ঘৃণার মেরিন part : 10

ঘৃণার মেরিন
part : 10
Writer : Mohona

৮বছরপর……
কোলকাতায়…
south point school ….

মনি:নির্বন ….. নির্বন….. এই দীপু নির্বনকে দেখেছো??
দিপু: না আপু।
মনি:গেলো কোথায় ছেলেটা। নির্বন…….

.

ওদিকে…….
রনি, মেঘ, চন্দন নামের ৩টা ছেলে রোহান নামের ১টা ছেলেকে ধরে রেখেছে। আর নির্বন ওকে পিটাচ্ছে।
নির্বন:আর কোনোদিন এমন কথা বলবি তুই?? এমন কাজ করবি? হ্যা… বল?
রোহান:দেখ নির্বন আমি মিসকে বলে দিবো যে তুই আমাকে মেরেছিস…..
নির্বন: 🤣🤣🤣। মিসকে বলে দিবি?? তো কি বলবি? যে আমি তোকে মেরেছি?? কেউ বিশ্বাস করবে? কেউ করবেনা। কারন আমি best student …. best well mannered student … award ও পাই। আর সেটা সবাই জানে। কিন্তু আমি যদি বলি যে তুই কি করেছিস তবে না তোকে এই school থেকেই বের করে দিবে। বাসায় গিয়ে বিচার দিবি তাও আমার কিছু হবেনা। তোর মা-বাবা তোকেই বকবে। তোর কথা শুনবেই না। আর তাছারাও এই স্কুলের principal কে জানিস?? আমার মামিমনি….. আমার মামা কে জানিস? শহরের সেরা ধনীদের মধ্যে ১জন। কেউ আমার কিচ্ছু করতে পারবেনা। বুঝেছিস?

রিদি: এই নির্বন মনি আপু এদিকেই আসছে।
নির্বন: oh fish….. guys guys guys…. change all of this …. আর রোহানের বাচ্চা আপুর সামনে আমার হ্যা তে হ্যা আর না তে না বলবি না হলে এমন মার মারবো যে…..

.

মনি: নির্বন…
বলেই …. মনি দরজা খুলল। খুলে দেখে যে নির্বন, মেঘ, রনি, রোহাদ, চন্দন,রিদি, মিলি, দিনা বসে বসে পরছে। group study করছে। মনির কেন যেন খটকা লাগলো।

তবুও মনি হাসির রেখা টেনে
বলল: একি তোমরা এখানে??
নির্বন: আরে আপু তুমি?? আসো ভেতরে আসো।
মনি: পড়াশুনা হচ্ছে বুঝি???
রিদি: হামম আপু।
মনি: তোমরা আসলেই খুব ভালো। তাই জন্য তো টিফিন time এও পড়ছো।
নির্বন: পড়তে হবেই আপু…. সামনে half yearly exam না।।।
মনি: good… সবাই কি টিফিন করেছো??
সবাই:…..
মনি: তারমানে করোনি। ১কাজ করো সবাই টিফিন করে নাও।
সবাই: ok… আপু।
সবাই বেরিয়ে গেলো।

.

নির্বন: চলো আপু আমরাও টিফিন করে নেই।
মনি চুপচাপ নির্বনের সামনে গিয়ে নির্বনের কানটা মলে দিলো।

নির্বন: আরে আরে আপু…. কি করছো কি?? লাগছে তো আমার।
মনি: লাগার জন্যেই তো ধরেছি। আবার মারামারি করছিলি কেন???
নির্বন: মারামারি ?? আমি?? কি যে বলো?? কার সাথে মারামারি করবো??? they r all my কলিজা।
মনি: কলিজা না….. রোহান তোর কলিজা কবে থেকে হলো বল দেখি??? ওকে মারার জন্যেই তুই এখানে এনেছিলি। তাইনা?
নির্বন: কি যে বলো আপু। আমি কি কখনো কাউকে মারতে পারি?? আমিতো sweet boy… ☺️☺️☺️। আমিতো মারামারির “ম” ও জানিনা।
মনি: ওরে আমার sweet boy রে….. আমার সামনে একদম drama করবিনা। আমি মা-বাবা, টিচার & ফুপ্পি নই যে তোর এই cute face এর আড়ালে রাগী নির্বন কে চিনবোনা। তোকে আমি হারে হারে চিনি। এখন বল ওকে মারছিলি কেন??
নির্বন: তো কি করবো? ও রিদিকে ইচ্ছা করে ধাক্কা দিয়ে ফেলেদিয়েছিলো কেন??? তারপর sorry বলতে বলেছি সেটাতো বলেইনি উল্টা আর ফালতু কথা বলতে লাগলো। এমনকি মামনিকে নিয়েও পচা কথা বলতে লাগলো। এতো সাহস আমার মামনিকে পচা কথা বলা….. 😤😤😤 আর আমি রাগ control করতে পারলাম না। লাগালাম।

