Accounting_Teacher,Part 15,16

Accounting_Teacher,Part 15,16
Written_by_Ritu_Rosni
Part 15
.
বিল পরিশোধ করে চলে আসছিলাম তখন ও দৌড়ে এসে জরিয়ে ধরে আমার গালে একটা চুমু একে দিল।
ঘটনাস্থলে তো আমি পুরাই থ😲😲😲😲
এমন কিছু যে ও করে বসবে তা আমি ভাবতেও পারিনি।
হয়তো বেশি এক্সাইটেড থাকায় এটা করে ফেলছে।(শুভ্র)
.
ইশশশশশ!!!!কি কান্ড টাই না করে ফেললাম।আসলে খুশিতে আমি এমন কাজ করে ফেলছি।
বাসাতেও এমন করি তো।
যাহহহহহ!!স্যার কি ভাবলো।লজ্জায় এখন আমার মাথা কাটা যাচ্ছে।
আল্লাহ মাটি ফাঁক করো আমি ঢুইকা যাই নয়তো আমার জন্য মই ফালাও।(আমি)
,,
খেয়াল করে দেখলাম লজ্জায় লাল হয়ে যাচ্ছে।মাটিতে পা মুচরাচ্ছে।লজ্জা পেলে কাউকে যে এতটা সুন্দর লাগে আগে জানতাম না তো।
গাল দুটো লাল গুলুমুলু হয়ে আছে।মনে হচ্ছে ঐ নরম দুটি গাল টিপে দেই।😁
,,
ইশশশ!!এখন স্যারের দিকে তাকাতেও আমার ভীষণ লজ্জা হচ্ছে।
এমন একটা পাগলামি করে ফেললাম।
স্যার কি ভাবছে।😒
,,
বেচারি লজ্জায় লজ্জাবতি গাছের মতো একটু হলেই নুয়ে পড়বে।
চলো যাওয়া যাক,,তোমার বাসায় আবার টেনশন করবে।(কথা ঘুরানোর জন্য)
,,
হু চলুন(আমি)
,,
সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালাতে শুরু করলাম।
বেচারি এখনো লজ্জা পাচ্ছে।
এহেম এহেম!!কথার রাণি যে আজ চুপ করে আছে।অন্য সময় তো কথার ফুল ঝুড়ি ঝরে।
————(কোনো সাড়া নেই)
বুঝতেছি না কি করবো।ওকে কি করে কথা বলাই।
এক দৃষ্টে বাইরে চেয়ে আছে।গান ছাড়লাম রেডিওতে একটা…..
♪♪বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা
খালি চুল কয়ডা পাইক্কা গেছে বাতাসে♪♪
তোমার মায়ে ডারে দিবা না……
—-গান দিল দেখলাম
😃😆😂😁😁😂😂 (আমি)
—ইশশশ!!ভুলে কি গান প্লে করে ফেলেছি।
😲😲দেখলাম গান শুনে খিলখিলিয়ে হেসে উঠলো ঋতু।
যাক অন্তত হেসেছে তো।
আল্লাহ রে এই মেয়েটা এভাবে হাসলে তো আমি হার্ট এট্যাক করে মরেই যাবো।একদম বুকে গিয়ে লাগে।
টোল পড়া গালের হাসি দেখেই আমি ক্রাশড😊😊
মেয়েটা এত সুন্দর কেনো??আমার খুব হিংসে হয়।ওর সৌন্দর্য দেখে না ওর দিকে অন্য কেউ তাকিয়ে থাকা দেখে।
যখন অন্য কেউ তাকায় তখন আমার রাগে একদম শরীর জ্বলে যায় মনে হয় ঘুসি মেরে একদম নাক ফাটিয়ে দেই।😂😂
,,
বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেলো।
ফ্রেশ হয়ে বিছানায় মাথা এলিয়ে দেয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম।

আজকের সারাদিন ঋতুর সাথে কাটানো মুহূর্ত গুলোকে মনে করছি।ইশশশ সময় টা যদি ওখানেই থেমে যেতো।😍😍
ওর তখন কার করা পাগলামির কথা টা মনে হলেই হাসি পাচ্ছে।খুশিতে কি কান্ড টাই না করলো।
আজকাল বড্ড বেশিই মিস করি ওকে।সব সময় ওর কাছাকাছি থাকতে ইচ্ছে করে।
চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে ওঠে ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত গুলো।
,,
গভীর ঘুমে অথৈ সাগরে যখন ভাসছে ঋতু ঠিক তখনি কারো ফোনের শব্দে নিচে নামে।
ক্রিং ক্রিং ক্রি…..
