তোকে ঘিরে,Part_26,27,28,29,30

তোকে ঘিরে,Part_26,27,28,39,30
Ariyana Nur
part-26

হাসপাতালে বেডে শুয়ে আছে মানহা।কাল যে জ্ঞান হারিয়েছে এখন অব্দি জ্ঞান ফিরেনি।ডাঃ বলেছে অতিরিক্ত মানসিক চাপ আর দুর্বলতার কারনে এমন হয়েছে।

মানহা জ্ঞান ফিরতেই নিজেকে হাসপাতালের বেডে অবিষ্কার করলো।ওর মনে হচ্ছে ও এতোক্ষন শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিলো।কিন্তু একটা কথাই মাথায় আসছে না ও এখানে কি করছে আর কখন এলো।বেড থেকে নামতে গেলেই হাতে টান পরলো।আহ্ শব্দ করে হাতের দিকে তাকিয়ে দেখে হাতে ক‍্যানেল লাগানো।হাতের ক‍্যানেল খুলতে নিলেই আফরা এসে বাধা দিয়ে বলল….

—কি করছিস???

মানহা কাপা কাপা গলায় বলল….
—আ..মি এখানে কেনো??আর বি…থি…কোথায়???

আফরা চুপ করে দাড়িয়ে রইলো নিচের দিকে তাকিয়ে।

মানহা এবার ধমক দিয়ে বলল…
—বললি না বিথি কোথায়????

নিচের দিকে তাকিয়ে আফরা ছলছল চোখে বলল…..
—ওকে কাল রাতে কবর দেয়া হয়েছে।

মানহা কথাটা শুনে কিছুক্ষনের জন‍্য মূর্তির মত বসে থেকে আবার পাগলামি করতে লাগলো।টান দিয়ে হাত থেকে ক‍্যানেল খুলে ফেললো।চিৎকার করে কান্না করতে লাগলো।ওকে কোন মতে কেউ থামাতে পারছে না।

নিধি বাবুকে ওর সামনে নিয়ে এসে মানহাকে ধমক দিয়ে কঠোর গলায় বলল….

—একদম চুপ।কোন পাগলামো করবে না।দেখো ওকে।তোমার পাগলামোর জন‍্য ওর কেমন ভয় পেয়ে আছে।এখন তুমিই ঠিক করো কি করবে।তুমি যদি ওকে তোমার কাছে রাখতে চাও তাহলে এই পাগলামো বন্ধ করতে হবে।তা না হলে ও কখনই তোমার কাছে থাকতে পারবে না।তোমাকে ও ভয় পাবে।

নিধি অনেক কষ্টে নিজেকে সামলিয়ে মানহাকে কথাগুলো বলল।তা না হলে মানহাকে সামলানো যেতো না।কে জানে কখন আবার নিজের ক্ষতি না করে দেয়।

মানহা নিধির কথা শুনে কতক্ষন বাবু আর নিধির দিকে ছল ছল চোখে তাকিয়ে থাকে।তারপর ফুপিয়ে ফুপিয়ে কান্না করে বাবুকে কোলে নিয়ে বলল….

—তুই অন্তত আমাকে ছেড়ে যাস না মা…।তোর মধ্যেই আমি আমার বিথিকে দেখতে পাই।তোর কিছু হয়ে গেলে আমি সত‍্যিই পাগল হয়ে যাবো।

____________________________

মানহারা বাসায় ঢুকতে নিয়ে দেখে ওদের ড্রয়িং রুমে
ছেলের বাড়ির কিছু লোক আর পাড়ার কিছু মহিলারা বসে কথা বলছে।তাদের মধ্যে একজন বলল….

—কি অলুক্ষনে মেয়েরে…. বিয়ের আগের দিনওই বান্ধবীকে খেয়ে ফেললো।

—আর বলবেন না, ও তো ওর মা বাবাকেও খেয়েছে।এখন ভাই এর ঘারে বসে রয়েছে।এমন অলুক্ষনে মেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো।

ছেলের বাড়ির একজন মহিলা বলল….
—আল্লাহ যা করে ভালোর জন‍্যই করে।তা না হলে এই মেয়েকে আমাদের বাড়ির বউ করলে আমাদের পরিবারের কাকে খেতো ঠিক নেই।

—আরে আমাদের পরিবারটা পুরোই ধংস করে দিতো।এমন মেয়ে সাথে আমাদের ছেলের বিয়ে না হয়ে ভালোই হয়েছে।
তাই তো আজ আমরা জানাতে এসেছি যে,আমরা এই মেয়েকে আমাদের বাড়ির বউ করবো না।আমাদের ছেলের জন‍্য আমরা অন‍্য ভালো মেয়ে দেখে বিয়ে দিব।

—তা কে না করলো বিয়ে দিয়ে??? আমরা কি আপনাদের পা ধরেছি নাকি আমাদের মেয়েকে আপনাদের ছেলের সাথে বিয়ে দিতে।
আফরা দরজায় দাড়িয়ে কথাগুলো বলল।সবাই দরজার দিকে তাকিয়ে দেখে আফরা আর মানহা বাবুকে কোলে নিয়ে দরজায় দাড়িয়ে আছে।তারা কথায় এতোই বিভোর ছিল যে,ওদের কেউ খেয়াল করেনি।আফরার কথা শুনে তাদের একজন বলল….

—দেখলে এতোটুকু একটা মেয়ের কেমন চটাং চটাং কথা।

নিধি পিছন থেকে সামনে এসে বলল…

—সত‍্যি সব সময় তেতোই হয়।ও যা বলছে তা তো ঠিকই বলছে।

—তুমি কিন্তু আমাদের অপমান করছো।

নিধিঃআপনাদের মত নিচু মনমানসিকতা মানুষদের অপমান করতেও আমার গায়ে লাগে।

—ভালো হচ্ছে হচ্ছে না কিন্তু।

নিধিঃও আচ্ছা….(তাচ্ছিল্য হেসে)
আপনারা যে এতোক্ষন আমার বাড়িতে বসে আমার ননদিনীকে অপমান করলেন তা মনে হয় ভালো হয়েছিলো???আর আপনারা…(ছেলের বাড়ির মহিলাদের কে উদ্দেশ‍্য করে)কোন সাহসে ওকে এতোগুলো কথা বললেন???আমার ননদিনী হচ্ছে হিরা।যা আপনাদের মত মানুষের পাওয়ার যর্গ‍্য না।

—তুমি…..

নিধি কথা বলতে না দিয়ে চিৎকার দিয়ে বলল….

—আর একটাও কথা না।বেড়িয়ে যান এ বাড়ির থেকে।ফুফু এমন মন মানসিকতা লোকদের কেন বাড়িতে ঢুকতে দিয়েছেন।আর আপনি কিছু না বলে কেন বসে বসে এদের কথা শুনছেন আর কান্না করছেন???

