ঘৃণার মেরিন part : 4

ঘৃণার মেরিন
part : 4
Writer : Mohona

২দিনপর……
খাবারটেবিলে…..
নীলিমা:এখন তো মামনির exam শেষ। আর বিয়ের প্রায় ২মাস হয়েও গিয়েছে তোমাদের ।
নীড়: তো??
নীলিমা: তাই আমি ঠিক করেছি যে তোমরা ২জন next week হানিমুনে যাচ্ছো।
নীড়: what??? impossible ….
মেরিন: কিন্তু মাম…..
দাদুভাই: কোনো কিন্তু না…..
সবাই ঘুরে দেখলো যে দাদুভাই দারিয়ে আছে। দাদুভাইকে দেখে মেরিন দাদুভাই বলে দৌড়ে গেলো।
মেরিন: তুমি এলে যে? আমাকে বলতে আমি চলে যেতাম…. কষ্ট করে তুমি আসতে গেলে কেন?
দাদুভাই: তোর শশুড় বাড়িতে কি আমি আসতে পারিনা দিদিভাই?
মেরিন: কি যে বলো না।
নীড় এসে দাদুভাইকে সালাম করলো।
নীড়: whats up young man???
দাদুভাই: একদম বিন্দাস।
নীড়: চলো breakfast করবে চলো।
দাদুভাই: breakfast করবো বলেই তো সকাল সকাল চলে এলাম। কিন্তু তারআগে…. এই তোমরা ভেতরে আসো।

তখনই ২০জন হাতে করে ২০ধরনের ডালা নিয়ে ভেতরে ঢুকলো।
নিহাল: এগুলোর কি দরকার ছিলো কাকা??
দাদুভাই: অনেক দরকার…. ১ম নাতনীর শশুড় বাড়িতে এলাম। খালি হাতে কি আসা যায় নাকি? নীলিমা মা…. এগুলো রাখার ব্যাবস্থা করো।

.

একটুপর…..
দাদুভাই: দেখো দাদুভাই… তোমাদের বিয়েতে তো আমি কোনো gift দিতে পারিনি । তাই এই হানিমুন প্যাকেজটা আমার তরফ থেকে তোমাদের জন্য wedding gift…..

বয়স্ক লোকটার কথা কেউ ফেলতে পারলোনা।

.

দাদুভাই চলে যাবার আগে……
দাদুভাই: নীড় দাদু…. একটু এসো তো…
নীড়: হ্যা দাদুভাই….
দাদুভাই: তোমাদের রুমে নিয়ে চলো……..
নীড়: চলো।

২জন নীড়ের রুমে গেলো।
দাদুভাই: দরজাটা লাগাও।
নীড়: ok…..
নীড় তাই করলো।
দাদুভাই: globe আছে রুমে?
নীড়:হ্যা?
দাদুভাই: globe আর মোমবাতি নিয়ে আসো।
নীড় নিয়ে এলো। দাদুভাই মোমবাতি জালিয়ে বলল লাইট বন্ধ করে দিতে। নীড় তাই করলো। এবার দাদুভাই মোমবাতির সামনে গ্লোবটা ধরলো। নীড় দাদুভাইয়ের বিপরীতে বসে আছে।

দাদুভাই: তোমার দিকে গ্লোবটা আলোকিত না অন্ধকার???
নীড়: ঘুটঘুটে অন্ধকার….. 😎😎😎….
দাদুভাই: কিন্তু আমার দিকে এটা ঝলমলে আলোকিতো।
নীড়: তাতো হবেই দাদুভাই। কারন গ্লোবটার আলোকিতো দিক। মানে মোমবাতির আলোতো তোমার দিকটাতে……
দাদুভাই:হামম। এই গ্লোবটার মতো রক্তে মাংসে গরা ১টা চাদের কনাও আছে। যার আলোকিত দিকটা আমার দিকে আর ঘুটঘুটে অন্ধকার দিকটা তোমার দিকে……. এ..
তখনই দরজায় করা নরলো।
মেরিন: দাদুভাই….. দাদুভাই….. ও দাদুভাই….
দাদুভাই: লাইট on করে দরজা খোলো।
দরজা খুলতেই মেরিন ভরভর করে রুমে ঢুকলো।
মেরিন: দাদুভাই চলো….. চলো ….cake ready…..
দাদুভাই: চলো…..

