মিঃ নিরামিষ😒😂,Part_11,12

মিঃ নিরামিষ😒😂,Part_11,12
Writer-Afnan Lara
Part_11

নিবিড়-আমার শোয়ার জায়গা নষ্ট করার আগে ভাবা উচিত ছিল তোমার
তুলি বালিশ নিয়ে উঠে দাঁড়ালো সাথে সাথে নিবিড় জায়গা দখল করে নিলো
তুলি-অসভ্য একটা লোক আপনি!!
তুলি বালিশ নিয়ে চলে গেলো
রুম থেকে বের হতেই দেখলো বাবা সোফায় বসে চা খাচ্ছে,,ভয়ে তুলি আবার ভিতরে চলে আসলো,চুপচাপ বালিশ নিয়ে নিবিড়ের পাশে গুটি শুটি মেরে শুয়ে পড়লো,,নিবিড় সাইড ফিরতেই তুলি নড়েচড়ে উঠলো,,নিবিড়ের গালের দাঁড়ি গুলো খোঁচা খোঁচা লাগতেছে,তুলির দম বন্ধ হয়ে আসতেছে
নিবিড় চোখ বন্ধ করে হাসতেছে
তুলি-প্লিস আরেকটু চাপুন,
নিবিড়-এক কাজ করো তুমি এই পাশে শোও,ভিজা জায়গায়,আমি কেন কষ্ট করবো,এসব তো তোমার কারণে হয়েছে তাই না?
তুলি-হুহ
তুলি ভিজা জায়গায় ওর ওড়না একটা বিছিয়ে শুয়ে পড়লো
পরেরদিন সকালে তুলি শান্তি করে ঘুমাচ্ছে,,ভোর ৪টা বাজে,ঠুস ঠাস আওয়াজ আসতেছে কোথা থেকে?
তুলি চোখ খুলে তাকালো
নিবিড় গোসল করে তোয়ালে নিয়ে বের হচ্ছে
তুলি-এখন কিসের গোসল?
নিবিড়-আমি এই টাইমে গোসল করি,নামাজ পরে বারান্দায় গিয়ে চা খাই আর সকাল হওয়া দেখি,ভালো করসো উঠসো,ওযু করে গিয়ে নামাজ পড়ে আমার জন্য চা বানিয়ে আনো
তুলি-নামাজ পড়বো,কিন্তু চা বানাতে পারবো না
নিবিড়-আমি বানিয়ে নিব,
নিবিড় নামাজ পড়ে তুলিদের রান্নাঘরে গেলো,তুলি উঁকি মেরে দেখতে থাকলো
হঠাৎ তুলির মনে পড়লো ওর বাবা এ সময়ে উঠে পুরো বাসায় হাঁটেন,
তুলি বাবার হাঁটার আওয়াজ পেয়ে এক দৌড়ে গিয়ে নিবিড়ের হাত থেকে চায়ের কাপ নিয়ে নিলো
নিবিড়-কি হইসে?
তুলি-স্বামী এত কষ্ট কেন করতেসেন, আমি আছি না?স্বামী গিয়ে সোফায় বসেন
নিবিড়-এত আদর??আজকে কি সূর্য উঠবে না?নাকি উত্তর দিক থেকে উঠবে?😜😜
তুলি-😒😒😒😒😒😒
বাবা-আরে তুলি চা বানাচ্ছিস?আমার জন্য ও বানা,,
নিবিড়-ওওহ আচ্ছা এবার বুঝলাম😂😂
তুলি বাবাকে চা দিয়ে নিবিড়ের চা নিয়ে রুমে গেলো,নিবিড় বারান্দায় একটা চেয়ার নিয়ে বসে আছে
তুলি-নেন খান
নিবিড় চায়ের কাপে চুমুক দিয়ে মুচকি হেসে মাথা তুলে thanks জানালো,কিন্তু তুলি কই?উঁকি মেরে দেখলো তুলি বিছানায় গিয়ে মরার মত ঘুমাচ্ছে
নিবিড়-হাহাহা!
তুলি সকাল ৮টায় উঠলো,চোখ ডলতে ডলতে নিজের রুমের দিকে তাকিয়ে ১০মিনিট হা করে তাকিয়ো রইলো তুলি,এত পরিপাটি করলো কে?ভূতে?না,তাহলে কে?
নিবিড়-আমি
তুলি-এত ভালো সাজার কি আছে?
নিবিড়-আমি যেখানে যাই সেখানই পরিপাটি করে রাখি,আগোছালো আমার পছন্দ নাহ
তুলি-তো আমি তো আগোছালো,আমাকে বিয়ে করলেন কেন?