এতোক্ষন আফরার মা এদের সাথে বসে ছিলো আর তাদের কথা শুনছিলো আর চোখের জল ফেলছিনো।নিধির কথা শুনে সে নিধির দিকে অস্রু নয়নে তাকিয়ে রইলো। তার চোখ বলে দিচ্ছে সে প্রতিবাদ করতে চাওয়া শর্তেও কিছু করতে পারেনি।সে নিরুপায়।

মহিলারা ধপ ধপ পা ফেলে সেখান থেকে চলে যেতেই মানহা নিধিকে জরিয়ে ধরে কান্না করতে লাগলো।

আফরা অস্রু নয়নে ঠোটে হাসি ঝুলিয়ে বলল….
—এই না হলে আমার ভাবি….
একেবারে উচিত জবার দিয়ে দিয়েছো।ভাবি তুমি গ্রেট।কথাটা বলে মানহা আফরা আর নিধিকে জরিয়ে ধরলো।

মানুষের কথা কি আর কেউ বন্ধ করতে পারে???
তারা নিজের টা খেয়ে পরের বদনাম না করলে তো তাদের আর ভালো লাগে না।মনে হয় পেটের খাবার হজম হয় না।এদিকে দু দুটো ঘটনার পর মাহাব পুরো ভেঙ্গে গেছে।এক বিথিকে ও নিজের বোনের মত মনে করতো।বিথির এমন মিত‍্যু যে ওর মনে বড় একটা দাগ কেটেছে।মেয়ে মানুষ হলে চিৎকার করে কান্না করতে পারতো।তাহলে কেউ অন্তত‍্য ওর কষ্টটা একটু হলেও বুঝতো।কিন্তু ও তো ছেলে।ছেলেদের তো আবার কান্না করা নিষেধ।দ্বিতীয় মানহার বিয়ে ভেঙ্গে গেছে।এই নিয়ে এলাকায় একেক জন একেক কথা বলছে।যার যা মন চাচ্ছে সে তাই অপবাদ দিচ্ছে।এ নিয়ে মানহার কোন মাথা ব‍্যথা না থাকলেও মাহাব এর আছে।তাদের সাথে প্রতিবাদ করলে প্রবলেম কমার থেকে বাড়ছে।তাদের মুখ আর বন্ধ করা যাচ্ছে না।মানহাকে অনেক বলেও বাবুকে কারো কাছে দিতে পারেনি।ওর এক কথা এটা ওর মেয়ে মেয়েকে কারো কাছে দিবে না।

মানহা বাবুকে জরিয়ে ধরে অঝরে কান্না করছে।আর বলছে…
—দেখ সবাই তোকে আমার থেকে দুরে নিয়ে যেতে চায়।তুই কিন্তু যাবি না।আর আমিও তোকে কারো কাছে দিব না।তোর জন‍্য আমি সবার সাথে লড়বো।আমি অন‍্য কারো জন‍্য না শুধু তোর জন‍্য #তোকে_ঘিরে বাচতে চাই।আমার আর কাউকে লাগবে না।

মানহা আফরার সাহায্যে অন‍্য জায়গায় স্কুলে একটা চাকরি নেয়।তার পর বাবুকে নিয়ে সেখানে চলে যায়।মাহাব না করেও এবার মানহাকে আটকিয়ে রাখতে পারে নি।ওর এক কথা ও ওর মেয়েকে কারো কাছে দিবে না।যত কষ্টই হোক তার পরেও ও ওকে ওর কাছেই রাখবে।

একা একটা মেয়ে হয়ে একটা বাচ্চাকে মানুষ করা অনেক কষ্টের।লোকের নানান কথা শুনতে হয়।তাই ও যেখানে থাকে সেখানে সবাইকে বলে ওর স্বামী মারা গেছে।আর ওর আত্মীয়রা জানে ওর বিয়ের পর ও ওর শশুর বাড়িতে থাকে।অনেক সময় অনেক কষ্টে মিথ্যের আশ্রয় নিতে হয়।এই একটা মিথ‍্যের আশ্রয়েই মানহা ৩টা বছর ধরে বেচে আছে।

(আমার জানা মতে পিছনের সব রহস‍্য সব অতীত ক্লিয়ার হয়ে গেছে।যদি কিছু বাকি থাকে তাহলে জানাবেন)

🌿🌿🌿🌿

বর্তমান…..
মানহা অঝরে কান্না করছে।আরহাম ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।ও অবাক হয়ে বলল….

—তোমার বিয়ে হয়নি???

আরহামের এমন কথা শুনে মানহা হা করে ওর দিকে তাকিয়ে রইলো।কই ওকে সান্তনা দিবে তা না করে উল্টো ওকে প্রশ্ন করছে।তাও আবার অদ্ভুদ প্রশ্ন।মানহা দাতে দাত চেপে বলল…
—আমি কি একবারো বলেছি আমার বিয়ে হয়নি😡

আরহাম বড় বড় চোখ করে বলল….
—তাহলে তুমি এই মাএ যে বললে….
(আরহাম ইচ্ছে করেই মানহার সাথে এমন করছে।তা না হলে এই মেয়ের কান্না থামাতে যে ওর রফা দফা হয়ে যাবে তা ওর যানা আছে)

—প্রতিদিন বেশি করে বাদাম খাবেন তাহলে আপনার স্বরন শক্তি বৃদ্ধি পাবে😡

—দেখো এই সিরিয়ার বিষয় নিয়ে মজা করো না।বললে না তোমার বিয়ে হয়েছে কিনা…..

—আরে আজব তো।আচ্ছা আমি আপনার কি হই???

—মানে কি তুমি আমার বউ।

—আমার বিয়ে না হলে আমি আপনার বউ হলাম কি করে।

আরহাম মুচকি হেসে বলল…
—ওহ তাহলে স্বীকার করলে তুমি আমার বউ।তাহলে সেদিন চলে যেতে চেয়েছিলে কেন???

মানহা অভিমানী শুরে বলল….
—কমুনা আপনারে কিছু।কে হই আমি আপনার???

—তুমি আর তুর আমার কে সেটা তুমি ভালো করেই জানো।
আর এই মাএ তুমিই তো বললে তুমি আমার বউউউউ।

—হুহ এখন আর ঢং করতে হবে না।এতোই যখন দরদ তাহলে এই দুদিন থাকলেন কিভাবে???

—তুমি কেন তাহলে বার বার চলে যেতে চাও।তাই তো….

—মাথা মোটা কোথাকার আমি একবারো কি সেদিন বলেছিলাম আমি চলে যাব।আরে…আমি আফরাদের বাড়িতে যাওয়ার জন‍্য সেদিন পেকিং করছিলাম আর আপনি 😥

আরহাম এক হাত দিয়ে কান ধরে বলল….
—সরি,সরি,সরি….
আর কখনো এমন হবে না।

মানহা গাল ফুলিয়ে বসে রইলো।তা দেখে আরহাম মুচকি হেসে মানহার পাশে বসে বলল….
—উহু….সব তো বললে কিন্তু যা বলার তাই তো আমাকে বললে না।

মানহা চোখ পাকিয়ে আরহামের দিকে তাকিয়ে থেকে উঠে চলে যেতে নিলে আরহাম মানহার হাত ধরে ও পাশে বসিয়ে বলল….

—থাক মুখে কিছু বলতে হবে না। এখানে একটু বসো প্লিজ…

চলবে

(ভুলক্রটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।ধন‍্যবাদ)

তোকে ঘিরে
Part_27
Ariyana Nur

মানহা চোখ পাকিয়ে আরহামের দিকে তাকিয়ে থেকে উঠে চলে যেতে নিলে আরহাম মানহার হাত ধরে ও পাশে বসিয়ে বলল….

—থাক মুখে কিছু বলতে হবে না। এখানে একটু বসো প্লিজ…

মানহা আরহামের করুন চোখের দিকে তাকিয়ে কিছু না বলে মুখ ফিরিয়ে বসে রইলো।মানহাকে এভাবে বসে থাকতে দেখে আরহাম মুচকি হেসে বলল….