মনি: এতো রাগ কেন তোর?? তুই কি সত্যি আড়াল ফুপ্পির ছেলে? ফুপ্পি কতো ভালো, কতো polite, কতো sweet…. আর তুই? বিশ্ব বদমাশ।
নির্বন: কে যে বলো আপু? আমি তো সব থেকে ভালো বাবু। দেখোনা টিচাররা সবাই বলে।
মনি: ওরে আমার ভালো বাবুরে…… কেউ তো আর তোমাকে চেনেনা। একি.. তোর হাতে রক্ত কেন??
নির্বন: কিছুনা। just একটুখানি।
মনি: একটুখানি? তোর কাছে হতে পারে একটুখানি। ফুপ্পির কাছেনা। ফুপ্পির heart attack করানোর জন্য এটাই যথেষ্ট। দেখি বস তো। bandage করে দিচ্ছি। নিশ্চয়ই মারামারি করতে গিয়ে পেয়েছিস ব্যাথাটা। কেন যে মারামারি করতে যাস।
নির্বন: আমি কি খামোখা কাউকে মারি নাকি? যদি কেউ ভুল করে তখন তাকে শাস্তি দেই।
মনি: চুপ থাক। যেদিন ফুপ্পি এগুলো জানবে তখন কি হবে? ফুপ্পি কতো কষ্ট পাবে??
নির্বন: মোটেও না। আমার মামনি কে কখনো আমি কষ্ট পেতে দিবোনা। আর তাছাড়াও মামনি জানবে কি করে?? তুমি আছোনা। আমার world best আপু…..
মনি: হইসে হইসে আর তেল দিতে হবেনা। কোনোদিন ফুপ্পিকে বলিনি আর বলবোও না। কারন আমি জানি যে আমার world best ভাইটু কোনো ভুল করেনা।
নির্বন: love you আপু।
মনি: love u too ভাইটু……

নির্বন। ছেলেটার পুরো নাম নির্বন আড়াল। ওর মায়ের নাম আড়াল। সে ১জন ডাক্তার। নির্বন class ২তে পড়ে। স্কুলের সব টিচার & কর্মচারীদের চোখের তারা। ওর মতো ভালো বাচ্চা ২য়টা নেই। play class থেকে best well mannered student এর award পেয়ে আসছে। কিন্তু কেউ জানেনা যে এই innocent নির্বনের আড়ালে ১টা রাগী, জেদী ছেলে লুকিয়ে আছে।

.

অন্যদিকে…..
১টা bike হঠাৎ করে সামনে চলে আসাতে ১টা microbus খুব জোরে break মারলো। গাড়িটা থামতেই পেছনের গাড়ির break করা গাড়ির সবাই নিচে নেমে এলো। আর জিজ্ঞেস করতে লাগলো যে সবাই ঠিক আছে কিনা।

doctor নিপা: আরে … সবাই তো এখানে। আড়াল ম্যাম কোথায়?
doctor দীপ্ত: oh no doctor আড়াল তো মনে হয় গাড়ির ভেতরেই।
নিপা: আমরাই ভয় পেয়ে গেছি । তাহলে আড়াল ম্যাম তো মনে হয়ে কাপছে।
দীপ্ত: ভয়ে heart attack না করে ফেলে। lets go to her……
doctor সুমন: চলো চলো।

সবাই গাড়ির ভেতরে গিয়ে দেখলো যে পেছনের সিটে বসে আড়াল ভয়ে চোখ বন্ধ করে কাপছে। আর কি যেন বিড়বিড় করে বলছে। নিপা দৌড়ে আড়ালের কাছে গেল। আড়ালের কাধে হাত রাখতেই আড়াল ভয় পেয়ে চমকে উঠলো।

