প্রেম_ফাল্গুন #পর্ব_৭

#প্রেম_ফাল্গুন
#পর্ব_৭
#Nishat_Jahan_Raat (ছদ্মনাম)

“সব কথা এক্সপ্লেইন করে বলতে হবে কেনো? কিছু কথা মন থেকে বুঝে নেওয়ার মন মানসিকতা তৈরি করতে হয়।”

“আমাকে বুঝার মন মানসিকতা আছে আপনার?”

“আছে হয়তো!”

লিলির থেকে চোখ ফিরিয়ে ববি শপ কিপারের দিকে তাকালো। শপ কিপার তন্মধ্যে দোকানের সমস্ত চুড়ি বের করে লিলির সম্মুখে সাজিয়ে দিলো। নিষ্পলক দৃষ্টিতে লিলি সবকটা চুড়ি হাত বুলিয়ে দেখছে। ঠোঁটে তার বিস্ময়ের হাসি। চোখে, মুখে ও প্রবল উচ্ছ্বাসতা৷ ববির দিকে এক পলক তাকিয়ে লিলি লাল, কালো এবং নীল রঙ্গের তিন ডজন চুড়ি হাতে নিলো। ববি সবুজ রঙ্গের এক ডজন চুড়ি হাতে নিয়ে আচমকা লিলির বাম হাতটা ধরতেই লিলি বিস্মিত ভরা চোখে ববির দিকে তাকিয়ে বলল,,

“কি করছেন ববি ভাই?”

“আ’ম গেসিং, গ্রীণ কালারটা তোমার হাতে ভীষষষণ মানাবে।”

ববি ব্যস্ত লিলির হাতে চুড়ি পড়াতে। লিলি চেয়ে ও ববির হাতটা সরাতে পারছে না। জোর খাটিয়ে ববিকে বারণ করতে পারছে না। প্রচন্ড রকম অজানা কিছু দ্বিধা কাজ করছে তার মধ্যে। ববির হাতের প্রতিটা ছোঁয়ায় লিলির শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। অজানা সুখে সে চোখ জোড়া বুজে আছে। চুড়ি গুলো লিলির হাতে সম্পূর্ণ পড়িয়ে ববি ক্ষীণ হেসে লিলির হাতের দিকে তাকিয়ে বলল,,

“পার্ফেক্ট।”

লিলি ফট করে চোখ জোড়া খুলে হাতের দিকে তাকালো। চুড়ি গুলো আসলেই লিলির হাতে দারুন মানিয়েছে। মৃদ্যু হেসে লিলি ববির দিকে তাকালো। ববি নিষ্পলক দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে বলল,,

“তাহলে, গ্রীণ কালারটা ও প্যাক করতে বলি। আর কিছু? মানে কাজল, নেইল পলিশ, লিপস্টিক?”

“না। আর কিছু লাগবে না।”

“আলতা?”

“না ববি ভাই। আর কিচ্ছু লাগবে না।”

“সিউর?”

লিলি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানাল। ববির নির্দেশে শপ কিপার চার জোড়া চুড়ি প্যাক করে দিলো। লিলির হাত ধরে দোকান থেকে প্রস্থান নিতেই লিলি ফ্যাল ফ্যাল চোখে ববির দিকে তাকিয়ে বলল,,

“ববি ভাই৷ বাসায় ফিরে চাচীকে কি বলব? মানে, চাচী যদি জিগ্যেস করেন চুড়ি গুলো কে দিয়েছে?”

“বলবে আঙ্কেল কিনে দিয়েছে, সিম্পেল!”

লিলি মুখটা কালো করে বলল,,

“ববি ভাই। চাচাকে তো এখনো খুঁজে পেলাম না!”

