মিঃ নিরামিষ😒😂,Part_8,9,10

মিঃ নিরামিষ😒😂,Part_8,9,10
Writer-Afnan Lara
Part_8

বাথরুমের আয়নায় তুলি দেখলো তার গলায় হলুদ,যা নিবিড় লাগিয়েছে,
নখ দিয়ে জোরে ঘষতেই উঠে তো গেলো সাথে হালকা চামড়াও
ব্যাথায় জোরে চিৎকার দিলো তুলি,,,তারপর বেরিয়ে আসলো বাথরুম থেকে,আয়নার সামনে রোবট হয়ে দাঁড়িয়ে আছে তুলি
ভাবী রুমে এসে দেখলো ওর গায়ের থেকে পানি ঝরছে,তাড়াতাড়ি তোয়ালে এনে মুছতে লাগলেন ভাবী
ভাবী-ঐ তুই পাগল হইছস,মাথার পানি নেস না কেন,কাল তোর বিয়ে, পরে তো বাসর ঘরে জামাই তোরে আদরের জায়গায় তোর সেবা করতে হবে বসে বসে
তুলি-ওরে কালই মেরে দিব
ভাবী-চুপ,বকবক করে,কি বলস এসব,সোনার টুকরো ছেলেরে মানুষ জামাই হিসেবে পায়,আর তুই গোটা স্বর্নই পেয়ে গেছস,এরকম ছেলে লাখে ১টা
তুলি-কি লাভ,১নম্বরের নিরামিষ, আমি তো কোটিতে ১টা চেয়েছিলাম
ভাবী-তোর সাথে কথায় পারা যাবে না,আমি তোয়ালে দিয়ে চুল মুছে দিসি,তুই hair dryer দিয়ে ভালো করে শুকিয়ে নে,,কোনো পানি যেন না থাকে
নিরব-একি ভাইয়া তোর এই হাল করসে কে,তোরে তো পুরো হলুদ দিয়ে গোসল করাই দিসে😂😂
নিবিড়-তোকে যে হোমওয়ার্ক দিসি করছস?
নিরব-আজকের দিন ও চেক করবা?
নিবিড়-হ্যাঁ বাসায় গিয়ে তোরে ধরবো,
নিরব মায়ের কাছে গেলো
নিরব-মা দেখো না ভাইয়া বলতেছে আজকে নাকি আমার পড়া ধরবে
মা-আরে দুষ্টুমি করসে,তুই যা সবাই খায় কিনা দেখ
নিবিড় টিসু নিয়ে মুখ মুছতে মুছতে সিড়ি দিয়ে নামতে লাগলো,,
তুলির মা-বাবা কিছু লাগবে নাকি?
নিবিড়-বাথরুমটা কোন দিকে,just মুখটা ধুবো
মা-সোজা গিয়ে ডান পাশের রুমটাতে যাও
নিবিড় তাই গেলো,
দরজা খুলতেই দেখলো তুলি তোয়ালে পরে আরেকদিকে ফিরে বসে আছে
নিবিড় কিছুটা ইতস্তত বোধ করলো,
তুলি ভাবলো তার বান্ধুবী এসেছে
তুলি-ভালো করেছিস এসেছিস,মলমটা খুঁজে দে,গলায় লাগাবো,শয়তানটা গলায় হলুদ লাগিয়ে দিসে,ধুতে গিয়ে চামড়াই উঠাই ফেলছি,,
নিবিড় দেখলো টেবিলে বইয়ের নিচে মলম,
সেটা নিয়ে তুলির পাশে রেখে চলে গেলো, কোনো কথা বললো না
তুলি মলমটা হাতে নিয়ে পিছনে তাকালো,কাউকে দেখলো না
মলম লাগিয়ে শুয়ে পড়লো তুলি,,
পরেরদিন সকালবেলা হইচই শুরু হয়ে গেলো,,১০টার দিকে তুলিকে পার্লারে নিয়ে গেলো,
সকাল থেকে তুলির মন খারাপ,,সাথে শরীরটাও খারাপ,
ভাবী-কিরে তোর মন খারাপ কেন?
