প্রিয়_অভিমান🥀🥀পর্ব-১২

প্রিয়_অভিমান🥀🥀পর্ব-১২
#ফাবিহা_নওশীন

||

সময় নিজ গতিতে প্রবহমান। সুখ অথবা দুঃখ, সময় নিজের মতো চলতে থাকে। কারো সুখে হিংসা করা কিংবা কারো দুঃখে ব্যথিত হওয়া সময়ের কাজ নয়। সময়ের কাজ শুধু বয়ে চলা।

রুহানির দুঃখময় জীবনও বয়ে চলছে। সময় ওর জীবনকে আরো কঠিন রুপ দিয়েছে। প্রতিনিয়ত কঠিন সংগ্রামের দিকে ধাবিত করছে।

রুহানি বেশ চিন্তিত ভঙ্গিতে ক্লাস শেষে বের হচ্ছে। আনমনে হাঁটছে। ওদের সংসারে টানাপোড়েন শুরু হয়ে গেছে। এমন দুর্দিন যে দেখতে হবে তার সংশয় আগেই করেছিল। কিন্তু অভাব যে এত ভয়ানক তা বুঝতে পারে নি। আজ এই অভাব শব্দের অর্থ উদ্ধার করতে পারছে।

ভার্সিটি ট্যুরে যাওয়ার জন্য সবাই উচ্ছ্বাসিত। ট্যুরকে আনন্দদায়ক আর স্মৃতিবহুল করার তোড়জোড় আয়োজন চলছে।
ফালাককে লিষ্ট তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে। রনককে দেখে ফালাক হাতের খাতা কলম রেখে ওকে ডাকল। রনককে দেখে মনে হচ্ছে তাড়াহুড়োর মধ্যে আছে।

রনক ফালাককে দেখে এগিয়ে এল। ফালাকও নিজ জায়গা থেকে এগিয়ে গেল।
“জি ভাই! কিছু বলবেন?”

“এত তাড়াহুড়োয় কোথায় যাচ্ছো? তুমি কি ট্যুরে যাবে না?”

রনক ফালাকের কথা শুনে মুচকি হাসল। তারপর বলল,
“আমার মতো নিম্মবিত্তদের জন্য ট্যুর শব্দটা বিলাসিতা ছাড়া কিছু না। আর এসবে আমার কোন আগ্রহও নেই। হাজার হাজার টাকা দিয়ে ট্যুরে যাওয়ার চেয়ে পরিবারের সাথে বসে একবেলা ভালোমন্দ খাওয়া আমার কাছে অধিক তৃপ্তিদায়ক এবং সুখকর।”

ফালাক রনককের কথা শুনে স্নিগ্ধ হেসে কাঁধে হাত রেখে বলল,
“সব সময় এমন থেকো। পরিবারের মুখ উজ্জ্বল করো। সুদিন আসবেই।”

“ধন্যবাদ ভাই। আমাকে এখন যেতে হবে টিউশনি আছে।”

“আচ্ছা আচ্ছা যাও৷ তোমাকে আর ধরে রাখব না।”

রনককে বিদায় দিয়ে ঘুরতেই রুহানিকে দেখল। ও কি জানি ভাবতে ভাবতে হাঁটছে। ওর কপালে চিন্তার ভাজ পড়েছে। রুহানি কি নিয়ে এত চিন্তিত?

ফালাক এগিয়ে সামনের দিকে গেল। হটাৎ রুহানির বন্ধুরা রুহানিকে ঘিরে ধরে। ফালাক এক পাশে দাঁড়িয়ে গেল।
রুহানি আচমকা সবাইকে এক সাথে দেখে কিছুটা অবাক হলো। ওদের চোখ মুখের উচ্ছ্বাস দেখে বুঝল ওরা কোন কারণে খুব খুশি।

“কি রে তোরা এক সাথে ঘিরে ধরলি কেন? আর এত খুশি দেখাচ্ছে কেন?”

“আমরা ট্যুরে যাচ্ছি আর খুশি হব না? গতবার কত মজা করেছি। প্রতিবারের মতো এবারও খুব মজা করব।”

“ওহ আচ্ছা! ট্যুর না-কি? জানতাম না।”

রুহানির কথা শুনে সবাই অবাকের সপ্তকাশে। ট্যুরের কথা ও জানে না এটা কি করে সম্ভব?

