গাঙচিল,পর্ব_১৪
লেখিকা: অজান্তা অহি (ছদ্মনাম)
২৩.
কক্সবাজারের ইনানী সি বিচে দাঁড়িয়ে আছে অহি।তার ডান হাত রোদ্দুরের হাতের ভাঁজে।দৃষ্টি সামনের বিস্তর নীল জলরাশিতে।ঘোর লাগা সে দৃষ্টিতে যেন দুনিয়ার খেয়াল নেই।যেন অন্য ভুবনে আছে সে।এলোমেলো বাতাসে তার কালো শাড়ির আঁচল উড়ছে।আধভেজা চুল বাতাসের সাথে পাল্লা দিয়ে উড়ে যেতে চাইছে বহুদূরে।
চারিদিক এখনো ঝাপসা!ভোরের সূর্য উঠি উঠি করে উঠছে না।চারপাশে কোনো কোলাহল নেই।কেমন স্নিগ্ধতা আর কোমলতা বিরাজ করছে।বালুতীরে পা রাখলেও যেন মনে হচ্ছে বালি ব্যথা পাবে।
অহি রোদ্দুরের হাতের ভাঁজে রাখা নিজের হাতটা ছাড়াতে চাইলো।রোদ্দুর ছাড়লো না।অগত্যা সাবধানে পা সামনের দিকে এগোল!পায়ের পাতায় প্রথম শীতল পানিটুকু স্পর্শ করতেই তার সারা শরীর শিউরে উঠলো।রোদ্দুরের হাতের ভাঁজে থাকা হাতটাও কেঁপে উঠলো।রোদ্দুর আরো শক্ত করে তার হাত চেপে ধরলো।
অহি নিচু হয়ে বাম হাতে পানি ছুঁয়ে দিতে রোদ্দুর আলগোছে বলল,
—“অজান্তা!সাবধানে।”
তারপর দু পা এগিয়ে নুইয়ে পড়া অহির শাড়ির আঁচলটা দুই হাতে উঁচু করে ধরলো।অহির সেদিকে খেয়াল নেই।রোদ্দুরের থেকে নিজের হাত মুক্ত পেতেই দু হাতে পানি সামনের দিকে ছেটানো শুরু করলো।তার মন খুশিতে নেচে উঠছে বার বার।সৃষ্টি লগ্ন থেকে জলের প্রতি মানুষের আলাদা একটা টান!পানির সাথে মানুষের গভীরতা আজকের নয়।যেটা অহি আজ প্রথম টের পেলো।
এই সামনের আছড়ে পড়া প্রতিটি ঢেউ, ঢেউয়ের আঘাত স্পর্শ করা প্রতিটি পাথর আর বালুকণা,যতদূর চোখ যায় সামনের নীল নীল জলরাশি।সবকিছু অহির বড্ড আপন মনে হচ্ছে। নিজের মনে হচ্ছে।একান্ত নিজের।সে বহু বছর পর বাচ্চাদের মতো খিলখিল করে হেসে উঠলো।
রোদ্দুর ধরে রাখা অহির শাড়ির আঁচলটা গভীর ভাবে স্পর্শ করে নাকে চেপে ধরলো।অহির গায়ের গন্ধ।সে চোখ বন্ধ করে কিছুক্ষণ তার স্মেল নিল।তারপর চোখ খুলে অহির দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলো।
অহির সবকিছুতে সে মুগ্ধ!তার প্রতিটি কথা,কথা বলার ভঙ্গি,ক্ষণে ক্ষণে কপাল কুঁচকানো,হুট করে আবেগে ভেসে যাওয়া, হুট করে গম্ভীর হওয়া, কখনো বা রেগে যাওয়া।সব কিছুতে সে মুগ্ধ।তার শব্দহীন পা ফেলে এগিয়ে আসা,ঠোঁটের কোণে এক চিলতে হাসি,তার হুটহাট প্রতিটি স্পর্শ সবকিছুতে রোদ্দুর মুগ্ধতা খুঁজে পায়।এই যে এখন খিলখিল করে হাসা,পানি নিয়ে ছোটাছুটি করা বাচ্চা মনের মেয়েটির প্রতিও সে মুগ্ধ।
