হঠাৎ_হাওয়া,০৬,০৭

#হঠাৎ_হাওয়া,০৬,০৭

(৬)

জাফলং ডাওকি নদীর দিকে এক মনে চেয়ে আছে মায়া,নদীর তলানি পর্যন্ত দেখা যাচ্ছে,হিমালয় মায়াকে ডেকে বললো
—চলো যাবে না?
—কোথায়?
—চা বাগান দেখে আসি
মায়া ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেললো। হিমালয় ভ্রু কুচকে বলল,
—আবার কি হলো?
—আপনার চিন্তা হচ্ছে না?
—কি জন্য?
—এই যে পুষ্প আপু আমাদের সাথে এলো না ওর তো জ্বর
—তুমি ভুলে যাচ্ছ ও নিজেই একজন ডাক্তার, তাছাড়া…
মায়া হিমালয়ের সামনে থেকে হাটা ধরলো, হিমালয় বড়সড় একটা লেকচার দিবে ভাবছিল ও একটু আহতই হলো মেয়েটা ওকে সম্পূর্ণ অগ্রাহ্য করে চলে গেলো! হিমালয় আহমেদ কথা বলছে সে কথা শেষ হওয়ার আগেই মেয়েটা চলে গেলো!হিমালয় মায়ার পাশে হাটতে হাটতে বললো
—কি হলো!?
—আপনার যুক্তি তর্ক দিয়ে বোঝানো কথা এই মুহুর্তে আমার একটুও শুনতে ইচ্ছে করছে না লেকচার শোনার মুডে আমি মোটেও নেই।
হিমালয় মেয়েটার দিকে তাকালো,আর ভাবলো এরকম অনেক লেকচার ও কথার সামনে দিয়েছে কথা কোনোদিন বলে নি হিমালয় থাম আর শুনতে ইচ্ছে করছে না! আর এই মেয়েটা কিনা ওকে সরাসরি বলছে! অথচ মায়ার এই ক্যারেক্টার টাই ওর ভালোলাগছে! এই মেয়েটার সাথে হিমালয়ের কথা বলতে ইচ্ছে করছে! মায়ার তাচ্ছিল্য কে অগ্রাহ্য করে হিমালয় বললো
—তুমি এখন কিসের মুডে আছো?
—ওই কাচের নদীতে নৌকা নিয়ে ভাসতে।
বলেই মায়া দৌড়ে কথার সাথে হাটতে লাগলো, কথা আর দিহান টুকটাক আলাপ করছিলো,
দিহানের আব্বু আম্মু আজ সকালেই ঢাকায় চলে গেছে মিষ্টি দিহানকে যেতে দেয় নি দিহান নিজেই অবশ্য মিষ্টি কে এভাবে একা রেখে যেতে চায় নি।দিহানের আব্বু আম্মু যাওয়ার পরই ওরা জাফলং এর জন্য বেরিয়েছে, শুধু পুষ্প আসেনি, পুষ্প বললো ওর নাকি জ্বর ও আজ কোথাও বের হবে না অল্প রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে আর কেউ যেন ওর জন্য ঘোরাঘুরি বাদ না দেয় তবে ও রেস্ট না নিয়ে সবার সাথে যাবে এতে যা হয় হবে, সাধারণত পুষ্প কখনো কঠিন কথা বলে না তবে আজ ওর কথাগুলো খুব কঠিন লাগছিল।
মায়া ওদের পাশে গিয়ে হাটতে হাটতে বললো,
—তোমরা কি কথা বলো?
কথা দিহান দুজনেই হেসে ফেললো, কথা বললো
—আমরা বলছিলাম আমাদের দেশে যেমন এই যে পাথর তোলা হচ্ছে এখান থেকে এভাবেই খনি থেকে সোনা তোলা হয়।
