নিশুতি_তিথি,পর্ব ১৬,১৭

#নিশুতি_তিথি,পর্ব ১৬,১৭
লেখা : মান্নাত মিম
পর্ব ১৬

৩৮.
রাগে আলীর শরীর থরথর করে কাঁপছে। অবশ্য বিষয়টা আঞ্জুমানের করা ভুলের। মেয়েটা তার কোনো কথাই মানতে নারাজ। আলীকে রাতের খাবার তো দিতেই যায়নি, খাওয়ানোর বিষয় তো সেই কোনকালেই ভুলে পগারপার। তাই শাস্তিস্বরূপ আলীর রুমে তাকে শিফট করতে হবে। আত্মা যেন দেহ নামক খাঁচা থেকে বের হওয়ার উদ্বেগ নিলো সেই কথায়। এরমধ্যে লিমা আজ নেই বাড়িতে। কতোদিন ধরেই তো মেয়েটা তাকে দেখাশোনা করে যাচ্ছে। মা’কে, ভাইকে দেখার জন্য মেয়েটারও তো মন কেমন করে, তাই চলে গেল বাড়িতে। কিন্তু আজ-ই যেতে হলো, আজ যে কত বড়ো বিপদে পড়েছে আঞ্জুমান। এখন উদ্ধার হবে কীভাবে আর করবেই বা কে? উপায়ন্তর না দেখে গেস্ট রুমের দরজায় খিল দিয়ে ঘাপটি মেরে বসে আছে চুপসে। তাও যদি শান্তি মিলতো দু’মিনিট। দরজা ধাক্কানোর শব্দে ভয়ে গণ্ডদেশে পানিশূন্যতা টের পেল। না খুললে অপরপাশে থাকা ব্যক্তি বোধহয় আক্রোশ দরজা ভেঙে ফেলবে এবার। কাঁপানো হাতে দরজা খুলতেই হুড়মুড়িয়ে প্রবেশ করল আলী। ততক্ষণে প্রবেশপথ থেকে সরে অদূরে নিরাপদ জায়গা করে নিয়েছে আঞ্জুমান। সেটা খেয়াল হতেই নিরাপদে জায়গাকে আপদ বানিয়ে এগিয়ে গেল আঞ্জুমানের সামনে। বেখেয়ালি রাগের বশে আঞ্জুমানের বাহুদ্বয় চেপে ধরল নিজ হস্তে আলী। ব্যথাসূচক শব্দে বের হলো তার মুখ থেকে। তাও সেটা কানে তুলল না আলী। নিজের ভেতরে রাগের উত্তাপে জ্বলছে সে। কোনদিকে হুঁশ আছে বলে মন হয় না। তাই বাহু চেপেই নিজ কক্ষে নিয়ে বিছানায় ফেলল আঞ্জুমানকে। আলীর ব্যবহারে বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল সে। অশ্রুরা ভিড় জমাতে শুরু করল অক্ষিপুটে। ষোড়শী যৌবনা আঞ্জুমান বিয়ের ক’দিন আগেই সতেরোতে পদার্পণ করেছিল। কিন্তু সেই হিসেব বা জন্মদিন পালন, দু’টোই করার মতো কেউ-ই নেই। তবে সেদিন কথায় কথায় বান্ধবী লিমা বলেছিল একবার। কারণ সে তখন জানতে চেয়েছিল, আঞ্জুমান ও আলীর মধ্যে কিছু হয়েছে কি না। আঞ্জুমান বুঝেনি কথাটা। তাই অবুঝের মতো চেয়ে থাকায় স্বস্তির নিশ্বাস ফেলতে দেখেছে লিমাকে। অতঃপর বুঝিয়ে বলেছিল, স্বামী-স্ত্রী মিলনের সম্পর্কে। অবগত করেছিল, আলীর কোনোপ্রকার উস্কানিতে না মাততে। কিন্তু সেটার লাভ কী হলো? জোরজবরদস্তিতে আলী তো তার থেকে এগিয়ে। সেখানে তার মতো ছোট্ট শরীরে কতোটুকুই বা শক্তি কাজে দেবে। রাগান্বিত, থরথর করে কাঁপন্ত আলীর দেহ হাতে থাকা ফোনটাও আছড়ে ভেঙে শান্তি পেল না। এগিয়ে গিয়ে সামনে থাকা আধশোয়া আঞ্জুমানের গাল চেপে ধরল প্রবলতর আক্রোশের সহিত। হিতাহিতজ্ঞানশূন্য হয়ে কী করছে না করছে বোঝা দায় হয়ে পড়ছে আলীর কাছে। সে শুধু হিসহিসিয়ে বলল,

