#সিটি_হ্যাকড (২য় পর্ব)
শহরে রাতের অন্ধকারে হ্যাক হয়ে যাচ্ছে মানুষের কষ্টার্জিত টাকা!
শহরটাই যেন হ্যাক হয়ে গেছে..শহর কাপছে এক অজানা হ্যাকারের ভয়ে…
…
ওসি সাইফুল; সাদেক সাহেব হ্যাকারের প্লানিং অনেক বড় আর আমরা এখনো অনেক পিছিয়ে!
সাদেক; জি স্যার!
সাইফুল; রংপুর এর লোকটা বললো আরও ১ মাস আগে হ্যাকার ওর বাসায় গিয়েছিল! তার মানে আজ যা ঘটছে সেটা হ্যাকার ১ মাস আগেই রচনা করে ফেলেছিল!
সাদেক; স্যার হ্যাকার এর আসল উদ্দেশ্য কি হতে পারে?
সাইফুল; সেটাই বড় প্রশ্ন!
…
হঠাৎ থানায় একটা কল আসে…সাদেক সাহেব কলটা ধরে কথা বলে!
…
সাইফুল; কে ছিল সাদেক সাহেব??
সাদেক; স্যার আমার একজন লোক কল করেছিল!
সাইফুল; কি হয়েছে?
সাদেক; ৫টা বেসরকারি প্রতিষ্ঠান এর পুরো সিস্টেম হ্যাকড! রাজধানীর টপে থাকা ১০টা গার্মেন্টস প্রতিষ্ঠান এর মধ্যে এই ৫টা অন্যতম!
সাইফুল; OMG…
সাদেক; এই কোম্পানি গুলোর কোটি কোটি টাকার ব্যাংক একাউন্ট ডিটেইলস সহ সব ফাইল এর ডিটেইলস এখন ওই হ্যাকারের হাতে!
সাইফুল; কিভাবে করছে ও এগুলো??
..
সাইফুল তার সহকর্মীদের নিয়ে বেরিয়ে পরে!
…
৫টি কোম্পানির ম্যানেজার মামলা করেন এবং পুলিশের সাথে আলোচনায় বসে!
.
সাইফুল; আপনাদের সিস্টেম হ্যাক করে ফেললো এত সহজে??
ম্যানেজার ১; এইটা অসম্ভব! আমার সিস্টেম,নেটওয়ার্ক এগুলো এতটাই স্ট্রং ভাবে সিকিউর যা হ্যাক করে আমাদের ল্যাপটপে প্রবেশ করা সিম্পলি ইমপসিবল! কিন্তু এটা কিভাবে হলো সেটাই ভাবছি!
ম্যানেজার ২; ব্যাংক একাউন্ট ডিটেইলস,নেটওয়ার্ক,আমাদের গুরুত্বপূর্ণ ফাইল ইত্যাদি ইত্যাদি সব হ্যাকড!
সাইফুল; আমি তো জানি প্রতিটি কোম্পানি তাদের ওয়েবসাইট,সিস্টেম এগুলো সিকিউরের জন্য ইথিক্যাল হ্যাকার নিয়োগ দেয়! আপনারা দেন নি?
ম্যানেজার ৩; জি অবশ্যই! তারা অন দ্যা ওয়ে! আসছে তারা!
সাইফুল; এত বড় কোম্পানি তাও ৫ টি! হ্যাকার অবশ্যই ১ দিনেই এই হ্যাকডটা করে নি! অনেক আগে থেকে হ্যাকার আপনাদের ল্যাপটপ এবং সিস্টেমে ঘুরাঘুরি করছিল! কিন্তু আপনারা জানেনই না!
…
এদিকে মিডিয়াতে এই নিউজ ব্রেকিং নিউজ হয়ে যায় “কোটি টাকা হ্যাকড”…
…
এবার সবাই হ্যাকারকে ভয় পেতে শুরু করে! পুরো দেশ যেন নিরাপত্তা হীনতায় ভুগছিল!
.
৫টি কোম্পানির ইথিক্যাল হ্যাকার এসে পৌছায়!
ইথিক্যাল হ্যাকার হচ্ছে যারা কোম্পানির সিস্টেমে যাতে কোন হ্যাকার প্রবেশ করতে না পারে সেজন্য তারা সুরক্ষা করে রাখে!
…
ইথিক্যাল হ্যাকাররা প্রথমে পুরো সিস্টেম স্ক্যান করে দেখলো!
