স্নেহের অবজেক্ট,Part : 5

স্নেহের অবজেক্ট,Part : 5
Write : Sabbir Ahmed

-আপনি গাড়িটা স্লো করে এক হাত দিয়ে ড্রাইভ করেন তো (ইয়াশা)
-কেনো?? (রাসিফ)
-আমি আপনার হাতে হাত রাখবো
-এটা ঠিক হবে না, সারাজীবন যার সাথে থাকবেন তার হাত ধইরেন
-আমি আবার কার হাত ধরবো??
-আপনার নেক্সট বর
-আপনি-ই শুরু আপনি-ই শেষ
-…(রাসিফ মুচকি হাসলো)
-ঘুরতে এসেও এমন করবেন?
-কিছু খাবেন??
-জ্বি না
,,
তারপর চুপচাপ হয়ে গেলো দুজন। ওরা শহরের বাইরে একটা হাইওয়ে তে আসছে। সেখানে কিছুক্ষণ চলতেই শুরু হলো ঝুম বৃষ্টি।
-হঠাৎ করে এতো বৃষ্টি! (রাসিফ)
-আসবেই তো, বৃষ্টি আমার মন খারাপ বোঝে(ইয়াশা)
-আপনার সাথে ভালো সম্পর্ক?
-হুমমমম
-বাহহ ভালো তো, বাইরে ভিজবেন কি?
-নাহহ ভেজা যাবে না
-আমি একা হলে ভিজতাম
-ওহহ, গাড়ি থামালেন কেনো?
-বৃষ্টি হচ্ছে একটু উপভোগ করি
-হুমমম
,,
দুজন আবার কিছুক্ষণ চুপ থাকলো।
-চলুন বাসায় যাই (ইয়াশা)
-কেনো ঘুরবেন না? (রাসিফ)
-আমায় নিয়ে এসে আপনি খুব বিরক্ত হচ্ছেন
-কই না তো
-দেখলেই বোঝা যায়
-আরে নাহহ
-বাসায় চলেন আমার ঘুরতে যাওয়ার শখ মিটে গেছে আর কখনো বলবো না
-হঠাৎ এমন রাগ হওয়ার কারণ?
-আমি আমার বরের সাথে ঘুরতে আসছি। আর আপনাকে দেখে মনে হচ্ছে চেনেন না জানেন না হেল্প করার জন্য গাড়িতে উঠিয়েছেন আমাকে
-হুমমম আচ্ছা আপনি আমার কাছে থেকে কি চান?
-উহুমম কিছু না (ইয়াশা কথাটা বলে অন্য দিকে মুখ ঘুরিয়ে নিলো)
-বিয়ের সময় তো দেখলাম আপনি আমাকে চান না এখন আবার এত আগ্রহ যে দেখাচ্ছেন কি জন্য
-আমি তখন ভুল করেছি কতবার বলব??
-জানি না আমার মন এখনও বলে আপনি আমাকে চান না
-…(ইয়াশার চোখে পানি)
,,
রাসিফ সেটা খেয়াল করে গাড়ি থেকে বের হয়ে পাশ ঘুরে ইয়াশার দিকে গেলো। তারপর ইয়াশাকে বাইরে আনলো। এখন দুজনেই বৃষ্টিতে ভিজছে, ইয়াশার চোখের পানিও এখন দেখা যাচ্ছে না।
-এখন কান্না করেন (রাসিফ)
-বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে গাড়িতে বসুন (ইয়াশা)
,,
রাসিফ হাঁটু গেড়ে ইয়াশার সামনে বসলো। আচমকা এরকম বসে পড়ায় ইয়াশা রীতিমতো ভয় পেয়ে গেলো। এদিকে রাসিফ হাঁটু গেড়ে বসে ভিন্ন একটা কান্ড ঘটিয়ে বসলো। সে দুহাতের পাতা এক করে ইয়াশার দিকে বাড়িয়ে দিলো আর বলল…
-এই যে আমি অতটা রোমান্টিক না, কাউকে ভালবাসার কথা বলা হয়নি৷ তাই এই কথা বলতে বেশ ভয় লাগছে তবুও বলছি। বৃষ্টি যেমন তার ফোঁটায় ফোঁটায় আমার দু’হাতে পানি দিয়ে ভরিয়ে দিচ্ছে তুমিও তেমন আমার জীবন টা তোমার ভালবাসা দিয়ে ভরিয়ে দিয়ো (রাসিফ)
,,
