রঙ_বেরঙের_অনুভূতি,পর্ব_১৮ শেষ পর্ব

#রঙ_বেরঙের_অনুভূতি,পর্ব_১৮ শেষ পর্ব
#তানজিলা_খাতুন_তানু

সুহানির প্রথমদিকে কথাগুলো অরুণ সিরিয়াস ভাবে না নিলেও পরে বুঝলো সত্যি সুহানি সম্পূর্ণ সুস্থ।

অরুণঃ তুমি সুস্থ?

সুহানিঃ হ্যা।

অরুণঃ তাহলে এই হাসপাতালে আছো কেন মানসিক রোগির ভান করে। আর কিসব বললে তুমি নোহানের দিদিকে তুমি মে’রে’ছো মানে?

সুহানিঃ সাপের বিষদাঁত রাখতে নেয় নাহলে সাপটা আপনাকেই ছোবল মা”রবে। নোহা ছিলো সেইরকম একটা বিষাক্ত সাপ তাই ওকে চিরকালের মতো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু সেইদিন আমার ওকে মারার কোন ইচ্ছা ছিলো না, আমি চাইনি ওকে মারতে কিন্তু ওহ বাধ্য করেছিলো, আমাকে মারতে গিয়ে নিজেই আঘাত পাই আর বাকিটা আমিই করে দিই।

সুহানিকে বড্ড হিংস্র লাগছিলো। অরুণ এখনো সম্পূর্ণ রূপে বিশ্বাস করতে পারছে না সুহানির কথাগুলো। এখনো মনে হচ্ছে সুহানি নিজের অসুস্থতার মাঝে থেকেই এই কথাগুলো বলছে।

সুহানিঃ জানেন নোহাকে মা’রা’র পর আমি ভেবেছিলাম সবকিছু নতুন করে শুরু করবো। নোহানকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবো। কিন্তু আমার ভালো থাকা ভাগ্যে ছিলো না তাই তো নোহান আমাকে ছেড়ে চলে গেলো তার প্রিয় দিয়ার কাছে। মাঝে মধ্যে আমার বড্ড হিংসা হয় দিয়াকে। নোহান ওকেই ভালোবাসলো আমাকে একটুও ভালোবাসলো না।

অরুণঃ সুহানি আমি সত্যি বুঝতে পারছি না তুমি সুস্থ না অসুস্থ।

সুহানিঃ কি প্রমান চান বলুন। একজন অসুস্থ মানুষ কি এইভাবে কথা বলতে পারে বলে আপনার মনে হয়।

অরুণ চুপ করে গেলো। সুহানির কথাগুলো শুনে মনে হচ্ছে না ওহ অসুস্থ কিংবা মনগড়া কাহিনী বলছে।

অরুণঃ আচ্ছা তাহলে বলো তো রাহাত জেলে কেন গেলো?

সুহানিঃ রাহাত,, ওই অমানুষটা আমার থেকে আমার নোহানকে কেড়ে নিয়েছে।

অরুণঃ মানে?

সুহানিঃ নোহানের গাড়ির ব্রেকফেল রাহাত করিয়েছিলো।যার কারনে নোহানের এক্সিডেন্ট হয়ে যায়। ওই রাহাতকেও আমি চেয়েছিলাম নিজের হাতে শাস্তি দিতে তারপরে নিজে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে কিন্তু শয়তানটা সবটা এলোমেলো করে দিলো….

অতীত….

রাহাতকে সুহানি একটা জায়গায় ডেকে পাঠায়। রাহাত কিছুই না বুঝতে পেরে সুহানির কথামতো সেইখানে উপস্থিত হয় খাওয়া দাওয়া করে তারপরেই রাহাত অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফেরে তখন নিজেকে বাঁধা অবস্থাতে বুঝতে পারে।

রাহাতঃ হেল্প মি কেউ হেল্প করো আমাকে।

সুহানিঃ আমার অনুমতি ছাড়া আর কেউ এইখানে আসবে না

রাহাতঃ‌ সুহানি তুমি।

সুহানিঃ অবাক হচ্ছো কেন এটা তো হবারই ছিল তোমার কাছ থেকে যে আমার অনেককিছুর হিসাব পাওয়া বাকি।

