চাঁহাত ১৩পর্ব

চাঁহাত ১৩পর্ব
আরশিয়া জান্নাত

মেরুন কালার শেরওয়ানীতে আয়াজকে দেখতে রাজকুমারের মতো লাগছে।
সুপ্তি পাগড়িতে ব্রোঞ্জ সেট করতে করতে বললো,কখনো ভাবিনি তোর বিয়েতে আমাকে সব করতে হবে! মেকাপ আর্টিস্ট এলাউ করলি না কেন বুঝে আসে না।
:তোদের খুব কষ্ট দিয়ে ফেলেছি তাইনা আপু?
সুপ্তি গলায় খানদানি হার টা পড়িয়ে বললো,
আপনজনরাই কষ্ট দিবে আর আপনজনদেরই কষ্ট সহ্য করতে হবে।যদি সহ্যই করতে না পারে কিসের আপনজন?
তানহাঃMom! Mama looks like a Prince..Isn’t he?
আয়াজ তানহাকে কোলে তুলে বললো ,Thank u so much My pretty Mom.
ঘরোয়াভাবে বললেও বরযাত্রী বেশ ধুমধাম করেই রওয়ানা দিলো।কাউকে বলবেনা বলবেনা করেও অনেকেই আয়াজের বিয়েতে উপস্থিত হলো।ওমর ফারুক মেয়ের বিয়ে নিজ বাড়ি থেকেই দিতে চেয়েছিলেন কিন্তু গেস্টের সংখ্যা বেশি হওয়ায় কমিউনিটি সেন্টার বুক করেন।আয়েশা অসুস্থ থাকায় বিয়েতে যেতে পারেনি।তিনি ঘরে বসেই পূত্রবধুকে বরণ করার প্রস্তুতি নিচ্ছেন।
নুশু মেকাপ ঠিক করতে করতে বললো,দেখেছিস ইরা আমি এতো মেকাপ করেও ছবি ভালো আসেনাই আর চাঁহাতকে বিনা মেকাপেও কি সুন্দর লাগছে!
:চাঁহাত এমনিতেই অনেক সুন্দর।ওকে সাজতে হয়না।গোলাপি আভার কি চকচকে মুখ ওর।যদিও আগে আরো বেশি সুন্দর ছিল!
:ওর বিয়ের লেহেঙ্গাটা কিন্তু দারুণ হয়েছে।কালারটা ওকে অনেক মানিয়েছে।আয়াজের চয়েজ আছে বলা যায়!
:চয়েজ ভালো হলে কি হবে বদ ছেলে একটা!

চাঁহাতের কাজিনরা সবাই গেইট ধরে ভালো এমাউন্ট আদায় করলো।তারপর দই মিষ্টি খাইয়ে আয়াজকে বরণ করে সাদরে স্টেজে বসালো।
চৈতি:আপু আমার তো হাত পা কাঁপছে দেখো।সুপারস্টার আয়াজ আমার দুলাভাই!তাঁকে সামনে থেকে দেখতে পারবো ভাবতেই পারিনি।
নুশু হেসে বললো,আমারো সেইম দশা হয়েছিল জানো?ক্যাম্পাসে দেখে জ্ঞান হারাই হারাই অবস্থা।
চৈতিঃ চাঁহাত আপু আজ দুলাভাইকে যা লাগছে না!!
চাঁহাত চুপ করে বসে রইলো কিছু বললো না।
আঁখি বললো,আমাদের চাঁহাতকে কি কম লাগছে নাকি? আয়াজ ভাই আজকে চাঁহাতকে দেখে চোখের পলক ফেলতে পারবেনা দেখিস।
তারপর খুব সুন্দর করে তাদের বিয়ে সম্পন্ন হলো।আয়াজ ঝটপট কবুল বললেও চাঁহাত বেশকিছুক্ষণ সময় নিয়ে কবুল বললো।অন্যান্য রীতিনীতি শেষ করে খাওয়া দাওয়া করলো সবাই।টেবিলে চাঁহাতের কাজিনস আর ফ্রেন্ডরা ছিল সাথে আয়াজেরও কিছু ফ্রেন্ড ছিল।চৈতি উঠে বললো,এটেনশন প্লিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান,এখন আমাদের নতুন বরবধু একে অপরকে খাইয়ে দেবে।
তারপর আয়াজকে বললো ভাইয়া আপুকে খাইয়ে দিন?