নিবিড়-কারন আমি তোমাকে পরিপাটি করা শেখাবো
তুলি-মা বাবা পারেনি আর আপনি তো!!
নিবিড়-আমি তো স্বামী,আমি ঠিক পারবো
তুলি গিয়ে মুখ ধুয়ে এসে বসলো,,নিবিড় এসে পাশে বসলো,
তুলি ব্র‍ু কুঁচকে তাকিয়ে আছে
নিবিড় তুলির দিকে তাকিয়ে সে নিজেও ব্রু কুঁচকালো
তুলি ভেংচি দিলো,নিবিড় ও ভেংচি দিলো
ভাবী-এই তোমরা কি শুরু করলা
নিবিড় মুচকি হেসে উঠে চলে গেলো
তুলি-ব্যাটা কই যাচ্ছে?
ভাবী-ব্যাটা?😂😂😂
নিবিড়-যেখানে যাওয়ার,ভার্সিটি যাচ্ছি
নিবিড় চলে গেলো
তুলি শান্তির শ্বাস নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লো,,
বাহুবালিতে যে যুদ্ধ হয়েছিল সেটার শব্দ বাজতে লাগলো দুমদাম করে
তুলি ভূত দেখার মত ঘুম থেকে লাফিয়ে উঠে খাটের stand ধরে উপরে উঠে গেলো,,নিচে তাকিয়ে দেখলো ফোন বাজতেছে,কিছুটা নিশ্চিত হয়ে নেমে আসলো তুলি,
আমার ফোনে এত বাজে জঘন্য রিংটোন কে সেভ করলো,কোন কুত্তা করলো??
তাকিয়ে দেখলাম কুত্তা লিখা,ওহ তার মানে ঐ নিরামিষ টা
হ্যালো,,কি হইসে?আপনার সাহস হয় কি করে এত বাজে রিংটোন দেওয়ার আমার ফোনে,
নিবিড়-হাহাহা,তুমি যাতে ঘুম থেকে ঠিকমত উঠতে পারো তাই সেভ করসি😁😁
তুলি-বাসায় আসেন,হাড্ডি গুড্ডি ভেঙে আপনার গলায় ঝুলিয়ে দিব
নিবিড়-নাহ,তুমি বিকেলে রেডি হয়ে আমাদের বাসায় চলে আসবা,আমি ভার্সিটি থেকে সোজা বাসায় যাব,আর হ্যাঁ বিকাল ৪টার আগে বাসায় যাবা,তোমাকে আবার পড়ানো শুরু করবো
তুলি-হাহা,তখন আপনার ওয়াইফ ছিলাম না বাট এখন হইসি,আমি পড়মু না পড়মু না পড়মু না
নিবিড়-দেখা যাবে
তুলি বিকেলে ঘুমানোর চেষ্টা করলো পারলো না,,৪টা বাজতে ১মিনিট বাকি
তুলি বারান্দায়য় গিয়ে ফুলের ঘ্রান নিতে ঝুঁকতেই আবার দাঁড়িয়ে গেলো,নিবিড় নিচে কার নিয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে তুলির দিকে
তুলি-আপনি?
নিবিড়-৪টা বাজে,তাড়াতাড়ি নিচে নামো,বাসায় যাব
তুলি-আমি আজকে যাব না
নিবিড়-নিয়ম এটা,তোমাকে যেতে হবে,ঠিক আছে তোমার বাবাকে বলতেছি
তুলি-উফ আসতেছি!!
তুলি শাড়ী change করে সবাইকে বাই বলে আসলো,,
নিবিড় drive করতেছে
তুলি-এত জ্বালান কেন আমাকে কি করসি আমি?
নিবিড়-তুমি বুঝি আমাকে জ্বালাও না?
তুলি-অন্তত আপনার চাইতে কম
বলতে বলতে বাসায় এসে পড়লো দুজনে
নিবিড়-বই নিয়ে টেবিলে বসো আমি fresh হয়ে আসতেছি
তুলি বই সব নিয়ে আলমারির উপরে লুকিয়ে রাখলো
তুলি-ইস রে বই তো খুঁজে পাচ্ছি না😁
নিবিড় শার্টের হাতা উঠাতে উঠাতে তুলির দিকে এগিয়ে যেতে থাকলো
যেতে যেতে তুলি দেওয়ালের সাথে লেগে গেলো
নিবিড়-আরও কিছু চাও নাকি বই বের করে টেবিলে বসবা?
তুলি-আমি সত্যি জানি না বই কোথায়??