হঠাৎ অহি এক মুঠো পানি এনে রোদ্দুরের চোখে মুখে ছিটিয়ে দিল।ঠান্ডা পানির স্পর্শে যেন রোদ্দুরের ঘোর কাটে।সে অনুরোধের স্বরে বলল,
—“অজান্তা,পানি ছিটিয়ে দিবে না প্লিজ।এমনিতেই একটু আগে শাওয়ার নিয়ে আমার ঠান্ডা লেগে গেছে।এই দেখো।”
বলেই সে বড়সড় একটা হাঁচি দিল।অহি হুট করে থেমে গেল।প্রচুর অস্বস্তি হওয়া শুরু করেছে তার।কালরাতের কথা মনে পড়ায় এখনি লজ্জায় বালিতে মিশে যেতে ইচ্ছে করছে।সে ঘুরে দাঁড়িয়ে অন্য দিকে তাকালো।
একটুপর রোদ্দুরের কাছাকাছি দাঁড়িয়ে বলল,
—“ওরকম মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকবেন না তো!বিরক্ত লাগে।তাছাড়া আশপাশে এখন বেশকিছু কাপল দেখা যাচ্ছে।”
রোদ্দুর অবাক হয়ে বলল,
—“চেয়েই তো রয়েছি। কিছু করছি না তো।ওই দেখো!দক্ষিণ দিকের দুটো প্রাণী জড়াজড়ি করছে।”
অহি এক পলক সেদিকে তাকিয়ে দ্রুত চোখ সরিয়ে নিল।মনে মনে বলল,
—“তুই তো চেয়েই থাকবি রে বুদ্ধু!ওদের মতো তোর এত সাহস আছে?রুমের ভেতর জড়িয়ে ধরতে তোর হাত পা কাঁপে আর তুই পাবলিক প্লেসে জড়িয়ে ধরবি?এখানে জড়িয়ে ধরলে তুই নির্ঘাত হার্ট অ্যাটাক করবি।”
—“অজান্তা ও দিকে চলো।”
রোদ্দুরের কন্ঠে অহি মাথা নেড়ে তার দিকে তাকাল।কুচকুচে কালো শার্টে কি সুন্দর লাগছে মানুষটাকে।অগোছালো ভাবে বাতাসে কম্পমান চুলগুলো অহির ছুঁয়ে দিতে মন চাইলো।কিন্তু হাত বাড়াল না।একরাশ মুগ্ধতা নিয়ে চেয়ে রইলো শুধু।এমন একটা ছেলে তাকে এতটা গভীরভাবে ভালোবাসে,এতটা কেয়ার করে,এতটা গোপন করে সবার থেকে আড়ালে রেখে ভালোবাসে তার প্রতি মুগ্ধতা তৈরি না হয়ে পারে?
সে রোদ্দুরের পাশে দাঁড়িয়ে রোদ্দুরের ডান হাতটা নিজের দুহাতে শক্ত করে ধরলো।তারপর মাথা নিচু করলো।তার দু চোখ ভরে উঠেছে।ইচ্ছে করছে সামনের মানুষটাকে সারাজীবনের জন্য জড়িয়ে ধরতে।কোনোদিন এক সেকেন্ডের জন্যও ছাড়বে না!এক্ষুনি জড়িয়ে ধরতে ইচ্ছে করছে।
রোদ্দুর বাম হাতটা অহির দুহাতের উপর রেখে নরম গলায় বললো,
—“অজান্তা!কি হয়েছে?ওদিকে যাবে না?”
অহি মাথা নিচু রেখেই বলল,
—“হোটেলে যাব।আজ সারাদিন আপনাকে জড়িয়ে ধরে বসে থাকবো।”
অহির হাতের উপর চেপে রাখা রোদ্দুরের বাম হাতটা খসে পড়লো।অস্পষ্ট ভাবে বলল,
—“ও মাই গড!”
তার হার্টবিট বেড়ে যাচ্ছে পারদের গতিতে।এই মেয়ে মেরে ফেলবে তাকে।হার্ট অ্যাটাক ঘটিয়েই মেরে ফেলবে!