এটা বলে ভাবী তুলির মাথায় হাত দিয়ে কেঁপে উঠলেন,জ্বরে গা ফেটে যাচ্ছে,
তোকে কাল যে বলসিলাম dryer দিয়ে শুকাতে,শুকাস নাই
তুলি-বাদ দাও
ভাবী ওষুধ এনে জোর করে হাতে ধরিয়ে চলে গেলো
তুলি টেবিলে রেখে দিলো,আর ওষুধ জানালা দিয়ে ফেলে দিলো
ছোটবেলা থেকে তুলি ওষুধ খেতে চায় না একদম,জানালা দিয়ে ফেলে দেয় সবসময়
ওকে রেডি করানো হলো,লাল টুকটকে শাড়ী,গা ভর্তি গয়না,,গোমটা দিয়ে নিয়ে গেলো ওর চাচাতো বোনেরা,,নিবিড়রা একটু আগে এসেছে,,নিবিড় ওর বন্ধুদের সাথে কথা বলতেছে,,
তুলিকে ওর বোনেরা হাত ধরে আনতেছে,নিবিড় কথা রেখে তুলির দিকে তাকালো,কি সুন্দর লাগতেছে,,
মুখটা মলিন,নিবিড় তাও মুচকি হেসে দিলো,
তুলি তাকালো না,নিচের দিকে তাকিয়ে আছে
ওকে নিবিড়ের পাশে বসিয়ে সবাই হাসি ঠাট্টা শুরু করলো,
নিবিড় বারবার তুলিকেই দেখছে
নিবিড়ের এক বন্ধু বলে উঠলো,ভাই বাসায় গিয়ে দেখিস,ভাবীর এখন হিচকি উঠে যাবে তা না হলে
নিবিড় আরেক দিকে চোখ ফিরিয়ে নিলো
দেখতে দেখতে বিয়েটাও সম্পন্ন হয়ে গেলো,
বিকেলে মা বাবা তুলিকে ধরে কাঁদলো,,শেষে তুলিও কেঁদে ফেললো,,গাড়ীতে তুলি বসে বাইরে তাকিয়ে আছে,নিবিড় এক নজরে তুলির দিকে চেয়ে আছে,তুলি একবারও তাকালো না
বাসায় এসে কত নিয়ম কানুন মেনে রাত ১০:৩০এ তুলিকে নিবিড়ের রুমে আনা হলো,,রুমটা বেলি ফুল আর রজনীগন্ধা দিয়ে সাজানো হলো
তুলি রুমে ঢুকে রোবট হয়ে গেলো,এটা কি সাজিয়েছে,এমন কেন,সাদা কেন,এত বিদগুটে কেন?
নিরব-কি ভাবী কেমন লাগলো সাজানো?
তুলি নিরবের দিকে ব্রু উচকিয়ে তাকালো
নিরব-আমার কি দোষ,ভাইয়ার গোলাপ ফুলে এলার্জি,আর সাদা রঙ প্রিয়,তাই সাজালাম
তুলি মাথা ধরে গিয়ে খাটে বসলো,সত্যি নিরামিষ, আমি ভুলেই গেসিলাম নিরামিষ মানুষের রুচি কেমন হতে পারে,
সবাই তুলিকে রেখে চলে গেলো
১১টার দিকে নিবিড় আসলো,দরজা লাগিয়ে পিছনে তাকালো,তুলি এক কোণে শুয়ে আছে,হাত পা নড়ছে,এখনও জেগে আছে
নিবিড় গায়ে শেরওয়ানি টা খুলে নিজের একটা টি শার্ট পরে নিয়ে তুলির opposite সাইডে শুয়ে পরলো
তুলি উঠে বসে পিছনে তাকালো
তুলি-কি শুয়ে পড়েছেন কেন?!!
নিবিড় উঠে বসলো
নিবিড়-তো?কি করবো?
তুলি-কথা বলবেন
নিবিড়-কি কথা বলবো?তুমি কি প্রাইভেট পড়তে চাও এখন?
