অতঃপর_তুমি_আমি #লেখিকা:#ইশা_আহমেদ #পর্ব_৯

#অতঃপর_তুমি_আমি
#লেখিকা:#ইশা_আহমেদ
#পর্ব_৯

‘তাদের খোঁজ কি এখনো পাওনি’

‘না স্যার একজনের খোঁজ পেয়েছি।সে গ্রামেই আছে।তবে এখন পরিচয় বদলেছে’

লোকটা হো হো করে হেসে উঠলো।ফোনের অপর পাশের ব্যক্তি ভয় পেলো।লোকটা হাসি থামিয়ে দিলো হুট করে কন্ঠ স্বর আগের থেকেও ভারী করে বলল,

‘আর কতদিন লাগবে!দ্রুত যা করার করো।তিনজনকে একসাথে লাগবে আমার।ততদিন না হয় ইমন শেখ উড়তে থাকুক’

‘স্যার আমি যথাসম্ভব চেষ্টা করছি তাড়াতাড়ি করার’

লোকটা ফোন কাটলো।এখন তাকে যে কেউ দেখলেই ভয় পাবে।ভয়ংকর হিংস্র হয়ে আছে।সে যেমন ভালো তেমনি খারাপ।লোকটা একটা ছবির দিকে তাকিয়ে ভয়ংকর ভাবে বলল,

‘উড়তে থাকো ইমন শেখ তোমার ডানা কাটার সময় চলে আসছে’

******

ওয়ামিয়া বের হয়েছে বাড়ি থেকে।আজকে সে তাদের পুরোনো বাড়িতে যাবে।খুব সাবধানে যেতে হবে।ওদিকে কেউ যেতে দেখলে কেলেংকারী হয়ে যাবে।তবে তার ডাইরিটা খুঁজে আনতেই হবে।ডাইরি সে খুঁজে বের করবেই।ডাইরিটার ভেতরে এমন কিছু তো আছেই।সে সব কিছু জানবে।কি হয়েছিল সেদিন রাতে!সব জানতে হবে তাকে।তবে সে এগুলো একা করতে পারবে না তার জন্য অবশ্যই কারো সাহায্য লাগবে।কিন্তু কে করবে তাকে সাহায্য।শেহজাদ!তাকে তো কথা দিয়ে এসেছে।সে তার কাছে আসা না পর্যন্ত সে আর যাবে না।

ওয়ামিয়া প্রথমে অজিফাদের বাড়িতে আসলো।এরপর দুজন কালো বোরকা নিকাবে নিজেদের আবৃত করে ফেলল।অজিফাদের বাড়ির পেছনের ঝোপঝাড় দিয়ে বের হলো দুজন।কেউ দেখলো কিনা সেটাও পর্যবেক্ষণ করে নিলো।দুজন হাঁটতে হাঁটতে চলে আসলো শেখ বাড়ির সামনে।আশেপাশে দেখলো।পাশেই চেয়ারম্যান বাড়ি আগে খান বাড়ি হিসাবে চিনলেও গত কয়েক বছর ধরে বাড়িটা চেয়ারম্যান বাড়ি হিসাবেই চিনে সবাই।আর পাশেরটা শেখ বাড়ি ছিলো তবে এখন আর নেই!

‘মেহু চাবি এনেছিস তো’

‘হ্যাঁ এনেছি’

ওয়ামিয়া বাড়ি থেকে বের হওয়ার আগে অনেক কষ্ট করে খুঁজে এনেছে এই চাবি।ছাবিটা অনেক যত্ন করে রাখা ছিলো।ওয়ামিয়ারা সুযোগ বুঝে ঢুকে পরে।চেয়ারম্যানের বাড়ির পাশের বাড়ি।যদি কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে।দুজন সাবধানে দরজা খুলে ভেতরে প্রবেশ করে।ভেতর প্রবেশ করতেই চোখ দুটো জ্বলতো শুরু করলো তার।এখানে সে তার শৈশব কাটিয়েছে।কত স্মৃতি!সেগুলো ভোলার নয়।

‘মেহু দরজাটা চাপিয়ে দে’

ওয়ামিয়া মাথা নাড়িয়ে দরজাটা মিশিয়ে দেয়।বাড়িটা এখনো আগের মতোই আছে।শুধু নেই বসবাসরত মানুষগুলো।তবে স্মৃতিগুলো এখনো তরতাজা আছে।হৃদয়ের গহীনে লুকানো।ওয়ামিয়া ধপ করে বসে পরে।চোখ কোনে অশ্রুকণা জমা হয়েছে।অজিফা দেখে চেয়ে।কি বলবে সে!মেয়েটা অনেক কষ্ট সহ্য করছে।পরিবার আছে হয়তো তার তবে তার দুজন প্রিয় মানুষ নেই।ওয়ামিয়া উঠে দাঁড়ায়।খুঁজতে হবে তাকে।এভাবে আবেগী হলে চলবে না।শক্ত কঠোর মনের অধিকারী হতে হবে।কাঁদলে হবে নাহ!সব সত্য বের করতে হবে।অতীত ঘাটতে চলেছে।রহস্য!সব কিছু বের করবে সে।এতো দিন ছোট ছিলো তাই ভয় পেয়েছে,তবে এখন ভয় নাহ আর।যা হবে দেখা যাবে।

‘অজিফা তুই আমার রুমে যা আমি ফুপি আম্মুর রুমে যাচ্ছি।শোন সব কিছু ঠিক মতো দেখবি।বুঝেছিস!’