‘সমস্যা কী তোর? আমাকে এতো ভয় পাস কেন? কী করছি কী তোরে?’

ক্রোধের আলীর জ্বলন্ত আগুনের মতো লালচক্ষু দেখে আঞ্জুমানের জ্ঞান হারাবার দশা। এখন যদি সে হুঁশে থাকে তাহলে হবে ভয়াবহ তাণ্ডবতা। এবার তার শরীর কাঁপছে ভয়ের চোটে থরথরিয়ে। সেটা দেখে আলীর রাগের মাত্রা আকাশচুম্বী। মেয়েটার ভয় কাটাতেই পারছে না, সেটা আরো বেশি তাকে রাগিশে দিচ্ছে। নাহ, মাথা ঠান্ডা করতে হবে। নিজেকে ঠান্ডা করার নিমিত্তেই রুমের বারান্দায় চলে গেল। যেখান থেকে বাগানটা দেখা যায়। আজ চাঁদ এতো আলো ছড়াচ্ছে কেন? এত কেন পূর্নিমার আলোয় হলদেটে আভা ছড়াচ্ছে আকাশে? তার মন তো আজ ভালো নেই৷ সেটা কি বুঝল আকাশের বুকে থাকা চাঁদ? সেজন্যই বোধহয় আলোর পসরা সাজিয়ে বসেছে আজ সে। এসব ভাবতে ভাবতে মাথা ঠান্ডা করে রুমে এলো। দেখল আঞ্জুমান ঘুমন্ত অবস্থায় বিছানার বাহিরে পা ঝুলিয়েই ঘুমিয়ে পড়েছে। নিজেকে ঠিকমতো গুছাতেও শিখেনি মেয়েটা। আঞ্জুমানের সম্পর্কে যথেষ্ট খোঁজখবর নেওয়া শেষ আলীর তাও বিয়ে হওয়ার আগেই। একাকীত্বের জীবনে মেয়েটা কতোটা যে একা সেটা বেশ ভালো জানে আলী। এগিয়ে গিয়ে আঞ্জুমানকে সোজা করে শুইয়ে দিলো বিছানায়। নিজেও পাশে গিয়ে তার মুখী হয়ে শুয়ে পড়ল। বারান্দা থেকে আসা পূর্ণিমার আলোয় আঞ্জুমানের মুখশশী অপার্থিব সৌন্দর্য মণ্ডিত হলো। এই মেয়েটাকে আলী কীভাবে যে ভালোবাসার জালে আটকাবে বুঝতে পারছে না। মেয়েটা তো তাকে দেখেই ভয়ে অজ্ঞান হারানোর দশা দলিত হয়। সেখানে কাছেই বা টানবে কীভাবে তাকে? ফোঁস করে নিশ্বাস ফেলে আঞ্জুমানের দিকে অপলকভাবে তাকিয়ে থাকতে থাকতে চোখের তারায় ঘুমের হানায় ঢলে পড়ে একসময়। এই সময় হয়তো পরিবর্তিত হওয়ার নতুন ভোর নিয়ে আসবে নাহয় প্রলয়ঙ্কারী ঝড়।