“রুহানি তুই জানিস না? দিন দিন তুই এমন নিরামিষ হয়ে যাচ্ছিস কেন? কেমন দ্রুত বদলে যাচ্ছিস। কোন কিছুরই দেখছি খবর রাখিস না। যাই হোক ট্যুরের জন্য সব প্লানিং কিন্তু তোকেই করতে হবে।”

রুহানি শুকনো হেসে বলল,
“প্লানিং! এবার আমার যাওয়া হচ্ছে না রে। তোরা প্লানিং করে নে। আর খুব মজা করিস। আমি আসছি।”

ওর বন্ধুরা ওর কথা শুনে বাকরুদ্ধ। রুহানি ট্যুরে যাবে না। যে মেয়ে সব সময় উচ্ছ্বাস প্রকাশ করে আজ সে নির্লিপ্ত ভাবে বলছে যাবে না।
রুহানি চলে যেতে চাইলে ওর পথ আগলে জিজ্ঞেস করে,
“রুহানি কি হয়েছে তোর? কেন যাবি না? তুই ইদানীং এমন করছিস কেন? কেমন চুপসে যাচ্ছিস। যে মেয়ে ট্যুর নিয়ে সব সময় এক্সসাইটেড থাকে, এটা সেটা প্লানিং করে আর আজ ট্যুরের কথা শুনে বলছিস যাবি না? কেন?”

“আসলে আমার ইচ্ছে করছে না যেতে। সব সময় সব মানুষ কিংবা মানুষের ইচ্ছে, মানসিকতা এক থাকে না। তোরা যা প্লিজ।”

“তুই না গেলে আমরা কি করে যাই? তোকে ছাড়া আমরা ট্যুরে গিয়ে মজা করতে পারব?”

রুহানি হালকা হেসে বলল,
“কেন পারবি না? আমি যাচ্ছি না তো কি হয়েছে সবাই তো যাচ্ছে। সবার সাথে দেখবি খুব মজা করবি আমার কথা মনেও পড়বে না।”

“কিন্তু রুহানি…

রুহানি থামিয়ে দিয়ে বলল,” প্লিজ জোর করিস না। আমি যাচ্ছি না।”
রুহানি আর কিছু বলার সুযোগ দিল না। ফালাক সবটাই শুনল। ফালাক কেন জানি চাইছে রুহানি ট্যুরে যাক। কিন্তু রুহানি নিজেই চাইছে না।

.

নুশা রুহানির হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। রুহানি কিছুই বুঝতে পারছে না এভাবে টানাটানি করছে কেন।

রুহানিকে একটা রুমে নিয়ে কতগুলো ছেলে বসে আছে তাদের সামনে নিয়ে গেল। রুহানি ভালো করে দেখল সেখানে ফালাকও আছে। ওরা কি একটা লেখালেখি করছে।

নুশা রুহানিকে দেখিয়ে বলল,
“রুহানির নাম লিখুন। থার্ড ইয়ার। ইকোনোমিক গ্রুপ।”

রুহানি নিজের হাত ছাড়িয়ে বলল,
“আমার নাম কেউ লিখবে না। আমি যাচ্ছি না। নুশা তুই কিন্তু…

” রুহানি তুই যাবি।”

“আমি বলছি আমি যাব না।” রুহানি নুশার হাত ধরে এক পাশে নিয়ে গিয়ে বলল,
“কেউ না জানুক তুই তো জানিস আমি কেন যাব না? তবুও কেন এমন করছিস? আমি কিসের মধ্যে আছিস তুই জানিস না? এই মুহুর্তে আমার একটা জব প্রয়োজন। আর আমি ড্যাংড্যাং করতে করতে ট্যুরে যাব? ট্যুরে যাব টাকা পাব কই?”

“রুহানি টাকা নিয়ে তুই ভাবছিস কেন? আমি আছি তো। আর মানুষের জীবনে অনেক সমস্যা থাকে তার মানে এই নয় সে আনন্দ করতে পারবে না। নিজের মতো সময় কাটাতে পারবে না।”
রুহানি নুশার দিকে তাকাল। তারপর হালকা হাসল। অদ্ভুত হাসি। নুশা রুহানির হাসি দেখে অবাক চোখে চেয়ে আছে।
“এখন তোর টাকায় আমাকে ট্যুরে যেতে হবে। তাই তো? দয়া দেখাচ্ছিস?”

নুশা ওর কথা শুনে কটাক্ষ দেখিয়ে বলল,
“সব কথাকে ত্যারা ব্যাকা না করলে তোর হয় না? আচ্ছা তুই যখন রেস্টুরেন্টে খাওয়ার বিল দিতি তখন দয়া দেখাতি? আর যখন শপিং করতে যেতাম তুই বিল দিয়ে বলতি এটা আমার পক্ষ থেকে গিফট তখনও দয়া দেখিয়েছিস? এতদিন যাবত দয়া দেখিয়েছিস অথচ আমি সেটাকে বন্ধুত্ব আর বন্ধুর দেওয়া উপহার ভেবেছি? তুই আমাকে এতভাবে দয়া দেখিয়েছিস?”

