠোঁটে,মুখে ঠোঁট ছোঁয়ালো।সৃজা তার যাওয়ার পানে তাকিয়ে রইলো।এরপর দৌড়ে গিয়ে বারান্দায় দাড়ালো গাড়িটা চলতে শুরু করেছে যতদূর দেখা যায় ততক্ষণ এক ধ্যানে তাকিয়ে রইলো।

সৃজার ধ্যান ভাঙলো চেঁচামেচির শব্দে।ও দৌড়ে বাইরে আসলো।গেটের বাইরে সাংবাদিকরা ঢোকার চেষ্টা করছে।আর অনেকেই ক্যামেরা অন করে কথা বলছে।সৃজার শাশুড়ী সদর দরজা লাগিয়ে দেয়ার অনুমতি দিলো আর সাংবাদিকদের ভিতরে ঢুকতে না দেয়ার অর্ডার করলো দারোয়ানদের।

সৃজা প্রশ্নবোধক দৃষ্টিতে তার শাশুড়ীর দিকে তাকালো।তিনি চোখের ইশারায় সোফায় বসতে বলে টিভি ছাড়লো।টিভিতে প্রচার হচ্ছে “চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রির তৈরিকৃত পণ্য জুস খেয়ে শতাধিক ছাত্র অসুস্থ হয়ে পরেছে।৩জন ছাত্র ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে।পুরো হাসপাতাল জুড়ে স্বজনদের হাহাকার।এই কোম্পানির বর্তমান এমডি সাফওয়ান চৌধুরী এই ব্যাপারে এখনো কিছু বলেনি।তাকে গ্রেপ্তার করার পরোয়ানা জারী হয়েছে।….

আর শুনতে পারলোনা সৃজা তার মাথাটা হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছে। সে তার শাশুড়ীর কোলে ঢলে পরলো।

জ্ঞান ফেরার পর নিজেকে তার রুমে আবিষ্কার করলো সৃজা।তার পাশে একজন সার্ভেন্ট বসেছিলো।সে এসে বললো

“ম্যাম এখন কেমন লাগছে।”

সৃজা তার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলো তারপর ঘড়ি দেখলো, ১০টা বাজে।সার্ভেন্ট আবারো বললো

“ম্যাম, বড় ম্যাম আপনাকে কিছু খেয়ে নিতে বলেছে।ডিনার করার পর ওনার সাথে দেখা করতে বলেছে।”

“আম্মা এখন কোথায়?আর বাইরে যারা ছিলো তারা কি চলে গেছে।”

“ম্যাম প্রথমে তারা যেতে চায়নি বড় স্যারের সাথে পুলিশ আসার পর কিসব আলোচনা হলো পরে অনেকেই চলে গেছে।তবে কিছু রিপোর্টার বাইরে অপেক্ষা করছে এখনো।”

“পুলিশ এসেছিলো!!” আম্মার কাছে যাওয়া দরকার আমার সবটা জানতে হবে।নিজেকে সামলে সার্ভেন্টের কথা অগ্রাহ্য করে আমি আম্মার রুমের দিকে পা বাড়ালাম। কিন্তু উনি ড্রইংরুমে আছেন সাথে আমার শ্বশুর এবং সানিয়া বুবু।আমি তাদের দিকেই পা বাড়ালাম।

আমাকে দেখে শাশুড়ীমা উঠে এলেন।বললেন

“এখন কেমন লাগছে?”

আমি সরাসরি শ্বশুর আব্বার কাছে গেলাম।তাকে বললাম

“আব্বা বেয়াদবি নিবেন না।আমাকে সত্যি করে বলবেন এই ঘটনার জন্য দায়ী কে?আমি জানতে চাই।প্লিজ আব্বা বলুন।নাহলে আমার রাতের ঘুম হারাম হয়ে যাবে।”

সৃজার শ্বশুরকে দেখে মনে হলো তিনি অবাক হননি।সৃজাকে তার পাশে বসতে বললো।সৃজা তাই করলো।তিনি বললেন

“এখানে সাফওয়ান চৌধুরীর কোনো দোষ নেই।আপাতত এটা জেনে রাখো, বাকিটা তোমার আম্মার থেকে শুনে নিবে।এই বাড়ির বউ হিসেবে তোমাকে আরো শক্ত হতে হবে।যেকোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে হবে।আমি বেঁচে থাকতে তোমার স্বামীর কিছু হবে না। মনে রাখবে।” সৃজার মাথায় তার হাতটা ছুঁইয়ে গম্ভীর পায়ে উপরে চলে গেলেন।

