জান্নাত,পর্ব :- ০১

জান্নাত,পর্ব :- ০১
Writer :- Kabbo Ahammad

আবিদা আজ রুম ডেটে যাবে ওর বয়ফ্রেন্ড এর সাথে। ও ওর বয়ফ্রেন্ড রাসেলের বাসার সামনে দাঁড়িয়ে আছে। ও নিজেও জানে না ওকে আজ রুম ডেটে নিয়ে যাবে ওর বিএফ। আবিদা আর রাসেল বাইকে করে পার্কে ঘুরতে যাওয়ার কথা ছিল। কিন্তু রাসেল আবিদাকে নিয়ে ওর বাসায় এসেছে। কারণ রাসেলের বাসা আজ সম্পূর্ণ খালি। রাসেলের পরিবার গ্রামে একটা জরুরি কাজে যাওয়ায় ওর বাসা পুরো খালি। সেই সুযোগেই ওদের ১.৫ বছরের সম্পর্ককে আজ রাসেল অন্তিম রেখা পার করবে। যেটা করার জন্য ও রীতিমতো পাগল হয়ে আছে। আজ ও আবিদাকে সম্পূর্ণ ভোগ করবে। কোন বিরামচিহ্ন থাকবে না এই ভোগে। এতোদিনের মনের খায়েশ আজ পূরণ করবে রাসেল রুম ডেটে।

আবিদা অনেকটা অবাক হয়ে বাইক থেকে নামে। আর বলে।

—রাসেল আমরা এখানে কেন? এটা তো তোমার বাসা। আমরা না পার্কে যাবো? তাহলে এখানে?

রাসেল হেলমেটটা খুলে বাইকের উপর রেখে আবিদার কাছে এসে হাসতে হাসতে বলে।

—আমার বাসা আজ খালি। কেউ নেই। ৪৮ ঘন্টায়ও কেউ আসবে না। আজ তোমাকে অনেক মজা দিব। চলো।

আবিদা দু’পা পিছিয়ে যায়। আর ভয়াতুর কণ্ঠে বলে।

—মানে।
ছিঃছিঃ রাসেল কি বলছো? বিয়ের আগে এসব বাজে কাজ? অসম্ভব! আমি ওরকম মেয়ে না।

—তোমার মতো মর্ডান মেয়ের মুখে এসব কথা মানায় না। আর রাখো তোমার বিয়ে শাদি৷ আসো তো আর সইছে না৷

—অসম্ভব। প্লিজ বাবু আমাকে বাসায় দিয়ে আসো। তোমার দুটো পা ধরি। এই সর্বনাশা পাপ কাজ আমি করবো না। প্লিজ আমাকে যেতে দেও। প্লিজ..

—ওই **** *** ***

(আবিদা কেঁদে দেয় রাসেলের মুখে বিশ্রী গালি শুনে) প্রেম করস, হাত ধরস, ঘুরতে যাস, রেস্টুরেন্টে কফি খাস আর এখন করতে চাইলেই দোষ? চল আমার সাথে। আজ তোকে তোর ইচ্ছার বিরুদ্ধে ভোগ করবো। সেতো আরেক মজা।

রাসেলকে এখন একটা পশুর চেয়েও খারাপ লাগছে। বিবেকহীন কুলাঙ্গার ছেলে লাগছে রাসেলকে। আবিদা খুব কান্না করছে। অস্থির হয়ে উঠছে৷ ভয়ে গলা শুকিয়ে কাঠ। রাসেল এবার আবিদার সাথে জোরাজোরি শুরু করে। ওর চোখে মুখে কামুকতার উত্তেজনা স্পষ্ট। আবিদার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে রাসেল। আবিদার এই গলির ভিতর আর কাউকে দেখছে না। কাউকে যে একটু সাহায্যের জন্য বলবে তাও পারছে না। সবই ওর পাপের ফল। আজ ও প্রেম ভালোবাসা না করলে নিজের বয়ফ্রেন্ড এর কাছেই হয়তো ধর্ষিত হতে হতো না। আবিদাকে প্রায় রাসেল বিল্ডিং এর ভিতর ঢুকিয়ে ফেলেছে। আবিদার চোখ অন্ধকার হয়ে আসছে। সব আশা ভরসা শেষ। কারণ আবিদা বুঝে গেছে এই রাসেল কখনো ওর হবে না। এতোদিন শুধু ওকে ভোগ করার জন্য ওর সাথে প্রেমের অভিনয় করেছে। আবিদা হারিয়ে যাচ্ছিলে। কিন্তু হঠাৎই ও দেখে একজন টুপি আর পাঞ্জাবি পরা লোক হেঁটে যাচ্ছে। ও চিৎকার করে বলে।

—ভাইয়া আমাকে একটু বাঁচান। আমার সর্বনাশ হয়ে যাচ্ছে। ভাইয়া আমাকে বাঁচান প্লিজ। ভাইইই…