রোদ্দুর করুণ গলায় বললো,
—“অজান্তা,তুমি অসুস্থ?জ্বর এসেছে নির্ঘাত!”
বলেই সে অহির কপালে হাত ছোঁয়াল।তার হাতের স্পর্শ পেয়েই অহি চোখ তুলে তাকালো।রোদ্দুর সে চোখের দিকে এক পলক তাকিয়েই ব্যতিবস্ত হয়ে বলল,
—“অজান্তা,তোমার বাম চোখ এত লাল কেন?দেখি দেখি!”
অহির হাত থেকে নিজের ডান হাতটাও ছাড়িয়ে চিন্তিত মুখে গভীর মনোযোগে অহির চোখের পাতা টেনে সরালো।চোখটা বেশ লাল।সাদা অংশে এক জায়গা বেশি লাল হয়ে আছে।রোদ্দুর খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে।
রোদ্দুরের কুঁচকানো ভ্রু যুগল,কপালে চিন্তার বলিরেখা, চোখে মুখে গভীর মায়া।সব মিলিয়ে অহি আরেকদফা মানুষটার প্রেমে পড়লো।তার দিকে রোদ্দুরের খেয়াল নেই।সমস্ত খেয়াল এখন তার চোখে।এমন ভাবে চোখ স্পর্শ করে যাচ্ছে যেন সামান্যতে ব্যথা পেয়ে যাবে।
অহি আর সময় নিল না।নিজের মনের কথা শুনে ফিসফিস করে বলল,
—“আমি আপনাকে ভীষণ ভীষণ ভীষণ ভালোবাসি রোদ্দুর হিম।”
রোদ্দুর কুঁচকানো কপালেই অহির দিকে নজর দিল।যেন বোঝার চেষ্টা করছে অহি কি বলছে।কিছু বুঝে উঠার আগে অহি উঁচু হয়ে তার ঠোঁটের নিচে স্বশব্দে চুমু খেল।
এটাতে কাজ হলো।রোদ্দুরের টনক নড়লো।ঝড়ের গতিতে কয়েক পা সরে গিয়ে চারপাশে চোখ বুলালো।তার চোখে মুখের লজ্জার ছাপ কিছুটা কমলো চারপাশে কাছাকাছি কেউ নেই দেখে।বহুদূরে আবছা দু জোড়া কাপল দেখা যাচ্ছে শুধু।
সে সরাসরি অহির চোখের দিকে তাকালো না।আশপাশে তাকিয়ে চোখে মুখে জোরপূর্বক বিরক্তিভাব ফুটে তোলে বলল,
—“অজান্তা,এসব কি?”
অহি ভ্রু নাচিয়ে বলল,
—“কোনসব?”
রোদ্দুর নিভে গেল।বলল,
—“কিছু না!এবার বলো,চোখ লাল হলো কি করে?”
—“আপনি করে দিয়েছেন!”
—“কি!আমি?কখন?”
অহি শাড়ির আঁচল পিঠ দিয়ে সামনে এনে বলল,
—“ভোররাতে।ঘুমের মধ্যে চোখে আঙুল ঢুকিয়ে দিয়েছিলেন।সারারাত আমার উপর লেপ্টে ছিলেন।সত্যিই আপনার ঘুম জঘন্য, জঘন্য এবং জঘন্য।”
রোদ্দুর অসহায় ভাবে এদিকে ওদিকে তাকালো।নিচু হয়ে কয়েকটা পাথর তুলে সমুদ্রে ঢিল ছুঁড়লো।তারপর ক্ষীণ গলায় বললো,
—“স্যরি অজান্তা!”
অহি নিজেও দুটো পাথর তুলে সমুদ্রে নিক্ষেপ করলো।রোদ্দুরের কাছ ঘেঁষে দাঁড়িয়ে ক্ষীণ কন্ঠে বলল,
—“আমি এই জঘন্য ঘুমের মানুষটাকেই বুকে জড়িয়ে হাজার জনম কাটাতে চাই।”
রোদ্দুরের বুকের ভেতর খুশির বন্যা বয়ে গেল।সে সার্থক,তার ভালোবাসা সার্থক।তার পাশের মেয়েটিকে এক্ষুণি বুকে জড়িয়ে পিষে ফেলার ইচ্ছেটা সে দমন করলো।
হাতের শেষ পাথরটা সমুদ্রে ছুঁড়ে ফেলে অহির পিছনে দাঁড়াল।ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে হাতে নিল।অহির অজান্তে সেখান থেকে একটা লকেটসহ চেইন বের করে হাতের তালুতে রাখলো।
সাবধানে অহির চুলগুলো সরিয়ে তার গলায় লকেট পরিয়ে দিল।অহি অবাক হয়ে গলায় হাত রেখে বলল,
—“এটা কি?”