আয়াজ নার্ভাস হয়ে গেল।এতোক্ষণ পাশাপাশি থাকলেও চাঁহাতকে একবারও দেখেনি সে ।আয়নাতে এক পলক দেখেই চোখ সরিয়ে ফেলেছিল।এখন ওকে কিভাবে খাইয়ে দেবে পরে হাত কেঁপে যদি খাবার পরে যায়!
চাঁহাত থমথমে গলায় বললো, এসবের দরকার নেই চৈতি।চুপচাপ খেতে বোস।
চাঁহাতের কথায় সবাই চুপচাপ খেতে লাগলো।আয়াজ কষ্ট পেলেও কিছু বললোনা।
বিদায়ের সময় চাঁহাত অনেকক্ষণ কান্না করলো।গাড়িতে বসেও চোখের পানি থামছিল না।সুপ্তি ইশারায় আয়াজকে বললো সান্ত্বনা দিতে।আয়াজের গলায় যেন কিছু আটকে গেছে সে কিছুই বলতে পারলো না।তখন তানহা চাঁহাতের চোখ মুছে বললো,মামানী Please don’t cry.মামা তুমি মামানীকে হাগ করে কিস্সি দাও।তুমি জানো মম কান্না করলে পাপা মমকে হাগ করে কিস্সি দেয় তখন মমের কান্না বন্ধ হয়ে যায়।
তানহাজ ড্রাইভিং সিটে বসেই কাশতে লাগলো।সুপ্তি হেসে বললো,ঠিকই তো বলেছে আমার মেয়ে।ভাই তুই কি রে বাচ্চা মেয়ে পর্যন্ত বুঝে কি করা উচিত তুই বুঝিস না।
চাঁহাত কান্না থামিয়ে বললো,আমার কিছু লাগবে না তানহা।আমি ঠিক আছি।
আয়াজের ইচ্ছে হলো চাঁহাতের হাতটা ধরে বলতে,এতো মন খারাপ করোনা।আমি আছি তো।আপনার যখন ইচ্ছে হবে তখনই আমরা বেড়াতে চলে আসবো।প্রয়োজনে মাসে দুবার আসবো।তবুও কষ্ট পাবেন না।আপনার চোখের পানিতে আমার ভেতরটা ভেঙে যাচ্ছে……
চাঁহাতের দিকে তাকিয়ে আয়েশার মনটা প্রশান্তিতে ভরে গেল।সে বিড়বিড়ি করে পড়লো “আল্লাহুম্মা বারিকলাহু”।
কেক কেটে চাঁহাত ভেতরে প্রবেশ করলো।আয়াজের ফ্রেন্ডরা তখন বাজি ফুটালো।ভেতরে সোফায় বসানোর পর চাঁহাত বললো,আন্টি আমার পা বোধহয় গেছে।
আয়েশা বললো,নতুন জুতোয় এই এক সমস্যা।তুমি বরং জুতো জোড়া খুলে ফেল।
জুতো খুলতেই দেখে ফোস্কা ফেঁটে পা থেকে রক্ত বের হচ্ছে।
সুপ্তি আৎকে বললো, একি চাঁহাত তোমার পায়ের এই অবস্থা এতোক্ষণ কিছু বলো নি কেন?অনেক কষ্ট হচ্ছে না?
আয়েশা বললো,তোদের বারবার বলেছি এমন কিছু চুজ করবি না যাতে চাঁহাতের কষ্ট হয়।দেখ কি হয়েছে পায়ের।এই পা নিয়ে সারাটা সন্ধ্যা পার করেছে ইয়া আল্লাহ!
