হারানো সুর (৯)

হারানো সুর (৯)
সানজিদা ইসলাম সেতু

বিশ্ব আর ফাইজা বিন্দুর কাছে গিয়ে ফিরে আসে। অনেক ডাকার পরও বিন্দু দরজা খুলে নি। ফিরে গেছে ওরা।

বিন্দুকে দেখতে আসার খবর বৃত্তর কানে পৌঁছে গেছে। চিত্ত দিন দিন অবাক হচ্ছে। কি হচ্ছে বৃত্তর? কি চাইছে ও? ওর অ্যাকসিডেন্ট এর পর থেকে দাদুর সাথে কথা বলত না, ইদানীং বেশ ভালো ভাবে কথা বলছে।
‘কি চাইছিস তুই বলত?’
‘এতোদিন যা চেয়ে এসেছি।’
‘তোকে খুব ভালো করে চিনি আমি। দেখ বৃত্ত বাড়াবাড়ি কিছু করবি না।’
‘নাউ ইট’স মাই টাইম ডুড। এতোদিন যেটার অপেক্ষা ছিল এবার সেটা হবে। আ’ম সো হ্যাপি।’
‘তুই…?’
‘ইয়েস। তুই যা ভাবছিস সেটাই রাইট।’
‘না বৃত্ত তুই কিছু করবি না। হিতে বিপরীত হলে কিন্তু সামলানো যাবে না।’
‘আমি যদি এখন এই স্টেপ না নেই তবে অনেক দেরি হয়ে যাবে ভাইয়া। আমি আর দেরি করতে পারব না।’
‘অল দ্যা বেষ্ট।’

আহসান সাহেব মেয়ের সামনে বসে আছেন। বিন্দু মাথা নিচু করে বসে আছে। রিধিদের বাড়ি থেকে আসার পর সারারাত দরজা খোলে নি বিন্দু। সকালে নিজে থেকেই বের হয়েছে। খাবার টেবিলে সবাই বসে আছে। বিন্দুর সাথে ওর বিয়ের ব্যাপারে কথা বলতে বসেছে আহসান সাহেব।
‘তুই তো সবটাই জানিস। দেখ এভাবে জীবন কাটে না। আমি আর তোর মা আর কতদিনই বা বাঁচব? বিশ্ব নিজের পায়ে দাড়িয়ে গেছে, তোর বিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। তারপর বীনা একা থাকবে, তোরা দুই ভাইবোন মিলে ওকে দেখে রাখতে পারবি।’
‘বাবা কি বলছ তুমি এ সব?’
‘ঠিকই বলছি।’
‘আমায় কি করতে হবে?’
‘দেখ মা, মৃণাল খুব ভালো ছেলে। তোকে খুব ভালো রাখবে।’
‘আমি এ সম্বন্ধে রাজি বাবা।’
‘আমি জানতাম তুই আমাকে নিরাশ করবি না। তোরা খেতে থাক, অামি সুখবরটা মৃণালের বাবাকে জানাই।’
আহসান সাহেব মেয়ের কথায় খুবই খুশি, খুশিতে তার চোখমুখ জ্বলজ্বল করছে। বিশ্ব আর ফাইজা বিন্দুর মুখের দিকে তাকিয়ে আছে। বিন্দু ওদের দিকে তাকিয়ে একটা মলিন হাসি দিয়ে বীনাকে নিয়ে বেরিয়ে যায়।

‘এটা কি হল ফাইজা?’
‘এবার আমি সিয়র ও বৃত্তকে ভালোবাসে। বিশ্বাস কর আমি নিজেও বুঝতে পারছি কি হবে আর কি হচ্ছে।’
‘আচ্ছা ফাইজা, কেউ যদি তোমার থেকে আমাকে কেড়ে নিতে চায় তুমি কি করবে?’
‘টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব।’
‘তাহলে বৃত্ত সেদিন ভুল কিছু করেনি।’
‘ভালোবাসার দৃষ্টিতে ভুল কিছু করেনি।’
‘তাহলে এবার আমাদের প্রধান কাজ হচ্ছে বৃত্তকে খোঁজা আর মৃত্তিকা আর বৃত্তকে এক করা।’
‘তার আগে আরেকটা কাজ আছে।’
‘কি?’
‘বীনা আর রিধিকে দলে টানতে হবে।’
‘ওকে। আমি রাহিম ভাইয়ার সাথে কথা বলছি।’
‘হুম।’