রোদ্দুর উত্তর দিল না।বক্সটা সমুদ্রে ঢিল দিয়ে অহির মুখোমুখি এসে দাঁড়াল।চেইনটা সামনে ঠিক করে লকেটটা হাতের ভাঁজে নিয়ে কিছুক্ষণ চেয়ে রইলো।তারপর অহির দিকে এক পলক তাকিয়ে সেটা খুললো।
লাভ শেপের লকেটের দু খন্ডের এক খন্ডে রোদ্দুর আরেক খন্ডে অজান্তা লেখা।দু খন্ড একত্রে করে তার উপরের পৃষ্ঠে গোলাপের ভেতর লেখা ‘রোজান্তা’!
রোদ্দুর চারপাশে তাকিয়ে দ্রুত লকেটে একটা চুমু দিয়ে সরে দাঁড়াল।এক সেকেন্ড থমকে দাঁড়িয়ে উল্টো ঘুরে হোটেলের দিকে হাঁটা ধরলো।অহি লকেটটা হাতে নিয়ে বিস্ফারিত নয়নে চেয়ে রইলো কিছুক্ষণ।রোদ্দুরের গমনপথের দিকে চেয়ে তার মুখে হাসি ফুটে উঠলো।লকেটে নিজের ঠোঁট ছুঁইয়ে রোদ্দুরের পিছু পিছু দৌঁড়ানো শুরু করলো।
২৪.
ধূসর রঙের একটা পাখি জলে ভেসে বেড়াচ্ছে।পা দিয়ে আরামসে সাঁতার কেটে যাচ্ছে।মাথা ও পাখায় কালো ছোপ ছোপ দাগ।চমৎকার এই পাখি থেকে থেকে ডুব দিয়ে আবার মাথা তুলছে বার বার।ঢেউয়ের তালে তালে কি সুনিপুণ ভাবে হেলেদুলে ভেসে বেড়াচ্ছে।অহি হাতের আঙুল উঁচিয়ে বলল,
—“ওই দেখনু না!গাঙচিল! ”
অহির আগ্রহভরা কন্ঠে রোদ্দুর সেদিকে তাকালো।তারা এখন বীচের পাথরের উপর বসে আছে।অহির পা জলে ভেজানো।রোদ্দুর নিজেও খালি পা দুটো পাথরের উপর দিয়ে বয়ে চলা জলের ধারার উপর রাখলো।তারপর অহির দিকে চেয়ে বলল,
—“হুঁ!গাঙচিল।”
অহি হাস্যোজ্জ্বল মুখে পাখিটির দিকে চেয়ে আছে।পাখিটা তাদের কাছাকাছি চলে এসেছে ভেসে।মাথা উঁচিয়ে এদিক ওদিক ঠাওর করার চেষ্টা করছে।অহি সাবধানে সেদিকে চেয়ে রোদ্দুরের হাত চেপে ধরলো।তারপর গলার স্বর খাদে নামিয়ে ফিসফিস করে বলল,
—“গাঙচিল কি সুন্দর,তাই না?”