তারপর পুলিশ এবং কোম্পানির ম্যানেজারদের সাথে আলোচনায় বসে…
…
রকি(ইথিক্যাল হ্যাকার); হ্যা এইটা “ব্ল্যাক হ্যাট হ্যাকার”… যারা সাধারণত খারাপ উদ্দেশ্যে হ্যাকিং করে তাদের ব্ল্যাক হ্যাট হ্যাকার বলা হয়! হ্যাকার অলরেডি অনেক টাকা ট্রান্সফার করে ফেলেছে! ও পুরো সিস্টেমটা ক্র্যাক করে রেখেছে সেজন্য আমাদের চোখের সামনে টাকা এবং ফাইল কপি করে ও নিচ্ছে আমরা কিছু করতে পারছি না!
ওসি সাইফুল; তাহলে এখন?
রকি; ” রেড হ্যাট হ্যাকার”… ব্ল্যাক হ্যাট হ্যাকার দের ক্র্যাক করতে পারে একমাত্র রেড হ্যাট হ্যাকার! আমার এক বন্ধু আছে আমি ওকে কল দিচ্ছি! আশাকরি ও আর আমি একসাথে কাজ করলে এই ক্র্যাকার ক্র্যাক হবেই!
…
এদিকে মিডিয়াতে এই নিউজ পাবলিসড হওয়ার পর ডিএমপি থেকে এই কেসটা সাইবার ক্রাইম ইউনিটকে হস্তান্তর করা হয়! সাইবার ক্রাইম ইউনিটের রাফায়েত জয়কে এই কেসটা হস্তান্তর করে ওসি সাইফুল…
…
এখন থেকে এই কেসটা জয় এবং তার সহকর্মীরা পরিচালনা করবে…
…
রকি এবং তার বন্ধু প্রায় ২ ঘন্টা ট্রাই করার পর সাইবার টিমকে জানায়…
..
রকি; এইটা কোন সাধারণ হ্যাকার নয়! আমরা ভেবেছিলাম ও হয়তো ব্যাক হ্যাট হ্যাকার! কিন্তু এটা “এলিট হ্যাকার”… হ্যাকার দুনিয়ায় যাদের এক্সপার্ট বলা হয়! প্রচুর ট্রাই করেও আমরা ওর সাথে পেরে উঠলাম না!
…
এই ছোট ছোট ব্যাপার গুলো মিডিয়াতে লিক হয়ে যাচ্ছিল এবং দেশব্যাপী থমথমে পরিবেশ বিরাজ করছিল! এই হ্যাকার কি এতটাই শক্তিশালী যে কেউ তার সাথে পেরে উঠবে না??
…
রাকিব; স্যার আমরা কোন যায়গা থেকে শুরু করবো?
জয়; আমি কেসটা পুরো স্টাডি করলাম রাকিব! আমার কেন যেন মনে হচ্ছে! হ্যাকারের আসলে টাকার চাইতেও পপুলারিটি বেশি প্রয়োজন!
রাকিব; কেন স্যার এমন মনে হলো?
জয়; দেখো ও অনেক বড় হ্যাকার! ও চাইলেই ব্যাংকের সিস্টেম হ্যাক করতে পারতো! কিন্তু ও কোম্পানির সিস্টেম হ্যাক করলো! এতে এটা একটা আলাদা নিউজ হলো! ব্যাংক হ্যাক তো মামুলি ব্যাপার!
রাকিব; হতে পারে স্যার!
.
কিছুক্ষণ পর হ্যাকার রকির কল জয়কে…
..
জয়; হ্যা রকি বলো
রকি; স্যার এতটুকু বলতে পারি! এই হ্যাকার খুব সম্ভবত বাংলাদেশি না এবং টাকাও ট্রান্সফার হচ্ছে বাহিরের কোন ব্যাংক একাউন্টে!
জয়; ধন্যবাদ!
…
জয় তার টিমকে নিয়ে ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে!
..
২ দিন পরের ঘটনা…
টিভিতে বাংলাদেশের ক্রিকেট খেলা চলছিল!
রাত ৯টা!
সারাদেশের মানুষ খেলা দেখছিল ওই চ্যানেলে!
যেই চ্যানেলে খেলা চলছিল সেই চ্যানেল হঠাৎ করে অন্ধকার হয়ে গেলো…
একটা ভরাট কন্ঠ বলে উঠলো “I hacked The city And I Did it”
..
মাত্র ৪ সেকেন্ডে এই কথাটা অন্ধকার থেকে কেউ বললো পুরো দেশবাসী শুনলো তারপর আবার খেলা শুরু হয়ে গেলো!
..
কিছুক্ষণ পরই চ্যানেলের নিচে লিখে দিল “৪ সেকেন্ড এর জন্য আমাদের চ্যানেলটি হ্যাক হয়েছিল..এটার জন্য আমরা দুঃখিত ”
..
পুরো দেশবাসী সহ সাইবার ক্রাইম ইউনিটের জয় সহ সবাই প্রথমবার হ্যাকারের কন্ঠ শুনলো…
..
চলবে…
লেখক; আলিফ খান(মেন্টাল)