ভুলে_থাকা_গল্প,০৬,০৭

#ভুলে_থাকা_গল্প,০৬,০৭
#লেখা__ইয়ানা_রহমান
#পর্ব_৬

ইমন কল দিয়েই যাচ্ছে, প্রিয়া কল রিসিভ করছেনা। একটু পর টুং করে একটা মেসেজ আসলো। প্রিয়া মেসেজ ওপেন করে দেখলো ইমনের মেসেজ। সেখানে লেখা….

হেই বিউটিফুল প্লিজ পিক আপ দ্য ফোন, প্লিজ প্লিজ প্লিজ। আপনার সাথে একটু কথা বলবো। এতো পাষাণ হবেন না। আমি আপনার বন্ধু, শত্রু নই। আপনার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। সেই কখন থেকে অপেক্ষা করছি, আপনার সাথে কথা বলার জন্য মন ছটফট করছে। আপনাকে কল করবো কি করবো না, কল করলে কিছু মনে করবেন কিনা এই দ্বিধা দ্বন্দ্বের যুদ্ধে আমি পরাজিত। মন জিতে গেলো কল করেই ফেললাম। অল্প একটু সময় হবে কি আমার সাথে কথা বলার? প্লিজ…..

প্রিয়া মেসেজ সিন করলো কোন রিপ্লাই দিলো না। রিপ্লাই দিতে কথা থাকতে হয়। আমি তার সাথে কি কথা বলবো। সেটাই তো বুঝতে পারছি না।

সে কানে হেডফোন গুজে দিয়ে গান শুনতে শুনতে ফেইসবুকে গিয়ে ইমনের প্রোফাইলে ঢুকে ওর আপলোড করা ছবিগুলি দেখতে লাগলো। প্রচুর ছবি আপলোড করা। দেশের বিভিন্ন প্রান্তের ছবি, কোনটায় বন্ধুদের সাথে, কোনটায় নিজের সলো পিক। পাহাড়ের চূড়ায়, সমুদ্রসৈকতে, সমুদ্রের ঢেউয়ের মাঝে, রেস্টুরেন্টে, ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় তোলা অসাধারণ সব ছবি।

প্রিয়া ছবিগুলো দেখছে আর মনে মনে বলছে লোকটা সত্যি সুন্দর আর পার্সোনালিটি সম্পন্ন। সব ছবিতে অসাধারণ ব্যক্তিত্বের ছাপ ফুটে উঠেছে। হাসিটা মনকাড়া। সাদা ঝকঝকে সমান দাত, হাসলে চোখগুলো ছোট হয়ে যায় তখন দেখতে আরো ভালো লাগে। চোখ ফেরানো যায় না।

মেয়েদের সিক্সথ সেন্স প্রখর হয়। তারা ছেলেদের চোখ দেখলেই বুঝতে পারে কি বলতে চায় ওই চোখ।
তেমনি প্রিয়াও বুঝে গেছিলো ইমন কি বলতে চায়।

আমি ইমনকে কি বলবো, কিভাবে বলবো আমারও যে তাকে ভালো লাগে। এটা বলতে গেলেতো লজ্জায় মরে যাবো। তবে ভালোবাসি কিনা সেটা এখনো জানি না।
নানান কথা ভাবতে ভাবতে প্রিয়া ঘুমের রাজ্যে পাড়ি জমালো।

ইমন আজও ভোরে ঘুম থেকে উঠে ব্যালকনিতে দাড়িয়ে প্রিয়ার অপেক্ষা করতে লাগলো।

প্রিয়া ঘর থেকে সিদ্ধান্ত নিয়েই বেরুলো, আজ কিছুতেই ইমনের ব্যালকনির দিকে তাকাবো না। কিছুতেই না। আমি নিজেকে কারো কাছে হ্যাংলা প্রমাণ হতে দিবো না।
প্রিয়া বেরিয়ে আসা মাত্রই ওর সব প্রতিজ্ঞা ভুলে গেলো, সে ইমনের ব্যালকনিতে কেউ আছে কিনা দেখার জন্য তাকাতেই ইমনের সাথে চোখাচোখি হয়ে যায়। নিজের অজান্তে ঠোঁটে একটু হাসি ফুটে ওঠে। লজ্জাবনত হয়ে যায় চোখদুটো।

ইমনও প্রতি উত্তরে হাসি দিলো। এদিক ওদিক তাকিয়ে কেউ আছে কিনা দেখে হাত নেড়ে হাই বললো।