রাহাতঃ কিসের হিসেব।

সুহানিঃ কিভাবে ম’রলো নোহান।

রাহাত ঘাবড়ে যায়।

রাহাতঃ আমাকে কেন বলছো আমি কি নোহানকে মে’রেছি নাকি। এখন আবার বলো না আমিই গাড়ি ব্রেক ফেল করিয়েছি।

সুহানি বাঁকা হাসলো।

সুহানিঃ আমি তো একবার ওহ বলিনি নোহানের গাড়ি ব্রেক ফেল হয়েছিলো‌ তুমি জানলে কিভাবে।

রাহাতের কপালে ঘাম জমা হতে থাকে।

সুহানিঃ কি ব্যাপার এতটা ভয় পাচ্ছো কেন?

রাহাতঃ কই না তো।

সুহানিঃ ওইজন্যই বলে অতি চালাকের গলায় দড়ি। তুমিও তাই করলে।

রাহাতঃ‌ছেড়ে দাও আমাকে আমি কিছু করিনি।

সুহানিঃ রাহাত আমাকে এতটাও বোকা পেয়েও না।আমি খুব ভালো করে জানি নোহানের অ্যাক্সিডেন্ট তুমি করিয়েছিল।

রাহাত চমকে উঠলো। সুহানির হাবভাব দেখে মনে হচ্ছে রাহাতকে ওহ কিছুতেই ছাড়বে না।

রাহাতঃ কি বলছো এসব।

সুহানিঃ কেন করলে এরকম।কেন আমার স্বামীকে কেড়ে নিলে আমার থেকে।

রাহাত কিছুক্ষন চুপ করে থেকে বললঃ আমিই সব করেছি আর বেশ করেছি। নোহান বেঁচে থাকলে না আমি তোমাকে পেতাম আর না আমার ব্যবসা পেতাম।

সুহানিঃ মানে? নোহার সাথে তুমিও জড়িত ছিলে।

রাহাতঃ হ্যা আমি ওহ জড়িত ছিলাম‌। সবকিছুর পেছনে আসল মানুষটা আমিই ছিলাম বুঝেছো। এবার তোমাকে আমার সাথে থাকতে হবে।

সুহানিঃ কখনোই না একটা খু”নী”র সাথে আমি কখনোই থাকবো না।

রাহাতঃ খু”নী তো তুমি ওহ।

সুহানিঃ সেটার প্রমান তো নেয় কিন্তু তোমার কাজের প্রমান তো আছে। আর আমার প্রমানের প্রয়োজন নেয় আমি তোমাকে নিজের হাতে শাস্তি দেবো, তোমাকে আমি নিজের হাতে শাস্তি দেবো…

তখনি পুলিশের গাড়ির আওয়াজ আসে, সুহানি চমকে উঠলো, পুলিশ তো আরো পরে আসার কথা ছিলো এত তাড়াতাড়ি কিভাবে আসলো।

রাহাত পুলিশকে দেখে চমকে উঠলো। রাহাত সুহানির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললোঃ তোমাকে আমি ছাড়বো না। শে’ষ করে দেবো তোমাকে।

সুহানি তাচ্ছিল্যের হাসি দিলো। পুলিশ এসে রাহাতকে নিয়ে যাবার সময়ে রাহাত সুহানিকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে গেলো। সুহানির মাথায় অনেকটাই চোট লাগে। আর অজ্ঞান হয়ে যায়। যদিও রাহাত পালাতে পারেনি ধরা পড়ে যায়,আর সমস্ত কালো পর্দা ফাঁস হয়ে যায়, নোহার কেসটা নিয়ে নতুন করে আর তদন্ত হয়নি, সুহানিও ৩ মাস কোমায় ছিলো। সবকিছু প্রমান হবার পরে রাহাতের জেল হয়ে যায়।

সুহানির কাছ থেকে কথাগুলো শুনে তার সত্যতা যাচাইয়ের জন্য অরুণ রাহাতের বিষয়ে খোঁজ খবর লাগায় আর সুহানির বলা প্রতিটা কথাই সত্যি ছিলো। অরুণ বুঝতে পারে সুহানি সুস্থ। কিন্তু সুহানির সাথে সেইদিনের কথা বলার পর আর কথা বলতে পারেনি সুহানি অসুস্থ হয়ে পড়ছিলো।

বর্তমান….

