ভালোবাসার টান
part:23,24
writer:Tanzidaa Jannat
23
ইফতি ঃ হ্যালো নাবিলা আমার খাবারটা পাঠিয়ে দাও তো,,,,,,,
(বলেই ফোনটা রেখে দিলো)
মিসকাঃ আপনি এখনও খান নি??
ইফতিঃ না আসলে আজকের লাঞ্চ টা অন্য কিছু দিয়ে করেছি,,,,,,( বলেই মুচকি হাসছে)
মিসকাঃ এই বজ্জাত হনুমানটা এভাবে কেনো হাসছে??(একটু ভ্রু কুচকে)ওর হঠাৎ দুপুরের ঐ ঘটনাটির কথা মনে পড়ে গেলো,,,,,,আ,,,,,আমি তো ভুলেই গিয়েছিলাম ।শয়তান, হনুমান, গন্ডার,নাইজিরিয়ান,উগান্ডা,ইচ্ছে করছে যাতা কলে পিসিয়ে মারি( মনে মনে)
ইফতিঃ মিসকার মুখের অবস্থা দেখে এতো হাসি পাচ্ছে ।না মহারানীকে আর রাগানো ঠিক হবে না,,,,,
এর মধ্যে খাবার রেখে গেলো,,,,,,,
ইফতিঃ নাও খাবারটা,,,,(বলার আগেই,)
মিসকাঃ আমি খাবো না আমার ক্ষুধা নাই,,,,,,,,,
ইফতিঃ তোমাকে কে খেতে বললো,,,,, আমি তো জানি তুমি পেট ভরে খেয়ে এসেছো😒আরো খাবে নাকি। দিন দিন যে হাতির মতো হচ্ছো
মিসকাঃ কি বললেন আমি হাতি
ইফতিঃ উফফ একটু থামো তো। ক্ষুধা পাইছে এখন খাবো তো,,,,
মিসকাঃ তো খেতে কে বারন করলো,,,,,খেয়ে নিন,,,,
ইফতিঃ কিভাবে খাবো ( হাতটা উঠিয়ে)
মিসকাঃ বা হাতে চামচ দিয়ে
ইফতিঃ পারবো না,,,
মিসকাঃ তা হলে না খেয়ে থাকেন
ইফতিঃ না তুমি খাইয়ে দিবা,,,,,,
মিসকাঃ আমি
ইফতিঃ হ্যা,,,, তুমি,,,,দেখো আর একটা কথা বললে কিন্তু দুপুরের মতো কিছু একটা হবে😜( বলেই হেসে দিলো)
মিসকাঃ রাগি দৃষ্টিতে ইফতির দিকে তাকালো,,,,
ইফতিঃ কি হলো
মিসকাঃ কোনো কথা না বলে ইফতির মুখের সামনে ধরলো,,,,,
ইফতিঃ 😒অন্য দিক মুখ করে আছে,,,,,
মিসকাঃ কি হলো,,,,,
ইফতিঃ হাত দিয়ে খাইয়ে দিতে হবে,,,,,,
মিসকাঃ চামচ টা পাশে রেখে হাত দিয়ে খাইয়ে দিচ্ছে,,,,
ইফতিঃ প্রথম লোকমাটা মুখে নিয়ে খাচ্ছে আর চোখ থেকে মনের অজান্তেই একফোটা পানি পরে গেলো,,,,,( নিলা আমাকে এভাবে খাইয়ে দিতো,,,,,না আমি আর ঐ বিশ্বাস ঘাতকের নাম মুখে আনবো না। ও আমার অতীত,,আর আমি আর অতীতে যেতে চাই না,,,, বলেই মিসকার দিকে তাকালো,,,,
মিসকাঃ একি আপনি কাঁদছেন কেনো??হাতে জ্বালা করছে,,??
