জ্বীন রহস্য(love story)❤Season 2,Part 6
Writer Maishara Jahan
গাড়ি থামতেই মুন তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে বাড়ির ভিতরে চলে যায়।
আরাবও চলে যায়।
সকালে……..
আরাব অফিসে গিয়ে দেখে মুনের সাথে কিছু ছেলে কথা বলছে, অনেক হেসে হেসে কথা বলছে।
আরাব রাগে জোরে চিৎকার করে বলে,,
,,,, এটা কাজের জায়গা গল্প করার নয়, গল্প করার ইচ্ছে থাকলে অফিসে আসার দরকার নেয়।
সবাই যার যার কাজে চলে যায়। আরাব তার কেবিনে যায় মুনের দিকে রাগী ভাবে তাকাতে তাকাতে ডুকে।
মুন,,,,,,,,, এমন লুক দেওয়ার কি আছে,, আমি কি কিছু করছি??
আরাব সারাক্ষণ মুনের দিকে নজর রাখে, কিছু খন পর পর অফিসে কিছু ছেলে আসে, এসে আর জিজ্ঞেস করে কিছু লাগবে কি না কোনো সমস্যা আছে কি না।
আরাব এগুলো দেখে তার মেজাজ খারাপ হয়ে যায়। মিঃ গোস কে ডাকে৷
,,,,,, জ্বী স্যার ডেকেছেন।
,,,,,, হুমম এক কাজ করো মিস্ মুনের চেম্বার আমার কেবিনের ভিতরে লাগিয়ে দাও।
,,,,,,, কেনো স্যার
,,,,,,, কাজের জন্য
,,,,,, এমন কোন কাজের জন্য
,,,,,,, যা বলেছি তাই করো, আর মিস্ মুনকে বলে দিবেন আজ থেকে এখানে কাজ করতে,,,,,
,,,,, ওকে স্যার।
,,,,, এবার দেখি কে আসে কথা বলতে, মুন আপনি চা খাবেন, মুন আপনার কিছু লাগবে অফফ ( ভেঙ্গ করে)
মি.গোস আরাবের দিকে হা করে রয়েছে।
,,,, স্যার আপনি ঠিক আছেন।
,,,,,, আপনি এখনো জাননি 😐, আমি ঠিক আছি আপনি জান।
কিছু খন পর মুন আসে।
,,,,, স্যার এই সব কি
,,,,,,, কোন সব।
,,,,,, আমাকে এখন এখানে কাজ করতে হবে কেনো
,,,,,,, আপনি আমার কি
,,,,, কি 🤨🤨
,,,,,, এসিস্ট্যান্ট,, আর এসিস্ট্যান্টের কাজ হচ্ছে সাথে থাকা তাই আপনি আমার সাথে থাকবেন।
,,,,,,,,,, এসিস্ট্যান্ট বডিগার্ড না৷
,,,,,,, থাকবেন কি না বলেন
,,,,,,, না
,,,,, ওকে এর ব্যবস্থাও আছে
,,,,,,, কি
,,,,,, বেশি কিছু না, আপনাকে এ চাকরি ছারতে হবে এবং এখান থেকে যাবার পর আপনি আর কোথাও চাকরি পাবেন না, এর খেয়াল আমি রাখবো৷
,,,,,, স্যার আপনি তো আমার কথা মনে নিয়ে নিলেন, আমি তো এমনি বলছিলাম,, আমি কাজ করবো আর এখানেই বসে করবো,কোনো সমস্যা নেয় 😅😅
,,,,,,,,, Good,,,,, সাইডে দেখো কম্পিউটার, চেয়ার টেবিল রেডি আছে শুরু হয়ে যাও।
,,,,,,,,, হুমম ( শয়তান, সাইকো,পাগল, ডেবিল একটা)