রুহানি নুশার চোখের দিকে তাকিয়ে থমকে গেল। নুশা আবারও বলল,
“আজ যখন আমি সামান্য একটা ট্রিপের টাকা দিতে চাইছি তখন তুই দয়া শব্দটা আনছিস?”

রুহানি ইনোসেন্ট ফেস করে বলল,
“আচ্ছা আচ্ছা সরি। কিন্তু নুশা ব্যাপারটা তেমন না। তুই আসলে বুঝতে পারছিস না।”

নুশা রুহানিকে রেখে ওদের সামনে যেতে যেতে বলল,
“আমি বুঝতে চাই না। তুই যাচ্ছিস ব্যাস। ইভান ওর নামটা লিষ্টে এড কর তো।”

রুহানি এসে বাঁধা দিয়ে বলল,
“এই না৷ আমি যাচ্ছি না সো আমার নাম যেন লিষ্টে না উঠে।”

ফালাক রুহানির নাম লিখেও কেটে দিল। মনে আবারও অভিমান জড় হলো। অভিমানের প্রেক্ষিতে ওদের দুজনের কথা কাটাকাটির দিকে চেয়ে বিরক্তি নিয়ে বলল,
“এক্সকিউজ মি. কি তামাশা শুরু করেছো তোমরা? নাম লিখতে বলছো আবার কাটতে বলছো? একজন যাবে না তাকে শুধু শুধু জোর করার তো আর মানে হয় না। যদিও এটা তোমাদের পার্সোনাল ব্যাপার তবুও বলতে বাধ্য হলাম কারণ এছাড়াও আমাদের আরো অনেক কাজ আছে। সব দায়িত্ব আমাদের উপর পড়েছে৷ তাই প্লিজ বাইরে যাও আর ঠিক করো যাবে কি-না তারপর এসো।”

নুশা রুহানির দিকে চেয়ে বলল,
“ঠিক আছে তোকে যেতে হবে না। আমিও যাচ্ছি না।”

তারপর হনহন করে বের হয়ে গেল। রুহানি একবার ফালাকের দিকে তাকাল। তারপর নুশার পেছনে পেছনে চলে গেল। ফালাক হাতের ফোনটা উঁচু করে ওদের দেখিয়ে বলল,
“আমার একটা ইম্পর্ট্যান্ট কল করতে হবে। কিছুক্ষণের মধ্যেই আসছি। হিসাবটা এগিয়ে নেও।”

ফালাক দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে গেল। রুহানি নুশাকে ডাকছে কিন্তু নুশা শুনছে না। ফালাক দৌড়ে গিয়ে রুহানির হাত ধরে আঁটকে দিল। রুহানি হা করে হাতের দিকে চেয়ে আছে। ওর চোখ যেন কোঠর থেকে বেড়িয়ে আসবে।

ফালাক সাথে সাথে হাত ছেড়ে দিয়ে বলল,
“সরি, তোমাকে থামানোর জন্যই এটা করেছি। আমি কিছু কথা বলব একটু শোন প্লিজ।”

রুহানি নুশাকে গাড়িতে ওঠে চলে যেতে দেখল। তারপর সেদিক থেকে দৃষ্টি সরিয়ে ফালাকের দিকে চেয়ে বলল,
“কি বলবে? আমি তামাশা করি এটাই তো? যাব না বলে ঢং করছি? তাই না?”

ফালাক ভ্রু চুলকে বলল,
“ঠিক তা না। আমার মনে হচ্ছে তোমার কোন প্রব্লেম আছে। তাই যেতে পারছো না। তোমার কি প্রব্লেম জানি না তবে একটা কথা বলব যদি সম্ভব হয় তবে যাওয়ার চেষ্টা করো। এতদিনে যা বুঝেছি তোমার বন্ধুরা তোমাকে অনেক ভালোবাসে, তোমার উপর অনেক ডিপেন্ড করে। তুমি না গেলে ওদের আনন্দ মাটি হয়ে যাবে। ওরা গেলেও ঠিক মতো আনন্দ করতে পারবে না। আগের বারের স্মৃতি গুলো ওদের বারবার আঁটকে দেবে। তাই প্লিজ যদি পারো, একটু চেষ্টা করে দেখো…”

রুহানি জানে ফালাক যা বলছে ঠিক বলছে।
“কিন্তু আপনি এত অনুরোধ কেন করছেন?”

