মিঃ নিরামিষ😒😂,Part_13,14

মিঃ নিরামিষ😒😂,Part_13,14
Writer-Afnan Lara
Part_13

তুলি-যান এখান থেকে,!!!
নিবিড় হাসতে হাসতে চলে গেলো,,
তুলি নিবিড়ের আলমারি খুলে নিজের সব জামা কাপড় রাখতে লাগলো,,
একটা ডায়রি এসে তুলির পায়ের উপর পড়লো,,
তুলি ডায়রিটা হাতে নিয়ে এপিঠ ওপিঠ ভালো করে দেখলো,,লক ডায়রি,,চাবি কই
তুলি ডায়রিটা লুকিয়ে ফেললো,পরে চাবি খুঁজে দেখবে
নিবিড়ের সব জামা আয়রন করা,আলমারি একদম গুছানো,তুলি হা করে দেখতেছে সব,,ড্রয়ারে ৫হাজার টাকা পেলো,,
তুলি-হুহ বলদ,টাকা যেখানে সেখানে রেখে দেয়,
তুলি আলমারি লক করে রান্নাঘরে গেলো
মা-কিরে,,কিছু লাগবে?
তুলি-আমি রান্না করবো
মা-আরে লাগবে না,আমি আর বুয়া করে নিব,
তুলি-সরো তো,আমি বিরিয়ানি রাঁধবো,,খেতে ইচ্ছে করতেছে
মা-পারিস?
তুলি-খেলেই বুঝবা☺
মা তুলির মাথায় হাত বুলিয়ে চলে গেলো
তুলির কাজে আবার স্পিড আছে,নিমিষেই দুপুর ২টোর আগে সব বানিয়ে রেডি করে ফেললো
নিবিড় ২টায় বাসায় আসলো
তুলি খাটে বসে আপেল খাচ্ছে আর কার্টুন দেখতেছে
নিবিড় মুচকি হেসে ব্যাগ রেখে fresh হতে চললো,
তুলি-এই যে শুনুন
নিবিড়-বলো
তুলি-যেখানে সেখানে টাকা রাখেন আবার লক ও করেন না
নিবিড়-টাকা গুলো তোমার জন্য রেখেছি,তোমার লাগলে ওখান থেকে নিবা
তুলি-লাগবে না,আপনার টাকা আপনার কাছে রাখেন
নিবিড় জামা নিয়ে চলে গেলো
ডাইনিংয়ে এসে বিরিয়ানি দেখে নিবিড় খুশি হয়ে গেলো
নিবিড়-আমার আজ বিরিয়ানি খেতে খুব মন চাচ্ছিল,,তুমি জানতে মা??
মা-আরে না রে তুলি রান্না করছে,,ওর নাকি খেতে মন চাচ্ছিল
তুলি রুম থেকে উঁকি মেরে দেখতেছে,উফ খুধায় পেট জ্বালা করতেছে কখন খাবে তারপর আমি খাব
নিবিড় জানে তুলি আরও আগে দুপুরের ভাত খায়,আর আজ এখনও খায়নি,নিশ্চয় ওর খুব খুধা পেয়েছে
নিবিড়-মা বসো একসাথে খাব সবাই
মা-তোর বাবা তো আসেনি এখনও
নিবিড়-বাবার আসতে আজকে রাত হবে,আমাকে বলেছে,
নিরবকে বলো আসতে,,
মা-তুলি, নিরব খেতে আয় তোরা
তুলি এক দৌড়ে প্লেট নিয়ে হাজির
নিবিড় বিরিয়ানি নিয়ে মুখে দিয়ে চোখ বড়বড় করে তাকালো
তুলি সেদিকে তাকাচ্ছে না,খিধায় খেয়েই যাচ্ছে
মা-কিরে?ঝাল বেশি?
নিবিড়-বাহ অনেক মজা হইসে,একদম হোটেলের মতো
তুলি-হুহ,,কি বলেছিলাম মা?এবার তুমি খেয়ে বলো
মা ও খেয়ে অনেক প্রশংসা করলো,,নিরব তো বলেছে ভাবীর restaurant দেওয়া উচিত,,ব্যবসা ভালো হবে
খাওয়া শেষ নিবিড় এক বাটি লেবু কুচি নিয়ে খাটে এসে বসলো
তুলি-কি করবেন?গা মাজবেন?
