শুভ্র_রঙের_প্রেম পর্বঃ৩৫

শুভ্র_রঙের_প্রেম
পর্বঃ৩৫

লেখিকা~#রুবাইদা_হৃদি

প্রাচীর ঘেরা মাঠটার মাঝে অবাক চোখে দাঁড়িয়ে সামনে তাকিয়ে দেখে চলেছি৷ স্তব্ধ চোখ জোড়ায় হালকা বিস্ময় আমার! কানের পিঠে অবাধ্য চুল গুলো গুজে সামনে এগিয়ে গেলাম ৷ উনি হাটু মুড়ে বসে পাঁচ বা ছয় বছর বয়সী ছেলেটির হাত ধরে আহ্লাদী কন্ঠে রাগ ভাঙানোর চেষ্টা করছেন ৷ উনি ছেলেটের ব্যান্ডেজ করা হাতটি ধরে বললেন,
–‘ এখনো ব্যথা আছে বাবাই? ‘
ছেলেটি ব্যথাতুর কন্ঠে বলল,
–‘ তোমার ঘাঁ শুকিয়েছে তো? ‘
ছেলেটির কথা শুনে হাত উঁচিয়ে দেখিয়ে বললেন,
–‘ স্ট্রোং ম্যান দের ব্যথা বেশিদিন থাকে বুঝি! আমার ব্যথা তো সেদিন একটা পরীর ছোঁয়ায় দৌড়ে পালিয়েছে৷ ‘
ছেলেটি না বুঝে এক পলক তাকিয়ে কিছু একটা মনে করে উল্লাসিত কন্ঠে বলে উঠলো,
–‘ তোমার শুভ্র পরী! ‘
–‘ হু৷ ‘ উনি আমার দিকে ইশারা করে বললেন৷ ছেলেটি উৎসাহ নিয়ে আমার দিকে তাকিয়ে এক চিলতে হাসলো ৷ উনার সামনে থেকে আমার কাছে এসে বলল,
–‘ বাবাই,উনি তো সত্যি পরী ৷ আমার দেখা সত্যিকারের ৷ ‘
আমি ছেলেটির কথা শুনে অপ্রস্তুত হাসলাম ৷ ওর
মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম,
–‘ নাম কী তোমার? ‘
–‘ হাসু ছিলো তবে বাবাই বলেছে আমার নাম এখন থেকে…
ও বলেই প্রশ্নসূচক চোখে তাকালো উনার দিকে৷ উনি মিষ্টি হেসে বললেন,
–‘ মিরাজ৷ ‘
–‘ বাহ! তোমার বাবাই তো সুন্দর নাম দিয়েছে তোমায় ৷ আমাকে চেনো তুমি? ‘
আমার প্রশ্ন শুনে মিরাজ চোখ নামিয়ে কি বলবে ভাবছে ৷ উনি হাসি হাসি মুখ নিয়ে তাকিয়ে বললেন,
–‘ সে জানে তুমি কে! শুধু লজ্জা পাচ্ছে বলতে৷ ‘
উনার কথা শুনে মিরাজ মাথা উঠিয়ে চঞ্চল পায়ে কিছুটা দূরে দৌড়ে গিয়ে বলল,
–‘ তুমি আমার বাবাইয়ে বউ ৷ সাথে আমার বাবাইয়ের ব্যাক্তিগত পরী ৷ ‘
আমি জোরে হেসে উঠলাম ওর কথা শুনে ৷ উনি সতর্ক করে মিরাজের উদ্দেশ্য বললেন,
–‘ আস্তে যাও ব্যথা পাবে ৷ ‘
উনার কথা অগ্রাহ্য করেই মিরাজ একছুটে ভেতরে চলে গেলো ৷ উনি কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে আমার দিকে তাকালেন ৷ আমি এখনো হেসে চলেছি ৷
এক পাঁ-দু পাঁ করে সামনে এসে দাঁড়াতেই আমি হাসি থামিয়ে তাকিয়ে রইলাম ৷ উনি মাথার চুল পেছনে ঠেকে দিয়ে বললেন,
–‘ সেদিন ব্যথা পেয়েছিলাম বলে দুনিয়া আঁধার করে ফেলেছিলে না? এই সেই ব্যথা পাওয়ার কারণ৷ তবুও দেখো রিস্ক নিয়েল ছেলেটা অনেক ব্যথা পেয়েছে ৷ ‘
নীতির বিয়ের আগের ঘটনা! তার হাত ছিলে গিয়েছিলো ৷ তারমানে মিরাজ সেদিন এক্সিডেন্ট করেছিলো ৷
–‘ ওর বাবা-মা নেই? ‘
–‘ বাবা আছে৷ মা কোথায় ও জানে না৷ মিরপুরের পাশের বস্তিতেই থাকে ৷ এক্সিডেন্ট এর পর খবর দিলে দেখতেও আসে নি ৷ তাই আমি এখানেই রেখেছি ৷ ‘
আমি ছোট করে,’ ওহ ‘ বলে আবার প্রশ্ন করলাম,
–‘ বাবাই কেন ডাকে? ‘
উনি আমাকে ঘুরিয়ে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে যেতে বললেন,
–‘ আমি ডাকি তাই সেও ডাকে ৷ ‘
.
.
আকাশ মেঘাচ্ছন্ন৷ চারদিকে গুমোট ভাব ৷ থেকে থেকে দমকা বাতাস উঠে আবার মিলিয়ে যাচ্ছে কোলাহলের ভীড়ে ৷ ভারী সাজে বসে আছি আমি ৷ আজ একদম লাল রঙের লেহেঙ্গা পরেছি৷ লাল নাকি বিয়ের রঙ! বিয়ের দিন যেহেতু লাল পরি নি তাই আজ লাল রঙ সাজেস্ট করেছেন উনি ৷ হাত ভর্তি মেহেদী৷ ব্রাইডাল মেকওভার ৷ পাশেই আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে বিচ্ছু বাহিনী ৷ মীম আপু এককোণায় চেয়ারে বসে আছে৷
সকালে এনজিও থেকে ফেরার পর থেকেই একের পর এক ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে আমার উপর দিয়ে৷ ওখান থেকে ফিরেই, পার্লারের উদ্দেশ্য পাঠিয়েছে আম্মু৷ সেখানে থেকে এখন আবার কমিউনিটি সেন্টারে ৷
কোথায় কোথায় থেকে লতাপাতার মতো আত্মীয় স্বজন জোগাড় করে এনেছে আমার আম্মু আল্লাহ জানেন। এদের কোলাহল আমার খিদের পরিমাণ গণহারে বাড়িয়ে দিচ্ছে ৷ সেই সাথে উনাকে সেই সকাল থেকে না দেখার তৃষ্ণা৷
জান্নাত আমার পাশে বসে রাফিনের সাথে হাসাহাসি করছে৷ আমি মৃদু স্বরে বললাম,
–‘ সে কোথায়? ‘