“ওহ্ শীট। ভুলেই গেছি। চলো নিচ তলায় যাই। গো ফার্স্ট।”

“হুম চলুন।”

লিলির হাত ধরে ববি লিফট বেয়ে গ্রাউন্ড ফ্লোরে নেমে এলো। শপিং কমপ্লেক্সের বাইরে লাইটের আলোতে কয়েকটা ফুচকা স্টল দেখা যাচ্ছে। ববি আচমকা লিলির হাত ধরে দৌঁড়ে শপিং কমপ্লেক্স থেকে প্রস্থান নিয়ে সোজা ফুচকা স্টল গুলোর দিকে অগ্রসর হলো। লিলি নির্বিকার ভঙ্গিতে ববির দিকে তাকিয়ে বলল,,

“কোথায় যাচ্ছেন ববি ভাই?

” সামনে তাকাও।”

লিলি চোখ ঘুড়িয়ে সামনে তাকাতেই ফুচকা স্টল গুলো দেখতে পেলো। ইতোমধ্যেই লিলির জিহ্বায় পানি চলে এলো। লোভনীয় ঢোক গিলে লিলি ভীষষষণ উত্তেজিত হয়ে ববির দিকে তাকিয়ে বলল,,

“ফুচকা?”

“ইয়েস।”

“সেই কবে খেয়েছি৷ মনেই পড়ছে না।”

“এবার থেকে রোজ মনে পড়বে। যতো ইচ্ছে ততো খেতে পারবে!”

“কিভাবে?”

“নিয়ম করে রোজ আমার সাথে এই সময়টায় চলে আসবে। সিম্পেল!”

“সেই কপাল আমার নেই ববি ভাই। চাচী জানতে পারলে আমাকে বাড়ি থেকে বের করে দিবেন। তখন যাবো কোথায়? থাকব কোথায়?”

“কেনো? আমার বাড়িতে যাবে। আমার বাড়িতে থাকবে!”

লিলি ভ্রু যুগল কুঁচকে অপার বিস্ময় নিয়ে বলল,,

“মানে?”

লিলির দু চোখে তাকিয়ে ববি মলিন হেসে বলল,,

“নাথিং। জাস্ট কিডিং!”

ফুচকা খেতে ব্যস্ত লিলি। ববি ব্যস্ত লিলিকে দু চোখের তৃষ্ণা মিটিয়ে দেখতে। পর পর দুই প্লেইট ফুচকা শেষ করেছে লিলি। তিন প্লেইট ফুচকা প্রায় শেষের পর্যায়ে আছে। অনেক জোর করার পরে ও ববি রাজি হয় নি ফুচকা খেতে। অপারগ হয়ে লিলি তীব্র লোভের বশবর্তী হয়ে নিজেই একা খেয়ে চলছে। খাওয়ার শেষ পর্যায়ে এসে লিলির আচমকা চোখ গেলো শপিং কমপ্লেক্সের নিচ তলায়৷ ঘর্মাক্ত হয়ে চোখে অসংখ্য ভয়, আতঙ্ক নিয়ে জুবায়ের আহমেদ এদিক সেদিক তাকাচ্ছেন। দেখেই বুঝা যাচ্ছে উতলা চোখে উনি লিলিকে খুঁজছেন। খাওয়া থামিয়ে লিলি দৌঁড়ে রাস্তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে জোরে চেঁচিয়ে বলল,,,

“চাচাচাচাচা।”

ভীড়ে আবদ্ধ লোকজনের শোরগোলে, যানবাহনের আওয়াজে লিলির চিৎকার জুবায়ের আহমেদের কান অব্দি পৌঁছায় নি। ববি পেরেশান হয়ে লিলির পাশে দাঁড়িয়ে লিলির হাতটা ধরার পূর্বেই লিলি রাস্তার মাঝখানে চলে গেলো। জুবায়ের আহমেদকে ডাকতে সে ব্যস্ত। কোনো দিকেই তার ভ্রুক্ষেপ নেই। দুপাশ থেকে দুটো বাস, অটো ধেঁয়ে আসছে। ববি উত্তেজিত হয়ে গলা ফাঁটা চিৎকার দিয়ে বলল,,

“লিলিলিলিলি। পিছনে নেমে এসো।”

