আকাশ_ছোঁয়া_ভালোবাসা♥,পর্ব_২৮

আকাশ_ছোঁয়া_ভালোবাসা♥,পর্ব_২৮
সাহেদা_আক্তার

আমি একটা দীর্ঘশ্বাস ফেইলা আবার ডায়রীটা খুলে পড়ার শুরু করলাম। আজ যে আমার সব রহস্যের জট খুলে যাইতেসে।

(ডায়রী)
বাসায় এসে শুনলাম আমরা দেড় সপ্তাহের ভেতর লন্ডন চলে যাবো। সেই উপলক্ষে নাকি মিষ্টি দিয়ে এসেছে ছোঁয়াদের বাসায়। আমি ভাবতে লাগলাম, এতদিনে যতটুকু ধারণা, ওর মনে আমার জন্য একটা জায়গা তৈরী হয়েছে। এটা বেশ বুঝতে পারছি। এতকিছুর পর এই খবরটা পেয়ে ওর রিয়েকশান কি হতে পারে। পরদিন সকালে উঠে দেখি আব্বু লন্ডন থেকে চলে এসেছে। আব্বু এসেই বলল, আজকে ছোঁয়ার সাথে পরিচিত হয়ে আসবে। আমরাও গেলাম। আমরা সোফায় বসে আছি। আন্টি ছোঁয়াকে ডাকলেন। ও আসতেই আমার বুকটা ধক করে উঠল। একদিনে কি হাল হয়ে গেছে। শুকিয়ে গেছে একেবারে। ও এসে বসল। আমি তাকিয়ে আছি ওর দিকে। ওর শুকিয়ে যাওয়া মুখটা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল। এত ভালোবাসে আমায় যে কালকের ঘটনায় এত কষ্ট পেয়েছে! ও একটু কথা বলেই চলে গেল ভেতরে।

আব্বু আম্মু আন্টিদের সাথে কথা বলা শুরু করলেন। আব্বু বিয়ের প্রস্তাব দিতেই চমকে গেলাম আমি। এটা ভাবিইনি। আব্বু বললেন, বিয়ের প্রস্তাব দিয়ে রাখছেন। ছোঁয়াকে ওনার পছন্দ হয়েছে কিন্তু যেহেতু ও এখনো ছোট তাই অন্তত আমি নিজের পায়ে দাঁড়ানো পর্যন্ত অপেক্ষা করবেন। আন্টিরা হ্যাঁ না কিছু বললেন না। বললেন ভেবে দেখবেন। তারপরই বললেন, কালকে ছোঁয়ার জন্মদিন। আসতে। আমরা রাজি হয়ে গেলাম।

♥গিফট:
ওকে জন্মদিনে কি দেওয়া যায় তা মাথার মাঝে ঘুরপাক খেতে লাগল সারা সকাল। দুপুরের দিকে বের হয়ে শপিংমলে গেলাম। অনেকগুলো দোকান ঘুরে একটা নীল শাড়ি খুব পছন্দ হলো। নিয়ে নিলাম ওটা। তারসাথে এক ডজন নীল কাচের চুড়ি আর এক জোড়া নুপুর নিলাম। বাসায় এসে একটা চিঠিসহ সুন্দর করে প্যাক করলাম। এমন সময় আন্টি এসে বললেন, ওনারা ছোঁয়ার নানা বাড়ি যাচ্ছেন। একটু দেখে রাখতে। আমি অপেক্ষায় রইলাম। ওনারা বের হওয়ার একটু পরেই বাক্সটা রেখে দরজা নক করে বাসায় চলে এলাম। দেখলাম ছোঁয়া বাক্সটা নিয়ে গেছে।

আমি এটুক পইড়া থ হই রইলাম। মুখ দিয়া কিসু বাইর হইতেসে না। আমি যা ভাবতেসি তাই! তাইলে তো…… আমি ঢোক গিইলা আবার পড়া শুরু করলাম।