,,,,,, আমাকে গালি দেওয়া হয়ে গেছে।
,,,,,, হুমম হয়ে গেছে 😤 না মানে কি বলছেন স্যার।
,,,,,, কাজ করো।
,,,,,, হুমম
মুন রাগী ভাবে বসে আছে আর আরাব বার বার দেখছে।
,,,,,,,,,,
ফারহান এখন আর অবাক হয় না রিমির কাজে, অভ্যাস হয়ে গেছে, ফারহানের সাথে দুষ্টুমি করা, কথায় কথায় চোখ টিপ দেওয়া ইশারা করে কিস দেওয়া, কেন্টিনে সবাইকে রেখে ফারহানের সাথে বসে খাওয়া,কেও বসা থাকলেও তাকে উঠিয়ে দেয়।
ফারহান যেদিকে যাচ্ছে রিমি তার পিছনে পিছনে যাচ্ছে, হঠাৎ করে ফারহান দাঁড়িয়ে যায় আর রিমি ফারহানের পিছনে ধাক্কা খায়।
,,,,,,,, কি হয়েছে কি বলবে কখন থেকে গুরগুর করছো।
,,,,,,,, চলো না ঘুরতে যায়
,,,,,,, না
,,,,,,,, চলো না চলো না ( হাত ধরে )
,,,,,, এটা তোমার বাসা না হাত ছারো, যাবো না মানে যাবো না।
,,,,,,,, কেনো যাবে না,,, বলো কি করলে যাবে।
,,,,,,,, ঠিক আছে পরীক্ষায় ভালো নাম্বার করে দেখাও পড়ে যাবো।
,,,,,,,,, হা হা হা 🤣🤣 সত্যি যাবে তো।
,,,,,, হ্যাঁ যাবো, এতো হাসার কি হলো।
,,,,,,,, আমার নামে একটুও খোঁজ খবর নেওনি না।
,,,,,, মানে
,,,,,, মানে আমি প্রতিটি পরীক্ষায় টপে থাকি, এটা আমার জন্য কোনো ব্যাপারি না, তুমি কি মনে করেছো আমি বাবার টাকায় মেডিকেলে ভর্তি হয়েছি, জ্বী না নিজের যোগ্যতাই, আমার নাম্বার এমন যে, যেকোনো মেডিকেলে চান্স পাওয়া আমার জন্য কোনো ব্যাপারি না 😎😎
,,,,,,,,, কিহহহ
,,,,,,,,, হুমম 😏😏
,,,,,,,, আমি তো মনে করতাম তোমার মতো মেয়েরা ক্লাসে শুধু ফাঁকি মারতে পারে টপ করতে পারে না।
,,,,,,, মানে 😑😑
,,,,,,,, যে টপ করে এর এই অবস্থা, যারা টপ করে তারাতো অনেক চুপচাপ, সব সময় পরে, কারো সাথে বেশি কথা বলে না, এমন থাকে তুমি দেখি পুরো উল্টো।
,,,,,,,,, আমি মানুষ টাই উল্টো।
,,,,,,,, মানুষ 😅😅।।
,,,,,,, এতে হাসার কি হলো, আমি মানুষ না,, আমি কি জ্বীন-ভূত নাকি 😕😕
,,,,,,,, আমি সেটা বলেনি।
,,,,,,, আচ্ছা কবে ঘুরতে যাবেন।
,,,,,,, আগে রেজাল্ট তো বের হোক।
,,,,,, ঠিক আছে,, আমি আসি হুহহ 😒😒😤😤
,,,,,,,,,,,,,
রিমান ঘুম থেকে উঠে দেখে মাহুয়া বিছানায় নেয়। চারদিকে খুঁজে কোথাও না পেয়ে বাহিরে যায়।
গিয়ে দেখে মাহুয়া বাহিরে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। রিমান দৌড়ে যায়।।
