অনুভূতিটা_ছিল_ভালোবাসার #পর্ব_০২,০৩

#অনুভূতিটা_ছিল_ভালোবাসার
#পর্ব_০২,০৩
#মেহরাজ_হোসেন_রনি
পর্ব_০২

বাসায় ভেতরে এসে দেখি জারা এসেছে।।
জারা আমাকে কিছু বলতে যাবে তার আগেই আমি আমার রুমে চলে গেলাম।

রুমে গিয়ে দেখি একটা মেয়ে আমার রুমে বসে আছে।।
তাই আমি বললাম কে আপনি??
মেয়েটি আমার দিকে তাকিয়ে কেঁদে দিল।।আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি।।
তাই আমি বললাম কিরে জেরি কান্না করছিস কেনো??
জেরিন কোনো কথা না বলে আমার কাছে এসে আমাকে জরিয়ে ধরে কান্না করতে থাকলো।।

তাই আমি বললাম কি হয়েছে আমার আপুটার।।
জেরিন কিছুক্ষণ পর কান্না থামিয়ে বলল ভাইয়া তুমি আমাকে ছেড়ে আর যাবে না।।
আমি ওকে চেয়ারে বসিয়ে বললাম ঠিক আছে আর যাব না।।এবার ঠিক আছে।।

জেরিন: তুমি আবার আমাকে জেরি বললা।আমার নাম জেরিন।

আমি: আমি তোকে জেরি বলে ডাকবো।।

জেরিন: আচ্ছা ভাইয়া।আর এই দুই বছর কেন অন্য ভার্সিটিতে ছিলে??

আমি: সেটা অন্য একদিন বলল।।আচ্ছা তুই কার সাথে এখানে এসেছিস?

জেরিন: জারা আপুর সাথে।।

আমি: মামা মামি আসে নাই??

জেরিন: না। কিন্তু আব্বু বলেছে পরে আসবে।।আর তুমি রাসেল ভাইয়ার বিয়েতে আসো নাই কেনো??

আমি:এমনেই।।

জেরিন: জানো কত মজা হয়েছিল।।আর তানিয়া ভাবি কত ভাল।।

আমি: হুম।।আর শুন যাওয়ার আগে আমার সাথে একবার দেখা করিছ।।

জেরিন:আচ্ছা ঠিক আছে।।
এই বলে জেরিন চলে গেল।।তাই আমিও ফ্রেশ হয়ে গেলাম।।ফ্রেশ হয়ে এসে দেখি জারা আমার রুমে বসে আছে।।
জারা আমাকে দেখে বলল তুই কি এখনো আমার ওপর রেগে আছিস।।

আমি: না।।সবার সাথে তো আর রাগ করা যায় না।।

জারা: আমি কি জানতাম আম্মু তখন এসে পড়বে।।

আমি: আমিতো তোকে আগেও বলেছিলাম।।এই রকম করিছ না।কিন্তু তুই আমার কথা তখন শুনলি না।।তোর একটা ভুলের কারনে আজ আমাদের এই অবস্থা।।

জারা: তুই কি আবার চলে যাবি?

আমি: না।এইবার এইখানের একটা ভার্সিটিতে ভর্তি হব।।

আমার এই কথা শুনে জারা হাসি দিয়ে চলে গেল।।

তাই আমি তুহিন কে ফোন করে বললাম এবার বল তখন কি জন্য ফোন দিয়েছিলি।।

তুহিন: আগে বল তুই এখন কোথায়?

আমি: আমিতো এখন বাসায়।।।

তুহিন:কবে আসলি??

আমি: গতকাল রাতে।।

তুহিন:শুন তাহলে বিকালে আমি আর রাফি তোর বাসায় যাব।।

আমি: আচ্ছা ঠিক আছে।।আর রাকিবকে নিয়ে আছিস।।

তুহিন: রাকিব তোর সাথে এমন করলো।আর তুই ওকে নিয়ে আসতে বলছিস।।আমি পারবো না।

আমি: থাক তাহলে তোদেরও আসতে হবে না।।
এই বলে আমি ফোন রেখে দিলাম।।

কিরে ভাই কার সাথে কথা বলছিস।।
কথাটা শুনে আমি পিছনে তাকিয়ে দেখি তানিয়া ভাবি দারিয়ে আছে।।
তাই আমি বললাম তুহিন এর সাথে কথা বলছিলাম।।

ভাবি: আচ্ছা শুন তোর সাথে কিছু কথা আছে।।

আমি:হুম বলো।
ভাবি কিছু বলবে তার আগে লামিয়া এসে হাজির।।
এসে বলল কিরে আপু তুই এখানে?

