#অনুভূতিটা ছিল ভালোবাসার
#পর্ব_০১
#মেহরাজ_হোসেন_রনি
রাজ তুই এই কাজটা কিভাবে করতে পাড়লি বল।।জারা তো তোর বোন হয়।।তোর কাছে এইটা আমি কেনো দিন আশা করি নাই। আর জারা তুই রাজকে কিছু বলিসনি কেনো।।
হঠাৎ করেই কারো ডাকে ঘুমটা ভেঙে গেল।।তাকিয়ে দেখি তানিয়া ভাবি আমাকে ডাকছে।।
আমি তাই বললাম কি হয়েছে??
ভাবি আমাকে বলল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে যেতে।।
তাই আমি ফ্রেশ হতে গেলাম।।
এই স্বপ্নটা আমি মাঝেমাঝে দেখি।।জারার একটা পাগলামির কারনে আজ আমি ওর কাছ থেকে দূরে।।আমার ভালোবাসার থেকে দূরে আছি।।
ফ্রেশ হয়ে আমি নিচে গিয়ে ভাবিকে বললাম এইবার বল কি জন্য ডাকছিলে।।
ভাবি: ভাই তুই এখন আমার বাবার বাসায় যা।।
আমি: কেন? এখন আবার ওখানে কেন যেতে হবে???
ভাবি: আমার ছোট বোন লামিয়া এসেছে।।তাই তুই ওকে নিয়ে আসবি।।লামিয়া এখানে আসতে চাচ্ছে।।
আমিও বললাম আচ্ছা ঠিক আছে।।
আমি ভাবলাম হয়তো বেশি ছোট মেয়ে একা আসতে পারবেনা।তাই আমিও হ্যা বলে দিলাম।।
তারপর আমি নাস্তা করে বের হয়ে পরলাম ভাবির বাসার দিকে।।বাইক নিয়েই আসলাম।।যেন তাড়াতাড়ি যেতে পারি।।
এর মধ্যে আমার বেস্ট ফ্রেন্ড তুহিন আমাকে কয়েকবার ফোন করেছিলো।। তাই ওকে ফোনে বললাম পরে তোর সাথে কথা বলল।।এই বলে ফোনটা রেখে দিয়ে আবার বাইক চালাতে শুরু করলাম।।
কিছুসময় পর আমি ভাবির বাসায় এসে পরলাম।।
বেল বাজানোর কিছুক্ষণ পর কাজের মেয়ে দরজা খুলে দিল তাই আমি গিয়ে ভিতরে গিয়ে বসলাম।। ভাবির মা এসে বলল কেমন আছো রাজ।।
আমি বললাম জি ভালো।।আপনি কেমন আছেন।।
ভাবির মা:আমিও ভালো আছি।।বাসার সবাই ভালো আছে??
আমি: জি।সবাই ভালো আছে।।
তার সাথে কিছুক্ষণ কথা বলে বুজতে পারলাম ভাবির বাবা বাসায় নাই।।
আমি এইবার তাকে বললাম লামিয়াকে ডেকে দিতে।।
তাই তিনি রুমে চলে গেলেন।।
কিছুসময় পর তার সাথে একটা মেয়ে আসলো।।আমি ওই মেয়েটি কে দেখে অবাক হয়ে বললাম আপনি কি লামিয়া।।
মেয়েটি আমার দিকে একবার তাকিয়ে বলল জি আমি লামিয়া।।
আমি তাড়াতাড়ি করে বাহিরে এসে ভাবিকে ফোন করলাম।।
ভাবি: হ্যা ভাই বল।।
আমি: ভাবি তুমি তো বলছিলে লামিয়া তোমার ছোট বোন।।
ভাবি: হ্যা।কেন কি হয়েছে??
আমি: লামিয়া কে কোন দিক দিয়ে ছোট মনে হয়??
ভাবি: ভাই তুই রাগ করিস না।।তুই ওকে তাড়াতাড়ি নিয়ে আয়।।
এই বলে ভাবি ফোন রেখে দিল।।
আমি এখন কি করি।।তাই আবার বাসায় গেলাম।।
আমাকে দেখে ভাবির মা বলল কি হয়েছে রাজ তুমি বাহিরে গেলে কেনো।।
আমি বললাম তেমন কিছু না।।একটা কল করতে গিয়েছিলাম।।
লামিয়া আমার দিকে তাকিয়ে বলল আমরা কি এখনি বের হবো??
আমি বললাম জি চলেন।।
তারপর ভাবির মার কাছ থেকে বিদায় নিয়ে লামিয়াকে নিয়ে বের হলাম।।
প্রায় ঘণ্টা দুয়েক পর আমরা বাসায় আসলাম।।
এর মাঝে লামিয়া সাথে তেমন কোনো কথা হল না।।
বাসায় ভেতরে এসে দেখি জারা এসেছে।।
জারা আমাকে কিছু বলতে যাবে তার আগেই আমি আমার রুমে চলে গেলাম।।
To be continue…..