৩৯.
বিয়ে বাড়ি যাওয়ার তাড়নায় তরান্বিত গতিতে রিমা নিজের ও আলীর জন্য পোশাক নিতে শপিং-এ চলে গেল। সাথে নিলো ছোটো ভাবি সামিয়াকে। আসলে সামিয়ার কথাতেই যাওয়ার তাগিদ অনুভব করল। পোশাক আছেই, তবে আলীকে প্রাধান্য দিয়েই শপিং-এ যাওয়া। ভালোবাসার মানুষটাকে নতুনভাবে, নতুন পোশাক পরিধানে বরাবরই ভালো লাগে তার। অবশ্য আলী প্রায়ই বলে রিমাকে এমমটা না করতে। মেয়েটা শুনলে তো। ভালোবাসায় পাগলামি দেখতে চাইলে, রিমাকে দেখা উচিত। আলীর জন্য নিজের বাড়িতে একগাদা পোশাক কিনে ড্রয়ার ভর্তি করে রেখেছে। আবার ড্রাইভারকে হয়রানি করে, গ্রামে আলীর বাসায়ও পোশাক-টোশাক, আরো বাজার-সদাই দিয়ে পাঠিয়ে দেয়। মুখে মুখে অসন্তোষ প্রকাশ করলেও মন-ই মনে আনন্দিত হয়ে হাসে আলী। আর ভাবে, এত বড়োলোক মানুষ তাঁরা এভাবে টাকা ওড়াবে না তো কে ওড়াবে? আর এত টাকা-ই বা কে খাবে? এজন্যই তো আলীর মতো মানুষের আগমন তাঁদের মতো ধনীদের জীবনে। আলীর জন্য আগে ড্রেস কিনলো রিমা। পাঞ্জাবি-পাজামা, টি-শার্ট, শার্ট মিলিয়ে প্যান্ট। এসব কিনতে গিয়ে সাথে কিনলো ঘড়ি, পারফিউম। অতঃপর নিজের জন্য কেনাকাটা শুরু করল। শপিং শেষে এসেও ফোন দিলো আলীকে। সেই একই কথা, নট রিচেবল। রাগে-দুঃখে পণ করল, আলীকে সামনে পেলে তার ফোনটাকে আছাড়ে ভাঙবে আগে। এসব ভেবে পরক্ষনেই ভাবল, ভাঙার আগে আরেকটা ফোন কিনা তো জরুরি। সেই তাগিদে আবার শপিংমলে ঢুকল ফোন কিনতে সামিয়াকে সাথে নিয়ে।

‘জামাই যে অপরপক্ষ ঘরে তুলছে খবর আছেনি কোনো?’

মোবাইলের দোকানে রিমার পাশে দাঁড়িয়ে কেউ একজন এটা বলে উঠল। রিমা অবশ্য সেটা কানে তুলল না। কারণ তার নাম নিয়ে তো বলেনি। কে না কে, কাকে বলেছে। সেখানে তার কান দেওয়ার মতো সময় নেই। হাতে থাকা ভিভো’ সেট’টা নেওয়ার ইচ্ছে জাগছে। তাই সামিয়াকে প্রশ্ন করল,

‘এটা কেমন হবে?’

সামিয়া উত্তরে কিছু বলবে তার আগেই সেই কণ্ঠস্বরের ব্যক্তিটা আবার বলে উঠল,

‘তুমি আলীর বউ না?’

রিমার নাম না নিলেও কথা ছিল একটা, কিন্তু যেহেতু আলীর নাম এসেছে আবার আলীর স্ত্রী হিসেবে তাকে চিনে, তাহলে তো আর ইগনোর করা যায় না বিষয়টা। তাই ঘুরে পেছনের ব্যক্তির দিকে তাকালো। মুখে পান চিবুচ্ছে, ফিচলেমি হাসি বিদ্যমান তাতে। গায়ে লুঙ্গি আর শার্ট পরা।

‘আপনি কে? চিনলাম না তো।’

রিমার অবাক হওয়ার প্রশ্নের উত্তরে লোকটি পরিচয় দিয়ে বলল,

‘আমি আজগর। আলীর গাঁয়ের লোক। তোমারে আমি চিনি।’

‘ওহ্, আই সি। তা কিছু কী বলতেন?’