প্রিয়া দৃষ্টি নত করে গাড়িতে উঠে কলেজের উদ্দেশ্যে চলে গেলো।

এইভাবেই কিছুদিন অতিবাহিত হলো।
প্রিয়া কিছু বলতে চেয়েও বলতে পারেনি। লজ্জা সংকোচ দ্বিধা ঘিরে রেখেছে।
আব্বু আম্মু জানলে খুব কষ্ট পাবে। আব্বু আম্মু কে কিছুতেই কষ্ট দিতে পারবে না সে। কিন্তু ইমনের অবাধ প্রেমের জোয়ার ওকে ভাসিয়ে নিয়ে যায় দূরে বহুদূরে।
ইমনের কাছেও যেতে পারে না আবার ইমনের ভালোবাসা অস্বীকারও করতে পারে না। সে নিজেও যে ইমনকে ভালোবাসতে শুরু করেছে।
ইমনের একটা মেসেজই প্রাণ হরণের জন্য যথেষ্ট,
ভালোবাসি খুব ভালোবাসি, মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসি।
প্রিয়া ইমনের মেসেজ সিন করে কিন্তু কোন মেসেজের রিপ্লাই দেয় না।

আজ প্রিয়ার কলেজ ছুটি, কলেজের বান্ধবীদের সাথে আগে থেকেই ঠিক করা ছিলো ওরা সবাই বাইরে খাবে, শপিং করবে আর শপিং শেষ করে সিনেপ্লেক্সে মুভি দেখবে। সারাদিন চিল করে সন্ধায় ফিরে আসবে।

মা জোবায়দা বাবা রায়হান দুজনের কেউ ওকে খুব একটা সময় দিতে পারে না। তারা দুজনেই যার যার কর্মস্থলে খুব দায়িত্বের জায়গায় কাজ করে। সেই কাজে অবহেলার কোন সুযোগ নেই। তাই বলে মেয়েকে সময় দেয় না এমন না। মেয়ে বড় হয়েছে ওকে একটু স্পেস দিতে মাঝে মাঝে ফ্রেন্ডদের সাথে একটু ঘুরতে যেতে অনুমতি দিয়েছেন।

জোবায়দা আহমেদ বললো, আমি হসপিটালে পৌঁছে গাড়ি পাঠিয়ে দিবো, গাড়ি নিয়ে যাস।

প্রিয়া বললো না আম্মু গাড়ি লাগবে না, মলি গাড়ি নিয়ে আসবে সবাই এক গাড়িতে মজা করতে করতে যাবো। ফেরার সময় মলি বাসায় ড্রপ করে যাবে।

আচ্ছা সাবধানে যাস। মেয়ের হাতে কয়েক হাজার টাকা দিলেন শপিংয়ে জন্য, আর বিভিন্ন খরচের জন্য।

ইমনের ও আজ ভার্সিটি ছুটি। সে রাশেদকে নিয়ে বের হয়েছে কিছু কেনাকাটা করতে।
কোইন্সিডেন্সলি মলে প্রিয়ার সাথে দেখা হয়ে যায়।

ইমন খুব খুশি হয় ওকে দেখে। আজ যেমন করেই হোক ওর সাথে কথা বলবোই। আমার সাথে আজ ওকে কথা বলতেই হবে।

রাশেদ বললো ইমন তোর তো লটারী লেগে গেছে। দুজনে কি আগে থেকেই প্ল্যান করে বেরিয়েছিস নাকি?

নারে দোস্ত প্ল্যান করা তো দূরের কথা এই মেয়ে তো আমার সাথে কথাই বলে না।

তাহলে আর অপেক্ষা করছিস কেন, পিছনে লেগে থাক। একসময় কথা বলবেই।

প্রিয়া আর মলি দুজনে দুটো ড্রেস নিয়ে ট্রায়াল রুমে গেলো।

প্রিয়ার জামার চেইন কিছুতেই খুলতে পারছে না, ও ডোর একটু ফাঁক করে স্নেহাকে ডাক দিল। স্নেহা একটু এদিকে আয় তো, হেল্প কর আমাকে। আমি ফেঁসে গেছি।

ইমন তো চোখে চোখে রাখছিল প্রিয়াকে। চারিদিকে নজর ঘুরিয়ে দেখলো আশেপাশে কেউ নেই।
ইমন ট্রায়াল রুমে ঢুকে পড়ল।

প্রিয়া উল্টো দিকে ফিরে ছিলো। বললো, এতক্ষণ লাগে আসতে? সেই কখন থেকে ডাকছি। দেখ আমি জামার চেইনটা কিছুতেই খুলতে পারছি না। মনে হয় সুতো আটকে গেছে। খুলে দে।

ইমন ইতঃস্তত করে হালকা হাতে চেইন টা ফ্রি করে দিলো।

কিরে তোর হাত এমন শক্ত লাগছে কেনো? বলেই ঘুরে দাড়াতেই প্রিয়ার মুখ হা হয়ে গেলো।
চিৎকার দিতে যাবে ঠিক তখনই ইমন একহাতে প্রিয়ার কোমর টেনে কাছে এনে আরেক হাতে ওর মুখ চেপে ধরলো।

চিৎকার করবেন না প্লিজ, আমাকে গণপিটুনি খাওয়াতে চান?