তুলি রেগে আবার শুয়ে পরলো
নিবিড়-গিয়ে শাড়ী পাল্টিয়ে নাও,এটা পরে শুলে তোমার ঘুম হবে না
তুলি-বলতে হবে না,আমি এটা পরেই ঘুমাবো
নিবিড়-ওকে ফাইন
নিবিড় শুয়ে পড়লো
তুলি আবার উঠে বসলো
তুলি-এটা কি সাজাতে দিয়েছেন আপনার ভাইকে,দুটোর একটা ফুল ও আমার পছন্দ না,একটা গোলাপ রাখলেও মানাতো,এলার্জি তো কি হইসে,,আপনাকে তো খেতে হবে না
নিবিড় উঠে বসে তুলিকে ইশারা করলো
তুলি পিছনে তাকিয়ে দেখলো তুলির বরাবর জানালায় ফুলের একটি তোড়া
নিবিড়-অনেক কষ্টে এনেছি,আমি জানি তোমার গোলাপ পছন্দ,ওটা নিয়ে খেলো খুকি?আমি ঘুমাই
নিবিড় কাঁথা টেনে মুড়ি দিয়ে শুয়ে পড়লো
তুলি রেগে নিবিড়ের পেটে একটা ঘুষি বসিয়ে দিলো
তারপর ফুলের তোড়াটা হাতে নিয়ে বারান্দায় চলে গেলো ওখানে ক্যাকটাস দেখে আবার ফিরে আসলো,সোফায় এসে বসলো,ফুল হাতে দিয়ে কিছুক্ষন নিবিড়কে দেখে শুয়ে পড়লো,গোলাপ বলতে তুলি অজ্ঞান,জড়িয়ে ঘুমাচ্ছে
সকালে ৬টায় নিবিড় উঠলো,তুলি গোলাপ জড়িয়ে ঘুমাচ্ছে সোফায়
নিবিড় কিছুক্ষন তুলিকে দেখলো তারপর জামা নিয়ে fresh হতে চলে গেলো
এসে দেখলো তুলি এখনও ঘুমাচ্ছে
নিবিড় তুলির হাত ধরে নাড়তে গেলো,তুলির গায়ে এত জ্বর নিবিড় হাত উঠিয়ে ফেললো,
নিবিড়-একি এত জ্বর??কিভাবে আসলো এত??
নিবিড় তুলিকে টেনে তুললো
তুলি-কি?😒😡
নিবিড়-বিছানায় গিয়ে শোও
তুলি ফুল নিয়ে বিছানায় দুম করে শুয়ে পড়লো
নিবিড় চাদরটা এনে তুলির গায়ে জড়িয়ে দিলো ভালো করে

চলবে♥

মিঃ নিরামিষ😒😂
Writer-Afnan Lara
#Part_9
নিবিড়ের খালাতো বোনেরা বউ বউ করতে করতে ভিতরে ঢুকে গেলো রুমের
ওদের আওয়াজ শুনে তুলি ভূত দেখার মতো লাফিয়ে উঠে বসে গেলো
একজন তো মুখের উপর বলেই বসলো বেলা এত বাজে বউ এখনও বিছানায়?
নিবিড় তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে এসে দাঁড়ালো
নিবিড়-ওর জ্বরর,তোমরা সবাই এখন যাও,ও রেডি হয়ে আসবে, যাও
রিতু-থাক থাক আমরা এসেছি সাজানোর জন্য,এসে দেখি এই অবস্থা!
নিবিড়-তোমরা কেন সাজাবে?আমি পার্লারের লোককে টাকা দিয়ে রাখসি ওরা সাজাবে,আর ওরা এখনও আসেনি
রিতু-আমরা বউয়ের সাজ সাজাতে আসিনি,নতুন বউকে পাটায় হাত লাগাতে হবে একটু,তার জন্য হালকা সাজতে হবে,সেটাই সাজাবো
নিবিড়-তার ও কোনো দরকার নেই,সেই সাজ তুলি নিজেই সাজতে পারবে,তোমরা এখন যাও
রিতু-এক রাতেই কাবু করে ফেলছে তোমাকে?