মায়া মুখ বাকিয়ে বলল,
—ওও এই কথা
দিহান হেসে বললো
—তুমি কি কথা বলতে চাও?
—আমি বলতে চাই মিষ্টি এই পাথর, বালি পার হয়ে হাটতে পারছে না,আবির ভাইয়া মিষ্টি আপুকে হাত ধরে নিয়ে এই পথটুকু চাইলেই পাড় করতে পারে,পুষ্প আপুর জ্বর হলো নিরব ভাইয়া চাইলেই আমাদের কিছু না বলে হুট করে রিসোর্টে ফিরে যেতে পারে, অদ্ভুত এসব কিছুই হচ্ছে না!
কথা আর দিহান একে অপরের মুখ চাওয়া চাওয়ি করতে লাগলো। দিহান কথাকে অতিক্রম করে একবার মায়ার দিকে তাকালো ওর চিন্তাভাবনা সীমিত ও সারা বিশ্ব নিয়ে ভাবছে না ও ভাবছে ওর আশেপাশের মানুষগুলো নিয়ে! ওর চিন্তাভাবনা বিস্তর নয় কাছের মানুষগুলোর কষ্টটাই ওর কাছে বিশাল!ধ্রুব মায়ার পাশে এসে বললো
—কি ব্যাপার আমাদের চুমকি রাগ কেন?
—রাগ নয় বিরক্ত
—কেন বিরক্ত কেন?
—খুবই বাজে অবস্থা বুঝেছ ধ্রুব আমরা মানুষ খুবই স্বার্থপর প্রাণী এই যে আমরা যা কিছু করি নিজের জন্য করি।
ওরা সবাই চা বাগানের পাশে এসে একসাথে দাড়ালো, বাগানে কেউ ঢুকছে না সবাই মায়ার কথা শুনছে, মায়া ধ্রুবের দিকে তাকিয়ে বলল,
—আমরা সহজ জিনিসও খুব জটিল করে ফেলি দু কদমের দূরত্ব আমরা কিছুতেই পাড় হতে পারি না! অল্প একটু আত্নমর্যাদা বিসর্জন দিয়ে আমরা পাশের মানুষটার হাতটা ধরতে পারি না! কাঙ্খিত মানুষটাকে আপন করার জন্য আমরা ঠুনকো নিয়ম ভাঙতে পারি না বরং ইট কাঠ পাথর জোগাড় করে দেই সামনের মানুষটাও যাতে ভাঙতে না পারে।আমরা তাই করি যা করতে চাই বাদবাকি কোনো কারণ ই কারণ নয় ওগুলো সব বাহানা।অদ্ভুত! খুবই অদ্ভুত!
সবাই নিজ নিজ জায়গা থেকে মায়ার কথাগুলো কানে ঢুকালো এক বার করে নিজের সাথে মিলিয়ে নিলো,মেয়েটার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইলো।নিরব ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ভাবলো ও চাইলেই পুষ্পকে একটা অন্তত কল করতেই পারে। আবির মিষ্টি চোখাচোখি হতেই চোখ ফিরিয়ে নিলো।কথা হিমালয়ের দিকে তাকিয়ে রইলো।হিমালয় পকেটে দুটো হাত ঢুকিয়ে মুখ ফিরিয়ে রইলো অন্যদিকে মনোযোগ মায়ার কথাগুলোতে ও ভেবে নিয়েছে কি করতে হবে।
মায়া বড় একটা দীর্ঘশ্বাস ফেলে ধ্রুবর হাতে ক্যামেরা টা দিয়ে বাগানের মধ্যে দৌড় লাগালো,
—অযথা হা করে তাকিয়ে না থেকে ছবি তোলো, ধ্রুব।

