সর্বনাশীনি_তুমি #পর্ব:৪ #Mishmi_muntaha_moon

#সর্বনাশীনি_তুমি
#পর্ব:৪
#Mishmi_muntaha_moon

সেইদিনের পর সেহরিশের সাথে ২দিন আর দেখা সাক্ষাৎ হলো না উপমার।চিন্তায় থেকেছে অধিকাংশ সময় এই ভেবে যে কোনো ঝামেলা হলো নাকি আবারও ওকে নিয়ে আর সেহরিশ ঠিক আছে কি না।
বৃষ্টির দিন শুরু হয়েছে।ইদানিং একটু পর পর থেমে থেমেই বৃষ্টি পড়ছে। কিছুক্ষন আকাশ পরিষ্কার থেকে আবার বৃষ্টি নামতেই উপমা তার আম্মুর চেচামেচিতে ছাদে দৌড় লাগালো।বৃষ্টি এখনো পুরোপুরি নামে নি।ঝিরিঝিরি হচ্ছে।তারাহুরো করে সব কাপড় নিয়ে নামতে নিবে তখনি চোখ পরে সেহরিশদের ছাদে চোখ পরে। সেহরিশ রেলিং ধরে দাঁড়িয়ে গায়ে পাতলা একটা টি শার্ট আর হাতে কাপ যেইটাতে থেমে থেমে চুমুক দিচ্ছে।
বৃষ্টির মধ্যে চা খাচ্ছে আজব বিষয়

বৃষ্টির তেজ বাড়তেই উপমা ছাদ দেকে নেমে পড়ে।নেমে চুল গুলো মুছে নিলো। অনেকটা ভিজে গেছে।
হাত থেকে তোয়ালে রেখে ওর আম্মুর কাছে জেতেই বলল
‘কিরে ওইদিনের পর আরেকবার তোর রোকেয়া আন্টিকে দেখে আসা উচিত ছিলো।’

উপমা দীর্ঘশ্বাস ফেলে বলল
‘তুমি গিয়ে দেখে এসো।আমি আর যেতে পারবো না উনাদের বাড়ি।’

বলেই উপমা চলে গেলো নিজ রুমে।

_
কলেজে গিয়ে উপমা খেলো আরেকটা শক।আশেপাশে কোনো কাক পক্ষীও চোখে পরলো না।হাতের ঘড়ি দেখে টাইম পরোখ করে নিলো নাহ ১০টা বাজে।তারাতারি কি বরং আজ তো লেট করেই এসেছিলো।
জুই এর নাম্বারে কল করতেই জানতে পারলো আজ নাকি কোনো কারনে কলেজ বন্ধ কালকে কলেজের পেজ এ বলে দেওয়া হয়েছিলো।
উপমাকে ইশফাদের বাড়িতে থাকতে বলে ওরাও বেরুলো তাই উপমা সরাসরি ইশফাদের বাড়িতে গেলো।

ইশফা এখন আগের তুলনায় অনেকটা সুস্থ কিন্তু হাত এখনো পুরোপুরি নাড়াতে সক্ষম না।কিছুক্ষণের মধ্যেই সকল ফ্রেন্ড একসাথে হলো।

‘ইশ শুধু আন্টির উপর চাপ পড়লো।আমরা না আসলেও পারতাম।’

উপমার কথা শুমে ইশফা কনুই দিয়ে গুতা দিয়ে বলল
‘যাহ চাপের কি আছে। আর আম্মু আর তোদের জন্য পোলাও কোরমা তো করছে না।’

ইশফার কথা শুনে জুই তাল মিলিয়ে বলল
‘অবশ্যই আমাদের জন্য ভাত শুটকির বর্তা ডাল বানালেই আমি খেয়ে নিতে পারবো আমি আবার এতো খাই না।’

ওর কথা শুনে লাবিবা মুখ বাকিয়ে বলল
‘মুটি হচ্ছে দিন দিন আবার বলে এতো খাই না।যত্তসব। ‘

লাবিবার কথায় সবাই হাসতে লাগলো।
দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষন বিশ্রাম করে নিলো।তারপর বিকাল পর্যন্ত আড্ডা দিয়ে যাওয়ার জন্য রেডি হতে লাগলে ইশফা বলল

‘এই উপমা শুননা একটা কথা।’

ওর কথায় অবাক হলো উপমা।কোনো কথা বলার আগে তো জিবনেও জিজ্ঞেসে করে না আজকে এতো ভদ্র হলো কিভাবে।

‘তুই আবার কথা বলার আগে জিজ্ঞেস করা শুরু করলি কবে থেকে?’

উপমার কথা শুনে ইশফা হেসে দিয়ে বলল

‘ এই উপম তুই আমার ভাবি হয়ে যা বেস্ট হবে।কী বলিস তোরা।’

ওর কথা শুনে যেনো আকাশ থেকে পড়লো উপমা।ইশফার মাথায় একটা গাট্টি দিতে বলল

‘কি যা তা বলছিস।’

জুই লাবিবা মারজিয়া কিছুক্ষন নিরবতা বজায় রেখে সমস্বরে হেসে উঠলো। তারপর জুই হাসতে হাসতেই বলল

‘ এই প্লেনটা আমাদের মাথায় কেন এলো না বলতো।কি হ্যান্ডসাম এজটা ছেলে তো আমাদের হাতেই ছিলো।আর এভাবেও তোর তো সেহরিশ ভাইকেও পছন্দ না তাহলে তো কোনো সমস্যাই নেই।’

বলে আবারও হাসতে লাগলো।হাসাহাসি করে বিদায় নেওয়ার সময় জুই বলল
‘ওই ইশফা তোর ভাইকে বল উপমাকে পৌছে দিয়ে আসুক।’

ওদের কথা শুনে উপমা কপোট রাগ দেখিয়ে ইশফার আম্মু আব্বু থেকে বিদায় নিয়ে একা একাই বেরিয়ে গেলো।
বাড়িতে যাওয়ার পথে সেহরিশকে দেখে উপমা সেহরিশের দিকে পা বাড়ালো।হঠাৎ ওকে দেখে সেহরিশ কিছুটা চমকালো।

‘তুমি এখানে কি করছো উপমা?’