ভাবি: কেন কিছু কি লাগবে?

লামিয়া: না তেমন কিছু না।।একা একা ভাল লাগছেনা।তাই আর কি।।

আমি: ভাবি আমিতো জানি তোমার কোনো বোন নেই।।তাহলে লামিয়া তোমার কি রকম বোন।।

আমার এই কথা শুনে লামিয়া বলল আমি তানিয়া আপুর খালাতো বোন।।

ভাবি: ভাই আমি তোর সাথে পরে কথা বলল ঠিক আছে।।আর লামিয়া আমার সাথে আয়।।
এই বলে ভাবি আর লামিয়া চলে গেল।

ভাবি:তোকে জারা আর জেরিন এর সাথে পরিচয় করিয়ে দিব।।

লামিয়া: ওরা কে??

ভাবি: জারা আর জেরিন হচ্ছে রাজের মামাতো বোন।।
ওরা আম্মুর রুমে আছে।।
তারপর লামিয়া আর ভাবি আম্মু রুমে গেল।

To be continue…..

#অনুভূতিটা_ছিল_ভালোবাসার
#পর্ব_০৩
#মেহরাজ_হোসেন_রনি

ভাবি: জারা আর জেরিন হচ্ছে রাজের মামাতো বোন।।
ওরা আম্মুর রুমে আছে।।
তারপর লামিয়া আর ভাবি আম্মু রুমে গেল।

আর আমি ঘুমিয়ে পরলাম।।কিন্তু ঘুমটা আর বেশিক্ষণ হল না।মনে হচ্ছে কেউ একজন আমার উপরে শুয়ে আছে।।তাই আমি চোখ খুলে দেখি জারা আমার উপর শুয়ে আমাকে কিস করছে।।
আমি জারাকে ধাক্কা দিয়ে বললাম কি করছিস তুই।।কেউ দেখলে কি হবে জানিস।।

জারা এইবার আমার কাছে এসে বলল সেটা আর হবে না।।আমি আগেই দরজা বন্ধ করে দিয়েছি।।

তাই আমি দরজার দিকে তাকিয়ে দেখি আসলেই দরজা বন্ধ।।আমি বললাম তুই এমন করছিস কেন??

জারা বলল কেন কি হয়েছে??
আমি জারার থেকে দূরে গিয়ে বললাম কেন তোর মনে নেই মামি কি বলেছিল সেদিন।।

জারা কিছুক্ষণ চিন্তা করে বলল আম্মু তোকে কি বলেছিল??

আমি বললাম মামি সেদিন বলেছিল তুই আমার বোন।আর বোনের সাথে এইগুলা করা কি ঠিক বল।।

জারা এইবার রাগ করে আমাকে থাপ্পড় দিয়ে বলল আর একবার যদি তুই এই কথা বলিস তাহলে তোর খবর আছে বলে দিলাম।।

আমি বললাম তাহলে সেদিন কেনো তুই মামিকে কিছু বলিস নাই।যখন মামি বলল তুই আমার বোন।।তোর ভুলের কারনে আজ আমাদের এই অবস্থা।।

জারা এইবার আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলল ভুল করেছিলাম রাজ।।ক্ষমা করে দে আমায়।।আর কোনো দিন আমার জন্য তোকে ছোট হতে হবে না।।আমি তোকে কারো কাছে আর ছোট হতে দিব না।।

এমন সময় কেউ একজন দরজায় ধাক্কা দিল।।আমি শুরু বললাম কে?