নিবিড়-নাহ,খাব
তুলি-বাপরে, মরে যাবেন এসব খেলে
নিবিড়-আমার অভ্যাস আছে
নিবিড় অনেক সুন্দর করে লবন মরিচ ছাড়াই লেবু খাচ্ছে কোনো expression ছাড়াই
তুলি নিবিড়ের খাওয়া দেখে এক পিস নিয়ে মুখে দিলো
থু থু করতে করতে গিয়ে চিনি মুখে দিলো
নিবিড়-সবার দ্বারা সব কিছু হয় না
তুলি-যেমন আপনি চশমা ছাড়া ২কে ৬দেখেন😂😂😂
নিবিড়-😒
নিবিড় কাঁথা টেনে শুয়ে পড়লো,তার আগে বললো তুলি যেন বিকাল ৪টায় পড়তে বসে
তুলি উঁকি মেরে দেখলো নিবিড় ঘুমিয়ে গেছে
তুলি-হুহ আমার তো জীবনে দুপুরে ঘুম আসে না😒এখন কি করবো, ওহ হ্যাঁ ঐ ডায়রি টার চাবি খুঁজবো
তুলি নিবিড়ের মানিব্যাগ টা নিয়ে ভালো করে চেক করলো,, পেলো না,,হঠাৎ নিবিড়ের ফোনের দিকে তাকিয়ে তুলির চোখ আটকে গেলো,ফোনের মধ্যে কভারে ডিজাইন আকারে একটা চাবি আটকানো
তুলি-এটা হয়ত ঐ ডায়রিটার চাবি হতে পারে
তুলি আস্তে করে ফোনটা নিয়ে চাবিটা খুলে নিলো,
চুপিচুপি ডায়রিটা বের করে চাবি দিয়ে খুললো,,ওমা এ দেখি গরুর রচনা,কতদিনে পড়ে শেষ করবো,,
তুলি-যা বুঝলাম সব exকে নিয়ে লিখেছে,,
তুলি-এই নিরামিষের আবার ex ও ছিল,বাহ
তুলি ডায়রিটা নিয়ে এক দৌড়ে ছাদে চলে গেলো
নিচে বসে ডায়রিটা পড়া শুরু করলো
♥তুমু ♪জানি তুমি এখন ভালো আছো,,আমি ভালো নেই,,প্রতিদিনের সকালের সেই ঘ্রানটা আমায় বারবার তোমার কথা মনে করিয়ে দেয়,কারন এই সময়টাই আমি প্রথম তোমায় দেখেছিলাম,,আজও মনে আছে তুমি দৌড়ে দৌড়ে যাচ্ছিলে,,আমি ছিলাম বারান্দায়,,সকালবেলা গেটের পাশের কুকুর দৌড়ানি দিসিলো তোমায়,তুমি ভয়ে দৌড়াচ্ছিলে,,এমন করে ২/৩দিন দেখতাম তুমি সবসময় কুকুর গুলার দৌড়ানি খেতা,একদিন আমি তোমাকে ঐ কুকুর গুলো থেকে সেভ করেছিলাম,,
তুলি-ওরে সাবানা,ভিতরে ভিতরে এত????😱
♥তারপর থেকে শুরু হয় আমাদের আলাপ,,মিষ্টি আলাপ,তখন আমি অনার্সে পড়ুয়া ছাত্র ছিলাম,,তুমি ছিলে আমার ১বছরের জুনিয়র,,কত স্বপ্ন বুনেছিলাম তোমাকে নিয়ে,,তা আর পূরন হলো না,,বিধাতা হতে দিলো না,,কি দোষ করেছিলাম,,আমরা তো একে অপরকে ভালোবাসতাম,আমি মুখ ফুটে বলতে পারিনি,তুমিও বলোনি কোনোদিন,, কিন্তু আমাদের মন জানত আমরা দুজন দুজনকে ভালোবাসি♥
তুলি-আহা উতলাই পড়ে ভালোবাসা,তাহলে আমাকে জোর করে বিয়ে করার কি দরকার ছিলো,,যত্তসব,,😈
রাস্তা দিয়ে একটা রিকসা গেলো মাইকিং করতে করতে,সেটার আওয়াজে নিবিড়ের ঘুম ভেঙে গেলো,৩টা বাজে,,তুলি পাশে নেই,,এই দুপুরে গেলো কই
নিবিড় উঠে ফোনটা হাতে নিতেই ওর গা শিউরে উঠলো,কভারে চাবিটা নেই,নিবিড়ের বুঝতে বাকি নেই যে তুলি ডায়রিটা পড়তেছে
নিবিড় চশমা নিয়ে রুম থেকে বের হলো,বুয়া বললো তুলি ছাদে
♥তোমাকে আমি রজনীগন্ধা কিনে দিতাম প্রতিদিন,কারন তোমার অনেক প্রিয় ছিল,,তোমার কি এসব দিনের কথা মনে পড়ে?আমার তো অনেক মনে পড়ে,,তোমার হাত ধরে হাঁটা তো হলো,কিন্তু কেন সারাজীবনের জন্য ধরতে পারলাম না
তুলি-পারবি কি করে,আমারে জোর করে বিয়ে করার ধান্দা ছিল তোর,😈😈😈😈
নিবিড় তখনই ডায়রিটা নিয়ে নিলো তুলির হাত থেকে
তুলি-কি?আমি পড়লে কোনো সমস্যা??