–‘ সে আবার কে? বল আমার জামাই কোথায়৷ বিয়ে হইছে এখন আবার ঢং কিসের তোর? সবার সামনে চিল্লায় ডাকবি,ওগো তুমি কোথায়! ‘
রাহাত ওদের পেছনে থেকে একপ্রকার চিল্লিয়ে বলল৷ মুরব্বি গুষ্ঠি সব বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে ৷ আমি সবার দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে রাগী চোখে তাকালাম৷ ও হে হে করে হেসে মিনমিনে স্বরে বলল,
–‘ আমি দেখতেছি দুলাভাই কোথায়৷ তাও এমন রাক্ষসীর মতো তাকাইস না৷ নজর লাইগা যাইবো৷ ‘

–‘ রিসেপশন শেষ হতে দে, আমার ভদ্রতা ঝেড়ে ফেলে দিবো একদম ৷ ‘
আমার দাঁতে দাঁত চেপে বলা কথায় রাহাত ছুটে চলে গেলো৷ নীতি কিছুটা দূরে আরিফ ভাইয়ার সাথে কি বিষয়ে যেন আলোচনা করছে ৷ আমি ডেকে ওকে বললাম,
–‘ সারাজীবন পরে আছে ভাই, ভাইয়ার সাথে কথা বলার ৷ একটু আমাদের দিকে নজর টজর দে৷ ‘

–‘ শালীসাহেবা আপনার উনি পাশে নেই তাই বুঝি আমাদের প্রেমে ফোড়ন কাটছেন? ‘

আমি জবাব দেওয়ার আগেই গেটের দিকে চোখ পরলো ৷ কালো শেরওয়ানি,বা সাইটে স্টোনের ব্রুজ৷ হাতে আজ সোনালি রঙের ঘড়ি ৷ আলগা বাতাসে সিল্কি কালো চুল গুলো কঁপাল ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে ৷ পাশে একটা ছেলের সাথে হাত নাড়িয়ে কথা বলতে বলতে এগিয়ে আসছেন ৷ আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি৷ জান্নাত খোঁচা মেরে ফিসফিস করে বলল,
–‘ আস্ত হাতি ঢুকে যাবে ৷ মুখ বন্ধ করো আপ্পি৷ ‘
আমি জলদি চোখে সরিয়ে আমতা আমতা করতে লাগলাম ৷ অবাধ্য চোখ দুটো তবুও উনাতেই আটকে যাচ্ছে ৷ একদম মাঝ বরাবর দাঁড়িয়ে উনি এখন আব্বু আর মামার সাথে কথা বলছে ৷
কিছুক্ষণ বাদে আদি ভাইয়া আসতেই জান্নাত বলল,
–‘ আদা কিন্তু বাসী আদার মতো না! কিছু সময় ফ্রেশ আদা তবে মাঝে মাঝে বস্তাপঁচা ৷ তাই না হৃদি আপু? ‘
–‘ হ্যাঁ! তবে আমার সে তো সব সময় অতিরিক্ত মাধুর্যতায় ঘেরা৷ ‘
সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসতেই দম আটকে এলো আমার ৷ দাঁড়ানো থেকে বসে পরে রাফিন কে বললাম,
–‘ ভাই বাতার কর চারদিকে গরম৷ ‘
–‘ এসি তো চলছে! ‘
–‘ করতে বলেছি করবি৷ আর তা না হলে তোর ভাইয়াকে দূরে রেখে আয় ৷ ‘