নিপা: ম্যাম ভয় পাবেন না। its me… নিপা। আপনার P.A.।
ডাক্তার আড়াল চোখ খুলল। মায়াবি তার চোখে চাহনি। কিন্তু কালো ফ্রেমের চশমার আড়ালে থাকে সেই অসম্ভব সুন্দর চোখ ২টা। অনেক সুন্দর চেহারা তার। সবসময় ফুল হাতার dress পরে। কোমড় পর্যন্ত চুল সবসময় খোপা করে রাখে। নিজের সব কথাই সে আড়ালে রাখে। “আড়াল” নামটা তাকেই শুধু মানায়। অনেকটা ভীতু। খুব শান্ত স্বভাবের। নম্র, ভদ্র। কখনো উচ্চ স্বরে কথা বলেনা। খুবই ভালো ব্যাবহার। রাগ কি জিনিস তা সে জানেই না। ভালো হওয়ার সব গুন তার মধ্যে আছে। মেডিসিন ডাক্তার। খুবই ভালো ডাক্তার। রক্ত সহ্য করতে পারেনা বলে সার্জেন হয়নি। মেডিসিন ডাক্তার হয়েছে। তাকে সবাই ভালোবাসে। সে হলো সবার #ভালোবাসারআড়াল। ১জন single mother।

.

আড়াল: ককককি হয়েছে?? সসসব ঠিক আআছে ? এএমন হলো কককেন?
নিপা: জীম ম্যাম। এখন সব ঠিক আছে। আপনি ঠিক আছেন তো ম্যাম?
আড়াল: হহহামম। এএকটু পপপানি খাবো।
নিপা: এই নিন ম্যাম।
আড়াল পানি খেলো।
আড়াল: আমরা কি পৌছে গেছি?
সুমন: না dr. আড়াল। ৪-৫ মিনিটের মধ্যে পৌছে যাবো।
আড়াল: ওহ। তাহলে আআপনারা গাড়ি দিয়ে যযান আমি রিকশা দদিয়ে চলে যাবো।
সুমন: no worry dr. আড়াল এবার আর অমনভাবে গাড়ি চলবে না। ভয় পাবেন না।
আড়াল: হামম।

ডাক্তাররা সবাই গাড়ি করে ১টা গ্রামে গেলো ফ্রি চিকিৎসা দিতে।

এই শান্তশিষ্ট , ভীত ডাক্তার আড়ালের ছেলেই সেই নির্বন। তুফান নির্বন। নির্বন ৭বছরের ১টা ছেলে। class 2 তে পড়ে। ভীষন জেদী, রাগী। নাকের মাথায় সবসময় রাগ থাকেই। চোখের সামনে অন্যায় দেখলে সহ্য করতে পারেনা। কিন্তু আড়ালের কাছে, সব টিচারের কাছে, মামা-মামির কাছে নির্বন হলো মায়ের মতো শান্তশিষ্ট ১টা ছেলে। কিন্তু নির্বনের ৬টা বন্ধু আর মামাতো বোন মনি জানে যে নির্বন কতোটা রাগী-পাজী। আর যারা নির্বনের হাতে মাইর খেয়েছে তারা চেনে নির্বনকে। মনি হলো নির্বনের মামাতো বোন। class ৬ এ পড়ে। নির্বনকে খুব আদর করে।

.

নির্বনের ছুটিরপর……
নির্বন: মনি আপু….
মনি: বলতে থাক।
নির্বন: বলো তো আজকে কে নিতে আসবে আমাদের? মামা নাকি মামনি?
মনি: তোর মামা মানে আমার বাবা নিতে আসবে।
নির্বন: উহু। আজকে আমার মামনি নিতে আসবে। মানে তোমার ফুপ্পি।
মনি: জী না ।
নির্বন: জী হ্যা। ওই দেখো মামনির গাড়ি চলে এসেছে ।

আড়ালের গাড়ি থামলো আড়াল গাড়ি থেকে নামলো। নির্বন আর মনি দৌড়ে এলো। আড়াল ২জনকে জরিয়ে নিলো।

আড়াল: আমার ২টা কলিজার টুকরা।
মনি: ফুপ্পি….
নির্বন: মামনি।
আড়াল: class কেমন হলো ২জনের?
২জন: ভালো।
আড়াল: ওলে আমার কলিজা ২টা। কিন্তু দৌড়ে এলে কেন?? পরে টরে গেলে???
নির্বন: মামনি অল্প জোরেই দৌড় দিয়েছি। আর দৌড়াবোনা।
আড়াল: good boy… এখন চলো সবাই।

