ভালোবাসি_তাই❤,পর্ব:০৮,০৯

ভালোবাসি_তাই❤,পর্ব:০৮,০৯
মাহিয়া_মেরিন
পর্ব:০৮

আশ্বিন রাগী রাগী একটা ভাব নিয়ে অর্ণবের দিকে তাকিয়ে আছে।। অর্ণব আঁড়চোখে একবার আশ্বিনের দিকে তাকিয়ে বললো…

— “”এভাবে আমার দিকে তাকিয়ে থেকে কোন লাভ নেই।। দাদু ভাই বলেছিলেন অধরা যা চায় তাই করতে।। আর অধরাই বলেছিলো ধ্রুবকে আমাদের সাথে নিয়ে যেতে।। সো আমার কিছুই করার নেই।।””
আশ্বিন অর্ণবের থেকে চোখ সরিয়ে অধরার দিকে একবার তাকিয়ে হনহন করে গাড়িতে উঠে বসলো।।

— অধরা দৌড়ে ধ্রুবর কাছে এসে,,,””ভাইয়া তুমি এসেছো?? আমি খুব খুব খুব খুশি হয়েছি।।””

— ধ্রুব অধরার গাল আলতো করে টেনে ধরে,,””আমার দুষ্টু পরীটা এভাবে স্পেশালি ইনভাইট করলো।। না এসে কি পারতাম??””

— অধরা একটা হাসি দিয়ে সবাইকে বললো,,,””চলো চলো সবাই গাড়িতে ওঠে পড়ো।।””
অধরাও ধ্রুবর হাত ধরে গাড়িতে উঠে পড়ে।।

অধরা ধ্রুবকে নিয়ে ঠিক আশ্বিন আর মারিয়ার সামনের সিটে পাশাপাশি বসে আছে।। তাদের দুজনকে একসাথে বসতে দেখে আশ্বিনের মাথায় রক্ত উঠে যায় যায় অবস্থা।। সে উঠে দাঁড়িয়ে অধরাকে কিছু বলতে নিবে তার আগেই মারিয়া বললো…

— “”আরে আশ্বিন কোথায় যাচ্ছো তুমি?? এখনি তো গাড়ি ছেড়ে দিবে।। চুপচাপ বসে পড়ো তো।।””
মারিয়ার কথায় আশ্বিন সিটে বসে অধরার দিকে রাগী চোখে তাকিয়ে আছে।।

— অধরা মারিয়ার বলা কথাটা শুনতে পেয়ে একটা ভেংচি কেটে মনে মনে বললো,,,””হ্যা রে শাকচুন্নি।। বসিয়ে রাখ আশ্বিন ভাইয়াকে তোর পাশে।। আমি বলি কি,,,পাশে না বসিয়ে একদম তোর কোলে নিয়েই বসে থাক না।। কারন আজকের পরে তো আর কখনো পাত্তাই পাবি না আশ্বিন ভাইয়ার কাছে।। এই আমি অধরা,,,আজকে ধলা বিলাইকে এমন খেল দেখাবো না,,,,যে শুধু দেখবে জ্বলবে আর লুচির মতো ফুলবে। হুম।””
গাড়ির সামনে থাকা আয়নায় আশ্বিনের দিকে তাকিয়ে একটা ভিলেন হাসি দেয় অধরা।।

অর্ণব এসে ড্রাইভিং সিটে বসে পড়ে।। তার পাশেই তিশা বসে আছে।। অর্ণব একবার তিশার দিকে তাকিয়ে মুচকি হেসে দোয়া পড়ে গাড়ি স্টার্ট দেয়।।

গাড়ি চলছে তার আপন গতিতে।। অধরা একটা হাসি হাসি লুক নিয়ে ধ্রুবর সাথে গল্প করে যাচ্ছে।। এদিকে আশ্বিন দাঁতে দাঁত চেপে তার সব কীর্তিকলাপ পর্যবেক্ষণ করছে।।

— আশ্বিন মনে মনে,,,””সাহস কিভাবে হয় তোর আমার সামনে বসে অন্য ছেলের সাথে হেসে হেসে গল্প করার?? অধরা,,,আজকে যদি তুই অসুস্থ না থাকতি তাহলে এখন আমি তোর কি হাল করতাম আমি নিজেও জানি না।। আর এই ছেলেকে তো ইচ্ছে করছে এখনি গাড়ির জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেই। অসহ্য!!””
রাগে চোখ ফিরিয়ে নেয় আশ্বিন।।

🍁বেশ কিছুক্ষণ পর….