দরজার বাইরে থেকে বলল ভাই আমি।।তুই খাবার খেতে আয়।সবাই তোর জন্য বসে আছে।।

আমি বলল আচ্ছা ভাবি।।তুমি যাও আমি আসতেছি।।

জারাকে বললাম ছাড় আমাকে।আর খাবার খেতে যা।

জারা বলল কিছুক্ষণ এইভাবে থাকি।।সেই যে রাগ করে চলে গেলি তারপর আর তোকে কাছে পাই নি।।প্লিজ রাজ।।

আমি আর কিছু বললাম না।।কারন ভালোবাসার মানুষকে এইভাবে সবাই কাছে পায় না।।
কিছুসময় পর জারা আমাকে ছেড়ে দিয়ে কিস করে বলল নিজের খেয়াল রাখিস।।
এইবলে জারা চলে গেল।।

আমিও জারা যাওয়ার কিছুসময় পর খাবার খেতে গেলাম।।গিয়ে দেখি রাসেল ভাইয়া আর আব্বু বসে আছে।।
আমাকে দেখে আব্বু বলল কবে যাবি আবার।।
আমি হেসে বললাম আর যাব না।।এইখানেই ভর্তি হব।।
আব্বু বলল শুনে ভাল লাগলো।।
আমি এইবার ভাইয়াকে বললাম ভাইয়া তুমি কি এখনো রাগ করে আছো।

ভাইয়া বলল আমার কোনো ভাই নেই।।
আমি ভাইয়াকে জড়িয়ে ধরে বললাম সরি ভাইয়া পরীক্ষার কারনে তোমার বিয়েতে আসতে পারি নি।।

ভাইয়া বলল থাক আর সরি বলতে হবে না।।
কিছুক্ষণ পর আম্মু ভাবি লামিয়া জারা আর জেরিন খাবার খেতে আসলো।।
খাবার খাওয়ার সময় সবাই জারা জেরিন আর লামিয়াকে নিয়ে কথা বলতাছিল।।মনে হল আমি বাসার কেউ না।তাই আমি খাবার খেয়ে আমার রুমে এসে ঘুমিয়ে পরলাম।।।

বিকালবেলা জেরিন আমাকে ডেকে দিল।।
তাই বললাম কি হয়েছে জেরি।।

জেরিন বলল মিমের ভাই এসেছে।।
আমি বললাম তুহিন কি একা এসেছে।।

জেরিন বলল না।।একা আসে নি।।তার সাথে আরও দুইজন আছে।।
আমি হেসে বললাম ওদেরকে আমার রুমে আসতে বল।।
জেরিন গিয়ে তুহিনকে বলল আপনাদেরকে ভাইয়া তার রুমে যেতে বলেছে।।

তুহিন কিছুক্ষণ জেরিনের দিকে তাকিয়ে থেকে বলল আচ্ছা ঠিক আছে।।।
ওরা আমার রুমে আসলো।।তুহিন আমাকে দেখেই আমাকে জড়িয়ে ধরলো।।সাথে রাফিও।।
আর রাকিব আমার রুমের বাইরে দারিয়ে আছে।।
তাই আমি ওদের ছেড়ে দিয়ে রাকিবকে বললাম কিরে তুই বাহিরে দারিয়ে আশিস কেনো ভেতরে আয়।।

রাকিব ভেতরে আসলো।।তারপর চারজন মিলে আড্ডা দিলাম।প্রায় সাতটার দিকে ওরা চলে গেল।।যাওয়ার আগে তুহিনকে বললাম কাল সকালে একবার আশিস তোর সাথে কিছু কথা আছে।।
তারপর ওরা চলে গেল।।
কিছুসময় পর ভাবি আমার রুমে এসে বলল ভাই তোর কি এখন কোনো কাজ আছে।।
আমি বললাম কেনো ভাবি??

ভাবি বলল তোর কাছে কিছু জানতে চায় আমি।।
আমি বললাম বল কি জানতে যাও ভাবি।।
ভাবি বলল তোর আর জারার কথা।।।

আমি হেসে বললাম আচ্চা ঠিক আছে।এখন বলল নাকি পরে বলল।।
ভাবি আমার সামনে বসে বলল এখনি বলবি।।

To be continue…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here