#রাজনীতির_রংমহল
#সিমরান_মিমি
#বোনাস_পার্ট
কেটে গেছে আরো পাচদিন।প্রথম প্রথম অভিমান করে স্পর্শীকে ফোন না করলেও পরবর্তীতে নিজের সদ্য জন্ম নেওয়া অনুভূতিতে দগ্ধ হয়ে ফোন করেছে।কিন্তু তাকে আগের মতোই হতাশ করে স্পর্শী সিম বন্ধ করে রেখেছে।রেগে গিয়ে বেশ কড়াভাবে কয়েকটা মেসেজ দিয়ে শাসিয়েছেও পরশ।এই যেমন:
তোমার সাহস কিভাবে হয় আমাকে ইগনোর করার?
_এই মেয়ে,ফোন ধর।আমাকে চিনো তুমি?থাপড়ে গাল লাল করে দিবো।
–তোমাকে একবার হাতের কাছে পাই,তারপর বোঝাবো এই পরশ শিকদার কি জিনিস।
কিন্তু স্পর্শী বরাবর’ই নিরব।তবে সামান্য অনুভূতি যে তার মধ্যেও বাসা বেধেছে সে ব্যাপারে সে ভীষণ আপসেট।এই যেমন তার ইচ্ছে করছে এখন পরশের সাথে কথা বলতে কিন্তু চেয়েও পারছে না।তবে পরশকে জ্বালানোর জন্য সারাদিন সিম বন্ধ রাখলেও প্রতিদিন রাত বারোটার পর টুপ করে দুটো মেসেজ দিয়ে ফোন বন্ধ করে রাখে।এই যেমন:
নেতামশাই,কেমন আছেন আপনি?
_আমাকে কি মিস করছেন?
_এই আপনি এক্ষুনি ফোন দিন,কথা বলবো আপনার সাথে।আমার ফোনে ব্যালেন্স নেই।
পরশ সাথে সাথে ছটফট করে উঠে স্পর্শীর নাম্বারে ফোন দেয়।কিন্তু বরাবরের মতোই তাকে হতাশ করে দিয়ে ওপাশ থেকে মেয়েলি কন্ঠে ভেসে আসে-
আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহুর্তে সং্যোগ দেওয়া সম্ভব হচ্ছে না।অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ।
স্পর্শী যে তাকে জ্বালানোর জন্যই ইচ্ছে করে মেসেজ দিয়ে উশলে ফোন বন্ধ করে রাখে সে ব্যাপারে নিশ্চিত পরশ।কিন্তু তারপরেও সারাদিন পর রাত বারোটা বাজাতেই স্পর্শীর মেসেজের জন্য অপেক্ষা করে থাকে সে।
ভাই,এই ভাই,আরে বাবা কোন জগৎ এ আছিস?
পাভেলের জোড়ালো কন্ঠ শুনেই হুশ ফেরে পরশের। বারকয়েক ভাইয়ের দিকে তাকিয়ে ধীর কন্ঠে বলে-
বল?
ক্ষেপে যায় পাভেল।উগ্র কন্ঠে বললো-
বল মানে কি?এতোক্ষণ যে বললাম সেটা কানে নিস নি।আবার নতুন করে বলতে হবে নাকি?এই সত্যি করে বলতো তোর কি হয়েছে?সারাক্ষণ ঝিমটি মেরে কি এতো ভাবিস?
থেমে চিৎকার করে,
বাই দা ওয়ে, তুই প্রেমে টেমে পড়িস নি তো।কাকে নিয়ে ভাবনার মধ্যে সংসার করছিলি হ্যা?