সানিয়া চৌধুরীও সৃজার দিকে একবার মায়ার দৃষ্টি নিক্ষেপ করে চলে গেলো।যাওয়া আগে বললো

“আর যাই মনে করো না কেনো এটা মনে রাখবে সানিয়া চৌধুরীর ভাই অপরাধী না।”

সৃজা তার শাশুড়ীর কাছে গেলো।করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো

“আম্মা আপনার ছেলে অপরাধী না হয়েও কেনো অপরাধীর মতো দেশ ছেড়ে পালালো।”

“সৃজা এভাবে কেনো বলছো।তার নিরাপত্তা জরুরি ছিলো।যেসব বাচ্চা মারা গেছে তাদের অভিভাবকদের কাছে চৌধুরী গ্রুপের এমডি অর্থাৎ সাফী অপরাধী। তাই আসল অপরাধী ধরার পূর্বে তারা সাফীকে গ্রেফতার করে রাখবে।পুলিশ গ্রেফতার করলেও তাকে জনগনের রোষে পরতে হতে পারে।আমার ছেলে এতো কষ্ট কেনো ভোগ করবে।তাই আপাতত সে বাইরে থাকবে।পুলিশের সাথে এখানে আমরা কোওপারেট করবো।”

“আসল অপরাধী কে আম্মা?”

৷ “শুনো সৃজা এই দেশে অনেক কোম্পানি আছে যারা চৌধুরী ইন্ডাস্ট্রিকে টপকাতে চায়।তাই আপাতত জেনে রাখো তাদেরই কারো ঘৃণ্য কাজ এটা।”

…………………

“তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে।পড়াশোনায় মনোযোগ দাও। সাফওয়ান খুব শীগ্রই এসে পরবে।আর ও এসে যদি জানতে পারে তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করছোনা,পড়াশোনায় মনোযোগ দিচ্ছো না তাহলে অনেক মন খারাপ করবে।আমাকে ফোন দিয়ে বারবার বলেছে

“মম সৃজাকে কঠিন দেখা গেলেও ও কিন্তু মন থেকে অনেক নরম ওর সবকিছু তুমি পার্সোনালি খেয়াল রাখবে।আর নিজেরও খেয়াল রাখবে।”

৷ রুমে আসলাম ঠিকই কিন্তু এখন আমার এটাকে দমবন্ধ লাগছে।এই রুমে যার বেশি আধিপত্য সেই তো নেই।এই দিনগুলো কিভাবে কাটাবো আমি।সাফওয়ানের কথা মনে পরছে অনেক।খাটের পাশে এক কোণায় হাটু গেড়ে বসে পরলো সৃজা।সেখানেই সে ঘুমিয়ে পরলো।

সকালে সূর্য তীর্যক ভাবে কীরণ দেয়ায় তার আলোয় সৃজার ঘুম ভেঙে গেলো..

চলবে……

#সৃজা
পর্বঃ৯
লেখিকাঃআরুনীয়া চৌধুরী

সকালে সূর্যের তীর্যক রশ্মিতে সৃজার ঘুম ভেঙে গেলো।বিছানায় নয় আজ সৃজা খাটের এক কোণ ঘেসে বসেছিলো সেখানেই তার চোখ লেগে গেছিলো।অভয়াসের বসে সে হাতড়ে সাফওয়ানকে খুজলো কিন্তু হায় সাফওয়ান তো নেই।যখন তার চেতন মন এটা বুঝতে পারলো তখন চট করে ফোনের কথা মনে পরলো। সাফওয়ান ফোন দেয়নি কেনো এখনো।যাওয়ার আগে তো বললো যোগাযোগ রাখবে।

ওয়াশরুমে গিয়ে অবসাদ মনেই সময় নিয়ে ফ্রেশ হলো সৃজা।এসে ড্রেসিং টেবিলের সামনে দাড়াতেই দেখতে পেলো একটা মেয়ের প্রতিচ্ছবি যার চোখ স্বামীকে দেখার তৃষ্ণায় ছলছল করছে,যার মুখ স্বামীর সাথে কথা বলতে না পারায় শুকিয়ে গেছে।নিজের অবস্থা দেখে সৃজা নিজেই অবাক হলো।এতোটা পাগল কবে হলো ও।