—জীবন কারো জন‍্য থেমে থাকে না।পিছনের অতীত কেউ কখনো ভুলতে পারে না।কিন্তু তা বার বার মনে করার চেয়ে বর্তমান নিয়ে ভবিষ্যৎ এর কথা চিন্তা করে আমাদের ভালো থাকতে হয়।অতীত কখনো কেউ ভুলতে পারবে না আর না পেরেছে।তাই বলে কি তারা তাদের বর্তমান আর ভবিষ্যৎ জীবনটা নষ্ট করবে???
আমি কখনো তোমার অতীত জানতে চাইনি আর না কখনো জানতে চাইতাম।তুমি আজ নিজের থেকে বললে তাই জানার লোভটা সামলাতে পারিনি।তোমার অতীত আমি তোমাকে ফিরিয়ে দিতে পারবো না।কিন্তু কথা দিচ্ছি ইনশাআল্লাহ কোন বিপদ,কষ্টকে তোমাকে ছুতে দিব না।আমি সব সময় তোমার ঢাল হয়ে সামনে দাড়াবো।আর তুর এর পরিচয় জানার পর তোমার প্রতি সম্মান আর শ্রদ্ধা দুটোই আজ থেকে আরো বেড়ে গেলো।যেখানে এই যুগে নিজের সন্তানকে রেখে মানুষ চলে যায় সেখানে তুমি অন‍্যের বাচ্চাকে নিজের পরিচয়ে বড় করছো।তার জন‍্য অপমানিত হয়েছো।তার পরেও তার উপর কোন আচ্ লাগতে দাও নি।আল্লাহ্ এর কাছে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাকে তোমার মত জীবন সাথী মিলিয়ে দিয়েছে।
তোমরা অতীত জানার আগে তুমি আর তুর আমার কাছে যা ছিলে এখনো তাই আছো।আমি চাই তোমার আর তুরের পাশে সারাজীবন থাকতে।দিবে তো…..
আরহাম মানহার দিকে হাত বাড়িতে কথাগুলো বলল।

মানহা ছলছল চোখে আরহামের দিকে তাকিয়ে থেকে আরহামের হাতের উপর হাত রেখে শুধু মাথা ঝাকারো।আজ মনে হয় ওর চোখের পানির বাধ মানছেই না।আর না কোন কথা মুখ দিয়ে বের হচ্ছে।আরহাম মানহার চোখে পানি মুছে দিয়ে ওর কাধে মানহার মাথাটা রেখে এক হাত দিয়ে মানহাকে ধরে রাখলো।

________________________________

সকালে ফোনের শব্দে আফরার ঘুম ভেঙ্গে যায়।ঘুম ঘুম চোখে আফরা ফোন রিসিভ করে সালাম দিতেই ওপাস থেকে একজন সালামের জবার নিয়ে বলল….

—ঘুম ভেঙ্গেছে আমার মিসেসের???

আফরা ঘুম জড়ানো কন্ঠে বলল….

—আমি এখনো মিসেস হইনি।

—তাতে কি হয়েছে দুদিন পর তো হয়েই যাবে।

—যখন হব তখন না হয় বলো।এখন বলো এতো সকালে কি মনে করে???

—আমি কালকে তোমাকে নিয়ে শর্পিং এ যাবো।রেডি থেকো।

—আরে তোমার সাথে আমাকে একা বাড়ির থেকে যেতে দিবে না।সবাই কি ভাববে???

—একা কেনো যাবে তোমার কাজিনকে নিয়ে আসবে।আর কে কি মনে করবে তা তে আমার কিছু যায় আছে না।

—আরে ঐ শয়তান্নী তো এখন অব্দি আমাদের বাড়িতে আসেই নি।ওকে নিয়ে কি করে যাবো।😔

—আমি অতো কিছু জানি না।কাল আমরা শর্পিং এ যাচ্ছি তো যাচ্ছি।এখন রাখি কাজ আছে বাই।

—আরে…আমার কথা…
যাহ কেটে দিল।একটা কথাও শুনলো না।আর ঐ মানহা যে কেনো আসলো না।ওকে পাই ওর খবর আছে।

আফরা কথাগুলো বলে রাগ করে হাতের ফোনটা বিছানায় ছুড়ে মারলো।

_____________________________

সকাল বেলা টেবিলে বসে আরহামকে নাস্তা করতে দেখে মিষ্টি অবাক হয়ে বলল….

—ভাইয়া তুমি কখন এলে…..

আরহাম মুখের খাবার শেষ করে বলল….

—বেয়াদপ মেয়ে এতোদিন পর ভাইকে দেখেছিস কোথায় সালাম_কালাম দিবি তা না।দেখেই প্রশ্নের ঝুড়ি খুলে বসেছে???

মিষ্টি কোমরে হাত রেখে বলল….

—তুমি আমাকে এভাবে বলতে পারলে।আর তুমি কতদিন পর আসলে মাএরো তো দুদিন।হুহ….

—পারলাম দেখেই তো বললাম।দুদিন কি দিন না???

—আমার এতো ঠেকা পরে তাই তোমাকে সম্মান করার।ভাবি(চিৎকার দিয়ে)আমার নাস্তা দাও।

ওদের কথার মাঝেই তুর দৌড়ে পাপা পাপা বলতে বলতে আরহামের সামনে অসলো।আরহাম ওকে কোলে নিয়ে আদর দিয়ে বলল….

—আমার মামুনি কেমন আছে???

তুর গাল ফুলিয়ে বলল….
—আমি তোমার সাথে রাগ করেছি।

—আল্লাহ… কেন মা তুমি আমার সাথে রাগ করেছো???

—তুমি এই দুদিন কোথায় ছিলে???

—সরি মা একটু কাজে ছিলো।পরের বার তোমাকে বলে যাব।

—ওকে।পরে আমাকে না বলে কোথাও গেলে তোমার সাথে কাট্টি।

আরহাম তুর এর গাল টেনে বলল…
—ধন‍্যবাদ মা।এবার বসো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি।

—পাপা প্লিজ খাবো না।আমার ক্ষিদে নেই।

—তা বললে হচ্ছে না মা।তুমি না আমার গুড র্গাল।তুমি ভালো মেয়ের মত খাবার শেষ করো তার পরে আমি তোমাকে স্কুলে দিয়ে আসবো।

আরহাম তুরকে আদর করে বুঝিয়ে পাশে বসিয়ে খাবার
খাওয়াতে লাগলো আর তুর ও ভালো মেয়ের মত খেতে লাগলো।

মানহা খাবার টেবিলে বসতে বসতে বলল…
মিষ্টি তারাতারি সব গুছিয়ে নাও।একটু পরেই আমরা বের হবো।

আরহামঃ কোথায় যাবে তোমরা???

মানহাঃকাল রা…মানে আমরা আফরাদের বাসায় যাচ্ছি।

মিষ্টিঃ এক মিনিট এক মিনিট….
কাল রা…বলতে কি বলতে যাচ্ছিলে???

আরহামঃ বেশি কথা না বলে চুপচাপ খা।তুমি গেলে যাও টমেটো যাবে না।ও পরে যাবে।

মানহাঃ কেনো???(আবাক হয়ে)

আফরাঃআমি গেলে সমস‍্যা কোথায়???

আরহামঃবেড়ানোর কথা শুনলে তো উড়ে চলিস।তোর পড়াশুনো নেই???

আফরাঃ দুদিনে কিছু হবে না।আমি যাবো???