ফালাক রুহানির দিকে চোখ তুলে তাকাল। রুহানি খেয়াল করল কেমন অদ্ভুত সে দৃষ্টি। গভীর কিছুর নিদর্শন, মাদকতায় পূর্ণ সে চাহুনি। রুহানি চোখ নামিয়ে নিল। ফালাক স্নিগ্ধ হেসে বলল,
“ঠিক জানি না।”

রুহানি আবারও ফালাকের দিকে তাকাল। তারপর চোখ নামিয়ে নিচু স্বরে বলল,
“ভেবে দেখব। আসছি।”

রুহানি ফালাকের দিকে আরেকবার তাকাল। তারপর সামনের দিকে অগ্রসর হলো। ফালাক রুহানির এমন কুল কুল বিহেভ দেখে কিছুটা হতবাক হলেও বেশ খুশি। ঠোঁটের কোনে মিষ্টি হাসি ফুটিয়ে নিজের মাথার চুলগুলো এলোমেলো করে আবারও দৌড়ে ওই রুমে চলে গেল।

রুহানি বাড়ি ফিরে মায়ের রুমে উঁকি দিল। ওর বাবা ঘুমাচ্ছে। মা রুমে নেই। রুহানি কিচেনের দিকে গেল। ওর মা রান্না করছে। ওড়না দিয়ে কপালের ঘাম মুছছে। রুহানি মা’কে ভালো করে দেখল। এই কয়েক মাসেই যেন অন্য মানুষে পরিণত হয়েছে। কি ছিল আর কি হয়ে গেছে। চেহারায় সেই উজ্জ্বলতা নেই। কেমন নেতিয়ে গেছে।

রুহানির মা রুহানিকে দেখে বলল,
“কি রে কখন এসেছিস? দাঁড়িয়ে আছিস কেন?”

রুহানি ভেতরে গিয়ে বলল,”এই তো মাত্রই এসেছি।”

“এসেই রান্না ঘরে এসেছিস কেন? ক্ষিধে পেয়েছে?”

রুহানি আমতা আমতা করে বলল,
“না আসলে একটা কথা বলতে এসেছিলাম।”

“হ্যা বল।” রুহানির নিচু স্বর আর মাথা নিচু করে বলা কথায় ওর মার একটু ডাউট হলো।
“কি রে বল!”

“আসলে ভার্সিটিতে ট্যুর। আমি যেতে চাচ্ছিলাম।”

রুহানির মা’র বুঝতে বাকি নেই মেয়ের আপাতত এক টুকরো শান্তি প্রয়োজন। যার জন্য মরিয়া হয়ে উঠেছে। রুহানির মা-ও চায় মেয়ে কিছুদিনের জন্য একটু নিজের মতো হাসি-খুশি থাকুক। একটু শান্তিতে থাকুক। এইসবের মধ্যে তো কম কষ্ট সহ্য করছে না।

রুহানির মা ওর মাথায় হাত দিয়ে বলল,
“ঠিক আছে যাবি। কত টাকা লাগবে?”

রুহানি মাথা তুলে আলতো হেসে বলল,
“টাকার ব্যবস্থা হয়ে গেছে। এখন শুধু বাবা হ্যা বলুক।”

“তোর বাবা না করবে না। বরং খুশি হবে। কিছুদিন তো এই দুর্বিষহ জীবন থেকে দূরে থাকতে পারবি।”

রুহানির মুখ কালো মেঘে ঢেকে গেল। তারপর মা’কে শান্তনা দিয়ে বলল,
“ট্যুর থেকে ফিরে আমি জবের ব্যাপারে ভাবব। এভাবে আর কতদিন? আমি যা পড়াশোনা করেছি তাতে ভালো জব না হলেও ছোটখাটো একটা জব পেয়ে যাব। তুমি একদম ভেবো না।”

রুহানির মা হালকা হেসে বলল,
“না ভাবি না। তুই এসব বাদ দিয়ে ট্যুরের প্লান কর। যা আগে ফ্রেশ হয়ে নে।”

রুহানি রুমে গিয়ে নুশাকে প্রথমে টেক্সট করল,
“আমি ট্যুরে যাব। তুই ব্যবস্থা কর। বাড়িতে পারমিশন পেয়েছি।”

রুহানি বিছানার উপরে ফোনটা রেখে ফ্রেশ হতে গেল। নুশা টেক্সট পড়তেই ওর ঠোঁটের কোনে প্রশান্তির হাসি ফুটল।

চলবে…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here