ইফতিঃ না তো,,,,, ও কিছু না। তাড়াতাড়ি দাও তো খুব ক্ষুধা পাইছে,,,,
মিসকাঃ বুঝলাম না বজ্জাত গোমড়ামুখো টার সাথে আগে ভালো কথা বললেও কেমন বিহেভ করতো,,কিন্তু দিন দিন যতো দেখছি ততো মানুষ টাকে বড্ড অচেনা লাগছে( মনে মনে)
ইফতি খাওয়া শেষ হলে মুখটা মুছে নিলো,,আর নাবিলার সাথে কথা বলছে ফোনে,,,,,
মিসকা হাতটা ধুয়ে নিতেই দেখে বাসা থেকে ফোন এসেছে।
মিসকাঃ হ্যালো,,,,,,
হিয়াঃ আন্টি তুমি কোথায়??
মিসকাঃ আমার হিয়া শোনা 😊আজ একটু কাজে আছি শোনা
তুমি মোন খারাপ করো না আন্টি তাড়াতাড়ি চলে আসবে
হিয়াঃ আচ্ছা বায়,,,,,,
মিসকাঃ আচ্ছা,,,,
ইফতিঃ চলো আমাদের বেরোতে হবে,,,,
মিসকাঃ কোথায় যাবো??
ইফতি ঃ বিয়ে করতে
মিসকাঃ কিহ,,,,,,
ইফতিঃ যেভাবে জিগ্যেস করলে কি উত্তর দিবো,,,,,জানো না কোথায় যাবো,,,,
মিসকাঃ আপনি যে বললেন ক্লাইন্ট আসবে,,,,
ইফতিঃ না ওরা আসবে না,,,,, ওরা কোনো এক হোটেলে উঠেছে আমাদের যেতে হবে,,,সব কিছু গুছিয়ে নাও,,,
মিসকাঃ হুম নিচ্ছি,,,,,,
ওরা বেড়িয়ে পড়লো,,,,,
ইফতিঃ কি হলো সিট বেল্ট লাগাও নি কেনো??
মিসকাঃ থাক প্রয়োজন নেই,,,,,😒
ইফতিঃ গাড়ি ব্রেক করে,,,,,তোমার কি প্রয়োজন না প্রয়োজন সব কি তুমিই ঠিক করবে??
মিসকাঃ আমার লাইফ আমি ঠিক করবো না কে ঠিক করবে শুনি,??
ইফতিঃ মিসকার দিকে তাকিয়ে সিট বেল্টটা লাগিয়ে আবার ড্রাইভ করা শুরু করলো,,,,দুজনের একজনও গাড়িতে কথা বললো না,,,
মিসকা গাড়ির গ্লাসটা নামিয়ে মুখটা বাইরের দিক প্রকৃতি দেখছে,,,,,,চুলগুলো উড়ছে,,,,,,
ইফতিঃ মাঝে মধ্যে ওর দিকে তাকাচ্ছে আর ড্রাইভিং করছে,,,,,
ইফতি একটা ফাইভস্টার রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো,,,,,
ভিতরে গিয়ে হায় হ্যালোর পর্বটা শেষ করে তাদের সাথে মিটিং কমপ্লিট করে ডিলটা ফাইনাল করলো,,,,,প্রায় রাত ৮ টা বেজে গেছে,,,,সবাই একসাথে ডিনার করলো,,,,,,,তারপর যে যার মতো বিদায় নিলো,,,,,
মিসকা গাড়িতে উঠে ৯ টা বাজতে ১৫ মিনিট বাকি কতো রাত হয়ে গেলো,,,,
ইফতিঃ তো কি হয়েছে এখনই তো বাড়ি যাচ্ছি,,,,
মিসকাঃ কোনো কথা না বলে বাসায় ফোন করলো,,,,,
মিসেস নিলুফা ফোন ধরলো,,,,
মিসকাঃ আসসালামু আলাইকুম আন্টি,,,,,, হিয়া কি ঘুমিয়ে গেছে,,,,
মিসেস নিলুফা ঃ হ্যা,,,,,,ওর দাদুভাই ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে।অবশ্য ঘুমোতে চায় নি,,,,
মিসকাঃ ওহ,,,
মিসেস নিলুফা ঃ তোরা এখন কোথায়??