লোকটার সুরতের সাথে নিয়তেরও বাজেহাল অবস্থা যেটা রিমা কৌশলগতভাবে টের পেল। তাই কথার ইতি টানতে চাইল। হয়তো আজগরও বুঝল। তাই আবারো অদ্ভুত হাসি দিয়ে বলল,

‘হ, কইতাম তো। আলীর খবর রাহনি?’

‘সেই কৈফিয়ত কি আপনাকে দেব?’

ঠান্ডাস্বরের কথা শুনে আজগর সম্মতি দিয়ে বলল,

‘আরে না, না। আমি তো এমনেই কইলাম। তয় শোন নাই যে, আলী তোমার দ্বিতীয় পক্ষরে ঘ…’

বলা আর হলো না আজগরের। এরমধ্যে রিমার ফোন এলো অচেনা নম্বর থেকে। রিসিভে আলীর গলারস্বর শুনল বোধহয়। শিওর হতে পারছে না রিমা। মলে মানুষের গিজগিজ করা ভিড় আর শব্দ। তাতে স্পেস প্রয়োজন তাই ইশারায় ভিভো সেটটা প্যাক করে দিতে বলল আর সামিয়াকে রিসিভ করতে বলে বাইরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এদিকে বেচারা আজগর রাগ-ক্ষোভে ফোঁসফোঁস শব্দ ছাড়ছে; আলীর ভাণ্ডা ফুটতে না পেরে। কীসের জন্য যে চেষ্টা করে ভাষায় শুদ্ধতার শব্দ প্রয়োগ করতে গেল। যার জন্য এখন বলাই হলো না। ধ্যাত!

চলবে…

#নিশুতি_তিথি
লেখা : মান্নাত মিম
পর্ব ১৭
___________

৪০.
মৃদুস্বরে ডাকা পাখিদের কলতান। ঠান্ডা সমীরণ ছুঁয়ে যাচ্ছে গা। মৃদু কম্পিত হচ্ছে আঞ্জুমানের দেহ। এলোমেলো চুলে বড্ড আদুরে দেখাচ্ছে মেয়েটাকে। একটু আদুরে আলিঙ্গনের স্পর্শে তাকে ভাসিয়ে দিতে চাচ্ছে আলীর অবাধ্য মন। খুব কাছে গিয়েও সরিয়ে নিলো মন-দেহের ক্ষণটা। ঘুম ছুটে গেছে সেই কোনক্ষণে। চোখ মেলে তাকিয়ে অপলক পলকে তাকিয়ে দেখছিল, তাকে জড়িয়ে ধরে রাখা আঞ্জুমানের মায়া ভরা মুখশ্রীকে। নিজ থেকে আলগোছে ছাড়িয়ে নিলো আঞ্জুমানকে। হালকা হাসল ভেবে, যে মেয়েটা জ্ঞান থাকা অবস্থাতে তাকে ভয়ের চোটে অজ্ঞান হওয়ার জোগাড়। সে-ই এখন ঘুমন্ত জ্ঞানহীন অবস্থায় জড়িয়ে ধরে কতোটা কাছে এসেছে। সেটা যদি দেখতে পেত, কী যে তাণ্ডব হতো! ফ্লোরে পা রাখতেই দেখতে পেল নিজের ফোনের টুকরো হওয়ার দশা। চিন্তায় কপালে ভাজ পড়ল। নিশ্চিত তাকে ফোনে না পেয়ে রিমা অস্থির হয়ে যাবে। আর তার অস্থিরতা আলীর জন্য মোটেও সুবিধাজনক নয়। দ্রুত ফ্রেশ হওয়ার তাগিদে অ্যাটাচ ওয়াশরুমের দিকে পা বাড়াল। বের হয়ে দেখে এখনো ঘুমে বিভোর আঞ্জুমান। সেভাবেই রেখে দরজা ভেজিয়ে গেল। নিচে নেমে এলো সকালের নাস্তার টেবিলে। সকাল সকাল এসে রাহিমা খালা নাস্তা তৈরি করে ফেলেছেন। আলীকে দেখেই ডাইনিংয়ে সেগুলো এনে রাখছেন। খাবার টেবিলে বসে খাওয়ার সময় আলী শুধু জিজ্ঞেস করল,