আড়াল ২জন কে নিয়ে বাসায় গেলো।
মনি: ফুপ্পি আমরা কোন বাসায় যাচ্ছি।
আড়াল:ফুপ্পির বাসায়।
মনি: সত্যি?? yeappy……
নির্বন: আপু আজকে অনেক মজা করবো। মামনি আজকে বাসায় গিয়ে কি surprise পাবো?
আড়াল: বাসায় গেলেই পাবে।
নির্বন: কি রান্না করেছো সেটাতো বলবে!!!
আড়াল: বলো তো দেখি কে guess করতে পারে??
মনি: ফুপ্পি ফুপ্পি…. আমি বলি???
আড়াল: বলো তো।
মনি: চিকেন ললিপপ, fried noodlse, পাস্তা, আর আর আর চকোলেট ফাজ।
নির্বন: মামনি সত্যি!!! 😟😟😟।
আড়াল: হামম।
নির্বন: কিন্তু…..
আড়াল: কিন্তু কি বাবাই???
নির্বন মিষ্টি ১টা হাসি দিয়ে
বলল: কিছুনা মামনি।☺️☺️। আপু আর আমি তো একই।
আড়ালের কাছে নির্বনের হাসিটাই ওর দুনিয়া।
আড়াল: ওলে আমার সোনামনি। তোমার প্রিয় রান্নাও করেছি। বিরিয়ানি। আর চকোলেট পুডিং।
নির্বন: লাভ ইউ এত্তোগুলো মামনি…

.

in bangladesh…..
নিহাল: রাত ৩টা বাজে। নীড় যে এখনো ফিরলোনা নীলা….
নীলিমা: এই ৮ বছরে তোমার ছেলে কদিন বাড়ি ফিরেছে বলোতো……. বাড়িতে থাকে কদিন…. দেশেই থাকে কতোদিন……. খালি খুজে বেরায় মেরিনকে……
নিহাল: ছেলেটাকে হারিয়ে ফেলেছি।
নীলিমা: হামম।
নিহাল: তুমি সেদিন ঠিকই বলেছিলে যে ১টা সময়ে মেরিন নীড়কে ছারলেও নীড় মেরিনকে ছারবেনা…….
নীলিমা: ভাবতেও পারিনি কথাটা এমনভাবে প্রতিফলিত হবে…..।

.

নীড় । নীড় নামটা এখন সকলের অপছন্দের। উগ্র মেজাজ, দুর্ব্যাবহার, রাগ সবকিছুর জন্য নীড়ই এখন ঘৃণার নীড় হয়ে গেছে। মেরিনের যতো রং ছিলো সব রং এখন নীড় ধারন করেছে। যখন যেখানে , বাংলাদেশের, দেশের বাইরে যেখানেই মেরিন নামের কোনো কারো খোজ পেলেই সেখানে চলে যায়। নীড় হাতে লেখা “ঘৃণার কথাটা” মিশিয়ে তার আগে “ভালোবাসার” লিখেছে। ৮টা বছর নীড় সাইকো হয়ে গেছে। নীড়ের সব পোশাকে মেরিনের নাম লেখা। নীড়ের সব দোআয় এখন মেরিন। কবির-কনিকা কাদতে কাদতে অন্ধ প্রায়। বিভিন্ন মাজারে মাজারে ঘুরেছে। হজ্জ করেছে মেরিনকে পাওয়ার আশায়। কিন্তু মেরিন হারিয়ে গেছে। যেমন করে বয়ে যাওয়া বায়ুকে আর ফিরে পাওয়া যায়না তেমনি মেরিনকেও পাওয়া যাবেনা।

.

ভোর ৪টা….
নীড় বাসায় ফিরলো। মাতাল হয়ে।
নীড়:

🎶🎵🎶
ম্যা দেখু ততুঝে দদিন মেহ
স’মার ততাবাহ
ইয়ে আআগার ইইশক হ্যা
তততো হ্যা বেইনতেহা……

তততু মাঙ্গলে আআগার
জজজান দদদেদু তুঝে।
তু আগার ববোলদে
খুদকোহ কককারদু ফানাহ
আ তুঝমেহ খাতম ককারদু
ইয়ে সসসাসে মেরি….

ইস ইশকে মে মমমারজাওয়াহ……
তু যযো ককাহে ববো কককার জজাওয়াহ…. 🎶🎵🎶

নীড়:একি মামনি ততুমি ঘুমাওনি।
নীলিমা: যখন কোনো মায়ের ছেলে বাড়ির বাইরে থাকে তখন কোনো মায়েরই ঘুম আসেনা।
নীড়:🤣🤣🤣🤣।
নীলিমা: এসব ছাইপাস কবে বাদ দিবিরে??
নীড়: যেদিন আহমার জীবন ফিরে পপপাবোহ।

.