‘কিরে তুই মুখটা বাংলার পাচের মতো করে আছিস কেন?’
রিধির কথার উত্তর না দিয়ে বিন্দু আবারও মাঠের ঘাস টানছে।
‘কিছু জিজ্ঞেস করছি তোকে।’
‘কি জানতে চাস?’
‘এভাবে কথা বলছিস কেন?’
বিন্দু ওখান থেকে উঠে চলে যায়। রিধি ওখানেই দাড়িয়ে থাকে। পিছন থেকে কাঁধে হাত রাখে পূর্ন, রিধির বফ।
‘কি হয়েছে, রিধি?’
‘জানি না। বেচারি সবটা নিজের মধ্যে রাখছে, এমনকি আমাকেও বলছে না।’
‘রিসেন্টলি কিছু ঘটেছে নাকি?’
‘হুম। বিশ্ব ভাইয়ার বন্ধু মৃণাল আর তার ফ্যামিলি কাল ওকে দেখতে এসেছিল। আর আজ সকালে ও তাতে হ্যাঁ করে দেয়।’
‘এতো খুবই খুশির খবর।’
‘যদি এটা খুশির খবর হতো তাহলে আমাকে কিছু তো বলত। ও এ বিয়েতে রাজি না।’
‘তোমার কোনো কথা আমি বুঝতে পারছি না।’
‘মৃত্তিকার বৃত্ত নামের একটা ছেলের সাথে তিন বছর আগে বিয়ে হয়। সে মৃত্তিকাকে খুব ভালোবাসত, এখনও বাসে কিনা জানি না।’
‘বিবাহিত মেয়ের আবার বিয়ে হয় কি করে? আর মৃত্তিকা যদি বৃত্তকে ভালোবাসে তাহলে বিয়েতে রাজি হল কেন?’
‘সেটা তো আমাকেও ভাবাচ্ছে। কাল ওকে ব্যবহারে মনে হচ্ছিল ও বিয়েতে রাজি না। কিন্তু সকারে ভাইয়া বলল ও বিয়েতে রাজি হ্যাঁ বলে দিয়েছে।
এই বৃত্ত যবে থেকে মৃত্তিকার জীবনে এসেছে তবে থেকে বেচারি সাফার করে যাচ্ছে।’
‘মৃত্তিকা কি বৃত্তকে ভালোবাসে?’
‘মৃত্তিকা বৃত্তর ব্যাপারে গত ২ বছরে আমার সাথে একটা কথাও বলে নি। তুমি জানো, যে মৃত্তিকা অার বৃত্তর বিয়ে হয় সেদিন মৃত্তিকার বিয়ে অন্য কারো সাথে হওয়ার কথা ছিল, যদিও কাকা জোর করে ওর বিয়ে দিচ্ছিলেন। মৃত্তিকা সেদিন হাতের মুঠোয় ২৮টা স্লিপিং পিল নিয়েছিল। অার বৃত্ত সে লোকটাকে খুন করে দেয়।’
‘মৃত্তিকা বৃত্তকে ভালোবাসে। তুমি বৃত্তর ব্যাপারে ওর সাথে কথা বল। এমনও হতে পারে ও জেদের বসে এ সিদ্ধান্ত নিয়েছে।’
‘কথা তো বলতে হবে। মেয়েটা গত কয়েক বছরে অনেক কিছু সহ্য করেছে। ওকে এভাবে দেখতে আমার কষ্ট হচ্ছে।’

