জ্বীন রহস্য (love story)❤,Part 26
Writer Maishara Jahan
আয় হায় আমি তো লজ্জায় লাল হয়ে যাচ্ছি। জরিয়ে ধরতে মন চাচ্ছে কিন্তু থাক বুকে ব্যাথা পাইছি।
সকালে,,,,,,,,,,,,
এবার আমাদের যাওয়ার পালা, বিয়ের পরে কিছু দিনের জন্য নায়র মানে বাপের বাড়ি যেতে হয় স্বামীকে নিয়ে।
সবাই আমরা রেডি হচ্ছি, বিয়ের পর প্রথম বাপের বাড়ি যাবো। তাই সারী,হাতে চুরি গহনা এই সব পরছি ভালো লাগে না আমার এই সব।
তাও পরলাম না হলে মা বাবা কি মনে করবে। মা বাবার থেকে আমাদের নিয়ে বেশি ভাবে পারা প্রতিবেশী। তাদের কথা ভেবেই পরছি।
মুগ্ধ,,,,,,,,,, ভাবা এতো সাজ গোজ একদম নতুন বউ বউ লাগছে।
,,,,,, আমি তো নতুন বউয়ি, আমাদের বিয়ের মাত্র দুই দিন হয়েছে দুই বছর না।
,,,,,,,, তা বলিনি,, তবে বিয়ের পরে প্রথম এমন সাজলেতো তাই বললাম। যাই হোক তোমায় কিন্তু আজ অনেক সুন্দর লাগছে।
,,,,,,, শুধু আজি সুন্দর লাগছে অন্য দিন লাগেনা
,,,,,,, আরে এ দেখি তারিফ করলেও জ্বালা। তোমাকে সব সময় সুন্দর লাগে,, যাই পড়া থাক বা না থাক সবসময় ভালো লাগে।
,,,,,,, সত্যি ☺☺
,,,,, সত্যি 😘 এবার একটু কাছে তো আসো ভালো করে দেখে নিয়, কিছু কম বা বেশি হয়ে গেলো নাকি।
,,,,,, সব ঠিক আছে তোমাকে কষ্ট করতে হবে না।
,,,,,, আরে না তোমার লিপস্টিক বেশি হয়ে গেছে এসো ঠিক করে দিয় *****
,,,,,,,,,,,,
রিয়াদ,,,,,,,,, তোমায় ছেড়ে চলে যাবো তাই ভালো লাগছে না। 😥😥
,,,,,,,, তুমি যখন খুশি ডেকো আমি চলে আসবো।
,,,,,, ঠিক আছে কিন্তু হঠাৎ করে সামনে চলে আসবে না একটু ইংগিত দিয়ে আসবে।
,,,,,,,,, সাহস কোথায় গেলো।
,,,,,,,,, একা ঘরে সাহস দিয়া কি করমু। আর আজ গিয়ে তোমার সম্পর্কে মা বাবার সাথে কথা বলবো।
,,,,,,, ঠিক আছে। এখন তাহলে যাও সবাই অপেক্ষা করছে।
,,,,,,,, ঠিক আছে ভালো থেকো।
যেতে নিয়েও আবার জরিয়ে ধরি।
,,,,, আরে কি করছো।
,,,,,, ঐদিকে দেখো কি।
মেহেরিমা ঐদিকে তাকাতেই গালে একটা কিস করে দৌড় দিয়।
,,,,,, শয়তান।
,,,,,, টাটা ভালো থেকো।
,,,,,,
রোহান,,,,,,,,, এতো খন কই ছিলি।
,,,,, তোর ভাবীর সাথে কথা বলছিলাম।
,,,,, ভাবা ভাবী,,,,, ঐদেখ তোর ভাবী আসছে।
,,,, কে আমার ভাবী
,,,,, কেনো ফারা।
,,,,,, সর এনতে ঐ হিসাব ধরতে গেলো তো ফারাও তো আমার বনের মতো তাইলে তরে কি আমি দুলাভাই ডাকমু। যেটা ডাকি ঐটাই তোর বাপের ভাগ্য। বেশি কিছু আশা করো না।
যীন্নাত,,,,,,,, চল আমরা যায়।
আমরা চলে আসি আমাদের এখানে। আমরা যার যার বাসাই চলে যায়।
বাসাই যেতেই আমাকে যেনো ভুলেই গেছে, মনে হচ্ছে ওদের এক জামাই আছে মেয়ে টেয়ে কিছু নেয়।
সেই সকাল থেকে শুনছি,,, বাবা এটা খাও বাবা ঐটা খাও,, বাবা এটা বাবা ঐটা রাগ হচ্ছে। খেতে বসে যেনো সবাই আমাকে ভুলেই গেছে।
যীন্নাত,,,,,,,, তোমার বাবা হাত দিয়ে খেতে পারছে না কষ্ট হচ্ছে খায়িয়ে দাও।