‘হ্যাঁ সাবধান মেহু।শেহজাদ ভাই বা ইফাজ ভাই আসতে পারে’

‘হুম শোন আমার রুম খোঁজা শেষ হলে তুই ভাইজানের রুমে যাবি।ভালো করে খুঁজে দেখবি’

‘তোর কি মাহিম ভাইকে সন্দেহ হয়?’

‘নাহ!তবে কোনো ক্লু তো থাকতে পারে।’

দু’জন দু’দিকে চলে যায়।ওয়ামিয়া দরজা খুলে প্রবেশ করে শেহতাজ শেখের রুমে।ওয়ামিয়া আবেগী হচ্ছে তবে নিজেকে নিয়ন্ত্রণ করে নেয়।এতো বছর পর পা দিলো এই রুমে।রুমটা খুব ভালো করে খুঁজতে শুরু করলো ওয়ামিয়া।খুঁজতে খুঁজতে একটা চিঠি পেলো।চিঠিটার অবস্থা তেমন ভালো না।তবে সে নিজের ব্যাগে রেখে দিলো।এরপর আরো একবার খুঁজলো কিন্তু নাহ কিছুই পেলো না।তবে ডাইরিটা কোথায়!সে কি তবে পাবে না ডাইরিটা।দ্রুত এই রুম থেকে বের হয়ে নিজের রুমে আসে।অজিফা তন্নতন্ন করে খুঁজছে সব।ওয়ামিয়াও খোঁজা শুরু করলো।অনেক খোঁজার পরে বিছানার পাশে একটা পুরোনো বক্স পেলো।বক্সটা খুলল কষ্ট করে।

খোলার সাথে সাথেই একটা ডাইরি চোখে পরলো।যার উপরে লেখা ওয়ামিয়া মেহেনাজ।ওয়ামিয়া আর অজিফা চমকে উঠে।ওয়ামিয়ার নামে ডাইরি।অজিফা ওয়ামিয়ার দিকে তাকায়।ওয়ামিয়া হতভম্ব হয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ডাইরির পানে।এই ডাইরি কি সেই ডাইরি।তবে কেনো তাহলে তার নাম লেখা।দু’জন ভাবলো বসে।তবুও পেলো না কিছুই।এরপর দুজন মাহিম আর হুমায়ন শেখের রুমও খুঁজলো।তবে কিছুই পেলো না।দুজন বের হওয়ার সিদ্ধান্ত নিলো।বাড়িটা তালাবদ্ধ করলো।ওয়ামিয়া বাড়ির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল,

❝স্মৃতিগুলো আজও হৃদয়ের গহীনে বদ্ধ হয়ে আছে
ভোলা সম্ভব নয়।মায়া ত্যাগ করাও সম্ভব নয়,চাইলেই কি
আগের মতো সব হবে!নাহ আর সম্ভব নয় তা,তবে
স্মৃতিগুলো না হয় থাক হৃদয়ের গহীনে।❞

বাড়ি থেকে বের হওয়ার পূর্বেই ইফাজ ধরে ফেললো।দুজন থতমত খেয়ে যায়।ইফাজ যে তাদের চিনবে না তা নয়।চিনে ফেলেছে কি বলবে এখন তারা।ইফাজ দুজনকে বাড়ির ভেতরে নিয়ে আসে।এরপর দু’জনকে কড়া গলায় বলে,

‘তোমরা দু’জন এখানে কেনো এসেছো?’

‘আসলে ইফাজ সাহেব ওয়ামিয়ার এখানে আসতে মন চাইছিলো।তাই সে এসেছে।তাদের বাড়ি এইটা এখানে আসতে হলে তো কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই’

‘তাদের বাড়ি এটা আমিও জানি!তবে এখানে এভাবে একা কেনো এসেছো!জানো না এখানে আসা তোমাদের নিষেধ,তবে কেনো এসেছো’

‘ইফাজ ভাইয়া আমরা দুঃখিত তবে আমি ভীষণ জেদ করেই এসেছি এখানে।প্লিজ এটা বাইরে কাউকে বলবেন না’

‘ওয়ামিয়া তুমি আমার বোন!তোমার খেয়াল রাখা আমার দায়িত্ব।তবে এখানে এসে তুমি ভালো করো নি।এখানে আসাটা নিরাপদ নয় তোমার জন্য’

‘আমি দুঃখিত ভাইয়া।আর আসবো না’

‘ওয়ামিয়া তুমি অনেক ছোট এখনো তবে অতোটাও না।কিছু কথা বলি ভাই তোমায় ভীষণ ভালোবাসে তবে কিছু কারণে সে তোমায় গ্রহন করছে না।তবে নিশ্চিত থাকো সে তোমার ছাড়া আর কারো হবে না’