কেটে দিচ্ছে বার বার।
আবারো ক্রিং ক্রিং ক্রিং…..
এবার নাম্বারর না দেখেই ফোন কেটে সুইচড অফ করে রেখে দিলাম।
কেউ যদি আমার ঘুমের ব্যাঘাত ঘটায় না
😡😡,,আমার মেজাজ তখন সপ্তম আকাশে উঠে।
,,
—-কল দিচ্ছি আমি আর ও বার বার কেটে দিচ্ছে।
আবার দিলাম কল,,কিন্তু একি!!!!😡😡
কত্তবড় সাহস যে আমার কল কেটে দিয়ে সুইচড অফ করে।
একবার যদি হাতের নাগাল পাই না,,তখন দেখাবো ফোন কাটার স্পর্ধা।
,,
সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে যথাসময়ে ক্লাসে চলে গেলাম।
আজকে আর কোনো প্যারা, চিন্তা নেই।
আজ ডেভিল টাও দেখছি চুপচাপ।শুধু পড়িয়েই যাচ্ছে।কি ব্যাপার আজ এত শান্ত😲😲
নাকি এটা 😭😭ঝড়ের পূর্বাভাস।আগাম সুনামি😭😭
হয়তো……….
ক্লাস শেষ করে বাইরের দিকে যাচ্ছিলাম তখন কেউ আমার মুখ চেপে ধরে হল রুমের দিকে নিয়ে গেলো।
বুঝতেই পারছি কে এটা।
আজ নতুন নয়,,স্পর্শ টাও অচেনা নয়।
কিন্তু আজ এভাবে টেনে নিয়ে আসার তো কোনো কারণ পাচ্ছি না।ক্লাসে তো চুপচাপ ছিলো এখন আবার কি হলো কিছুই তো বুঝতেছি না।
.

Acccounting_Teacher
Part_16
Written_by_Ritu_Rosni
.
.
কিন্তু আজ এভাবে টেনে নিয়ে আসার তো কোনো কারণ পাচ্ছি না।ক্লাসে তো চুপচাপ ছিলো এখন আবার কি হলো কিছুই তো বুঝতেছি না।
কিছু তো মনে পড়ছে না😒😒
,,
ক্লাস শেষ করে চলে যাচ্ছিল ঠিক তখনি মুখ চেপে ধরে হল রুমে নিয়ে এলাম।
রুম লক করে দিলাম,এই মেয়েকে বিশ্বাস নেই যখন তখন বোকা বানিয়ে চলে যেতে পারে।(শুভ্র)
–😲রুম লক করে দিয়ে এদিকে আসছে।ভয়ে তো আমার কলিজা শুকিয়ে যাচ্ছে।
সস,,,স্যা,,,ররর আ,,পনিিিি রুম লক ক,,রলেেেন কেেেনো???(ভয়ে ভয়ে)
—কিছু না বলে চোখ লাল করে ওর দিকে এগিয়ে যাচ্ছি,কি যে করে ফেলি নিজেও জানিনা।
—চোখ দিয়ে মনে হয় লাল আগুনের দলা এখনি বের হয়ে আমাকে ভস্ম করে দিবে।
হঠাৎ এতো রাগলো কেনো??কিছুই তো বুঝতেছি না কি হয়েছে।(আমি)
—পিছাতে পিছাতে দেয়ালের সাথে আটকে গেলো।আর কোথায় পালাবে??