অধরা চুপচাপ জানালা দিয়ে বাইরে তাকিয়ে প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করছে।। হঠাত কানে মারিয়ার বলা কিছু কথা আসে।।

— মারিয়া আশ্বিনকে উদ্দেশ্য করে,,,””আহ! আশ্বিন দেখো না আমার চোখে কি যেন উড়ে এসে পড়েছে।।””

— কথাটা শুনে অধরা একটা ভেংচি কেটে মনে মনে,,,””খুব ভালো হয়েছে।। এই শাস্তি তোর পাওনা ছিলো রে শাকচুন্নি।। তুই নিজেই তো উড়ে এসে আমার আর আশ্বিন ভাইয়ার মাঝে জুরে বসেছিস।””

— আশ্বিন মারিয়ার সামনে এসে চোখ দেখতে দেখতে,,,””কোথায়?? দেখি দেখি। না তো,,কিছুই তো দেখছি না।।””

— অধরা আঁড়চোখে একবার তাদের দিকে তাকিয়ে মনে মনে,,,””আহারে ভাইয়া দেখতে পারছো না?? আরে,,,দেখবি কি করে?? কিছু পড়লে তো দেখবি।। এইসব তো এই শাকচুন্নির মেলোড্রামা।। মানুষের মনে যে কতো রং ঢং আসে,,,এই মারিয়াকে না দেখলে তো আমি জানতামই না।। হুহহ!!””

অধরা কিছুক্ষণ চুপচাপ বসে থেকে একটা বাঁকা হাসি দিয়ে তার ব্যাগ থেকে ফোন আর ইয়ারফোন বের করে।। তারপর একটা গান প্লে করে ইয়ারফোন নিজের আর ধ্রুবর কানে লাগিয়ে দেয়।।
— অধরা আশ্বিনকে শুনিয়ে শুনিয়ে,,,””বুঝলে ধ্রুব ভাইয়া।। জার্নি করবো আর গান শুনবো না এটা কি হয়?? তাই চলো গান শুনি।।

— ধ্রুব অধরার সাথে তাল মিলিয়ে,,,””হুম একদম ঠিক বলেছো।। গান ছাড়া জার্নি করার কোন মানেই হয়না।।””

এদিকে অধরা আর ধ্রুবকে এক ইয়ারফোনে গান শুনতে দেখে আশ্বিন যেন তার রাগের কন্ট্রোল হারিয়ে ফেলেছে।। তবুও নিজের রাগকে কমিয়ে রাখতে হাত দিয়ে বারবার নাক ঘষে যাচ্ছে।। শেষে একটানে অধরার কান থেকে ইয়ারফোন ছিনিয়ে নেয়।।

— অধরা ঠিকই বুঝতে পারছে আশ্বিন কেনো এমন করলো। তবুও একটা ভাব নিয়ে,,,””ভাইয়া তুমি এমন করলে কেনো?? আমরা এখন গান শুনবো…সো ইয়ারফোন ফিরিয়ে দাও।।””

— আশ্বিন কোনমতে নিজের রাগ কন্ট্রোল করে চিৎকার দিয়ে বললো,,,””এই অর্ণব!!! গান প্লে করতো। গান শুনলে সবাই একসাথে শুনবো।। গান ছাড়ড়ড়!!””

আশ্বিনের এমন চিৎকারে শ্রাবণ ঘুম থেকে লাফ দিয়ে ওঠে।। বেচারা ইশমির কাধে মাথা রেখে কি শান্তিতে ঘুমাচ্ছিলো।।
অর্ণব ঠিকই বুঝতে পারছে আশ্বিনের রেগে থাকার কারণ। সে কোন কথা না বাড়িয়ে চুপচাপ গান প্লে করলো।।

— অর্ণব অধরাকে উদ্দেশ্য করে বললো,,,””অধরা। ব্যাগে দেখো সবার জন্য খাবার আর পানি রাখা আছে।। দাও সবাইকে।।””