খিদে জেকে বসেছে সৃজার পেটে।রাতে কিছু খাওয়া হয়নি।কাল দুপুরেই শুধু একটু খেয়েছিলো তারপর রাতে ডেকেছিলো তাকে খাওয়ার জন্য কিন্তু গলা দিয়ে খাবার নামলেতো সে খাবে।

দরজায় নক করার শব্দ এলো সৃজার শাশুড়ী এসেছে তার হাতের ফোনটি সৃজাকে এগিয়ে দিলো।ইশারায় বোঝালো কথা বলতে।ফোনটি দিয়ে তিনি চলে গেলেন।কেউ হ্যালো বলছে।কন্ঠটা কানে যেতেই কান্নারা আবার দলা পাকিয়ে উঠলো।ওপাশ থেকে সাফওয়ান বলছে

“প্লিজ কান্না করে না জান।আমি খুব শীগ্রই চলে আসবো।আমার কিচ্ছু হবে না।আমি এখানে ভালো আছি।”

কান্না কোনোমতো আটকে সৃজা প্রশ্ন করলো

“খেয়েছেন?আর আপনি কোথায় আছেন?আমাকে ফোন দেননি কেনো?”

“রিল্যাক্স আমি এখন মালয়েশিয়া আছি।রাতে এখানে পৌঁছে ফোন দিয়েছিলাম মম বললো তুমি ঘুমাচ্ছো তাই ডাকেনি।”

“কখন ফোন দিয়েছিলেন আপনি?আমি জানিনা কেনো? আর আপনি আমাকে একা রেখে কেনো গেছেন?”কথাটা বলে সৃজা নিজেই লজ্জা পেলো।

“আজ তো তুমি অনেক কথা বলছো পাগলী।বাসায়তো তোমার মুখে কোনো কথাই থাকে না।শুধু ভাঙচুর করো।তোমার ফোন বন্ধ পেয়ে মমকে ফোন দিয়েছিলাম।তোমাকে সাথে আনতে চেয়েছিলাম কিন্তু তোমার পাসপোর্ট নেই।ওটা তৈরি করতে সময় লাগবে।এবার দেশে এসেই তোমার পাসপোর্টটা তৈরি করে ফেলবো।”

অর্থাৎ আম্মা সৃজার অজ্ঞান হওয়ার কথা বলেনি সাফওয়ানকে।না বলে ভালো করেছে শুধু শুধু চিন্তা করতো।সাফওয়ানের কথায় নিজের ফোনটা চেক করলো।সত্যিই ফোনটা বন্ধ হয়তো চার্জ নেই।

“আমি এখানে আগেও এসেছি অনেকবার তাই কোনো প্রবলেম হবে না।তুমি চিন্তা করো না।পড়াশোনা ঠিক করে করো।একটা পিচ্চি বউ আমার।তাকে পড়াশোনার কথাও বলতে হয়।তোমাকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে জান।”

শেষের কথাটা শুনে সৃজার আবার কান্না পেলো।নিজেই নিজেকে প্রশ্ন করলো এতো ছিচ্ কাদুঁনি কবে হলি তুই সৃজা?নাকি স্বামীকে দেখতে না পেয়ে চোখের ভেতর সমুদ্র হয়ে গেছে।

“এই ঘৃণ্য কাজটা কে করেছে? আর আপনাকেই কেনো এর জন্য দায়ী হতে হবে?”সৃজা সরল মনে প্রশ্নটা করে বসলো।

” এ কাজটা যে ই করেছে, সে আমাদের কোম্পানির ভালো চায়না।তুমি জানো এখন কি পরিমান লস হবে আমাদের।যে বাস্টার্ড আমার পিছু লেগেছে তাকে আমি দেখে ছাড়বো।একবার আসল অপরাধী ধরা পরুক আমিও দেখবো সাফওয়ান চৌধুরীর ইমেজ নিয়ে কে খেলছে।কার এতো বড়কলিজা।”সাফওয়ান যে রেগে যাচ্ছে তা স্পষ্ট।