.

পরদিন……
২জন মেডিকেল থেকে ফিরছে। jam এ বসে নীড় দেখতে পেলো যে ২টা ছেলে ১টা মেয়েকে tease করছে। নীড় সাথে সাথে গাড়ি থেকে বের হয়ে ছেলে ২টাকে পিটালো। ২জন কোনোরকমে দৌড়ে পালালো। মেরিন নীড়কে টেনে গাড়িতে নিয়ে বসালো। নীড়ের হাত পা দেখতে লাগলো যে কোথাও ব্যাথা পেয়েছে কিনা??
নীড়: what the hell are u doing ???
মেরিন: আপনি ব্যাথা পাননি তো??? কি দরকার ছিলো মারামারি করার?
নীড়: আমি তোমার মতো selfish নই যে কেবল নিজেকে নিয়ে খুশি থাকবো।
মেরিন: তাই বলে কে না কে বিপদে পরলো বলে বের হয়ে মারামারি করবেন? সবসময় দেখি… বের হয়ে যান…
নীড়: মারামারি আর করতে দাও কোথায় বের হলেই তো fire করা শুরু করো। আর গুন্ডারা পালায়।
মেরিন: যাই হোক…. এতো বাহুবলি গিরি দেখাতে হবেনা…..
নীড়: চোখের সামনে কারো বিপদ দেখলে বসে থাকতে আমি পারিনা। কারন তোমার মতো আমি কেবল নিজেকে নিয়ে busy থাকিনা…… তুমি এতো টা খারাপ কেন???
আজও জবাবে মেরিন ১টা হাসি দিলো।

.

৩দিনপর…….
২জন shopping করে ফিরছে। হঠাৎ গাড়ি নষ্ট হয়ে গেলো।
মেরিন: কি হলো??
নীড়: আমার বাপের মাথা।
মেরিন:😒😒😒।

২জন নামলো। তখনই জন হাজির।
জন: কি হয়েছে ম্যাম?
মেরিন: উনার বাবার মাথা….
জন: মানে ম্যাম???
মেরিন: জানিনা…..
জন: ম্যাম …. গাড়িটা মনে হয় খারাপ হয়ে গেছে। আপনারা আমার গাড়ি নিয়ে জান।
মেরিন:না। আজকে আমরা আজকে রিকশা দিয়ে যাবো।
জন: কিন্তু ম্যাম….
মেরিন: বলেছি মানে বলেছি……. চলুন নীড়…..
নীড়: তুমি কি absolutely পাগল…..
মেরিন: হামম। আপনার প্রেমে।

.

বলেই মেরিন নীড়ের হাত ধরে হাটতে লাগলো সুনসান সড়ক দিয়ে হাটছে ২জন।
মেরিন: জানেন নীড়…. আমাদের ছেলে হলে কি নাম রাখবো? নির্বন…… (নীড়বন) আপনার পুরো নাম মানে নীড় আর আমার বন্যা নামের বন…..
নীড়+বন=নির্বন। নির্বন আহমেদ চৌধুরী।☺️☺️☺️।
নীড়: সেটা কখনো ভেবোও না। বুঝেছো? i hate you।।
মেরিন: & i love you….. সে যাই হোক….. আমি কি বলেছি যে আজই আপনার ছেলের মা হবো?? ১বছর পর কি ১০ বছর পর তো হবোই আমি নির্বনের মা….. দেখে নিবেন….
নীড়: impossible …. তোমার এই কুৎসিত চেহারাটাই আমার দেখতে মন চায়না…..
বলেই নীড় মেরিনের হাতটা ঝারা দিয়ে সরিয়ে দিলো। এরপর হাটতে লাগলো।
মেরিন: কেন? আমার চেহারা কুৎসিত কেন? আমার চেহারা কি সুন্দর না? কোন দিক দিয়ে খারাপ আমি?? দেখুন আমাকে। দেখে বলুন।
ওখানে ৪-৫জন বখাটে ছেলে ছিলো। তাদের মধ্যে থেকে
১জন বলে
উঠলো: তুমি দেখতে খারাপ হবে কেনো সুন্দরি? তুমি তো একদম পটাকা….. তোমার ফিগার মডেলের মতো….. ঠোট ললিপপের মতো।
নীড়-মেরিন ২জনই কথাটা শুনলো। কেউ react করলোনা।
নীড় হেটেই যাচ্ছে। আর মেরিন নীড়কে নানা ধরনের কথা বলছে। ছেলেগুলোও ওদের পিছে হাটছে। ১টা পর্যায়ে ছেলেগুলো খুব বাজে বাজে কথা বলতে লাগলো। মেরিন ১টা বার মেরিনের দিকে তাকালো। মেরিনের তাকানোতে নীড় মুখ ঘুরিয়ে নিলো। এরপর আবার হাটতে লাগলো। কিন্তু মেরিন ঠিক করলো যে এদেরকে উচিত শিক্ষা এখন দিতেই হবে। তাই মেরিন ছেলে গুলোর দিকে হাটতে লাগলো।
নীড় ঘাড় ঘুরিয়ে দেখলো। এরপর আবার নিজের মতো হাটতে লাগলো। সামনে ১টা রিকশা পেয়ে ওটাতে বসে চলে গেলো। মেরিন তখন ছেলে গুলোকে পিটাতে ব্যাস্ত।

