গুন্ডি গার্লফ্রেন্ড 💗,পর্ব :৩(শেষ)

গুন্ডি গার্লফ্রেন্ড 💗,পর্ব :৩(শেষ)
লেখক :সাইফুল ইসলাম

আমি : আপনি যা ভাবছেন আসলে তা নায়।

নীলা : চুপ আপনাদের মত লোকদের আমার চেনা আছে।

বলেই চলে গেল নীলা। আমিও আমিনের কাছে চলে গেলাম।

আমিন : কি হয়েছে রে।

আমি : (সব বললাম)

আমিন : ওহ এই ব্যপার।

আমি : হুম।

তারপর আমি বাসায় গিয়ে রোমের দরজা বন্ধকরে শুয়ে থাকি।বিকালে আরিফ কল দেয়।

আমিন :কিরে কই তুই।

আমি : বাড়িতে।

আমিন : মাঠে চলে আয় খেলবো।

আমি : নারে দুস্ত ভালো লাগতেছেনা।

আমিন : আচ্ছা।

তারপর ২ দিন ভার্সিটি যাই নি। একদিন রাতে শুয়ে আছি। আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে।কল রিসিব করার পর।

ওপাশ থেকে : ওই কুত্তা কই তুই।

আমি : কে আপনি। কি সব আবুল তাবুল বলছেন। (কন্ঠ শুনে বুঝলাম মেয়ে)

মেয়ে : আমি তোর জম। তুই দুইদিন ধরে ভার্সিটি আছিস না কেন।

আমি : আপনাকে কেন বলবো। আর কে আপনি।

মেয়ে : কাল সকাল ১০ টায়……………. জায়গায় তাকবি।না আসলে খবর আছে।

আমি কিছু বলার আগেই কল কেটে দেয়।তারপর রাতে খেয়ে ঘুমিয়ে পরি।

সকালে ঘুমথেকে উঠে ভার্সিটি যাবো এমন সময় মনে হলো রাতের কলের কথা। তাই রেডি হয়ে গেলাম ঐমেয়ের বলা ঠিকানায়। গিয়ে দেখি একটা মেয়ে বসে আছে। আমি একটু কাছে গিয়ে বুঝতে পারলাম এটা নীলা। আমি তো ভয়ে শেষ এই মেয়ে এখানে কি করে।নীলা আমাকে দেখা মাত্তই বলল।

নীলা : তুমি আসছো।

আমি : (এই প্রথম নীলা আমাকে তুমি করে বলছে। আর নীলার কথা শুনেই বুঝতে পারলাম নীলাই আমাকে কাল কল করেছিল) হুম।

নীলা : এখানে এসে বস। ( নীলার পাশে দেখিয়ে বলল)

আমি : (সাহস করে গিয়ে বসে আর বললাম) কিসের জন্য ডেকেছিলে।

নীলা : ঐ দিনের জন্য সরি।

আমি : হুম।

নীলা : আমি রাজি।

আমি : কিসের রাজি।

নীলা : বুঝনা।

আমি : না বুঝিনি তো।

নীলা : এখন কিন্তু রাগ হচ্ছে। বুঝেও না বুঝার ভাব ধরো।

আমি : সত্তি বুঝিনি।

নীলা :(ধপ করে আমার কলার ধরে বলল)কুত্তা ঐদিন বাগানে কি বলেছিলি।

আমি : ও বুঝছি। (খুশি হয়ে বললাম) কিন্তু ঐ দিন ক্যাম্পাসে যে বললা।

নীলা : আমিন ভাই আমাকে সব বলেছে।

আমি : ওহহহ।

নীলা : ঐ দিকে ফিরে বস তো।

আমি : কেন।

নীলা : আমি বলছি তাই।পেছনে তাকাবা না।

আমি :(অন্যপাশে ফিরে তাকালাম।)

নীলা : এবার এদিকে তাকাও।

আমি : (নীলার দিকে তাকিয়ে তো চোখ কপালে উঠে গেল। নীলা এই প্রথম মোকস খোলেছে।মানুষ এত সুন্দর হয় কি করে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি নীলার দিকে।)

নীলা : (কিছুটা লজ্জা পেয়ে বলল)এইয়ে কি দেখ এমন করে।

আমি : পরী দেখি।

নীলা : (একেবারে আমার কাছে এসে বসে। আমার হাত দরল।তখন আমার ঘোর কাটলো।)তোমার কাধে মাথা রাখতে পারি।

আমি : কেউ মনে হয় না করেছে।

নীলা : (আমার কাধে মাথারা দেখে বলল)কখনো আমাকে ছেরে চলে যাবে নাতো।

আমি : কখনো না।।।।

নীলা আমার কাধে মাথারেখে বসে আছে। আমি ভাবছি এটা কি সেই নীলা যে আমাকে থাপ্পর দিয়ে ছিল। ভাবতেই আমার দুহাত দুগালে ধরে রাখলাম।

নীলা : কি হলো এভাবে ধরে রাখছো কেন।

আমি : আগের ৫টা ইয়ের কথা মনে হয়েছে। তাই ভয় করছে।

নীলা : কাছে আসো যতটা থাপ্পর দিয়েছি ততটা আদর করবো।

তারপর আমাকে কাছেটেনে নিয়ে।

নীলা : ummmmmmmmmmmmma.

বাকিটা ইতিহাস।

সমাপ্ত

ভুলত্রুটি ক্ষমার চোখে দেখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here