আরহামঃ চুপ থাক।তুই আজ যাবি না মানে যাবি না।পরে আমি তোকে দিয়ে আসবো।

মানহার আরহামের কথা শুনে রাগ উঠে গেলো।পড়ালেখার জন‍্য কি মানুষ বেড়াতে যায় না।এমন ভাব করছে জীবনে সে ফাকিবাজি করে নি।

মিষ্টি গাল ফুলিয়ে চুপচাপ খেতে লাগলো।আর এদিকে আরহাম ও ওর গাল ফুলানো দেখে মিটমিট করে হাসছে।

মানহা রাগি গলায় বলল….
—মিষ্টি তারাতারি খাবার খেয়ে রেডি হয়ে নাও।

মিষ্টিঃ আমি যাবো না।গেলে ভাইয়া বকবে(গাল ফুলিয়ে)

মানহাঃ দেখি তোমার ভাইয়া কিভাবে আটকায়।আমি বলছিতো যাও।

আরহামঃ ও যাবে না।তুমি বললেই হবে নাকি।

মানহা আরহামের সামনে কোমরে হাত দিয়ে দাড়িয়ে বলল…
—আমি বলেছি ও যাবে মানে যাবে।

—আমি বলেছি যাবে না মানে যাবে না।

—ও যাবে….

—তোমার কথাই হবে নাকি।ও যাবে না।ওর পড়া আছে।

—এহ…আসছে আমার ইশ্বর চন্দ্র বিদ‍্যাসাগর।দুদিনে পড়া লেখারর কি এমন ক্ষতি হয়ে যাবে???

—দুদিনে অনেক ক্ষতি হবে।আর এমনেই যা হচ্ছে ও….
দিনদিন একটা ফাজিল হচ্ছে।

—একদম আমার বোনকে বোকবেন না।কি করেছে ও…

—কি করেনি সেটা বল।দিনদিন দুষ্টুমিতে সেরা হচ্ছে।

—শুধু তো একটু দুষ্টুমিই করে।আর এ বয়সে দুষ্টুমি করবে না তো আপনার মত বুড়ো বয়সে করবে।

—কি বললে আমি বুড়ো??

—কেন সাথে কি বড়রাও হয়ে গেছেন নাকি???

—দেখো ভালো হবে না কিন্তু??

—খারাপের আবার কি করলাম🙄

শুরু হয়ে গেলো ওদের মধ‍্যে টম এন্ড জেরির ঝগড়া।
ওরা ঝগড়া করছে আর মিষ্টি,তুর ওদের ঝগড়া শুনে মিটমিট করে হাসছে।মা ওদের ঝগড়ার শুনে থাকতে না পেরে রুম থেকে বেড় হয়ে ওদের সামনে এসে দুজনের কান ধরে বলল…
—বাচ্চাদের মত ঝগড়া করছিস কেন???

মানহা কাদো কাদো হয়ে বলল….
—আম্মা গো…..
আপনের ছেলে আমাকে বকেছে।

আরহামঃ একদম মিথ‍্যে বলবে না।আমি কখন তোমাকে বকলাম???

মা ধমক দিয়ে বলল….
—চুপ কর।আগে তো আমার এক মেয়ে আমার ছেলেটার সাথে ঝগড়া করতো এখন আমার আরেক মেয়ে ঝগড়া করা শুরু করেছে।

মানহা ন‍্যকা কান্না করে বলল….
—তুমি তোমার ছেলের পক্ষে বলছো।তুমি তাকেই আদর করো আমাকে একটুও আদর করো না।

মাঃকে বলেছে আমি তোকে আদর করি না।আমি আমার এই মেয়েকে বেশি আদর করি।
এই বলে তিনি মানহাকে জরিয়ে ধরে ওর মাথায় হাত বুলাতে লাগলো।

মানহা ন‍্যকা কান্না করে বলল….
—আমি আফরাদের বাসায় যাবো।মিষ্টিকে আমাদের সাথে নিতে চাই।তুমি মিষ্টিকে আমার সাথে যেতে দিবে।

—ওকে তুই ওকে নিয়ে যাস।এবার খুশি তো….

মানহা চিৎকার দিয়ে বলল….
—ইয়াহু….আমি জিতে গেছি,জিতে গেছি।

মানহার এই বাচ্চামো দেখে সবাই চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইলো।

চলবে

তোকে ঘিরে
Part_28
Ariyana Nur

কলিং বেলের শব্দ পেয়ে আফরা গিয়ে দরজা খুলতেই দেখে মিষ্টি আর তুর দাড়িয়ে আছে।আফরা তুরকে কোলে নিয়ে বলল….

—আমার মামুনি কেমন আছে??

মিষ্টিঃভালো তুমি কেমন আছো???

আফরাঃভালো।

মিষ্টিঃনান্নান কোথায় আমি নান্নান এর কাছে যাবো।

আফরাঃতোমার নান্নান তার রুমে আছে। যাও।

মানহা নান্নান বলতে বলতে দৌড়ে চলে গেলো।

আফরাঃমিষ্টি কেমন আছো???

মিষ্টিঃ ভালো আছি আপু।তুমি কেমন আছো???

—ভালো।তোমরা কার সাথে এসেছো???ঐ বান্দরনী আসে নি???

আফরার কথা শেষ হতে না হতেই মানহা ঝড়ের গতিতে এসে আফরার গলা জরিয়ে বলল….

—আমার বোনটা কি আমার উপর রেগে আছে???

—……

—কথা বলবে না আমার সাথে।

—…..

—আমাদের কি এখানেই দাড় করিয়ে রাখবি না কি আমরা চলে যাবো।

আফরা দুম করে মানহার পিঠে কিল দিয়ে বলল….

—উল্টা রাগ দেখাও না।আসতে বলছি কবে আর আসছে আজকে।😡

—আরে তোকে সব বলল কেন আসিনি।এবার তো ভিতরে ঢুকতে দে।আমার অনেক ক্ষুধা লেগেছে।

—কেনো সকালে খাসনি রাক্ষসনী???

—আরে খেয়েছি সেগুলো তো তোর ভাইয়ের সাথে ঝগড়া করেই হজম হয়ে গেছে।

—মানে(অবাক হয়ে)

মানহা আফরাকে সকালের ঘটনা সব বললে আফরা হাসতে হাসতে বলল….

—তোর এই দুষ্টুমি আর গেলো না।ভাইয়াক‍ে তো তুই পাগল করে ছারবি।

—হয়েছে আর ভাইয়ের চামচামি করতে হবে না।তারাতারি খেতে দে তো।

_____________________________

আরহাম গাল ফুলিয়ে কাজ করছে।সব কাজ ওর এলোমেলো লাগছে।আর লাগবেই না কেনো তার মানহা যে আজকে তার সামনে নেই।তা ভেবেই বেচারা গাল ফুলিয়ে আছে।আরহামের ভাবনার মাঝেই তার ফোনটা বেজে উঠলো।আরহাম ফোন রিসিভ করে সালাম দিয়ে কিছুক্ষন হ‍্যালো হ‍্যালো বলার পরেও ওপাশ থেকে কোন কথা না বলায় আরহাম ফোনটা কেটে দিল।দ্বিতীয় বার ফোন বাজতেই আরহাম ফোন রিসিভ করে রাগি গলায় বলল…

—সম‍্যসা কি আপনার বার বার ফোন করে ডিস্টাব করছেন কেনো???

—আরে বাহ্ একবার ফোন দেয়াতেই বিরক্ত হয়ে গেলেন।আর নিজে যখন বার বার ফোন করে আমাকেকে ডিস্টাব করেন তখন???

—আরে আমি আপনাকে কখন ডিস্টাব করলাম???কে আপনি???

—আপনি আমাকে চিনেন না😡

—না….

ওপাশ থেকে কোন কথা না বলেই ফোনের লাইন কেটে দিলো।আরহাম মুচকি হেসে আবার কল করলো।ওপাশ থেকে কল রিসিভ করেই বললো…..