অরুণ নিজের ভাবনা থেকে বের হয়ে এসে সুহানির দেওয়া ডাইরির পাতা উলটে দেখতে লাগলো….

ডাক্তার বাবু,

আমার জীবনের যে সত্যি গুলো কেউ জানতো না আমি আপনার কাছে সেইগুলো‌ বলেছিলাম কিন্তু আপনি মন থেকে বিশ্বাস করতে পারেননি, সবার মতো আপনিও ভেবেছিলেন আমি পাগল। ভাবাটাই স্বাভাবিক, গত ২ বছর ধরে প্রতিটা মানুষ আপনার মতোই আমাকে পাগল ভেবে এসেছে,জানেন আমি সুস্থ ছিলাম তবে মাঝে মধ্যে মাথায় ভীষণ যন্ত্রনা হয় এটাই যা। আমি স্বার্থপর মানুষগুলোর সাথে মিশতে চাইনি,, তাই এই হাসাপাতালেই থেকে গিয়েছিলাম।

প্রতিটা মানুষই চাই তার মনের্ মাঝে রঙ বেরঙের অনুভূতি জন্ম নিক আমার ওহ ইচ্ছা ছিলো কিন্তু আমার মনের অনুভূতিগুলো রঙ বেরঙের হয়েও রঙহীন হয়ে গিয়েছিলো। এইরকম অনুভূতি আর না কারোর হোক।

কয়েকদিন থেকেই মাথার যন্ত্রনাটা হচ্ছে, মনে হচ্ছে এই পৃথিবীতে আমি আর বেশি‌সময় নেয়।

ভালো থাকবেন আর যদি পারেন, এই সুহানি নামক মানসিক রোগীটাকে ভুলে‌ যাবেন।

ইতি….
সুহানি।

কথাগুলো‌ পড়ে অরুনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। চাইলেও কখনোই সুহানিকে ভুলতে পারবে না মনের এক কোনায় সুহানি নামটা থেকেই যাবে। ভালো থাকুক ভালোবাসারা।

————

আমাদের সমাজে এখনো অনেক পরিবার আছে যেখানে মেয়েদের কোনো অধিকার নেয়। সমাজের দোহাই দিয়ে একটা সম্পর্কের বাঁধনে বাঁধা পড়তে হয়।‌অন্যায় না করেও শাস্তি পেতে হয় অনেক নারীকে। তবুও সবাই বলবে নারীরা স্বাধীন।‌সত্যিই কি নারীরা স্বাধীন হয়ে উঠেছে। নাকি স্বাধীনতার নামে এখনো চলছে নির্যাতন।এখনো নারীদের মনে #রঙ_বেরঙের_অনুভূতি -র জন্ম হয়েও জীবনটা হয়ে উঠে রঙহীন।

অরুণ বেলকনিতে এসে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সবথেকে উজ্জ্বল তারাটার দিকে তাকিয়ে বললো…

– কেন নোহানের পূর্বে আমার সাথে তোমার দেখা হলো না হলে হয়তো আমাদের ভাগ্যটা একসাথে হতো। লোকে বলে জন্ম মৃ”ত্যু বিয়ে তিন বিধাতার লিখন, তুমি আমার এই জনমে না হলেও পরের জন্ম বলে যদি কিছু থেকে থাকে তাহলে আমি সেই জন্মে তোমাকেই চাই,, তুমি আমার জীবনে বিষাক্ত নয় বরং “রঙ_বেরঙের_অনুভূতি” হয়েই সারাজীবন থাকবে।

#সমাপ্ত

শেষের কয়েকটা পর্ব বড্ড অগোছালো হয়ে গিয়েছিলো… তাই গুছিয়ে লিখে পোষ্ট করলাম।

নিজের ভাবামতোই গল্পটার সমাপ্তি দিয়েছি। তাই ভুল ত্রুটি মার্জনীয়।

হ্যাপি রিডিং

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here