পরশ মুখ দিয়ে বিরক্তিকর শব্দ বের করলো।তারপর পাভেলের দিকে তাকিয়ে বলল-
কি বলছিলি?আবার বল।খেয়াল করি নি।
পাভেল ধীর কন্ঠে আবার বলতে লাগল-
আমি আসলে এখন যেতে পারবো না। আমার এখানে একটা ফ্রেন্ড আছে,ওর কাছেই কাজ আছে।তুই প্লিজ একা চলে যা।আমি আজ রাত’টা থেকেই কাল চলে আসবো।আব্বু-আম্মুকে একটু ম্যানেজ করিস প্লিজ।
শান্ত চোখে ভাইয়ের দিকে তাকালো পরশ।পচিশ বছরের পরিপূর্ণ যুবক ভাইটি আজ ও সামান্য কিছুর জন্য হলেও তার অনুমতি নেয়। তাকে না জানিয়ে বা পরামর্শ নিয়ে একটা কাজ ও এখনো করে নি।ভীষণ ভালো লাগে পরশের। পাভেল চাইলে’ই তাকে না বলে ঢাকায় আসতে-যেতে পারে।কিন্তু সেটা আজ অবধি করে নি।আলতো হেসে দিয়ে বলল-
আচ্ছা যা।সাবধানে থাকিস।আর শোন,একদম বাইরে বেশী রাত পর্যন্ত থাকবি না।আর কালকেই বাড়ি আসবি।
পাভেল গাড়ি থেকে লাফ দিয়ে নামলো।তারপর ভাইয়ের সমস্ত কথায় সম্মতি দিয়ে রাস্তার পাশে গিয়ে কাউকে ফোন করলো।দশ মিনিটের মধ্যে তার’ই সমসবয়সী একজন ছেলে বাইক নিয়ে এলো।ব্যাস সেটাতে চরে বসে চলে গেল নিজেদের গন্তব্যে।এতক্ষণ পর্যন্ত গাড়ি সাইডে করে দাঁড়িয়ে ছিলো পরশ।পাভেল যেতেই পুনরায় গাড়িতে এলো।তারপর ফোনটা বের করে গুটি গুটি অক্ষরে মেসেজ লিখলো-
সংশপ্তক এর সামনে এসো।আমি ওয়েট করছি।
বন্ধ হওয়া সিমটা’তে মেসেজ টা সেন্ড করলো পরশ।তারপর ড্রাইভারের উদ্দেশ্যে বললো-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে যাও।
গাড়ির জানালা আলতো ফাক করে বাইরে তাকালো পরশ।বন্ধ ফোনে মেসেজ পাঠিয়েছে।হয়তো ঘন্টাখানেকের মধ্যে জাবির ক্যাম্পাসে পৌছেও যাবে। কিন্তু আদোও কি স্পর্শী মেসেজটা দেখবে?আর দেখলেও কি আসবে সংশপ্তকে।যদি না আসে?
পুনরায় মস্তিষ্ক তুমুলভাবে বিদ্রোহ করলো।
–না আসলে আসবে না।তো তাই বলে কি পরশ অপেক্ষা করবে না তার জন্য।হোক না একটু বেহায়া,তাতে কি জাত যাবে?প্রেম করতে গেলে এরকম একটু আধটু ছ্যাচড়া হতেই হয়।প্রেমিকরা বেহায়া উপাধি না পেলে জাত প্রেমিক হয় না।
গেটের সামনে পরপর তিনটা মাইক্রো থামলো।পরশ গাড়ি থেকে নামতেই সামনের এবং পেছনের গাড়ি থেকে তিনজন পুলিশ এবং চারজন বডিগার্ড নামলো।পরশ তাদের ইশারায় সেখানে থাকতে বলে গেটের মধ্যে ঢুকলো।কিন্তু মহসীন শুনলো না।দ্রুতপায়ে এসে বলল-
স্যার,আমরা আপনার থেকে দুরত্বে থাকবো।কিন্তু তাও একা ছাড়তে পারি না।কখন কি হয়ে যায়?ক্যাম্পাস টা অনেক বড়।আপনি কোথায় যাবেন?