জান্নাত আর রাফিন আমার কথা শুনে হেসে গড়াগড়ি খেলো ৷ আমি আবার তাকিয়ে দেখি আমার মামার একমাত্র মেয়ে ঝিনুক উনার দিকে তাকিয়ে আছে ৷ আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে,
‘ এই মেয়ে আমার অবলা জামাইটার উপর ক্রাশ খেয়ে মরমে মরে যাচ্ছে ৷ ‘
উনার কাছে ঝিনুক এগিয়ে যেতেই সৌজন্যের হাসি হেসে পাশ কাটিয়ে চলে আসে স্টেজের দিকে৷ আমি উনাকে দেখেই মুখ ঘুরিয়ে নিলাম ৷ সে বাকি সবাইকে উদ্দেশ্য করে বলল,
–‘ রাগ রাগ গন্ধ পাচ্ছি কেন গাইস? ‘
–‘ তোর সামনেই রাগের রোস্ট,পোলাও সব হচ্ছে৷ ‘
মীম আপু ক্লান্ত গলায় বললেন৷ উনি চেয়ারের উপর ঝুঁকে দাঁড়ালেন ৷ সব রাগ ফুরিয়ে এখন অস্বস্তি হচ্ছে ৷ সবাই মিটিমিটি হাসছে ৷ আমি কপট রাগ দেখিয়ে বললাম,
–‘ কি হচ্ছে? উঠে দাঁড়ান৷ ‘
–‘ না! ‘
–‘ থাকুন এইভাবে৷ মানুষ কি ভাবছে বলেন তো? ‘
আমার কথা শুনে উনার ভাবান্তর হলো না৷ উল্টো চোখে মেরে বলল,
–‘ আজ তোমার রেহাই নেই৷ ‘
আমি জবাব দিলাম না৷ কাটকাট হয়ে বসে রইলাম৷ উনি এখনো সেইভাবে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন৷ তার দৃষ্টিজোড়ায় হাজার খানিক ভালোবাসার ছটা ৷
একটু পর আদি ভাইয়া প্লেট ভর্তি খাবার নিয়ে এসে সব নামিয়ে হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে উনাকে উদ্দেশ্য করে বললেন,
–‘ ভাই, সারাজীবন দেখতে পাবি ৷ আশেপাশে। মানুষজন আছে একটু কন্ট্রোল কর৷ তোর এই বেহায়াপনার জন্য আমার কঁপালে এই জান্নাতের মতো খিটখিটে মেজাজের বউ জুটবে ৷ ‘
জান্নাত আদি ভাইয়ার কথা রাফিনের হাত টেনে ওর হাত দিয়েই দুম করে একটা কিল বসিয়ে দিলো৷ আদি ভাইয়া বেঁকিয়ে উঠতেই রাফিন একলাফে পেছনে সরে গিয়ে বলল,
–‘ জান্নাত আপুর কাজ৷ আমি নির্দোষ ৷ ‘
আদি ভাইয়া কটমট চোখে তাকাতেই জান্নাত উপেক্ষা করে ওড়না উড়িয়ে চলে যায় ভেংচি
কেটে ৷
আমি অসহায় চোখে আশেপাশে তাকাচ্ছি৷ সবাই নির্লজ্জ উপাধি টা বোধহয় ট্যাগ লাগিয়ে দিয়েছে আমাদের উপর ৷ উনি সামনে থেকে সরে গিয়েও পাশের সোফায় বসে আদি ভাইয়াকে ইশারা করেন খাবার এগিয়ে দিতে ৷ খাবারের থালা দেখে ঝিমিয়ে থাকা খিদে মাথাচারা দিয়ে উঠলো৷ রাগ আর অস্বস্তি ভুলে হাসি হাসি মুখ নিয়ে বললাম,
–‘ আমার জন্য? ‘