(ডায়রী)
♥কাছে পাওয়া:
ওর নীল জামাটা টেইলারের কাছে দিয়ে এসেছিল। আমি ওর নাম করেই নিয়ে এসেছিলাম। ওই জামার কথা বলে ওকে রাত সাড়ে এগারটায় শাড়ি পরে রেডি হয়ে আসতে বললাম ছাদে। আমি এগারটায় গিয়ে মোমবাতি জ্বালিয়ে লাভ শেইপ করে রাখলাম। তার ভেতর গোলাপের পাপড়ি দিয়ে C + A লিখলাম। নুপুরের আওয়াজ শুনতেই লুকিয়ে পড়লাম। ছোঁয়া এল। এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগল। কাউকে দেখতে না পেয়ে যেই না চলে যাচ্ছিল আমি একটা কাপড় দিয়ে ওর চোখ বেঁধে দিলাম। ও ভয় পেয়ে কে কে বলে উঠল। আমি ওকে থামিয়ে টেনে নিয়ে এলাম ছাদের মাঝে। চাঁদের আলোয় ওকে দেখে আর নিজেকে আটকাতে পারলাম না। ওর দুই গালে দুটো কিস দিয়ে দিলাম। ও আবার ভয় পাওয়া গলায় বলল, কে? আমি ওর দুইহাত ধরে পেছনে মুড়িয়ে নিজের সাথে মিশিয়ে ফেললাম। আমি নিজের পরিচয় গোপন করে ওর কানে কানে বললাম, আমি লাভার ভ্যাম্পায়ার। তারপরই আমার ছোঁয়ার নেশায় ধরে গেল। আমি ওর গলায় একটা কিস করলাম। সাথে সাথে ও কেঁপে উঠল। সেই কাঁপুনি যেন আমাকে আরো পাগল করে দিল। তারপর আমার কি হল জানি না। ওর নেশায় ডুবে গেলাম। আমি ওর মুখ চেপে ধরে একটা লাভ বাইট দিয়ে দিলাম। ইচ্ছে মতো ওর গলায় ঘাড়ে কিস করতে লাগলাম। তারপর ওর কানে ফিসফিস করে বললাম, লাভ বাইট দিয়ে সিল মেরে দিলাম। আজ থেকে ও শুধু আমার। এমন সময় হাত ঘরিটা বারোটার জানান দিল। আমি সবার আগে ওকে বার্থডে উইশ করলাম। একসময় ওর ঠোঁটের দিকে নজর পড়ল। ওর লাল ঠোঁট জোড়া কাঁপছে। এগিয়ে গেলাম সেই নেশা ধরানো ঠোঁটের দিকে। কিন্তু শেষ পর্যন্ত নিজেকে সামলে ছেড়ে দিলাম ওকে। চলে এলাম বাসায়। দরজায় উঁকি মেরে দেখলাম একটু পরে ছোঁয়াও বাসায় চলে এল।

আমি ঘাড়ে হাত দিয়া দাঁত কিড়মিড় কইরা ডায়রীর দিকে তাকাইলাম। আমার মগজে আগুন জ্বলতেসে। তাহলে আমি ঠিকই ধরসি। লাভার ভ্যাম্পায়ারই হলো আকাশ। পরিচয় লুকিয়ে আমার সাথে যোগাযোগ রাখসে। ঐদিন কামড়ে আমার ঘাড়ের অবস্থা বারোটা বাজাই দিসে। আমি কত্ত ভয় পাইসিলাম। সবাই আমারে প্রশ্ন করে করে অস্থির বানাই ফেলসিলো। আমি যে এমন একটা ফাজিলের প্রেমে পড়সিলাম বুঝতে পারি নাই। এমনিতে দেখতাম সাধু বিড়াল হই ঘুরতো। দাঁড়াও, বিয়েটা হতে দাও। বুঝাই দিবো কত ধানে কত চাল।

ঘড়ির দিকে তাকাই দেখলাম আধা ঘন্টা হয়ে গেসে। আর পড়ার দরকার নাই। একসাথে অনেক ডোজ পেটে পড়সে। তাতেই ব্লাস্ট হই যাইতেসে। বাকিটা পড়লে ফাইটা পড়মু। আমি ডায়রীটা নিয়া আকাশের রুমে এসে দেখি চাঁদনি ওর পাশে বসে আছে। আমার মগজ একটু পরে রাগে গইলা যাইবো। আমি নিজেকে শান্ত করে বলল, আরে চাঁদনি আপু, কেমন আছো?

– তুমি এখানে?

