Accounting_Teacher,Part 7,8

Accounting_Teacher,Part 7,8
Written_by_Ritu_Rosni
Part 7
.
এই মেয়েকে যে কি করি।😒
মাথায় খালি বদ বুদ্ধিতে ভরা।একটু যদি পড়াশুনা করে।এত বড় মেয়ে
এখনো বাচ্চামী স্বভাব গেলো না।😂😂
,,
আমি যে ওর টিচার ওর সামনেই দাড়িয়ে আছি,এ নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই।
আপন মনে বক বক করেই যাচ্ছে।মেয়ে টা এতো কথা বলতে পারে😲মুখ লাগে না???
—এই মেয়ে তোমার সমস্যা কি???একে তো পড়া করে আসো নি,কান ধরে দাড়িয়ে আছো।তার পরেও এতো কথা কিসের????
এভাবে কান ধরে থাকতে লজ্জা করে না???
—-স্যার!!লজ্জা পাওয়ার কি আছে??কান ধরে দাড়িয়ে থাকাটাও কিন্তু একটা ব্যায়াম।স্বাস্থ্যের জন্য উপকারি।
আপনি করেই দেখেন।😃(আমি)
—-😡😡😡
—স্যার!!ঐ ভাবে তাকায়েন না প্লিজজজ!!ডর লাগে😰
—-U….Stupid😡(রাগে ফোঁপাচ্ছে)
——-
—-ছুটির আগে আমার সাথে দেখা করে যাবে।(শুভ্র)
—-মাথা ঝালালাম।
রাগে গজ গজ করতে করতে শুভ্র ক্লাস থেকে বেড়িয়ে গেলো।
যাক এতক্ষণে দেহে মনে হয় সবার প্রাণ ফিরে এলো।😍
শুভ্রকে সবাই যমের মতো ভয় পায়😰
যারা শুভ্রকে দেখে ক্রাশ খেয়ে রিলেশন থেকে ব্রেক আপ নিয়েছে তারা এখন
কপাল চাপড়াচ্ছে।😭
,,
—কিনু যে আমি এতো বক বক করি।জল্লাদ টা তো যাওয়ার সময় দেখা করে যেতে বলছে।গেলেই তো আমার জান কবজ করে নিবে।😭😭
নাহহহ অকালেই মরে যাওয়ার কোনো ইচ্ছেই নেই আমার।আমি মরে গেলে আমার ভবিষ্যৎ বাচ্চাকাচ্চার কি হপ্পে????😰
আচ্ছা,আমি দেখা না করলেই তো হয়।
বাহহ ঋতু তোর বুদ্ধির তারিফ করতে হয়।😊😊
আমাকে এখন সুযোগ বুঝে ক্লাস থেকে বেরোতে হবে।যাতে করে জল্লাদ টা না দেখে।
এটাই মক্ষুম সময় আমার পালানোর জন্য।
রুম থেকে বের হয়ে আগে চারপাশ টা ভালো করে দেখে নিলাম যে জল্লাদ টা কোথাও আছে কি না।
নাহহহ নেই কোথাও।
—-ফোনে কথা বলারর জন্য বাইরে এসেছিলাম।কথা বলা শেষ করে দেখলাম……
এই মেয়ে চোরের মতো এদিক ওদিকে তাকিয়ে কি দেখো???(শুভ্র)
—-পেছনে থেকে কে যেনো কথা বললো।আরে চুপ চুপ আস্তে কথা বল।শুনে ফেলবে তো।
—-কেনো??কে শুনে ফেলবে??আর শুনলেই বা কি???(শুভ্র)
—-আর বলিস না।ঐ জল্লাদ,বিলাতি চামচিকা,ধলা ইন্দুর,বিট্রিশ হনুমান,কলা গাছের বান্দর আমাকে দেখা করে যেতে বলেছে,,আমাকে কি পাগলা কুত্তায় কামড় দিছে যে আমি শেয়ালের কাছে মুরগি বর্গা দিবো??