মেরিন নীড়ের চলে যাওয়া দেখে অবাক হলো। আর সেই সুযোগে ১জন পেছন থেকে ওর মাথায় বাড়ি মারলো। মেরিন চোখে ঝাপসা দেখতে লাগলো। ছেলেগুলো মেরিনকে তুলে নিয়ে গেলো। জন সময় মতো এসে মেরিনকে বাচালো।

জন: ম্যাম আমি আপনাকে বাসায় পৌছে দিচ্ছি চলুন।
মেরিন: গাড়ির চাবি দাও।
জন: কিন্তু ম্যাম…..
মেরিন: give me the key…..
জন মেরিনকে চাবি দিলে মেরিন এমন speed এ গাড়ি চালিয়ে চলে গেলো যে জন ওর পিছে যাওয়ার সুযোগই পেলোনা।

.

ওদিকে……
নীড় একা বাসায় ফিরলে
নীলিমা বলল: তুমি একা?? মামনি কোথায়??
নীড়: i don’t know ….
নিহাল: মানে কি??? এতো রাতে ….
নীড়: তো? ও একা চলে আসতে পারবে?
নিহাল: একা ফিরতে পারবে বলে এতো রাতে ১টা মেয়েকে একা ফেলে আসবে??
নীড়: ওকে নিয়ে হঠাৎ তোমার এতো চিন্তা কেন হচ্ছে বাবা?
নিহাল: কারন ও ১টা মেয়ে।
নীড়: so what??
বলেই নীড় রুমে চলে গেলো।

.

২ঘন্টাপর…..
নীড় মনের সুখে ঘুমাচ্ছে। জনের ফোনে ঘুম ভাঙলো।
জন: hello sir… নীড়: কি হয়েছে?
জন: স্যার, ম্যাম কি বাসায় ফিরেছে?
নীড়: আমি কি জানি??😴😴😴 ।
জন: না মানে ম্যাম গাড়ি নিয়ে কোথায় যেন গেলো। পাচ্ছিই না। বৃষ্টিও হচ্ছে প্রচুর।
নীড়: whatever … জাহান্নামে যাক। bye.. let me sleep …
জন এবার নিজেকে আটকে রাখতে পারলোনা।
জন: আপনি কি মানুষ? এতো রাতে বৃষ্টির মধ্যে ১টা মেয়ে বাইরে । আর আপনি আরামে ঘুমাচ্ছেন? তাও মেয়েটা আপনার বিয়ে করা বউ….. লজ্জা করেনা আপনার ??? shame on u….
বলেই জন ফোন রেখে দিলো। জনের কথায় নীড়ের বোধ হলো ও কি করেছে।
আর দেরি না করে নীড় গাড়ি নিয়ে বের হলো। অনেক বৃষ্টি পরছে।

.