—চিনেন না তাহলে ফোন দিচ্ছেন কেনো😡

আরহাম মুচকি হেসে বলল….
—নিজের অংশকে কি কখনো কেউ না চিনে???

মানহা গাল ফুলিয়ে বলল….
—তাহলে বললেন কেন চিনেন না??

—আগে এটা বলো,তুমি বললে কেনো আমি তোমাকে ডিস্টাব করেছি।

—হুহ…ঢং করতে হবে না।আপনি যে সেই অচেনা লোক যে,রোজ আমার সাথে একবার হলেও ফোন দিতেন তা আমি পরে জানতে পেরেছি।

—তাহলে তো ভালোই হলো আমার বউ এর মাথায় একটু হলেও বুদ্ধি হয়েছে।

—দেখেন আপনি কিন্তু আমাকে আপমান করছেন😡

—সরি,সরি….
তা এতো রাতে ফোন দিয়েছো যে???

মানহা রেগে বলল…..
—কেনো আমি কি আপনাকে ফোন দিতে পারি না???

—আরে রাগ করছো কেনো আমি তো এমনি বললাম।তা ডিনার করেছো???

—হুম…আপনি???

—না…

—কেনো???

—এমনি।একটু কাজ আছে কাজ করছি???

—এখনো কাজ করছেন মাথা ঠিক আছে।তারাতারি ডিনার করে শুয়ে পরুন।তা না হলে শরীর খারাপ করবে।

—আরে কিছু হবে না।কাজটুকু রাতেই শেষ করতে হবে।কাল সময় পাবো না। একটু দরকারি কাজ আছে।

—এতো কাজ করতে হবে না।তারাতারি ডিনার করে শুয়ে পরুন।

—আরে আমার কথাটাতো এইটু শুনো।

—কোন কথাই শুনবো না।আমি যা বলেছি তাই হবে😡

—ওকে, ওকে আমি এখুনি কাজ রেখে ডিনার করে তারপর ঘুমাবো।ঠিক আছে।

মানহা মুচকি হেসে বলল….
—হুম…ঠিক আছে।

দুজন কিছুক্ষন চুপ করে রইলো।কেউ কোন কথাই বলছে না।নিরবতা ভেঙ্গে আরহাম বলল….
—কিছু বলবে???

—হুম….

—বলো আমি শুনছি…..

—বলছি যে,আফরা কাল শর্পিং করতে যাবে সাথে আমাকে নিয়ে যেতে চাচ্ছে???

— যাও তাতে সমস‍্যা কোথায়???

মানহা বিরবির করে বলল….
—সম‍্যসা তো আপনিই।না বলে গেলে আবার যদি কিছু বলেন??

—কি বললে???

—কিছু না।ভালো থাকবেন।রাখি…..

কথাটা বলেই মানহা তারাতারি লাইন কেটে বলল….

—যাক বাবা বাচলাম তিনি শুনেননি আমার কথা।শুনলে আবার আমায় একগাদা কথা শুনিয়ে দিত।

একটু পর মানহার ফোন আবার বেজে উঠলো।মানহা ফোন রিসিভ করে কথা বলার আগেই আরহাম বলল….

—তোমার নামে কেস করা দরকার।

মানহা অবাক হয়ে বলল….
—কেন??

—তুমি আমাকে আমার মেয়ের খোজ নেওয়ার আগেই ফোন রেখে দিয়েছো???

—তা আপনি নেন নি আপনার মেয়ের খবর তাতে আমি কি করবো।এখানে আমার দোষ কোথায়???

—সব দোষ তোমার।তুমি এতো কথা বলো যে,আমি আমার মেয়ের কথাই জিগ্যেস করতে পারিনি।

মানহা রাগি গলায় বলল….
—কচু খেয়েছেন???এমন গলায় পারা দিয়ে ঝগড়া করছেন কেন???

—আমি তো কচু খাইনি।কিন্তু তুমি এমন ঘাস ফরিং এর করছো কেন???

—কিহহহহ…..আমি ঘাস ফরিং😡

—না তুমি না আমার একমাএ বউ ঘাস ফরিং😁

—আমি আপনার মেয়ের খবর আপনাকে দিতে পারবো না।নিজে এসে নিয়ে যান।আর খবর দার আমাকে আর কল দিবেন না।খচ্চর,উজবুক,হনুমান।

কথাগুলো বলে মানহা রাগ করে ফোন কেটে দিল।আর একা একাই বির বির করে বলতে লাগলো…..

—খচ্চর,উজবুক,হনুমান আমাকে ঘাস ফরিং বলে।এর সোধ যদি আমি না নিয়েছি তাহলে আমার নাম ও মানহা না হুহ…
এর তো তেরোটা আমি বাজিয়েই ছারবো।মানহা বির বির করে আরহামের চৌদ্দ গুষ্ঠি উদ্ধার করতে লাগলো।

আর এদিকে আরহাম মানহাকে এমন রাগাতে পেরে হাসতে হাসতে বলল…
—পাগলী….
রাগ করতে দেরি লাগে না।একটু কিছু বললেই রেগে একেবারে বম হয়ে যায়।

চলবে

(ভুলক্রটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।ধন‍্যবাদ)

তোকে ঘিরে
Part_29
Ariyana Nur

সকালের মিষ্টি রোদ চোখে-মুখে পরতেই তুর এর ঘুম ভেঙ্গে যায়।পাশে তাকিয়ে দেখে মানহা ঘুমিয়ে আছে।তুর মানহা কে জরিয়ে ধরে শুয়ে রইলো।একটু পর মানহা তুর এর মাথায় হাত বুলিয়ে বলল….

—ঘুম ভেঙ্গেছে আমার মায়ের???

—হুম।একটু আগে ভেঙ্গেছে।

—তাহলে তারাতারি বিছানা থেকে উঠে পরো।

—হুম উঠবো।

মানহা তুর কে আদর দিয়ে বলল….
—এইতো আমার গুড গার্ল।

তুর মানহাকে আদর দিয়ে বলল…
—আর তুমি আমার গুড মাম্মাম।

____________________________

সকাল বেলা ঠাস ঠুস শব্দে মাহাব এর ঘুম ভেঙ্গে গেলো।মাহাব রুম থেকে বের হয়ে শব্দের উৎস খুজতে রান্না ঘরে গিয়ে দেখে নিধি কাজ করছে আর ঠাস ঠুস শব্দ করছে।আর চেহারা পুরো বাংলার পাচের মত করে রেখেছে।

মাহাব এর আর বুঝতে সমস‍্যা হলো না কেনো এমন করছে।কেননা মাহাব দুদিন ধরে বলছে নিধিকে আফরাদের বাসায় দিয়ে আসবে।কিন্তু বেচারা কাজের জন‍্য তা করতে পারছে না।তাই কালকে রাত থেকে নিধি রেগে বম হয়ে আছে।আর সকালে উঠেই আরহামের রাগ হাড়ি-পাতিল এর উপর ঝাড়ছে।

মাহাব মাথায় হাত দিয়ে বির বির করে বলল….

—হায় আল্লাহ্…..
এই বাঙ্গারী নারীদের একটাই সম‍্যসা।কারো উপর রাগ দেখাতে না পারলে বেচারা হাড়ি-পাতিল এর উপর নির্যাতন করে।

নিধি মাহাব কে দরজায় দাড়িয়ে বির বির করতে দেখে ওর দিকে রাগি চোখে তাকাতেই মাহাব একটা শুকনো ঢোক গিলে বলল….