উম উম উম করতে লাগল প্রিয়া। মানে মুখ থেকে হাত সরাতে বলছে।

আমি হাত সরিয়ে নিলে চিৎকার করবেন না তো?

প্রিয়া ইশারায় না করলো।

ইমন প্রিয়ার মুখ থেকে হাত সরিয়ে নিল।

আস্তে করে বললো আপনি এখানে কেনো? এটা লেডিস ট্রায়াল রুম, আপনাকে এখানে আমার সাথে দেখলে আমার কি হবে ভেবেছেন?

স্যরি আমি বাধ্য হয়ে এসেছি। আপনার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছি কিন্তু কোনভাবেই কথা বলতে পারছিলাম না। আজ ভাগ্যক্রমে এখানে দেখা হয়ে গেলো।
আজ আপনাকে ছাড়ছি না। আমার সব কথা শুনতে হবে।

আগে এখান থেকে বের হতে হবে।
আমি আগে বের হই, তারপর সুযোগ বুঝে আপনাকে বের করবো।

প্রিয়া দরজা একটু ফাঁক করে দেখলো মলি আর স্নেহা দুজনে ড্রেস নিয়ে কথা বলছে। নিজে বেরিয়ে এসে অনেক গুলো ড্রেসের আড়ালে ইমনকে বের হতে সাহায্য করলো।

সেইফ মত ইমন বেরিয়ে একটু দূরে দাঁড়িয়ে রইলো।
কিন্তু ইমনের চোখ আটকে রইলো প্রিয়ার দিকে।

প্রিয়া তুই কোন ড্রেস নিলিনা যে, জিজ্ঞেস করলো মলি।

স্নেহার নজর এড়ায়নি ট্রায়াল রুম থেকে ইমনের বেরিয়ে আসা।

স্নেহা বললো ওতো আজকে কোন ড্রেস নিবে না। শপিং তো বাহানা মাত্র। ও এসেছে ডেট করতে।

প্রিয়া বললো কি বলছিস এসব?

স্নেহা বললো, ওই যে ছেলেটা আর তুই একসাথে ট্রায়াল রুমে ছিলি সেটা আমি দেখেছি। আর এই ছেলেটাই কলেজের সেই ছেলেটা। ঠিক বলেছি না? একদম মিথ্যে বলবি না।

মলি বললো বলিস কি, তাহলে ঐ ছেলে কলেজে গিয়ে প্রিয়ার জন্য বসে থাকতো?
ভেরি ব্যাড প্রিয়া আমাদের কাছে লুকানোর কি আছে? আমরা তোর ফ্রেন্ড।

প্রিয়া বললো, সত্যিই বলছি দোস্ত আমি কিছুই লুকাইনি। ইনফ্যাক্ট আমি ওই ছেলের সাথে কোনদিন কথাও বলিনি। বিলিভ মি।

তাহলে সে তোর ট্রায়াল রুমে কি করে ঢুকলো?

প্রিয়া সবটা ওদের খুলে বললো।
ওরা প্রিয়াকে বিশ্বাস করলো। চল ফুড কোডে গিয়ে বসি।

ওরা ফুড কোডে বসার পর ইমন আর রাশেদও ওদের পিছনে পিছনে চলে আসে। চেয়ার টেনে বসে পরে।

প্রিয়া কোন ভনিতা না করে বলে ওঠে, আপনি কিন্তু বেশি করছেন। এমন পিছু নিয়েছেন কেনো?