নিবিড়-Just shut up ritu!!!অনেক বলসো,তোমাকে আসতে কে বলছে আমার বিয়েতে,এসব কথা বলার জন্য এসেছো?বেরিয়ে যাও বাসা থেকে,মা!!
নিবিড়ের মা আসলো,
নিবিড় মায়ের হাত ধরে নিয়ে তুলির সামনে গেলো
নিবিড়-ওর কপালে হাত দিয়ে দেখ
মা -কিরে ওর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে,ডাকসনি কেন?
নিবিড়-যাই হোক,রিতু রুমে এসে উল্টা পাল্টা কথা শুরু করে দিসে,ওরে এখান থেকে চলে যেতে বলো,সকাল সকাল মেজাজ করতে মানা করো
রিতু চোখ বড়বড় করে তাকিয়ে আছে তুলির দিকে,তুলি রোবট হয়ে তাকিয়ে আছে,এই নিরামিষটার অগ্নি রুপ এই প্রথম দেখলাম
মা-রিতু এসব কি শুনছি,কি বলসো তুমি??
রিতু চলে গেলো
মা-তুলি মা উঠে শাড়ী change করে আসো,কিছু খেয়ে ঔষুধ খেয়ে নিবা,
তুলি উঠলো,,নিবিড় ততক্ষনে রেডি হয়ে গেছে
তুলি মুখ ধুয়ে বাথরুম থেকে বেরিয়ে উঁকি মেরে নিবিড়কে খুঁজতেছে
নিবিড়-আমি বারান্দায়য়,কিছু লাগবে?
তুলি-আসলে কি পরবো??
নিবিড়-খাটে শাড়ী রাখা আছে ওটা পরো
তুলি-গোসল করবো কি?
নিবিড়-কেন?
তুলি-বিয়ের পর সব বউকে দেখি সকালে ঘুম থেকে উঠে গোসল করে,তো আমাকেও তো করতে হবে
নিবিড় চশমা নামিয়ে কিছুক্ষন তুলির দিকে চেয়ে রইলো রোবটের মতন,
তুলি-কি?
নিবিড়-আমি জানি না তোমার এই জ্ঞান আছে কি নাই,কিন্তু কথা বার্তায় মনে হচ্ছে নাই,সো চুপচাপ মুখ ধুয়ে শাড়ী পরে নাও
তুলি ভেংচি দিয়ে শাড়ী নিয়ে গিয়ে পরে আসলো
বাথরুম থেকে বেরিয়ে দুম করে পরলো ফ্লোরে,শাড়ী খুলে গেছে
নিবিড় কোমড়ে হাত দিয়ে তাকিয়ে আছে চোখ বড়বড় করে
তুলি শাড়ী ঠিক করার বৃথা চেষ্টা করতেছে
নিবিড় তুলির ফোন হাতে নিলো
তুলি-এই আমার ফোন ধরলেন কেন,রাখুন বলতেছি
নিবিড়-হ্যালো ভাবী আমি নিবিড়
ভাবী-আরে নিবিড়,তুলির কিছু লাগবে নাকি
নিবিড়-হ্যাঁ আপনি একটু আমার রুমে আসুন,তুলি শাড়ী পরতে পারতেছে না
ভাবী-আমরা তো এখনও তোমাদের বাসায় যায়নি,তুমি তোমার কোনো বোনকে বলো
নিবিড় ফোন রেখে তুলির দিকে তাকালো
তুলি উঠে শাড়ী নিয়ে চরকার মত ঘুরতেছে
নিবিড়- চুপ হয়ে দাঁড়িয়ে থাকো
নিবিড় শাড়ী হাতে নিয়ে ১০মিনিটে পরিয়ে দিলো,
তুলি-perfect,
নিবিড়-lipstick লাগিয়ে চলো,সবাই অপেক্ষা করতেছে
নিবিড় চলে গেলো
তুলি আয়নার সামনে এসে দাঁড়ালো
তুলি-আজ তো আমার বৌভাত,এত কম সেজে কি 1st entry নেওয়া ঠিক?উহু,একদম না,
নিবিড়-মা তাড়াতাড়ি খাবার দাও,আমি কিছুক্ষনের জন্য ভার্সিটি যাব,আমার একটা কাজ আছে
মা-তোকে কোথাও যেতে দিব না
নিবিড়-বেশি থাকবো না,দুপুরে চলে আসবো,খাবার দাও
টুলু-আরে দেখ দেখ বউ এসেছে
নিবিড় মুখে রুটি দিয়ে একটু ঝুঁকে তাকালো
তুলির অবস্থা দেখে কাশি উঠে গেলো নিবিড়ের,মা পানি এগিয়ে দিলেন
মাথায় টিকলি,চুল ছাড়া,গোমটা দেওয়া,,টকটকে লাল লিপস্টিক,, মডেলদের মত হেলেদুলে আসতেছে তুলি,,foundation highlighter দিয়ে নায়িকার মতন সেজেছে তুলি
নিবিড় চোখ ইয়া বড় করে তাকিয়ে আছে
টুলু-পার্লারের লোকরা এত তাড়াতাড়ি সাজিয়ে দিলো?