তাই আমি এখন পালাচ্ছি।(আমি)
—-ওহহ তাই(দাতেঁ দাতঁ চেপে ধরে)
—হ,,ভাই প্লিজজ তুই ঐ ডাইনোসোর টাকে কিছু বলিস না।
—-এই মেয়ে???কে তোমার ভাই????😡
—-😲জল্লাদেরর গলা না???আস্তে করে ঘাড় টা ঘুরিয়ে দেখি😰😰
স্বয়ং জল্লাদ আমার সামনেই দাড়িয়ে আছে।তার মানে এতক্ষণ আমি ওর সাথেই কথা বলছিলাম😰😰
আমি রনি ভেবে এতক্ষণ কতো বকা দিলাম।
আল্লাহ গো আমারে তো এহন এই জল্লাদ টা জান কবজ করে নিবে।😰(আমি)
—-কি বলছিলে এতক্ষণ?? আমি জল্লাদ?? ধলা ইন্দুর??ব্রিটিশ হনুমান???😡😡😡
—-ক,ককই স্যার??ক কে বলছে আআআপপনাকেে???
—-কে বলছে তাই না??দাড়াও বলাচ্ছি আমি।
হাত ধরে আমার রুমে(কলেজে শুভ্রের বসার জন্য আলাদা রুম আছে)নিয়ে গিয়ে…..
এই মেয়ে তোমাকে না বলেছিলাম বাসায় যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে।আর তুমি তা না করে কি করছিলে????পালাচ্ছি লে কেনো?????(চিল্লিয়ে)
—–স সরিিি স্যার মনে ছিিলো না😰
—-মনে ছিলো না তাই না???তাইলে তখন কি বললে আমায়???😡😡
—কই স্যার কি বললাম😒আপনার কানে হয়ত সমস্যা আছে।আপনি বরং ভালো ডক্টর আগে দেখান।
—-কি বললেেেেহহহহ???😡😡
—-স্যাররর!!আাাপনিি এদিকে আসছেন কেনো????
আমি কিন্তু কান্না করে দিবো।😭😭😭😭😭😭
—-আরে আরেেে কান্না করছো কেনো????কান্না থামাও
—-আপনি আমাকে এভাবে ধমক দেন কেনো খালি???আমি নাহয় বাচ্চা মানুষ না বুঝে ভুল করি তাই বলে আপনি আমাকে বকা দিবেন???😭😭😭😭
—-ওর কথা শুনে হাসবো নাকি কাদবো বুঝতেছি না।কেঁদে কেঁদে নাকের পানি চোখের পানি একাকার করে ফেলেছে।
রুমাল এগিয়ে দিলাম মুছবার জন্য।
—-দেখলাম রুমাল এগিয়ে দিলো।রুমাল টা নিয়ে মুখ মুছে নাক মুছলাম।তারপর স্যারকে ফেরৎ দিলাম।
—-ইয়াক!!!😷😷 তুমি আমার রুমাল দিয়ে কি করলে এটা???আবার ঐটা আমাকে ফেরৎ দিচ্ছো???😡😡
—-ভ্যাাাাাাাএএএএএএএএএএ😭😭😭😭দেখলেন তো স্যার!!আপনি পচা খালি বকা দেন আমারে।একটু ও ভালোবাসেন নাহহ😭😭
—-কি বললে???😲তোমাকে ভালোবাসবো??