এদিকে…..
মেরিন ১কেস বিয়ার কিনে ১টা শ্মশানের মধ্যে গাড়ি থামিয়ে গাড়ি থেকে বেরিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে বসে বিয়ারের ক্যান শেষ করছে। সেই সাথে নিজের জীবনের অংক মিলাচ্ছে।
কারন আজকে নীড়ের কাজে মেরিন খুব কষ্ট পেয়েছে। খুব। কারন যে ব্যাক্তি অন্যের বিপদে ঝাপিয়ে পরে, অচেনা অজানা ১টা মেয়ের সম্মান বাচাতে ২বার ভাবেনা সে নিজের স্ত্রীর জন্য stand নিলোনা। উল্টা একা ফেলে চলে গেলো।

.

আর অন্যদিকে নীড় মেরিনকে পাগলের মতো খুজছে। হঠাৎ শ্মশানের ওদিকটাতে কিছু দেখতে পেয়ে ওখানে গেলো। গি়য়ে দেখলো ওখানেই মেরিন। মেরিন বসে বসে বিয়ার খাচ্ছে।

নীড়: এটাই বুঝি দেখা বাকী ছিলো…. তুমি এখানে বসে এসব ছাইপাশ গিলছো আর ওদিকে তোমার দালাল আমাকে যাতা শোনাচ্ছে…….
মেরিন নীড়ের দিকে ঘুরলো।
মেরিন: আরে আপনি?
মেরিন উঠে দারালো…… ঠিক মতো দারাতে পারছেনা। টলছে।

নীড়: বাজে মেয়ে ১টা….
মেরিন:🤣🤣🤣। হামম। এহকেবারে ঠিক। আমি বাজে… অপয়া… খুনী… অলক্ষি…. 🤣🤣🤣।
নীড় বুঝতে পারছে যে মেরিন full মাতাল……
নীড়: বাসায় চলো। বলেই নীড় মেরিনের হাত ধরলো।
মেরিন: একি….. আপনি নিজের থেকে আমার হাত ধরছেন!!!😱😱😱। ভাবা যায়??? 🤣🤣🤣। আপনি না আমাকে ঘৃণা করেন??? 🤣🤣🤣। আপনাকে আমি ১টা কথা বলি? কাউকে বলবেন না কিন্তু..🤫🤫🤫….. আমাকে না আমি নিজেও ঘৃণা করি। 🤣🤣🤣।
পাগলের মতো হাসতে হাসতে মেরিন অজ্ঞান হয়ে গেলো । নীড় বুকের ওপর পরলো। নীড় মেরিনকে বাসায় নিয়ে গেলো। ওকে শুইয়ে দিলো। আর ভাবতে লাগলো কি আছে এই বন্যার গভীরে।
নীড়: জানিনা কেন আজকে তোমার কথার আরালে হাসির আরালে হৃদয় ভাঙা চিৎকার শুনতে পেলাম। কি আছে তোমার মাঝে…….
ভাবতে ভাবতে নীড় ঘুমিয়ে পরলো।

.

চলুন আমরা ঘুরে আসি অতীত থেকে।

.

{{{ নিরা মেরিনের খালাতো বোন। নিরার বাবা আলতাব রহমান , মা রচনা। রচনা সবার বড় বোন। তাই নিরাকে নানুবাড়ির সবাই ভীষন আদর করতো। নানাভাই, নানুমনি… মামা, কনিকা। কনিকার তো জান ছিলো নিরা। কিন্তু মেরিন হবার পর সবাই নিরার থেকে বেশি মেরিনকে আদর করতো। কারন মেরিন ছোট। নিরা সবার টা মেনে নিলেও মামা আর কনিকার মেরিনের প্রতি ভালোবাসা সহ্য করতে পারতোনা। এখন মেরিন তো কনিকার নিজের মেয়ে তাই স্বাভাবিক ভাবেই নিরার থেকে বেশি মেরিনকেই আদর করবে। মেরিন কনিকা-কবিরের কলিজা ছিলো। আর ছোট & গুলুমুলু বলে মামাও নিরার থেকে বেশি মেরিনকেই আদর করতো। বেশি বলতে ছোটদের প্রতি সবারই care টা বেশি থাকে। মামা-খালামনির আচরনে নিরার ইচ্ছে হতো মেরিনরে মেরে ফেলতে। নিরা মেরিনের থেকে ৭বছরের বড়। (নিরা বয়সে নীড়ের থেকেও বড়।)