চা বাগান থেকে ঘুরে ওরা নৌকা করে নদী পার হলো পাশের মার্কেট এ ঢুকলো, নিরব উশখুশ করছে তবে ফিরে যাওয়ার কথা কাউকে বলতে পারছে না।মিষ্টি দিহানের পাশাপাশি হাটছে, দিহানের জ্যাকেটের হাতা দুহাতে ধরে বলছে
—এই ভাইয়া
—বলতে থাক শুনছি
—ওই
—আরে বল, খুত খুত করছিস কেন?
—ওয়াশরুমে যাবো।
—কিইহ!
—হুউ
—এখানে ওয়াশরুম কোথায়?
—তুই দ্যাখ,
—তোর বরকে বল যা ফোট
মিষ্টি দিহানের হাত ছেড়ে দিল। কিছুক্ষণ ঘোরাঘুরি করে বের হওয়ার সময় ওদের খেয়াল হলো মিষ্টি সাথে নেই! দিহানের মেরুদণ্ড বেয়ে শীতল একটা স্রোত বেয়ে গেলো ও জানে মেয়েটা কত জেদী কত অভিমানী, আবির আর দিহান কেউ কারো দিকে তাকাচ্ছে না দুজনেরই খুব অপরাধবোধ হচ্ছে,কোথায় খুজবে ওরা বুঝতেও পারছে না।মায়ার মেজাজটা চরম খারাপ হচ্ছে এদের সাথে ওর একটুও থাকতে ইচ্ছা করছে না প্রত্যেকটা মানুষ খুব ভণিতা করতে পারে এরা কেন সহজ হতে পারছে না! মিষ্টি কিছুক্ষণ বাদে হাতে দুটো ব্যাগ নিয়ে ফিরে গেলো।দিহান খুব রেগে মিষ্টির মাথায় টোকা মেরে বলল
—কই গেছিলি?
মিষ্টি দিহানের দিকে না তাকিয়ে বললো
—আমার না বিয়ে হয়ে গেছে?সো তুই আর আমার সাথে কথা বলবি না, তোকে আমি কোনো উত্তরই আর দেব না আমার থেকে দূর হ।
আবির এগিয়ে এসে মিষ্টির সামনে দাড়ালো মিষ্টি মাথা নিচু করে ফেললো, আবিরেরও খুব রাগ হচ্ছে ও রাগ দমিয়ে শান্ত কণ্ঠে বলল,
—আমায় বলো কোথায় গেছিলে?
—প্রথমে গেছিলাম পাশের একটা হোটেলে ওয়াশরুমে যেতে, তারপর ফেরার পথে আমার ছেলের জন্যে আর তার বউয়ের জন্যে দুটো শাল কিনলাম।
সবাই হা হয়ে মিষ্টির দিকে তাকিয়ে রইলো! দিহান চেচিয়ে বললো
—তোর আবার ছেলে কিসের!
মিষ্টি মুখ ঘুরিয়ে রইলো
আবির বললো,
—বুঝিয়ে বলো
—আপনার আব্বু আম্মুর জন্য।
আবির এবার খুব লজ্জা পেয়ে গেলো, ওর আব্বু আসলে একটু বাচ্চাসুলভ কেউ কোনো গিফট দিলে খুব খুশি হয় অথচ ও কখনোই বাবার জন্যে কিচ্ছু কেনে না এই মেয়েটা কিনেছে! মায়া এবার অধৈর্য হয়ে বললো,
—ধ্রুব তুমি কি একবার পুষ্প আপুকে কল করবে?আমার কাছে নম্বর নেই।
মায়ার কন্ঠে রাগ স্পষ্ট। ধ্রুব অনেকবার কল করলো কিন্তু পুষ্প রিসিভ করলো না। নিরব অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলো।মায়া সকলের দিকে একবার নজর দিয়ে বললো,
—আপনারা তো এখন নাস্তা করবেন তাই না? প্লিজ কন্টিনিউ।আমি রিসোর্টে ফিরে যাচ্ছি।
বলেই মায়া আর কাউকে কিচ্ছু না বলে সেখান থেকে চলে এলো।
হিমালয় অনেকবার মায়াকে ডাকলো মায়া কথা শুনলো না।হিমালয় দৌড়ে মায়ার হাত ধরে বললো,
—কি সমস্যা তোমার?
—কোনো সমস্যা নেই
—তুমি কি ভাবছ, পুষ্পের জন্য তোমার একারই কষ্ট হচ্ছে? তুমি কি বাড়াবাড়ি করছ না?! তুমি ভুলে যাচ্ছ পুষ্প আমাদের বন্ধু তোমার কেউ না, তোমাকে দেখে মনে হচ্ছে না মায়ের চেয়ে মাস্যার দরদ বেশী?
মায়া অবাক হয়ে হিমালয়ের দিকে তাকিয়ে রইলো এত কঠিন কথা ও কোনো দিন শোনে নি ওর মাথা ঝিমঝিম করতে লাগলো, নিঃশ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে, সবার সামনে হিমালয় ওকে এতগুলো কথা বললো! হিমালয় মায়ার হাত তখনো ধরে ছিলো, হুট করে মায়া সব শক্তি হারিয়ে ফেললো ওর শরীর অবশ হয়ে মায়া জ্ঞান হারিয়ে ফেললো।হিমালয় মায়াকে পড়ার আগেই ধরে ফেললো, মেয়েটার মুখের দিকে তাকিয়ে ওর খুব মায়া হলো ও একটু বিব্রত বোধ করলো আসলেই তো ও এতগুলো কথা মায়াকে কেন বললো!ওর বন্ধুরা সবাই ছুটে এলো, সবাই বিশেষ করে মিষ্টি মায়ার জ্ঞান ফেরানোর জন্য অস্থির হয়ে পড়লো।হিমালয় সবাইকে সরিয়ে হালকা করে পানির ঝাপটা দিলো মায়ার মুখে।কিছুক্ষণ পর মায়া জ্ঞান ফিরে নিজেকে হিমালয়ের বাহুতে আবিষ্কার করলো।ও আস্তে উঠে দাঁড়িয়ে বলল,
—আমি ঠিক আছি, প্লিজ আমি ফিরতে চাই।
ধ্রুব কিছু বলতে গেলেই মায়া থামিয়ে বলল,
—প্লিজ ধ্রুব, প্লিজ।