–‘ কে বলেছে,তোমার জন্য? কালকের শর্ত ভুলে গেছো? শর্ত মোতাবেক খাইয়ে দেও৷ ‘

–‘ পাগল হয়ে গেছেন? এখানে কি ভাবে! ‘
উনি আমার হাতে থালা ধরিয়ে দিয়ে নিরলস ভাবে বললেন,
–‘ চুমু দিতে বলি নি৷ খাইয়ে দিতে বলেছি! ‘
আমি অসহায় চোখে তাকালাম ৷ প্রায় সবাই আমাদের দিকে’ই তাকিয়ে আছে৷ কি জ্বালা!
আমি থম মেরে বসেই আছি ৷ সে থালা কেড়ে নিয়ে বলল,
–‘ কঁপালে বউয়ের সেবা নেই তোর স্নিগ্ধ ৷ কি আর করবি বল! দেখ আশেপাশে কত রমণী আছে তাদের পটাতে পারিস কিনা ৷ ‘
আমি উনার কথা শুনে ছোঁ মেরে খাবারের থালা নিয়ে কপট রাগ দেখিয়ে বললাম,
–‘ অতিরিক্ত ঢং যে ছেলেরাও করে তা আপনাকে না দেখলে বুঝতে পারতাম না ৷ ‘