সংগত মনে করলো পরশ।তারপর তাদের নিয়েই ভেতরে ঢুকলো।
বিকেল তিনটা।অসংখ্য স্টুডেন্ট ঘুরে বেড়াচ্ছে ক্যাম্পাস জুড়ে।কেউ কেউ আড়চোখে তাকিয়ে দেখছে পরশের দিকে।এমন বডিগার্ড /পুলিশ নিয়ে কে ঢুকলো ক্যাম্পাসে এ নিয়ে তুমুল কৌতুহল কারো কারো মাঝে। সংশপ্তকের সামনে আসতেই সামান্য অবাক হলো পরশ।স্পর্শী দুরেই দুটো মেয়ের সাথে বেশ হেসে হেসে কথা বলছে।তাহলে মেসেজটা দেখেছে।বডিগার্ড দের সেখানেই থামতে বলে সিড়ির দিকে এগিয়ে গেল পরশ।
কালো রঙের পাঞ্জাবি,জিন্স,চোখে কালো চশমা,হাতে কালো ঘড়ি, পড়া নেতামশাইকে দেখেই সামান্য টাস্কি খেল স্পর্শী। বান্ধবীদের কিছু একটা বলে আলতো পায়ে টিপে টিপে পরশের পাশে এলো।পরশকে পাঞ্জাবির হাতা গোটাতে দেখে ভ্রু কুচকে ফেললো স্পর্শী। কি ব্যাপার?মারবে টারবে নাকি?
আরেকটু পাশে আসতেই পরশ দু-কদম পিছিয়ে মাঠের অন্যদিকে তাকালো।স্পর্শী হালকা কাশি দিয়ে পরশের দৃষ্টি আকর্ষন করলো। কিন্তু পরশ এখনো অন্যদিকে তাকানো।ঠোট টিপে হেসে দিল স্পর্শী। বললো-
নেতামশাই কি ভীষণ রেগে আছেন নাকি?
দাতে দাত পিষে পরশ স্পর্শীর উদ্দেশ্যে বললো-
থাপড়ে গাল লাল করে দিব ফাজিল মেয়ে।এই ক দিন কতটা জ্বালিয়েছো আন্দাজ আছে তোমার?কোন সাহসে সিম চেঞ্জ করেছ?
স্পর্শী নিরব হয়ে পরশের দিকে তাকালো।সে এখনো মাঠের অন্যদিকে তাকিয়ে আছে।রাগ হলো স্পর্শীর।অন্যদিকে তাকিয়ে কেন কথা বলছে?তার দিকে তাকালে কি জাত চলে যাবে নাকি।মুখ দিয়ে চটপট করে বললো-
তা আমাকে মেসেজ দিয়ে এখানে আসতে বলা হয়েছে কেন ঝটপট বলুন। হোস্টেলে যাব আমি।
একপলক তাকালো পরশ স্পর্শীর দিকে।এক কদম সামনে আসতেই তার’ই মতো স্পর্শী চার কদম দূরে গিয়ে দাড়ালো। হতভম্ব হয়ে তাকিয়ে রইলো পরশ।ঠোট দুটো উচু করে গরম নিঃশাস ফেলে বললো-
স্পর্শীয়া,তুমি কি সত্যিই কিচ্ছু বুজছো না।নাকি বুঝতে চাইছো না।
থেমে,
আচ্ছা আমাকে তোমার কি মনে হয় বলোতো?
চট করে একপলক পরশের দিকে তাকিয়ে মুখ ভেংচি মারলো।তারপর ত্যাড়া কন্ঠে বললো-
আপাতত আমার পেছনে লাগা আর পাঁচ’টা বখাটে ছেলের চাইতে বেশী কিছু নয়।
হতভম্ব হয়ে তাকিয়ে রইলো পরশ।দূরে তাকিয়ে দেখলো বডিগার্ড গুলো এখনো তার দিকে সোজা হয়ে তাকিয়ে আছে।স্পর্শীর দিকে তাকিয়ে শান্ত কন্ঠে বললো-
আমি একজন এমপি স্পর্শীয়া।একটু তো সম্মান করো।
–তো,আমি কি ভোট দিয়েছি নাকি?