নিবিড়-হ্যাঁ,পড়ার দরকার নেই
তুলি-ভিতরে ভিতরে তো অনেক কিছুই করেছেন,তা আমাকে জোর করে বিয়ে করার মানেটা বুঝাই দিবেন??
নিবিড়-সেটা আমার অতীত ছিল
তুলি-তো?ডায়রিতে তো লিখা আছে অনেক ভালোবাসতেন,তাহলে নাই কেন??মেয়ের বিয়ে হয়ে গেসে,এখন নিশ্চয় বাবু ও আছে??
সামান্য বিয়ে আটকাতে পারলেন না,কেমন ভালোবাসতেন,shame of you
নিবিড়ের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে নিচে পড়লো
তুলির কথা সাথে সাথে থেমে গেলো
নিবিড়-সত্যিই আমি নির্বোধ!
নিবিড় চলে গেলো কথাটা বলে
তুলি-বেশি বলে ফেললাম নাকি,আরে মেয়েটাকেই তো দেখা হলো না
তুলি নিবিড়ের পিছন পিছন আসলো
তুলি-আমি আপনার গফরে দেখবো
নিবিড়-ওর ছবি নেই আমার কাছে
তুলি-মিথ্যা বলেন কেন,আর আপনি এত বড় কথা আমার থেকে লুকিয়েছেন কেন?
নিবিড়-অতীত তাই বলা প্রয়োজন মনে করিনি,
তুলি-আমি আপনার মাকে বলে দিব,আপনি আমাকে চিট করেছেন
তুলি হনহনিয়ে গেলো মায়ের রুমে,
মা-কিরে তুলি,আয় বস
তুলি-মা তুমু কে?
তুমু নাম শুনে মায়ের মুখ ফ্যাকাসে হয়ে গেলো,,
তুলি-আমাকে ধোকা দিসে তোমার ছেলে😭😭😭
মা-না রে ও এমন নয়
তুলি-তাহলে তুমু কে বলো?,তুমি চিনো না?
মা-আসলে তুমু।।।।।।।
নিবিড় ইশারা করলো মাকে,চুপ থাকার জন্য
মা-চিনি না,কে?
তুলি-ওও,চিনো না
তুলি আবার নিবিড়ের কাছে গেলো
তুলি-ডায়রি দিন আমি পড়বো
নিবিড়-না,বই নিয়ে বসো
তুলি-আগে ডায়রি
নিবিড় রেগে তুলির চুলের মুঠি ধরে টান দিলো,
নিবিড়-কথা কানে যায় না তোমার??
তুলি কাঁদতে কাঁদতে নিবিড়ের হাত ছাড়ালো
তুলি-ex এর উপরের রাগ আমার উপর দিয়ে ঝাড়েন কেন,stupid, পড়বো না আমি কি করবেন??
নিবিড় আবার তুলির চুলের মুঠি ধরে টান দিলো
তুলি রেগে চুল ছাড়িয়ে নিবিড়কে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলো
নিবিড় গিয়ে সোজা ফ্লোরে পড়লো

চলবে♥

মিঃ নিরামিষ😒😂
Writer-Afnan Lara
#Part_14
তুলি -প্রেম করছেন তো করছেন,,উল্টা আমার উপরই হাত তুলতেছেন,,
তুলি ওড়না নিয়ে বাসা থেকে বেরিয়ে চলে গেলো
মা-কিরে নিবিড় তুলি কই যাচ্ছে??
নিবিড়-যেতে দাও
তুলি বাসায় এসে রুমের দরজা লাগিয়ে দিলো,,
ড্রয়ার থেকে চিপসের প্যাকেট নিয়ে খাচ্ছে আর নিজের ফুল গাছগুলোর দিকে তাকিয়ে দেখছে,,
রাত ৯টা বাজে
মা বাবা সবাই জিজ্ঞেস করতেছে তুলি কেন এসেছে
তুলি -আমার বাপের বাড়ি আমি আসতে পারি না??