—বলছি যে,আজ কাজটা একটু গুছিয়ে এসে কাল না হয় তোমাকে আফরাদের বাসায় দিয়ে আসবো।

নিধি কিছু না বরে আরো শব্দ করে কাজ করতে লাগলো।মাহাব বুঝতে পারলো তার রাগ পরেনি।তাই সে আদুরে গলায় বলল….

—সত‍্যি বলছি কাল দিয়ে আসবো প্রমিস।

নিধি খুনতি হাতে মাহাব এর দিকে তেড়ে এসে বলল….

—লাগবে না তোমাকে আমায় কষ্ট করে দিয়ে আসতে।সব রান্না করে ফ্রিজে রেখে যাচ্ছি খাবার সময় একটু গরম করে খেয়ে নিও।তাতেই হবে।

মাহাব অবাক হয়ে বলল….
—তুমি কোথায় যাবে???

—আফরাদের বাড়িতে???

—কিহহহহ…..
তুমি একা আফরাদের বাড়িতে যাবে।মাথা ঠিক আছে???

—আমার মাথা ঠিকই আছে।আর আমি একা যাবো না ওরা আমাকে নিতে আসবে।

—আমিই তো দিয়ে আসতে পারতাম।

নিধি রাগ দেখিয়ে বলল….

—দিয়ে আসতে পারবে দেখেই তো দুদিন ধরে নিয়ে যাবে বলছো।কিন্তু নিয়ে যাওয়ার খবর নেই।হুহ লাগবেনা তোমার নিয়ে যেতে।এবার তারাতারি ফ্রেস হয়ে খেতে আসো।

নিধি কথাগুলো বলে আবার নিজের কাজ করতে লাগলো।আর মাহাব কিছুক্ষন দাড়িয়ে থেকে মুচকি হেসে ফ্রেস হতে চলে গেলো।

___________________________

মানহা আয়নার সামনে দাড়িয়ে চুল বাধছে।এমন সময় তুর এসে ওর পিছনে দাড়িয়ে নিজের চুলে হাত বুলিয়ে দেখছে আর একটু পর পর চেহারার রং পরিবর্তন করছে।মানহা দাড়িয়ে দাড়িয়ে তুর এর পাগলামোগুলো আয়নায় দেখছে আর মিটমিট করে হাসছে।একটু পর তুর মন খারাপ করে দাড়িয়ে রইলো।মানহা ওকে এভাবে দাড়িয়ে থাকতে দেখে তুর এর সামনে হাটু গেড়ে বসে বলল….

—কি হয়েছে আমার মাম্মাম এর???

তুর মাথা নাড়িয়ে বুঝালো কিছু হয়নি।

—তাহলে মন খারাপ কেন???

—……

—আয়নায় তাহলে মাথায় হাত দিয়ে কি দেখছিলে???

তুর মন খারাপ করে বলল….
—তোমার চুল।

মানহা অবাক হওয়ার ভান করে বলল….

—হায় আল্লাহ….
আমার চুল কি দেখতে এতোই খারাপ যে,তুমি দেখে মন খারাপ করে রয়েছো???

—তোমার চুল খারাপ হবে কেন😔

মাহনা তুরকে কোলে নিয়ে খাটে বসিয়ে বলল….

—মাম্মাম কে বলবে না কি হয়েছে??

—আমি তোমার এই সুন্দর চুলের সাথে আমার চুল মিলাচ্ছিলাম।দেখো আমার চুল কতো ছোট।দেখতেও সুন্দর না। আর তোমার চুল কত বড়।আমার এতো বড় চুল কবে হবে???(ঠোট উল্টিয়ে)

মানহা মুচকি হেসে বলল….

—কে বলেছে তোমার চুল দেখতে সুন্দর না।আমার মাম্মাম এর চুল মাশাল্লাহ্ অনেক সুন্দর।আর তুমি তো এখন ছোট।তুমি বড় হলে তোমার চুলও বড় হয়ে যাবে।

তুর খুশি হয়ে বলল…

—সত‍্যি….
আমি আরো বড় হলে আমার চুলও বড় হবে???

মানহা তুর এর নাক টেনে বলল…
—100% সত‍্যি।

তুর খুশিতে লাফাতে লাফাতে বলতে লাগলো….
—ইয়াহু…আমার ও বড় বড় চুল হবে।কি মজা কি মজা।

মানহা তুর এর কাহিনী দেখে ওর মাথার চুলগুলো এলেমেলো করে চুল ঠিক করতে লাগলো।

_________________________

ড্রায়নিং টেবিলে নাস্তা করতে বসে সবাই গালে হাত দিয়ে বসে আছে।কারো গলা দিয়েই খাবার নামছে না।আর নামবেই কি ভাবে,ভালো খাবার কি কারো গলা দিয়ে নামে।আফরার মা রান্না ঘর থেকে খাবার টেবিলে রাখতে এসে দেখে সবাই গালে হাত দিয়ে বসে আছে।তিনি সামনে এসে আফরাকে ধমক দিয়ে বলল….

—এই ফাজিল মেয়ে….
ওদের কে খাবার বেড়ে না দিয়ে গালে হাত দিয়ে বসে আছিস কেনো???

আফরাঃকি খাবার ওদের কে দিয়ে দিব একটু বলবে???

—কেন কানা হয়ে গেছিস।চোখের সামনে যে খাবার রাখা দেখতে পারছিস না।

—দেখছিনা বলেই তো বলছি।

আফরার মা ধমক দিয়ে বলল….

—এ জন‍‍্যই তো তোকে ছোট মাছ খেতে বলি।দেখলি তো অল্প বয়সেই কেমন কানা হয়ে গেছিস।

—উফ্ মা….
তারাতারি খাবার নিয়ে আসো আমরা একটু পর বেড়োবো।

—খাবার অনবো মানে খাবার তো তোদের সামনেই।তারাতারি খেয়ে যেখানে মনে চায় যা।আজ আর কোন খাবার নেই।

আফরা চিৎকার দিয়ে বলল….
—কিহহহহ….
এই সকালে দুধ আর সেদ্ধ ডিম খেতে হবে???

—হুম…এগুলো শেষ করলে খাবার পাবি তা না হলে একটাও খাবার পাবি না।

মানহা কাচুমাচু করে বলল….

—ফুপি তুমি যানো আমি দুধ আর সেদ্ধ ডিম খাই না।আর মিষ্টিও আমার মত এগুলো খায় না।

—তা খাবে কেন???ভালো জিনিস ভালো লাগবেও না।এগুলো না খেলে আমি আজ তোমাদের নাস্তা দিচ্ছি না।আজ সারাদিন তোমরা সর্পিং করবে এগুলো না খেলে শক্তি পাবে কোথায়।তারপরে তো তোমাদের কে নিয়ে হাসপাতালে দৌড়াতে হবে।আর মিষ্টি ওরা যেমন আমার মেয়ে তুমিও আমার মেয়ে তাই তোমার জন‍্যও এক নিয়ম।

তুর সবার দিকে একবার তাকিয়ে বলল…

—নান্নান আমার আরো দুটো ডিম লাগবে।একটু নরম করে দিবে প্লিজ….

ভদ্র মহিলা খুশি হয়ে তুর এর মাথায় হাত বুলিয়ে বলল…
—এখনি করে দিচ্ছি।

তারপর ওদের দিকে তাকিয়ে কড়া গলায় বলল….
—এসে যেন দেখি সব শেষ করেছো।আর ছোট বাচ্চার থেকেও কিছু শিখো।

কথাগুলো বলেই তিনি বড় বড় পা ফেলে চলে গেলেন রান্না ঘরে।

তুর উকি দিয়ে তাকে দেখে বলল….