মিসকাঃ এই তো রাস্তায়,,,, বেশিক্ষণ লাগবে না আসতে৷৷
মিসেস নিলুফা ঃ আচ্ছা তাড়াতাড়ি আয়,,,আর ইফতিকে বলিস সাবধানে গাড়ি চালাতে,,,
মিসকাঃ আচ্ছা,,,, ( একবার ইফতির দিকে তাকিয়ে)
ইফতি,ঃ কি বললো মম??
মিসকাঃ বললো সাবধানে গাড়ি চালাতে,,,,,
ইফতি একটু হেসে রেডিওটা বাজালো,,,,,,রেডিও তে গান বাজতেছে,,,,,,
💞আমি এমন একটা তুমি চাই,,,,, এমন একটা আম চাই যে তুমিতে আমি ছাড়া অন্য কেহ নাই,,,
তুমি একবার বলো যদি আমি পাড়ি দেবো খড় শ্রোতা নদী,,,(২)
ভালোবাসা দিবো পুরোটা,,,,,
মিসকাঃ মিসকা গাড়িতে মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করে গানটা শুনছে,,,,,,বাসাতে চুলগুলো ইচ্ছে মতো খেলা করছে,,,,
ইফতিঃ মিসকার দিকে বারবার তাকাছে আর একটু একটু হাসছে,,,,
কি অপুর্ব লাগছে ওকে,,,,,,মনে হচ্ছে পথটা যদি শেষ না হতো।সময়টা যদি এভাবে থমকে যেতো,,👌
হঠাৎ গাড়ি থেমে গেলো,,,,মিসকা সামনের দিকে ঝুকে পড়ে
মিসকাঃ এভাবে কেউ গাড়ি ব্রেক করে,,,,,বাসায় তো আসি নি তাহলে গাড়ি কেনো থামালেন??
ইফতিঃ আমার শখ এজন্য থামাইছি
গাড়ি বারবার স্টার্ট দিচ্ছে কিন্তু স্টার্ট নিচ্ছে না,,,,,,
ইফতিঃ ওহ সিট,,,,,,
মিসকাঃ কি হলো কি গাড়ি কেনো স্টার্ট দিচ্ছেন না,,,,বাসায় যাবো না কি??
ইফতিঃ তোমার মুখটা বন্ধ রাখবা??চোখে দেখতে পাচ্ছো না গাড়ি স্টার্ট হচ্ছে না
মিসকাঃ এ্যা,,,,😰 এখন কি হবে
এতো রাত হয়ে গেলো,,,,,এখন বাসায় যাবো কিভাবে??
ইফতিঃ চলো দেখি গাড়ি পাই কি না,,,,
দুজনে গাড়ি থেকে নেমে হাটছে। কিন্তু একটা গাড়িও নেই পুরা রাস্তা ফাকা,,মিসকার ভয় লাগছে,,,,, ইফতির খুব কাছাকাছি হাটছে,,,,,
ইফতি দেখলো মিসকার মুখে ভয়ের ছাপ,,,,,ওর কাছাকাছি হাটছে আর এদিক সেদিক তাকাচ্ছে,,,,,,,,,
ইফতিঃ কি ভয় লাগছে??
মিসকাঃ ভ,,,,ভয় কেনো লাগবে আমি কি ছোট বাচ্চা নাকি?
ইফতিঃ তা তো তোমার মুখ দেখেই বুঝা যাচ্ছে
মিসকা ঃ এভাবে কেনো হাসছেন।এতো রাতে কেউ নাই আমরা দুজন একা রাস্তায় ভয় তো একটু লাগবেই( মুখ ভার করে)
ইফতিঃ আচ্ছা বুঝেছি এবার চলো
ইফতিও টেনশনে পড়ে গেলো কি করবে এখন,,,,,আচ্ছা সিফাতকে ফোন করলেই তো হয়,,,,,, এই কথাটা এতক্ষণে মনে পড়লো,,,,,
ইফতি ফোনটা হাতে নিয়ে ওহ সিট সিট ফোনটার একফোটাও নেটওয়ার্ক নেই,,,,,,ধুর
ইফতিঃ তোমার ফোনে দেখোতো নেটওয়ার্ক আছে কি না??