ত্যাড়া কন্ঠে পুনরায় বলল স্পর্শী।
হাসলো পরশ।তারপর ত্যাড়া কন্ঠে বললো-
ভোট দিবে কিভাবে?তোমার কি ভোটের বয়স হয়েছে নাকি।
চোখ ছোট ছোট করে পরশের দিকে তাকিয়ে স্পর্শী বললো-
এক্সকিউজ মি।বাইশ চলছে আমার।ওকে?
_পার্ফেক্ট।
–কি পার্ফেক্ট?
ভ্রু কুচকে স্পর্শী জিজ্ঞেস করলো।পরশ তার দিকে তাকিয়ে বললো-
তোমার বয়স।বিয়ের জন্য একদম পার্ফেক্ট।
নাক ছিটকালো স্পর্শী। বললো-
এহহহ,আপনাকে বিয়ে করবে কে?
__আপাতত তুমি করো,পরে না হয় আরো ভালো মেয়ে পেলে করে নিব বিয়ে।
আলতো হেসে পরশ বললো।চোখ ছোট ছোট করে কোমড়ে হাত দিয়ে স্পর্শী বললো-
কিহহহ,আমি সতীনের সংসার করবো নাকি?হ্যা।
পরশ বলল-
আচ্ছা করো না।তুমি না চাইলে সতীন আনবো না।ওকে।
–সতীন কেন?আমি নিজেও আপনার সংসার করবো না। বিয়েই করবো না আবার সংসার।
মুখ বিকৃত করে ফেলল পরশ।স্পর্শীর দিকে তাকিয়ে সিরিয়াস ভংগিতে বলল-
স্পর্শীয়া,তুমি যদি চাও এমন টিপিকাল প্রেমিক দের মতো তোমায় সারাক্ষণ জ্বালাবো,ফ্লাট করবো,সময় দেবো,ঝগড়া করবো তাহলে ওকে ফাইন।আমি করবো। কিন্তু বিয়ের পর।আই প্রমিজ প্রতিদিন তোমায় জ্বালানোর জন্য এক ঘন্টা সময় অবশিষ্ট রাখবো।কিন্তু প্লিজ আর তেড়ামি করো না।।আমি এভাবে নিয়মিত তোমার সাথে দেখা করতে আসতে পারবো না।এমন সময় আমার নেই।
স্পর্শীয়া পরশের দিকে তাকিয়ে বলল-
তো আমি আপনাকে বলেছি নাকি আমার সাথে দেখা করতে আসতে?আপনি নিজে থেকে এসেছেন আবার নিযে থেকে চলে যান।এখন আমি হোস্টেলে যাব।
হাতের ঘড়ির দিকে তাকালো পরশ।আর সময় নেই।এখান থেকে পিরোজপুর যেতে হবে। তারপর পার্টি অফিসে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে হবে।স্পর্শীর দিকে কয়েকপলক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে গেল।বডিগার্ড রাও পরশের পিছু নিল।
আর স্পর্শী?সে তো ব্যার্থ চোখে আকাশের দিকে তাকিয়ে রইলো।ব্যাস্ততা,হ্যা এই ব্যাস্ততার কারনেই আজ সে আপনজন থেকে দূরে।বাবাও তো এমপি ছিলেন।এই ব্যাস্ততার অজুহাত দিয়ে সেও তো একদম ছুড়ে ফেলে দিয়েছেন বাইরের মানুষের কাছে। দরকার নেই এমন কাউকে?যার কাছে স্পর্শীর আগে অন্য কেউ ইম্পর্ট্যান্ট।
চলবে?
বোনাস পার্ট দিয়ে দিলাম।এবার সবাই খুশি তো🫠😐