– আরে আন্টি তো তোমাকে নিচে ডাকছে কি জন্য যেন।

– আমি তো এইমাত্র নিচ থেকে আসলাম।

– আমি কি করে বলব। যাও গিয়ে দেখো।

আমি ওরে ঠেলে উঠাই দরজার কাছে নিয়া গেলাম। সে আরও কিছু বলতে যাচ্ছিল। আমি বললাম, আরে আগে দেখো আন্টি কি বলেন। ততক্ষণে গাজর বউ তার চেরি বরের কাছে থাকুক। সে বলল, মানে? আমি আমার বহুমূল্যবান মুলা দাঁত দেখাইয়া দরজা বন্ধ করে দিয়ে একটা নিঃশ্বাস ফেললাম। আপদ বিদায় করলাম। আমি ডায়রীটা আগের জায়গায় রেখে চেরির কাছে এসে বসলাম। ব্যাটা এখনো ঘুমাচ্ছে। ইস্, ঘুমালে কি নিঃস্পাপ লাগে। ভেতরে তো ফাজিলের হাড্ডি। ঘুমাচ্ছে দেখে কপালে একটা চুমু দিয়ে দিলাম। মাথা তুলতেই দেখে ও আমার দিকে পিটপিট করে তাকাই আছে। তারমানে ও জাইগা ছিল! লজ্জায় কিছু বলতেও পারতেসি না। উঠে চইলা যাচ্ছিলাম সে আমার হাত ধরে টান মারল। আমি তাল সামলাতে না পাইরা ওর বুকের উপর পইড়া গেলাম। সে আমাকে জাপটে ধইরা বলল, একটু আগেই তো বললে গাজর বউ চেরি বরের কাছে থাকবে। তাহলে যাচ্ছো কোথায়?

– ছাড়ুন আমাকে।

– আমার ডায়রী পড়ে তো সব জেনেই নিয়েছো। তাই আজ থেকে নো ছাড়াছাড়ি।

– ইস্… ভ্যাম্পায়ারই একটা। কামড়ে আমার ঘাড়ের অবস্থা বারোটা বাজিয়ে দিয়েছে।

– তুমি চাইলে আবার করতে পারি।

– পাগল নাকি! ছাড়ুন না হলে আমি কিন্তু কামড়ে দেবো।

– দাও না। এই ছয় বছর তো তার অপেক্ষাতেই আছি। কবে তুমি নিজ থেকে আমার কাছে আসবে।

– হুহ্।

বাইরে চাঁদনি এসে দরজায় ধাম ধাম বাড়ি মারতে লাগল। আকাশ বিরক্ত হয়ে বলল, এই মেয়ের কাণ্ডজ্ঞান নেই। কোথায় শান্তিতে রোমান্স করছি তা না আমার রোমান্সের বারোটা বাজিয়ে দিচ্ছে। আমি জোর কইরা উইঠা যাইতেছিলাম। সে আমার দুই গাল ধরে কপালে একটা চুমু দিয়ে বলল, আমি আর ওয়েট করতে পারছি না। এই সপ্তাহতেই তোমাকে নিজের কাছে আনার ব্যবস্থা করছি। আমি নিজেকে ছাড়িয়ে দৌঁড়ে দরজা খুইলা বেরিয়ে গেলাম। চাঁদনি ঢুকে বলল, কি করছিলি রে তোরা দুইটা মিলে?

– রোমান্স করছিলাম। চাঁদনি তোকে তো আমি আগেই বলেছি আমি ছোঁয়াকে ভালোবাসি। কেন তাও বার বার ফিরে আসিস?

চাঁদনি কিছু বলল না। চইলা গেল রুম থেকে। আকাশ আরাম কইরা আবার বিছানায় শুইয়া পড়ল। তার মাথায় এখন কতকিছু ঘুরতেসে। বিয়ে, রোমান্স, বাচ্চা কাচ্চা।

আমি বাড়িতে এসে রুমে গিয়া বিছানায় লাফাই পড়লাম। একটু পর পর মুচকি মুচকি হাসতেসি আর লজ্জায় বালিশে মুখ ঢুবাইতেসি। মুন এসে বলল, কি রে, আকাশ ভাই কেমন আছে?