রিসোর্টে ফিরতে ফিরতে বিকাল প্রায় শেষের পথে ওরা দেখলো পুষ্প একটা কম্বল গায়ে জড়িয়ে বাইরে বেঞ্চিতে বসে পাহাড়ের দিকে তাকিয়ে চা বা কফি জাতীয় কিছু খাচ্ছে।নিরব ব্যাস্ত ভঙ্গিতে পুষ্পের কাছে গিয়ে বললো,
—কি ব্যাপার তুই ফোন কেন রিসিভ করছিস না?
পুষ্প নিরবের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে চায়ের কাপে চুমুক দিতে লাগলো।মায়া এগিয়ে গিয়ে দেখলো পুষ্পের চোখমুখ ফুলে লাল হয়ে আছে।মায়ার হঠাৎ খুবই কান্না পেয়ে গেলো ও পুষ্পকে জড়িয়ে ধরে কেদে ফেললো, কে তা ও নিজেও বুঝলো না! পুষ্পও মায়াকে দু হাতে জড়িয়ে ধরলো ঠোঁট বাকিয়ে হেসে বলল,
—তুমি কি জানো মায়া যখন কথা তোমাকে নিয়ে ট্রেনের কামড়াতে ঢুকলো আমার খুব রাগ হচ্ছিলো!আজব তো! তুমি কাদছ কেন পাগল মেয়ে?
মায়া ফোপাতে ফোপাতে বলল,
—তুমি আগে বলো তুমি কেনো কেদেছো?
নিরব এবার পুষ্পের মুখের দিকে তাকালো এতক্ষণে বুঝলো ওকে কতটা ক্লান্ত লাগছে!
— তুমি আমার থেকেও বেশি বাচাল আমার থেকেও তুমি বেশি ছেলেমানুষ,মায়া, এই মায়া?
মায়া কিছু বললো না অবিরত কাদতে লাগলো, হিমালয় বুঝলো মেয়েটা খুব অভিমান করেছে সহ্য করতে পারছে না। হিমালয়ের বন্ধুরা সবাই অবাক হয়ে মায়াকে দেখছে মেয়েটা এমন কেন!