অধরাও অর্ণবের কথামত সবাইকে খাবার দিলো।। আশ্বিনকে দেওয়ার সময় সে রাগী চোখে অধরার দিকে তাকিয়ে ছিল।।
অধরা অর্ণবকে খাইয়ে দিতে চাইলে তিশা অধরার হাত থেকে খাবার নিয়ে বললো…

— তিশা অধরাকে একটা চোখ টিপ দিয়ে,, “”আমাকে দে। আমি ভাইয়াকে খাইয়ে দিচ্ছি।।””

অধরা বুঝতে পারলো তিশার উদ্দেশ্য। সে দুষ্টু হেসে তিশাকে সম্মতি জানালো।। তারপর ধ্রুবর দিকে তাকিয়ে অধরা ফিক করে হেসে দিলো।। হাসতে হাসতে বললো…
— “”ধ্রুব ভাইয়া!! তোমারো দেখি আমার মতো খাওয়ার সময় মুখের আশেপাশে লেগে যায়।। হিহিহি।””

কথাটা বলেই অধরা ব্যাগ থেকে একটা টিস্যু বের করে আশ্বিনকে দেখিয়ে দেখিয়ে ধ্রুবর মুখ মুছে দিলো।। এদিকে এমন দৃশ্য দেখে আশ্বিন রাগে হাতে থাকা মামের বোতলে এতো জোরে চাপ দিলো,,, যে পুরো পানি ছিটকে গিয়ে মারিয়ার মুখের উপর পড়লো।।

— মারিয়া ন্যাকামি করে,,,””আশ্বিন!!! এটা তুমি কি করলে?? আমার সব মেকআপ তুমি নষ্ট করে দিলে।।””

— আশ্বিন মারিয়ার দিকে তাকিয়ে দেখে সে একদম কাক ভেজা হয়ে গিয়েছে,,,,””মারিয়া!!! আই এম রেইলি সরি।। আমি আসলে বুঝতে পারিনি।।””

এদিকে অধরার তো হাসিতে পেট ফেটে যাওয়া অবস্থা।। কোনমতে নিজের হাসি কন্ট্রোল করে মারিয়ার দিকে তাকিয়ে হাসি মুখে বললো…
— “”আপু টিস্যু লাগবে??””
কথাটা বলে আশ্বিনের দিকে তাকিয়ে দেখে সে এমন ভাবে তাকিয়ে আছে যেন অধরা আর একটা কথা বললেই তাকে একটা চড় মেরে দাঁত পরা আনারস বানিয়ে দিবে।।

ভয়ে বাকি রাস্তা অধরা চুপচাপ বসে ছিলো।।

🍁এদিকে…..

অধরার ডাক্তার জ্ঞান ফিরতেই নিজেকে একটা অন্ধকার রুমে হাত পা বাঁধা আবিষ্কার করে।। কিছু বুঝে ওঠার আগেই শাহিন আর সাহিল এসে তার সামনের চেয়ারে বসে পড়ে।।

— অধরার ডাক্তার,,,””আপনারা কে?? আমাকে এখানে নিয়ে এসেছেন কেনো??””

— শাহিন হাসাদ ড্রিংসের গ্লাসে চুমুক দিতে দিতে,,,””আমরা কে তা জানার প্রয়োজন নেই।। তবে এখান থেকে স্ব শরীরে ফিরে যেতে চাইলে আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে।।””

— ডাক্তার প্রশ্ন বিদ্ধ চোখে তাকিয়ে আছে।। সাহিল এসে বললো,,,””শুনেছি অধরা ওহির স্পেশাল ডাক্তার আপনি।। কি এমন অসুস্থতা অধরার?? সব সত্যি জানতে চাই।।””

— “”আমি কোন পেশেন্টের ইনফরমেশন বাহিরের কাউকে বলি না।।””

— শাহিন বাঁকা হেসে একটা গান বের করে ডাক্তারের মাথায় পয়েন্ট করে বললো,,,””এখনো কি বলবে না?? নাকি গুলি করবো?””

জানের মায়া সবাই আছে।। তাই ডাক্তার সাহেব বাধ্য হয়ে সব সত্যি তাদের খুলে বললো।। সবটা শুনে শাহিন আর সাহিল একে অপরের দিকে আবাক চোখে তাকিয়ে থাকে।।

— “”আমার অধরা জানুর এতো বড় সত্য তারা লুকিয়ে রেখেছে।। হোয়াও।।””

— “”এখন সময় এসে গেছে অধরা মামুনিকে সত্যিটা জানানোর।। কি বলো??””
কথাটা বলেই বাঁকা হাসি দেয় দুজন।

🍁বাগান বাড়িতে….