–‘ এই ছিলো কঁপালে তোর…. ‘ উনি হা করতেই আমি খাবার উঠিয়ে মুখে পুরে দিয়ে শাসনের সুরে বললাম,

–‘ আর একটা শব্দ উচ্চারণ করবেন না৷ কথায় কথায় ইমোশনাল ব্ল্যাকমেইল করার ট্রেনিং কোথা থেকে নিয়েছেন বলুন তো? ‘

–‘ আমার বউয়ের কাছে থেকে৷ ‘

উনার উক্ত কথা ঠান্ডা মাথায় আমাকে অপমান করা৷ কথা শুনে রাগে ফেঁটে পরলেও হাসি মুখ নিয়ে সহ্য করে যাচ্ছি ৷
শুধু রাগ ক্ষাণিক হজম করে বললাম, ‘ সময় আমারও আসবে মিস্টার.! ‘
উনি হেঁসে বললেন,
–‘ জলদি আসতে বলো আমি দু হাত বাড়িয়ে অপেক্ষা করছি৷ ‘
__________________________

ঘড়ির কাঁটায় এখন সকাল ০৯ঃ২৩! বাইরে থেমে থেমে বৃষ্টির আনাগোনা৷ পশ্চিমের জানালা দিয়ে দমকা হাওয়ার সাথে বৃষ্টির ফোঁটা গুলো গায়ে মেখে দিচ্ছে ৷ বেলীফুলের গাছটায় ফোঁটা ফুল গুলোকে ভিজিয়ে আরো সতেজ করে দিচ্ছে রহমতের পানি৷ চুইয়ে চুইয়ে পানি পরছে শিউলি আর কৃষ্ণচূড়ার পাতা বেয়ে ৷ টানা কয়েকদিনের গরমে হাঁপিয়ে উঠা প্রকৃতিকে ভেজা পরশে নাইয়ে দিচ্ছে বৃষ্টির ফোঁটা৷ আমি বারান্দায় দাঁড়িয়ে একদৃষ্টিতে পানির বর্ষণ দেখে চলেছি ৷
বিবাহিত জীবনের আজ পঞ্চম দিন ৷ এক একটা দিন রঙিন সাথে হাজারো স্বপ্নের ফুলছড়ি নিয়ে কেটে যাচ্ছে ৷ আজ বিকেলে মিরপুর যাওয়ার কথা থাকলেও মনে হচ্ছে না এই বৃষ্টি মাথায় করে যাওয়া হবে ৷ ভেবেই মন উদাসীনতায় ভরে উঠলো৷

আমার ভেজা চুল গুলো থেকে টপটপ করে বৃষ্টির মতোই গড়িয়ে পরছে পানি ৷ সেইদিকে আমার খেয়াল নেই কোনো ৷
–‘ চুলে থেকে পানি পরছে সেই খেয়াল কি আছে আপনার? ‘
আমি কেঁপে উঠলাম ৷ উনি একহাতে কোমর জড়িয়ে আরেকহাতে মাথার চুল গুলো তোয়ালে দিয়ে মুছে দিতে দিতে বললেন ৷ আমি ফ্রিজড হয়ে দাঁড়িয়ে আছি ৷ উনি কঁপাল কুঁচকে বললেন,
–‘ কি হয়েছে? ‘
–‘ ক..কই কি হয়েছে! দিন আমি মুছে নিচ্ছি ৷ ‘
আমি ঘুরে নিতে গেলেই উনার বুকের সাথে ধাক্কা খাই ৷ সে আমাকে পাত্তা না দিয়ে মনোযোগ দিয়ে কাজ করে যাচ্ছেন ৷ চোখের পলক ফেলছেন না একদম ৷ আমার দিকে না তাকিয়ে’ই বললেন,
–‘ মন-প্রাণ উজাড় করে দেখেও দেখেই চলেছো? এতো নির্লজ্জ কবে হলে!’

