জ্বীনের_প্রেম #পর্ব_০৩,০৪

#জ্বীনের_প্রেম
#পর্ব_০৩,০৪
লেখিকাঃ #সাবরিন_খান
পর্ব_০৩

বারান্দার দরজার সামনে এসে মেঘলা উঁকি দিয়ে দেখে সে কি এখনো আছে নাকি উধাও হয়ে গিয়েছে ঠিক গতকাল রাতের মতো।উঁকি দাওয়ার পর মেঘলার বুকের ভেতরটা

ধুকপুক করে উঠে।বাগানের দিকে মুখ করে দাড়িয়ে আছে ছেলেটি।তার চেহেরা দেখা যাচ্ছেনা।
উচ্চতা বেশ ভালো।

মেঘলা বারান্দায় ঢোকার সাহস পায়না দরজার আড়ালে থেকেই সে প্রশ্ন করে “কে আপনি?” প্রশ্নের কোন জবাব দেয়না ছেলেটি।থমথমে এক পরিবেশে নিরবতা বিরাজ করে।

মেঘলা আবার প্রশ্ন করে “আপনি আমার কথার উত্তর দিচ্ছেন না কেন”? ছেলেটি চুপ করে দারিয়ে থাকে। কোনো উত্তর না পেয়ে মেঘলা ভাবে তার চলে যাওয়াই উচিত হবে।সে এক পা পিছের দিকে বাড়ায়।” কোথায় পালাচ্ছো?

কথা বলবেনা?”এমন এক কন্ঠ থেকে এই শব্দগুলো ভেসে আসে যা একবার শুনলে বারবার শোনার ইচ্ছে জাগবে মনে।

কথাটা শুনে মেঘলার বুকের ভেতরটা অনেক জোরে ধুক করে উঠে।উত্তর না পেয়ে মেঘলা যতটুকু ভয় পেয়েছিলো তার থেকে অনেক বেশি ভয় সে এখন পাচ্ছে।

মেঘলা নিজেকে সাহস দেয় তাকে আজকে কথা বলতে হবেই।ভয় পেলে হবেনা।

সে দরজা দিয়ে আবার উঁকি দেয়ার পর দেখতে পায় ছেলেটা আগের জায়গায় ঠিক একই ভাবে দাড়িয়ে আছে।

মেঘলা ফের ছেলেটার দিকে প্রশ্ন ছুড়ে দেয় “আপনি কি মানুষ নাকি ভুত?”মেঘলার এই প্রশ্ন শুনে ছেলেটি হেসে দেয় আর কিছু বলেনা।মেঘলা এবার সাহসের সাথে আড়াল থেকে বেরিয়ে বারান্দায় এসে দারায় থামেনা আবার প্রশ্ন করে” আপনি আমার বারান্দায় কিভাবে আসলেন?এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন?”ছেলেটা মজার ছলে উত্তর দেয় “তোমার সাথে কথা বলছি।”মেঘলা ভাবে ছেলেটা তার সাথে মজা করছে কেন তার কথার কোন দাম নেই নাকি।মেঘলা জিজ্ঞেস করে “আপনি থাকেন কোথায়?”

ছেলেটা বলে “আমি এখানেই থাকি। তোমার সাথেই, তোমার অনুভবেই আমার অস্তিত্ব।” ছেলেটার কথাগুলো মেঘলার শরীরে কাটার মতো গিয়ে বিধে যায়, জাগায় এক ধরনের শিহরণ।

মেঘলা আগ্রহের সাথে প্রশ্ন করে “আপনি তাহলে সেই জ্বীন?”ছেলেটি বলে ” যদি বলি হ্যা তাহলে কি তুমি ভয় পাবে?”তঠিক সেই মুহূর্তে মেঘলার মার পিছের থেকে এসে মেঘলার কাধে হাত রেখে জিজ্ঞেস করে “কিরে কার সাথে কথা বলছিস?” মেঘলা চমকে গিয়ে পিছের দিকে তাকায় আচমকা প্রশ্নের উত্তরে মেঘলা বলে “কেন আম্মু তুমি দেখতে পাচ্ছোনা?” এ কথা বলে মেঘলা সামনের দিকে তাকিয়ে দেখে ছেলেটা সেখানে দারিয়ে নেই।