তাদের পৌছাতে পৌছাতে বিকেল হয়ে যায়।। সবাইকে উদ্দেশ্য করে অর্ণব বললো….
— “”সবাই যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও। সন্ধ্যার পর ছাদে সবাই মিলে আড্ডা দিবো।””

— আশ্বিন অধরার দিকে এক নজর তাকিয়ে বললো,,,””অধরা আর তিশা তোমরা অধরার ঘরে থাকবে। মারিয়া আর ইশমি তোমরা ডান সাইডের গেস্ট রুমে থাকবে। ধ্রুব তুমি আমার….””

— বাকি কথা বলতে না দিয়ে অর্ণব বললো,,,””ধ্রুব আমার সাথে থাকবে। চলো ধ্রুব।””
আশ্বিন রাগী চোখে অর্ণবের দিকে তাকালো।। অর্ণব জোর পূর্বক একটা হাসি দিয়ে আশ্বিনের কানে কানে বললো…

— “”আমি জানি ধ্রুবকে তুই চোখে চোখে রাখতে চাস।। কিন্তু তাকে তোর রুমে পাঠিয়ে আমি কোন রিক্স নিতে চাই না।। কি জানি পরে হয়তো দেখা যাবে,,রাতে তুই ধ্রুবকে গলা টিপে মেরে ফেলেছিস। বিশ্বাস নাই।””
কথাটা বলেই অর্ণব এক দৌড়ে রুমে চলে যায়।

🍁রাতে….

সবাই মিলে ছাদে গোল করে বসে আছে।। আর ট্রুথ ডেয়ার খেলছে।। সবার আগে শ্রাবণ ডেয়ার নেয়।। সবাই মিলে তাকে আর ইশতিকে কাপল ডান্স করতে বলে। শ্রাবণ একটা হাসি দিয়ে ইশমিকে নিয়ে ডান্স করে।

আশ্বিনের ডেয়ার নেওয়ায় সবাই তাকে গান গাইতে বললো।।
— “”ঠিক আছে। কিন্তু আমার সাথে অন্য কাউকে গাইতে হবে।””

— মারিয়া আফসোস করে বললো,,,,””কিন্তু আমার তো গানের গলা ভালো না।””

— মারিয়ার কথা শুনে অধরা মনে মনে,,””এটাই তো স্বাভাবিক।। শাকচুন্নির কণ্ঠ কি ভালো হয় নাকি? হুহহ””

— অর্ণব সবাইকে বললো,,,””আমার অধরার গানের গলা অনেক সুন্দর। অধরা গান গাইবে।””

সবার জোরাজুরিতে দুজন গান শুরু করে।। আশ্বিন গিটারে সুর তুলতে তুলতে….

🎶🎶 ((আশ্বিন))…..
এতটা কাছে…তবুও কেনো আড়াল?
কোন সে ভুলে?? আজ এই বি’ভার দেয়াল
থামিয়ে আধা সময়…চাইছে তোমায় হৃদয়।।
((অধরা))…..
ভালোবাসি_তাই❤ কাছে আসি..
ছুঁয়ে আছো এ মন…তুমি এখনো।।
((অধরা আশ্বিন একসাথে))
ভালোবাসি_তাই❤ কাছে আসি..
হারাবে না এ পথ…জানি কখনো।।🎶🎶

গান শেষ করতেই সবাই একসাথে হাত তালি দিতে থাকে। মারিয়া মুখটা বাকিয়ে বাধ্য হয়ে হাত তালি দিচ্ছে। এদিকে অধরা আর আশ্বিন এতোক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়ে গান গাইছিলো।। সবার হাত তালির শব্দ শুনে অধরা চোখ সরিয়ে নিয়ে তাদের সাথে হেসে হেসে গল্প শুরু করে। আশ্বিন এখনো এক মনে অধরার দিকে তাকিয়ে আছে।

–চলবে❤

#ভালোবাসি_তাই❤
#মাহিয়া_মেরিন
পর্ব::::০৯

🍁রাতে….