চোখে তীব্র আতঙ্ক নিয়ে লিলি পাশ ফিরে তাকাতেই অটোটা তার সম্মুখে ধেঁয়ে এলো।চোখ জোড়া বুজে লিলি কানে দুহাত চেঁপে আত্নচিৎকার দিয়ে বলল,,

“ববি ভাভাভাই প্লিজ সেইফ মি।”

ববি এবং লিলির বুক ফাঁটা চিৎকারে জুবায়ের আহমেদ চোখে প্রবল আতঙ্ক নিয়ে রাস্তার দিকে তাকাতেই পিছন থেকে ববি দৌঁড়ে এসে লিলিকে হেচকা টান দিয়ে রাস্তার ফুটপাতে নিয়ে এলো। ইতোমধ্যেই লিলি অজ্ঞান হয়ে ববির বুকে লুটিয়ে পড়ল৷ লিলির সমস্ত শরীর জুড়ে ঘাম বহমান। জ্ঞান হারানোর পরে ও সে খানিক ক্ষণ বাদে কেঁপে কেঁপে উঠছে। লিলিকে বুকের মাঝে ঝাপটে ধরে ববি চোখ বুজে বড় বড় শ্বাস ফেলছে। তার শরীর জুড়ে ও ঘাম বহমান। ভয়ে, আতঙ্কে, উত্তেজনায় ববির বুকটা ধড়ফড় করে কাঁপছে। ববি নিজে ও জ্ঞান হারিয়ে ফেলার পর্যায়ে এসে ঠেকেছে। লিলিকে অক্ষত অবস্থায় সেইফ করতে পেরে ও ববি শান্তি হচ্ছে না। উদ্বিগ্নতা কাজ করছে মনে। তন্মধ্যেই জুবায়ের আহমেদ এক ছুটে রাস্তার অপর পাশে চলে এলেন। হাতে থাকা গিফ্টের প্যাকেট টা নিচে রেখে উনি শুকনো ঢোক গিলে ববির কাছ থেকে লিলিকে নিজের বুকে আগলে ধরে কান্নাজড়িত স্বরে বললেন,,

“আমার উদাসীনতার জন্যই আজ তুই মরতে মরতে বেঁচে গেলি লিলি। আজ যদি তোর কোনো ক্ষতি হয়ে যেতো আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না লিলি।”

ববি কপালে হাত দিয়ে চোখ, মুখ কুঁচকে জুনায়েদ আহমেদের পাশে দাঁড়িয়ে আছে। শরীর তার ঢুলছে৷ বুকের কাঁপুনিটা ও থামছে না। ক্রমশ বাড়ছে। ঘটনার আকস্মিকতায় সে ভীষণ ঘাবড়ে গেছে। জুনায়েদ আহমেদ শুধু লিলিকে নিয়েই ব্যস্ত৷ আশে পাশে কর্ণপাত করার সময় নেই। ফুচকা ওয়ালা লোকটা এসে লিলির চোখে, মুখে পানি ছিটাচ্ছে। আশে পাশের লোকরা এসে চারপাশে ভীড় জমিয়ে রেখেছে। এতোক্ষনে জুবায়ের আহমেদের নজর ববির দিকে পড়ল। চোখে জল নিয়ে উনি উদ্বিগ্ন হয়ে নিস্তেজ হয়ে দাঁড়িয়ে থাকা ববির দিকে তাকিয়ে বললেন,,

“ববি৷ তুমি ঠিক আছো তো?”

ববি কপাল থেকে হাত সরিয়ে নিজেকে খানিক স্থির করে লিলি এবং জুবায়ের আহমেদের সম্মুখে দাঁড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকা লিলির দিকে তাকিয়ে বলল,,

“ঠিক আছি আঙ্কেল। ইমেডিয়েট লিলির সেন্স ফেরানো দরকার। আই থিংক লিলিকে নিয়ে পাশের কোনো হসপিটালে যাওয়া উচিত।”