—মাম্মাম তোমরা তারাতারি শর্পিং এ চলে যাও।নান্নান আসার আগে।তা না হলে তোমাদের আবার বকবে।

মিষ্টিঃ কেন মা… তুমি যাবে না আমাদের সাথে???

—না।আমার ভালো লাগে না শর্পিং এ যেতে।শুধু ঘোরো আর ঘোরো।তোমরা যাও আর আমার জন‍্য সুন্দর একটা ডলের ড্রেস নিয়ে এসো।

আফরা ওর চেয়ার থেকে উঠে এসে তুর কে একটা আদর দিয়ে বলল….

—সাব্বাস আমার মেয়ে….
আমার ইশারার কথা বুঝার জন‍্য।তোমার কি কি লাগবে ফোন দিলে বলো।ওকে…

তুরঃঠিক আছে আন্টি।

মানহা তুর কে আদর দিয়ে বলল….

—ভালো মত থেকো মা।আর একটুও দুষ্টুমি করবে না।

—ওকে মাম্মাম।

আফরা,মানহা আর মিষ্টি তুর কে আদর দিয়ে আফরার মায়ের আসার আগেই মানে মানে কেটে পরলো।

রাস্তায় এসে তিনজন হাপাতে লাগলো।
মিষ্টিঃ আমার পক্ষে এখন না খেয়ে আর সর্পিং করা সম্ভব না।

মানহাঃআমার পক্ষেও না।

আফরাঃ আমাদের যেই সর্পি মলে যেতে বলেছে চল সেখানে গিয়ে আগে নাস্তা করে তারপর না হয় শর্পিং করবো।

মানহাঃ ঠিক আছে তাই হবে।

_________________________

রেস্টুরেন্টে মানহারা খাওয়া দাওয়া করছে আর গল্প করছে ।মিষ্টি শুর টেনে বলল….

—আপু…. জিজু আসছেনা কেনো???নাকি শালিকাদের ভয়ে আজকেও লুকিয়ে থাকবে।

আফরাঃ আরে এসে পরবে।আগে খাওয়া তো কম্পিট করো।তার পরে না হয় দেখা যাবে কে লুকাবে।

মানহা আফরাকে একটা চটি মেরে বলল….
—তারাতারি ফোন দিয়ে আসতে বল।জীবনেতো একটা ছবিও দেখালিনা আসলেই চিনবো কিভাবে।আমা…..

মানহার কথাটা শেষ করার আগেই ওদের সামনের দাড়িয়ে থাকা মানুষকে দেখে মানহা বসা থেকে দাড়িয়ে গেলো।সামনের মানুষটি মানহার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল…..

—তুমি এখানে????

চলবে

তোকে ঘিরে
Part_30
Ariyana Nur

লোকটির কথা শুনে মানহা কাপা কাপা গলায় বলল….
—আ আপনি!!!

—যাক তাহলে চিনতে পেরেছো।তা কেমন আছো???

—ভালো।

—ভালো থাকলেই ভালো।তা কি করছো এখানে???

—রেস্টুরেন্টে মানুষ কেনো আসে???নিশ্চই সিনেমা দেখতেনা।

—আরে রাগছো কেনো।রাগ দেখি সেই আগের মতই আছে।আর ভালো কথা মনে করেছো।তোমার আর আমার কাহিনীটা অনেকটা সিনেমার সাথেই মিলে গেলো।প্রথমে বিয়ে ভেঙ্গে গেলো।তারপর এতো বছর পরে আবার দেখা হলো।আচ্ছা চলো একটা কাজ করি, সিনেমার মত আমরা এবার বিয়ে করে ফেলি।তাহলে আমাদের লাভ স্টোরির কাহিনী পুরো সিনেমার মত হয়ে যাবে।

মানহা রেগে বলল….
—ফালতু কথা কেন বলছেন???আর কিসের লাভ ষ্টোরি??আমি তো আপনার ছায়াটাকেও দেখতে পারি না।

—ফালতু কথা কেনো বলতে যাবো যা সত‍্যি তাই তো বলছি।

আফরাঃ এই যে হ‍্যালো মিঃ ….
ছেছরামী না করে এখান থেকে কেটে পরুন।লজ্জা করে না একজন বিবাহিত মহিলাকে বিয়ের কথা বলতে।

—কিহহ….
তোমার বিয়ে হয়ে গেছে।আমি বিশ্বাস করি না।

মানহাঃ আপনার বিশ্বাস করা না করায় আমার কিছু যায় আসে না।

—বিয়ে হলেও সম‍্যসা নেই।তাতে কি হয়েছে।আমিও তো বিবাহিত।আমি কিন্তু একসাথে দুজনকেই ভরন-প্রশন দিতে পাবরো।আমার সেই টাকা পয়সা আছে।

মানহাঃটাকার দেখছি ভালোই গরম হয়েছে।কিন্তু আফসোস স্বভাবটা পাল্টে গেছে।

—তুমি এতো বড় বড় কথা কোন মুখে বল।আর টাকার দাম তুমি কি বুঝবে।নিজে তো এমনেই মিডেলক্লাস।আর নিশ্চই কোন দু’টাকা ওয়ালার সাথে তোমার বিয়ে হয়েছে।তা না হলে তো,তোমার এক বার বিয়ে ভাঙ্গার পর কোন বড় লোক তোমাকে বিয়ে করে নি।আর যদি বড় ঘরের কেউ বিয়ে করে তাহলে নিশ্চই তোমার সে… মাতাল,ঠক,চিটার-বাটপার,মেয়েবাজ লোক হবে।তা না…

মানহা এতোক্ষন বহুত কষ্টে নিজেকে কন্টল করেছে।কিন্তু আরহামকে নিয়ে বাজে কথা বলায় মানহা কন্টল হারিয়ে লোকটাকে কথা শেষ করতে না দিয়ে ঠাটিয়ে চড় মারলো।
মানহা এবার রেগে বলল….

—আপনার সাহস কি করে হয় আমার হাজবেন্ড কে এ সব বলার।ভুলেও কারো সম্পর্কে কিছু না জেনে কথা বলবেন না।

আফরা আর মিষ্টি হা করে মানহার দিকে তাকিয়ে আছে।ও যে প্রতিবাদ করছে তা ওরা বিশ্বাস করতেই পারছেনা।ওদের মনে হচ্ছে ওরা কানে ভুল শুনছে আর চোখে ভুল দেখছে।

লোকটি রেগে চেহারা লাল করে বলল….

—তোমার এতো বড় সাহস তুমি আমাক থাপ্পর মারলে।তুমি জানো আমি কে???

—আপনি যেই হন না কেন আপনি আমার হাজবেন্ড কে নিয়ে বাজে কথা বলার সাহস পেলেন কোথায়??

রেস্টুরেন্টের সবাই ওদের দিকে তাকিয়ে আছে।কেউ কেউ তো যথারীতি ভিডিও করছে।লোকটি রাগি গলায় বলল….

—ছেলে মানুষ তো আগে দেখতেই পারতে না।তাহলে ঐ লোকের মধ্যে কি এমন দেখলে যে তার জন‍্য এতো দরদ উতলে পরছে।আবার এতো কথা বলছো।দেখতে তো মনে হয় না আমার থেকে ভালো হবে।

মানহা তাছিল‍্য হেসে বলল….