‘করিম কোথায়?’

জবাবে খালা বললেন,

‘বাইরে যাইবার দেখলাম।’

‘এলে বলবেন, আমি ডেকেছিলাম।’

ঘুম ভেঙে তব্দা খাওয়া মুখ নিয়ে বসে আছে আঞ্জুমান আলীর রুমে। হালকা চাপ প্রয়োগে রাতের কথা স্মরণে এলো তার। ভাবতেই চোখ ভরে আসার জোগাড়। সামনে না জানি কী থেকে কী হয়। নিজের অবস্থান দেখল ঠিকই আছে শরীরের কাপড়চোপড়, হালকা কুঁচকে যাওয়া ছাড়া। আজ ঠিক আছে, কাল বেঠিক হতে কতক্ষণ। তখন কী করবে সে? আলীর সাথে জোরে তো ভুলেও পারবে না। বাড়ি ছেড়ে যাবেই বা কোথায়? তবু্ও কি একবার দেখবে বাড়ি থেকে পালিয়ে গিয়ে? নানাবাড়ি বা দাদাবাড়ি কেউ কি তাকে মেনে নেবে না কি কলঙ্কিনী, মুখপুড়ি বলে দূরছাই করে তাড়িয়ে দিবে? আর ভাবতে পারছে না। নানাবিধ ভাবনারা এসে মাথায় চেপে বসায়, মাথা ব্যথায় টনটন করছে। আবার রাতের তাণ্ডবের চাপের রেশও তো রয়েছে। এমন সময় আলী দরজা ঠেলে ভেতরে এসে আঞ্জুমানকে দু’হাতে মাথা চেপে ধরতে দেখল। এগিয়ে গিয়ে অস্থিরতা, উদ্বিগ্নতার স্বরে জিজ্ঞেস করল,

‘মাথা ব্যথা করছে?’

মাথায় কারো হাতের আদুরে স্পর্শে আঞ্জুমান নতমুখ ওপরে তুলে আলীর আকুল আবেদনের প্রশ্ন চক্ষু দেখতে পেল। ঝটকানি দিয়ে হাত সরিয়ে দিলো। ক্ষিপ্ত হয়ে ক্ষিপ্র গতিতে আক্রোশে আক্রমণাত্মকভাবে আলীর পরিধানকৃত নেভি ব্লু কালারের শার্টের কলার ধরে ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করল,

‘ক্যান, হ্যাঁ ক্যান আপনে আমার জীবনডারে এমতে শেষ কইরা দিলেন? আমি কী করছিলাম আপনের? কয়ডা আম চুরি করনের লেগা আপনে আমার জীবনডারে এমতে নষ্ট কইরা দিলেন? কলঙ্কিত কইরা কলঙ্কিনী বানায় দিলেন? আইচ্ছা কন তো, আমি কি সত্যি কলঙ্কিনী?’