১দিন দেড় বছরের মেরিনকে নিরা swimming pool এ ইচ্ছা করে ফেলে দিয়েছিলো। যেটা মামা দেখতে পেলো। নিরা just ফেলেছে তখন মামা ছুটে এসে মেরিনকে তুলল। আর ঠাস করে নিরাকে থাপ্পর মারলো। সবাই নিরাকে ভীষন বকলো।
কনিকা তো প্রায় কথা বলাই বন্ধ করে দেয় নিরার সাথে।
সেই থেকে নিরার রাগ আরো বেরে যায়। ধীরে ধীরে মেরিনের বয়স ৫বছর হয়।
মেরিন রোজ মায়ের কোলে ঘুমাতো। মাথা থাকতো মায়ের কোলে আর পা থাকতো বাবার কোলে। মেরিন বলতে মামা অজ্ঞান আর মামা বলতে মেরিন। মামার বাধক হয়ে যায়।

.

১দিন সবাই cox’s bazar বেরাতে যায়। মামা ২ভাগনিকে নিয়ে 2step speed boat এ করে সাগর ভ্রমনে বের হয়। মেরিন মামার কোলে। মামা ১হাতে নিরার হাত ধরে রেখেছে অন্যহাতে মেরিনকে কোলে রেখেছে। চালক নিচে বসা। মামা মেরিন আর নিরাকে দুরের জিনিষ গুলো দেখাচ্ছে। সেই সুযোগে নিরা ওর ব্যাগে রাখা পাথরটার সাথে speed boat এ থাকা দরিটার সাথে খুব সাবধানে বেধে দিলো। এরপর দরির আরেকপ্রান্ত খুব সাবধানে মামার পায়ে বেধে দিলো। আনন্দে বিমোহিত মামাকে হঠাৎ করে পেছন থেকে নিরা মারলো ১টা ধাক্কা । মামা তাল সামলানোর চেষ্টা করছে। ঠিক তখনই নিরা পাথরটাও নিচে ফেলে দিলো। উদ্দেশ্য মামা আর মেরিনকে একসাথে পানিতে ফেলা। আর বাকীদের মেরিনকে হারানোর শাস্তি দেয়া। পাথরের টানে মামা কোনোভাবেই আর নিজেকে সামলাতে পারলোনা। পরে যেতে নিলো মেরিনকে নিয়েই। কিন্তু মামা মেরিনকে ধপ করে কোল থেকে boat এ ফেলে দিলো। যেন মেরিনের কিছু না হয়। এমন ভাবে ফেলল যে ধাক্কা লেগে নিরাও বসে পরলো। নিরা উঠে মেরিনকে আবার ধাক্কা মারবে তখন চালক চলে এলো। ছোট মেরিন সাগরের অতলে মামাকে তলিয়ে যেতে দেখলো। মেরিন ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেলো।
তীরে যাবারপর নিরা সবাইকে বলল যে মেরিনের জন্য মামা পানিতে পরেছে। বাড়িতে শোকের ছায়া পরে গেলো। রচনা মেরিনকে অপয়া শয়তান টয়তান বলতে লাগলো। ছোট্ট মেরিন এতো বড় ঘটনাটা মেনে নিতে পারেনি। মেরিন কেমন যেন হয়ে গেলো।

.

কোনো ১ভাবে নিরার বাবা জানতে পারলো যে মামার মৃত্যুর জন্য নিরাই দায়ী। তাই সে নিজের মেয়েকে বাচানোর জন্য মেরিনকে দোষী বানাতে busy হয়ে গেলো। কিন্তু ছোট মেরিনকে কেউ কিছু বলতে নারাজ। তারমধ্যে ১দিন নানাভাই-নানুমনি মামার ১দিনের বলার কথাকে শেষ ইচ্ছা মনে করে সেটা পূরন করার জন্য মামার নামের সব সম্পত্তি মেরিনের নামে করার সিদ্ধান্ত নেয়।
যেটা আলতাব রহমান মেনে নিতে পারেনা। সে plan বানাতে থাকে। সে ঠিক করে যে সে নানাভাই-নানুমনি কে জানেই মেরে দিবে। কিন্তু এমন কিছু করতে হবে যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে।
তখন ওর মাথায় আসে মেরিন।

.