পানির ছিটানোর শেষ পর্যায়ে লিলির সম্মতি ফিরল৷ পিটপিট চোখে লিলি চোখ খুলে সম্মুখে তাকালো। জুবায়ের আহমেদকে দেখা মাএই লিলি বুক ভাসিয়ে কেঁদে বলল,,

“চাচা। আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গেলে? ভীষণ ভয় পেয়েছিলাম আমি। ববি ভাই না থাকলে আজ আমার অনেক অনেক অনেক বিপদ হয়ে যেতো।”

“স্যরি লিলি৷ আমি তোর ঠিক খেয়াল রাখতে পারি নি। তুই আমার হাতটা ছাড়লি কেনো বল তো? হাত ছাড়তেই তো, আমি তোকে হারিয়ে ফেললাম।”

ববি ব্যতিব্যস্ত হয়ে লিলির সম্মুখে দাঁড়িয়ে বলল,,

“ব্যাটার লাগছে কিছুটা? সিক ফিল করলে বলতে পারো পাশেই হসপিটাল আছে।”

লিলি অশ্রুসিক্ত চোখে উদগ্রীব হয়ে ববির দিকে তাকিয়ে বলল,,

“নাও ব্যাটার লাগছে। ববি ভাই। আপনি ঠিক আছেন তো?”

প্রতিত্তুরে ববি লিলিকে কিছু না বলে জুবায়ের আহমেদের দিকে তাকিয়ে বলল,,

“আঙ্কেল। আই থিংক এখন আপনাদের বাড়ি যাওয়া উচিত৷ নেক্সট টাইম এই অপদার্থ মেয়েটাকে নিয়ে রাস্তায় বের হতে অনেকটাই কেয়ারফুল থাকবেন।”

তুখোড় রেগে ববি চোয়াল শক্ত করে লিলির দিকে তাকিয়ে বলল,,

“রোলস জানে না, মেনার্স জানে না, চলাফেরা জানে না, রাবিশ একটা, টোটালি ইরেটেটিং গার্ল!”

রাগে গজগজ করে ববি ফুচকা ওয়ালার বিল মিটিয়ে প্রস্থান নিলো। লিলি চোখে জল নিয়ে হতভম্ব ভঙ্গিতে ববির যাওয়ার পথে তাকিয়ে আছে। জুবায়ের আহমেদ ও অকস্মাৎ রাগান্বিত হয়ে লিলিকে বললেন,,

“ববি কিছু ভুল বলে নি লিলি। তোর নিজে থেকে সতর্ক হওয়া উচিত ছিলো। ডানে, বায়ে তাকিয়ে চলবি তো নাকি? মাঝে মাঝে এমন সব নির্বুদ্ধিতার পরিচয় দিস না, তখন তোকে বকতে খুব ইচ্ছে করে।”

লিলি চোখের জল ছেড়ে মাথা নিচু করে বলল,,

“তোমাকে দেখে খুশিতে প্রবল আত্নহারা হয়ে গিয়েছিলাম চাচা। তাই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তাছাড়া, আমি গ্রামের মেয়ে। এই শহরের বড় বড় রাস্তাঘাট, যানবাহনে আমি অতোটা অভ্যস্ত নই। গ্রামের মতো জনশূণ্য খালি মাঠ ভেবে আমি রাতের ভয়ঙ্কর রাস্তায় উঠে গেছিলাম। এর জন্য আমি খু্ব অনুতপ্ত চাচা। তোমার কাছে ও অনুতপ্ত৷ ববি ভাইয়ের কাছে ও।”

জুবায়ের আহমেদ লিলির মাথায় হাত বুলিয়ে বললেন,,

“হয়েছে হয়েছে। আর অনুতপ্ত হতে হবে না। বাড়ি চল। আর একটু বিলম্ব হলে হয়তো তোর চাচী আমাদের বাড়িতেই ঢুকতে দিবে না। অলরেডি রাত সাড়ে আটটা বাজছে।”

“চলো চাচা।”