লোকটা দাঁড়িয়ে যায়। রাসেল আবিদার মুখ চেপে ধরে। ওদের দিকে তাকায়। আবিদা অঝোরে কাঁদছে। লোকটা বলিষ্ঠ এবং বেশ শক্তিশালীও দেখতে। সে রাসেলের দিকে তাকালো। রাসেল চোখ গরম করে বললো।

—এখান থেকে চুপচাপ চলে যা। এটা আমার এলাকা। একদম শেষ করে দিবো।

লোকটা সামনে তাকিয়ে মাথা নিচু করে চলে যায়। আবিদার শেষ ভরসাটুকুও শেষ। ও খুব কাঁদছে। রাসেল ওকে ধরে টেনে তিন তলায় ওর রুমের ভিতরে ঢুকায়। ঢুকিয়ে সোজা ওর রুমে নিয়ে আসে। বিছানায় ঠাস করে ফেলে দেয়। রাসেল ওর নিজের জামা খুলতে শুরু করে। আবিদা বিছানায় পড়েই আবার উঠে দৌঁড়ে এক কোণায় গিয়ে কাঁদতে কাঁদতে জোরে বলে উঠে,

—রাসেল আল্লাহর দোহাই লাগে আমাকে যেতে দেও। আমার পিরিয়ড চলছে। আমি শেষ হয়ে যাবো।

কিন্তু আবিদার কোন কথা রাসেলের কানে যাচ্ছে না। রাসেল পাগল হয়ে আছে একটা মেয়েকে ভোগ করার জন্য। পশু, পশুর চেয়েও হিংস্র হয়ে গিয়েছে এখন রাসেল। ওর মাথায় শুধু এখন আবিদাকে ভোগ করা। আবিদা আবার বলে উঠলো।

—রাসেল প্লিজ আমার পিরিয়ড। দোহাই লাগে আমাকে যেতে দেও। আমি মারা যাবো।

—চুপ *****। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। কেউ না।

ইতোমধ্যেই ঠাস করে পিছন থেকে ৫ জন পুলিশ এসে রাসেলকে ধরে কষিয়ে কয়েকটা মাইর দেয়। তারপর আবিদাকে উদ্দেশ্য করে বলে।

—ভয় পাবেন না। আপনি সেইফ।

এরমধ্যে তাদের পিছন থেকে সেই টুপি আর পাঞ্জাবি পরা লোকটা সামনে আসে। পুলিশ তাকে দেখে বলে।

—ধন্যবাদ আপনাকে। এই ****টাকে হাতেনাতে ধরিয়ে দেওয়ার জন্য।

—সব মহান আল্লাহর ইচ্ছা। ওনার ক্ষতি হতে যাচ্ছিলো আল্লাহ তায়ালা আমাকে পাঠিয়ে দিয়েছেন। শুকরিয়া তার কাছে। (সে লোকটা)

—জ্বি। আপনি আমাদের সাথে আসুন। রিপোর্ট করতে হবে। (আবিদাকে উদ্দেশ্য করে)

তারপর পুলিশগুলো রাসেলকে নিয়ে চলে যায়। আবিদা আর সেই লোকটা আছে। লোকটা যেতে নিলে আবিদা তাকে আস্তে করে ক্লান্ত মাখা কণ্ঠে ডাক দেয়।

—এই যে শুনুন।

লোকটা অন্যদিকে ফিরে মাথা নিচু করে দাঁড়িয়ে যায়। মানে সে আবিদাকে দেখতে চায় না। আবিদা ব্যাপারটা বুঝতে পারে। ওর কাছে খারাপ লাগে। ও বলে উঠলো।

—জানি আপনি আমাকে খারাপ মেয়ে ভাবছেন। কিন্তু আমি আসলে খারাপ মেয়ে না। আমাকে খারাপ ভাববেন না প্লিজ। আপনি আমার দিকে তাকাতে পারেন।

লোকটা আস্তে করে অন্যদিকে ফিরেই বললো।

—দুঃখিত, আপনি ভুল ভাবছেন। আমি আসলে কোন মেয়েদের দিকে তাকাই না।

আবিদা বেশ অবাক হয়ে যায়। ও আবার বললো।

—আচ্ছা আপনি তো নিজেই আমাকে বাঁচাতে পারতেন। তা করলেন না কেন?

—কাউকে মারার অধিকার আমার নেই। তার জন্য যে শাস্তি উপযুক্ত তাই করেছি। তাকে মেরে হয়তো আমি আপনাকে বাঁচাতে পারতাম। কিন্তু এতে করে পরে আপনার ক্ষতি হতো। তাই তাকে তার উপযুক্ত শাস্তিটাই দিয়েছি।

—বাহ্! আপনি খুব ভালো একজন মানুষ। আজ আপনি না থাকলে হয়তো আমার বাঁচাই হতো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