ইমন বললো, আমি আপনার সাথে দশ মিনিট একা কথা বলতে চাই।

মলি বলে কথা বল সমস্যা কি? আমরা পাশের টেবিলে গিয়ে বসি।
সবাই প্রিয়া আর ইমনকে একা ছেড়ে দিয়ে পাশের টেবিলে চলে গেলো। রাশেদ সবার জন্য খাবার অর্ডার করতে মেন্যু কার্ড দেখতে লাগলো। কে কি খাবে জিজ্ঞেস করে সেই মত অর্ডার দিয়ে দিলো।

স্নেহা বললো, ভাইয়া আমাদের বিল আমরা দেবো এটা বলে রাখলাম।

ভাইয়াও বলছো আবার বিলও দিতে চাচ্ছো। এটা কোন কথা হলো? ছোট বোনেরা খাবে আর বড় ভাই বিল দিবে এটাই স্বাভাবিক না? কোন কথা নেই যার যেটা ইচ্ছে অর্ডার করো।

সাদিয়া বললো, ভাইয়া সেটা না হয় বুঝলাম কিন্তু ওই টেবিলের ব্যাপারটা বুঝিয়ে বলেন তো?

রাশেদ বললো, বুঝিয়ে বলার কিছু নেই, ইমন প্রিয়াকে খুব ভালোবাসে। আর প্রিয়াও ইমনকে ভালোবাসে কিন্তু সে প্রকাশ করে না।

মলি বললো দুজনের দেখা হলো কোথায়?

আমি ইমন প্রিয়া আমরা একই সোসাইটিতে থাকি, পাশাপাশি বিল্ডিংয়ে। সেখানেই ওদের দেখা হয়েছে। প্রেম হয়েছে।

স্নেহা বললো আচ্ছা তাহলে এই ব্যাপার? ওরা সবাই হেসে ফেললো।

ওদিকে ইমন আর প্রিয়া কথা বলার জন্য বসেছে কিন্তু কেউ কোন কথা বলছে না। প্রিয়ার লজ্জাবনত মুখটা দেখতেই ইমনের বেশ লাগছে।
কথা কি বলবে মুগ্ধ চোখে তাকিয়ে দেখছে প্রিয়াকে।

রাশেদ ওদের জন্য খাবার অর্ডার করেছিলো, রাশেদ সেই খাবার ওদের টেবিলে দিয়ে গেলো আর বললো তোরা কথা বলবি তাই আমরা ভিন্ন টেবিলে বসেছি, কথা না বললে আলাদা বসে কি লাভ হলো?

ইমন লাজুক হাসলো একটু।
রাশেদ ওর পিঠ চাপড়ে চলে গেলো নিজেদের টেবিলে।

ইমন গলা খাকারি দিয়ে বললো আসুন খেতে খেতে কথা বলি।

প্রিয়া বললো আমি কিছু খাবো না, কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমি যাবো। আমার ফ্রেন্ডরা কি ভাবছে বলুন তো?

কিছু ভাববে না রাশেদ সব সামলে নিবে।
খেতে শুরু করুন।

বললাম তো আমি খাবো না।

আপনি না খেলে আমি নিজের হাতে আপনাকে খাইয়ে দিবো, কোন লোকলজ্জার ধার ধারি না আমি। নিন হা করুন।

আমি নিজেই খাচ্ছি। আমাকে খাইয়ে দিতে হবে না।

গুড গার্ল,

দুজনেই খেতে শুরু করলো।

প্রিয়া আপনি আমার কল রিসিভ করেন না কেনো? আমি আপনার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে থাকি, সেটা কি আপনি বোঝেন?
প্রথম দেখাতেই আমি আপনার প্রেমে পড়েছি। সারাক্ষণ আপনাকেই ভাবতে থাকি। কোন কাজ ঠিক মত করতে পারি না। আমার সব এলোমেলো হয়ে যায়। আমি আপনার মুগ্ধতায় আটকে গেছি।

প্রিয়া এসব শুনে খাওয়া বন্ধ করে বসে আছে। ওর হিচকি উঠেছে।
ইমন পানির গ্লাস এগিয়ে দেয়।

প্রিয়া সবটা পানি এক নিঃশ্বাসে শেষ করে। এই কথাগুলো শুনতে কেমন যেনো একটা অনুভুতি হচ্ছে। ভিতরে ভিতরে রোমাঞ্চিত হচ্ছে। একটা ভালো লাগার আবেশ ছড়িয়ে পড়ছে সর্বত্র। হৃদ কম্পন বেড়ে যাচ্ছে। সে নিজেও তো ভালোবাসে ইমনকে। কিন্তু এই কথা সে ইমনকে কোনদিনও বলতে পারবে না।

ইমন বললো, কি কথা বলছেন না যে? আমি কিছু জিজ্ঞেস করেছি।

আমি আপনাকে ভালোবাসি, আপনার সাথে সারা জীবন কাটাতে চাই, আপনার সাথে বুড়ো হতে চাই, আপনার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই।

প্লিজ বিউটিফুল কিছু বলুন।
আচ্ছা মুখে বলতে হবে না আপনি আমার হাতে হাত রাখুন তাহলেই আমি বুঝে যাবো।
ইমন প্রিয়ার দিকে দুহাত বাড়িয়ে দিলো।

একটু ইতস্তত করে কাপা কাপা হাত দুটো ইমনের দু হাত স্পর্শ করলো।

ইমন তার জবাব পেয়ে গেলো। প্রিয়াও ইমনকে ভালোবাসে।

চলবে…..