চাঁহাত হেসে বললো,আন্টি ব্যস্ত হবেন না।আমি ঠিক আছি।
আয়েশা রেগে বললো,কে তোমার আন্টি? মা বলো।আমাকে শেখাতে হবেনা কেমন আছ।হ্যাঁ রে অজু তুই এমন হাবলুর মতো চেয়ে আছিস কিজন্য চাঁহাতকে ঘরে নিয়ে যা।দেখছিস না মেয়েটার পায়ের কি দশা?ও হেঁটে রুম অবধি যাবে কি করে?
তখন তানহাজ বললো,শালা মশাই মুভিতে নায়িকাদের তো অনেক কোলে তুললেন এবার নিজের ওয়াইফকে তুলুন কি বলো সবাই?
আয়াজের ফ্রেন্ডরা সবাই চিৎকার করে বললো,কাম অন আয়াজ।
আয়েশা হেসে সরে গেল।এতো মানুষের ভীড়ে চাঁহাত কিছু বলতেও পারলোনা।আয়াজ মাথা চুলকে চাঁহাতকে কোলে তুলতেই সবাই শিস বাজাতে লাগলো।সুপ্তি আর তানহাজ হাসতে লাগলো।আয়েশা আর সাদেক সাহেব দূর থেকে তাকিয়ে বললো,আল্লাহ যেন ওদের ভিতরকার সব তিক্ততা দূর করে ভালোবাসায় ভরিয়ে দেয়।
আয়াজ চাঁহাতকে নিয়ে দোতলায় নিজের রুমে ঢুকলো।চাঁহাত পুরোটা সময় অন্যদিকে তাকিয়েছিল।বেড এ বসিয়ে আয়াজ ফাস্ট এইড বক্স এনে যেইনা পায়ে দিতে যাবে তখনই চাঁহাত বললো,আপনার কষ্ট করতে হবে আমাকে দিন আমি লাগিয়ে নেব।
আয়াজ চাঁহাতের কথা যেন শুনতেই পেল না সে চাঁহাতের পায়ে আলতো করে মলম লাগিয়ে দিতে লাগলো।চাঁহাত এইবার আয়াজের দিকে তাকালো, খুব গাঢ়ভাবেই তাকালো।
কত দিন পর এই মানুষটার দিকে চাঁহাত এতো মনোযোগ দিয়ে তাকিয়েছে!!চাঁহাতের ভেতর ভেঙে কান্না আসতে লাগলো।মনটাও বড় আজব বস্তু যার জন্য ক্ষতবিক্ষত হয় তাকেই ভালোবাসে।এই লোকটাকে ভালোবেসেই তো আজ ওর এতো যন্ত্রণা এতো দুঃখ জীবনটায়।অথচ তাঁর দিকে তাকাতেই সব দুঃখ কেমন ভ্যানিশ হয়ে যাচ্ছে।ইচ্ছে করছে সব ভুলে গিয়ে তাঁকে জড়িয়ে ধরতে।তাঁর বুকে মাথা রেখে কেঁদে কেঁদে বলতে “আপনি অনেক খারাপ।অনেক কাঁদিয়েছেন আমাকে।আপনাকে আমি প্রচুর ঘৃণা করি।প্রচুর মানে প্রচুর টেন টু দ্য পাওয়ার ইনফিনিটি।”
আয়াজ মাথা তুলে বললো,খুব কষ্ট হচ্ছে তাই না?ডোন্ট ওরি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে।
চাঁহাত আয়াজের চোখের দিকে তাকিয়ে বললো,বাইরের ক্ষত তো একদিন না একদিন শুকিয়েই যাবে কিন্তু ভেতরেরটা শুকোবে কখন?
আয়াজ চাঁহাতের চোখের দিকে তাকাতেই আৎকে উঠলো।কেঁদেকেটে চাঁহাতের চোখ ফুলে লাল হয়ে আছে নাক মুখ গাঢ় গোলাপি।কান্নার পর মেয়েদের দেখতে এতো সুন্দর দেখায় সে তো জানতো না।
আয়াজের মনে এক কঠিন ইচ্ছে জাগলো।সে জানে এই ইচ্ছে অন্যায় ! ভারী অন্যায়, অন্তত এই সময়ে তো পূরণ করাই যাবে না! আচ্ছা ন্যায় অন্যায় ভেবে জীবন চলে?কি হয় একটা অন্যায় করে ফেললে? পরে নাহয় স্যরি বলে দেবো!!
