একা_তারা_গুনতে_নেই — লামইয়া চৌধুরী। পর্বঃ ৫০

#একা_তারা_গুনতে_নেই
— লামইয়া চৌধুরী।
পর্বঃ ৫০
ব্যাংকের সামনে রিকশা’টা এসে অলসভাবে থামল। শিল্পী ভ্যানিটি ব্যাগে খুচরা টাকা খুঁজছিল। রিকশাচালকের কাছে ভাংতি নেই। শিল্পী রিকশা থেকে নেমে কাছেই দাঁড়িয়ে থাকা একজনকে বলল, “আপনার কাছে ভাংতি হবে?”
লোকটা বলল, “জি হবে। কত টাকা লাগবে?”
“একশো টাকার ভাংতি হলেই হবে।”
লোকটা মানি ব্যাগ বের করে টাকা দিলো। শিল্পী বলল, “ধন্যবাদ।”
লোকটা বলল, “আমি আপনার সঙ্গেই দেখা করতে এসেছি।”
“জি বলুন।”
“আমি জুয়েলের পুরোনো বন্ধু।”
শিল্পীর চোখ মুখ শক্ত হয়ে এল। রুক্ষ গলায় বলল, “আপনি জুয়েল সাহেবের বন্ধু। আপনার আমার সাথে কি?”
লোকটা একটু ঘাবড়ে গেল। সকাল সকাল শিল্পীর দিনটাই খারাপ হয়ে গেল। জুয়েল সাহেব তাঁর বন্ধুদের সাথেও তাকে নিয়ে আলোচনা করছেন। কতটা নির্লজ্জ, বেহায়া এই লোক! শিল্পী ঠিক করল সত্যি সত্যি জুয়েল সাহেবের স্ত্রীকে বিষয়টা জানাবেন। মহিলার জানার দরকার আছে! বিশ্বাস করবেন কিনা সন্দেহ আছে। কিন্তু কষ্ট পাবেন নিশ্চিত। রাতের ঘুম উড়ে যাবে। আর তাদের সন্তানগুলো…। আর ভাবতে চায় না সে। সে এইসব অনুভূতির সাথে পরিচিত। আজকাল তো এই অনুভূতিগুলোই তার রাতের সঙ্গী। ছেলে তার সাথে দেখা না করলেও অনুভূতিগুলো ঠিকই রোজ তাকে একবার এসে দেখে যায়। মেয়ে তার সঙ্গে অভিমান করলেও এই অসহায় উপলব্ধিগুলোর কোনো আত্মসম্মান নেই। যতই দূর দূর করে তত জাপটে ধরে। ঘায়েল, নিঃসঙ্গ শিল্পী এলোমেলো পায়ে দরজা ঠেলে ব্যাংকে ঢুকল। গার্ড সালাম দিলো। শিল্পী শুনলও না। লোকটা যে তাকে অনুসরণ করে ভেতরে আসছে তারও খেয়াল নেই। কানে বাজল, “আপনার সাথে কথা বলতে চাই। বেশিক্ষণ সময় নিব না। আমার আবার আরেক জায়গায় যেতে হবে।”
শিল্পী থমকে দাঁড়াল। ভ্রু কুঁচকে ফিরল। অনেকটা ধমকে বলল, “আমার সাথে কি কথা আপনার?”