সৃজা শান্ত হতে বললো আর নিজের খেয়াল রাখতে বললো সাফওয়ানকে।ফোন কেটে দেয়ার পরও ফোনটা কানে লাগিয়ে রাখলো কতক্ষণ সৃজা।

একটা স্বাভাবিক পরিবার চেয়েছিল সৃজা।সবসময় এসব পুলিশ তার ভয়ের কারণ।তাদের থেকে দূরে দূরে থাকাই তার অভ্যাস।কিন্তু এখন সারাক্ষণ বাড়িতে পুলিশ আসে আর সৃজার শ্বশুরের সাথে কথা বলে।

একবার জীববিজ্ঞান ক্লাসে ইংরেজি শিক্ষক এসে সিডিউল ভুল হওয়ায় সৃজার উপর রাগ না করলেও মন খারাপ করে চলে গিয়েছিল। তখন সৃজা ক্লাস ক্যাপ্টেন হওয়ায় তার দায়িত্ব ছিল এসবের।স্যার মন খারাপ করে চলে যাওয়ায় সেখানেই সে কান্না করে দেয়।বায়োলোজি স্যার এটা দেখে বলেছিল এই মেয়ের স্বামী ব্যবসায়ী হলে সমস্যা, স্বামীর ভেঙে পরার আগেই এ ভেঙে পরবে।মন খুবই দূর্বল এর।ব্যবসায়ী স্বামীকে সাহস জোগানোর শক্তি পাবেনা।কিন্তু ভাগ্যে তো তার ব্যবসায়ী স্বামীই ছিলো।এখন সে বুঝতে পারছে তাকে কতটা স্ট্রং হতে হবে।তার স্বামীকে সাহস জোগাতে হবে।তাকে ভেঙে পরলে হবে না।শাশুড়ী মায়ের মতো দৃঢ় মানসিকতা তাকে ধারণ করতে হবে।প্রথমে সৃজার মনে হয়েছে সাফওয়ান তার একমাত্র সন্তান তাহলে উনি বিচলিত হচ্ছেন না কেনো।কিন্তু না পরক্ষণেই বুঝতে পারলো তার শাশুড়ীর এসব পরিস্থিতির অভ্যেস আছে।

সকালে স্বাভাবিকভাবেই সকলে নাস্তা করলো। শুধু সাফওয়ান ছিলো না খাবার টেবিলে।এ নিয়ে কারো কোনোরকম বিপরীত প্রতিক্রিয়া দেখা গেলো না।আব্বা আম্মাকে জিজ্ঞেস করলেন

৷ “কখন আসবে তোমার ভাই?পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই।তাকে তাড়াতাড়ি আসতে বলো।আর যত টাকা লাগে দাও।শুধু আমার আশানুরূপ ফল চাই।”

আম্মা খেতে খেতেই বললেন

“ফোন দিয়েছি।চলে আসবে খুব শীগ্রই। আর টাকার কথা না বললেই কি নয় এখন।”অনেকটা রাগ করেই বললেন।

“ওকে অবশ্যই টাকা নিতে হবে তাই আগেই বলে রাখা ভালো।”

এরপর পিনপতন নীরবতা আবার ঘিরে ধরলো।তবে কথা শুনে বুঝলাম সাফওয়ানের মামা আসবে।কিন্তু তার কি কাজ এখন।মাথায় ঢুকলো না।বেয়াদবি হবে মনে করে কিছু জিজ্ঞেস করলাম না।

দুপুরের দিকে একজন লোক আসলো হাতে ট্রাভেল ব্যাগ।লম্বা কোট পরা চোখে কালো চশমা আর মাথায় গ্রে কালার হ্যাট।হ্যাটআর চশমার কারনে তার মুখটা দেখা যাচ্ছে না।এসেই বড়দি বড়দি বলে চিৎকার করা শুরু করলো।ওনার চিৎকারে সবাই হলরুমে হাজির হলো।আমি উপরেই দাড়িয়ে সব দেখছিলাম।

আমার শাশুড়ী মাকে সালাম করলেন তিনি।বললেন

“এবারতো অনেক দিন পর আসতে বললে বড়দি।দুলাভাই কোথায় আসতে বলো আমারও বেশি সময় নেই।তুমি বললে তাই না করে পারলাম না।যতই হোক তোমাদের নুন খেয়ছি।কথার অমান্য তো করতে পারিনা।”