অধরা ঘুমিয়ে আছে। হঠাত তার কাছে মনে হচ্ছে কেউ তার দিকে গভীর ভাবে তাকিয়ে আছে।। অধরা একটু নড়ে চড়ে…পিটপিট করে চোখ খুলে দেখে অন্ধকারের মাঝে দুটি চোখ তার দিকে তাকিয়ে আছে।। অধরা কিছু না ভেবেই একটা চিৎকার দিবে তখনই কেউ শক্ত করে তার মুখ চেপে ধরে।।

— “”আরে আমি আশ্বিন। একদম চিৎকার করবি না,,চুপ থাক নয়তো তিশা উঠে যাবে।।।”” ফিসফিস করে কথাগুলো বললো আশ্বিন।।

— অধরা মুখ থেকে আশ্বিনের হাত সরিয়ে ফিসফিস করে বললো,,,””তুমি এখন এখানে কি করছো??””

— আশ্বিন গম্ভীর মুখে বললো,,,””তোর সাথে কথা আছে। চল আমার সাথে।””
কথাটা বলেই অধরার হাত ধরে টানতে টানতে তাকে ছাদে নিয়ে আসে।

— “”ভাইয়া!! তুমি এতো রাতে আমাকে ছাদে নিয়ে আসলে কেনো??
ওওও!!! বুঝতে পেরেছি আমি।। সিনেমার হিরো হিরোইনদের মতো আমরা দুইজন মিলে একসাথে চাঁদ দেখতে এসেছি।। তাই না??”” লাজুক একটা ভাব নিয়ে কথাটা বললো অধরা।

— আশ্বিন ভ্রু কুঁচকে অধরার দিকে তাকিয়ে বললো,,,””আমার তো আর খেয়ে দেয়ে কাজ নাই যে তোকে নিয়ে চাঁদ দেখতে আসবো।। ভেবেছিলাম তোকে ছাদে নিয়ে এসে ধাক্কা দিয়ে ফেলে দিবো।। যাই হোক,,,এখন বল আমি কে??””

— অধরা এতোক্ষণ মুখ কালো করে কথাগুলো শুনছিলো।। শেষ কথাটা শুনেই একটা ভুবন ভুলানো হাসি দিয়ে বললো,,,””হায় হায় ভাইয়া!! তুমি নিজের নাম ভুলে গিয়েছো?? আরে,,তুমি তো আশ্বিন ভাইয়া।। দ্যা গ্রেট আশ্বিন চৌধুরী।।””

— “”একদম বেশি কথা বলবি না।। চুপচাপ আমার প্রশ্নের উত্তর দিবি।। এখন বল,,,আমার কথা মেনে না চললে আমি তার কি করি??””

— অধরা চোখ ছোট ছোট করে তাকিয়ে বললো,,,””তার বারোটা বাজিয়ে দাও।। কিন্তু তুমি এসব কথা কেনো জিজ্ঞেস করছো??””

— অধরা কথাটা বলার সাথে সাথে আশ্বিন তাকে দেয়ালের সাথে চেপে ধরে চিৎকার করে বললো,,,””তাহলে এখন বল তুই কি শাস্তি চাস?? বারণ করেছিলাম না??ওই ছেলের সাথে কথা না বলতে।। বল নিষেধ করেছি কিনা??””

— অধরা ভয়ে ভয়ে বললো,,,””ধ্রুব ভাইয়া খুব ভালো ছেলে।। ভাইয়ার অনুমতি নিয়েই তো আমি বন্ধুত্ব করেছি।।””

আশ্বিন রাগে অধরার পাশে দেয়ালে একটা ঘুষি মারে।। ভয়ে অধরা কেঁপে ওঠে।। আশ্বিনকে রাগিয়ে দেওয়া তার ঠিক হয়নি,,,এখন হারে হারে তা বুঝতে পারছে।।

— “”ধ্রুব কেমন ছেলে,,,আই ডোন্ট কেয়ার।। তুই তার থেকে দূরে থাকবি,,,দ্যাট’স ইট। আর অর্ণব কোনদিন তোর কথায় না করেছে।। তুই যাই বলিস না কেন,,, অর্ণব সবসময় চোখ বন্ধ করেই তোকে সম্মতি দিয়েছে।।
যাই হোক,,,আজকে যা হওয়ার হয়েছে।। নেক্সট টাইম থেকে যেন তোদের একসাথে হাহা হিহি করা,,,গা ঘেঁষে গল্প করা এসব না দেখি।। মনে থাকবে??””