– ভালো। সামান্য চোট পেয়েছে।

– ও। দেখতো এই শাড়িগুলো কেমন লাগে।

আমি অবাক হইয়া বললাম, শাড়ি কবে কিনলি? মুন বলল, গতকালকেই আকাশ ভাই রেদোয়ানকে দিয়ে পাঠিয়েছিল। তোকে দেখাইনি। আমি কইলাম, আমি তো বলিনি আমি বিয়েতে রাজি। মুন বলল, সেটা আমিও বলেছি। আকাশ ভাই বলেছে তুই নাকি রাজি হয়ে যাবি। তোকে নিয়ে নাকি টেনশান নেই। তাই বিয়ের কাজগুলো সেরে ফেলতে বলেছে। এর মধ্যে কার্ডও ছাপানো হয়ে গেছে। আমি মনে মনে বললাম, বলবেই তো। আমি কি আর জানতাম নাকি যে দুইজনকে নিয়ে টানা পড়েনে পড়েছিলাম। তারা আসলে একজন। মুন আমাকে শাড়ি গয়না দেখাতে লাগল। যাওয়ার আগে ওকে জিজ্ঞেস করলাম, তোর না শ্বশুর বাড়ি যাওয়র কথা। ও বলল, এই শুক্রবার তোর বিয়ে তাই রয়ে গেলাম।
.
.
.
.
আমি বউ সাইজা বসে আছি বাসরঘরে। শেষ পর্যন্ত ক্রাশের সাথেই আমার বিয়াটা হয়েই গেল! আমাকে একটা ফ্ল্যাটে আনা হইসে এবং আমি এই ফ্ল্যাটটাকে আমি খুব ভালো করে চিনি। এটা সেই ফ্ল্যাট যেখানে আমি আব্বা আম্মার হাত ধরে হাঁটতে শিখসি, যেখানে প্রথম আমি চেরি ফলকে দেইখা ক্রাশ খাইসি আর যেখান থেকে আমি আমার আব্বা আম্মারে চির বিদায় দিসি। হ্যাঁ, আমি এখন আমাদের ছয় বছর আগের ফ্ল্যাটে আমার রুমে বইসা আছি। আমি জানতাম না আকাশ এই ফ্ল্যাটটা কিনসে। চারদিকে তাকাই বুঝতে পারলাম এখানের একটা জিনিসও নাড়ানো হয় নাই। ছয় বছর আগে যেমন ছিল তেমনই আছে সব। কিন্তু কিছু জিনিস তো খালু নিয়া গেসিলো। তাহলে এগুলা আসল কেমনে? আমি পড়ার টেবিলটার কাছে গেলাম। হঠাৎ একটা জিনিস চোখে পড়ল। আগে পাগলামি কইরা টেবিলের একপাশে ছোট্ট কইরা লিখসিলাম ক্রাশ + ছোঁয়া। ওটা এখনো আছে। তার মানে খালু একই দেখতে জিনিস কিনে নিয়া গেসিলো ঐ বাড়িতে। এই ফ্ল্যাটের একটা জিনিসও নাড়ানো হয় নাই। সব আগের মতো যত্ন কইরা রাখা হইসে! এতো ভালোবাসে আকাশ আমারে!

কিন্তু আমি তো আমার শোধ নিয়া ছাড়মু। এই ছয়টা বছর আমি ওর থেকে আলাদা থাইকা কত কষ্ট পাইসি। সেটা কেবল আমি জানি। আমি ভারি শাড়ি আর গয়না খুইলা একটা থ্রিপিস পইরা সাহেবাদের মতো বিছানায় বইসা আছি। একটু পরে আকাশ রুমে ঢুইকা আমারে এভাবে দেইখা থতমত খাইল। হয়ত ভাবছিল আমি শাড়ি গয়না পইরা লজ্জাবতী লতার মতো বইসা থাকবো বিছানায়। ওটি হইতেসে না। আমি গম্ভীর কন্ঠে কইলাম, দরজা মারো। ও বাধ্য ছেলের মতো দরজা মাইরা আমার কাছে এসে বসতেই বললাম, খবরদার, একদম কাছে আসবে না। ও অবাক হয়ে বলল, কেন? আমি মনে মনে কইলাম, তুমি কাছে আসলে যে তোমার সুগন্ধে আমি নিজেকে সামলাতে পারবো না। মুখে বললাম, আজকে থেকে ছয় বছর পর তুমি আমার কাছে আসবা। ও মুখ গোমড়া করে বলল, কেন? আমি বললাম, এই ছয় বছরের শোধ নিবো। আমি কত কষ্ট পাইসি জানো? আকাশ চিনা হাসি দিয়া বলল, সব ফেরত নিবা বুঝি?

– হুম। সুদে আসলে ফেরত নিবো।

চলবে……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here