বাবা-না যখন তখন পারো না, কি ঘটনা ঘটাইসো ঐ বাসায়??
তুলি-আমি??আমি কি ঘটাবো,,আমি কিছু করিনি,
বাবা-তাহলে হঠাৎ করে চলে আসলা কেন??নিবিড় ও তোমাকে নিতে আসছে না কেন?
তখনই কলিং বেল বাজলো
নিবিড় এসেছে,
মা বাবাকে সালাম জানিয়ে সোফায় বসলো নিবিড়,,
বাবা-নিবিড় বাবা,, তুলি হঠাৎ এখানে কিছু কি হয়েছে?
নিবিড়-কই কিছু হয়নি তো,আমি ভার্সিটিতে যাওয়ার আগে ওকে বলেছিলাম ওর মন খারাপ হলে আপনাদের বাসায় যেতে,তাই এসেছে,আর আমি এখন ওকে নিতে এসেছি,মা ওকে অনেক ভালোবেসে ফেলেছে,ওকে ছাড়া ডিনার করবে না বলেছে,
বাবা-ওহ, বেশ ভালো,তা এসেছো যখন নাস্তা করে যাও,তুলি নাস্তা বানিয়ে আনো
তুলি চোখ বড়বড় করে নিবিড়ের দিকে তাকাতে তাকাতে রান্নাঘরে চলে গেলো,,চা নাস্তা বানিয়ে ঠাস করে নিবিড়ের সামনে রাখলো
নিবিড় চা খেয়ে উঠে দাঁড়ালো
নিবিড়-চলো
তুলি অগ্নি চোখে তাকিয়ে বললো না যাব না
নিবিড়-আসসালামু আলাইকুম আন্টি আসি,,
নিবিড় তুলির হাত শক্ত করে ধরে টেনে নিয়ে গেলো,,
তুলি-ছাড়ুন আমি যামু না
নিবিড় কোনো কথাই বলতেছে না,,
তুলিকে টেনে গাড়ীতে তুললো,,,
তুলিকে নিয়ে গেলো একটা নির্জন জায়গায়,,
ঘুটঘুটে অন্ধকার
বাগিচার মতন অনেকটা,,কিছুদূর পর একটা পিলারে লাইট জ্বলতেছে,,,দূরে একটা কবর,,
নিবিড় তুলির হাত ধরে কবরটার সামনে নিয়ে গেলো,,
চশমা খুলে হাতে নিলো নিবিড়
তুলি-এখানে এনেছেন কেন আমাকে?তাও এত রাতে,,?
নিবিড়-এটা তুমুর কবর
তুলি এক পা পিছিয়ে গেলো,বুকের ভেতর কেমন করে উঠলো
নিবিড়-৫বছর আগে একটা দূর্ঘটনায় তুমুর মৃত্যু হয়,,
তুলি-আই এম সরি,আমি জানতাম না এমন কিছু ঘটেছে,
নিবিড়-আমার দোষ, তোমার না, তুমি আমার স্ত্রী, তোমাকে জানানো আমার দরকার ছিল,,চলো রাত অনেক হয়েছে মা হয়ত তোমার জন্য বসে আছে,তোমাকে নিয়ে খাবে
তুলি -এক মিনিট,,
তুলি দৌড়ে গিয়ে গাড়ী থেকে মোমবাতি এনে লাইটার দিয়ে জ্বালিয়ে কবরের পাশে রেখে দিলো
তুলি-অন্ধকারে আমার ভয় লাগতেছে,তুমু আপুর ও তো ভয় লাগছে তাই না
নিবিড় কিছুক্ষনের জন্য স্তব্ধ হয়ে গেলো,
কারন প্রথম ৪বছরে প্রতি রাতে নিবিড় একটা বড় মোমবাতি জ্বালিয়ে রেখে যেতো তুমুর কবরের পাশে,
গত এক বছরে তা করা হয় না অনেক কাজের চাপে,,আর আজ সেটা তুলি করলো,,এত মিল কি করে হতে পারে,
তুলি-কি হলো?
নিবিড়-কিছু না চলো
গাড়ীতে♥
তুলি-আপনি উনাকে খুব ভালোবাসতেন তাই না?
নিবিড়-না
তুলি-মিথ্যুক,ডায়রিতে লিখেছেন আমি দেখেছি
নিবিড়-এতই ভালোবেসে থাকলে বিধাতা আমার ভালোবাসার বাঁধন ভেঙে ওকে নিয়ে যেতো না
তুলি-😒সত্যি তুমু আপুর পিক নেই আপনার কাছে?