আলীর মুখে আজ কোনো জবাব নেই। আজ সে স্তব্ধ, বিমূঢ়, বিহ্বলতায় বাকরুদ্ধ। তার ভাবমূর্তিতে জ্ঞান-বোধ লোপ পেয়েছে, আঞ্জুমানের করা কড়া প্রশ্নে। আসলেই তো, সে তো জানে আঞ্জুমান কতোটাই পবিত্র, নিষ্কলুষচিত্তের অধিকারী। তার করা কাজের প্রভাবে আঞ্জুমানের মন প্রভাবিত হয়ে মানসিকভাবে ভেঙে আছে। শারিরীকভাবে না ভাঙলে মানসিক দিকে দিয়ে আগে থেকেই মূর্ছায়িত সে। আঞ্জুমানের পরিবারের করা অবেহলা তো ছিলই, এখন নতুন হিসেবে আলীর করা কর্মকাণ্ড যোগ দিলো। মেয়েটা এবার বাজেভাবেই মানসিক বিপর্যস্ত হয়ে গেছে। সামনে যে কীভাবে সামাল দিবে তাকে? ভাবতেই মস্তিষ্কে তাড়নাবোধ হয়। এদিকক আলীর কাছে কোন সদুত্তর তো পেল না আঞ্জুমান, উলটে কিল-ঘুষি মারতে শুরু করল। আলীর গালে যখন আঞ্জুমানের মোলায়েল থাপ্পড় পড়ল তখন ধ্যানচ্যুত হয়ে বুঝল, মেয়েটা কী পরিমাণ ভায়োলেন্ট হয়েছে। আঞ্জুমানের পিঠে দু’হাতে চাপ প্রয়োগ করে আঁকড়ে ধরল বেশ শক্তি দিয়ে। কয়েকপল যেতেই বুঝল, আঞ্জুমান পাখির পালকের ন্যায় দেহখানি অসাড়তায় অবশ হয়ে ঢলে পড়েছে তার বলিষ্ঠ দেহের ভেতর। অতঃপর আলগোছে মেয়েটাকে বিছানায় শুইয়ে দিলো। আঞ্জুমানের মুখ ঘামে ভিজে জবজবে হয়ে গেছে। গায়ে তো ছিটেফোঁটাও শক্তি নেই, সে আসে আলীকে আঘাত করতে!

‘করলে তো পারিস মেয়ে। তবে ভালোবাসার আঘাত হতে হবে সেটা।’

বক্র হাসল ভেবে। নরম, চঞ্চলা মনের মেয়েরা ভালোবাসে খুব দ্রুত। অবশ্য ভাঙেও দ্রুতই। তবে যাকে ভালোবাসে উজাড় করে ভালোবাসে। ভালোবাসাটা হয় নিখাঁদ, ছাঁচে গড়া।

৪১.
‘ফোনটা?’

করিম মিয়া নিজের ফোন এগিয়ে দিলো আলীর কাছে। হাতে ফোন পেয়ে আলী হাঁফ ছাড়ল বোধহয়। সকালে ফোন করার কথা ভুলে গিয়েছে, আঞ্জুমানের কারণে। এখন না করলেই নয়। ওপাশ থেকে ফোন রিসিভ হলো।

‘ভুলে গেলে না কি?’

কাজের লোকদের কোয়ার্টার ছেড়ে বাড়ির বাইরে গিয়ে বাগানের দোলনার কাছে গেল আলী। দোলনাটা আঞ্জুমানের জন্য আনতে বলেছিল করিম মিয়াকে। টাকা পাঠিয়ে দিয়েছিল অবশ্য। যেদিন বাড়িতে ফিরল, সেদিন দোল খাওয়া আঞ্জুমানের হাসিমাখা মুখে কতোই না অপূর্বতা খেলা করছিল। দেখতেই মনের মধ্যে শান্তি নামক স্রোত বয়ে যায়। আলীকে দেখার পর থেকেই আঞ্জুমানের মুখে দেখা গিয়েছে ভয় আর আতংকার রেশ। ওপাশ থেকে রিমা ‘হ্যালো, হ্যালো’ বলেই যাচ্ছে। সম্বিত ফিরতেই সাথে সাথে বলল,

‘হ্যালো রিমা, শুনতে পারছ?’