পরদিন……
সকালে…..
নীড়ের ঘুম ভাঙলো।
নীড়: এই বাবর…. বাবর….
বাবর দৌড়ে এলো। বাবর: জী স্যার।
নীড়: কয়টা ডাক দিতে হয়েছে ?
বাবর: দদদদুইবার…..
নীড়: u r fired …..
বাবর: sorry sir. ১টা সুযোগ দিন। please …..
নীড়: নীড় মেরিন আহমেদ চৌধুরী বর্ষন কাউকে ২য় বার সুযোগ দেয়না। out।

তখন নীড়ের ফোনে মেডিকেল বোর্ড থেকে ১টা ফোন এলো।
নীড়: hello ….
author : hello mr. chowdhuri…
কোলকাতার CT hospital এ ১টা বাচ্চার brain tumor হয়েছে। খুবই critical অবস্থা। সেখানকার ১জন senior doctor আপনার নাম prefer করেছে বাচ্চাটার surgery টা করার জন্য।
নীড়: so sad!!! তো আমি কি করতে পারি??
author : mr. chowdhuri আপনাকে সেখানে যেতে হবে surgery টা করার জন্য।
নীড়: আমি পারবোনা।
author : you have to go….
নীড়: এই যে hello…. এটা সবাই জানে যে নীড় নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করেনা। আমার এখন কোলকাতা যাবার কোনো ইচ্ছা নেই। তাই আমি যাবোনা।
author :তাহলে আমরা আপনার practice বন্ধ করে দিবো। licence বাতিল করে দিবো।
নীড়: so what??? i don’t care…..
author : mr. chowdhuri….. আপনি কি জানেন যে আপনার নাম ওই hospital থেকে
prefer কে করেছে?
নীড়: না। জানিনা। আর জানতেও চাইনা।
author : mr. chowdhuri আপনার নাম prefer করেছে doctor জাফর ইকবাল।
নীড়: so wh…. স্যার করেছেন??
author : yes… এখন কি আপনি যাবেন?
নীড়: of course…. আমি যাবো।
author : ধন্যবাদ।
নীড় ফোন রেখে দিলো।

.

নীড়: বাবর…. বাবর…. এই বাবর।
নীলিমা: কি হলো?
নীড়: তোমার নাম কি বাবর? ও কোথায়?
নীলিমা: তুই নাকি ওকে fire করেছিস। তাই চলে গেছে।
নীড়: oh yes…. whatever ….. কালকে আমি কোলকাতা যাচ্ছি।
নীলিমা: কেন?
নীড়: নীড় কখনো কাউকে জবাব দেয়না।
নীলিমা: আমি কি জানতে পারিনা???
নীড়: yes… পারো। আমি তো নিজে থেকেই বলছিলাম। তুমি প্রশ্ন
করলে কেন??
নীলিমা: এই কারনে বলবিনা?
নীড়: হামম।
নীলিমা: আবার কোন মেরিনের খোজ পেলি???
নীড় বাঘের মতো নীলিমার দিকে তাকালো। নীড়ের চোখ দেখে নীলিমা ভয় পেয়ে গেলো।
নীড়: মেরিন শুধু একজনই। আর কোনো মেরিন নেই। আর কেউ মেরিন হতে পারেনা। got it???😠😠😠…
নীলিমা বড় ১টা ঢোক গিলো
বলল: হামম। বববাবা।
নীড়: now what ??
নীলিমা: তুমি কি কোলকাতাতেও এমন হনুমান সেজে যাবে??? i mean একটু সেভিং টেভিং করে যাও।
নীড়: আমি কি ওখানে বিয়ে করতে যাচ্ছি নাকি??
নীলিমা: না তা না।।। airport i mean visa পেতে ঝামেলা হবে।
নীড়: তুমি মনে হয় ভুলে গেছো যে আমি নীড় মেরিন আহমেদ চৌধুরী বর্ষন। আমি আমার নিয়মে চলি।
বলেই নীড় washroom এ চলে গেলো।

.

নীলিমা: কি ছিলো আমার ছেলেটা আর কি হয়ে গেছে??? আমি জানিনা কবে পাবো আমি আমার ছেলেকে কবে ফেরত পাবো? পাবো কিনা? আমার নীড়কে ফেরাতে পারে একমাত্র নীড়ের মেরিন। মেরিন মামনিরে….. কোথায় রে তুই?? তোকে যে খুব দরকার আমাদের। বিশেষ করে তোর নীড়ের।
তোর নীড়যে নষ্ট হয়ে গেছে। কবে ফিরবি রে তুই?? তোর খান empire …. তোর চৌধুরী empire যে তোকে ছাড়া শূন্য। ফিরে আয়রে। দেখে যা তোর নীড় আর তোর সেই ভালোবাসার নীড় নেই। এখন যে সে নিজেই
#ঘৃণারনীড় হয়ে গেছে।

.

চলবে……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here