জুবায়ের আহমেদ গিফট সহ লিলিকে নিয়ে একটা খালি রিকশায় উঠে পড়লেন। ঐ দিকে ববি রিকশায় উঠে তার বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে৷ রাগে, জেদে ববির মাথায় আগুন জ্বলছে। লিলির কেয়ারলেসের জন্যই আজ অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেতো। যার প্রভাব সম্পূর্ণ ববির উপর পড়ত। লিলির সামান্য আত্নচিৎকারে ববি এতোটা ঘাঁবড়ে গেছে এর চে বড় বিপদ হলে হয়তো ববি এতক্ষণে হার্ট ফেল করত। অনেক চেষ্টার পরে ও ববি রাগ কন্ট্রোল করতে পারছে না। জুবায়ের আহমেদ তাৎক্ষণিক লিলিকে আগলে না নিলে হয়তো ববি ঠাটিয়ে লিলির গালে কষে এক চড় বসিয়ে দিতো। যে করেই হোক, রাগ তো কন্ট্রোল করতেই হতো!

সামনের চুল গুলো টেনে ববি প্যান্টের পকেটে হাত দিয়ে কিছু একটা খুঁজছে। মিনিট কয়েক বাদে ববি পকেট থেকে সিগারেটের একটা প্যাকেট বের করে একটা সিগারেট হাতে নিয়ে ক্ষীণ স্বরে রিকশাওয়ালাকে ডেকে বলল,,

“মামা। লাইটার হবে?”

“হ্যাঁ মামা।”

রিকশাওয়ালা রিকশা থামিয়ে ববির হাতে লাইটারটা দিতেই ববি সিগারেটটা জ্বালিয়ে নাক, মুখ খিঁচে লাগাতাড় ফুঁকতে লাগল। নাক দিয়ে ধোঁয়া বের করে ববি বেশ ক্ষুব্ধ স্বরে বলল,,

“আই উয়িল সি ইউ লিলি। তোমার জন্যই আজ আমাকে এতো ভয় পেতে হলো। আবারো রাগটা মাথা চাঁড়া দিয়ে উঠল!”

রাত দশটা। রাতের ডিনার সেরে লিলি রেশমী এবং রনকের পাশে শুয়ে আছে। স্থির চোখে লিলি বেড থেকে খোলা জানালা দিয়ে রাতের নিস্তব্ধ আকাশের দিকে তাকিয়ে আছে। দৃষ্টি তার পলকহীন। থালার মতো গোল চাঁদের আশেপাশে সঙ্গী হয়ে ক্ষুদ্র তাঁরা রা ছুটোছুটি করছে। সৃষ্টির এই অপার সৌন্দর্যে বিমোহিত লিলি। জোসনা রাতের এই স্নিগ্ধ আভা তে গাছপালা, আশেপাশের বিশাল বড় বিল্ডিং, শুধু তাই নয় পুরো প্রকৃতি এক মায়াজালে আচ্ছন্ন হয়ে আছে। সেই মায়ায় মোহিত হয়ে লিলি ঠোঁটের কোণে মৃদ্যু হাসি ফুটিয়ে পরক্ষণেই মুখটা আবার বিষন্ন করে নিলো৷ ববির দেওয়া সমস্ত চুড়ি ঐ সময়ের আকস্মিক দুর্ঘটনায় রাস্তায় পড়ে ভেঙ্গে চূড়ে চুরমার হয়ে গেছে। চুড়ির একটা কণা ও সে হাতে তুলে বাড়ি ফিরতে পারে নি। মুখে মন খারাপের রেখা টেনে লিলি কাঁথা মুড়ি দিয়ে চোখ জোড়া বুজে নিলো। ববির রাগী মুখটা বার বার লিলির দুটোখে ভাসছে। লিলি বেশ আঁচ করতে পেরেছে লিলির বেখেয়ালিপনার জন্যই ববি আজ প্রচন্ড রেগে গেছে। যা তার গৌড়বর্ণের আদলে রক্তিম হওয়া মুখটা চাক্ষুস প্রমাণ দিয়েছে। রাগলে ববিকে দেখতে কতোটা ভয়ঙ্কর লাগে তা লিলি আজ স্বয়ং চোখে অবলোকন করল। আর এ ও বুঝতে পারল রেশমী এবং রনক অযথা ববিকে ভয় পায় না!