মুগ্ধ,,,,,,, এ্যাঁ
মা,,,,,, সত্যি তাহলে আমি খায়িয়ে দিয়।
যীন্নাত,,,,,,,, এ্যাঁ 😑😤
বাবা,,,,,,, তুই এমন করছিস কেনো।
মুগ্ধ,,,,,,,, হিংসে হচ্ছে বুঝি 😜😜
যীন্নাত,,,,,,,, কথা বলবা না আমার সাথে 😤😤
মা,,,,,,, রাগ করছিস কেনো জামাই প্রথম এলো তাই,,,,, ঠিক আছে রাগ করতে হবে না আয় আমি তকে খায়িয়ে দিয়।
যীন্নাত,,,,,,,, লাগবে না আমার।
মা,,,,,,,,, এতো রাগ করে না মা।
,,,,,,,,,,,
রিয়াদ,,,,,,, বাবা মা আমি না একটা মেয়েকে পছন্দ করি। ( লজ্জায় )
মা,,,,,,, অনেক বার শুনছি না, সর আমার কাজ আছে তোর ফালতু বকবক শুনার আমার টাইম নাই।
,,,,,, না মা আমি ওকে সত্যি ভালোবাসি ওকে বিয়ে করতে চাই।
বাবা,,,,,,,, হুহহহ বিয়ে করবে,, বিয়ের পর বউকে খাওয়াবি কি।
,,,,, কেনো আমি যা খাই।
বাবা,,,,,,,, তুই তো আমার ঘারের উপরে বসে খাস।
রিয়াদ,,,,,,,,,, সমস্যা নেয় বাবা ও টেবিলে বসে খাবে।
বাবা,,,,,,,, তরে তো আমি ( জুতা খুলে হাতে নিয়ে)
রিয়াদ,,,,,,,,, মা আগের বার জুতার বারি খেয়ে কিন্তু আমার জ্বর হয়ছিলো।
মা,,,,,,, এবার আমার ছেলের কিছু হলে এক সাপ্তাহর জন্য না এক মাসের জন্য বাড়ি ছাড়া করবো বলে দিলাম।
বাবা,,,,,,,, ওর জ্বর টর কিছু হয়নি ও এমনি ঢং করছিলো। কতো জুতার বারি খেলাম কিছু হলো না, আর ওর গায়ে তো জুতা খুলে ছুরে মারছিলাম যে দৌড় দিছে জুতা লাগছে কি না সন্দেহ।
রিয়াদ ,,,,,,,, পুরান কথা বাদ দাও নতুন কথায় আসো আমি বিয়ে করবো।
বাবা,,,,,,,,,, বউকে কার টাকা দিয়ে খাওাবি৷
,,,,, কেনো তোমার।
,,,,,, দেখো দেখো কতো বড়ো বেশরম।
রিয়াদ,,,,,, কি করবো বাবার মতো হয়েছি।
বাবা,,,,,,, কি কইলি হারামজাদা ( জুতা নিয়ে )
,,,,,,,,,, মাআআ
মা,,,,, হুমমম ( বাবাকে চোখ দেখিয়ে )
বাবা,,,,,,,,, ঠিক আছে, ঠিক আছে, এখন না হয় আমি খাওয়াবো আমি মারা যাওয়ার পর কি করবি।
,,,,,,, বাবা এমন কথা বলো কেনো।
বাবা চোখে পানি এনে হালকা হেসে আমার দিকে তাকায়।
,,,,,,, তুমি মারা যাওয়ার তোমার এই বিশাল সম্পত্তি তো আমারি হবে। এটা আবার বলা লাগে।
,,,,,,, 😶😶 এটা শুনার জন্যই তো তরে আমি জম্ম দিছিলাম। আমার সম্পত্তির কোনাও তকে দিবো না।
রিয়াদ,,,,,,, কি বললা তোমার আরো সন্তান আছে তাদের দিবা আমাকে দিবা না৷
বাবা,,,,,,, আমি এটা কখন বললাম।
রিয়াদ,,,,,,,, মা দেখো বাবা কি বলে,,,,,
বাবা,,,,,,,, মেয়ের বাড়ির ঠিকানাটা দে বিয়ের কথা বলবো৷
রিয়াদ,,,,,,, তুমি প্রমান করে দিলে তুমি আমারি বাবা।
বাবা,,,,, কিন্তু তুই এখনো প্রমান করতে পারলি না যে তুই আমারি ছেলে৷
মা,,,,,,,,, কিছু বললা।
বাবা,,,,,,,, না কিছু না ।
রিয়াদ,,,,,,, হ্যালো ( ফারাকে ফোন দিয়ে )
ফারা,,,,,,, হুমম বল।
,,,,,, আমি বিয়ের কথা বলেছি, আমার মা বাবা দুজনি রাজি।
ফারা,,,,,,,,, সত্যি ভালো, ভালো,, তা ওদের বলেছিস তো যে মেহেরিমা জ্বীন।