রাহিম, ওর স্ত্রী মাহি, রিধি, বিশ্ব, ফাইজা আর বীনা গোল হয়ে বসে আছে বিশ্বদের বাড়ির ছাদে। মূলত তারা আলোচনায় বসেছে আর আলোচনার মূল বিষয় হচ্ছে বৃত্ত। সবার মাথায় একটাই প্রশ্ন, বৃত্ত কোথায়? অার এদের মূল উদ্দেশ্য বৃত্ত আর মৃত্তিকাকে এক করা।
‘বিশ্ব তোর কাছে বৃত্তর কোনো খবর নেই?’
‘খবর বলতে একটা আছে। তাহল, বৃত্তর কোট থেকে ছাড়া পাওয়ার পর ওর একটা অ্যাকসিডেন্ট হয়। এরপর আর ওর কোনো খোজ নেয়ার প্রয়োজন মনে করি নি।’
‘ওদের কোম্পানির নাম তো মজুমদার এন্টারপ্রাইজ। এক কাজ কর গুগলে দেখ মজুমদার এন্টারপ্রাইজ এর মূল অফিস কোথায়? ‘
‘ওকে।
ভাইয়া ওদের মেইন অফিস যাত্রাবাড়ি, কারখানা সাভারে। আর এমডি প্রলয় মজুমদার বৃত্ত। কিন্তু.. ‘
‘কিন্তু কি?’
‘এখানে যার ছবি আছে সে বৃত্ত নয়, অন্যকেউ।’
‘কিহ!!’
‘এবার কি করর আমরা?’
‘ভাইয়া আগামিকাল আমাদের কক্সবাজার ট্যুর।’
‘তোরা কক্সবাজার যা। আমরা বৃত্তর অফিসে যাব। কথা বলে দেখি কাহিনি কি? আসল বৃত্ত কে?’

কক্সবাজার এর মাটিতে পা দিতেই অন্যরকম ভালোলাগা অনুভব করে বিন্দু। সাগর পারে যাবার জন্য মন আনচান করে। কিছুসময় রেস্ট নিয়ে সবাই সাগর পারে যায়। ভাগ্যক্রমে সেই জায়গায় সবাই যায় যেখানে বিন্দু আগে ঘুরে বেরাত। কিছু সময় ঘোরার পর, হঠাৎই কয়েকটা বাচ্চা বিন্দুকে ঘিরে ধরে।
‘তুমি এতোদিন পর এলে কেন? কোথায় ছিলে তুমি? জানো আমরা তোমার জন্য কত অপেক্ষা করছি?’
বাচ্চাদের সাথে সাথে ২ ৩ জন হকারও আসে।
‘মামনি অাপনি কোথায় চলে গিয়েছিলেন? সেই যে এক বিকেল বেলা চলে গেলেন তারপর আর আপনাকে দেখিনি। কত শুক্রবার আপনার জন্য অনেকরাত অবধি অপেক্ষা করছি আপনার জন্য। বীনা মামনী কই? আপনি না আগের মতোই আছেন মামনি।’
‘আস্তে আস্তে একসাথে এতো প্রশ্ন করলে কোনটার উত্তর দেই বলত। আসছে কিছু কারনে আমাকে এখান থেকে চলে যেতে হয়েছিল। সরি তোমাদের বলে যেতে পারিনি।’
‘আমাদের চকলেট কই?’
‘চকলেট তো নেই। অামি তো জানতাম না তোমাদের সাথে দেখা হবে। তাই অানি নি।’
‘থাক তোমার আর চকলেট দিতে হবে না। বৃত্ত ভাইয়া নিশ্চয়ই আমাদের চকলেট দিবে। ভাইয়া মাঝে মাঝে এখানে আসে, কেন তুমি জানো না? আজও তো ভাইয়া এখানে এসেছে। দাড়াও আমরা বৃত্ত ভাইয়াকে ডেকে আনি। কোথাও যেও না কিন্তু। ‘
বৃত্তর নাম শুনে অবাক হয় বিন্দু। বৃত্ত এখানে কি করে আসবে? বিন্দু হোটেলে ব্যাক করতে চায় কিন্তু রিধি বুদ্ধি করে ওকে অাটকে দেয়।

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here