রিমা তখন মল ছেড়ে বাইরে বেরিয়েছে।

‘ও বাব্বাহ! ভুলে গেছি আমি! ফোন কার বন্ধ?’

বাঁচা গেল রিমা তার অন্যমনস্কতা খেয়াল করেনি। ব্যস্ত না কি?

‘কোথায় তুমি?’

আলীর জানতে চাইল।

‘শপিং করতে এসেছিলাম।’

‘এসেছিলাম, তার মানে করা শেষ?’

‘আপাততের জন্য সেটাই। পরে বাকি থাকলে কিছু দেখা যাবে। অবশ্য তোমার জন্যও করেছি সাথে।’

বলেই লজ্জাশীল হাসি হাসল। যা আলীর হয়তো বোধগম্য হলো। সে আরো লজ্জা বাড়ানোর জন্য কিছু বলবে। এমন সময় রিমা ফের বলে উঠল,

‘আচ্ছা, শোন কাল তোমার ফোনের কী হয়েছিল?’

এবার আলীর খেয়ালে এলো আঞ্জুমানকে ঘরে একা রেখে এসেছে। চিন্তা হলো, মেয়েটা আবার জেগে উলটাপালটা কোনকিছু করছে না তো?

‘আর বলো না। ফোন ভেঙে গেছে। আরেকটা দেখি বাজার থেকে বাটন সেট কিনতে হবে আপাতত যোগাযোগ রাখার জন্য। তোমাদের ওখানে গেলে ভালোটা কিনব।’

ওপাশ থেকে রিমা বাঁধ সাধল।

‘কিনা লাগবে না। আমি নিয়ে নিয়েছি।’

বিস্ময়ে অবাক হওয়ার জোগাড় আলীর। তবে বিচক্ষণতার সহিত বুঝল রিমা তাকে কলে না পেয়ে উদ্বিগ্ন হয়ে, মোবাইল কিনেছে। মেয়েটা এমনই আলীর জন্য বেশ বেপরোয়া ভাব তার। চতুরতার হাসি খেলে গেল আলীর মুখ ছুঁয়ে।

‘ভাবা যায়, বরপাগল বউয়ের কারবার।’

লাজুক হেসে কপট রাগের ভান করে রিমা বলল,

‘ভাগ্যিস ফোনটা ভেঙেছে। নয়তো আমি-ই ভাঙতাম। আর নতুনটা হাতে ধরিয়ে দিতাম।’

‘সে তো আমি জানিই। বরপাগল বউটা যে তার বরের সাথে কথা না বলে থাকতেই পারে না।’

আলীর বলা দুষ্টুমির কথায় লাজুকলতার মতো নুইয়ে পড়ছে রিমা যার কারণে ফোন খট করে কেটে দিলো। এপাশে থাকা আলী সম্ভত সেটা বুঝল। হালকা হেসে বাগানের দোলনা থেকে ওঠে, নিজ বারান্দায় একবার চোখ বুলাল। দেখতে পেল, সদ্য ঘুম থেকে ওঠা ফোলা ফোলা চোখে রক্তিম আভা ছড়ানো মুখশ্রী, ঢেউ খেলানো এলোমেলো চুল নিয়ে দাঁড়িয়ে তার-ই পানে চেয়ে থাকা আঞ্জুমানকে। হঠাৎই তাকে এভাবে দেখে আলীর হৃৎস্পন্দনের গতি আকস্মিকভাবে তীব্র বেগে ছুটতে লাগল। মস্তক নিচু করে, বুকের দিকে তাকিয়ে বাঁপাশে হাত দিয়ে সেটা অনুভব করল। ফিরে আবার তাকালো ওপরে থাকা আঞ্জুমানের দিকে। অনুভূত হলো মনের কোণে, আঞ্জুমানের এমনতর তাকিয়ে থাকা আলীকে কেমন জানি ভয় মিশ্রিত অনুভূতি প্রদান করছে। অশুভ সংকেত যাকে বলে।

চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here