Accounting_Teacher,Part 5,6

Accounting_Teacher,Part 5,6
Written_by_Ritu_Rosni
Part 5
.
কেনো যে নোংরা করতে গেলাম,,এখন এই লম্বু তিতল ব্যাটা আমাকে দিয়ে এসব
নোংরা পরিষ্কার করাচ্ছে।😭😭
আগে জানলে এসব করতামই না।আমার একটু সাবধান হওয়া উচিৎ ছিল।
তিতকা,খবিশ,লম্বু,বিলাতি চামচিকা,ব্রিটিশ ইন্দুর,গোমরামুখো আমাকে দিয়ে এত্ত কাজ করালি তুই😂😂জীবনেও বউ জুটবে না তোর কপালে মনে রাখিস😂
বাসায় যে এক গ্লাস পানি ঢেলে খায় না,আর আজ তাকে দিয়েই তোর গাড়ি ওয়াস করালি😡😡
এই অবিচার আল্লাহ ও সহ্য করবো না,,ঠাডা পড়বে তোর উপ্রে ঠাডা😃
,
মনে মনে শুভ্রকে হাজার টা গালি দিয়ে কোনো রকমে গাড়িটা ধুইলো ঋতু।
—আরে আরে কই যাও???আমি কি একবারো যেতে বলেছি তোমাকে???😡(শুভ্র)
—আমার কাজ তো শেষ স্যার!!,,লেট হয়ে যাচ্ছে স্যার আমাকে যেতে দিন,বাসার সবাই চিন্তা করবে ।(আমি)
—যেতে তো দিবোই,, কিন্তু তোমার পানিশমেন্ট এখনো শেষ হয়নি।
১০ মিনিটের জায়গায় তুমি পুরো ৩০ মিনিটস লাগিয়েছো।তার জন্য তো তোমাকে পানিশমেন্ট পেতেই হবে।
—আবাাার কিিি পানিশমেন্ট স্যার??😰স্যার জীবনেও আমি আর এমুন কাজ করুম নাহহহ,,
আমার মতো বাচ্চা মেয়েকে এতো শাস্তি দিয়েন না😰😰
—Stop!! Nonsense 😡
———
—সারাক্ষণ এত বক বক করো কিভাবে???তোমার কি মুখ লাগে না????(শুভ্র)
—স্যার মুখ কি লাগার জিনিস???আপনার ও কি কথা বলার সময় মুখ লেগে যায়???(আমি)
—Just Shut Up(চিল্লিয়ে)
—স্যার!!এত জোরে ধমক দিয়েন না হার্ট ফেল কইরা মইরা যামু,তখন আমার বর,বাচ্চাকাচ্চার কি হবে??😭
—-What??? তোমার বর,বাচ্চাকাচ্চা মানে??
R U Married??? (Shuvrro)
—আমি কখন কইলাম আমি বিবাহিত?? আমি তো আমার ভবিষ্যৎ বর,বাচ্চাকাচ্চার কথা কইলাম।যে আমি মরে গেলে তাদের কি হবে।(আমি)
—-😲😲😲(শুভ্র)
—স্যার!!মুখ বন্ধ করেন।নইলে আপনার মুখে মশা ঢুকে পেটের মধ্যে গিয়ে
বংশবিস্তার করবে।
—-এই মেয়ে তোমার NoneStop বক বকানি বন্ধ করবা দয়া করে??😡😡😡(হাত জোর করে)
—-স্যার!স্যার! একি করছেন??? হাত জোর করে ক্ষমা চাচ্ছেন কেনো???আমি আপনার মতো জল্লাদ থুক্কু তিতকা নই যে ক্ষমা চাইতে হবে।আমার মন টা দয়ায় ভরা।
—কি বললে???আমি জল্লাদ,আমি তিতকা??? 😡😡
—এই রে কি বলতে কি বলে ফেলেছি😰স্যাররর এইভাবে তাকিয়ে আছেন কেনো???মনে হচ্ছে কয়দিন খান না।
আংকেল আন্টি কি আপনাকে খেতে দেয় না।
—-😡😡😡😡
স্যার যেইভাবে তাকায় আছে মনে হয় আমারে কুড়াল দিয়া কাইট্টা খাইয়া ফালাবে😰
আল্লাহ গো আমি এত বক বক করি কিনু??এখন আমারে এই জল্লাদের বংশের হাত থেকে বাচায় কে???😰
আরে আন্টি তুমি???এখানে কেনো???(আমি)
—-কোথায় আম্মু??যেই পিছনে তাকাইছি ওমনি বজ্জাৎ, ফাজিল মেয়েটা ফুড়ুৎ।
তার মানে আমাকে বোকা বানিয়ে পালিয়ে গেলো??আমিও দেখবো এভাবে কতদিন বোকা বানাও😡
—-ভাগ্যিস বুদ্ধি টা কাজে লেগেছে,😆নইলে নিশ্চিত জল্লাদের বংশটার হাতে আজ আমার প্রাণ হারাতে হতো।😒
আমার আবার গিরায় গিরায় বুদ্ধি😎আপনাদের লাগলে ধার নিতে পারেন আমার থেকে।
,,
কথা বলতে বলতে বাসায় চলে এসেছি।
—কি রে আজ এত লেট কেনো???কয়টা বাজে দেখেছিস???সারাদিন খেয়েছিস কিছু???(আম্মু)
—উফফফহহহ!!মা যাও তো।এতো প্রশ্ন করো নাহ।
বাসায় এলেই শুধু জেরার উপর জেরা।আমি কি কোনো আসামী নাকি যে এত প্রশ্ন করো???