#ভুলে_থাকা_গল্প
#লেখা__ইয়ানা_রহমান
#পর্ব_৭

ইমন আর প্রিয়ার সাথে এখন অনেক ভাব। অফলাইন অনলাইন সব জায়গায়ই দুজনের কথা হয়।
ইমন ফুল দিয়ে হাঁটু মুড়ে বসে হিরো স্টাইলে প্রপোজ করেছে।
প্রিয়া ইমনের ফুল আর ভালোবাসা দুটোই একসেপ্ট করেছে কিন্তু নিজ মুখে ভালোবাসি কথাটা বলেনি।

রাশেদ আর নীপার মিল করিয়ে দেয়ার পদক্ষেপও প্রিয়াই নিয়েছে।

ফ্ল্যাশব্যাক,,,,

একদিন বিকেলে ছাদে বসে নীপা আর প্রিয়া গল্প করছিলো।
প্রিয়া বললো কিরে তোর খবর কি? আজকাল আর দেখি না কেনো? বাসায়ও আসিস না আর একটা কলও করিস না। কি হয়েছে তোর? আমাকে ভুলে গেছিস নাকি পড়াশুনা নিয়ে বেশি ব্যস্ত?

নীপা বললো নারে তেমন কিছু না। কারো সাথে কথা বলতে ভালো লাগে না। আর পড়ার টেবিলের ধারে কাছেও যাই না, পড়তে ভালো লাগে না।

প্রিয়া জিজ্ঞেস করলো তোর লাভ স্টোরির খবর কি?
কেমন চলছে তোদের ভাব ভালোবাসা?

নীপা বললো, এখানেই সব প্রবলেম। কেনো যে ভালোবাসতে গেলাম? ভালোবাসা মানেই কপালে কষ্ট বেধে নেয়া।

এ কথা বলছিস কেনো? ভাইয়ার সাথে ঝগড়া করেছিস নাকি?

আমাদের মাঝে সব শেষ হয়ে গেছে। ব্রেকআপ হয়ে গেছে আমাদের। এখন ওর সাথে কোন কথা হয় না, আমার সাথে কোন সম্পর্ক রাখতে চায় না রাশেদ।

আবার ব্রেকআপ? এটা কততম ব্রেকআপ? কবে হলো, এবার কে আগে করলো ব্রেকআপ?

কয়েকদিন আগে হয়েছে, প্রথমে আমি করছিলাম এরপর ও করেছে। আর স্যরি টু সে_ ব্রেকআপের কারণ তুই।
আমি তাকে বিশ্বাস না করে ভুল করেছি, এটাই আমার অপরাধ।

মানে কি বুঝিনি, আমি কিভাবে তোদের ব্রেকআপের কারণ হলাম, আমি তো কোনদিন তোর বয় ফ্রেন্ডকে দেখিইনি কথা বলা দূরে থাকুক।

নীপা কেঁদে কেঁদে সেদিনের সব কথা প্রিয়াকে বললো। রাশেদকে আমি খুব ভালোবাসি ওকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হয়। ও আমার সাথে কোন রকম যোগাযোগ করে না। আমি কল দিলে রিসিভ করে না। কালকে দেখলাম আমার নাম্বার ব্লক করে দিয়েছে। আমার সামান্য এই কথায় কি ও এতো রেগে যাবে যে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিবে? ফুপিয়ে ফুপিয়ে কাদতে লাগলো নীপা।

বলিস কি ইয়ার!
আমার খুব খারাপ লাগছে তোর জন্য।
আমি কোনভাবে তোর উপকারে আসতে পারলে ভালো হতো। আমি কোন অপরাধ না করেও অপরাধী হয়ে গেলাম। এখানে আমার কি কিছু করার আছে?

তুই কি সত্যিই আমার উপকার করতে চাস?

হুম কোন সুযোগ থাকলে অবশ্যই করবো। বল কি করতে হবে?