চলবে…
সামিয়া খান মায়া

#হঠাৎ_হাওয়া (৭)

রাত অনেক মায়া বাইরের বেঞ্চিতে বসে আছে। পাশে পুষ্প,মায়া পুষ্পের হাতের মধ্যে হাত নিয়ে বসে আছে, পুষ্পের খুব জ্বর। পুষ্প একা একাই এখানে বসে থাকতে চাচ্ছিলো মায়া নাছোড়বান্দা সবাইকে বিদেয় করতে পারলেও ওকে পারে নি তবে পুষ্প খুব বুঝছে ওর বন্ধুরাও আশেপাশেই আছে কেউ ঘুমুতে যায় নি পুষ্প আনমনে একটু হাসলো, মায়া এতক্ষণ পুষ্পের হাতটা ধরে ছিল, পুষ্পের দিকে তাকিয়ে ওর হাসিতে হেসে বলল,
—হাসছ কেন আপু?
পুষ্প মায়ার দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে বলল,
—আমি খুব বিশ্রী একটা মেয়ে তাই না মায়া?
মায়া পুষ্পের থেকে চোখ সরিয়ে নিচের দিকে চেয়ে বলল,
—আমার থেকেও বেশি?
পুষ্প মায়ার চিবুকে হাত রেখে বলল,
—এত ভালো হয়ে কি হবে? একটু বিশ্রীই ভালো।
বলতেই দুজনে হেসে ফেললো। পুষ্প ছোট করে হেসে বলল,
—গান গাইতে পারো মায়া?
—নাহ, নাচতে পারি নাচবো?
বলেই মায়া এক লাফে উঠে দাড়িয়ে কোমড়ে ওড়না পেচিয়ে হাত পা নেড়ে লাফাতে লাগলো
পুষ্প হেসে ফেললো,হাসতে হাসতে গড়াগড়ি খায় অবস্থা মায়া পুষ্পের দিকে একমনে তাকিয়ে থেকে বলল,
—দেখলে কেমন পারি?
—হ্যা দেখলাম খুব পারো
—এবার তুমি গান শোনাও
—আমি গান পারি তোমাকে কে বলল?
মায়া চোখেমুখে ভাব ফুটিয়ে বলল
—জানো না তো কার সাথে আছো,হেহ
—কে?সবজান্তা সমশের?
মায়া অবাক চোখে চেয়ে বলল,
—সমশের আবার কে?
—কেউ না।
পুষ্প মায়ার হাতটা শক্ত করে ধরে চোখ বন্ধ করে ফেললো, মায়া পেছনে তাকিয়ে দেখলো মিষ্টি এসে দাঁড়িয়ে পেছনে দিহানও আছে,কথা, আবির,ধ্রুব। শুধু একটু তফাতে নিরব দাড়ানো তার পাশেই সেই লোকটা যাকে মায়া দেখতে চায় না।ধ্রুব আঙুল ইশারা করে মায়াকে চুপ থাকতে বললো।মায়া চোখ সরিয়ে পুষ্পের দিকে চাইলো।
পুষ্প চোখ বন্ধ করে গান গাইলো,

সবাই তো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয়, কেউ হয়না।
জানিনা বলে যা লোকে সত্যি কিনা?
কপালে সবার নাকি সুখ সয় না।।
সবাই তো সুখী হতে চায়

আশায় আশায় তবু এই আমি থাকি,
যদি আসে কোনোদিন সেই সুখপাখি ।।
এই চেয়ে থাকা আর প্রাণে সয় না।।
সবাই তো সুখী হতে চায়