অধরার এতক্ষণ ভয়ে কলিজা শুকিয়ে যায় যায় অবস্থা।। আশ্বিনের কথা শেষ হওয়ার সাথে সাথে সে কোন কিছু না ভেবেই মাথা নেড়ে সম্মতি জানায়।।

এদিকে আশ্বিন এতক্ষণ রেগে কথাগুলো বলার পর তার হুশ ফিরে যে সে অধরার খুব কাছে দাঁড়িয়ে আছে।। অধরা ভয়ার্ত চোখে তার দিকেই তাকিয়ে আছে।। অধরার কাপা কাপা ঠোঁট জোড়া এক অজানা ঘোরে টেনে নিয়ে যাচ্ছে আশ্বিনকে।। ঘোর লাগা চোখে এক ধ্যানে অধরার ঠোঁটের দিকেই তাকিয়ে আছে সে।।

— অধরা আশ্বিনের এমন তাকিয়ে থাকা লক্ষ্য করে বললো,,,””এভাবে তাকিয়ে কি দেখছো তুমি??””
তারপর একটা দুষ্টু হাসি দিয়ে বলল,,,””কিস করার চিন্তা ভাবনা চলছে নাকি মনে??””

— অধরার কথায় আশ্বিন থতমত খেয়ে যায়।। সে অধরার থেকে একটু সরে দাঁড়িয়ে নিজেকে সামলে নিয়ে বললো,,,,””কিহহ?? কি বললি তুই?? হাহাহা,,,,হাসালি।। আমি কিস করবো,,তাও আবার তোকে??
প্রয়োজনে গিয়ে কারেন্টের খাম্বায় কিস করবো…তাও তোকে না। যা,,,এখন নিচে যা।। আর আমি কি বললাম,,, কথাগুলো যেন মনে থাকে।।””

অধরা চোখ ছোট করে তাকিয়ে আশ্বিনকে একটা ভেংচি কেটে চলে যায়।। এদিকে অধরা চলে যেতেই আশ্বিন ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে তখনকার মুহূর্তের কথা মনে করে।। কি করতে যাচ্ছিল সে!!! অধরা সামনে থাকলেই কেনো সে এক অজানা ঘোরের মাঝে চলে যায়!!
অধরার বলা কথাটা মনে হতেই আনমনে হেসে উঠে আশ্বিন।।

— “”আসলেই একটা পাগল।।””

🍁পরদিন…..

সবাই একসাথে বসে নাস্তা করছে।। কাল রাতের ভয়ে অধরা ধ্রুবর থেকে একটু দূরেই বসেছে।। কিন্তু মারিয়া ঠিকই আশ্বিনের পাশে বসেছে।।

— অধরা মনে মনে,,,,””নিজের বেলায় ষোল আনা আর আমি করলেই দোষ।। দেখো কিভাবে মারিয়া শাকচুন্নির পাশে বসে আছে।। এহহহ!! ভাব তো এমন যেন উনি নবাব সিরাজউদ্দৌলার চাচা শ্বশুরের বংশধর।। হুহহহ ঢং!!!””

— সবার খাওয়া শেষে অর্ণব বললো,,,””সবাই গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও।। কিছুক্ষণ পরেই আমরা সবাই ঘুরতে বের হবো।।””

অধরা তো কথাটা শুনেই তিশাকে নিয়ে দৌড়ে তার রুমে চলে আসে।।

🍁🍁

সবাই মিলে সামনের একটা পার্কে ঘুরতে এসেছে।। যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছে,,,ছবি তুলছে।। আশ্বিন ভালো ফটোগ্রাফি পারে তাই সেই সবাইকে ছবি তুলে দিচ্ছে।। তবে মারিয়া একটু বেশিই ছবি তুলছে।
অধরা ধ্রুবর সাথে একদমই কথা বলেনি এমন না। একটু দূরত্ব বজায় রেখেই কথা বলেছে।।

— শ্রাবণ সবার উদ্দেশ্যে বললো,,,,””একটু সামনেই একটা রেস্টুরেন্ট আছে। সেখান থেকে চল লাঞ্চ করে তারপর নাহয় লেকের ধারে যাই।। কি বলিস তোরা??””