রোদ্দুর অহির দিকে অপলক চেয়ে আছে।এতদিন পরেও বুঝতে পারছে সত্যিকার সমস্যা তার মধ্যেই।তার পাশে হাত চেপে বসে থাকা মেয়েটার দিকে সে সারাজীবন চেয়ে থাকলেও তৃষ্ণা মিটবে না।কখনো চোখ ভরবে না।সে অহির দিকে চেয়েই বলল,
—“হুঁ।ভীষণ সুন্দর।”
—“ওদের জীবন কত আনন্দের।সমুদ্রের নীল জলরাশিতে সাঁতার কাটছে মনের সুখে।আবার একটুপর আরেক নীল আকাশে উড়াল দিবে।সন্ধ্যাবেলা নিজের বাড়ি ফিরবে।সেই বাড়ি আবার পাথর দিয়ে তৈরি।পাথরের খাঁজে কি সুন্দর রাত কাটিয়ে দিবে।”
—“আমার গাঙচিলের জীবনও ভীষণ সুন্দর।সে যখন আমার কোলে উঠে হাত পা ছোঁড়াছুড়ি করে,বাতাসে তার চুল উড়ে,শাড়ির আঁচল ডানা ঝাপটায় তখন তাকে আকাশে উড়ন্ত পাখির চেয়েও ভয়ংকর সুন্দর আর সুখী লাগে।সেও আমার বুকের নরম পাথরের খাঁজে ঘুমিয়ে পড়ে।”
অহি সন্দিহান চোখে রোদ্দুরের দিকে তাকালো।রোদ্দুর সঙ্গে সঙ্গে এক লাফে উঠে সরে গেল।কিছুটা দূরে দাঁড়িয়ে বলল,
—“এভাবে তাকাচ্ছো কেন?”
অহি সন্দিহান চোখে মুখে বলল,
—“আপনি কি আমায় নিয়ে বর্ণনা করলেন?কি সাংঘাতিক!আপনার সাহস তো দেখি দিনদিন বেড়ে যাচ্ছে।বাহ!”
অহি লজ্জিত মুখে আবার পাখিটির দিকে তাকালো।রোদ্দুর আশপাশে তাকালো।তারা ফাঁকা জায়গা দেখেই বসেছে।এদিকে কাছাকাছি মানুষ নেই।সে ফের এগিয়ে এসে অহির পাশে বসে পড়লো।ক্ষীণ কন্ঠে বলল,
—“তোমার গাঙচিল পরিযায়ী।এরা সিজন ভেদে বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়।প্রতিকূল পরিবেশ বা বৈরি অবস্থা দেখলেই অন্য দেশে পলায়ন দিবে।হয়তো আজ দেখছো,দু মাস পর এসে আর এদের দেখা পাবে না।কিন্তু আমার গাঙচিল স্থায়ী।সে আমার বুকে শেকড় গেড়েছে।যে শেকড় ছেড়ে আর কোথাও যাবে না।যেকোনো পরিস্থিতিতে আমার বুকেই থাকবে।এবার বলো,তোমার গাঙচিল ভালো নাকি আমার গাঙচিল ভালো? ”
অহি মাথা নিচু করলো লজ্জায়।পাথরে নখ দিয়ে টোকা দিতে দিতে বলল,
—“আপনার বুকের খাঁজের পাথরের বাসাটা যেন কোনোদিন অন্য কারো দখলে না যায়।সারাজীবন যেন আপনার গাঙচিলের থাকে।”
—“থাকবে!”
তারপর আর কেউ কথা বলে না।দুজন নিরবে উঠে দাঁড়ায়।সমুদ্র তীরের বালিতে পা ভিজিয়ে পাশাপাশি দাঁড়িয়ে থাকে।অহি রোদ্দুর আঙুলের ভাঁজে আঙুল রাখে।রোদ্দুর চট করে দুজনের হাতটা অহির শাড়ির আঁচলে লুকিয়ে ফেলে।গভীর সমুদ্র ততক্ষণে সূর্যটাকে গিলে ফেলছে।বহু মানুষ এই সময়টাতে মুগ্ধতা নিয়ে লাল লাল সূর্যটা কিভাবে দিনশেষে সমুদ্রে বিলীন হয়ে যায় তা দেখছে।
হাতে হাত রেখে, আঙুলে আঙুল গুঁজে জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা নামায় দুজন।
২৫.