তুলি-আরে কি বলো না,এটা আমি নিজে সেজেছি,
তুলি নিবিড়ের পাশে বসে পরলো,
নিবিড়-মা বাই,আমি যাচ্ছি
তুলি মুচকি হেসে নিবিড়কে টেনে আবার বসিয়ে দিলো
নিবিড় হতভম্ব হয়ে তাকিয়ে আছে
তুলি-আপনি খেয়েছেন স্বামী?
নিবিড়-হহহহহ্যাঁ
তুলি-একি প্লেট তো খালি হয়নি
তুলি নিজের হাতে নিয়ে নিবিড়ের মুখে ঢুকিয়ে দিলো রুটি
মা-কি আদর করে আমার ছেলেটারে,নজর না লাগে
তুলি মুচকি মুচকি হাসতেছে আর নিবিড়কে জোর করে ধরে খাওয়াচ্ছে
নিরব-ভাইয়া তো সকালবেলা এতকিছু খায় না, তাইলে আজ?
তুলি হিল দিয়ে নিবিড়ের পা চেপে রেখেছে
তুলি-এবার যান,সাবধানে যাইয়েন
নিবিড় দম ফেলে দৌড় দিলো
টুলু-ভাবী তুমি মেকআপ আর্টিস্ট নাকি
তুলি-তেমন না 🙈
মা-আচ্ছা তুলি মা পাটায় হাত লাগাও একটু তারপর উঠে আসিও,তোমার অসুখ কোনো কাজ করতে হবে না
তুলি নিচে বসলো, সাথে সাথে গোমটা খুলে গেলো
রিতু-এটা কেমন কথা,নতুন বউ ফরজ গোসল করে নাই,ছিঃ ছিঃ
তুলি মাথা ঘুরিয়ে রিতুর দিকে তাকালো
তুলি-আপু তোমার বাসায় hair dryer নেই??নাকি জীবনে দেখো নাই,,ওটা দিয়ে চুল শুকানো যায়,বুঝছো,,আমি তোমাকে দেখিয়ে দিব কিভাবে চুল শুকায়,কেমন??