,
,

কেটে গেলো দীর্ঘ ছয় দিন। এই ছয় দিনে ববি যতোবারই রেশমী, রনককে পড়াতে এসেছে ততোবারই লিলিকে একবার না একবার ড্রইং রুম, কিচেন রুম নয়তো রেশমীর রুমে দেখতে পেয়েছে। রাগের রেশ এখনো কাটে নি ববির। রাগান্বিত চোখে ববি প্রতিবার লিলির দিকে তাকিয়েছে। লিলি প্রচন্ড ভয়ে প্রতিবারই মাথাটা নিচু করে অপরাধী ভাব নিয়ে দাঁড়িয়ে থেকেছে। চোখ তুলে ববির রাগী মুখটার দিকে তাকানোর সাহস যোগাতে পারে নি। ববি অবশ্য ভেতরে ভেতরে প্রচুর মজা পেতো লিলির ভয়ার্ত লাল ফেইস দেখে৷ তবে লিলির সামনে কখনো তা প্রকাশ করে নি। লিলি বহুবার চেষ্টা করেছে ববিকে স্যরি বলতে। ববি খুব নিঁখুতভাবে লিলিকে এড়িয়ে গেছে। এই বিষয়টা নিয়ে লিলি ভেতরে ভেতরে খুব আপসেট হয়ে আছে। যা তার সর্বক্ষণের মৌণতা দেখলেই বুঝা যায়।

ঐ দিকে জুবায়ের আহমেদ খুব টেনশানে আছেন। এক সপ্তাহ শেষ হওয়ার আর মাএ একদিন বাকি। পরশু দিনই জুবায়ের আহমেদের শ্বশুড়, শ্বাশুড়ী বাড়ি ফিরবেন। বাড়ি ফিরে যদি লিলিকে দেখতে পান, তাহলে হুলুস্থুল কান্ড বেঁধে যাবে। এছাড়া ও, সোনিয়া আহমেদ রেডি হয়ে আছেন, কখন লিলিকে এই বাড়ি থেকে তাড়াবেন। একজনের বাড়তি খরচ কমাবেন। মোদ্দা কথা, উনি এক প্রকার পরশুর অপেক্ষা নিয়ে অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। তন্মধ্যেই জুবায়ের আহমেদ লিলির বাড়িতে কল করে তাদের ইনফর্ম করেছেন, লিলি ভালো আছে, সুস্থ আছে, হয়তো কয়েকদিন পরেই গ্রামে ফিরে যাবে। উনারা অনেক বার লিলির সাথে কথা বলার চেষ্টা করলে ও লিলির অমতে উনারা লিলির সাথে কথা বলতে পারেন নি। পরিবারের উপর প্রচন্ড ক্ষোভ জমে আছে লিলির। লিলি জানে, এখন যদি সে তার পরিবারের সাথে কথা বলে নির্ঘাত উনারা লিলিকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে গ্রামে ফিরে যেতে বলবেন। এরপর আবার তাকে ধরে বেঁধে জোর করে বিয়ের পিঁড়িতে বসাবেন। অথচ লিলি এটাই জানে না, তার চাচা তার পরিবারকে বহু পূর্বেই আশ্বস্ত করে রেখেছেন কয়েক দিন পর লিলি গ্রামে ফিরে যাবে! এক্ষেএে জুবায়ের আহমেদ অপারগ। উনি মন থেকে চান লিলি উনার কাছে থাকুক, লেখা পড়া করুক, তার বড় বড় স্বপ্ন পূরণ হোক। তবে উনার সামর্থ্য, শহরের স্কুল, কলেজের খরচ, বউয়ের খেঁচখেঁচানি সব উনাকে দমিয়ে দেয়৷ আপত্তি থাকা সত্ত্বে ও উনি লিলিকে গ্রামে পাঠিয়ে দিতে বাধ্য হচ্ছেন। কথাটা বলবে বলবে করে ও উনি এখনো অব্দি লিলিকে কিছু বলতে পারেন নি। লিলির মায়াভরা ছোট মুখটার দিকে তাকালেই উনি বিচলিত হয়ে পড়েন। দুচোখে লিলির বড় হওয়ার উচ্চাকাঙ্ক্ষাতে উনি অনড় হয়ে পড়েন!