তিনদিন পর কক্সবাজারের ট্রিপ থেকে ঢাকায় ফিরে অহি বাবার বাড়ি যায়।কলতা বাজারের ঘিঞ্জি গলি দিয়ে যখন পা ফেলে এগিয়ে যায় ততক্ষণে সে হাজারো নতুন অনুভূতির জলজ্যান্ত সাক্ষী।তার মিষ্টি-মধুর নতুন জীবন শুরু হয়েছে।সে আড়চোখে তার পাশের মানুষটার দিকে তাকালো।
রোদ্দুর আজ প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে।প্রথম নয়,কিন্তু বিয়ের পর প্রথমবার!তার দু হাত ভর্তি কাঁচা বাজার।গেট খুলে বাড়িতে পা রাখতে রোদ্দুর চমকে বলল,
—“অজান্তা,মিষ্টি আনিনি।শিট!”
অহি হাতের লাগেজটা উঁচু করে ভেতরে ঢুকলো।রোদ্দুরের গোল গোল চোখের দিকে এক পলক চেয়ে বলল,
—“মিষ্টি আনেননি তাতে কি হয়েছে?তাছাড়া বাড়িতে তো বাচ্চা কেউ নেই যে মিষ্টির জন্য হাত পা ছোঁড়াছুড়ি করবে।”
—“ইয়ে মানে চাচাজী স্যরি বাবার মিষ্টি খুব পছন্দের।সেদিন স্যান্ডেল বিক্রি করে ফেরার পথে আধ সেরের কাছাকাছি মিষ্টি খেয়ে ফেলেছিল।তাছাড়া আজ প্রখমবারের মতো শ্বশুর বাড়ি আসলাম।মিষ্টি নিয়ে আসতে হয়।ধুর!বড্ড ভুল হয়ে গেছে।”
অহি সামনে এগোতে এগোতে বলল,
—“এতবড় সাংঘাতিক ভুল করে ফেলেছেন যার কোনো ক্ষমা নেই।এখন গিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে পড়ুন।”
জলিল মোল্লা বাইরে বের হয়ে দুজনকে দেখে খুশিতে তার চোখ নেচে উঠলো।অহির মাথায় হাত বুলিয়ে রোদ্দুরকে বলল,
—“বাবা জীবন কেমন আছো গো?”
রোদ্দুর নিচু হয়ে কদমবুসি করে বলল,
—“ভীষণ ভালো আছি বাবা!সবাই কোথায়?মা কোথায়?”
—-“তোমার মা একটু ঘুমায়।বাদবাকি সবাই রান্নাঘরে।”
—“অহ।ভালো!বাবা,আপনার মাথায় তো চুল বের হয়ে গেছে।কেমন কুচকুচে হয়ে গেছে প্রায়!দেখো,অজান্তা।”
জলিল মোল্লা খুশিতে গদগদ হয়ে সজারুর কাঁটার মতো সূঁচালো খাড়া চুলগুলোতে হাত বুলাল।অহি সেদিকে এক নজর চেয়ে লাগেজটা বারান্দায় রাখলো।রোদ্দুরের হাত থেকে ব্যাগ গুলো নিয়ে রান্নাঘরে ঢুকে গেল।শফিককে কোথাও দেখা যাচ্ছে না!সবাই হয়তো রান্নাঘরে।
অহি চলে যেতে রোদ্দুর বলল,
—“বাবা!মোড়ের দোকানে মিষ্টি কিনে ভুলে রেখে এসেছি।টাকা দিয়েছি,কিন্তু মিষ্টি আনা হয়নি।বড়ই দুঃখীত।”
জলিল মোল্লা রোদ্দুরের থেকে দ্বিগুন দুঃখ নিয়ে বলল,
—“কি কান্ড!চলো, চলো।দুজন একত্রে গিয়ে মিষ্টির প্যাকেট নিয়ে আসি।কিনে ফেলেছো যখন তখন আনতেই হবে।এতগুলো টাকা!তাছাড়া মোড়ের দোকান তো বেশিদূর নয়।চলো!”
রোদ্দুর অসহায় দৃষ্টিতে রান্নাঘরের দিকে তাকালো।সত্যিই তার মিথ্যে খাপছাড়া।কেন যে বলতে যায়!গলা উঁচিয়ে একবার বলল,
—“আমি একটু বাজারে যাচ্ছি।”
তারপর জলিলের পেছন পেছন হেঁটে গেট দিয়ে বের হয়ে গেল।
(চলবে)