ইয়াশা কথাটা শুনে মুচকি হেসে কোমড়ে দুহাত রেখে এবার একটু রাগি মুডে দাঁড়ালো…
-এটা কোন ধরনের প্রপোজ হলো? কই বলবেন যে আমি তোমার জীবন ভরিয়ে তুলবো সেখানে কি বললেন আমি আপনার জীবন ভালাবাসায় ভরিয়ে তুলবো (ইয়াশা)
-দেখলেন তো! কি থেকে কি বলে ফেললাম। আচ্ছা যাই বলি না কেনো আমাদের দুজনের মধ্যেই তো আছে
-হুমমম চলেন এবার গাড়িতে বসি
-না বৃষ্টিতে ভিজবো এভাবেই
-ঠান্ডা লেগে যাবে আপনার
-আপনি তো আছেন
-…(ইয়াশা একটু লজ্জা পেলো)
-আচ্ছা চলেন আমরা আপনি থেকে তুই এ চলে যাই
-না না আপনিতেই ভালো। আচ্ছা একটা কথা বলেন তো আপনি আমাকে প্রপোজ করলেন কেনো? আমি তো আপনার বউ
-হুমম বউ তবে ভালবাসার মানুষ না তো
-এই কি বললি তুই
-ধীরে ধীরে হয়ে যাবে
-হুমম তাহলে ঠিক আছে
-আপনি কিন্তু ঠিকই তুই করে বললেন
-রাগালে তো বলবো-ই
-হুমম আসেন একটু হাঁটি
,,
রাসিফ ইয়াশার হাত ধরে রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে লাগলো।
-আহা আমাদের আজ থেকে প্রেম শুরু (রাসিফ)
-হুমমম (ইয়াশা মুচকি মুচকি হাঁসছে)
-আপনি কিছু বলছেন না যে
-যখন বেশি ভালো লাগে তখন আমি কিছু বলতে পারিনা
-বুঝলাম, এখন আপনার ইচ্ছে আর স্বপ্নের লিস্ট গুলো বলেন তো
-শুনে কি করবেন??
-পূরণ করবো
-আজ যেটা করছেন এটা আমার লিস্টের বাইরে ছিলো আপনি এড করে দিয়েছেন
-হুমম বলেন লিস্টে কি কি আছে
-লিস্টে তেমন কিছু নেই একদম ফাঁকা। আমি মনে মনে ভেবে রেখেছিলাম, যে আমার হবে সেই আমাকে গুছিয়ে নিবে
-আপনি কিন্তু খুব অগোছালো
-হুমম আপনিও
,,
দুজন বৃষ্টিতে আরও কিছু সময় ভিজলো তারপর বাসায় ফিরে আসলো। আবহাওয়া তেমন ভালো না থাকায় বেশি দূরে গেলো না তারা। বাসায় এসে ফ্রেশ হয়ে দুজন তো এখন নতুন ফিলিংস এর চরম পর্যায়ে আছে।
,,
বিকেল বেলা দুজন রুমে বসে গল্প করছে।
-কাল তো অফিসে যাবেন তাই না?(ইয়াশা)
-হ্যাঁ যেতে তো হবেই কাজ আছে অনেক(রাসিফ)
-আজকের মতো যদি প্রতিদিন থাকতেন
-আমি না থাকলেও মা তো বাসায় থাকবে
-আপনি থাকা একটু আলাদা আপনি থাকলে ভালো লাগবে
-কিছু করার নেই যেতে তো হবেই
,,
ইয়াশা কি মনে করে এসে রাসিফ কে জড়িয়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরলো।
-আরেকটু হলেই হাত থেকে ফোন পরে যাচ্ছিলো (রাসিফ)
-….(ইয়াশা চুপ করে ধরে আছে)
-হঠাৎ এমন ভাবে বুকে আসার কারণ
-আপনার খুব কাছাকাছি থাকতে ইচ্ছে করছে
-তাহলে একটা কথা বলি আরও পাগল হয়ে যাবেন। আপনার নাভির কিছুটা নিচে দুটো তিল আছে একটা বড় আরেকটা ছোট
-ওই ওই আপনি কখন দেখলন
-কাল রাতে
-কিহহ আপনি রাতে লুকিয়ে লুকিয়ে এসব দেখেছেন?