নিবিড় তুলির কোমড়ে হাত দিয়ে এক চাপ দিয়ে টেনে ধরলো
তুলি-জানি জানি,আলমারির উপর
নিবিড়-গুড গার্ল,,যাও নামিয়ে বসো
তুলি আবার উপর থেকে বই নামিয়ে বসলো,
নিবিড় ১২৩টা অংক দিলো তুলিকে করার জন্য
তুলি ৪:৩০এ বসে ৭টা বেজে গেসে এখনও শেষ করতে পারতেছে না,এদিকে নিবিড় নড়তেছে না
মা-নিবিড় এসব কি শুরু করছস,,তুলি যে নতুন বউ ভুলে যাস??এখন কিসের পড়া?? ওর তো পরীক্ষা শেষ
নিবিড়-আমার ভার্সিটিতে তো ওর চান্স পেতে হবে,এখন থেকে পড়তে হবে তো
তুলি-নারী নির্যাতন হচ্ছে মা😭😭
মা-হইসে অনেক,তুলি আমার সাথে এসো,নাস্তা করবা
মা তুলির হাত ধরে নিয়ে গেলো
যাওয়ার সময় তুলি নিবিড়কে ভেংচি দিয়ে চলে গেলো
মা-তুলি আমি জানি তুমি এখনও ভালো করে নিবিড়কে চিনতে পারোনি,বুঝতে পারোনি,কিন্তু একটা কথা বলবো তোমায়,আমার ছেলে একদম সরল,,ও তোমাকে কষ্ট দিবে না,
তুলি-(কাল রাতেও আমাকে ভিজা বিছানায় ঘুমাতে দিয়েছে😒)
মা-নিজে কষ্ট পাবে,কাউকে বলে না,,তুমি একটু ওর খেয়ালটা রেখো,আজ পর্যন্ত কষ্ট পেলে আঘাত পেলে আমাকে জানায় নি,তুমি জানার চেষ্টা করিও,,ও তোমাকে অনেক ভালোবাসবে,যতদূর আমার ছেলেকে জানি
তুলি-(হ্যাঁ এক নম্বরের বাঁদর)আচ্ছা মা
খেয়ে এসে তুলি উঁকি মেরে রুম দেখে ভিতরে ঢুকলো
নিবিড়-এত ভয় পাওয়ার কিছু নেই,,আজকে আর অংক করাবো না
তুলি-সত্যি?😍😍😍😍😁
নিবিড়-আজকে বাংলা পড়াবো
তুলি-উফ,আমি বাপের বাসায় চলে যাব,শান্তিতে একটু থাকতেও দিবেন না নাকি,আপনার মা বললো আপনি অনেক ভালো,কই ভালোর কিছুই তো দেখতেছি না আমি
নিবিড়-ভালো না হলে বেত দিয়ে পিঠাইয়া তোমার পিঠের ছাল তুলে দিতাম এতক্ষনে
তুলি-আর আমি চাইয়া দেখমু তাই না?আপনার গোটা শরীরের চামড়া তুলে আমি ব্যাগ বানাবো
তুলি রিমোট নিয়ে খাটের মাঝখানে বসে টিভি দেখতে লাগলো

চলবে♥

মিঃ নিরামিষ😒😂
Writer-Afnan Lara
#Part_12
নিবিড় এসে খবরের চ্যানেল দিলো
তুলি টান দিয়ে নিয়ে কার্টুনের চ্যানেল দিলো
এমন করে দুজনের মধ্যে টানাটানি লেগে গেলো
একটা সময় তুলি নিবিড়কে ধাক্কা মেরে ফেলে দিলো খাট থেকে,,নিবিড় পড়ে যাওয়ার সময় তুলিকে নিয়ে পড়লো
তুলি নিবিড়ের বুকের উপর গিয়ে পড়লো,মাঝখানে নিবিড়ের হাত যেটা নিবিড়ের মুখ বরাবর ছিল
তুলি রেগে নিবিড়ের হাতে এক কামড় বসিয়ে দিলো
নিবিড়-ব্যাথা পাইনি
তুলি আরও জোরে কামড় দিয়ে উঠে গেলো
তুলি চলে যেতে নিলো নিবিড় গিয়ে তুলির পথ আটকালো
তুলি-কি আবার?
নিবিড়-বাংলা বই নিয়ে টেবিলে আসো
তুলি-আমি আজকে পড়বো না আর
নিবিড় তুলির কান টেনে ধরে টেবিলে নিয়ে গেলো,,
তুলি-আআআআ লাগছে আমার,আম্মুউউউউ!