মিসকাঃ ফোন তো ব্যাগে,,,,,
ইফতিঃ তো কি হয়েছে ফোনটাকি ব্যাগ থেকে বের করা যাবে না??
মিসকাঃ চোখ কি উপরে রেখে দিয়েছেন? ব্যাগ কি আমার সাথে ব্যাগ তো গাড়িতে
ইফতিঃ বাহ,,,,,মহান কাজ করেছেন এখানে দাড়ান আমি আসছি,,,,,,( এক দৌড়ে চলে গেলো)
মিসকাঃ আরে আমি,,,,,,😔একা একা ভয় লাগছে,,,,,,
ইফতিঃ গাড়ির লক খুলে ব্যাগের মধ্যে মোবাইল টা খুজছে কিন্তু পাচ্ছে না,,,,,মেয়ে মানুষের ব্যাগে পৃথিবীর সবকিছু পাবে। এতো জিনিস নেওয়ার দরকার হয় সবসময় এখন কাজের জিনিস ই পাচ্ছি না,,,
এই তো ফোন পেয়েছি,,,,,,,একি ফোনের চার্জ শেষ। ওহ নো এখন??
উফফ,,,,,,,, বলেই ফোনটা হাতে নিয়ে সামনে এগুচ্ছে,,,,,,,,,, মিসকা দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে কাদছে,,,,,,
ইফতিঃ কি হয়েছে ভয় পেয়েছো??? এই তো আমি এতো ভয়ের কি আছে,,,,,,মিসকা মাথা উচু করে ইফতির দিকে তাকিয়ে আবার শক্ত করে জড়িয় ধরে কাদতে লাগলো,,,,,,
ইফতিঃ কি হয়েছে বলবা তো,,,,,,
মিসকাঃ ওকে ছেড়ে দিয়ে কাপতে কাপতে বলতে লাগলো ঐ ছেলেগুলো,,,,
ইফতিঃ ছেলে!!! কোন ছেলেগুলো ( বলেই সামনের দিক তাকালো)
#চলবে,,,,,,,,,,,,,,,,,,
#ভালোবাসার__টান,,,,,,,,,,,,😍👸😍
#Part:::::::::::::::(24)
#Writer::::::::::::Tanzidaa Jannat
ইফতি দেখতে পেলো ৩ জন ছেলে ওদের দিকে আসছে,,,,,,
ইফতিঃ আরে বোকা ওদের ভয় পাওয়ার কি আছে??রাস্তা দিয়ে কি তোমার জন্য মানুষ যাওয়া বন্ধ করে দিবে😂
মিসকাঃ ইফতিকে ছেড়ে দিয়ে,,,৷, আপনি হাসছেন কেনো??