-আরে না আমি কাল মধ্যরাতে হঠাৎ জেগে উঠি আর দেখি আপনি এলোমেলো হয়ে শুয়ে আঢ়েন আপনার ফতুয়া টা অনেকটা উপরে উঠে এসেছে
-কত উপরে?
-বেশি না নাভীর একটু উপরে, আর কথাটাও পায়ের কাছে। আমি কাথাটা গাঁয়ের উপর দেওয়ার সময় ওটা দেখে ফেলি
-লাইট তো অফ ছিলো, দেখলেন কিভাবে?
-আরে না আমি তো উঠেই লাইট অন করি,আর তখন আপনাকে এলোমেলো অবস্থায় দেখি।
-তাহলে ঠিক আছে।
-হুমম
-আর শুনেন
-জ্বি বলেন
-লুকিয়ে কিছু দেখবেন না, চোখ পড়লে সড়িয়ে নিবেন
-আমার দেখার অনুমতি নেই??
-আমি যখন বলব শুধু তখন
-এটাতেও নিয়ম বেঁধে দেওয়া?
-হুমমম
-তাহলে কিছু দেখবোই না আর, অন্য কারও..
,,
ইয়াশা রাসিফ এর মুখ চেপে ধরলো..
-আমার এড়িয়ায় থেকে অন্য কারও নাম মুখে আনা যাবে না, (ইয়াশা)
-হুমমম আনবো না (রাসিফ)
-আপনার যা লাগবে আমাকে বলবেন
-উহুমম রাগ করবো না, তবে বেশি কিছু চাইবেন না
-এটাতেও বাঁধা
-হুমম
-বাহহ ভালো তো
,,
হঠাৎ ইয়াশার ফোনটা বেজে উঠলো। ইয়াশা ফোনের স্ক্রীনে তাকিয়ে কল টা কেটে দিলো।
-কে কল করেছিলো? (রাসিফ)
-কেউ না (ইয়াশা)
-মাত্র তো দেখলাম কল করেছে
-ঐ একটা ফ্রেন্ড
-ঐ একটা ফ্রেন্ড মানে? স্পষ্ট করে বলো
-একটা ফ্রেন্ড
-ছেলে না মেয়ে?
-ছেলে
-কল কাটলে কেনো?
-তুমি আছো তাই
-আমি বাসায় না থাকলে কথা বলো?
-হুমম
-ফোনটা দাও
-কেনো?
-দিতে বলেছি দাও
,,
ইয়াশার হাত থেকে ফোনটা নিয়ে রাসিফ কল হিস্টোরি চেক করতে লাগলো। ইয়াশা তার ছেলের বন্ধুর সাথে অনেক কথাই বলেছে। প্রত্যেকটা কথা প্রায় বিশ মিনিট এর উপরে।
,,
এটা দেখে রাসিফ মাথায় তো আগুন ধরে গেলো। সে ইয়াশার দিকে তাকিয়ে মুচকি হাঁসলো তারপর ফোনটা দেয়ালে ছুড়ে মারলো। পরপর কয়েকবার ছুঁড়ে মারার পর ফোনটার দফারফা হয়ে গেলো।
,,
রাসিফ এর রাগ দেখে ইয়াশা তো ভয়েই শেষ।
-আমি যেটা করলাম এটা দ্বিতীয় বার যেন না করতে হয় সেভাবেই চলবেন (রাসিফ)
-আমি তার অতটা ক্লোজ না (ইয়াশা)
-আমার তার আর আপনার সম্পর্কের কথা জানতে চাই নি
-আপনার অপছন্দ?
-ফ্রেন্ড থাকবে কি জন্য? মেয়ে ফ্রেন্ডের সাথে তো অতো কথা বলেননি ছেলেটার সাথে এতো কথা কিসের??
-আসলে ও ই আমাকে কল করতো। -আর আপনি ঢং দেখিয়ে কথা বলতেন। ওর সাথে যদি এতই কথা বলতে ভালো লাগে ওর কাছেই চলে যান
-না সরি আর বলবো না
-…(রাসিফ চুপ)
-সরি বললাম তো
-…..(রাসিফ তবুও চুপ)
-আপনি ছাড়া দ্বিতীয় কোনো ছেলের সাথে কথা বলবো না
-এবার ঠিক আছে

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here