–‘ দূরে যান তো! নিজে যখন দেখেন আমি কিছু বলি? ‘

উনি জবাব না দিয়ে ঘুরিয়ে তার বুকের সাথে আমার পিঠ ঠেস দিয়ে দাঁড় করালেন ৷ ঘাড়ে আলতো স্পর্শ করে ঘোর লাগা কন্ঠে বললেন,
–‘ বৃষ্টিরা কতো রোম্যান্টিক দেখেছো? একে অপরকে জড়িয়ে কি সুন্দর নেমে পরছে মানুষের প্রেমের বুকে ৷ ‘

–‘ হু! ‘
–‘ সেদিনের আনা সাদা নীল মেশানো পাড়ের শাড়িটা পরো নি কেন? ‘
–‘ পরার কথা ছিলো বুঝি! ‘
উনি আমাকে যেভাবে ঘুরিয়েছিলেন সেইভাবেই ঘুরিয়ে কঁপালে কঁপাল ঠেকিয়ে বললেন,
–‘ সাথে হাত ভর্তি নীল কাঁচের চুড়ি পরে আসো আজ বৃষ্টিস্নাত রাস্তায় হাটবো ৷ ‘
আমার কি হলো কে জানে ৷ হুট করে একটা আবদার করে বললাম,
–‘ শাড়িটা আপনি পরিয়ে দিবেন মিস্টার.হাসব্যান্ড?’
উনি কিছুক্ষণ ভেবে আমাকে ছাড়িয়ে দ্রুত পায়ে চলে গেলেন ৷ শাড়ি হাতে ফিরে এসে মেলে দিয়ে বললেন,
–‘ স্নিগ্ধ ইউ ক্যান ডু ইট! তুমি পারো না এই ওয়ার্ড ডিকশনারিতে নেই৷ ‘
আমি হাসলাম ৷ উনি শাড়ি গুছাতে ব্যস্ত হয়ে হেরে গিয়ে বললেন,
–‘ শাড়ি গুছানোর চেয়ে তোমাকে সামলানো বড্ড সহজ৷ এই শাড়ি তুমি সামলাও আর আমি তোমাকে ৷ ‘
.

বৃষ্টির শব্দ সেই সাথে আমার হৃৎপিন্ডের শব্দ মিলেমিশে যাচ্ছে৷ আমার চিবুক বেয়ে গড়িয়ে পরছে পানি ৷ উনার কি হলো কে জানে শক্ত করে জড়িয়ে ধরে গালে, মুখে চুমু দিয়ে বললেন,
–‘ আমি সর্বক্ষণ তোমাকে নিয়ে থাকতে চাই ৷ হাজারো বৃষ্টিতে ভিজতে চাই! ‘
–‘ ঠান্ডা লাগার আগে বাড়িতে ফিরতে চাই৷ ‘ আমি উনার সাথে তালে তাল মিলিয়ে বলতেই উনি হাসলেন ৷ চুল বেয়ে উনার চোখ মুখে গড়িয়ে পরছে পানি ৷ চোখের পাপড়ি গুলো ভিজে গেছে ৷ আমি বিড়বিড় করে বললাম,
–‘ আপনি আপনার মতোই স্নিগ্ধতায় ঘেরা স্নিগ্ধ৷ ‘
চলবে…
~ এফবির যে দুরবস্থা গল্পে দেওয়ার মুড নেই একদম ৷ vpn ডাউনলোড করলাম চৌদ্দ ঘন্টা নিয়ে৷ আবার কবে দিবো জানি না৷ তবে ঠিক হলে নিয়মিত দিবো ইন শা আল্লাহ ৷ বিরক্তি নিয়ে অনুভূতি ছাড়া হয়ে লেখেছি ৷ ফলফল ডাউন৷ এই গল্পটা লেখার সময় এতো ঝামেলা পোহাতে হচ্ছে কি বলবো! ~♥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here