ইফতিঃ তো কি করবো,,,,, তোমার মতো এতো ভিতু একটাও দেখি নি এমনি তো সারাদিন আমার সাথে ঝগড়া করো তখন তো ভয় পেতে দেখি না ( নাকটা একটু টেনে দিয়ে)
মিসকাঃ চোখ বড় বড় করে হা করে তাকিয়ে আছে,,,,,
ইফতিঃ হাসছে,,,,,,
ঐ তিনজন লোক ওদের খুব কাছাকাছি চলে আসলো,,,,,
১ম ছেলেটাঃ কি মামুনি আমাদের দেখে তো দৌড়ে পালালে,,,,এখন তো আরেকজনকে জড়িয়ে আছো,,,,
২য় জনঃ আরে বুঝিস না,,,,, মামুনির আমাদেরকে পছন্দ হয় নি,,,,
তারপর ৩ জন মিলে হাসছে,,
মিসকা ওদের দেখেই ইফতির পিছনে গিয়ে লুকায়,,,,,, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে,,,,,
ইফতিঃ ওদের কথা শুনে রাগে রীতিমত কাঁপছে 😡
৩য় ছেলে ঃ আরে ভাই মজা তুমি একা নিবা কেন আমাগো একটু ভাগ দাও
ইফতিঃ কোনো কথা না বলেই মুখ বরাবর ঘুষি মারলো,,,,ছেলেরা সাথে সাথে কাথ হয়ে পরে গেলো। নাক দিয়ে রক্ত বের হয়ে গেলো,,,
২য় ছেলেঃ আব্বে এই তুই কেন মারছিস বে,,,,কি হয় তোর?? বউ,,,??,তা তো মনে হচ্ছে না তাহলে তোর এতো ফাটছে কেন??😠
ইফতিঃ হাতাটা উঠিয়ে এগুচ্ছে,,,,,,, কি বললি তুই আমার ফাটছে কেনো?? তাহলে শোন ও আমার সবকিছু এজন্যই আমার ফাটছে বলেই একটা ঘুষি। ও আমার অন্ধকারের আলো বলেই আরেকটা ঘুষি।ও আমার একেলা পথের সঙ্গি বলেই আরেকটা ঘুষি।
ছেলেটা সাথে সাথে পরে গেলো,,,,,
১ম ছেলেঃ দে,,,দেখ ভাই তোকে আমরা চিনি না। আর তুই ও আমাদের কে চিনিস না,,,,,যেখানে যাচ্ছিলি চলে যা,,
ইফতিঃ চলে তো যাচ্ছিলাম,,,,,, কিন্তু তোরা তো যেতে দিলি না 😡একবার যখন শুরু করেছিস শেষ না করলে মনে শান্তি পাবো না,,,,, বলেই ছেলেটাকে পেট বরাবর লাত্থি,,
ছেলেটাঃ আরে ভাই পথের একটা মেয়ের জন্য তুই এভাবে মারছিস??
ইফতিঃ ওর বুকের উপর হাটু গিরে বসে কি বললি তুই ও পথের মেয়ে বলেই গালে চড় বসিয়ে দিলো।শুনে রাখ ও আমার,,,,ভা,,,( বলেই মিসকার দিকে একটু তাকিয়ে থেমে গেলো)মারতে লাগলো,,,,
ভাই আমাদের ভুল হয়ে গেছে আমাদের ছেড়ে দেন,,
ইফতিঃ তোদের মতো জানোয়ারের জন্য মেয়েরা স্বাধীন ভাবে চলতে পারে না,,,,,,( বলছে আর ইচ্ছা মতো মারছে)অনেক দিন পর তোদের মতো জানোয়ারদের মেরে ভালো লাগছে,,,,,পুরোনো স্বাদটা ফিরে পেলাম,,,😁
মিসকাঃ ভয়ে কাঁপছে,,,,, ইফতির এতো রাগ দেখে মিসকার আত্মা শুকিয়ে গেলো,,,ছেলে গুলো রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে,,,,
মিসকা দৌড়ে গিয়ে ইফতিকে থামাতে চেস্টা করছে। কিন্তু পারছে না,,,,,,,
মিসকাঃ ওরা মরে যাবে প্লিজ আপনি একটু শান্ত হন,,,, বলেই মিসকা জ্ঞান হারালো,,,,
ইফতিঃ আরে মিসকা,,,,,এই শোনো কি হলো তোমার মিসকা,,,,,