নিবিড়-বসো
তুলি চোখ বড়বড় করে তাকিয়ে বসলো,,
নিবিড় একটা উপন্যাস পড়তেছে আর তুলিকে বাংলা গল্পের সৃজনশীল করতে দিলো
মাঝে তাকিয়ে দেখলো তুলি টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে,,নিবিড় একটা ছোট কাগজ পেঁচিয়ে সাপ বানিয়ে তুলির গলার উপর ছেড়ে দিলো
তুলি হাত দিয়ে চুলকাতে গিয়ে এক চিৎকার দিয়ে উঠে গেলো
পরে হাতে নিয়ে দেখলো কাগজ
নিবিড়-পড়ার মাঝে ঘুমালে এমন শাস্তি দিব
তুলি-u stupid!!!!
তুলি গিয়ে নিবিড়ের চুল এলোমেলো করে দিয়ে ওর চশমা নিয়ে এক দৌড় দিলো
নিবিড়-এই তুলি চশমা দাও,আমি চশমা ছাড়া কম দেখি
নিবিড় তুলির পিছন পিছন ছুটলো,,তুলি গিয়ে পিলারের পিছনে লুকালো
নিবিড় ঝাপসা দেখতেছে,,আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পিলারের সামনে দিয়ে যাওয়ার সময় চুড়ির আওয়াজে নিবিড় থেমে গেলো
নিবিড় পিলারের পিছনে গিয়ে তুলিকে ধরে ফেললো,,
তুলি-হাত ছাড়ুন নইলে চশমা নিচে ফেলে দিব দোতলা থেকে
নিবিড়-ফেলো,নতুন কিনে নিব
তুলি-দিসি ফেলে
নিবিড় তুলির পেছনে থাকা ওর বাম হাত টেনে হাত থকে চশমা নিয়ে পরে নিলো
তুলি-হুহ
তুলি পিছতে গিয়ে দোতলা থেকে পড়ে যাওয়া ধরলো,নিবিড় শক্ত করে ধরে রাখলো
তুলি-আমি নিজের রক্ষা নিজেই করতে পারি
এটা বলে তুলি নিবিড়ের হাত ছাড়িয়ে চলে গেলো
রাতে খাওয়া শেষে তুলি আগে আসলো রুমে,,খাটের মাঝখানে কোলবালিশ দিয়ে বর্ডার বানিয়ে শুয়ে পড়লো,নিবিড় এসে বই নিয়ে খাটে বসলো
তুলি-লাইট অফ না করলে আমার ঘুম আসে না,অফ করেন
নিবিড়-আমার বই পড়া ছাড়া ঘুম আসে না
তুলি-তো?ততক্ষন আমি জেগে থাকবো নাকি??
নিবিড়-না,আমি পড়বো তুমি শুনবা
তুলি-ইহ রে শখ কত, আরেক ধাক্কা দিয়ে ফেলে দিব,,তাড়াতাড়ি লাইট অফ করেন বলতেছি
নিবিড় না শুনার ভান করে বই পড়তে লাগলো
তুলি নিবিড়ের হাত থেকে বইটা নিয়ে কম্বলের ভিতরে ঢুকিয়ে শুয়ে পড়লো,
নিবিড়-এই আমার বই দাও
তুলি-দিমু না
নিবিড় শয়তানি করে তুলিকে কাতুকুতু দেওয়া শুরু করলো
তুলি-এই এই কি করতেসেন!!😂😂😂
তুলি বই বের করে নিবিড়ের হাতে দিলো
নিবিড়-গুড গার্ল😁
তুলি গালে হাত দিয়ে বসে আছে,আর নিবিড় বই পড়তেছে
১০মিনিট পর নিবিড় দেখলো তুলি খাটে হেলান দিয়ে শুয়ে পড়েছে,নিবিড় তুলিকে ঠিক করে শুইয়ে দিয়ে লাইট অফ করে দিলো,,ওর মাথায় হাত বুলিয়ে দিলো,,
তারপর নিজেও শুয়ে পড়লো
প্রতিদিনের মতো নিবিড় ভোর ৪টায় উঠে গোসল করলো,,তুলির দিকে তাকিয়ে দেখলো সে মরার মত ঘুমাচ্ছে,নিবিড় বাসায় নিজেই চা বানায়,তাই চা বানাতে চলে গেলো
তুলির ঘুমটা হঠাৎ ভেঙে গেলো,,চোখ গেলো বারান্দার গ্লাসের দিকে,,একটা হাত দেখলো তুলি,,ভয়ে গলা শুকিয়ে গেসে তুলির,,চারিদিক তাকালো নিবিড়কে খুঁজলো,,
বুঝলো তুলি যে নিবিড় চা বানাতে গেসে,
তুলি খাটের থেকে নেমে এক দৌড় দিলো অন্ধকারে,,সোফার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলো তুলি,তুলি তো ব্যাথা পেলে টু শব্দ করে না,পা ধরে বসে আছে
কিন্তু নিবিড় ধাক্কার আওয়াজ পেলো,রান্নাঘর থেকে বেরিয়ে চারিদিক দেখলো,সোফার রুম থেকে চুড়ির আওয়াজ আসতেছে
নিবিড়-তুলি??