—এতে অবাক হওয়ার😲😲
ইশশ রে আমি কি বলে ফেললাম।
—দেখলাম লজ্জায় লাল হয়ে যাচ্ছে।বুঝতে পারলাম হয়তো মুখ ফসকে বেরিয়ে গেছে কথাটা।
হয়েছে আর লজ্জা পেতে হবে না।আপনাকে দেখলে লজ্জা এমনিতেই দৌড় দিবে।(শুভ্র)
—-😂😂😂😂😂😂
–😂😂😂😂😂😂
দুজনেই হেসে দিল।
,,
বাসায়………
এই পড়া তৈরি করছিল কোন শালায়???এতো পড়ে কি হবে????😰😰
ছাত্রজীবন মধুর হতো যদি না থাকতো
পরিক্ষা😂😂
,,
এক গাদা ম্যাথ সল্ভ করতে দিয়েছে।আমি এত্ত কহন করবো??এমনিতেই আমি ম্যাথ কম বুঝি।
কার পাকা ধানে যে কবে মই দিছিলাম।হয়তো তার অভিশাপেই এমন সাবজেক্ট আমার কপালে এসে জুটছে😰😰
,,
এমনিতেই পারি না তার উপ্রে এত্তগুলা ম্যাথ।যা করে করুক।আমার দ্বারা অসম্ভব এসব।
বই বন্ধ কইরা ঘুমাতে গেলাম।

.
.
Accounting_Teacher
Part__8
Written_by_Ritu_Rosni
.
.
আমার দ্বারা এসব পড়াশুনা হবে না।
বই বন্ধ করে ঘুমাতে চলে গেলাম।
.
সকাল বেলা কলেজে,,
সবাই দেখলাম খুব মনোযোগ দিয়া পড়তাছে।
–😲😲😲
আজ নাহহ হিঃবিঃ এর কয়েক্টা অধ্যায় এর উপর ক্লাস পরিক্ষা নিবে ঐ লম্বু জল্লাদ,তিতল ব্যাটা টা।
আমি তো কিছুই করে আসিনি??😰😰
এমনিতেই পারি না তার উপ্রে প্রিপারেশন ছাড়া কেমনে দিমু??পরিক্ষা না দিলেও খবর খারাপ করে দিবে ডেভিল টা।
আল্লাহ গো প্লিজজ আজকের মতো পার কইরা দাও এই ডেভিল এর হাত থেকে।
আমি যাওয়ার সময় ২ট্যাহা ফকিরকে দিয়া যামু নে😰
তাও আমারে আজকের মতো বাচাই দাও না ঐ জল্লাদ টার হাত থেকে।
,,
–কি রে ঐখানে দাড়িয়ে কি ভাবছিস এতো??সেই কখন থেকে ডাকছি তোকে??(নুপুর)
—নাহ কিছু না সরে যা,,বসতে দে।(আমি)
—হু,বস।শুভ্র স্যারের নাকি কি একটা কাজ আছে।
—কস কি???তাইলে তো আইজকা এক্সাম হবে না।ইয়েেেেেে কি মজা কি মজা আজকে জল্লাদ টার এক্সাম হবে না।😃😃(আমি)
—আরে থাম!!এত লাফাচ্ছিস কেন??আর কে বলছে তোকে যে এক্সাম হবে না??
—কে নো???তুই না এই মাত্র বললি আজ শুভ্র স্যার আসে নি।তাহলে এক্সাম হবে কেমনে???😒
—-স্যার আসে নি তবে আসবে।আর স্যার প্রিন্সিপাল স্যারের উপর এক্সাম নেয়ার দায়িত্ব দিয়ে গেছেন।(নুপুর)
—😰😰
কি এমন হতো আজকে না আসলে???😒
প্রিন্সিপাল স্যার যথা সময়ে এসে আমাদের প্রশ্নপত্র দিয়ে গেলো।আবার ঠিক সময়ে খাতা নিয়ে গেছে।
এমুন প্রশ্ন করছে ঐ বজ্জাৎ,নাইজেরিয়ান উগান্ডা,বিলাতি চামচিকে,বিট্রিশ লম্বু।
মনডায় চায় তো লবণ মরিচ ছাড়াই কুচি কুচি করে কাটি।
,,
শুভ্র: ইশশশ!!কত্তো লেট হয়ে গেলো।ভেবেছিলাম বেশি সময় লাগবে না করতে।কিন্তু করতে করতে ১২ টা বাজে প্রায়।ভাগ্যিস প্রিন্সিপাল স্যারকে সব বুঝিয়ে দিয়ে গেছিলাম।
১২ টা বেজে গেছে সবাই মনে হয় এতক্ষণে বাসায় চলে গেছে এতক্ষণে।
আস্তে আস্তে গেট দিয়ে ঢুকছিলাম ঠিক তখনি…….