,,,,,,,,,, মাহু কি হয়েছে হাঁপাচ্ছ কেনো।
,,,,,,,, দৌড়াতে দৌড়াতে হাঁপাচ্ছি।।।
,,,,,,, এমনি তো নেয়, এতো জগিন করলে কয়দিন পরে দেখায় যাইবো না।।।
,,,,,,,, আরে দূরর জগিন করার জন্য না,, কেওতো ছিলো আপনার পাশে কি যেনো করছিলো, আপনার গলা ধরার চেষ্টা করছিলো।
আমাকে দেখতেই দৌড় দিলো আমিও তার পিছন পিছন যায় কিন্তু কোনো লাভ হয় না।
,,,,,,, ( আমার লকেট কোথায়, ও আল্লাহ লকেট আছে দেখা যায়, কিন্তু মাহুয়াকে সামলায় কি করে )
,,,,,,, কি ভাবছেন৷
,,,,,, আচ্ছা যাকে তুমি দেখেছো সে দেখতে কেমন ছিলো।
,,,,,,,, জানি না স্পষ্ট দেখতে পায় নি ।
,,,,,,,, কারন তুমি স্বপ্ন দেখছিলে, বাস্তবে কেও এমন করে আসবে।
,,,,,,, আমারো মনে হয় কারন দরজা বন্ধ ছিলো আর ঐ দরজা বন্ধ অবস্থায় বাহিরে চলে যায়। এটা কি সম্ভব নাকি।
,,,,,,,, হুমম ঠিক। আচ্ছা আমি তোমার জন্য একটা ঘন্টা কিনে আনবো নে গলায় বেঁধে রাখার জন্য।
,,,,,, আমি কি গরু নাকি যে বেল পরবো।
,,,,,,, না যেভাবে ঘুমের মধ্যে দৌড়া দৌড়ি করো তার জন্য।
,,,,,,,, আমার ঘুমের মধ্যে চলাচলের কোনো রোগ নেয়।
,,,,,,, তা তো দেখছিই 😏😏।
,,,,,, সেট আপ। তাড়াতাড়ি রেডি হন আমাদের বের হতে হবে।
,,,,,,, কোথায়।
,,,,,,, শশুর বাড়ি, যাবেন
,,,,,, আমার তো ছোটোবেলা থেকে শশুর বাড়ি যাওয়ার ইচ্ছা, চলে।
,,,,,,, আল্লাহ,,, চুপচাপ রেডি হোন।
,,,,,,, আচ্ছা শুনো তোমার সাথে কথা ছিলো কালকেরররর,,,,,
,,,,,,,, আরে হ্যাঁ কালতো অনেক কাজ আছে চলেন চলেন তাড়াতাড়ি রেডি হবেন।
বলে তাড়াতাড়ি চলে যায়।
,,,,,,,,, আমি তো চুমুর কথা বলছিলাম কিন্তু,,,
রিমান আর মাহুয়া রেডি হয়ে গাড়িতে উঠে যায়,,,
রিমান,,,,,,,, ( আমার সাথে এমন ভাবে কথা বলছে যেনো কাল কিছু হয়য়ি নি আমাদের মধ্যে, এটাকে এখন আমি কি মনে করবো। রিমান তোনাকে তো জুতা মারা উচিত এমন হঠাৎ করে কে করে )
,,,,,,,,,,,
মুন,,,,,,,,,,, ( দুপুর হয়ে গেছে এখন আমার ঐটা খাওয়া লাগবে,আমার মাথা ঘুরছে আমার কেমন জানি লাগছে, অনেক দেরি হয়ে গেছে, আমার ঐটা আনতে মনে নেয়, এখন কি করবো )
মুন উঠতে যায় আর পরে যেতে নেয় আর আরাব এসে ধরে ফেলে।
,,,,,,, মুন কি হয়েছে, ঠিক আছো তো।
,,,,,,, আমি ঠিক আছি, আমাকে যেতেদিন।