ভালোবেসে সুখী হতে বলো কে না চায়?
রাধা সুখী হয়েছিল সেই শ্যাম রায়। ।
আমিও রাধার মতো ভালোবেসে যাবো,
হয় কিছু পাবো নয় সবই হারাবো
এই চেয়ে থাকা আর প্রাণে সয় না।।

সবাই তো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয়, কেউ হয়না।
জানিনা বলে যা লোকে সত্যি কিনা?
কপালে সবার নাকি সুখ সয় না।।
সবাই তো সুখী হতে চায়……।

পুষ্পের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে অনবরত ওর বন্ধুরা স্তব্ধ হয়ে চেয়ে আছে,পুষ্প যে এত ভালো গান করে ওদের জানা ছিলো না!হিমালয় এই প্রথম পুষ্পের কষ্টের গাঢ়ত্ব বুঝতে পারলো আবির আর ধ্রুবও মমতা নিয়ে মেয়েটিকে দেখছে ওরা জানতো পুষ্প বরাবরের জেদী, অহংকারী আর বাচাল একটা মেয়ে।নিরব একমনে চেয়ে আছে এই মুহুর্তে ওর মনে হচ্ছে পৃথিবী আর কোনো মানুষ এত গুরুত্বপূর্ণ না ওর সামনে থাকা মেয়েটি থাকলেই চলবে।নিরব ছোটো করে নিঃশ্বাস ফেলে পুষ্পের সামনে গিয়ে দাড়ালো,পুষ্পের সামনে দুহাটু গেড়ে বসলো। পুষ্প চোখ খুলে দেখলো ওর সামনে সেই প্রতিক্ষিত মানব,নিরব এবার মুখ খুললো এতক্ষণে ও নিরবতা ভাঙলো।পুষ্পের হাত দুহাতের মধ্যে নিয়ে বললো,
—তোমার খুব জ্বর পুষ্প।
পুষ্প মাটির দিকে তাকিয়ে রইলো, মায়া আস্তে সেখান থেকে উঠে দূরে গিয়ে দাড়ালো,দিহান মায়ার পাশে এসে দাঁড়িয়ে বললো
—তোমার সাথে আমার একটু কথা আছে
মায়া দিহানের দিকে না তাকিয়েই বলল
—ট্রাজেডি শেষ এখন ক্লাইম্যাক্স চলছে কথা পরে চুপচাপ দেখে যান।
দিহান হা হয়ে মায়ার দিকে তাকিয়ে রইলো, তারপর নিরব আর পুষ্পের দিকে তাকালো।হিমালয় আড়চোখে দিহান আর মায়াকে দেখছে মায়া এখনো একবারো হিমালয়ের দিকে তাকায়নি।
পুষ্প নিরবের দিকে না তাকিয়ে বললো
—আমার জ্বর সেটা আমি মনে হয় বুঝি।আমি অবুঝ নই
—আমি কখনোই জানতাম না তুমি এতটা অবুঝ।
পুষ্প নিরবের দিকে তাকালো,নিরব পুষ্পের দিকে তাকিয়ে বললো
—তুমি একটা পাগল মেয়ে পুষ্প, তুমি এমন একজন কে ভালোবাসছ যে সম্পূর্ণ তোমার বিপরীত।
—আমি দুঃখিত আমি ভুল করেছি, আমার কোনো অনুভূতি যদি তোমাকে কোনোভাবে হার্ট করে থাকে দেন আই এম রিয়েলি সরি প্লিজ গেট লস্ট।
পুষ্প নিরবের হাত থেকে হাত টা ছাড়িয়ে নিতে চেয়েও পারলো না।নিরব হালকা হেসে বলল,
—আমি হাত ধরেছি ছেড়ে দেব বলে না।