সন্ধ্যে ৭ঃ৩০। ববি খুব মনযোগ দিয়ে রেশমী এবং রনককে পড়াচ্ছে। লিলির ভয়ার্ত মুখটা একটু আগেই কিচেনে দেখে এসেছে ববি। লাল টমেটোর মতো গাল দুটো ববির চোখে অবিরত ভাসছে। ববি বুঝতে পারছে দিন দিন সে লিলিতে সাংঘাতিকভাবে আসক্ত হয়ে উঠছে। তন্মধ্যেই রুমের দরজা ঠেলে লিলি মাথা নিচু করে হাতে নাশতার ট্রে নিয়ে স্টাডি রুমে প্রবেশ করল। ববি পিছু ফিরে লিলির দিকে তাকাতেই লিলি চোখ তুলে ববির দিকে তাকালো। ববি চোখ লাল করে বেশ ক্ষীপ্ত স্বরে বলল,,

“হোয়াট?”

লিলি শুকনো ঢোক গিলে কাঁপা স্বরে বলল,,,

“নানানাশতা।”

ববি চোখ ঘুড়িয়ে সামনের দিকে তাকিয়ে শার্টের কলারটা পেছনে বাঁকিয়ে বলল,,

“রেখে যাও।”

নাস্তার ট্রে টা টেবিলের উপর রেখে লিলি দ্রুত পায়ে রুম থেকে প্রস্থান নিতেই ববি পেছন থেকে ডেকে বলল,,

“পুলি পিঠা। কে বানিয়েছে?”

প্রতিত্তুরে লিলি কিছু বলার পূর্বেই রেশমী মৃদ্যু হেসে বলল,,

“লিলি আপু বানিয়েছে স্যার। খেয়ে দেখুন। ভীষষষণ টেস্টি।”

ববি চোখ লাল করে রেশমীর দিকে তাকাতেই রেশমী শুকনো ঢোক গিলে লিখায় মনযোগ দিলো। চেয়ার ছেড়ে উঠে ববি লিলির সম্মুখে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে বলল,,

“ভুল করলে স্যরি বলতে হয়। আগে জানতে না??”

লিলি ফ্যাল ফ্যাল চোখে ববির দিকে তাকিয়ে বলল,,

“বহুবার বলতে চেয়েছিলাম, আপনিই তো সুযোগ দিচ্ছিলেন না!”

“ওকে ফাইন। এখন সুযোগ দিলাম। Say Sorry.”

লিলি মাথা নিচু করে শুকনো স্বরে বলল,,

“স্যরি।”

“আমি তোমার সামনে। আমার দিকে তাকিয়ে স্যরি বলো।”

লিলি স্থির দৃষ্টিতে ববির চোখের দিকে তাকিয়ে বলল,,

“স্যরি, স্যরি, স্যরি।”

“তিন বার? স্যরির বক্স নিয়ে বসেছ?”

“ভুল করলে স্যরি বলতে কুন্ঠা কিসের? তিন বার কেনো? আপনি বললে, হাজার বার স্যরি বলতে পারি।”

ববি মলিন স্বরে বলল,,

“শুধু আমার ক্ষেএেই হাজার বার প্রযোজ্য? নাকি অন্যদের ক্ষেএে ও?”

লিলি তৎক্ষণাৎ মাথা নিচু করে অস্পষ্ট স্বরে বলল,,

“জানি না।”

ববি স্থির স্বরে বলল,,

“আমি জানি!”

লিলি প্রশ্নবিদ্ধ চোখে ববির দিকে তাকিয়ে বলল,,

“কি জানেন?”