সবাই শ্রাবণের কথায় সম্মতি দিয়ে যাওয়ার জন্য সামনে এগিয়ে যাচ্ছে।। হঠাত অধরা পিছনে তাকিয়ে কিছু একটা দেখে,,,তার পিছু নেয়।।

— তিশা ফোন দেখতে দেখতে এগিয়ে যেতে যেতে,,,””আজকে তো দেখি সবগুলো ছবিই অনেক সুন্দর এসেছে। তাই না ওহি?? আমি তো অর্ণব ভাইয়ার সাথেও ছবি তুলেছি।। হিহিহি।। কি হলো কথা বলছিস না কেনো??””
পাশে ফিরে দেখে অধরা নেই,,আশেপাশেও নেই।। সবার উদ্দেশ্য বললো,,,””অধরা কোথায়?? ভাইয়া,,,অধরা কোথায় গেলো??””

— অর্ণব আশেপাশে তাকিয়ে দেখে অধরা কোথাও নেই,,,””কোথায় গেলো? আমি দেখেছি গিয়ে।।””

— আশ্বিন অর্ণবকে থামিয়ে বললো,,,””তুই সবাইকে নিয়ে সামনে আগাতে থাক।। ওই গাধীকে আমি খুঁজে নিয়ে আসছি।।””
অর্ণব আশ্বিনের কথায় মাথা নেড়ে সম্মতি জানায়। আশ্বিন অধরাকে খুঁজতে চলে যেতেই মারিয়া বিরক্তি লুক নিয়ে সেদিকে তাকিয়ে থাকে।।

এদিকে আশ্বিন পুরো পার্কে অধরাকে খুঁজতে খুঁজতে হঠাত দেখে অধরা সাইডে দাঁড়িয়ে একটা ছোট্ট বিড়াল কোলে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।। অধরাকে নিরাপদ দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আশ্বিন।। পর মুহূর্তে রাগী লুক নিয়ে অধরার কাছে এসে তার মাথায় আলতো করে বারি দিয়ে।।

— “”এই গাধী।। তুই কি সত্যিই পাগল নাকি?? এভাবে কাউকে না বলে চলে এসেছিস কেনো?? জানিস সবাই কতো ভয় পেয়ে গিয়েছে।। মাথা মোটা কোথাকার।। চল এখন।””
কথাটা বলেই অধরার হাত শক্ত করে চেপে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে আশ্বিন।। হঠাত অর্ণব ফোন করে….

— “”হ্যা অর্ণব।।
হ্যা পেয়েছি তোর ইডিয়েট বোনকে।
কোথায় আর যাবে? বিড়াল দেখে পিছু নিয়েছিল।।
আচ্ছা তোরা সামনে আগাতে থাক। আমি এই তামশাকে নিয়ে আসছি।””

আশ্বিন রাগী লুকে অধরার দিকে তাকিয়ে ফোনে কথা বলছিলো।। আর অধরা মাথা নিচু করে আঁড়চোখে তাকিয়ে তার কথাগুলো শুনছিলো। আশ্বিন ফোন রেখে একটু সামনে আসতেই হঠাত বৃষ্টি শুরু হয়।।

— “”ধুর!! এখনি বৃষ্টি হওয়ার ছিলো।। এই অধরা এদিকে আয়।”” কথাটা বলেই আশ্বিন অধরাকে নিয়ে একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে পড়ে।।

কিছুক্ষণ পর আশ্বিন তাকিয়ে দেখে অধরা বৃষ্টিতে অনেকটাই ভিজে গিয়েছে,,,গুটি সুটি মেরে চুপচাপ দাঁড়িয়ে আছে।। মনে মনে,,,””ওহ নো।। অধরার তো আবার একটুতেই ঠান্ডা লেগে যায়।”” কথাটা ভেবেই আশ্বিন তার শার্ট খুলে অধরার মাথার উপর ধরে রাখে।।

আশ্বিনের এমন কান্ড দেখে অধরা মাথা উঁচু করে অবাক নয়নে আশ্বিনের দিকে তাকিয়ে আছে।। আশ্বিনের দৃষ্টি আশেপাশে।। আশ্বিনের এহেন আচরণে অধরা মুচকি হেসে তার দিকে তাকিয়ে থাকে।।