মেঘলার মা মেঘলাকে আবার জিজ্ঞেস করে “তুই কার কথা বলছিস? কাকে দেখতে পাচ্ছিনা? “পরিস্থিতির সামাল দিতে মেঘলা বলে ” নাহ আম্মু কিছুনা।আমার ঘুম আসছিলো না তাই বারান্দায় এসে একটু দাঁড়িয়ে ছিলাম।তুমি এখন যাও আমার অনেক ঘুম পাচ্ছে”।

মেঘলা বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মেঘলার মায়ের মনে খটকা লাগে। মেঘলা তাকে এভাবে এরিয়ে গেলো কেন? তবে সে স্পষ্ট শুনেছে মেঘলা কারো সাথে কথা বলছিলো। মেঘলার মা আর বেশি কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়।

মেঘলা শুয়ে শুয়ে ভাবতে থাকে তার মা কেন ছেলেটাকে দেখতে পেল না।তাহলে কি শুধু সে একাই ছেলেটাকে দেখতে পায়।মনে ভীর করে হাজারো প্রশ্ন।তবে মেঘলার মনের কোন এক কোনে ছুয়ে গেছে এক অদ্ভুত ভালো লাগা।

ছেলেটার সাথে আবার কথা বলার প্রবল ইচ্ছা।

মেঘলা নিজেই নিজেকে প্রশ্ন করে সে কি আবার আসবে?তার মন থেকে কে যেন বলে উঠে নিশ্চয়ই আসবে।

চলবে……

#জ্বীনের_প্রেম
# পর্ব_০৪

মেঘলার বসে আছে হাতে এক কাপ চা নিয়ে বারান্দায়। ঘুমটা আজ একটু দেরিতেই ভেঙেছে।
রাতে ছেলেটার সাথে হওয়া সব কথা গুলো মাথায় ঘুরপাক খাচ্ছে।মেঘলা যখন ছেলেটার রহস্যময়তা নিয়ে ভাবনায় মশগুল মেঘলা মায়ের ডাক শুনতে পায়।

হাতের চায়ের কাপটা টেবিলে রেখে মায়ের কাছে গিয়ে মেঘলা দেখে মায়ের হাতে কিছু ছবি।
মেঘলাকে দেখে মা বলে আমার পাশে এসে বসো, আর এই ছবিগুলা একবার দেখতো কেউকে ভালো লাগে নাকি!

মেঘলা একটু অবাক চোখে মায়ের দিকে তাকায়।
মেঘলার বেশি সময় না নিয়ে সাথে সাথে বলে”কিসের ছবি?আর আমিই বা কেন দেখবো?
“মেঘলার মা বলে “হুমম আমি ঠিক করেছি তোকে বিয়েটা জলদি জলদি দিয়ে দিবো আর বেশি সময় নিবো না।

আর হাতে ভালো ছেলে থাকতে দেরি করেই বা কি লাভ?বিয়ে তো একসময় করতে হবেই। তা না হয় একটু জলদিই করলি।

“তার মায়ের এই সিদ্ধান্ত যার জন্য মেঘলা একদমই প্রস্তুত নয়।মেঘলা মায়ের কথা আর বাড়াতে না দিয়ে সাথে সাথে বলে “আমার এসব একদম ভালো লাগেনা আম্মু।

তুমি সবসময় সবকিছুতেই বাড়াবাড়ি করো।আমার জীবন আমার মতো করে আমি গুছিয়ে নিব।তোমার ভাবতে হবেনা।”এখানেই কথার ইতি টেনে মেঘলা নিজের ঘরে চলে যায়। তার মা তাকে কিছু বলেনা কারন জানে মেয়ের জেদ বড্ড বেশি।

সন্ধ্যা নামার সাথে সাথে আকাশটা
ডাকাডাকি শুরু করলো।

মেঘের গর্জন শুনে মেঘলা বারান্দাতে গিয়ে দাড়ায়। মনটা আজ বেশ খারাপ।
ভালো লাগছে না তার কিছুই।
বারান্দা থেকে এসে হুমায়ুন আহমেদ এর একটা বই বৃষ্টি বিলাস পড়তে শুরু করে মেঘলা।

পড়তে পড়তে সে ঘুমিয়ে পড়ে। মেঘলার ঘুম ভেঙে যায় রাতে। বাতাসে জানালাগুলো বারি খাচ্ছে জোরে জোরে।

মেঘলা জানালাগুলো লাগিয়ে দিয়ে বারান্দায় এসে দাঁড়ায় ভাবে সে কি আজকে আসবে ঘড়িতে তাকিয়ে দেখে ২ঃ৫৫ বাজছে। হটাত শুরু হয় বৃষ্টি।
মেঘলা দাড়িয়ে বৃষ্টি দেখে আর বৃষ্টির ফোটাগুলো আজ দেখা যাচ্ছেনা বাহিরের অন্ধকারের জন্য।