লোকটা আশেপাশে তাকিয়ে বলল, “কথাটায় জুয়েল ইনভলবড তো। এখানে বলা ঠিক হবে না।”
শিল্পীর এখন একটাই ইচ্ছা। উপরতলায় গিয়ে জুয়েল সাহেবকে কষিয়ে একটা চড় দেওয়া। শিল্পী বলল, “তাহলে জুয়েল সাহেবের বাসায় চলুন। কাছেই তো। উনার বাসায় বসে কথা বলাটাই সবচেয়ে ভালো। ভাবি আমাদের চা নাস্তাও খাওয়াবেন নিশ্চয়ই।”
লোকটার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। শিল্পী দরজা ঠেলে বাইরে বের হয়ে এল। কর্মস্থলে ঝামেলা করা ঠিক হবে না। এমনিতেই ডিভোর্সী বলে সবাই আমোদ পেয়ে আছে।
শিল্পী কাছেই একটা রেস্টুরেন্টে গিয়ে বসল। লোকটা কেশে কথা শুরু করল, “আমি যাকারিয়া করিম। জুয়েল আমার কলেজ জীবনের বন্ধু। খুবই অমায়িক মানুষ। কারো সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই। আপনিও তো এত বছর ধরে একসাথে কাজ করছেন। আপনারো জানার কথা সে কতটা ভালো মানুষ।”
“জি আমি জানি তিনি কতটা ভালো মানুষ।” শিল্পীর চোখের দৃষ্টি শীতল, গলার স্বর তীক্ষ্ণ।
যাকারিয়া নড়েচড়ে বসে বললেন, “আসলে আপনি যা ভাবছেন ব্যাপারটা তা না।”
“ব্যাপারটা কি বলার জন্য আপনার কাছে বেশি সময় নেই। পাঁচ মিনিট আছে।”
“আপনি জুয়েলের বাসায় গিয়েছিলেন?”
“আপনার বন্ধুকে বলে দিবেন আমাকে বিরক্ত করার ফল খুবই খারাপ হবে।”
“আ… আসলে কয়েকদিন আগে জুয়েলের সঙ্গে দেখা করতে আমি ব্যাংকে গিয়েছিলাম। তখন আপনাকে দেখেছি। আপনার সম্পর্কে সব শুনেছিও। ভাবলাম জুয়েলের কলিগ আপনি। সে যদি আমাদের পরিচয়টা করিয়ে দেয় খুবই ভালো হয়। এখানে জুয়েলের কোনো দোষ নেই। আপনি ভাবির কাছে যাওয়ায় বেচারা খুবই ঘাবড়ে গেছে। আমি চাইনা তাদের মাঝে কোনো ঝামেলা হোক।”
“তাহলে আপনার বাসার ঠিকানাটা দিয়ে যান। এখন তো আমার আপনার স্ত্রীর কাছে যেতে হয়।”
“আমার স্ত্রী নেই।”
“ছাত্র জীবনে পরীক্ষার সময় বহুবার স্যার ম্যাডামদের কাছে দাদী নানীকে এভাবেই মেরেছি।”
“জি না আপনি ভুল বুঝছেন। আমি অবিবাহিত।”
শিল্পী বিরক্ত আর অধৈর্য্য হয়ে চোখ ফেরাল। তখন’ই চমকে গেল। আতঙ্কে জমে উঠল সে।
.
ঝুম ঝুম শব্দ। পানিগুলো কাদিনকে ছুঁয়ে নীচের দিকে ছুটে চলেছে। কাদিনের চোখে মুখে সাবানের তুলতুলে সাদা ফেনা। বাইরে থেকে দীপা দরজায় ধাক্কা দিলো। কাদিন হাতের সাবানটা খুব যত্ন সহকারে কেইসে রাখল। যেন সাবান ব্যথা পাবে। সে না খেয়ে থাকতে পারবে, কিন্তু সাবান ছাড়া একদিনও না। তারপর ঝরনা বন্ধ করে বলল, “বলো, দীপা।”
দীপা বলল, “আমিও আসি?”
কাদিন শক্তভাবে বলল, “না।”
দীপা দুষ্টু গলায় বলল, “এত লজ্জা কিসের তোমার? তোমাকে তো আগেই শেষ করে দিয়েছি ছেলে।”
কাদিন কোনো উত্তর না দিয়ে আবার ঝরনা ছেড়ে দিলো। দীপা বলল, “পরে তোমার আফসোস হবে, মিস্টার স্বামী।”
কাদিন কঠিনস্বরে ডাকল, “বলেছি না।”
দীপার মুখটা ছোট হয়ে গেল। কাদিন প্রায়’ই এমন করে। কেন করে দীপা বুঝতে পারে না।
চলবে ইনশাআল্লাহ…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here