পবিত্র_বন্ধন -১

#পবিত্র_বন্ধন -১
#সারা

কাল আমার বিয়ে।কিন্তু আমি কিছুতেই এই খ্যাত লোকটাকে বিয়ে করতে পারব না। যার সাথে আমার লাইফ স্টাইল যায় না তার সাথে সারাটাজীবন কিভাবে থাকব!

আম্মু আব্বু কেমনে পারলো না জানিয়ে আমার সাথে এটা করতে! একবার ও ভাবলো না আমি এ বিয়েতে খুশি হব কিনা।।

আব্বু যে রাগী কিছু বলা ও যাবেনা। সেই ছোটবেলা থেকে আব্বুকে খুব ভয় পাই, আব্বুর সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত।।

আমি এই আনস্মার্ট লোকটার সাথে জীবন পার করতে পারব না, আমাকে যেভাবে হোক বাড়ি থেকে সুজোগ বুঝে পালাতে হবে!!

এসব ভাবতে ভাবতে মনে পড়ল মুগ্ধ কে জানাতে হবে তারাতাড়ি মোবাইল টা হাতে নিয়ে ওরে কল দিলাম, ছেলেটার একটা বাজে অভ্যাস কখনো একবার কল দিয়ে তারে পেলাম না।। অবশেষ রিসিভ করল..

—–হ্যালো হ্যালো… মুগ্ধ তুমি কোথায়??
—– এত অস্থির কেন?? কি হইছে!!
—-বাবা আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করেছে??
—-কি???
—- কাল বিয়ে। আমি এ বিয়ে করতে পারব না আমি তোমার সাথে পালাব। তুমি রেডি থেক।।
– কখন কিভাবে?? কি বলছ এসব!!
—-এত কিছু জানিনা কাল ভোর ৫ টায় কদমতলী রেল স্টেশন থাকবা।।
এটা বলে মোবাইল রেখে দিলাম। অস্থির লাগছে খুব সাথে অনেক ভয় ও লাগছে।।
.
.
মুগ্ধ কে ভালোবাসে আরেকজন কে বিয়ে, সেটা সম্ভব না!! আমি অনেক ভাগ্যবতী যে, আমি মুগ্ধের গফ কত মেয়ে ওর পিছনে ঘুরত ও দেখতে যেমন সুন্দর তেমন স্মার্ট, এখন ও মনে পড়ে সেই সোনালি দিন গুলার কথা….

আমি যদিন প্রথম কলেজে যাই সেদিন মুগ্ধ কে দেখেছিলাম, সুন্দর বাইক সাথে ব্লাক শার্ট, কালো চশমা দেখতে অসাধারণ লাগছিল।।

এ প্রথম কাউকে দেখে আমার মনে ঘন্টা বাজল। ওর আশে পাশে সারাক্ষণ দু চারটা মেয়ে লেগে থাকত এটা আমার বিরক্ত লাগতো।

আমি ছিলাম বি বি এ প্রথম বর্ষে আর ও করছিলো এম বি এ।। ওকে সব সময় লুকিয়ে লুকিয়ে দেখতাম।পছন্দ করলেও ওকে কখনো বলিনি।

ওর যা হাবভাব প্রপোজ করলে নিজেকে অনেক কিছু মনে করবে। আর মুগ্ধ সিংগেল কিনা সেটা ও জানা হল না আজকাল ছেলেরা প্রেম করলে ও নিজেকে সিংগেল দাবী করে।

একটা ফ্রেন্ড থেকে ওর ফেবু আই ডি জোগাড় করে ওকে রিকুয়েস্ট পাঠালাম ২ দিন পর রিকুয়েস্ট একসেপ্ট করল। দেখলাম ও অনেক ভালো কাজ করে মোটামুটি ছোটখাট ফেইস বুক সেলেব্রিটি বলা যায়। কমেন্ট বক্সে কত ছেলে মেয়ের প্রশংসা মূলক কমেন্ট!!

আমি আবার ও ওর প্রেমে পড়লাম এত ভালো কাজ করে জানা ছিল না!!

প্রথম কিছুদিন কথায় হল না, একদিন রাতে “হায় ” লিখছে আমার তো দিলে লাড্ডু ফুটছে সেদিন পুরা রাত চ্যাট করলাম।। প্রিয় মানুষ এর সাথে চ্যাঁট করলে রাতের ঘুম টা টা দিয়ে চলে যায়। আমার আই ডি তে ছবি ছিল না তাই চিনতে পারেনি আমি আর ওকে পরিচয় দিনি। এভাবে ১ মাস চ্যাট হবার পর

-কি ব্যাপার মেঘলা আমি কি তোমাকে দেখতে পাব না। চল না দেখা করি প্লিজ।
– এত তাড়া কিসের,, দেখবে আর কয়টা দিন ওয়েট কর আমি দেখা করব।।
– মেঘলা,, আমার যে আর অপেক্ষা করতে ইচ্ছা করছে না।
ইচ্ছে করে উড়ে চলে আসি…

আমি ইচ্ছা করে ওয়েট করাচ্ছিলাম।।।

পরেএত রিকুয়েস্ট করছে নিষেধ করতে পারিনি । দেখা করার জন্য রাজি হয়ে গেলাম, ও জিয়া স্মৃতি পার্কের সামনে থাকবে, আমি ব্লাক শাড়ি পরে গেলাম।। যেহেতু আমাকে চিনে না তাই আমাকে দেখেও এদিক সেদিক তাকাচ্ছে আমি ওর সামনে গিয়ে বলি,