তাহলে তোর ফোন দিয়ে রাশেদকে সব খুলে বল, আর আমাদের প্যাচাপ করিয়ে দে।

আমি কিভাবে উনাকে ফোন করবো চিনি না জানি না কখনো দেখিও নি। কি ভাববেন উনি আমাকে?

তুই উপকার করতে চাস না সেটাই বল। আমার বুকের যন্ত্রণা তুই বুঝবি না। ইমন ভাই তোর জন্য পাগল সেই খেসারত দিচ্ছি আমি।

ইমন ভাইয়া আমাকেও কল দেয় মেসেজ দেয় কিন্তু আমি কোন রেসপন্স করি না। প্রেমে পড়তে আমার ভয় লাগে।
যদি তোদের মত ব্রেকআপ হয় সেই কষ্ট তো আমি নিতেই পারবো না, একদম ম/রে যাবো।
ঠিক আছে আমি একটু ভেবে দেখি অন্য কোনভাবে প্রবলেম সলভ করা যায় কিনা।

অন্য কিভাবে করবি শুনি?

আজকে ইমন ভাইয়াকে মেসেজ করে বলবো তোর সমস্যা যেনো সমাধান করে দেয়। কারণ সমস্যা সেই সৃষ্টি করেছে, সলভ ও তাকেই করতে হবে।

এই যে তুই বললি ইমন ভাইয়ার সাথে কখনো কথা বলিসনি!

আজ তোর জন্য একটা টেক্সট অবশ্যই করবো। তুই কাদবি আর আমি বসে বসে দেখবো? কাভি নেহি।

নীপা প্রিয়াকে জড়িয়ে ধরলো, থ্যাংকস ইয়ার।

আমি নিজেও ইমন ভাইয়াকে কল করে বলতে পারতাম কিন্তু আমি রাশেদকে তোকে নিয়ে সন্দেহ করেছি এই কথা আমি তাকে কিভাবে বলবো। লজ্জায় আর বলতে পারিনি।

রাতের বেলা প্রতিদিনের মত ইমন কল করলো। কোন রেসপন্স পেলো না। তারপর মেসেজ করলো,
হেই বিউটিফুল লেডি কেমন আছেন, কি করছেন? এই অধমকে একটু পাত্তা দেন। আমি আপনার প্রেমের কাঙ্গাল। একটু কথা বলে আমাকে বাঁচান। কলিজা যে জ্বলে যাচ্ছে। হাসফাস করছে বুকের ভিতর। বুকের ভিতরের রক্তক্ষরণ যদি আপনাকে দেখাতে পারতাম। তাহলে আপনি আর দূরে থাকতে পারতেন না।
ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি।

প্রিয়া রিপ্লাই দিলো ঠিকই কিন্তু অন্য কোন কথার ধার দিয়েও গেলো না, সোজাসুজি বললো,
আমার একটা অনুরোধ রাখবেন?

ইমন কয়েকটা লাভ ইমুজি পাঠিয়ে বললো, অনুরোধ না করে হুকুম করেন, আপনার সব ইচ্ছে পূরণ হয়ে যাবে।

আপনার কারণে নীপা আর ওর বয়ফ্রেন্ডের মাঝে ঝামেলা চলছে সেটা সলভ করুন। সমস্যা আপনি তৈরি করেছেন তাই সমাধানও আপনাকেই করতে হবে।

ওদের আবার কি সমস্যা? আমি কিভাবে এই সমস্যার সাথে রিলেটেড? ঠিক বুঝলাম না। খুলে বলুন তো। রাশেদ তো আমাকে এই ব্যাপারে কিছুই বলেনি?

আপনি সেদিন নীপার bf কে দিয়ে আমার খোঁজ নিতে বলায় ওদের মাঝে ভুল বোঝাবুঝি হয়, তখন থেকেই দুজনের মাঝে মান অভিমান চলছে। কথা বন্ধ, ব্লক করেছে নীপাকে।

ও মাই গড আমি তো এসবের কিছুই জানি না। আমি এখনই রাশেদের সাথে কথা বলে সব ঠিক করার চেষ্টা করবো।

ওকে থ্যাংকস বলে অনলাইন থেকে বেরিয়ে যায় প্রিয়া।

বর্তমান__

ইদানিং চম্পা হুটহাট যখন তখন বোনের বাসায় চলে আসে। এখানে বোনের মায়ার চেয়ে ইমনের প্রতি আকর্ষণটাই বেশি কাজ করে।
চম্পা ইমনকে মন দিয়ে বসে আছে। তাই ইমনকে সে চোখে হারায়। থাকতে পারে না হোস্টেলে, প্রতি সপ্তাহের বৃহস্পতি বার কলেজ ছুটি হলেই চলে আসে আর রবিবার সকালে ক্লাস শুরু হওয়ার আগেই চলে যায়।