চাঁহাত বাঁকা হাসি দিয়ে বললো,কি উত্তর নেই?
আয়াজ হঠাৎ চাঁহাতের মাথা টেনে এনে তাঁর ঠোঁট জোড়া দখল করে নিলো।ঘটনার আকস্মিকতায় চাঁহাত রিয়েক্ট করতেই ভুলে গেল তাঁর সকল রাগ অভিমান যেন গলে পড়ে যাচ্ছে,দমবন্ধ করা সুখের জগতৎ বুঝি এটাকেই বলে?
আয়াজ বেশ কিছুক্ষণ পর চাঁহাতকে ছাড়লো।তারপর উঠেই স্যরি বলে রুম থেকে চলে গেল।ঐদিকে চাঁহাত পাথরের মতো বসে রইলো ,কি হলো এটা!!!
🌿🌿🌿🌿
বেলকনীতে দাঁড়িয়ে আয়াজ সিগারেট টানতে লাগলো।টেনশনে ওর মাথা ছিড়ে যাচ্ছে আবার আনন্দ ও লাগছে।চাঁহাতের সামনে যাওয়ার সাহস আর হচ্ছে না তাঁর।পরে ভাবলো ধুর এতো টেনশনের কি আছে চাঁহাত তাঁর বিয়ে করা বৌ।কিন্তু চাঁহাত যদি ভাবে বিয়ে করায় স্বামীর অধিকার ফলিয়েছি তখন?? আমি তো ওর উপর জোর খাটাতে চাইনা।ওকে ভালোবেসে কাছে টেনেছি।ও যদি আমাকে আবার ভুল বুঝে?
:কি ব্যাপার শালামশাই।রাতটা কি এখানেই কাটিয়ে দেওয়ার প্ল্যান আছে?
:কি বলবো দুলাভাই।পরিস্থিতির স্বীকার হয়ে বিয়ে করলেও চাঁহাত তো আর আমাকে মন থেকে মেনে বিয়ে করেনি।রুমে ঢুকতেও ভয় লাগছে।
তানহাজ সান্ত্বনা দিয়ে বললো,বিয়ে অনেক পবিত্র বন্ধন।বিয়ের পর উপরওয়ালা হাজবেন্ড ওয়াইফের মধ্যে সবকিছু ঠিক করে দেয়।একটু ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে।এভাবে বাইরে থেকোনা।বাড়িভর্তি গেস্ট কি না কি মনে করে।
আয়াজ দম ফেলে রুমের উদ্দেশ্যে পা বাড়ালো।
চাঁহাত ততক্ষণে লেহেঙ্গা পাল্টে সুতি শাড়ি পড়ে নিয়েছে।এতো সিম্পল ডায়মন্ডের হার পড়া সত্ত্বেও গলা লাল হয়ে গেছে।সে আয়নার সামনে দাঁড়িয়ে গলায় স্যাভলন লাগাচ্ছে তখন আয়াজ ভেতরে ঢুকলো।
আয়াজ আয়নায় চাঁহাতের দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেললো।চাঁহাত বেডের একপাশে গিয়ে কাঁথা জড়িয়ে শুয়ে পড়লো।
আয়াজ ফ্রেশ হয়ে এসে বিড়ম্বনায় পড়ে গেল।সে কোথায় ঘুমাবে বুঝতে পারলোনা দাঁড়িয়ে মাথা চুলকাতে লাগলো।তখন চাঁহাত বললো,কোন শ্যাম্পু ইউজ করেন বলুন তো? মাথায় কি উকুন আছে নাকি ড্যানড্রফ?