,,,,,, যাবে মানে কোথায় যাবে এই অবস্থায়, চলো সোফায় রেস্ট করবে।
,,,,,,,, না আমি বাহিরে যাবো।
,,,,,,, বলেছি না কোথাও যাবে না
মুনকে জোর করে সোফায় শুয়িয়ে দেয়।
এখন লাঞ্চ টাইম তাই আমি বাহিরে গিয়ে খাবো।
,,,,,, তুমি বসো আমি তোমার খাবার এখানে এনে দিতে বলছি।
,,,,,,, তার দরকার নেয়।
,,,,,, আছে ( রাগে )
আরাব ফোন করে অনেক গুলো খাবার আনে,,
,,,,,, খাও
,,,,,,, আমি খাবো না, আমাকে বাহিরে যেতে দিন।
,,,,,,, বাহিরে কি আছে,,, চুপচাপ খাও,, খেলে বাহিরে যেতে দিবো।
মুন তাড়াতাড়ি করে খেতে শুরু করে, আরাব দেখতে থাকে। কিছু খনের মধ্যে খাওয়া শেষ করে,
,,,,, এখন আমি যায়।
,,,,,, সরি না,,, এই অবস্থায় না।
,,,,,,,, কিন্তু
,,,,,,,, না মানে না ( রাগে )
মুন চুপ করে যায়।
,,,,,,,, ( এখন কি করবো, বেশি খন এভাবে থাকাও যাবে না বিপদে পরে যাবো, আর পাচঁ ছয় মিনিট আছে আমার কাছে, কি করবো। )
মুন উঠতে নেয়,
,,,,,,, তুমি কোথাও যেতে পারবে না।
,,,,,,, আমি ওয়াশ রুমে যাবো, নাকি এখানেও যাওয়া যাবে না।
,,,,,,,, ঠিক আছে যাও।
মুন ওয়াশ রুমে যায়, অনেক খন হলো বের হচ্ছে না, এবার আরাবের একটু ঘটকা লাগে। দরজায় টুকা দেয়।
,,,,,,, মুন তুমি ঠিক আছো
কোনো আওয়াজ নেয়,
আরাব বার বার দরজায় নক করছে কিন্তু কোনো আওয়াজ নেয়। এবার আরাব দরজা ভাংবে বলে দরজায় ধাক্কা দিতে নেয় আর মুন দরজা খুলে, দুজনে পরে যেতে নেয় কিন্তু আরাব এক হাতে মুনের কমরে ধরে অন্য হাতে দরজায়।
দুজন দুজনার দিকে তাকিয়ে আছে। কাশির আওয়াজ শুনে দুজন দূরে সরে যায়।
,,,,,,,, এতো খন ভিতরে কি করছিলে।।
,,,,, সেটা আপনাকে কেনো বলবো।
,,,,, এতো আওয়াজ দিলাম সারা দিলেনা কেনো।
,,,,,, শুনিনি তাই। এই লোকটি কে।
,,,,,, ডক্টর, তোমার জন্য।।
,,,,,,,, আমি একদম ঠিক আছি ডক্টরের কোনো দরকার নেয়। ডক্টর আপনি যেতে পারেন।
,,,,,,, ঠিক আছো মানে, ডক্টর দেখিয়ে নাও পরে যদি কিছু হয়ে যায় তখন।
,,,,,,, আমার কিছু হয়ে গেলে আপনার কি।
,,,,,,, চুপ এমন কথা জেনো আর না শুনি, তোমার কিছু হতেই দিবো না আমি।
,,,,,,,, ( আমার জন্য এতো চিন্তা কিন্তু কেনো) আমি ঠিক আছি।
,,,,,,, ওয়াশ রুমে গিয়ে কেও অসুস্থ থেকে সুস্থ হয়ে যায় তা প্রথম দেখলাম।
,,,,,,,,,
ফারহান কেন্টিনে খেতে বসে সেখানে রিমি ও এসে ফারহানের সাথে বসে।