আম্মুকে রাগ দেখিয়ে উপরে চলে এলাম।
,
আমি জানি আমার আম্মু জান একটু পরেই ভাতের থালা নিয়ে আমার কাছে চলে আসবে।একটু রাগ
দেখালাম যাতে খাইয়ে দেই।😂😂
,,
শুভ্রদের বাসায়…..
—আমার আব্বু টা কি কারো উপ্রে রেগে আছে???(শুভ্রকে আব্বু বলেই ডাকে)
—না তো আম্মু,,কেনো বলোতো??
—উহু,,না বললে তো আর আমি মানবো নাহহ।।আমি জানি তুই কারো উপরে রেগে আছিস। এত রাগ কার উপরে,হুমমম??(আম্মু)
—আর কার উপর???ঐ বদমাইশ ঋতুর উপর
—ঋতু???😲আজিজ ভাইয়ের মেয়ের কথা বলছিস নাকি আব্বু??? (আম্মু)
—হুমমম
—ও আবার কি করলো???মেয়েটা কত্ত সুইট😍
—কি করেনি তাই বলো(সব খুলে বললাম আম্মুকে)
—😃😃😃😂😂😆😆
—-আম্মু তুমি হাসছো???
—-হাসবো না তো কি করবো বল???তুই এমন মজার জোক্স বললি।
—-আম্মুুু আমি কিন্তু রেগে যাচ্ছি 😡😡
—-থাক তোকে আর রেগে যেতে হবে না।ফ্রেশ হয়ে আয় খেতে দিচ্ছি আমি।
,
সকাল বেলা…..
কলেজে….
😲কি রে??সবাই এতো পড়ুয়া হলি কেমনে???(আমি)
—————
কি রে???তোরা সবাই বোবা হলি কবে???কথা কস না ক্যা????(আমি)
—-তোর সাথে ফাউ প্যাঁচাল পাড়ার সময় আমাদের নেই।শুভ্র স্যার ২ চ্যাপ্টারের ম্যাথ দিয়েছে।না পারলে খবর আছে।(নুপুর)
—-আরে ধুরর!!এই জন্যে এতো টেনশন করছিস??? দেখ বিলাতি চামচিকা আজ কেমন টাইট দেই আমি।দেখবি ব্যাটা জীবনেও আর ভয়ে আমাদের সাথে জোর গলায় কথা বলবে না।😃😃
————————
—কি রে তোরা সবাই চুুুুউউপপ ক ক্যাাাা(পিছনে তাকিয়ে দেখি স্যার)
–কি হলো???থেমে গেলে কেনো???কি যেনো বলছিলে না??😒ওওও আমাকে নাকি টাইট দিবে।তো দাও না(শুভ্র)
—-কঅ কই স স্যারর???আমি তো বলছিলাম……….
.
.
Accounting_Teacher
Part__6
Written_by_Ritu_Rosni
.
.