নিবিড়-না নেই,,মা ওগুলো india আমার ফুফুর ব্যাগে করে পাঠিয়ে দিয়েছে
তুলি -কেন?
নিবিড়-আমি ওর মারা যাওয়ার শোক ভুলতে পারতেছিলাম না তাই
তুলি-একটা কথা বলেন,আপনি আমাকে তাহলে জোর করে বিয়ে করলেন কেন??আজীবন single থেকে যেতেন,
নিবিড়-আমি তোমাকে জোর করতাম না,মা এই নিয়ে ১০০টা মেয়ে এনে হাজির করেছিল,আমাকে বিয়ে দেওয়ার জন্য,সব কয়টা মেয়ে আমাকে বিয়ে করার জন্য almost ready হয়েছিল,মানে বিয়ের দিন থেকে মেয়ে সেইসব করতে আমাকে বাধ্য করবে যা করতে আমার সময় লাগবে,তুমুর জায়গাটা আরেকজন কে দেওয়া আমার পক্ষে কবে পসিবল হবে জানি না,আর তোমাকে যেদিন দেখতে গিয়েছি,,দেখলাম তুমি নিজেই আমাকে বিয়ে করতে রাজি না আর তাই এত কিছু করার,
তুলি-আজব লোক আপনি,আমাকে আগে বললেই হতো
বাসায় এসে তুলি মায়ের কাছের গেলো,মা খুশি হয়ে গেলেন তুলিকে দেখে,,
সবাই একসাথে ডিনার করলো,নিবিড় একটা রুটি খেলো শুধু,,
তারপর উঠে চলে গেলো,,
তুলি চুল আঁচড়াচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে,,
নিবিড় বই পড়তেছে,,
নিবিড়-আমাকে empress করার try করবা না কোনোদিন
তুলি-করার দরকার পড়বে না কোনোদিন, আমি মাটিতে পা রাখলে পোলারা উষ্ঠা খাইয়া পড়ে যায়,হুহ😒😎😎😎😎💃💃💃💃💋
নিবিড়-আফসোস আমি পড়লাম না
তুলি-শীঘ্রই পড়বেন,নয়তো আমি ফেলবো
নিবিড়-কাল আমার ভার্সিটিতে বসন্ত বরণ অনুষ্ঠান আছে,,তুমি আমার সাথে রেডি হয়ে যাবা
তুলি-কেন.
নিবিড়-টিচারের ওয়াইফ হিসেবে যাবা
তুলি-কি পরবো?কেউ তো আমাকে কিছু কিনে দেয়নি
নিবিড়-আলমারি খুলে দেখো
তুলি এক দৌড়ে গেলো দেখতে,ওমা কিছুই তো নেই
তুলি মন খারাপ করে পিছনে তাকিয়ে নিবিড়ের সাথে এক ধাক্কা খেলো
নিবির-এই নেন
তুলি-আলমারির কথা কইলেন কেন?
নিবিড়-February 13তারিখে fool বানাইলাম
তুলি নিবিড়ের চুল টেনে এলোমেলো করে দিলো চোখ বড়বড় করে,,😈
নিবিড়-প্যাকেট খুলে দেখো
তুলি প্যাকেট খুলে দেখলো হলুদ শাড়ী, আর ornaments,
তুলি-নাইস চয়েস
নিবিড়-mention not,এখন ঘুমান
নিবিড় বই রেখে লাইট অফ করে দিলো
তুলি-বাহ কাল মনে হয় সূর্য উঠবে না,মিঃ নিরামিষ লাইট অফ করেছে😱😱😱😱😱
নিবিড়-আমার কথা আমাকেই ফেরত দিচ্ছো??
তুলি-আপনিও তো অনেকবার আমার dialogue ছাড়ছেন
নিবিড়-ওকে ওকে ফাইন,ঘুমাও
পরেরদিন ভোরে ৪:৩০ এ নিবিড় চা নিয়ে বারান্দায় বসে আছে,,
তুলি চোখ ডলতে ডলতে এসে পাশে বসলো নিবিড়ের
নিবিড়-তোমার অভ্যাস হয়ে গেছে?
তুলি-হ্যাঁ😒
নিবিড়-চা খাবে?
তুলি-নাহ,,আপনি খান
নিবিড়-এখন তো গিয়ে আবার মরার মত ঘুমাবে
তুলি-😒আপনি লাগে মরার মতন ঘুমান না
নিবিড়-তুমি জানো?কখনও আমি ঘুমে থাকতে উঠসো নাকি?
তুলি-ডায়রির চাবি চুরি করার আগে উঠেছিলাম

চলবে♥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here