—আমি কিছুই না। সব আমার আল্লাহর ইচ্ছা। আপনি বরং তার কাছে শুকরিয়া আদায় করুন।

—জ্বি।

—আপনার বোধহয় দেরী হচ্ছে। নিচে তারা অপেক্ষা করছে।

—জ্বি জ্বি।

—অার একটা কথা মনে রাখবেন। আল্লাহ যে জিনিসে মানা করেছে সেটা করা মানেই তাতে আপনি বিপদে পড়বেনই। তাই এসব কাজ থেকে দূরে থাকবেন। চলুন।

লোকটা আবার হাঁটা ধরে বাইরে চলে আসে। সাথে আবিদাও। ও শুধু মুগ্ধ হয়ে গিয়েছে লোকটার সাথে কথা বলে। একদিকে রাসেলকে দেখলে ছেলেদের উপর থেকে বিশ্বাস উঠে যায়। আর অন্যদিকে এই লোকটাকে দেখলে ছেলেদের প্রতি সম্মান আর শ্রদ্ধা হাজার গুন বেড়ে যায়। আবিদা আর কিছু না বলে পুলিশের সাথে চলে যায়। লোকটা একবারও ওর দিকে তাকায় নি। ভুল করেও না। লোকটা দাঁড়িয়ে থাকে। আবিদা চলে যায়। আবিদা লোকটার দিকে তাকিয়ে ছিলো। এরকম নূরানী চেহারা ও আগে কখনো দেখেনি। ফর্সা মুখে ঘন কালো দাঁড়ি। খুব শান্ত একটা মুখ।

সন্ধ্যায় আবিদা বাসায় ফিরে আসে। কারো সাথে কোন কথা বলে না। ওর মুড একদম খারাপ। রাতে না খেয়েই চুপচাপ শুয়ে পড়ে। কিন্তু ঘুমতো আসে না। খুব কান্না আসে ওর। নিজেকে আটকে রাখতে পারে না। কান্নায় ভেঙে পড়ে। ও এরকম একটা পশুকে এতোদিন ভালোবেসে এসেছে তা ও জানতোই না। কান্না করতে করতে ওর সেই লোকটার কথা মনে পড়ে। লোকটার কথা মনে পড়তেই ওর কেন জানি নিজের উপর ঘৃনা কাজ করে। আদিবা নিজেকে আয়নায় গিয়ে দেখে। মর্ডান মেয়ে বলে যাকে সেই রকমই ওকে লাগছে। চুলে কালার করা, নখে নেলপলিশ, চোখে লেন্স, টাইট জামা আরো কতো কি। এই মর্ডান হওয়াই আজ ওকে শেষ করে দিচ্ছিলো। কিন্তু সেই ভদ্রলোক আজ না আসলে হয়তো ওকে আর খুঁজেও পাওয়া যেত না। হয়তো কাল সকালে কোন নর্দমায় ওর লাশ পড়ে থাকতো।

আবিদার নামাজ, রোজা কোন কিছুর সাথেই ওর সম্পর্ক নেই। বাবা-মা তাদের চাকরি নিয়ে ব্যস্ত। অনার্স ফাস্ট ইয়ারে পড়ুয়া আবিদা এতোটা বছর মর্ডান হয়েই কাটিয়েছে। ইসলামিক নিয়মকানুন সম্পর্কে ওর কোন ধারণাই নেই। কিন্তু কেন জানি এখন ওর শুধু ঘৃনাই হচ্ছে নিজের উপর। অবাধ মিলামিশা, ঘুরাঘুরি, আড্ডাবাজি এসব ওর জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। ওর আর কিছুই ভালো লাগছে না। মরে যেতে ইচ্ছা করছে। রাসেলের মতো একটা ছেলেকে ও কীভাবে ভালোবাসলো! আবিদা কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে। কিন্তু ওর মনের মধ্যে সেই লোকটাকে আর একবার দেখা করার জন্য ইচ্ছা হয়। অনিশ্চিত এই ইচ্ছা নিয়েই আবিদা ঘুমিয়ে পড়ে।

এরপর কয়েকদিন চলে যায়। আবিদা নিজেকে রুমের ভিতর বন্দী করে ফেলে। ওর বাবা-মা ব্যাপারটা বুঝতে পেরে ওকে প্রেসার দিয়ে সবটা জানে। ওর বাবা সিদ্ধান্ত নেয় ওকে খুব দ্রুত বিয়ে দিয়ে দিবে। তার এক বন্ধুর ছেলের সাথে আবিদার বিয়ে দিতে চাচ্ছে। আবিদা ওর বাবাকে বলে কিছুটা সময় নেয়। কারণ ও সেই লোকটার সাথে একটু দেখা করতে চায়। লোকটার প্রতি কেন জানি ও আকর্ষিত হচ্ছে। ওর মনে শান্তি পাচ্ছে না। আবিদা এতোদিন বাসা থেকে বের হয়নি। আজ বের হয়েছে ভার্সিটি যাবে বলে। ও গেইট থেকে বের হলেই পাশের বাসার গেইট থেকে সেই লোকটা বের হয়। আবিদা পুরো অবাক। ও দৌঁড়ে সেই লোকের কাছে যায় অার বলে।

—আপনি এখানে?
.
.
চলবে……..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here