—-ক্লাস শেষে সবাই মিলে ক্যাম্পাসে বসে Truth On Dare খেলছিলাম।
সবার শেষে আমার পালা এলো।
—Truth Na Dare(কনা)
—উমমম,,Dare.(me)
— ভেবে বলছিস তো???আমরা যে Dare দিবো সেটাই করতে হবে কিন্তু(সবাই মিলে)
—এতো ভাবার কি আছে??ঋতু একবার যা বলে তাই করে।(আমি)
—ঠিক আছে।তোর ডেয়ার হলো শুভ্র স্যারকে প্রোপজ করতে হবে।
—😲😲
ঐ জল্লাদের বংশধরকে আমার প্রোপজ করতে হবে???
Impossible😒….
—আগেই বলেছিলাম।আর তোকে তো তোর ডেয়ার পূরণ করতেই হবে।পারবো না বললে তো হবে না।
—তাই বলে আমাকে ঐ জল্লাদের বংশ,ধলা ইন্দুর,লম্বু,কান কাটা পেত্নির জামাইকে কিনা প্রোপজ করতে বলবি তোরা??(আমি)
—মোটেই নাহহ!!আমাদের শুভ্র স্যার কিন্তু মোটেও এতটা খারাপ নন যতটা তুই ভাবিস।
হ্যাঁ,মানছি একটু রাগ বেশি।ডিসিপ্লিন পছন্দ করেন।(কনা)
—ওলে বাবালে!!তুই দেখি ঐ খারুস টার উপ্রে P.H.D করে ফেলছিস😲
—হয়েছে তোর টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে।তুই যদি ডেয়ার পূরণ না করিস তাইলে ভেবে নিবো আমাদের ঋতু আসলেই একটা #ভিতু😃😃
—হয়েছে হয়েছে তোদের আর কালা মেইল করা লাগবি না আমাকে।আমি করছি বাট ঐ জলহস্তী ডা কে কইত্তে পামু এহন???(আমি)
—তোর সামনেই আছে।
—মানে????(আমি)
—পেছনে তাঁকা তাইলে পাবি।
—দেখলাম স্যার এদিকেই আসছে।
হাম্রিগুলা ধাক্কা দিয়া ওর সামনে ফালাই দিলো।আমার তো ওরে দেইখাই কলিজায় পানি শুকায় গেছে আর আমি ওরে ঐডা কমু কেমতে???😰😰
না কইতে পারলে আবার হাম্রিগুলা তহন আমারে পচায়ে আমার প্রেস্টিজের ফালুদা বানাই ছাড়বে।😂
–দেখলাম ঐ বজ্জাত ফাজিল মেয়েটা আমার সামনে এসে দাড়ালো।
কিছু বলবে????(শুভ্র)
—হ্যা না মানে(আমি)
—হু,কি বলো???
—না মাআাানে স স্যারররররর
—কি মানে মানে করছো???আর তোতলামি করছো কেনো???
—সাইড থেকে বার বার হাম্রি গুলা #ভিতু বলে পচিয়ে যাচ্ছে।বুঝিনা ওরা আমার বন্ধু নাকি শত্রু যে জেনেশুনে আমাকে বাঘের খাচায় ছেড়ে দিলো??😰
—কি হলো???কিছু বলার থাকলে বলো নয়ত আমি যাই
—-হু স্যাররর
—কি হু???
–না মানে বলছি কি স্যার ভালোই আছেন??..(আমি)
—-Stupid!!তুমি এটা জিজ্ঞাসা করার জন্য এখানে দাড়িয়ে আছো??
—-হু,না মানে
—কি না মানে??
—-Sir!!I Love U
—-Whattttt
—- Sir চিল্লায়েন না তোহহ কাকের মতো।এটা আমার #Dare ছিলো তাই পূরণ করলাম।নাহলে
আপনার মতো আফ্রিকান জলহস্তী,লাল বাদুড়,ধলা ইন্দুরকে কিডা I Love U
বলে???