শাশুড়ী মার চোখ ছলছল করে উঠলো।ওনার একটা মাত্র ভাই।তাও দূরে দূরে থাকে।স্বামী পছন্দ করে না তাই।কিন্তু প্রয়োজন পরলে ঠিকই ডেকে পাঠায়।কারণ উনি জানে সবাই না করলেও ও কখনো না করবে না।

ভাইকে কতক্ষণ জড়িয়ে ধরে কাদঁলেন তিনি।অতঃপর আমার শ্বশুর মশাইয়ের আগমন ঘটলো।দুই ভাই বোনের ভালোবাসার সমাপ্তি ঘটলো।

শশুড় মশাই তাকে বসতে বলে নিজেও বসলেন।বললেন

“যে কাজের জন্য ডেকেছি নিশ্চয় জানো।তোমাকে প্রয়োজন হতো না যদি না সাফওয়ানকে এর জন্য সমস্যায় পরতে হতো।একমাত্র আদরের ভাগ্নের জন্য নিশ্চয়ই আমাকে তোমার পা ধরতে হবে না।তাই কাজটা ঠিক ভাবে করো।চিন্তা করো না পারিশ্রমিক বেশি পাবে।যত দ্রুত সম্ভব কাজ শেষ করার চেষ্টা করবে। দুদিনের মধ্যে সাফওয়ানকে এ বাড়িতে চাই আমার।” বলেই গটগট করে নিজের গাম্ভীর্য বজায় রেখে উপরে চলে গেলেন।

আম্মা তাকে বললেন এখানেই থাকতে।অনেক জোরাজোরি করার পর রাজি হলেন।এখানে থাকলে হয়তো কাজের সুবিধা হবে।আম্মা জিজ্ঞেস করলেন

“তোর রুমে থাকবি না??”

“আমার রুম কোথায় বড়দি।এ বাড়িতে তুমি ছাড়া তো কিছুই আমার না।”

শাশুড়ী মা কথা কাটানোর জন্য আমাকে ডাকলেন।বললেন

“সাফওয়ানের মামা।তোমার মামা শ্বশুর।”

এতক্ষণে তার মুখ দেখতে পারলাম।সালাম দিলাম।
আমাকে দেখে খুশি হলেন মনে হচ্ছে।ব্যাগ থেকে একটা বক্স বের করে আমাকে দিলেন আর বললেন

“একমাত্র ভাগ্নের বিয়েতে আসতে পারিনি কাজে ব্যস্ত ছিলাম বৌমা।কিন্তু তোমার জন্য গিফ্ট কেনার কথা ঠিকই মনে ছিল।”

গিফ্টটা নিলাম এবং তার কুশলাদি জিজ্ঞেস করলাম।এর বেশি কিছু বলতেও পারি না আমি।কি জিজ্ঞেস করবো ওনাকে তো প্রথম দেখলাম।

উনি আমার সাথে এমনভাবে কথা বললেন যেনো আমি তার অনেকদিনের পরিচিত।বললেন

“আগে দিনগুলোই অন্যরকম ছিলো।সানিয়া সাফওয়ান যখন ছোট ছিলো আমার কাছছাড়া হতে চাইতো না।সানিয়া তো এই মামা বলতে পাগল ছিলো।কিন্তু এখন আমার ভাগ্নিটা মামার সাথে ফোনে কথা বলার সময়ও পায়না।” একটা দীর্ঘশ্বাস বের হলো।

পরিস্থতি সামলে শাশুড়ী মায়ের দিকে তাকিয়ে বললেন

“এই পুতুলটা কোথায় পেলি বড়দি।আমার সাফওয়ানের যোগ্য অর্ধাঙ্গিনী।”

শাশুড়ী মা কথাটা শুনে সন্তুষ্ট হলেন তার চেহারার উজ্জলতা তার প্রমাণ।বললেন

“যাক তুই বললি এখন যতটুকু চিন্তা ছিলো তা ও নেই।এসব কথা রাখ এখন খেয়ে রেস্ট নে।তোর তো আবার ব্যস্ত হলে কিছুই মনে থাকেনা।”

ওনাকে গেস্ট রুমে থাকতে দেয়া হলো।তবে ওনার বিয়েতে না আসার ব্যাপারটা আমার সত্যি মনে হলো না।হয়তো এর অন্য কোনো কারণ আছে।

চলবে…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here