ফারহান,,,,,,,,, তুমি তোমার ক্লাস মেটের সাথে বসো না, প্রতি দিন আমার সাথেই বসা লাগবে,,
,,,,,, হুমম লাগবে।
কিছু খন পর,,, আচ্ছা কেন্টিনে কি অন্য লোকও আসে নাকি।
,,,,,,, কেনো
,,,,,,, না দেখো না অদ্ভুত একটা লোক আমার দিকে কেমন করে যেনো তাকিয়ে আছে।
,,,,,,,,, কোন লোক
,,,,,,, আরে সামনে দেখো সবার লাস্ট টেবিলে।
,,,,,,,, কোথায় কেও তো নেয়।
,,,,,,,, নেয় মানে দেখো অদ্ভুত চেহেরা আমার দিকে কেমন করে তাকিয়ে আছে আমি একে কালকেও দেখেছিলাম৷
,,,,,,,,,, কোন লোক।
,,,,,,, আরে সামনেই তো,,,,, এক মিনিট তুমি দেখতে পারছো না।
,,,,,, হ্যাঁ হ্যাঁ দেখেছি,,,, চলো এখান থেকে এখনি।
,,,,,,,,, কেনো।
,,,,,,,, চলো বলছি না।
রিমির হাত ধরে নিয়ে যায়, আর বার বার পিছনে তাকিয়ে দেখে।
ফারহান,,,,,,,,, ক্লাসে যাও,, একা একা কোথাও যাবে না, আর ঐ লোকটাকে দেখলে আমাকে কল দিবে, ঠিক আছে যাও।
,,,,,,,,, ঠিক আছে।
,,,,,,,,, ( রিমান আর আরাব কে বলতে হবে,সময় খুব কাছে চলে এসেছে )
অনেক খন পরে ক্লাসে।
লিজা,,,,,,, ( রিমির ক্লাস মেট ) রিমি জানিস আজ না আমাদের এখানে নতুন ডাক্তার জয়েন করেছে।
,,,,,,, তো আমি কি করবো।
,,,,,,, দেখতেও সুন্দর।
,,,,,,,, তো
,,,,,,,,, ফারহান স্যার এর বন্ধু, কলেজ তারা এক সাথে পাশ করেছে।
,,,,,,,,, কিহহহহ
,,,,,,,, হুমম দুজন কে দেখে এলাম কথা বলছে।
কোনো কথা ছাড়া রিমি এক দৌড়ে ফারহানের কেবিনে ডুকে যায়।
ডুকে দেখে দুজন হাত মিলচ্ছে।
নিদি,,,,,,,,,, কে তুমি।
,,,,,,,,, ম্যাম আমি এখানকার ছাত্রী।
নিদি,,,,,,,,, তো জানো না কোনো ডাক্তার এর রুমে ডুকার আগে নক করে আসতে হয়।
কিছু বলার আগেই ফারহান বলে
,,,,,,,, ঠিক আছে থাক।
,,,,,,,,,, ফারহান তোমার সাথে আমার কিছু কথা আছে।
নিদি,,,,,,,,, নিজের সিনিয়রদের কেও নাম ধরে ডাকে কোনো মেনার্জ নেয়।
,,,,,,,,, ম্যাম ওনাকে আমি নাম ধরে ডাকতে পারবো, আর আশা করি এতে ফারহানের কোনো সমস্যা নেয়।
,,,,,,,,,, রিমি এভাবে কথা বলছো কেনো।
নিদি,,,,,,,,, তুমি এখন যাও আমার ফারহানের সাথে কিছু কথা আছে।
,,,,,,,, কি কথা।
,,,,,,,,, সেটা তোমাকে কেনো বলবো, যাও।
রিমি,,,,,,,, ফারহান তুমি বিজি ঠিক আছে লাগবে না তোমার সাহায্য।
,,,,,,, কি সাহায্য