নিবিড় লাইট জ্বালালো,,তুলি নিবিড়কে দেখে কিছুটা স্বস্তি পেলো,,ভূতকে তুলি অনেক ভয় পায়,,
নিবিড়-একি,কি হইসে তোমার? পায়ে কি হইসে?
তুলি-কিছু না
তুলি নিজে নিজে উঠার চেষ্টা করলো পারলো না,মচকে গেসে পা
নিবিড় এসে তুলির পা ধরলো
তুলি-আরে,ছাড়ুন,কিছু হয়নি
নিবিড়-না হলে উঠতে পারতেসো না কেন??
নিবিড় তুলিকে নিয়ে সোফায় বসালো,,পা ধরে একটা জোরে মোচর দিতেই পা কিছুটা ঠিক হলো,পুরোপুরি না
তুলি-যান চা খান,আমার খেয়াল আমি নিজেই রাখতে পারি
নিবিড়-তুমি এই সময়ে এদিকে আসছো কেন?
তুলি-ওহ ভুলেই গেছিলাম!আপনার বারান্দায় ভুতের হাত দেখে দৌড় মারছি
নিবিড়-বোকা,ভূত বলতে কিছু নেই
তুলি-চলুন,আপনি নিজের চোখেই দেখবেন
নিবিড়-চলো
নিবিড় তুলির হাত ধরে বারান্দা পর্যন্ত নিয়ে গেলো,,
নিবিড়-ওহহহহ,আমি ক্যাকটাস গাছের এই টবটা উঠিয়ে জানালার পাশে রাখসিলাম পরিষ্কার করতে গিয়ে,তুমি এটাই দেখসো
তুলি-😒😒😒😡এসব সরাবেন নইতো আমি সরামু,এগুলা রেখে কি লাভ,গোলাপ গাঁদা রাখলে তাও সুগন্ধে ভরে থাকতো
নিবিড়-কিন্তু ওসব কোনো কাজে আসে না,আর ক্যাকটাস গাছ কত উপকারি তুমি জানো
তুলি-আমার জানার দরকার নেই,চেহারা চুরুতের সুন্দর নেই এটা এখানে থাকবে না,সকাল সকাল এটা দেখে আমার ঘুম ভাঙুক আমি তা চাই না ব্যাস
নিবিড়-সকালে উঠে ফোন খুলে নিজের পিক দেখিও তাহলেই তো হয়ে যায়
তুলি-আমি এত কথা বুঝি না ব্যাস
নিবিড়-সরো আমি চা খাব
নিবিড় গিয়ে চা নিয়ে এসে বারান্দায় বসলো
তুলি আবার ঘুম দিলো,,সকালে তুলি গোলাপের মিষ্টি ঘ্রান পেয়ে বারান্দায় গেলো,একটা গোলাপ গাছ আর একটা গাঁদা গাছ
তুলি পিছনে তাকালো
নিবিড়-আমার গুলাও থাকবে তোমার গুলাও থাকবে,,হ্যাপি?
তুলি-হুহ,,আজকে তো চকলেট ডে,আমাকে চকলেট দেন না কেন,উল্টা আমার চকলেট জানালা দিয়ে ফালাই দিসেন
নিবিড়-এসব ডে আমি মানি না
তুলি-কিপটামি সেটা বলেন,হুহ
তুলি চুল বাঁধতে বাঁধতে fresh হতে চলে গেলো,
বেরিয়ে ভাবলো নিবিড় হয়ত চকলেট এনে খাটে রেখেছে,নতুন বউ হিসেবে সারপ্রাইজ দিবে
সত্যি সত্যি চকলেট পেলো খাটে,লাফ দিয়ে হাতে নিলো তুলি চকলেটটা
মূহুর্তেই রাগে তুলি গজগজ করতে লাগলো,চকলেটের খালি প্যাকেট!!😡
নিবিড়-হাহা,,মানুষ april fool বানায়,আর আমি February 9তারিখে Fool বানাইসি
তুলি বালিশ নিয়ে নিবিড়কে এক বাড়ি দিলো

চলবে♥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here