লোকটা মেরিনের কানে নানাভাই-নানুমনির নামে বিষ ঢালতে থাকে। এটা বলে যে মামাকে নানাভাই-নানুমনিই লুকিয়ে রেখেছে। ওদের জন্যেই মেরিন মামার কোলে উঠতে পারেনা। আরো অনেক কিছু। যা মেরিনের ছোট মস্তিষ্ককে এমনভাবে বিকৃত করে যে মেরিন ওর নানাভাই-নানুমনিকে সহ্যই করতে পারেনা। নানাভাই বা নানুমনি আদর করতে আসলে ধাক্কা দেয়, কামড় দেয়, খামছি মারে আরো কতো কি….. যার জন্য কনিকা মেরিনকে প্রথমে আদর করে বোঝায়। কিন্তু তারথেকে হাজারগুন বেশি আলতাব কুমন্ত্রনা দেয়।আর তাই মেরিন দুর্ব্যাবহার করে। তাই কনিকা শাসন করে। কনিকার কথাও যখন মেরিন মানেনা তখন কবির চেষ্টা করে। মেরিনের মধ্যে aggressive ভাব বারতেই থাকে। ধীরে ধীরে মেরিন কবির-কনিকার থেকে দুরে সরতে থাকে।
১দিন lawyer এর কাছে আলতাব জানতে পারে যে মেরিনের নামের প্রায় will ready। ২-১দিনের মধ্যে ready হয়ে যাবে।

আলতাব:যা করার কালই করতে হবে।

.

পরদিন সবাইকে ভুলিয়ে ভালিয়ে বেরাতে বের হলো। তবে গাড়ির petrol বের করে রেখেছে যে উনার plan করা যায়গাতেই গাড়ি থেমে যায়। গাড়ি থামলো। তখন রচনার ব্যাগ নিয়ে কেউ দৌড় মারলো। রচনা, কবির,কনিকা সেটা নিয়ে ব্যাস্ত হয়ে পরলো। তখন আলতাব মেরিনকে
বলল: মামনি ওই দেখো ice cream …. চলো খাবে চলো। যাও…..
মেরিন দৌড়ে পার হতে লাগলো। তখন ১টা ট্রাক ছুটে আসতে লাগলো। যেটা দেখে নানাভাই-নানুমনি অস্থির হয়ে ওকে বাচাতে দৌড় লাগালো। আর ট্রাকটা নানাভাইয়ের ওপর উঠে গেলো। আলতাব নানুমনিকেও ধাক্কা মেরে দিলো। নানুমনিও …..

আসলে এই মৃত্যু ফাদটা ছিলো ওনাদেরকে মারার জন্যেই আলতাব পেতেছিলো। নানাভাই-নানুমনি মারা গেলো।

.

আলতাব কনিকা-কবিরকে বলল যে মেরিন ট্রাকের সামনে ওনাদেরকে ধাক্কা দিয়েছে। আর তাই……. তখন মেরিন বলে
উঠলো :মিথ্যা কথা…. আমি তো ধাক্কা মালিনি… আমিতো…. iic..
আলতাব:ভয় পেয়ে মিথ্যা বলেনা মামনি….
মেরিন: আমি মিথ্যা বলছিনা….. আমি তো ওই পালে ice cream খেতে যাচ্ছিলাম। তু…