,,,,,,,, আমার অনেক খারাপ লাগছে, তাই বাসাই যাবো কিন্তু তুমি তো বিজি।
,,,,,,,,, কিহহহ খারাপ লাগছে মানে কি হয়েছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে বুকে ব্যাথা করছে, কি হয়েছে বলো। ( রিমির হাত ধরে )
,,,,,,,,,, ( এতো ব্যস্থ হওয়ার কি আছে ) না মানে এমনি একটু দূর্বল লাগছে আমি বাসাই যাবো।
নিদি,,,,,,,, বাসায় যাবে তো ওকে কেনো বলছো বাসার কাওকে আসতে বলো।
ফারহান,,,,,,, লাগবে না আমি পৌঁছে দিচ্ছি।
নিদি,,,,,,,, দাঁড়াও আমি দেখছি কি হয়েছে।
,,,,,, ( ওর সমস্যা যদি ডাক্তার দিয়ে ভালো হতো তাহলে কবে ভালো করে দিতাম, কবে সুস্থ করে দিতাম ) লাগবে না।
ফারহান রিমিকে নিয়ে চলে যায়।
,,,,,,,,
রিমান,,,,,,,,,, ( কখন ধরে বসে আছি একটা কথাও বলছে না) তোমাকে কোথায় ছেড়ে দিবো।
,,,,,,,,, সামনে একটা বাড়ি আছে পাচঁ তালা,, ঐখানে।
,,,,, তুমি কও একা থাকো।
,,,,,,,, না আমার মতো কিছু এতিম মেয়ে আছে।
,,,,,,,, ওওওও জানো তো আমার মা বাবা অনেক ভালো, বাবার মাথায় একটু প্রবলেম আছে কিন্তু সমস্যা নেয় নিজের বউমাকে নিজের মেয়ের মতো দেখবে। মেয়ের মতো আদর করবে।
আর একটা বোনও আছে, একটু তারছিরা আর কি কিন্তু নিজের ভাবীকে বড়ো বোনের মতো দেখবে। আর আমি আমার বউকে বউয়ের মতোই দেখবো৷
,,,,,,,,,,, তো আমি কি করবো
,,,,,,,,,,, না এমনি বললাম,,,,, যাই বলো না কেনো আমার বউ কিন্তু ভাগ্যবতী হবে এমন ফেমেলি পেয়ে, কি বলো।
,,,,,,,,,, কে জানে
,,,,,,, আচ্ছা একটু ভেবে দেইখো।
,,,,,,, কি ভেবে দেখবো।
,,,,,,,,,,, না মানে আমার বউ কতটা হবে
,,,,,,,, কিহহহ
,,,,,,,,,, ভাগ্যবতী,,, কতটা ভগ্যবতী হবে আর কি।
,,,,,,,,, ঠিক আছে গাড়ি থামান আমার বাসা এসে গেছে।
,,,,,, ঠিক আছে।
গাড়ি থামাতেই মাহুয়া বের হয়ে চলে যায়।
,,,,,, এক বার যদি পিছনে তাকিয়ে দেখে তাহলে নিশ্চিত মাহু আমাকে ভালোবাসে এটা আমার বিশ্বাস 😍
রিমান কতো খন ধরে তাকিয়ে আছে কিন্তু মাহুয়া সোজা ভিতরে চলে যায় পিছনে একটুও তাকাই না।
,,,,,,,,, 😶😶 দূররর এই সব ফালতু কথা কে বলেছে যে পিছনে ফিরে দেখলে ভালোবাসা আছে মানতে হবে, আমি এই সব বিশ্বাস করি না, পিছনে তাকাই নায় তার মানে আমাকে আরো বেশি ভালোবাসে হুহহহ 🙄🙄
যতো সব ফালতু কথা, কে মানে এই সব।
বলে চলে যায়।
চলবে,,,,,,,