—চেহারা আর মনের দিন দিয়ে আমার হাজবেন্জ এর ধারের কাছেও আসতে পারবেন না আপনি।কি মনে করেন আপনি; মেয়েরা সুন্দর চেহারা আর টাকার জন‍্যই তাদের হাজবেন্ড কে ভালোবাসে।না মিঃ না….।টাকাই সব কিছু হয় না।একটা মেয়ে সব সময় এমন একটা হাত ধরতে চায় যে সব সময় ছায়ার মত তার পাশে থাকবে।তাকে ছেড়ে কখনো যাবে না পরিস্থিতি যেমনি হোক না কেনো।আর আল্লাহ্ আমায় ওমন একটা হাত মিলিয়ে দিয়েছে।আমার হাজবেন্ড এর বস্তা বস্তা টাকা না থাকলেও তার একটা ভালো মন আছে আর আছে আমার জন‍্য অফুরন্ত ভালোবাসা আর সম্মান। তাতেই আমার চলবে।আর একটা কথা মনে রাখবেন,মেয়েরা নিজের অপমান সর্য‍্য করলেও না, নিজের হাজবেন্ড এর নামে একটা কথাও শুনতে পারে না।তাদের হাজবেন্ড দের কে কেউ কিছু বললে তখন তারা বাঘিনীতে পরিনত হয়ে যায়।

মানহা কথা শুনে লোকটি অপমানে কোন কথা না বলে ওয়েটার কে চিৎকার করে ডাকতে লাগলো ওয়েটার সামনে আসলে তিনি চিৎকার করে বলল….

—ওয়েটার এদের কে এখনি রেস্টুরেন্ট থেকে ঘার ধাক্কা দিয়ে বের করো।

আফরাঃ মগের মুল্লুক পাইছেন।ঝামেলা করলেন আপনি আর বের করবে আমাদের।বেশি তিরিং বিড়িং করলে রেস্টুরেন্টই বন্ধ করার ব‍্যবস্থা করবো।

—এই আপনি জানেন এই রেস্টুরেন্ট কার???আপনি চাইলেও এই রেস্টুরেন্ট বন্ধ করতে পারবেননা।

—কিন্তু আমি চাইলে আপনাকে এখান থেকে ঘার ধাক্কা দিয়ে এখনি বের করতে পারি।
কথাটা শুনে সবাই সামনের দিকে তাকাতেই দেখে ইহান দাড়িয়ে আছে।ইহান কে দেখে লোকটি ভয়ে ভয়ে বলল….

—স‍্যার এই মহিলাগুলো এতোক্ষন আমার সাথে মিস বিভের করছিলো।আমাদের রেস্টুরেন্টের নাম বদনাম করার জন‍্য।তাই তো আমি….

আফরাঃ মিথ‍্যা কথা বললে তুই আর জীবনেও কথা বলতে পারবি না।মিস বিভের নিজে কইরা এখন আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে।

—সত‍্যি স‍্যার আমি সত‍্যি কথা বলছি।এদের দিকে ভালো মত তাকিয়ে দেখুন দেখতেই কেমন ঢপবাজ মনে হচ্ছে।

ইহান এবার সামনের টেবিলে জোরে একটা লাথি মেরে চিৎকার দিয়ে বলল….

—একদম চুপপপপপ….
আর একটা কথা বললে তোকে আজ আমি খুন করে ফেলবো।তুই যাদের সম্পর্কে কথা বলছিস জানিস তারা কে???

—লোকটি ইহানের এমন রুপ দেখে চুপ করে রইলো।ইহান রাগি গলায় ওয়েটারকে ডেকে বলল….

—এটাকে এখুনি এখান থেকে বের করো। আর ওকে বল এই মাসের পুরো সেলারি ওর বাড়িতে আমার লোক দিয়ে আসবে।

—স‍্যার এবারের মত….

লোকটাকে পুরো কথা শেষ করতে না দিয়ে ইহান বলল….
—সুস্থ বেচে থাকতে চাইলে তারাতারি এখান থেকে কেটে পর।তা না হলে তোকে যে কি করবো আমি নিজেও জানি না।

লোকটি মাথা নিচু করে চলে যেতেই লোকেরা কানাঘুষা করতে লাগলো।ইহান ব‍্যপারটা বুঝতে পেরে সবাই কে উদ্দেশ‍্য করে বলল…..

—আপনাদের ভিডিও ও ছবি তোলা শেষ।এদের নিয়ে উল্টা পাল্টা কোন হেডলাইন লেখার আগে আমিই আপনাদের কে এদের পরিচয় বলে দিচ্ছি।মানহা আর মিষ্টি কে উদ্দেশ্য করে বলল….
—এরা দুজন আমার বোন আর ইনি (আফরাকে উদ্দেশ্য করে)আমার উডবি ওয়াই।

ইহানের কথা শুনে মানহা আর মিষ্টি চোখ বড় বড় করে তাকিয়ে রইল।আর আফরা ওদের দিকে তাকিয়ে শুকনো একটি ঢোক গিললো।

(আগেই বলেছিলাম ইহানের দিকে কেউ নজর দিয়েন না।আফরা যেই মেয়ে জানতে পারলে আপনাদের চোখ দিয়ে মারবেল খেলবে😝)

__________________________

তুর আর আফরার মা এর সাথে খেলছে আর কথা বলছে।আফরার মায়ের তুর এর প্রশ্নের জবাব দিতে দিতে অবস্থা নাজেহাল।আর তুর….সে তো একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে।কিন্তু তার পরেও তার থামার নাম নেই।তাকে চুপ করে বসে থাকতে দেখে তুর বলল…..

—নান্নান তুমি কিন্তু আমার প্রশ্নের উওর দিচ্ছ না।আমি কিন্তু এবার রেগে যাবো।

—বোইন মাফ কর আর জীবনেও তোর মা-খালারে বকবো না।আমি জানি ওদের বকেছি বলে এমন করছো।

তুর জিভে কামড় দিয়ে মিষ্টি হেসে বলল….
—আরে আমার কথাটা শুনো।আমি বলছি কি…

—আর আমারে কিছু বলিস না।আমি আর কথা বলতে পারবো না।আমার মুখ ব‍্যথা হয়ে গেছে।

—ঠিক আছে নান্নান তোমার কথা বলতে হবে না।আমার সাথে শুধু খেলো।তাহলেই চলবে।

তিনি তুর এর সামনে থেকে কেটে পরার জন‍্য বলল…
—আমি মনে হয় আমার পেশারের ঔষুধ খেতে ভুলে গেছি।তুমি খেলো আমি ঔষুধ খেয়ে আসি।

—নান্নান তুমি এতো ভুলো মন।মাম্মাম বলে ঔষুধ খাবার খাওয়ার পর খেতে হয় আর তুমি তো সেই কখন খাবার খেয়েছো।

—বোন বুড়ো হয়েছি তো তাই ভুলে যাই।

তুর হাসতে হাসতে বলল….
—নান্নান তুমি বুড়ো না বুড়ি হয়ে গেছো।

তিনি কোমরে হাত দিয়ে বলল….
—দাড়া তুই আমাকে বুড়ি বলিস।

তুরকে আর কে পায়।সে তো উঠে দৌড়।তুরকে এভাবে দৌড় যেতে দেখে আফরার মা হাসতে হাসতে বলল….
—পাগলী মেয়ে।পুরো আমাদের ছোট্ট মানহা।

______________________________

আরহাম অফিসে বসে কাজ করছে।এমন সময় ওর ফোনে একটা ভিডিও আসলো।আরহাম হাতের কাজটা শেষ করে ভিডিও টা দেখে ওর চেহারার রং পাল্টে গেলো।রাগে ওর শরীর কাপছে।টেবিলে জোরে একটা ঘুসি দিয়ে তারাতারি করে অফিস থেকে বের হয়ে গেলো।

চলবে

(ভুলক্রটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।ধন‍্যবাদ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here