রিতু চুপ হয়ে গেলো
মা-পাটা টা এক নাড়া দাও
তুলি মুচকি হেসে ২মিনিটে পুরো আদা বেটে দিলো
সবাই হা করে তাকিয়ে আছে
তুলি-আমি এসব পারি মা,সমস্যা নেই,,
তুলি উঠে হাত ধুয়ে নিলো,
তুলি-রিতু চলো।তোমাকে চুল শুকানো দেখাবো
রিতু-দরকার নেই
তুলি-ফাইন,,
কম সময়েই তুলি সবার সাথে মিশে গেলো,,হাসি মজা নিয়ে সবাই তুলিকে ঘিরে বসে আছে,,
মা-আমার ছেলেটা একদম চুপচাপ,,
তুলি-(চুপচাপ কি বলেন,নিরামিষ বলেন)
পার্লারের লোক এসে তুলিকে সাজিয়ে দিলো,,বেগুনি রঙের শাড়ী পরিয়ে চুলে খোঁপা করিয়ে দিলো তারা,,
তুলি stage এ বসে আছে,,
দুপুরে নিবিড় আসলো,,বাসায় ঢুকার আগে stage এর দিকে এক নজর তাকালো
তুলি সাথে সাথে চোখ মেরে দিলো
নিবিড় থমকে গেলো,তারপর চশমা ঠিক করতে করতে ভিতরে চলে গেলো,ওর জন্য ও বেগুনি শেরওয়ানি রাখা আছে,পরে এসে তুলির পাশে এসে বসলো

চলবে♥

মিঃ নিরামিষ😒😂
Writer-Afnan Lara
#Part_10
নিবিড় বারবার তুলিকে দেখতেছে
তুলি-ভাববেন না যে আমি ভুলে গেছি আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন
নিবিড়-ও হ্যাঁ
তুলির মা বাবা সবাই আসলো,,ভাবী তো বারবার তুলিকে খোঁচা মারতেছে
তুলি-কি হইসে
ভাবী-সামথিং সামথিং?
তুলি-😒এটা বলার মানে কি
ভাবী-না এমনিতেই,,যে রাগ তোমার,, নিবিড় এখনও জ্যান্ত আছে এটাই অনেক
বিকালের দিকে সবাই নিবিড় আর তুলিকে নিয়ে রওনা দিলো তুলিদের বাসায়,,
নিবিড় তুলির রুমে ঢুকে চারিদিক দেখতে থাকলো
তুলি রুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে এক দৌড় নিবিড়ের গলা টিপে ধরলো,ওকে দেওয়ালের সাথে চেপে ধরলো
নিবিড়-কি করলাম আবার
নিবিড় একটু লম্বা বেশি হওয়ায় তুলি নিবিড়ের পায়ের উপর ভর দিয়ে উঁচু হলো
নিবিড়-শুনো আমার এখন ঝগড়া করার মুড নেই
তুলি-জোর করে বিয়ে করার আগে মনে ছিল না তোর?বেদ্দপ
নিবিড়-স্যারের সাথে কেউ এমন করে কথা বলে?
তুলি নিবিড়ের গলায় চাপ দিলো জোরে
নিবিড়-আআআআআআআ
নিবিড় নিচে পড়ে গেলো
তুলি মুখে হাত দিয়ে তাকিয়ে আছে
তুলি-মরে গেলো নাকি,কি করমু এখন😱
তুলি নিবিড়ের কাছে গিয়ে ওর পার্লস চেক করে দেখলো এখনও সচল,চোখ বড়বড় করে তাকাতে যাবে নিবিড় চোখ খুলে তুলিকে এক টানে ফ্লোরে নিয়ে আনলো,চেপে ধরলো ভালো করে
নিবিড়-বলসিলাম ঝগড়া করার মুড নাই
তুলি-ছাড়ুন,আমি চিৎকার করবো
নিবিড়-করো
তুলি-আম্মুউউউউউ
নিবিড়-আরও জোরে
তুলি-আম্মুউউউউউউউউউউউউউউউউ
নিবিড়-কেউ আসলো না কেন? বলোতো,?কারনটা আমি বলি? আজকে তো আমাদের বৌভাত,,তোমার পুরো ফ্যামিলি রাতে আমাকে কি খাওয়াবে সেটা নিয়ে ব্যস্ত আছে,আপাতত এখানে এখন কেউ নেই
তুলি নিবিড়কে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসলো
নিবিড় শেরওয়ানি ঠিক করে উঠে দাঁড়ালো
নিবিড়-আমি ঘুমাবো,বাই
নিবিড় তুলির বিছানায় শুয়ে পড়লো
তুলি-অসয্য!!!