,,,,,, অল্প বয়সে এতিম হতে চাই না৷
,,,,,, এখন ফোন রাখি,
,,,,, ঠিক আছে, রোহানকে বলিস কিন্তু।
,,,,,,, ঠিক আছে,, ট্রিটটা দিস কিন্তু।
,,,,,,,, হ্যালো আওয়াজ আসছে না বাই।
,,,,, ছেছরা।
,,,,,,
ফারা,,,,,,, হ্যালো ( রোহানকে ফোন দিয়ে )
রোহান,,,,,,,, হ্যাঁ জান বলো।
,,,,, রাখো তোমার জান,,
,,,,, কি হয়ছে বাবু৷
,,,,,, আবার বাবু কোন জন্মের বাবা লাগো তুমি আমার৷
,,,,,, কিছু হয়ছে।
,,,,,,, হয়ছে না তবে হবে কিছুদিন পরে যীন্নাত আর রিয়াদের বেবি।
,,,,,, যীন্নাতের বুঝলাম কিন্তু রিয়াদের।
,,,,, ও ওর মা বাবাকে সব বলেছে ওর মা বাবা রাজি৷
,,,,,,,,, wow great,,
,,,৷ রাখো তোমার great,, তদের আগে আমাদের প্রেম হয়ছে আর বিয়ে সবার পরে, এ হবে না আজকেই তোমার মা বাবার সাথে কথা বলো।
,,,,,,, রাখো তোমার কিন্তু,,,, ওদের আগে আমি বিয়ে করবো হয় তোমার সাথে না হয় ( বলে ফোন কেটে দেয়৷)
,,,, হ্যালো হ্যালো না হয় কার সাথে বলে তো যাও।
দুররর বাল এখন কি করবো।
,,,,,,,
রোহান,,,,,,,, মা বাবা তোমায় একটা কথা বলবো।
বাবা,,,,,,, বলো।
,,,,,, না মানে,, মানে আমি,, আমি
,,,,, আমি আমি কি৷
,,,,,,,,, আমি আসলে আমি,,,,,, একটা মেয়েকে পছন্দ করি তাকে বিয়ে করতে চাই ( এক দমে )
মা,,,,,,, এটা তো ভালো কথা তা মেয়ের নাম কি।
,,,,,, ফা ফা ফারা
মা,,,,,,,, 😶😶 ফারা।
,,,,,, জানি মেয়েটা একটু পাগল টাইপের কিন্তু মন থেকে অনেক ভালো। আসলে ওর ছেলে বেলা এখনো যায়নি। কিন্তু আমি ওকে খুব ভালোবাসি।
মা,,,,,,,, আমার কোনো সমস্যা নেয়, আমার একটা মেয়ের খুব শখ ছিলো, আর ফারা তো বাচ্চাদের মতো, ও থাকলে বাড়িটা মাথায় করে রাখবে।
বাবা,,,,,, ওর মা বাবার সাথেও আমাদের ভালো সম্পর্ক আছে,, পরিবার ভালো আমার কোনো আপত্তি নেয়৷
রাতে,,,,,,,,,,,,,,,,,,,
রিয়াদ,,,,,,,, মেহু মেহুওওও ( বলে গান গাইছিল)
হঠাৎ ঘরের আলো জ্বলে নিবে জ্বলে নিবে এমন, ঘরের জিনিস নড়ছে৷
রিয়াদ,,,,,,, আল্লাহ কি হয়তাছে,,,, ওওওওও আম্মাআআআ তুমি কই৷
দৌড় দিতে নেয়, আর মেহেরিমা সামনে আসে।
,,,,, আরে কি যাও আমাকে ডাক দিয়ে।
,,,,,, ও আল্লাহ তুমি,,,, এসব কি।
,,,,, তুমিতো বলেছো ইংগিত দিয়ে আসতে।
,,,,,, তোমার ইংগিত দেওয়া লাগবো না সরাসরি এসে পরবে, না হলে দেখা যাবে কবে আমি সত্যি সত্যি হার্ট অ্যাটাক করবো।
মেহু,,,,,,, কিছু বলার থাকলে বলত পারো৷
,,,,, হুমম আমার মা বাবা তোমার পরিবারের সাথে কথা বলতে চাই আমাদের বিয়ের ব্যাপারে।
,,,,,,,, ঠিক আছে আমি ওদের বলে রাখবো। আর কিছু।
,,,,,,, হুমম
,,,,,, কি,, ঠোঁট দেখাচ্ছো কেনো।
,,,,,,, বুঝো না।
,,,,,, আমার বুঝে লাভ নেয়।
জরিয়ে ধরে কিস করতে যায় আর ঠাস করে পরে যায়, মেহু হাওয়া হয়ে যায়।।।
,,,, আআআ ব্যাথা পাইছি। বিয়ের পরে দেখে নিবো।
চলবে,,,,,,,