“তুমি যা জানো!”

লিলি হালকা হেসে ববিকে পাশ কাটিয়ে রুম থেকে প্রস্থান নিতেই ববি ফের পেছন থেকে লিলিকে ডেকে বলল,,

“রেশমীর ম্যাথটা তুমি করে দিয়েছ তাই না?”

লিলি জিভ কেটে রেশমীর দিকে তাকালো। রেশমী চোখ জোড়া বড় করে শুকনো ঢোক গিলে নিজের মনে বিড়বিড়িয়ে বলল,,

“ওহ্ গড। স্যার কি সবটা ধরে ফেলেছেন?”

লিলির প্রতিত্তুর না পেয়ে ববি আবার জিগ্যাসু স্বরে বলল,,

“কি হলো? আনসার দিচ্ছ না কেনো? তুমি করে দিয়েছ রেশমীর ম্যাথটা তাই তো?’

লিলি মাথা নিচু করে ছোট আওয়াজে বলল,,

” হুম।”

“রেশমীর পাশের চেয়ারটা টেনে বসো। ইন্টারমেডিয়েটের কিছু ইম্পর্টেন্ট একাউন্টিং ম্যাথ দেখিয়ে দিচ্ছি। কিছুদিন পরেই হয়তো তোমার কাজে লাগবে।”

লিলি উচ্ছ্বাসিত হয়ে ববি সম্মুখে দাঁড়িয়ে বলল,,

“সত্যি ববি ভাই? আপনি আমাকে ম্যাথ করাবেন?”

“ইয়েস। গো এন্ড সিট ডাউন।”

লিলি প্রফুল্লিত হয়ে ঠোঁটের কোণে মৃদ্যু হাসির রেখা ফুটিয়ে রেশমীর পাশের চেয়ারটা টেনে বসল। রেশমী কিঞ্চিৎ উদ্বিগ্ন স্বরে লিলির কানে ফিসফিসিয়ে বলল,,

“আম্মু কোথায়? তোমাকে এখানে দেখতে পেলে যদি রাগ করে?”

“চাচী পাশের বিল্ডিংয়ের আন্টির বাড়ি গেছেন। পুলি পিঠে দিতে।”

“তাহলে তুমি নিশ্চিন্তে পড়ো। এক, দু ঘন্টার আগে আম্মু ফিরবে না। আলাপে হয়তো মগ্ন।”

রেশমী এবং লিলি মুখ চেঁপে হাসল। ববি ইউটিউব ঘেটে কয়েকটা ইম্পর্টেন্ট একাউন্টিং ম্যাথ বের করে লিলিকে খুব মনযোগ সহকারে বুঝাচ্ছে। লিলি ও ব্যতিব্যস্ত ম্যাথ বুঝতে। হঠাৎ দুজনের চোখাচোখি হয়ে যায়। লিলি চোখ ফিরিয়ে নিলে ও ববির পক্ষে এতোটা সহজাধ্য ছিলো না লিলির থেকে চোখ ফেরানো। নিষ্পলক দৃষ্টিতে লিলির মায়াভরা ছোট্ট মুখটার দিকে তাকিয়ে থেকেছে সে৷ অবাঞ্ছিত ভাবে ববির হাতের স্পর্শে লিলি খানিক কেঁপে কেঁপে উঠছিলো। লিলির কাঁপা ভাব দেখে ববি মনে মনে বড্ড আনন্দ পেয়েছিলো!

রাত সাড়ে আটটা বাজতেই ববি প্রাইভেট শেষ করে প্রস্থান নিলো। সদর দরজা থেকে প্রস্থান নিতেই লিলি পেছন থেকে ববিকে ডেকে বলল,,

“ববি ভাই।”

ববি পিছু ফিরে তাকালো। লিলি বেশ চনমনা হয়ে মৃদ্যু হেসে বলল,,

“রোজ আমাকে এভাবে পড়াবেন ববি ভাই?”

ববি কিঞ্চিৎ হেসে বলল,,

“হোয়াই নট?”

#চলবে….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here