আলতাব গিয়ে মেরিনের কাছে গিয়ে কোলে নিয়ে
বলল: না মা এমনটা বলেনা।
তখন মেরিন আলতাবকে জোরে কামড় বসিয়ে দিলো। দৌড়ে কবিরের কাছে গেলো। কবির ঠাস করে ছোট মেরিনকে থাপ্পর মারলো। কনিকা ভেঙে পরলো। মা-বাবা-ভাই কে হারিয়ে কনিকা মানসিকভাবে দুর্বল হয়ে পরলো। কবিরও এমনটা মেনে পারছেনা। ওদেরকে নিরা সামলানোর চেষ্টা করলো। যেটা নিরাকে আলতাব শিখিয়ে দেয়। ধীরে ধীরে নিরা কবির-কনিকার চোখের মনি হয়ে উঠতে থাকে। মেরিন সেটা মানতে পারেনা। কারন তার মায়ের কোলে এখন নিরা ঘুমায়। বাবা এসে নিরাকেই কোলে নেয়। তাই মেরিন ১দিন নিরার সাথে ঝগরা করে। ঝগরা করতে করতে মেরিনের হাত লেগে নিরা সিরি থেকে পরে যায়। ব্যাস মেরিন কবির-কনিকার মন থেকে আরো বেরিয়ে যায়। কবির-কনিকা নিরাকে আরো আদর করে। মাঝে ১দিন কবির মেরিনকে বোঝাতে গেলে মেরিন flower vase দিয়ে কবিরের মাথা ফাটিয়ে দেয়। মেরিন হারিয়ে ফেলে ওর মা-বাবাকে।

.

মেরিনের দাদুভাই গ্রাম থেকে doctor দেখাতে আসে। মেরিনের প্রতি অবহেলা দেখে সে কবির-কনিকাকে বকা দেয়। কনিকা সবটা বলে।
দাদুভাই: shut up…. তাইজন্য এতোটুকু বাচ্চা মেয়ের সাথে এমন ব্যাবহার কেউ করে??
তখন মেরিন বায়না ধরে: দাদুভাই…. আমি তোমাল সাথে যাবো…. আমি ওদেল সাথে থাকবোনা….. ওলা পচা। অনেক পচা।

দাদুভাই তখন মেরিনকে নিয়ে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে যায়। ততোদিনে আলতাব মেরিনের নানাবাড়ির আর মেরিনের মামার সব সম্পত্তি নিজের নামে করিয়ে নেয়।

.

১৫দিনপর মেরিন দাদুভাইয়ের সাথে ঢাকায় আসে। কনিকা কোলে নিতে গেলে অভিমানী মেরিন দৌড়ে রুমে চলে যায়। যার সুযোগ টা নেয় নিরা। নিরা হয়ে ওঠে চোখের মনি। মেরিনের খবরও মা-বাবা নেয়না। খালি নিরা আর নিরা। শুরুর দিকে নিরাকে ওরা বেশি আদর করতো যেন মেরিন ওদের কাছে নিজে থেকে আসে। কিন্তু মেরিন আসেনা। মেরিন অনেকটাই চোখের আরালে থাকে মা-বাবার। চোখের আরাল থেকে মনের আরালও হয়ে যায়। মেরিনের খবরও মা-বাবা নেয়না। মায়ের কোল ছারা মেরিনের ঘুম হয়না। দাদুভাই কতো গল্প শোনায়
তবুও ঘুম আসেনা। মেরিনের জ্বর টর এলেও ওরা কেউ দেখেনা । কনিকা খবর নেয়না। নিরা নিরা বলতে অজ্ঞান।

.

তাই দাদুভাই ঠিক করে মেরিনকে নিয়ে কবির-কনিকার থেকে যথেষ্ট দুরে চলে যাবে। এতে যদি ওরা মেয়ের কদর বোঝে। দাদুভাই মেরিনকে নিয়ে কোলকাতা চলে গেলো।

.

১২বছর পর ফেরে বাংলাদেশে। এই ১২বছরে আলতাব রহমান নিজের সব সম্পত্তি হারিয়ে দেউলিয়া হয়ে গেছে। পথের ভিখারী হয়ে গেছে। নিরা কবির-কনিকার সাথেই ছিলো। emotional attachment টা অনেক গভীর হয়ে গেছে। এই ১২বছরের শুরুর দিকে যাও তারা একটু আধটু মেরিনের খোজ নিতো পরে তারা ১বারো মেরিনের খবর নেয়নি। এই ১২ বছরে মেরিন কান্না করতে করতে কান্না ভুলে গেছে। রাগ বেরে গেছে ১২গুন। হয়ে গেছে মূর্তী। মারামারি, ঝগরা করা, নিজের জিনিষ কেবল নিজের করে রাখা সবটা করে। কারো ভালো মন্দে ওর কিচ্ছু যায় আসেনা। ওর জীবন কেবল ওর দাদুভাইয়ে আটকে যায়। দেশে ফিরে মা-বাবাকে আম্মু বাবা না ডেকে mr. khan & mrs. khan ডাকে। কবির-কনিকাও আর চেষ্টা করেনি।