— অধরা মনে মনে,,,””এই আশ্বিন ভাইয়াটাও না,,,অনেক অনেক সুইট।। হ্যা একটু রাগী কিন্তু আমার অনেককক কেয়ার করে।
তোমাকে বুঝতে পারা আমার পক্ষে কখনোই সম্ভব না ভাইয়া।। আমার এতো কেয়ার করো এমনকি আমার পাশে কোন ছেলেকেও তুমি সহ্য করতে পারো না,,,তবুও বলো আমায় ভালোবাসো না।।
তাহলে তোমার কাছে ভালোবাসার মানে কি??
শুধু মাত্র আমি অন্য মেয়েদের মতো এতো স্মার্ট আর বুদ্ধিমান না,,,একটু বোকা টাইপের বলেই কি আমায় পছন্দ করো না??
তোমাকে জীবনে অনেক মেয়েই ভালোবাসবে,,অনেকেই তোমাকে নিজের করে চাইবে। কিন্তু কেউ কখনো তোমায় আমার মতো করে ভালোবাসবে না ভাইয়া।। কারণ শুধু মাত্র ভালোবাসি_তাই❤ তোমার এতো অবহেলার পরও…আমার শুধু তোমাকেই চাই।””

আশ্বিনের দিকে তাকিয়ে একমনে কথাগুলো ভাবছিলো অধরা।। কি হয় আশ্বিনের তাকে ভালোবাসলে? মুহুর্তটা এখানেই থেমে গেলে হয়না? আশ্বিন সবসময় অধরার কাছে থাকবে,,,অধরার অবুঝ নিঃস্বার্থ ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকবে। যেখানে স্থান থাকবে না অন্য কারো।।
ভাবনাগুলোর মধ্যেই বৃষ্টি কমে আসায় আশ্বিন আর অধরা একটা রিকশা নিয়ে রেস্টুরেন্ট চলে আসে।

— অর্ণব অধরার কাছে এসে,,,””ওহি,,,তুই ঠিক আছিস তো?? তোরা দুজন দেখি অনেকটাই ভিজে গিয়েছিস।। যা ফ্রেশ হয়ে আয়।।””

অধরা আশ্বিন ফ্রেশ হয়ে সবার সাথে বসে লাঞ্চ করে সবাইকে নিয়ে লেকের পারে ঘুরতে আসে।। সবাই মিলে অনেকক্ষণ একসাথে আড্ডা দিচ্ছে ছবি তুলছে। লোকটা অনেক সুন্দর।। অধরার অনেক ইচ্ছে করছে পানিতে পা ভেজাতে।।

— অধরা অর্ণবকে বললো,,,””ভাইয়া আমি লেকের পানিতে পা ভেজাই?? প্লিজ।।””

— “”না। তুই লেকের কাছে একদম যাবি না।। যদি পরে যাস,,,,তুই তো সাঁতার পারিস না।। সো যাবি না।””

— “”ভাইয়া প্লিজ ভাইয়া।। আমি সাবধানে থাকবো সত্যি।।””

— অর্ণব অধরার জোরাজুরিতে রাজি হয়ে,,,””ঠিক আছে।। বেশিক্ষণ থাকবি না,,,এখনি চলে আসবি।””

অধরা খুশি হয়ে এক দৌড়ে লেকের পাড়ে বসে পানিতে পা ডুবিয়ে দেয়। স্নিগ্ধ ঠান্ডা পানির আবেশে অধরার মন জুড়ে যায়। সে পা নাড়াতে নাড়াতে খিল খিল করে হাসতে থাকে।।

হঠাত পিছন থেকে এক ধাক্কা খেয়ে অধরা পানিতে পড়ে যায়।। সাঁতার না জানায় পানিতে হাবুডুবু খেতে থাকে।।

এদিকে অন্যরা দূরে বসে গল্পের মধ্যে ব্যস্ত ছিলো তাই অধরার দিকে কারোরই খেয়াল ছিল না।। হঠাত পানিতে কিছু পড়ার শব্দ শুনে সবাই এদিকে তাকিয়ে দেখে অধরা….!!

— “”অধরা!!!”” কথাটা বলেই সবাই এদিকে দৌড়ে আসে।।

—চলবে❤

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here