—স,,,স্যা,,রররর প্লিজজজ আমাকে ছেড়ে দিন,,,বাসায় যাবো আমি,,সবাই টেনশন করবে।
—ছেড়ে দিবো তাই না??ছেড়ে দেয়ার জন্যই কি এখানে এনেছি??(দাঁতে দাঁত চেপে ধরে)
রাত্রে আমার ফোন কেটে দিয়ে সুইসড অফ করে দিলে কেন??😡😡
—রাত্রে ফোন কেটে,,সুইসড অফ,,কিছুই তো মাথায় আসছে না
😲😲😲রাত্রে কে যেনো বার বার কল দিচ্ছিল নাম্বার না দেখে ফোন সুইসড অফ করে দিছিলাম।তার মানে
তখন এই জল্লাদের বংশ টাই কল দিচ্ছিল😰😰
–কিিিিি??মনে পড়ছে??😡😡
—স,,সররিিিিি স,,,, স্যাররর আর হবে না(আমি)
—😡😡Sorry!! My Foot.(চিল্লিয়ে)
এই এক্সিউজ দেয়া সরি কথা বলা শুনলে আমার মাথা গরম হয়ে যায়।এই দুটি জিনিস আমি চরম অপছন্দ করি।
তো,,,,,,,,,,,,,,,,,,
কিছু বলতে যাবো তখন খেয়াল করে দেখলাম ভয়ে একদম কাচুমাচু হয়ে দাড়িয়ে আছে।
ঠোঁট নেড়ে নেড়ে কি যেনো বলছে।
কাছে এগিয়ে গেলাম…..
‘আল্লাহ প্লিজজজ এই জল্লাদ এর বংশ,নাইজেরিয়ান কালা গরু,লাল হনুমান,ধলা ইন্দুর,ফেরাউনের খুটি,টমেটো পচা ইদুর টার হাত থেকে আমারে বাচাঁও,,’
—-ঋতুুউউইহহহহ(জোরে)
—কি কিিিি স্যারররর!!!
—আমি জল্লাদের বংশ??নাইজেরিয়ান কালা গরু??😡😡
—ক,,কইই নাতোহ??কে বলছে স্যারর???
তুমি জানো না বুঝি??(শুভ্র)
—-😒😒এতো আস্তে আস্তে বলি তারপরেও শুনে কিভাবে জল্লাদ টা??
হুট করে জরিয়ে ধরে এলো পাথারি লিপ কিস করা শুরু করলো শুভ্র,,ঋতু হাত পা ছুড়াছুঁড়ি করছে ছাড়ার জন্য কিন্তু শুভ্রর ছাড়ার নামই নেই বরং আরো জোরে চেপে ধরে।
প্রায় কয়েক মিনিট পরে ছাড়ে।
,,
—মনে হচ্ছিল দম আটকে এখনি মরে যাবে।
নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল।
দুজনি হাপাচ্ছে।
—লুচু,বদের হাড্ডি,কালা গরু,ধলা ইদুর,চামচিকে আমারে কিস করছে।রাগে শরীর জ্বলে যাচ্ছে মনে হয় কেউ কেরোসিন ঢেলে দিলেই পুইরা ছারখার হয়ে যাবে সব।
—দেখলাম রাগে সাপের মতো ফোঁসফোঁস করছে।
ওর কান্ড দেখে আমার বড্ড হাসি পাচ্ছে,কিন্তু হাসতে পারছি না।আপনারা আবার ভাববেন না যে আমার মুখ চেপে ধরেছে কেউ😜হাসলে আবার ক্ষেইপা যাইতে পারে।(শুভ্র)
—ঠোঁট বার বার ওড়না দিয়া মুছতেছি,মনে হচ্ছে ছিড়ে ফেলি।কিন্তু ঠোঁট না থাকলে কেমুন দেখাবে তাই ছিড়ছি না😜
লুইচ্চা টা প্রতিদিন আমার অবলা ঠোট টার উপ্রে নিযার্তন করে।
—দেখলাম বার বার ঠোঁট মুছতেছে,,যেভাবে টানাটানি করছে কেটে যাবে তো😒
যতোই মুছার চেষ্টা করো উঠবে না ঐ টা শুভ্রের সীল মোহর।
আজ থেকে আমার কথার বাইরে চললে এর থেকেও বেশি শাস্তি পাবে।
অবশ্য এমন রোমান্টিক শাস্তি দিতে আমার ভালোই লাগে😍
So,be careful.
