একা_তারা_গুনতে_নেই — লামইয়া চৌধুরী পর্ব: ৬৪

#একা_তারা_গুনতে_নেই
— লামইয়া চৌধুরী
পর্ব: ৬৪
ইমাদ অনেকক্ষণ দাঁড়িয়ে রইল কিছু না বলে। মুবিন উঠে চলে যাচ্ছিল। ইমাদ ডেকে বলল, “থ্যাঙ্কস, মুবিন।”
মুবিন কপাল কুঁচকে বলল, “কিসের?”
ইমাদ আর উত্তর দিলো না। মুবিন যেখানে বসেছিল ও গিয়ে সেখানে বসল। অন্যদিকে মুখ করে তাকিয়ে রইল চুপচাপ, নির্লিপ্তভাবে। একটা দুইটা কাক কা কা করছে। দুপুরের রোদ প্রকট। মুবিন শিষ বাজাতে বাজাতে চলে গেল নিজের কাজে। এরপর খাওয়া দাওয়া করে ইচ্ছামত টৈ টৈ করল। বিকেলে মেসের গেটে ঢুকতে গিয়ে চোখ পড়ল ছাদে। তার ভ্রু উঁচু হয়ে গেল। স্যার এখনও ছাদে! নামেননি! কাঁধ ঝাঁকাল মনের অজান্তেই। তাতে তার কি? সন্ধ্যার দিকে বেশ শোরগোল শোনা গেল। বের হয়ে দেখল স্যারের বন্ধু নিলয় স্যারকে ছাদে দাঁড়িয়ে কিছু বুঝানোর চেষ্টা করছেন। মুবিনের কেন যেন মনে হলো কিছু একটা হয়েছে। আর সেটা তার বলা তখনকার কথাগুলোর জন্য কিনা তা শোনার প্রয়োজনবোধ করল। আড়ি পেতে কথা সে কোনোকালেই শুনে না। এবারেও শুনবে না। সে ছাদে উঠে ছাদের পিলারে হেলান দিয়ে ওদের সামনেই দাঁড়িয়েই শুনতে লাগল, “যা হয়েছে হয়েছে। কতক্ষণ বসে থাকবি এখানে?”
ইমাদ বলল, “এখানে আমার ভালো লাগছে।”
“না তোর লাগছে না।”
এর মাঝে ইমাদ মুবিনকে দেখে নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে ধমকে উঠল, “তুমি এখানে কি করছ?”
মুবিন বলল, “মেসে তো আপনাদের চিৎকার চেঁচামেচির জন্য থাকাই যাচ্ছে না।”
ইমাদ বলল, “তাহলে বাড়ি যাও।”
“সেটা আপনাকে বলে দিতে হবে?” মুবিন ক্ষেপে গেল।
নিলয় বলল, “প্লিজ থামো। ওকে এখন বিরক্ত করো না, মুবিন। আজকে ওর ব্রেকআপ হয়েছে।”
ইমাদ বলল, “ব্রেকআপ হয়নি, আমি করেছি।”
মুবিন বলল, “আমি বিরক্ত করছি না, আপনারা মেসের সবাইকে বিরক্ত করছেন।”
মুবিন চলে গেল গটগট করে, ইমাদও নামল বিরক্তির একটা ভাব নিয়ে। কেবল নিলয় ভাবতে লাগল, “ইমাদ এসব কি করছে? কেন করছে? আর তাকেই’বা এসব বলতে শেখাচ্ছে কেন? আর এসবে কড়ি কেমন করে চলে এল? ও না এত বড় শর্ত দিয়ে রাখল ইমাদকে। ঐ মেয়েই তো বলল, প্রেম করতে গয়না লাগবে, গয়না। এখন গয়না ছাড়া ওদের ব্রেকআপ কীভাবে হলো? প্রেম এল কোথা থেকে? নিলয় মাথা চুলকাতে লাগল।
.
দীপা ঘুমাচ্ছিল। কাদিন দীপার পায়ের কাছে বিছানায় বসে দীপাকে দেখছিল। হঠাৎ দীপার পা জোড়া নিজের কোলে টেনে নিলো। দীপা পায়ে একটা আংটি পরে। আংটিটা সুন্দর। কাদিন আংটিটা একবার খুলল তারপর আবার পরিয়ে দিলো। আবাট খুলল, আবসর পরালো। এমন করতেই থাকল। দীপার ঘুমটা ছুটে গেল। সে চোখ কচলে তাকিয়ে দেখল কাদিন এখনও যায়নি। ওকে না বিদায় হতে বলল এখান থেকে? দীপা বলল, “আমার কথার কি কোনে মূল্য নেই, কাদিন? তুমি কি কখনই আমার কথাকে গুরুত্ব দেবে না?”
“দিব তো।”
“তাহলে যাও এখান থেকে।”
“চলে যাব।” বলেও কাদিন আরো বসে রইল। দীপা বলল, “আমার তোমাকে দেখতে ইচ্ছে করে না।”
“বাতি নিভিয়ে দিব?”
দীপা বলল, “আমাকে রাগাবে না, কাদিন।”
কাদিন বলল, “তোমার পায়ে এত ময়লা কেন?”
দীপা অনেকক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইল কাদিনের দিকে। তারপর দুঃখে কষ্টে, রাগে পা সরিয়ে নিয়ে বলল, “যে মেয়েদের পা সুন্দর তাদের পায়ে গিয়ে চুমু খাও।”
কাদিন নাকি সুর করে বলল, “ছিইইই।”
দীপা বলল, “নাটক করবে না। যাও তুমি।”
কাদিন উঠল। বাতি নিভিয়ে, দরজা টেনে দিয়ে বলল, “যাই।”
চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here