১৭বছরের মেরিনের উগ্র ব্যাবহার কবির-কনিকাকে আরো ক্ষেপিয়ে দেয়।

ছোটবেলার সব নিয়ে ভাবতে ভাবতে ১দিন সব ঘটনা অনুধাবন করে। আলতাব আর নিরার করা সব কাজের অংক মিলায়। কিন্তু দাদুভাই ছারা কাউকে সেটা বলেনা। কারন যে আম্মু বাবা তার সাথে এমন করেছে যে তাদেরকে মেরিন নিজের নির্দোষ হওয়ার প্রমান দিতেও চায়না। কিন্তু আলতাব রহমানকে উপযুক্ত শাস্তি দেয়। ১মে হাতের আঙ্গুল ১টা ১টা করে কাটে। পরে পায়ের ১টা ১টা করে আঙ্গুল কাটে। এরপর ১পা আর ১হাত কেটে দেয়। যদিও মেরিন নিজে কাটেনি। লোক দিয়ে করিয়েছে। নিরাকেও উপযুক্ত শাস্তি দিতো। দেয়নি কারন……… বলবো বলবো। সেটাও বলবো অন্যদিন। ব্যাস এভাবেই মেরিন হয়ে উঠলো #ঘৃণারমেরিন । }}}

.

বর্তমান…….

সকালে মেরিনের ঘুম ভাঙলো। প্রচুর মাথা ব্যাথা করছে। উঠে দেখে নীড় বসে বসে ঘুমাচ্ছে।
নীড়ের গায়ে চাদর দিয়ে দিলো।
মেরিন: আমি বাসায় কি করে এলাম।

.

আজকে friday …. তাই মেরিনের রান্না করতে ইচ্ছা হলো। shower নিয়ে শাড়ি পরলো আজকে। খয়েরি রঙের। সবার জন্য নাস্তা বানালো। চা করলো । নীড়ের জন্য কফি করলো। নীলিমা-নিহালকে রুমে চা দিতে গেলো।
নীলিমা:আরে আমার মামনিটাকে তো আজকে একেবারে পাক্কা গিন্নি লাগছে।
মেরিন ১টা হাসি দিলো। এরপর নীড়ের জন্য কফি নিয়ে এলো।
মেরিন নীড়ের কপালে চুমু একে দিলো।
মেরিন: নীড়….. নীড়….. উঠুন। দেখুন কয়টা বেজে গেছে। সাড়ে ১০টা বাজে।
নীড়ের ঘুম ভাঙলো। বাইরের সূর্যের আলো ঠিক মেরিনের মুখের ওপর পরছে। ডান নাকের nosepin টা ঝিকিমিকি করছে। গাঢ়ো খয়েরি রঙের শাড়ি পরা, কাজল ছাড়া কালো হরিণী ২টা চোখ, গোলাপী ঠোটের মালিককে দেখতে প্রস্তুত ছিলোনা নীড়। কতোটা সুন্দর কতোটা পবিত্র লাগছে মেরিনকে……. নীড় অবাক চোখে দেখছে। কারন এর আগে নীড় কখনোই মেরিনের মুখ সেভাবে দেখেনি। মেরিন যথেষ্ট সুন্দরী।
মেরিন মিষ্টি ১টা হাসি দিয়ে বলল: good morning honey ….
নীড়ের কেন যেন সেই হাসিটা ফুলের থেকেও সুন্দর লাগলো।
পরক্ষনেই মনে পরলো যে এটা মেরিন। কফির মগটা ছুরে ফেলে washroom এ চলে গেলো।
মেরিন: পাগল….

.

পরদিন….
ব্যাংককের phuket যাবার জন্য নীড়-মেরিন flight এ উঠলো।

চলবে…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here