,,
—লুইচ্চা ব্যাটা আমার ঠোঁট টারে কি তোর বাপ দাদার সম্পত্তি পাইছোস যে সীলমোহর লাগাবি??😡
রাক্ষস বিটকেল, কানা কাডাস,সজারু(চুল খাড়া থাকে শুভ্রের)
লাল বাদুড়, কালা গরু জীবনে মাইয়্যা মানুষ দেহস নাই??তোর ঘরে কি মা বোন নাই?মাইয়্যা মানুষ দেখলেই লুচ্চামি শুরু হয়ে যায়?আমার মতো অবলা বাচ্চা মেয়েটার সাথে তুই এমন করলি??তোরে স্যার করছে কেডায়??এক দমে কথা গুলো বলে থামে ঋতু।
😲😲এতক্ষণে হুশ হলো ও কি বলছিল কাকে।
শুভ্র তো সামনেই আছে এখন যে কি করে ফেলে কি জানে।
—😡😡কত্তবড় সাহস আমাকে লুইচ্চা বলে।আবার তুই করে কথা বলে।
তুই করে বলা টা শুভ্রের মোটেও পছন্দ নাহহ।
রেগে তেড়ে যাচ্ছিল ঋতুর দিকে।
—-আল্লাহ গো আমার মুখ টাকি বন্ধ থাকেনা,,, কখন যে কি বলে ফেলি।
এখন কি হবে??ব্যাটা জল্লাদ টা যদি আবার তখন কার মতো করে😰😰
দেখেই বুঝা যাচ্ছে অনেক রেগে আছে।
আল্লাহ বাচাও আমায়।
😭😭😭😭😭😭😭😭এ্যাাাাাাাাাাা এ্যাাাাাাাাাাা
—হঠাৎ ঋতুর এভাবে কেঁদে দেয়ায় ভ্যাবাচ্যাকা খেয়ে যায় শুভ্র।
কিছুই বুঝতেছে না।
অনেক্ষণ দাড়িয়ে থেকেও হঠাৎ ঋতুর কাঁদার কারণ টাকে উদঘাটন করতে পারলো না শুভ্র।
–ঋতু কেঁদেই চলেছে।
—কি হলো??কাঁদছো কেনো???
—আপনি রেগে আমার দিকে যেভাবে তেড়ে আসছেন কাঁদবো না?আবার যদি তখনকার মতো করেন??😰😰(আমি)
—ওর কথা শুনে হাসবো নাকি কাঁদবো বুঝতেছি না।আপাতত চুপ করেই থাকি।
—😭😭😭
–আবার কি হলো??এবার তো আমি তেড়ে যাইনি তাহলে???
—আাা,,মিিি বাাাড়ি যাবো।
–তো কাঁদার কি আছে??আমি কি মেরে ফেলছি নাকি তোমায়??
কথায় কথায় নাকের ডগায় পানি চলে আসে কোথা থেকে বুঝিনা।(শুভ্র)
—আপনাকে এত বুঝতেও হবে না,, আমাকে যেতে দিন।
–যেতে দিবো মানে??তোমাকে কি আমি ধরে রেখেছি নাকি??
,
,
,
(চলবে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here