ইফতি হাটু গিড়ে বসে মিসকার মাথা কোলে নিয়ে ওকে ডাকছে,,,,
এই ফাকে ছেলেগুলো দৌড়ে পালালো,,,,,
ইফতিঃ মিসকার মাথা বুকের সাথে মিশিয়ে,,,,, মিসকা প্লিজ তাকাও,,,,,প্লিজ বলেই শক্ত করে ধরে আছে,,,,
মিসকাঃ উফফ এতো জোরে চেপে ধরলে মরে যাবো তো,,,,
ইফতিঃ মিসকার কথা বলার শব্দ পেয়ে,,,,, ওকে ছেড়ে ওর দিকে তাকালো,,,,
মিসকাঃ চোখ টিপ মেরে।একটু হেসে দেয়
ইফতিঃ তারমানে তুমি অভিনয় করছিলে,,,,
মিসকা উঠে দাড়িয়ে,,,,
মিসকা ঃ তাহলে কি করতাম যেভাবে মারছিলেন ওদের।। মরে যেতো
ইফতিঃ তোমার সাহস হয় কি করে আমার সাথে মজা করার,,,,,( মিসকার দুই হাত চেপে ধরে)ধমকে বললো😡😡
মিসকাঃ ভয়ে চোখ বড় বড় করে ভয়ে কাপছে
মিসকা কেদে ফেল্লো,,,,
ইফতিঃ ওর কান্না দেখে একটু সাভাবিক হয়ে,,,,,এই মেয়ে একদম কাদবে না,,,,, চলো
মিসকাঃ কোথায় যাবো,,,,কাদতে কাঁদতে,,,
ইফতওঃ চলো দেখি কোনো ব্যাবস্থা হয় নাকি!!
তাড়াতাড়ি ফিরবো বলে এই রাস্তায় আসলাম এখন মহা বিপদে পরলাম
দুজনে হাটছে,,,,,চারোদিকে বাতাস বইছে আকাশ টাও মেঘলা মেঘলা
মিসকাঃ, আবহাওয়ার পরিস্থিতি তো খারাপ বৃস্টি হলে কেমন হবে
ইফতিঃ তোমরা মেয়ে রা বুঝছো ঝামেলার পাহাড়।আমি প্রায় সময়ই এখান দিয়ে যাই কখনও এমন হয় না।।আজ তোমাকে নিয়ে এসে একটার পর একটা ঝামেলা বাধছে,
মিসকাঃ কি বললেন আপনি।যাবো না আপনার সাথে,,( বলেই দাড়িয়ে গেলো)
ইফতিঃ দাড়িয়ে গেলে কেনো??দেখ এক্টিং বন্ধ করো,,,,
মিসকাঃ আমি যাবো না আপনার সাথে ব্যস,,😏
ইফতিঃ না গেলে নাই,,, বলেই হাটছে,,,,,, ( যেই ভিতু এখনই এসে পড়বে মনে মনে)
ইফতি কোনো সারা শব্দ না পেয়ে পিছনে তাকালো,,,,,,
ইফতিঃ মিসকা!!! কোথায় গেলো,,,( এদিকে বাতাস বইছে কোথায় খুজবো মেয়েটাকে)
মিসকাঃ গন্ডার,হনুমান, বজ্জাত আমি নাকি ভিতু হাহ যাবো না ওর সাথে। আমি একাই যাবো,,,, (বকবক করতে করতে হাটছে এর মধ্যেই একটা শব্দ পেলো)
মিসকা এবার খেয়াল করে চারিপাশ ভালো করে দেখলো,,,
মিসকাঃ আ,,,,,আমি এখানে ক,,,,কেমনে আসলাম😰।চারোদিক অন্ধকার 😢বাতাসও বইছে ইফতি কোথায়
মিসকা এবার দৌড়াচ্ছে আর কাদছে,,,, হঠাৎ কারো সাথে ধাক্কা লেগে পরে যায়,,,,
মিসকা চোখ বন্ধ করেই প্লিজ আমাকে ছেড়ে দিন আমাকে মারবেন না,,,,
ইফতিঃ মিসকার এসব কান্ড দেখে রাগে ওকে একটানে উঠিয়ে ঠাসস করে একটা চড় বসিয়ে দিলো,,,,
মিসকাঃ চোখ খুলে কিছু বঝে ওঠার আগে চড় খেয়ে গাল ধরে দাড়িয়ে আছে।কোনো কথা বলছে না চোখ দিয়ে পানি পরছে,,,
ইফতিঃ এই মেয়ে আমাকে একটু শান্তি দিবা না নাকি?? তুমি কি ছোট বাচ্চা?? যা ইচ্ছা তাই করো,,,কতোটা ভয় পেয়ে গেছিলাম তোমার কোনো ধারনা আছে??