আয়াজ কাশি দিয়ে বললো, না মানে কোথায় শুবো বুঝতে পারছিনা।
চাঁহাত পাশ ফিরে বললো,সিনেমায় অভিনয় করতে করতে জীবনটাকে সিনেমা বানিয়ে ফেলেছেন দেখছি?আপনার কি ধারণা আমি আপনাকে বলবো বেডে শোয়া যাবে না ফ্লোরিং করে বা সোফায় গিয়ে ঘুমান?Seriously man!
আয়াজ কিছু না বলে পাশে গিয়ে শুয়ে পড়লো।তাঁর হার্ট খুব জোরদার ভাবেই বিট করছে বোধহয়।
চাঁহাত অপর পাশে ফিরে শুতেই চোখের কোণ ঘেঁষে নোনাজল গড়িয়ে পড়লো।
ভালোবাসার মানুষ পাশে থাকা সত্ত্বেও কত দূরে!একই ছাদের নীচে একই বেডে অথচ সবকিছু কত জটিল সমীকরণে বাঁধা।আজকের রাতটা তো অনেক সুন্দর হতে পারতো!!!
কাঁদতে কাঁদতে একসময় গভীর ঘুমে তলিয়ে গেল।চাঁহাতের গাঢ় নিঃশ্বাসের শব্দ শুনে আয়াজ বুঝলো চাঁহাত ঘুমিয়ে পড়েছে।সে খুব সাবধানে চাঁহাতকে তাঁর দিকে ফিরিয়ে বুকে জড়িয়ে নিলো।কত সহস্র বছর পর তাঁর বুকটা শান্ত হলো!! চাঁহাতের কপালে ভালোবাসার পরশ একে দিয়ে বললো,অনেক কষ্ট দিয়েছি আপনাকে।আপনাকে কষ্ট দিয়ে আমি যে সুখে আছি তা নয়।কিন্তু দেখুন নিয়তির কি খেলা।অবশেষে আপনাকে আমার করে দিলো! আমার সব যন্ত্রণার একটাই দাওয়া আর তা হলো আপনি মিস চাঁহাত।না না মিসেস আয়াজ!!
আনমনেই হাসলো সে।তারপর চাঁহাতকে বুকে জড়িয়েই ঘুমিয়ে পড়লো।আজ বহুদিন পর সে শান্তির ঘুম ঘুমোবে।
🍁🍁🍁
দিলারা মন খারাপ করে বসে আছে।মেয়েটা যদিও কথা বলতো না তবুও বাসায় তো ছিলো।আজ ঘরটা কেমন খালি খালি লাগছে।এতো মানুষ অথচ কি নিদারুণ শূন্যতা।ওমর ফারুক তাঁর কাঁধে হাত রেখে বললো,ঘুমোবেনা?
:চাঁহাত সুখী হবে তো ওমর?
:অবশ্যই সুখী হবে।আল্লাহ যা করেন ভালোর জন্য করেন।তুমি ভরসা রাখো।
:মেয়েটা এতোদিন অনেক পুড়েছে জানোতো।এখন যদি মানিয়ে নিতে কষ্ট পায়?তবে ভরসা একটাই ওরা সবাই খুব ভালো আশা করি আমার মেয়েকে ঠিক আগলে রাখবে।
:হুম।সেজন্যই তো নিশ্চিন্তে আছি।
:আচ্ছা যদি আয়াজের অতীতটা আবার সামনে আসে?তিয়াশা যদি ব্যক করে?
:কিসব বলছো তুমি।পজিটিভ থাকো।তাছাড়া ও ব্যাক করলেও কি ওরা এখন লিগ্যালি হাজবেন্ড ওয়াইফ।
:কি জানি।মেয়ে তো আমার বিয়ের আগেই ছেড়ে আসার পরিকল্পনা করছে!
:বিয়ের শক্তিটাই অন্যরকম দিলারা চাইলেও এই বাঁধন সহজে ছেড়া যায়না।ওরা দুজন দুজনকে ভালোবাসে।হয়তো একটা ঝড় এসে সব লন্ডভন্ড করে দিয়েছে।তবে দেখো ওরা এবার ঠিক সামলে উঠবে।
:তাই যেন হয় ।

চলবে,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here