ইতি মধ্যে ইমনের সাথে বেশ ভাব জমিয়ে ফেলেছে। দুজনে খুব বন্ধুত্ব।
হাসি আড্ডা গল্প কোনটাতেই ক্লান্তি নেই।

লিমন চৌধুরী চম্পাকে বলেছে নিজেদের এতো বড় বাসা রেখে হোস্টেলে থাকার কি দরকার, এখানে এসে থাকো।

সেটা ভালো দেখায় না ভাইয়া। আর আমি তো প্রতি সপ্তাহেই আসছি।

স্বামীর কথায় সায় দিয়েছে লিজা। আমি থাকতে তুই হোস্টেলে থাকিস এটা আমার কাছেও ভালো লাগে না। দেখ আমরা সারাদিন বাসায় থাকি না।
তোর ভাইয়া সকালে বেরিয়ে যায় ফিরে সেই রাতে। আর আমি সকালে বেরিয়ে ফিরি দুপুরে, আবার বিকেলে বেরিয়ে যাই কোচিং ক্লাসের জন্য। ইমনও তেমন বাসায় থাকে না। তাই বলছি এখানে তোর পড়াশুনার কোন সমস্যা হবে না। নিরিবিলি পরিবেশে পড়তে পারবি আর হোস্টেলের খাবারের কথা তো আমি জানি। মামা মামীর সাথে কথা হলেই তারা তোর খাওয়া দাওয়া নিয়ে খুব চিন্তা করে। বলে ওর তো হাবিজাবি খেয়ে অভ্যাস নেই, কেমন করে ম্যানেজ করছে আল্লাহ ই যানে।
আর কোন চিন্তা না করে আমার এখানে ব্যাগ গুছিয়ে চলে আয়।
গেস্টরুম তো সারাবছর খালিই পরে থাকে। তোর কোন অসুবিধা হবে না আশা করি।

ইমন ভাইয়া কিছু মনে করবে নাতো?

না না আমার ইমন তেমন ছেলেই না। তুই নির্দ্বিধায় এখানে শিফট করে ফেল।

আচ্ছা সব গুছিয়ে চলে আসবো।

ইমন আর চম্পার খুব ভাব, একই সাবজেক্ট হওয়াতে চম্পা ইমনের থেকে পড়া বুঝে নেয়। কখনো ইমনের ঘরেই বসে পড়ে।

ইমন চম্পাকে বন্ধু ভেবেই মিশে। আবার ভাবীমার বোন হয়। তাই কোন সংকোচ করে না।

কিন্তু চম্পা যে ইমনকে মন দিয়ে বসে আছে। সে সব সময় ইমনের আগেপিছে থাকে। ইমনকে ইমপ্রেস করতে চেষ্টা করে। ইমনের পছন্দের বিভিন্ন রকম খাবার রান্না করে খাওয়ায়, মাঝে মাঝে ইমনকে গিফট কিনে দেয়। ইমনকে বাইরে থেকে ঘুরিয়ে আবার বায়না ধরে।

ফ্ল্যাশব্যাক_

জানুয়ারী মাসের শেষের দিকে ইমনের ভার্সিটি থেকে পিকনিকে গেলে চম্পা জোর করে ইমনের সাথে গেস্ট হিসেবে গিয়েছিলো।
ভাবীমা বলেছিলো চম্পাকে সাথে করে নিয়ে যা একটু ঘুরে আসবে। সারাদিন মেয়েটা একা একা থাকে। বাবা মাকে ছেড়ে এসে এমনিতেও ওর মনটা উদাস থাকে।

রাশেদ ইমনের কানে কানে বলেছিলো তোর কপাল দেখে হিংসে হচ্ছে ব্যাটা, বাসায় একজন আবার সাথে একজন নিয়ে ইনজয় করছিস।
মাম্মা প্রিয়া জানে তোমার এই নয়া বান্ধবীর খবর?