শুধু শোনা যাচ্ছে বৃষ্টির ঝরে পরার আওয়াজ। সেই শব্দ শুনতে যখন মেঘলা ব্যস্ত ঠিক তখনই শুনতে পায় পাশে থেকে কে যেনো বলে উঠলো ” বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হচ্ছেনা?” মেঘলা পাশে তাকিয়ে দেখে বারান্দার রেলিঙে হেলান দিয়ে তার দিকে মুখ করে দাড়িয়ে আছে ছেলেটি ।

মেঘলা তার চেহারা পরিস্কার দেখতে পাচ্ছেন। তবে আজ আর মেঘলার ভয় কাজ করছেনা উত্তরে মেঘলা বলে “নাহ আমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগেনা শুধু দেখে উপভোগ করতে ভালো লাগে।

তোমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে?”ছেলেটি বলে “আগে কখনো ভিজিনি তাই জানিনা ভালো লাগে নাকি”।

কথাটা শুনে খুব অবাক হয়ে মেঘলা জিজ্ঞেস করে “ইচ্ছে করে ভিজতে?” ছেলেটি একটু দীর্ঘশ্বাস ছেরে বলে “হ্যা খুব”মেঘলা আবার জিজ্ঞেস করে “তাহলে এখন ভিজছেন না কেন?”ছেলেটা বলে” কারণ তুমি ভিজছো না তাই।

তোমার মাঝেই আমার অস্তিত্ব”মেঘলা এই কথাগুলো শুনে বাহিরের দিকে আবার তাকায় কি যেন একটা চলছে মেঘলার মনে তারপর সে আবার ছেলেটার দিকে তাকিয়ে বলে “ভিজবেন আমার সাথে?আমারও আজকে খুব ইচ্ছে হচ্ছে ভিজতে “ছেলেটা আর দেরি না করেই বলে ” ঠিকআছে তুমি যাও ছাদে আমি আসছি।

“মেঘলা ছাদে যাওয়ার পর দেখে ছেলেটা আগে থেকেই দাঁড়িয়ে আছে ছাদে। মেঘলা গিয়ে ছেলেটার পাশে দারায়।

বৃষ্টির পানির ফোটাগুলো খুব ঠান্ডা মেঘলার শরীরে গিয়ে বিধছে। হঠাত আকাশটা চমকে উঠে সেই আলোয় মেঘলা দেখতে পায় ছেলেটার চেহারা। এমন সুদর্শন চেহারা মেঘলা আগে দেখেছে নাকি সন্দেহ।

ছেলেটার গায়ের রং ফর্সা।তার চেহারায় বৃষ্টির পানির ফোটাগুলো যেন মুক্তোর মতো জ্বলজ্বল করছিলো।যে অদ্ভুত সৌন্দর্যের দিকে বেশিক্ষন তাকিয়ে থাকা যায়না ঠিক তেমন।

মেঘলা আর কোন প্রশ্ন করছেনা শুধু চুপ করে তার পাশে দাড়িয়ে আছে।মেঘলার মনে হচ্ছে সে যেন সারাজীবন ঠিক এইভাবেই দাঁড়িয়ে থাকতে পারবে ছেলটির পাশে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে মেঘলার ভিতরে।

বৃষ্টি থামতে শুরু করেছে,ছেলেটা বলে এবার তুমি চলে যাও।মেঘলা নিজের অজান্তেই প্রশ্ন করে কালকে আসবেন না?

ছেলেটা হেসে দিয়ে বলে” যদি তুমি অপেক্ষা করো তাহলে” মেঘলার ঠোঁটের কোনায় এক টুকরো হাসির ঝলক দেখা যায় আর ছাদের থেকে মেঘলা নেমে জামা কাপড় পাল্টিয়ে শুয়ে পরে।
আজ রাতটা মেঘলার জীবনে সবচেয়ে সুন্দর রাত ছিল। সকালে মেঘলার ঘুম ভেঙে যায় মায়ের ডাকাডাকিতে।
” কিরে জলদি উঠে পর..
আজ বিকালে একজন আসবে তোর সাথে দেখা করতে।
“মেঘলা ঘুমের চোখেই জিজ্ঞেস করে “কে আম্মু?” মেঘলার মা বলে “তোর বাবার বন্ধুর ছেলে অমিত।”…….

চলবে……….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here