‘ভাইয়া তার খামখেয়ালি ব্যবহার আমায় কষ্ট দেয়।আমি সহ্য করতে পারি না।আমি আমার সেই শেহজাদ ভাইকে ফিরে পেতে চাই’

‘ওয়ামিয়া তা চাইলেও সম্ভব না।তুমি খুব ভালো করেই জানো।ভাই আগের মতো হবে না।তবে তোমার প্রতি তার ভালোবাসা আগে যেমন ছিলো এখনও ঠিক তেমনই আছে।সে পাল্টেছে তবে তোমার প্রতি তার ভালোবাসা একটুও কমেনি।সময় আসুক ভাই নিজেই যাবে তোমার কাছে’

‘ভাইয়া সময়টা কখন আসবে’

‘আসবে ওয়ামিয়া।খুব তাড়াতাড়ি।তুমি অপেক্ষা করো।জানো তো অপেক্ষার ফল মিষ্টি হয়’

ওয়ামিয়া মলিন মুখে বলল,

‘অপেক্ষায় তো করছি।তবে কবে এই অপেক্ষার অবসান ঘটবে।সে আমায় ভালোবাসে তা আমরা সবাই জানি।তবে কেনো সে পারছে না আমায় তার কাছে নিয়ে যেতে।এতো ভয় কিসের তার’

‘ওয়ামিয়া ভয় সে পায় ঠিকই তবে তার প্রেয়সীকে নিয়ে।নিজেকে নিয়ে তার কোনো ভয় নেই।সে তোমায় যতোটা ভালোবাসে তা তুমি কখনো ভাবতেও পারবে না।সে তোমার ধরা ছোঁয়ার বাইরে’

‘সে আমার ধরা ছোঁয়ার বাইরেই।তাকে বোঝা ওয়ামিয়া মেহেনাজের ধারা সম্ভব নয়’

‘ওয়ামিয়া বোন চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি’

‘চলুন ভাইয়া’

তিনজন পেছন দিয়ে বের হলো।পেছন থেকে বের হয়ে ইফাজ দুজনকে অজিফার বাড়ির সামনে ছেড়ে আসলো।অজিফা কিছু বলতে চেয়েও পারলো না।কি বলবে।লোকটা যা খাটাস,তাকে কথা শুনিয়ে দিবে।সেদিন তাই কতগুলো কথা শোনালো।তাই আজ চুপচাপই ছিলো সে ইফাজের সামনে।ইফাজ আবরার যে ভীষণ বাজে ভাবে তার হৃদয়ে যায়গা করে নিয়েছে।খুব পোড়াচ্ছে তাকে ইফাজ।এক তরফা ভালোবাসায় বুঝি এমন অনুভূতি হয়।এটা ভীষণ বাজে অনুভূতি এমন অনুভূতি যেনো কারো না হয়।

*****

‘সে কি বাড়িতে পৌঁছে গিয়েছে ইফাজ’

ভাই তাকে আমি নিজে অজিফাদের বাড়িতে দিয়ে এসেছি।এরপর অর্নবকে দাঁড় করিয়ে এসেছি।ওয়ামিয়া বাড়ি থেকে বের হলেই অর্নব ফোন করবে আমায়’

‘ঠিক আছে।তবে তুমি কি ওয়ামিয়াকে কিছু বলেছো?’

ইফাজ থতমত খায়।লোকটা বুঝলো কিভাবে সে বলেছে।তবে নিজেকে আত্নবিশ্বাসী রেখে বলে,

‘আমি কি বলবো ভাই ওয়ামিয়াকে।ওয়ামিয়াকে শুধু দুটো কড়া কথা শুনিয়েছি।এরজন্য দুঃখিত’

‘ইফাজ ওয়ামিয়া তোমারও বোন হয়।তাই তুমিও বড় ভাই হিসাবে তাকে বকতেই পারো এতে দুঃখিত বলার কিছুই নেই।সে অন্যায় করেছে বলেই তুমি তাকে বলেছো না হলে তো বলতে না’

‘জি ভাই’

‘ইফাজ তার উপরে নজর রেখো।সে কি কিছু করতে চাইছে’

‘জি ভাই আমি নজর রাখছি’

ইফাজ বেরিয়ে গেলো।শেহজাদ ওয়ামিয়ার একটা হাসোজ্জল ছবি বের করলো।প্রেয়সীকে সে আজ দেখলো।দূর থেকেই দেখেছে সে।কাছে যাইনি।যত সে ওয়ামিয়ার কাছাকাছি যাবে তত বেশি দুর্বল হবে ওয়ামিয়া তাই তো সেদিন খারাপ ব্যবহার করলো।কিছু করার ছিলো না।করতে যে তাকে হবেই।

‘তোমাকে জ্বালাবো ও আমি ভালোবাসবো ও আমি প্রেয়সী’

#চলবে ইনশাআল্লাহ,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here