সেহরিশের কথায় উপমা এদিক সেদিক তাকিয়ে বলল
‘আন্টির শরীর কেমন আছে।’

‘ভালো আছে।দেখতে যাবে আম্মুকে?’

সেহরিশের নিজ থেকে বলায় উপমা আর না করলো না সেহরিশের সাথে ওর বাড়িতে যায়।
গিয়ে বেশ কিছুক্ষন সময় সেহরিশের মার সাথে কাটায় উপমা।বিদায় নিয়ে যাওয়ার সময় রোকেয়া বেগম উপমাকে হাত টেনে বসায় কথার সুবাদে।রোকেয়াকে আমতা আমতা করতে দেখে উপমা কিছুটা ইতস্তত নিয়ে রোকেয়ার হাত ধরে বলে
‘বলুন আন্টি কি বলতে চান।’

উপনার কথায় যেনো রোকেয়া সাহস পায়।হাত আরেকটু শক্ত করে ধরে বলে।
‘জানো উপমা আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম কিন্তু নিজের ছেলের জন্য ভাবি নি কখনো।আমার ছেলেটা সবসময় নিজের সবটা দিয়ে আমার সাপোর্ট করেছে যখন ওর বাবা আরেকটা বিয়ে করে আনলো আরেকটা মেয়ে এনে বলল এইটা তোমার বোন তখন ও অনেক কষ্ট পেয়েছিলো। আমার অবস্থা দেখে আরও কষ্ট পেয়েছিলো।তারপর থেকে এই রাজনীতি তে যুক্ত হয়েছিলো অবশ্য এইটা ওর শখ ও ছিলো কিন্তু আমার আর ওর বাবার জন্য কখনো এই পথে যায় নি।তারপর আবার ওর বাবা উনার বিয়ে করা মহিলার মেয়ের সাথে আমার ছেলের বিয়ের কথা বলেছিলো তার ভয়ে আমি ওকে তারাতারি বিয়ে করতে চাপ দিচ্ছিলাম। সেই রেশেই একদিন এসে তোমার কথা বলল তোমাকে নাকি বিয়ে করবে তার সাথে সাথেই আমি তোমার বাবাকে প্রস্তাব দিয়েছি কিন্তু ততদিনে তোমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিলো। তখন প্রচুর রেগেছিলো ছেলেটা তারপর তোমার বিয়ে না হওয়ায় যেনো জানে জান এলো।তোমাকে এতো কথা বলার কারণ হলো তুমি যেনো বুঝো আমার ছেলেটাকে আর দেখলেই তো ও আমার জন্য যেমন ওর বাবার সাথে লড়ে গেছে তোমার জন্যও ও ওর বাবার সাথে লড়েছে।ভেবে দেখিও।’

রোকেয়া বেগনের কথা উপমা বিনাবাক্য শুনলো।পরিবর্তে কি বলবে কিছু ভেবে পেলো না।উঠে যেতে নিবে তখন রোকেয়া আবারও উপমা কে ডাক দিয়ে বলল
‘কাল আমার ছেলেটার জন্মদিন।’

_
সেহরিশের বাড়ি থেকে বের হয় সন্ধ্যার দিকে।সেহরিশ উপমার দিকে নির্নিমেষ ভাবে তাকিয়ে আছে। উপমা সকল বিব্রতকর পরিস্থিতি সাইডে ফেলে মুচকি হেসে বলল
‘অগ্রিম শুভ জন্মদিন ‘

কলেজ থেকে বেরিয়েই জুইকে নিয়ে বেরিয়ে গেছে নিজের সব সেবিংস নিয়ে উপমা।উদ্দেশ্য সেহরিশের জন্য সুন্দর একটা গিফট কিনবে।
জুই তো শুনে রীতিমতো অবাক। যেই সেহরিশকে তার বান্ধবী বিরক্তিকর বলতো এখন গিফট কিনা হচ্ছে।

‘কিরে তোর কি হয়েছে উপম?’

‘একটা গোপন কথা শুনবি?’

জুই সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে থেকে বলতে বলল।উপমা মুখ গম্ভীর করে বলল
‘কালকে রোকেয়া আন্টিদের বাড়িতে গিয়েছিলাম।আন্টি বলল উনার ছেলে নাকি আমাকে পছন্দ করে বিয়ে করতে চায়?’

উপমার কথায় জুই অবাক হয়ে উচুস্বরে বলল
‘বলছিস কি সেহরিশ ভাই নাকি!আর তুই তো এভাবে লজ্জা পাচ্ছিস যেনো তুইও পছন্দ,,,, ‘

উপমা বুক ফুলয়ে শ্বাস নিয়ে বলল
‘সত্যি বলতে আমার শুনে কেনো জানি ভালো লেগেছে’

জুই উপমার দিকে তাকিয়ে মুচকি হেসে উপমার হাতে চিমটি কেটে বলল
‘তাহলে তো তুই প্রেমে পিছলে গেলি দেখছি।’

চলবে,,,
(ভুল ত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই।আপনাদের মন্তব্য জানাবেন।😊😊)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here