—-😡😡😡
—কিিিি কিছুনা স্যারর বলেই এক দৌড়ে ক্যাম্পাসের বাইরে চলে এসেছি।
আর একটু থাকলে যে জল্লাদ টা কি করতো।যেভাবে চিল্লিয়ে উঠছে।
শয়তান গুলা হেসে হেসে একদম ফেটে পড়ছে।😡😡
হার্টবিট আমার 4G তে দৌড়াচ্ছে।
এখানে আর থাকা যাবে না।জল্লাদ টা যেকোনো সময় আমার উপর এট্যাক করতে পারে।
তার থেইক্কা বরং আমি বাড়িত গিয়ে লবণ পানি খাই।
যেইভাবে চিল্লায়ে উঠছে ভয় পাইছি😒😒
—বজ্জাত, ফাজিল মেয়েটা আমায় কি বলে গেলো???
আমি আফ্রিকান জলহস্তী???লাল বাদুড়??? 😡😡
রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে।
—-ভাবছি কালকে কলেজ গেলে আমার কি হপ্পে।
ডেভিলটার সামনে যেনো কালকে না পড়ি আল্লাহ।😰
,,
সকালে কলেজ যাওয়ার সময়,,
কি রে আপু তুই আজ এরকম হুজুর সেজে কই যাস??
তাও আবার অর্ধেক হাজি অর্ধেক পাজি সেজে।(বর্ষা)
—-মাা নেে,,
—মানে হলো বোরকা না পড়েই স্কার্ফ দিয়া মুখ বাধছিস তাই।
—বইন আর কইস না।আজকে আমারে ঐ বজ্জাত,কালকেউটে,নাইজেরিয়ান কালা বাছুর যে কি করবো।
বইন দোয়া করিস আমার জন্যে।যেনো তোর বোন তাড়াতাড়ি বিধবা থুক্কু তোর বোনের স্বামী যেনো বিধবা না হয়।(আমি)
—-আপু তোর শরীর ঠিক আছে তো??তুই এসব আবুল তাবুল কি বলছিস???দ্বারা আমি এখনি আম্মুকে সব বলছি গিয়ে যে তোর মাথায় গন্ডগোল।
আম্মু,আম্মুুউউউউহহহহ(বর্ষা)
—এই এই পেত্নি কি শুরু করলি তুই????
—কি হয়েছেরে বর্ষা??ডাকলি কেনো??(আম্মু)
—কি হয়নি তাই বলো।তোমার মেয়েকে হেমায়েতপুরে পাঠাও তাড়াতাড়ি,, সেই কখন থেকে কি সব বলে যাচ্ছে।
—-কি রে ঋতু??বর্ষা যা বলছে তা কি সত্যি??(আম্মু)
—-হু
—দেখলে তো আম্মু আমি কি বললাম??
—এই পেত্নি,শাকশুঁটকি কি বলেছিস তুই??(আমি)
—ঐ কে শাকশুঁটকি?? খবরদার বলছি ভালো হবে না মেন্টাল।(বর্ষা)
—ঐ কে মেন্টাল??😡😡খাড়া আজ তোর একদিন কি আমার যতোদিন লাগে।(আমি)
—-এই তোরা থামবি??কি শুরু করেছিস এসব??আর ঋতু তুই কি এখনো বাচ্চা আছিস যে ছোটবোনের সাথে মারামারি করিস??
—-কে কার ছোট বোন??আমার কোনো ছোটবোন নেই।ওকে তো ডাস্টবিন থেকে কুড়িয়ে আনছিলাম
😃😃
এই বলে কলেজের দিকে রওনা দিলাম।সকাল সকাল আম্মুর হাতে পিডানি খাওয়ার শখ নেই।
কলেজে…….
.
.
To be Continue….
[ভুল ত্রুটি ক্ষমা করবেন।]
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here