তুলি রুম থেকে বেরিয়ে চলে গেলো
রাত ৯টায় তুলি আবার আসলো,নিবিড় শান্তিতে ঘুমাচ্ছে
তুলি-চেহারা দেখো না কি নিষ্পাপ, ভিতরে কি জিনিস আমি জানি শুধু😒😒😒😒
তুলি নিবিড়ের পাশ থেকে ওর ফোনটা নিলো,,অনেকক্ষন ঘাঁটাঘাটি করলো,কিছুই পেলো না,খালি বইয়ের পিক সব,ধুর
তুলি দেখলো একটা গেমস, খাটের উপর পা তুলে বসে খেলতে লাগলো,হঠাৎ কাঁধের উপর গরম হাওয়া অনুভূত হতে লাগলো,
তুলি ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে নিবিড়কে দেখে চিৎকার দিয়ে পড়ে গেলো খাট থেকে,হাত থেকে ফোনটাও পড়ে যাওয়া ধরলো,নিবিড় ফোনটা ধরলো,
তুলি-অসভ্য একটা লোক আপনি,আমি বেশি নাকি ফোন বেশি?আমাকে ধরলেন না কেন?
নিবিড়-অবশ্যই ফোন
তুলি-আমার পিছনে লুকিয়ে কি দেখতেছিলেন?
নিবিড়-তুমি আমার ফোনে কি করতেসিলা?
তুলি-গেমস খেলতেছিলাম আর কি
নিবিড়-ভালো,আমার ফোনে দেখার মতন কিছুই নেই
তুলি-হ্যাঁ,খালি তরিতরকারি, রাতা মুরগি,বই,
নিবিড়-তোমার কাছে আমি নিরামিষ তাই না?
তুলি-তাই না,You are a নিরামিষ,
নিবিড়-হ্যাঁ,আমি মানতেছি,
তুলি-হুহ মা বাবা খেতে ডাকতেছে আপনাকে,fresh হয়ে এসে খেয়ে আমাকে উদ্ধার করেন
নিবিড় হাত মুখ ধুয়ে বেরিয়ে চারিদিক তোয়ালে খুঁজতেছে,তুলির গামছায় হাত দিতেই তুলি চিৎকার দিয়ে নিয়ে নিলো
তুলি-সাথে করে নিজের তোয়ালে আনতে পারেন নাই?আমার জিনিসে হাত দিবেন না একদম
নিবিড় তুলির শাড়ীর আঁচল টেনে ওখানে মুখ মুছে নিলো,তুলি নিবিড়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিলো
তুলি-অসভ্য লোক একটা
তুলি হনহনিয়ে চলে গেলো
মা-আরে নিবিড় বসো বসো,,
নিবিড়-এত কিছু শুধু শুধু কেন করলেন,
মা-নতুন জামাইর জন্য করতে হয়
তুলি-আপনি না খেলে বলেন আমি খাব
মা-এই চুপ করো,বেয়াদবি করবি না
নিবিড়-আচ্ছা খাও
তুলি প্লেট নিয়ে বসে পড়লো
মা-এই সর, জামাইকে আগে পরিবেশন করতে দে সব
তুলি-হ্যাঁ এখন তো আমি কেউ না
তুলি রান্নাঘর থেকে মরিচবাটা এনে এক থালা ভাত নিয়ে নিবিড়ের পাশে বসে খেতে লাগলো
নিবিড় লোকমা মুখে তুলে গিলছে না,তুলির খাওয়া দেখে ওর গলা দিয়ে খাবার যাচ্ছে না,জীবনে গোটা একটা মরিচ নিবিড় খায়নি,আর তুলি কিনা সারাজীবনের সব মরিচ খাচ্ছে
মা-বাবা খাও,কিছু লাগলে ডাক দিও
মা রান্নাঘরে চলে গেলেন
তুলি মরিচ আলা এক লোকমা তুলে নিবিড়কে সাধলো
তুলি-খাবেন নাকি?