মিসকাঃ হঠাৎ ঢলে পরে যাচ্ছিলো।ইফতি ধরে ফেলে,,,
ইফতিঃ দেখো আমি জানি তুমি আবারও অভিনয় করছো।এসব বন্ধ করো তা না হলে আরেকটা চড় মারবো,,,,,
ইফতি খেয়াল করলো ওর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে,,,,,,
ইফতিঃ একি,,,ও তো সত্যি সত্যি জ্ঞান হারিয়ে ফেলছে,,,
ওকে কোলে নিয়ে হাটছে আর চারিপাশ তাকাচ্ছে,,,,,
ইফতিঃ ঐতো একটা ঘড়ের মতো দেখা যাচ্ছে,,,, ওখানে যায়,,,
ঘড়টা উপরে সনের ছাউনি আর চারোপাশে খড়ির বের দেওয়া,,,,,
ইফতি মিসকাকে সুয়ে দিয়ে খড়কুটো জোগাড় করে নিজের পকেট থেকে দিয়েসলাই( মেজ) বের করে আগুন ধরালো,,,
আগুনের আলোয় মিসকার মুখটা কি মায়াবী লাগছে,,,,ইফতি ওর দুচোখের জমে থাকা পানি মুছে দিয়ে,,,,কপালে একটু চুমু একে দিলো,,,,,
ইফতি ওকে শুয়ে দিয়ে চারোদিকে খুজছে কিছু পায় কিনা,,একটা বড় মঠের মতো দেখতে পেলো,,,,,গিয়ে দেখে পানি আছে,,, ভিতরে বাটির মতো কিছু একটা,,ইফতি ওখান থেকে পানি এনে মিসকার মুখে ছিটিয়ে দিলো,,,,,
মিসকার মুখে পানি পরতেই ও চোখ মেলে তাকালো,,,,,,তাকিয়ে তাড়াহুড়ো করে বসে পরলো,,,,চারোপাশ দেখতে থাকে হাত দিয়ে মাথায় ধরে বসে,,,
ইফতিঃ কি হলো এখনও ভয় পাচ্ছো??
মিসকাঃ আমরা এখানে কেনো?? বাইরেও তো ঝড় হচ্ছে,,,,, মনে হচ্ছে বাসায় যাবো কেমনে??
ইফতিঃ নাও পানি খাও মাথা ঠান্ডা করো,,,,,আজ বাসায় যাওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো
মিসকাঃ মানে কি??
ইফতিঃ এর মধ্যে কিভাবে যাবে বাসায়??
মিসকাঃ তাও তো ঠিক,,,,, 😥
ইফতিঃ মিসকা পানি খেয়ে মুখটা একটু ধুয়ে নিলো,,,,সামনের কিছু চুল ভিজে গেলো,,,মিসকার গাল বেয়ে পানি পরছে ফোটায় ফোটায়,,,ইফতি এক দৃষ্টি দিয়ে মিসকার দিকে তাকিয়ে আছে,,,,,,
ইফতিঃ কি মায়া আছে ওর মধ্যে,,,, আমি এমন নেশায় পরে যাই কেনো,,,,
ইফতি উঠে মিসকার পাশে বসে,,,,মিসকা ওর দিকে তাকায় ইফতির চোখের দিকে তাকিয়ে চোখটা নামিয়ে নেয়,,,,,ইফতি ওর সামনে পরে থাকা ভেজা চুলগুলো কপাল থেকে সরিয়ে দেয়,,,,,মিসকা লজ্জায় পাশ থেকে উঠে যেতে চাইলে ইফতি ওর হাত ধরে রাখে,,,,,,
চলবে,,,,,