– কেমন আছ মুগ্ধ?
– তুমি মেঘলা!!!
– কেন চিনতে পারো নি!!
– না, আসলে ভাবিনি তুমি এত সুন্দরি হবে!!
– মুগ্ধ সাহেব আর চাপা মাইরো না, সব ছেলেরা প্রথম বার দেখলে এরকম বলে
– বিশ্বাস কর তুমি সত্যি মাশল্লাহ। আমার প্রিয় রং এর শাড়ি তোমার মুগ্ধতা আরো বাড়িয়ে দিয়েছে।।
– হইছে আমি কিন্তু এবার ফুলে যাব!! চল ভিতরে ডুকি।।

তারপর আমরা জিয়া স্মৃতি পার্ক ডুকলাম, অনেকবার এখানে এসেছি কিন্তু আজকের অনূভুতি অন্য রকম!! ওর সাথে সংসদ ভবনের সামনে ভালো মুহুর্তের কিছু ছবি তুল্লা।

কত কথা শেয়ার করলাম বের হয়ে ফিনলে তে গিয়ে ফুসকা খেয়ে বাসায় আসলাম।। এরপর আমি আর ওকে মেসেজ দিলাম না। ছেয়েছিলাম ও আগে মেসেজ দিক।। বার বার মোবাইল হাতে নিতে চেক করছিলাম মেসেজ আসে কিনা, অনেক্ষন পর মেসেজ আসল, তোমাকে আজ ব্লাক শাড়িতে অসাধারণ লেগেছে। কথা চলতে থাকে…

কখন যে আমাদের প্রেম হয়ে গেল নিজেরা বুঝিনি। কে কাকে প্রথম প্রপোজ করে ভালোবাসি বলেছিলাম নিজেরাই ভুলে গেছি।

ওর সাথে মাঝেমধ্যে ঝগড়া করে ব্রেকঅাপ করে দিতাম।। এত মেয়ে ফ্রেন্ড বিরক্ত লাগত। বুঝলাম এখন সব ছেলের মেয়ে ফ্রেন্ড থাকে এটাই স্বাভাবিক কিন্তু কোন মেয়ে তার ভালোবাসার মানুষ কে অন্য মেয়ের সাথে সহ্য করতে পারে না।।

এটা বাগালী মেয়েদের স্বভাব, আর যাইহোক ভালোবাসার মানুষের ভাগ কাউকে দিবে না মরে গেলেও না।। কেন জানি মনের মাঝে সন্দেহ টা লেগে থাকত কারণ কলেজের অনেক মেয়ে মুগ্ধ কে পছন্দ করত!!

আমাদের সম্পর্ক টা সময়ের সাথে অনেক গভীর হয়ে গেল
একটা সময় গিয়ে আমি ওর উপর নির্ভরশীল হয়ে পড়ি এটা মনে হয় সব মেয়েদের চিরাচরিত অভ্যাস!! ভালোবাসলে তাকে জীবনের বেচে থাকার অক্সিজেন বানিয়ে ফেলি।।।

এসব ভাবতে ভাবতে কখন যে মা রুমে ডুকেছে খেয়াল করিনি।
কিরে মেঘলা ঘুমাবি কখন??
কাল বিয়ে তোর উপর অনেক ধকল যাবে, ঘুমিয়ে পড় মা!!

আচ্ছা মা কি বুঝে হুজুর টাইপের লম্বা দাড়িওয়ালা ছেলেটার সাথে বিয়ে ঠিক করলে!! তোমরা জানতে এমন গেয়ো ভুত টাইপের ছেলে আমি পছন্দ করি না।।
মা বলে,,
মেঘলা বিয়ে অনেক বড় ব্যাপার, বিয়ের জন্য দরকার স্মার্ট এর চেয়ে নম্র ভদ্র ছেলে , ফ্যাশন করা, মেয়েদের সাথে ঘেষে থাকা ছেলে গুলা প্রেমিক হিসাবে ঠিক হলেও স্বামী হিসাবে বড্ড বেমানান!!

আর শুন রাশেদ মোটেও আনস্মার্ট না অনেক বড় কোম্পানীতে ভালো পোস্টে জব করে, ভালো ভদ্র আর কি চাই!! তোর বাবা তোর জন্য কি খারাপ কাওকে পছন্দ করতে পারে!

তুই না থাকলে আমাদের খুব কষ্ট হবে।। তুই যখন পৃথিবী তে এসেছিস তোর বাবা খুশিতে পুরা মহল্লা মিষ্টি খাওয়াইছে।। তোর মুখ দেখে বলেছিলো মেয়েরা নাকি বাবার জন্য ভাগ্য নিয়ে আসে!!

মনে মনে বলছি কাল থেকে আমাকে আর তোমরা পাবে না, আমি মুগ্ধের সাথে পালিয়ে যাব। জানি তোমরা খুব কষ্ট পাবা, আমার যে আর কিছু করার নেই গো মা । সারারাত ঘুম হয়নি একদিকে খুশি লাগছে অন্যদিকে মা বাবার জন্য খুব কষ্ট লাগছে। আমি মুগ্ধের কথা জানানোর আগে বাবা বিয়ে ঠিক করে ফেলল।। সারাটা রাত চোখের পাতা এক করিনি কখন সকাল হবে সে অপেক্ষায়।

ফজরের আজানের পর লুকিয়ে বের হয়ে গেলাম, আম্মু আব্বুর রুমে গিয়ে তাদের শেষ বারের মত মন ভরে দেখলাম।। আজ এত কষ্ট হচ্ছে,, পারলে আমায় ক্ষমা করে দিও আমি না পারতে এটা করছি মুগ্ধ কে ছাড়া আমি সুখি হব না।।
রাস্তায় এত ভোরে কেউ নেই, কুকুর কত গুলা গেউ গেউ করছে, অনেক দূরে একটা রিকশা দেখা যাচ্ছে…..

……………….চলবে…….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here