নিবিড়-আমি ঝাল খাই না
তুলি-ওহ তাই নাকি
তুলি জোর করে নিবিড়কে এক লোকমা খাইয়ে দিলো
নিবিড় টিসু দিয়ে চোখ মুছতেছে আর পানি খাচ্ছে
তুলি হো হো করে হাসতেছে
নিবিড় পানি খাওয়া ছেড়ে তুলিকে দেখতেছে,ওর ঠোঁটটা লাল টুকটুকে হয়ে আছে,,জিহ্বা ও লাল টুকটুকে
মা-একি নিবিড় ঝাল খেয়ে ফেলছো নাকি?
নিবিড়-না আসলে হ্যাঁ,মরিচ পড়েছে মুখে
মা-ইস,আমি তো ঝাল কম দিয়ে রেঁধেছিলাম,,পানি খাও,মিষ্টি খাবা?
নিবিড়-না,ঝাল চলে গেসে
তুলি পানি খেয়ে রুমে চলে গেলো
নিবিড় হাত ধুয়ে গেলো,,
তুলি বাথরুমে বমি করতেছে
বমি করে হেলেদুলে এসে খাটে বসলো
নিবিড়-এত ঝাল খাওয়ার কি দরকার ছিল?
তুলি-যা মন চায় খাই,পরেরটা পরে দেখা যায়
নিবিড়-illiterate!
তুলি-হ্যাঁ,আপনার সমস্যা?
নিবিড়-যা খুশি করো
নিবিড় দুম করে খাটে শুয়ে পড়লো
তুলি dressing table এর উপর উঠে চকলেট খাচ্ছে
নিবিড়-খাও ভালো কথা, এত sound করার কি আছে?তুলি আরও জোরে sound করে খেতে লাগলো
নিবিড় উঠে গিয়ে তুলির হাত থেকে চকলেট টা নিয়ে জানালা দিয়ে ফেলে দিলো
তুলি-আপনার এত বড় সাহস!!!
নিবিড় তুলির গাল টিপে চলে গেলো
তুলি-এত বড় সাহস!!আমি এরে কিছু করতে পারতেছি না কেন
নিবিড় ফোন নিয়ে বসলো,,
তুলি-আমার চকলেট চাই
নিবিড়-নিচের থেকে নিয়ে আসো
তুলি-আপনি ফেলেছেন আপনি আনবেন
নিবিড়-তুমি বাঁদরামো করসো তাই ফেলছি
তুলি-তো?
নিবিড়-তো?
তুলি-আপনি যাবেন
নিবিড়-না
তুলি-হ্যাঁ
তুলি নিবিড়কে টানতে টানতে ফ্লোরে শুয়ে পড়লো তাও নিবিড়কে উঠাতে পারলো না
ভাবী-আসবো?
তুলি উঠে দাঁড়ালো
ভাবী-নে দুধটা খেয়ে নে,
ভাবী চলে গেলো
তুলি দুধের গ্লাস নিয়ে তাকিয়ে আছে
তুলি-খাবেন?
নিবিড়-তোমার জন্য এনেছে,আমি কেন খাব
তুলি-ওটা তো ডেইলি আনে,আমার একদম ভালো লাগে না বমি আসে,,জানালা দিয়ে ফেলে দিই সবসময়,আপনি খান
নিবিড়-অন্যের ইউস করা খাবার আমি খাই না
তুলি-টাচ করিনি আমি,মুখ লাগাইনি
নিবিড়-না খাব না
তুলি নিবিড়ের কাছে গিয়ে ও যে পাশে বসেছিল খাটের সে পাশে গোটা দুধ ঢেলে দিলো গ্লাস থেকে
নিবিড়-আরে আরে এটা কি করলে?
তুলি-ভালো করসি,আপনি আমার চকলেট ফেললেন আর আমি গ্লাসের দুধ ফেললাম,সমান সমান
নিবিড়-কিভাবে সমান হলো?
তুলি-চকলেট ফেললেন নিজের ইচ্ছায় তাই আমিও এটা করলাম নিজের ইচ্ছায়
তুলি গিয়ে খাটে শুয়ে পড়লো
তুলি কিছুক্ষন পর খেয়াল করলো নিবিড় ওর গায়ের সাথে লেগে শুয়েছে
তুলি-এসব কি

চলবে♥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here