পুষ্প নিরবের দিকে তাকালো,মায়া খুশিতে বাকবাকুম করছে ওর চোখ ছলছল করছে হাত পা কাপছে অদ্ভুত ও এরকম কেন করছে! মায়ার চোখমুখ উজ্জ্বল দেখাচ্ছে।নিরব পুষ্পের চোখের দিকে তাকিয়ে বললো,
—সরাসরি বিয়ে করবে নাকি প্রেম করার ইচ্ছে আছে?
—তুমি কি আমাকে প্রপোজ করছ?
—সেরকম মনে হচ্ছে?
—এটা প্রপোজ?
—না, প্রপোজ করলে ডিনাই করে দেওয়ার চান্স থাকে এখানে তা নেই শুধু দুটো অপশন আছে।কিছুক্ষণ শান্ত চোখে চেয়ে হুট করে পুষ্প নিরবের চুল টেনে ওর বুকে কিল ঘুষি মেরে বলল,
—বেয়াদব, আই হেট ইউ আমাকে এত্ত কষ্ট দিলে তুমি…
আবির কথা দৌড়ে গিয়ে পুষ্প কে থামিয়ে কথা বলছে
—তুই তো খুব দস্যি মেয়ে, এই ভালোবাসা না পেয়ে মরে যাচ্ছিলি এখন ভালোবাসা পেয়ে ওকে মেরে ফেলছিস!
সবাই হেসে ফেললো….।ধ্রুব পুষ্পের কাছে এসে বললো
—এত স্মার্ট একটা ছেলে রেখে তোর চোখে নাকি এই গবেট টাই পড়ল! অদ্ভুত!
সবাই আরেক দফা হেসে নিলো।মিষ্টি সবার দিকে একবার চোখ বুলিয়ে নিলো অদ্ভুত ভালোলাগা ওকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরলো! দিহান মায়ার হাত ধরে টেনে একপাশে নিয়ে গেলো, হিমালয় ব্যাপারটা খেয়াল করলো,
—মায়া শোনো কথা টা খুব ইম্পর্টেন্ট
—আরে কি কথা?
—আমি বুঝলাম না তুমক এদের কি হও?
—এটা জরুরি কথা?
—হ্যা
—কেউ না।
—মানে?
—মানে আমি বিয়ে থেকে পালিয়েছিলাম এরা আমাকে সঙ্গে নিয়েছে
—কি!
—আপনার মানে কি পরে শুনবো এখন ওদিকে চলুন।
দিহান কিছুক্ষণ মুর্তির মত দাঁড়িয়ে থেকে আবার সবার সাথে যোগ দিলো।সবাই বেশ জমজমাট আড্ডা শুরু করেছে, পুষ্প অর্ধেক সুস্থ হয়ে গেছে। হুট করে মায়ার ফোনে একটা কল এলো।সবাই চুপ হয়ে গেলো,মায়া শুধু রাতের বেলায় ফোন অন রাখে বাকিটা সময় অফই রাখে।মায়ার খুব নার্ভাস লাগছে ও কলটা রিসিভ করে বললো
—হ্যালো
ওপাশ থেকে মায়ার বাবা বললেন
—মামনি?
মায়া ঠোট বাকিয়ে ফেললো সবাই মায়ার দিকেই চেয়ে আছে।
—বাবাই
—তুমি এমন কেন মায়া?
মায়া ফুপিয়ে কেদে উঠলো তারপর খুব ছোট্ট করে বলল
—আই এম সরি।
—তুমি কোথায়?
—সিলেটে
—তুমি কেমন আছো মা?
মায়ার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো,মায়া হাউমাউ করে কাদতে কাদতে বললো
—আমি তোমার কাছে যাবো বাবাই এক্ষুনি যাবো তুমি আমাকে নিয়ে যাও বাবাই।
স্পবাই হতভম্ব হয়ে গেলো।হিমালয় শুধু উঠে গিয়ে মায়ার কান থেকে ফোনটা নিয়ে একটু দূরে গিয়ে দাড়ালো।

চলবে….
সামিয়া খান মায়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here