আমি তো বলছিলাম,বলছিলাম😒আপনি কত্তো ভালো,,তিতকা থুক্কু মধুর মতো কথা কন।
—What The????????????(শুভ্র)
—ব্যাটা জল্লাদের বংশ,ধলা ইংরেজ কথায় কথায় খালি What the!!What the করে।
কথায় আছে না বাঙালি কুত্তার ইংলিশ ডাক।আরে ভাই তুই বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছিস বলে কি কথায় কথায় ইংলিশ ঝাড়বি??😡আমি এমনিতেই Accounting কম
পারি।কেনো যে একাউন্টিং সাবজেক্ট টাই জুটলো আমার কপালে না হলে কি আর এই লম্বু ব্যাটার ঝাড়ি আমি শুনি??(মনে মনে)
—ঋতুউউউউউউউহহহহহহহহহহ(শুভ্র)
—-কি কি স্যার??কি হয়েছে চিল্লান কেনো???(আমি)
—এই মেয়ে কখন থেকে তোমায় ডাকছি আমি??মন কোথায় থাকে???
—স্যার মন তো আমার পাখির মতো ডালে ডালে উইড়া ঘুইরা বেড়ায়।
—😡😡
—স্যার!!ঐ ভাবে তাকায়েন না।রাগ লে আপনাকে না সাপের মতো লাগে😰না মানে গোখরা সাপের মতো ফোঁস(মুখ চেপে ধরে)
—-😡😡
—কিনু যে এত কথা বলি আমি😰😰। সরি স্যার!!রাগলে আপনাকে পুরাই একটা কিউটের ড্রামের মতো লাগে।(একটু হাওয়া দিয়ে)
—-এই মেয়ে তোমার মাথায় কোনো সমস্যা আছে মনে হয়।পাশেই তো মানসিক হাসপাতাল ডাক্তার দেখাও।
—হ স্যার!!আমার আম্মু ও বলে।
—কি?????(শুভ্র)
—-আমার মাথায় নাকি গন্ডগল আছে।
—-😲😲😲
,,
এবার পড়ায় আসি।….
শুভ্র:সবাই ৫মিনিট Problem গুলা দেখো কারো কোনটায় সমস্যা আছে,,আমি এখনি করতে দিবো।
———-
Time is Over.
—-ঋতু Stand Up!!
—আল্লাহ গো!!এই জল্লাদের কি আর কাউকে চোখে পড়ে না???আমারেই ধরতে হবে???😭(আমি)
—-Problem C-7 er Journal+Equation Boarde করে দেখাও।(শুভ্র)
————(আমি)
—-কি হলো???তোমাকে কি আমি খুটিঁর মতো দাড়িয়ে থাকতে বলেছি???(শুভ্র)
—-না মাআানেে স্যারররর বলছিলাম কিিিিিিি
—-কি???(শুভ্র)
—নাআ মাানে বলছিলাম কি স্যারর,,আমি তো ইকুয়েশন করতে পারি না😰😰
—What the hell.
তুমি সেটা এখন আমাকে বলছো???এতক্ষণ কি করছিলে??😡
কান ধরে এক পায়ে দাড়িয়ে থাকো।
—স্যাররর😰
—কোনো Excuse শুনতে চাই না।তাড়াতাড়ি করো নইলে পুরো ক্যাম্পাস এভাবে ঘুরাবো।😂
—😒জল্লাদ টার উপ্রে বিশ্বাস নাইক্কা করাতেও পারে।
—নুপুর তুমি পারবা???
——-
কনা???
——
রাজু,ফরিদ Anybody ????
————–
😲😲এক জন ও নাহহহহহ??????(শুভ্র)
শুভ্রের বলার আগেই সবাই কান ধরে দাড়িয়ে গেলো।সবাই শুভ্রকে যমের মতো ভয় পায়😃শুভ্রকে না শুভ্রর রাগ কে।
—-কি রে!!সব বিলি বিলি স্টুডেন্ট??কই গেলো তোদের সে হাওয়া????সব ফুস??😂😂
যেই ভাবে পড়ছিলি মনে হচ্ছে সব গুলা লুকা প্যাসিওলির নাতি নাতনী।(আমি)
—-দেখ বইন দোহাই তোর চুপ থাক।এমনিতেই স্যারকে দেইখা ভুইলা যাই সব তারপরে আবার তোর বক বকানিতে মনে থাকে কেমনে???(কনা)
—–একে তো পড়া হয়নি কান ধরে আছে।তার পরেও কথা বলছে।লজ্জা শরম বলতে এদের কিছুই নেই।
সব গুলা বদমাইশের দল।আর মূল মাথা হলো মেন্টাল ঋতু।এই মেয়েকে যে কি করি।😒
.
.
(চলবে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here