ইমন হেসে বলেছিলো কি বলিস এসব, প্রিয়া ছাড়া আমার জীবনে আর কেউ নেই আর আসবেও না কোনদিন।
ভাবীমা রিকুয়েস্ট করাতে নিয়ে আসতে বাধ্য হয়েছি। জানিস তো ভাবীমার কথা ফেলতে পারি না।

বর্তমান__

ইমনের সরল মন ভাবে মেয়েটা একটু বেশিই ভালো আর সরল প্রকৃতির। হয়তো এই বাড়িতে থাকে বলে সবসময় মিইয়ে থাকে।

ইদানিং প্রিয়ার সাথে ইমনের খুব একটা কথা হয় না। সামনে প্রিয়ার ফাইনাল এক্সাম।

ইমন নিজেই ওকে কথা বলা বা দেখা করার জন্য প্রেসার করে না। পড়া আগে। একটু এদিক ওদিক হলেই দুই বছরের পরিশ্রম বিফলে যাবে। প্রিয়ার ইচ্ছা ডাক্তার হবে। তাই ভালো রেজাল্টও করতে হবে।

পড়তে পড়তে যখন হাপিয়ে ওঠে তখন প্রিয়া নিজে থেকেই ভিডিও কলে ইমনের সাথে একটু কথা বলে, একটু চেহারাটা দেখে নেয়। তাতে প্রিয়া খুব শান্তি পায় মনে। প্রিয়া ইমনকে যে খুব ভালোবাসে। মন থেকে ভালবাসে।

দেখতে দেখতে প্রিয়ার এইচ এস সি পরীক্ষা শেষ হয়। খুব ভালো পরীক্ষা দিয়েছে প্রিয়া।

দুইমাস পর রেজাল্ট আউট হয়। প্রিয়া এবারও গোল্ডেন এ প্লাস পেয়েছে। সবাই খুব খুশি। এর মাঝে ইমনের সাথে বাইরে কয়েকবার দেখা করেছে। সাথে ওর বান্ধবীরাও ছিলো।
যতবার দেখা হয়েছে ততবার ইমন এক্সপেন্সিভ গিফট কিনে সারপ্রাইজ দিয়েছে। প্রিয়ার বান্ধবীদের রেস্টুরেন্টে খাইয়েছে, মুভি দেখতে নিয়ে গেছে। সবাই ইমনকে খুব ভালো জানে।

প্রিয়া ফার্মগেটে একটা মেডিকেল কোচিং সেন্টারে ভর্তি হয়। সুযোগ বুঝে ইমন সেখানে গিয়ে প্রিয়ার সাথে দেখা করে। কিছুক্ষণ হাতে হাত রেখে আশেপাশে ঘুরে বেড়ায়।

দুজন দুজনকে খুব ভালোবাসে। খুব চায় একে অপরকে। প্রিয়া বলে আমাকে ছেড়ে যাবে না তো? কোনদিন ঠকাবে নাতো? কথা দাও ইমন।

ইমন প্রিয়াকে কথা দেয় আমি সারাজীবন তোমার থাকবো। আমার দ্বারা তুমি কোনদিন প্রতারিত হবে না। আমিও যে তোমাকে খুব ভালোবাসি। তোমাকে ছাড়া কিছু ভাবতেও পারি না। তুমি পাশে থাকবে না ভাবলেও আমার শ্বাস বন্ধ হয়ে আসে। যেমন করেই হোক তোমাকে আমার করে নিবোই। যে কোন মূল্যে তোমাকে আমার চাই। তোমাকে ছাড়া আমি বাঁচবো না।

প্রিয়া ইমনের বুকে মাথা রেখে আনন্দে পুলকিত হয়। ইমন আজ কথা দিয়েছে শুধু ওর হয়েই থাকবে। এতো সুখ ওর কপালে সইবে তো? দুফোঁটা চোখে জল গড়িয়ে পড়ে।
ইমন চোখের পানি মুছে দিয়ে গাঢ় করে প্রিয়ার কপালে ভালোবাসার পরশ দেয়। প্রিয়া আরো শক্ত করে ইমনকে জড়িয়ে ধরে। ইমন সায় দেয় সেই ভালোবাসার বন্ধনকে। নিজেও টাইট হাগ দেয় প্রিয়াকে।

প্রিয়া বলে ইমন
ড্রাইভার চাচা যাতে আমাদের একসাথে না দেখে। তাহলে আম্মুর কাছে খবর পৌঁছুতে দেরি হবে না।
হুম আমি খেয়াল রাখবো।

তাই ওরা খুব সাবধানে দেখা করে। ওরা দুজনের কেউ চায় না ওদের সম্পর্কের কথা এতো তাড়াতাড়ি কেউ জানুক।

ইমনের ইচ্ছে ও বিদেশে গিয়ে
পিএইচডি করবে আর এদিকে প্রিয়া নিজের পড়াশুনা শেষ করবে। তারপর প্রস্তাবের মাধ্যমে প্রিয়াকে বিয়ে করে ঘরে তুলবে।

চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here